|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমরা কোন দেশে বাস করি?
মগের মুল্লুক ছিল মগদের স্বেচ্ছাচার, স্বৈরাচার আর অত্যাচারের কাহিনী,
হিরক রাজার দেশ- পাগলা রাজার সেইম কিচ্ছা
৫% সমর্থন নিয়ে ৯৫ %কে শাসন করবে!!!! এইটা কোন মুল্লুক!!!!!!!!!!
বর্তমান সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
Print Friendly and PDF
বুধবার সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিলের পর সমাবেশে তিনি এই আহ্বান জানান।
সরকারের উদ্দেশ্যে খোকন বলেন, “সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। নতুবা জনগণ গর্জে উঠবে। তাতে পালাতেও পারবেন না।”
‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশনের দিন সারাদেশে কালো পতাকা মিছিলের এই কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবন থেকে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল শুরু হয়। মিছিলটি ভবনের বিভিন্ন করিডোর ঘুরে সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন সড়কে যায়। পরে ওই ভবনের সামনেই সমাবেশ হয়।
সেখানে মাহবুব উদ্দিন খোকন বলেন, “আজ নাকি সংসদ বসছে। এই সংসদের ১৫৩ জন জনগণের ভোটে নির্বাচিত নন। এটা সংবিধানের চেতনার পরিপন্থী।
“যেখানে নির্বাচন করেছে, সেখানেও মানুষ ৫ ভাগের বেশি ভোট দেয় নাই। তাই এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না।”
খোকন বলেন, সরকার এখন বিরোধী মতের নেতা-কর্মীদের ‘খুন-গুমের’ পথ বেছে নিয়েছে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “এই গ্রেপ্তার ও মিথ্যা মামলা বন্ধ করুন। রাজনৈতিক নেতাদেরকে মুক্তি দিন।” 
খবরটা শুধু খবর হয়েই যেন রইছে!!! আমরা কি তবে ভয়ে, আতংকের মাদসিয়ায় আক্রান্ত!!!!!
তেলাপোকার মতো টিকে থাকার তত্ত্বে বিশ্বাসী!!!!!!
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০৬
২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা! তাই নাকি?
শুধু পক্ষ নিয়াতেই এত ! তাহলে বলুনতো শেখ হাসিনা যে নিজের কন্যাকে রাজাকের ঔরশে পূর্ন করাল তার কি শাস্তি হওয়া উচিত!!! তিনার জ্ঞাতী গোষ্ঠিরা সকলেই শুধু রাজাকেরর সন্তানদের মাঝে কি পাইলেন যে কোন মুক্তিযোদ্ধার সাথে আত্মীয়তা করলেন না।
তাহলে তারা কে কি বলে তা আরও বেশি অর্থহীন ! নাকি বলেন? 
তাদের তো শুধু চামড়া নয় সাথে আরও কিছু সহ তোলা দরকার-আপনার যুক্তিমতেই। ঠিকনা?
২|  ২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৬
২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৬
পদ্মা_েমঘনা বলেছেন: এই তরল, ইরিটেটিং চিরিয়াটা খুবই বিরক্ত করে। একে কিছু কাঁঠাল পাতা দেন।  
   
   
 
  ২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১২
২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সে আর বলতে।
একচোখা দানোর মতো-তার বুঝের বাইরে কিছুই নেই!!! কিংবা চোখ বোঝা কাক  
 
ইগনোর করেন। সমস্য নাই। খিদা লাগলে নিজেই খুজে খাবে নে 
 
৩|  ২৯ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩০
২৯ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৩০
পাঠক১৯৭১ বলেছেন: আপনি লিখেছেন,
"
শেখ হাসিনা যে নিজের কন্যাকে রাজাকের ঔরশে পূর্ন করাল তার কি শাস্তি হওয়া উচিত!!! তিনার জ্ঞাতী গোষ্ঠিরা সকলেই শুধু রাজাকেরর সন্তানদের মাঝে কি পাইলেন যে কোন মুক্তিযোদ্ধার সাথে আত্মীয়তা করলেন না।
"
শেখ হাসিনার আত্নীয়রা রাজাকার হলেও,  গোলাম আজম, কাদের মোল্লা ও সাইদীর পক্ষে কথা বলছে বলে মনে হয় না; আপনি রাজাকারদের পক্ষের লোকের হয়ে কথা বলছেন!
  ২৯ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৪৫
২৯ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজিব!
ওহ.. রাজাকেরর সাতে আত্মীয়তা করা যাবে- জাতীয় রাজাকার নাতিও পয়দা করা যাবে- শুধু কয়েকজনের পক্ষে কথা বলা যাবে না। -এই হল আপনার রাজাকার ডেফিনেশন!!!
ভালু ভালু। 
তা উনি নিজ দলে রাজাকারদের মন্ত্রী বানিয়েছেন- মখা গং.তাদের গাড়ীতে জাতীয় পতাকা উড়ানোর সোযোগ দিয়েছেন!!... এবং চেতনার ঝান্ডা উড়ানি যে পাকি মুরগী সাপ্লাইয়ার গংরে বানাইছে- এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে জাতিকে কিঞ্চিত উপকৃত করুন! 
  ০৩ রা মার্চ, ২০১৪  বিকাল ৪:৪৭
০৩ রা মার্চ, ২০১৪  বিকাল ৪:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কুছ বলে্লেন না যে দাদা!!!
রাজাকারের নিরপেক্ষ হয়ে রাজাকার নাতি পয়দা করা জায়েজ!!! 
আবার তেনাদের মুখেই বড় বড় কথা!!!
একি সেরম হয়ে গেল না- বারবণিতার গলা উচু!!!!!!!
৪|  ২৯ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৫৫
২৯ শে জানুয়ারি, ২০১৪  রাত ৯:৫৫
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে এরকম অদ্ভুত দেশ আর পাবেন না!
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন দেশটি কোথাও খুজে পাবেনাকো তুমি....র 
কি নিদারুন কষ্টকর উপমা হতে যাচ্ছে .....
যেখানে রাষ্ট্রবিজ্ঞানের সংগা নতুন করে লিখতে হবে!!!!!
৫|  ৩০ শে জানুয়ারি, ২০১৪  রাত ১২:৫৫
৩০ শে জানুয়ারি, ২০১৪  রাত ১২:৫৫
সুমন কর বলেছেন: পৃথিবীর কোন দেশে হবে কিনা জানি না, বাংলাদেশে সব সম্ভব!!
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৩৫
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হিরক রাজার দেশ নয়- একন মনে হয় নতুন নামে ছবি বানাতে হবে  
 
  ০৩ রা মার্চ, ২০১৪  বিকাল ৫:৫৬
০৩ রা মার্চ, ২০১৪  বিকাল ৫:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ এমনটি হবার কথা ছিল কি?
স্বাধীনতার চেতনার কথায় যারা ফেনা তোলে- তারা আজ দিল্লির বশ্যতা স্বীখার করে কোন চেতনায়!!!!!
৬|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪৮
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪৮
রাবার বলেছেন: সুমন করের সাথে সহমত
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৩৫
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৭|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:২৩
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:২৩
অর্থনীতিবিদ বলেছেন: অবলীলায় ৫% সমর্থন নিয়ে ৯৫ % মানুষকে শাসন করছে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। ভাই কী আর বলবো, দেশের অবস্থা দেখে শ্রদ্ধেয় শামসুর রহমানের একটি কবিতার কথা মনে পড়ে গেলো। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৯
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরচে ভাল আর কি বলা যায়!!!
কারণ রাজা তুই ণ্যংটো বললে যে আবার পাইক-পেয়াদা রে রে করে ছুটে আসবে!!!!!!
এই অচলাবস্থা কেটে যাক। মুক্তি পাক বাংলা মা যেমন পুর্বেও পেয়েছে সকল স্বৈরাচার আর অত্যাচারীর হাত থেকে- স্বাধীনতার লাল টিপ পরে!
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
২৯ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
পাঠক১৯৭১ বলেছেন: রাজাকারদের পক্ষ নেয়ার পর, খালেদা বেগম, খোকা, খোকন কে কি বলছে, সবই অর্থহীন; এদের আঁটকায়ে পিঠের চামড়া তোলার দরকার।