|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সড়কে চলতেও গুণতে হবে টোল!!!!!!!!!!!!!!!!!!!!!!! 
আমরা আমজনতাকি আষ্টে-পৃষ্ঠে বাধা পড়ে যাচ্ছি! বিদ্যুতের মূল্যবৃদ্ধির রেশ কনসার্টে আড়াল করে, জনগণের নাভিশ্বাস উর্দ্ধে উঠিয়ে দম না ফেলতেই সড়কে চলতেও টোল দেবার নীতিমালা করেছে সরকার।
মূল সংবাদ  
বর্তমানে কেবল সেতু ও দুটি মহাসড়ক ব্যবহারের জন্য টোল নেয়া হলেও সরকারের এই সিদ্ধান্তের ফলে জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কে চলাচলের ক্ষেত্রে যানবাহন অনুযায়ী টোল দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই ‘টোল নীতিমালা-২০১৪’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
ভিত্তি টোল
গুরুত্বপূর্ণ মহাসড়কের ভিত্তি টোল নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। অর্থাৎ, এসব সড়কে সাধারণ ট্রাক চালাতে ৪০০ টাকা টোল দিতে হবে।
আর ভারী ট্রাককে দিতে হবে ভিত্তি টোলের দ্বিগুণ, অর্থাৎ ৮০০ টাকা। আর ট্রেইলারের ক্ষেত্রে টোল হবে এক হাজার টাকা।
গুরুত্বপূর্ণ মহাসড়কে বড় বাসের টোল হবে ভিত্তি টোলের ৯০ শতাংশ, মিনি ট্রাকের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং মাইক্রোবাসের ক্ষেত্রে ৪০ শতাংশ।
আবার বলছে এই টোলে জনজীবনে প্রভাব পড়বে না। 
অথচ একটা ছোট্ট ট্রাকে ৪০০ টাকা, ভারী ট্রাকে ৮০০ টাকা, ট্রেইলারে ১০০০ টাকা। সব্জি থেকে ধরে সকল খাদ্যদ্রব্য , আমাদানী রফতানি, সাধারন পরিবহন, সাধারন চলাচলে পরিবহনে প্রতি জেলায় জেলায়, প্রতি সেতুতে এই টোল দিতে দিতে ঢাকা আসতে গিয়ে পরিবহনে যে পরিমাণ ব্যায় বাড়বে তাকি মালিক গাটের থেকে দেবে????
না গ্রাহকের পকেট থেকেই নেবে? তবে!
মোশাররাফ বলেন, প্রতি তিন বছর পর পর টোলের হার পর্যালোচনা ও সংশোধন করা হবে।
“টোলের বিদ্যমান হার বাড়লেও সিগনিফিকেন্ট কোনো ইমপ্যাক্ট হবে না। দ্রব্যমূল্যের ওপর কোনো প্রভাব পড়বে না। আদায় করা টোলের পরিমাণ আমাদের ওভারঅল জিডিপির তুলনায় অনেক কম।”
তারপরও কিভাবে বলে জনজীবনে প্রভাব পড়বে না। এরা কি পাগল? না আমজনতাকে পাগল ভাবে?
আমজনতা যাবে কোথায়? তাদের চলাচলকে সীমিত করে দেয়া হচ্ছে! নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে কি তার কোন অধিকার নেই? সব খরচই যদি নাগরিক বহন করবে তবে আর কেন্দ্রীয় সরকারের দরকার কি? আমরা আমরাই চালাই!!!!!!! 
এই টোলের মিনিমাম ভিত্তিতেই তো নাভিশ্বাস উঠবে -জীবন যাপনের প্রতিটি জিনিষের দাম বেড়ে! আর বাস্তবতাতো হলো -আদায়কারীদের স্বেচ্ছাচার আর দৌরাত্ব যা ইতোমধ্যে প্রতিষ্ঠিত- তারতো েকান সীমা থাকবে না। সেই সবের রিপোর্টিং কমবেশি সবাই দেখেছেন টিভি মিডিয়াতে!
ক'দিন পর- 
হাসার জন্য, কথা বলার জন্য, চোখ মেলে দেখার জন্য টোল বসাবেনাতো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 ২২ টি
    	২২ টি    	 +০/-০
    	+০/-০  ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:২১
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভীষন রকম অস্বস্তিকর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হে মালিক মুক্তি দাও!!!!
২|  ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:০৬
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:০৬
মদন বলেছেন: ইতিহাসে দেখা যায় স্বৈরাচারী শাসকগন তার নিজের বিনোদন সহ অদ্ভুত খেয়াল পূরন করতে জনগনের উপর ট্যাক্স বসাতো। 
একদিকে ৯০কোটি টাকা খরচ করে সরকারীভাবে জাতীয়সংগীতের বিশ্বরেকর্ড করা হচ্ছে, অন্য দিকে রাস্তায় চলতেও ট্যাক্স দিতে হবে। 
বাহ! ভালোতো, ভালো না?
  ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫১
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দাড়ি রাখার উপরও নাকি ট্যাক্স ছিল একসময়!
প্রাত্যাহিক কাজের উপর ট্যাক্স দিলেও ইনকাম ভালাই হইব
বাহ! ভালোতো, ভালো না?  সহমত
  ২৯ শে মার্চ, ২০১৪  রাত ৮:৫৭
২৯ শে মার্চ, ২০১৪  রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ আমরা কেমন নিরব!!!!!!!!!!!!!!!!!!!!
বিরোধী দল কেমন নপুংশক নির্জীব!!!!!!!!!!!!!!!!!!!!
৩|  ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৭
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৭
শান্তির দেবদূত বলেছেন: বেশি কথা বইলেন না, চুপচাপ থাকেন; সড়কের টোল নিয়া একটা কথা বললে কিন্তু এই সরকারের আমলে যত সড়ক হইছে সব ভাইঙ্গা কইরা ফালাইবো, তখন বুঝবেন মজা! গাড়ী, ট্রাক ট্রেন সব তখন নদীতে চালাইতে হইব  
 
  ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৩
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় ! ইডা কি কইলেন!!!!!!!!!!!!!
তবে তাগোর যেরহম হুমকি ধামকির নমুনা-ইরাম কইলেও অবাক হওয়া যাবেনা। কি জানি অবাক হইলে যদি টোল বসায়া দেয় 
৪|  ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৫
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন: 
সড়কে চলতে টোল নেয়া একটি ফালতু চিন্তা।
এতে দলীয় ইজাদারদের অকারন দৌরাত্ত্ব বাড়বে, সরকার পাবে সামান্যই। যানবাহন থামিয়ে অকারন সময় নষ্ট করা হবে। 
টাকার জন্য এতকিছু না করে রোড ট্যাক্স সামান্য বাড়িয়ে দিলেই হয়।
  ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৬
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
বিদেশের শ্রমবাজার সংকুচিত হতে হতে কোথায় ঠেকেছে!
সেই বাজার বাড়াও। ৩ ভাগের একভাগ লোক বিদেশ কর্মংস্থানে পাঠায়া দেও!
উৎপাদন মূখী বিনিয়োগ করে রাষ্ট্রের মৌলিক সেবাখাতগুলো প্রয়োজনে ফ্রি করে দেওয়া যেখানে সম্ভব- 
সেখানে জেলায় জেলায় মহাসড়কে মহা সড়কে টোল প্লাজা!!!!!!!!!!!!!!
অদ্ভুত!!!
৫|  ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫০
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫০
সিউল রায়হান বলেছেন: ইন্ডিয়ার পতাকা লাগিয়ে নৌপথে যাতায়াত করুন। 
কারন: অর্থমন্ত্রী বলেছেন ইন্ডিয়ার কিছু বাংলাদেশের নৌপথ ব্যবহার করলে তাদের কাছে টোল চাওয়া অনৈতিক!
  ২৪ শে মার্চ, ২০১৪  রাত ৮:০০
২৪ শে মার্চ, ২০১৪  রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটা জব্বর কয়েচেন।
দাদাদের ধূতি দেখলে যাদের সভ্যতার সংগা বদলায়- তাদের কাছ থেকে বাঁচতে এইতো পথ মুনে হচ্চে!!!!!
ভাবুন কি পরিমাণ অপগন্ডদের হাতে ১৬ কোটির ভাগ্য!!!!!!!!!!!!!
ধন্যবাদ মন্তব্যের জন্য। অনেক দিন পর দেখলাম মনে হয়!!!!!
৬|  ২৪ শে মার্চ, ২০১৪  রাত ৮:০৮
২৪ শে মার্চ, ২০১৪  রাত ৮:০৮
মুদ্দাকির বলেছেন: সরকার ইন্ডিয়ার কাছথেকে সড়ক আর নৌ-পথে টোল নিতে লজ্জা পায় আর এই দেশের জনগনের কাছথেকে টোল নিবে, ধিক এই রকম পলেসির
  ২৫ শে মার্চ, ২০১৪  বিকাল ৫:০৩
২৫ শে মার্চ, ২০১৪  বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের মানুষের কাছে লজ্জা পাইতে নাই!
পলিসিতেই মনে হয় দেশের মানুষের উপর বাড়তি বোঝা! 
ধিক! 
৭|  ২৪ শে মার্চ, ২০১৪  রাত ৮:১৮
২৪ শে মার্চ, ২০১৪  রাত ৮:১৮
ঢাকাবাসী বলেছেন: নতুন করে ক্ষমতায় এসেই যেখান থেকে পারে সরকার টাকা কামাবে এতে অবাক হইনি। কুইক রেন্টাল রিনিউ করসে আসবে টাকা, শেয়ার থেকে আসবে টাকা টোল থেকে আসবে টাকা!! চালিয়ে যান।
  ২৫ শে মার্চ, ২০১৪  বিকাল ৫:০৫
২৫ শে মার্চ, ২০১৪  বিকাল ৫:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: চালীয়ে তো যাচ্ছেই!!!!!!!!!!!!!!!
দু:খ জনজীবন যাপন সম্পৃক্ত হাজারো বিষয় থাকলেও বিরোধীদল তাতে কঠিন কর্মসূচি দিতে যেন দ্বিধাগ্রস্থ!
অথচ সেখানে ৯৮ ভাগ সমর্থন নিরংকুশ থাকবে।
কবে যে এরা সত্যিকারের জনমূখি বিরোধীদল হবে।!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৮|  ২৪ শে মার্চ, ২০১৪  রাত ৮:৩৫
২৪ শে মার্চ, ২০১৪  রাত ৮:৩৫
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: আমি কিছু কমুনা, যদি আবার বকেয়া টোল বিল ধরাইয়া দেয়!!! আমি ভাই আমজনতা।
  ২৫ শে মার্চ, ২০১৪  বিকাল ৫:০৭
২৫ শে মার্চ, ২০১৪  বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ।
আমি কিছু কমুনা,...
আবার আজকে দেখলাম ওবায়দুল কাদের প্রেজেন্টেশন, পারসেপশনের শাক দিয়া মূল আবেগকে আড়াল করতে চাইছেন!!!!!
কার কথা সত্যি! দেশটা যেন অরাজকতার এক রঙ্গভূমি হয়ে গেছে!!!!
৯|  ২৫ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
২৫ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
ভোরের সূর্য বলেছেন: আরে ভাই হিসাবটা বোঝেন না? জাতীয় সঙ্গীত গাইবার জন্য কত ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার চাঁদা নিয়েছে। এখন তাদের কে ব্যবসা করার সু্যোগ দিতে হবেনা?যাতে করে তারা চাঁদার কয়েকগুণ টাকা উঠিয়ে নিয়ে আসতে পারে আর সে জন্যই সড়কে টোল বসিয়ে তহবিল তৈরি করছে সরকার।
  ২৭ শে মার্চ, ২০১৪  সকাল ৯:১০
২৭ শে মার্চ, ২০১৪  সকাল ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাদশাহ তুঘলকের বদনাম ছিল স্বচ্ছাচারী কান্ড ঘটাতে।
এখনতো দেখি সেই রেকর্ডও তিনি দখলে উদলা হয়ে গেছেন!!!!
আর তথাকথিত সুশীল মিডিয়া মনে হয় মূখে তালা আর চোখে কুলা দিয়ে কলমা চালাচ্ছে!!
ইতিহাসে তাদেরও বিচার হবে!!!
১০|  ২৭ শে মার্চ, ২০১৪  সকাল ১১:৩৫
২৭ শে মার্চ, ২০১৪  সকাল ১১:৩৫
ভোরের সূর্য বলেছেন: আচ্ছা আগামী মাসে যদি অন্য কোন দেশ গিনেজ বুকে জাতীয় সঙ্গীত গেয়ে নাম উঠায় তখন বাংলাদেশ সরকার কি করবে? আবার কি ৫০ কোটি টাকা খরচ রেকর্ডে নাম উঠাবে? আর কত তামাশা করবে।
আর আমরাও হচ্ছি বোকা জনগন। যেখানে দেশের এত সমস্যা সেখানে আমরা এক হতে পারিনা বরং আমরা এক হয়ে কি দুই নেত্রীকে বলতে পারতাম না যে আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ চাই।আগুনে পোড়ানো,হরতাল, বোমা,অবরোধ মুক্ত দেশ চাই। আমরা আমাদের ভোটাধিকার চাই।নিরপেক্ষ,সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু এগুলো বলার কেউ নাই।গত অবরোধের সমও দেখেছি যে মানুষ আগুনে,বোমায় মারা যাচ্ছে আর আমরা জাতীয় পতাকার বিশ্বরেকর্ড করছি।
এই রেকর্ড করতে ৫০ কোটি টাকা খরচ হয়েছে কিন্তু এই টাকা দিয়ে কি দেশে আরেকটা পুরনাঙ্গ বার্ন ইউনিট করা যেত না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা হলের জন্য আন্দোলন করছে তাদের জন্য ১/২ টা নয় বরং ৭/৮ টি হল করা যেত। রানা প্লাজার কথা মানুষ ভুলে গেছে কিন্তু সেখানে ১২০০জন মানুষ মারা গেছে এবং আহত এবং পঙ্গু হয়েছে অনেক।তাদেরকে সাহায্য করা যেত না? 
সরকার যখন হাত পাতলোই তখন এই টাকা অন্যান্য উন্নয়ন কাজে লাগানো যেত না? দরকার কি ছিল রাস্তার জন্য টোল তৈরির। 
  ২৭ শে মার্চ, ২০১৪  বিকাল ৪:৪৪
২৭ শে মার্চ, ২০১৪  বিকাল ৪:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: চুসিল সমাজরে জিগান!!!
তাগোর তো দেখি গাও জ্বলে যায় সত্য বললে...এক সুশীলরে উত্তর দিয়েছি----
"............স্টান্টবাজি দিয়ে সত্যকে আড়াল করা যায় না।
এরকম হাজারো দিনের অনুষ্ঠানের পরও এই সরকারের নির্বাচিত হবার পদ্ধতি সঠিক নয় তা সত্যই থাকবে।
জনমতকে উপেক্ষা করে, গণতন্ত্রকে হথ্যা করে জাতীয় সংগীতের প্রতি প্রেম হাস্যকর নয়!!!!
৯৫ ভাগের ভোটাধিকার কেড়ে নিয়ে - দেশপ্রেমের বাহারী অপচয়-আপনাকে তুষ্ট করতে পারে- এড এজেন্সির কেউ হলে বা দলান্ধ কেউ হলে!!!!
জনগন কে সম্মান করুন-জাতীয় সংগীতকে সম্মান করা হবে। গণতন্ত্রকে সম্মান করা হবে। জাতীয় চেতনা প্রতিষ্ঠিত হবে। আর নিজের একদলীয় মত চাপিয়ে দিয়ে-যতই গলা ফাটান- তা হবে গরু মেরে জুতা দানের মতোই। সে উপহার বাঙালী চায় না।
একদিনের ২০ মিনিটের ব্যায় দিয়ে এইরকম কতগুলো প্রতিষ্ঠার আর শিক্ষার্থীর জীবন বদলে প্রকৃত জীবনমূখী রেকর্ড করা যেতো -গিনেজে নয়- দেশের উন্নয়নে, প্রকৃত উন্নয়নের ভিত স্থাপনে .."
আর জনগন বোকা নয় ভাই। 
তারাতো  সরকারের নীতি প্রতি অনাস্থা এনে ভোট কেন্দ্রে না গিয়েই নিরব প্রতিবাদ জানিয়েছে। 
কিন্তু দূভার্গ্য তাদের একটি শক্তিশালী, দেশপ্রমিক বিরোধীদল নেই!
ভিরুতার কোন এক্সিউজ চলে না।
ব্যার্থতার কোন অজুহাত চলে না। তাদের কে বোঝাবে?
বিদ্যুতের দাম বাড়লো একটা হরতাল ডাকতে পারলো না
টোল বসাল চুপ চাপ তারা।
আরে এমনে্ মারবে, ওমনেও মারবে- কিছু কইরাও মর! 
১১|  ৩০ শে মার্চ, ২০১৪  রাত ৩:২১
৩০ শে মার্চ, ২০১৪  রাত ৩:২১
সিউল রায়হান বলেছেন: সমস্যা থাকলে ব্লগে আসা হয়না, এখন মোটামুটি ফ্রি তাই আবার নিয়মিত হওয়ার চেষ্টা :-)
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:০০
২৪ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:০০
মদন বলেছেন: নরক কামিং সুন টু দা বাংলাদেশ