|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
২৬ মার্চ, বাংলাদেশের ৪৪তম মহান স্বাধীনতা ও লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় দিবস আজ। ২৬ র্মাচ বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত আনন্দের নাম। ২৬ মার্চ বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন।
সাধারন জনতা খুব উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পালন করছে। সেজেগুজে বাইরে যাচ্ছে। 
এই আনন্দের মাঝৈ একটা খবরে মনটা বিষন্ন হয়ে গেল!
প্যারেড স্কোয়ারে নাকি ভিড়ে পদদলিত হয়ে বেশ কজন মারা গেছে। যারা ওখান থেকে ফিরছে সবার মূখে একই কথা। 
মানুষ মোবাইল টাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছৈ!
ছবি তুলে আনার কথা বল্লাম। বলে জানই বাছে না। ছবি।
একজন হাতে ভ্যান্ডজ নিয়ে এলো!!
মেইন ষ্ট্রিম মিডিয়াতে এখনও খবরটা আসেনি। কেউ জানলে সত্য মিথ্যা জানাবেন।
 ৯ টি
    	৯ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে মার্চ, ২০১৪  রাত ১০:১৪
২৬ শে মার্চ, ২০১৪  রাত ১০:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাও এক কথা।
তবে যারা গেছেন তাদের কাছে সত্যাসত ক্রমচেক করতে চাইছিলাম!
না হলৈই ভাল।
২|  ২৬ শে মার্চ, ২০১৪  বিকাল ৩:৩৬
২৬ শে মার্চ, ২০১৪  বিকাল ৩:৩৬
কোবিদ বলেছেন: 
গুজবে কান দিতে নাই
  ২৬ শে মার্চ, ২০১৪  রাত ১০:১৪
২৬ শে মার্চ, ২০১৪  রাত ১০:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো যাচাই করতে চাইছি......
৩|  ২৬ শে মার্চ, ২০১৪  বিকাল ৪:২৪
২৬ শে মার্চ, ২০১৪  বিকাল ৪:২৪
মোমেরমানুষ৭১ বলেছেন: আমি সেখানে একটি ভীড়ের মধ্যে পরেছিলাম, যে দশা হয়েছিল আল্লাহর রহমতে বড় ধরনের এক্সিডেন্টে পরি নাই, তবে খুবই মারাত্বক অবস্থা ছিল
  ২৬ শে মার্চ, ২০১৪  রাত ১০:১৬
২৬ শে মার্চ, ২০১৪  রাত ১০:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকালে  যারাই ঘূরে এসেছে সবার মূকে একই রব শুনে- যাচাই করার চেষ্টা।
এখনোতো মেইন মিডিয়া নিরব!!!!
৪|  ২৭ শে মার্চ, ২০১৪  বিকাল ৪:০৫
২৭ শে মার্চ, ২০১৪  বিকাল ৪:০৫
সবুজ সাথী বলেছেন: বিদ্রোহী ভাই, আমাদের গার্মেনটস ফ্যাক্টরির বেশ কয়েকজন ভাল রকম আহত হয়েছে। কেউ কেউ মারা যেতে পারে বলে তারা বলছে। নিহত না হোক আহত হবার কথাও কোন মিডিয়াতে আসেনি।
  ২৭ শে মার্চ, ২০১৪  বিকাল ৪:২৭
২৭ শে মার্চ, ২০১৪  বিকাল ৪:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজও কয়েকজন বলল- কম করে ৮-১০ জন হবে। একজনতো বললো-ধরাধরি করে ভ্যানে দেহ উঠীয়ে দিয়ে আসছে!!!!!!!!!!!
কিন্তু কোন মিডিয়া কাভার করলো না!
যে কোন আয়োজনে দূর্ঘটনা ঘটতেই পারে। তাকেতো ব্লাক আউট করার কোন মানে নেই।
ঢাবির মেয়েরাই যেখানে লঞ্চিত হয়েছে- আম নারীদের কি অবস্থা হয়েছিল ভাবাই যায় না।
এটলিষ্ট মিনিমাম ধাক্কাধাক্কি ভীরে আহত হবার খবরটুকুওতো জাতি এক্সপেক্ট করে!!
অথবা অনুসন্ধানি রিপোর্ট- সবাই বলাবলি করছে আসলে ঘটনাটা কি?
আমরা আশংকা মুক্ত হই!!!
৫|  ৩০ শে মার্চ, ২০১৪  রাত ৯:১৪
৩০ শে মার্চ, ২০১৪  রাত ৯:১৪
হতাশ নািবক বলেছেন: ঘটনা ঘটতে হবে এমন তো কোন কথা নাই, নিখুঁত চিন্তা করে একটা ঘটনা সাজাইয়া ফেলুন। 
দেখুন মার্কেট কেমন গরম হয়, লাইক আর কমেন্ট এর অভাব হইবো না।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৪  দুপুর ২:৫৭
২৬ শে মার্চ, ২০১৪  দুপুর ২:৫৭
ঢাকাবাসী বলেছেন: কয়েক হাজার খুন করার পরও বলে কোন শা বলে? আর ভীড়ের মধ্যে পাচ দশটা মরলে কে শুনছে!