নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সুখবর! সুখবর!! সুখবর!!! ভারত থেকে বছরে ১০ লাখ মেট্রিক টন ডিজেল আসবে!!!??

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৫

তাইতো বলি ! সেদিন ভারতীয় রাষ্ট্রদূত কেন বলেছিল-৭১-২০১৪ সালের মদ্যে ভারত-বাংলাদেশ সবচে অর্থপূর্ণ সম্পর্ক পৌছতে পেরেছে!!!!!



একটা দেশের জ্বালানী খাতকে সমৃদ্ধ আর স্বকীয় নিয়ন্ত্রনে রাখতে বিশ্বে কত যুদ্ধই না হয়েছে-হচ্ছে!



আর আমরা বিদ্যুত থেকে শুরু করে নিয়ন্ত্রনযোগ্য সকল খাত আহা কি হাসিমূখেইনা ভারতের হাতে তুলে দিচ্ছি!!!



ভারত থেকে বছরে ১০ লাখ মেট্রিক টন ডিজেল আসবে





ঢাকা: পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করবে বাংলাদেশ। প্রাথমিকভাবে বছরে ১০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



বৃহস্পতিবার জ্বালানি বিভাগের এক বৈঠকে ভারত থেকে সরাসরি ডিজেল আনার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।



জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে, এরইমধ্যে ১৩০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। ভারত থেকে তেল আমদানি করতে হলে শিলিগুড়ি থেকে দিনাজপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। এজন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দুই হাজার কোটি রুপি। আগামী ৩ মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ করার তাগিদ দিয়েছে জ্বালানি বিভাগ।



বাংলাদেশ ও নেপালে তেল রপ্তানির উদ্দেশ্যে আসামের গোলাহাট জেলায় অবস্থিত নুমলীগড় তেল শোধনাগারকে রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অয়েল। ---------



স্বাধীনতার পর ৪০ বছর বাংলাদেশ কি চলে নি????



আজ শিক্ষা পুস্তক থেকে শুরু করে মায় জ্বালানী তেলের নিয়ন্ত্রনও তাদের হাতেই তুলে দিতে হবে। জাপানী গাড়ীর ট্যাক্স বাড়িয়ে ইন্ডিয়ার রদ্দিমাল বাংলার পথে!! আর কত ? আর কত? আর কত?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভারতীয় আগ্রাসন
অনেক কিছু জানলাম , বসার জায়গা হলে সুয়ার টাও হবে ।।

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ কি জানতেই থাকব! আর ভাবব, দিকিনা দিকি কি করে!!!!!????????????

২| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩

টিকি টাম টাম বলেছেন: চাচা, আমাদের নিজেদের দেশেই ভীষন জ্বালানি সংকট। কাঁচা তেল আমদানি করতে হয় মিডল ইষ্ট আর অন্যান্য দেশ থেকে কড়কড়া ডলার দিয়ে , গুজরাটে পরিশোধন করে লিটার প্রতি ভর্তুকি দিয়েও দেশে ডিজেল বিক্রি হয় ৫০ থেকে ৬০ রুপি দরে দেশের বিভিন্ন রাজ্যে। এই অবস্থায় যদি কেন্দ্রীয় সরকার তথাকথিত বন্ধু রাষ্ট্র বাংলাদেশে আমাদের ঘাম রক্তে কেনা ডিজেল রপ্তানি করে তবে দেশে আগুন জ্বালিয়ে দেব। চাচা , আপনি কোনো চিন্তা করবেন না, ভারতীয় ডিজেল বাংলাদেশে ঢুকবে না।

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাতিজা!

যাক ভারতেও চিন্তাশীল লোক আছে। !!!

সেটাইতো বলি- কদিন আগেও যারা সীমান্তে চোরাই পথে ডিজেল নিত!! তারা কি করে ডিজেল রফতানী করে!!!!!

আমাদের পচা মাথা নষ্ট নেতাগুলারে ঐ ডিজেলে ওয়াশ করে বিশূদ্ধ করা দরকার!!!!!

৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৬

শান্তির দেবদূত বলেছেন: শুধু বিরুধীতার জন্য বিরুধীতা না করে ব্যাপাটা পজিটিভলি দেখা উচিত। এই সরকার যদি সত্যি সত্যি এটা করতে পারে তাহলে এতে আমাদেরই লাভ হবে; দাদারা তো শুধু নিয়েই গেলো, এটা হলে আমাদের কিছুটা পাওয়া হবে।

তবে আমি প্রায় নিশ্চিত, এই মূলা দেখিয়ে দাদারা আবার কিছু আদায় করে নিবে; তারপর ভারতের ভিতর থেকেই কেউ বাধা নিয়ে এগিয়ে আসবে। তারপর কেন্দ্রীয় সরকার বলবে, "আমরা আন্তরীক চেষ্টা করেছি কিন্তু পারিনি। গুড লাক নেক্স টাইম"

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যার আচরণে শতে নিরানব্বই খারাপ- তার হাসি দেখলেওতো আশংকাই জাগার কথা নয়?????

এই মূলা দেখীয়ে কি কি নেবে সেটাই শংকা।

আর এতেও যে কত ডাকাতি হবে- কে খবর রাখে?

তথ্য অধীকার না কি নামে যেন একটা আইন আছ???

জনগন কবে এই সব তথ্য পাবে!

??????

৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৭

মতিউর রহমান মিঠু বলেছেন: " বলেছেন: শুধু বিরুধীতার জন্য বিরুধীতা না করে ব্যাপাটা পজিটিভলি দেখা উচিত। এই সরকার যদি সত্যি সত্যি এটা করতে পারে তাহলে এতে আমাদেরই লাভ হবে; দাদারা তো শুধু নিয়েই গেলো, এটা হলে আমাদের কিছুটা পাওয়া হবে।

তবে আমি প্রায় নিশ্চিত, এই মূলা দেখিয়ে দাদারা আবার কিছু আদায় করে নিবে; তারপর ভারতের ভিতর থেকেই কেউ বাধা নিয়ে এগিয়ে আসবে। তারপর কেন্দ্রীয় সরকার বলবে, "আমরা আন্তরীক চেষ্টা করেছি কিন্তু পারিনি। গুড লাক নেক্স টাইম"
ভাই, ইহা কি দাদারা ফ্রী দিবে? নাকি কম মুল্যে দিবে? মাফ করবেন 'দাদারা' গরু খাওয়া বোকা বাঙালী না। দাদাদের ধুতির গিটে গিটে বুদ্ধি.....তাই কিছু পাবার আশায় ঘুম নষ্ট করবেন না প্লীজ।

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাবার আশঅয় নয়! উনিও শংকা থেকেই বলছেন!

আহা আমাদের নেতা গণ!!!

আত্মবিকৃত! বিবেক বর্জিত নেতৃত্বের উপর গিনেজ রেকর্ড নাই???????

বিনা পয়সায় রেকর্ড পেতাম!!!

৫| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:০৬

মদন বলেছেন: জয়বাংলা

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঙালী তোর লুঙ্গি সামলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৬| ২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৫৬

জাহাঙ্গীর জান বলেছেন: প্রতিবেশী হিসাবে ভারতের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় সব কিছুই ক্রয় করা উচিত আমাদের বাড়ির পাশেই বাজার রেখে সিঙ্গাপুর যাব কোনো সদাই আনতে ।

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা বেশ! যদিও সে আমাদের জলে মারে, ছিটমহলে মারে, সীশান্তে মারে, সংস্কৃতিতে মারে!!!!!!!!

নইলে বন্ধুত্ব!!!! হল কেমনে?

বানিজ্য ঘাটতির হিসাবতো আকাশ পাতাল!

ট্রানজিট করিডোরে ঘাটতির তো হিসাবই নেই! হাজার কিলৌ তারা যাবে- কিন্তু ভূটান/নেপালের সাথে ২-৪ কিলো দিতেও ৪০ বছর ধরে আপত্তি!!!
এইসব ভাবলে কি বন্ধুত্ব থাকে ? নাকি কন!

খালি প্রতিবেশী আর বন্ধু বলে দিয়েই যাব , সয়েই যাব!!!!!

ব্রাভো!!

৭| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:২৫

নিশাত তাসনিম বলেছেন: কোন কথা নাই। জয় বাংলা বলে আগে বাড়ো ।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামনে গর্ত, না আগুন! স্বৈরাচার না অনাচার!!

কিছূই দেখবে না- কোন কথা নাই!!!!

জয় বাংলাকে, বঙ্গবন্ধুকে , চেতনাকে আওয়ামীলীগের মতো পচানি আর কেউ দেয়নি, দেবেওনা।

৮| ২৯ শে মার্চ, ২০১৪ ভোর ৫:২৯

ঢাকাবাসী বলেছেন: দেইখা যাই শুইনা যাই কিচুই করার নাই!

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবস্থাতো তাই..........................................................

৯| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭

মুদ্‌দাকির বলেছেন: জয় বাংলা
............ গামলা !!

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি আমায় দাওনি কিছু
পদ্মার জল, বেরুবাড়ী
যুদ্ধেরর পর সকল অস্ত্র
তার সাথে যত লুটের মাল

নিয়েছ তারই প্রতিবাদ বঙ্গবন্ধু করায় হয়েছ নাখোশ!

তাতেকি?

৪৩ বছর পরও বিনা মাশুলে ট্রানজিট
সভ্যতার কেলাশ করিয়ে দেখো
নিজের দেশের পথে গুনতে হবে নাকি টোল
অথচ তোমাদের সব দিয়েছি
রামপাল, টিপাই, তিস্তা নিয়ে বিব্রত করিনা তোমাদের
বঙ্গোপসাগরেও দিয়েছ কত

তোমরা দাওনা বলেকি আমরাও দেবনা??????????

হাম্বাদের এই আত্মঘাতি ভারত প্রেম দেশকে তলিয়ে দিচ্ছে!!!!!

টের পাবা যখন তখন বাঁচার পথ থাকবে কি???????

১০| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪

রওনক বলেছেন: কিনু, কিনু কিনু!( কনুই দিয়া গুতা আরকি)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.