|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চেতনাবাজ, অতি চেতনাবাজ, শাহবাগী, ইমরানি অইমরানি সকল ভাই লোগ আইস....জামায়াত বিরোধী, ......হক্কলে 
একি?
জামায়াত নিষিদ্ধের দাবী! তার জন্য লিগারদের হুহুংকার!!! সব কি মিটে গেল?
 শাহবাগীদের সাথে এইরকম বৈঈমানির পরও কোন বিবৃতি নাই কেনু?
এইরকম পাল্টি খাওয়ার পরও কি বাংলা পরীক্ষাই চলতাছে?????
কি আজব!!! 
পদ্মা সেতুতে ইসলামী ব্যাংকের ২ হাজার কোটি টাকা!  
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের জন্য ইসলামী ব্যাংক থেকে ২ হাজার কোটি টাকা নেয়া হবে। তারা যে প্রক্রিয়াতেই দিক, সেভাবেই নেয়া হবে। বিনিয়োগের সব দরজা ইসলামী ব্যাংকের জন্য খোলা। গতকাল রাত আটটায় রাজধানীর রেডিসন হোটেলে ‘শরিয়া ব্যাংকিং: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের সেমিনারে সভাপতিত্ব করেন। এর আগে টি২০ বিশ্বকাপের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে ২ কোটি টাকা অনুদান হিসেবে নিয়েছিল সরকার।
আওয়ামী রাজণীতির এই পল্টিবাজি কি নতুন? নয়!
১৯৮৬তে যে নির্বাচনে অংশ নেবে সে জাতীয় বৈঈমান,  ঘোষনা দিয়ে শেখ হাসিনা নিজেই তা সেজে ছিলেন!
৭২-৭৫ থেকে আজব্দি স্ব-বিরোধীতায় ভরা তাদের কর্মকান্ড!
মূলে স্বার্থ। হয় ব্যক্তিক, নয় দলীয়। 
তবে দেশের স্বার্থে কোন নজির খুজতে হলে দূরভীন লাগতে পারে।
জামায়াতে ইসলাম নিয়ে তাদের খেলা, যুদ্ধাপরাধ নিয়ে তাদের খেলা, শাহবাগের গর্জন কই?????
এর আগের বিশ্বকাপেও স্পন্সর তারা। জাতীয় সংগীতের রেকর্ডেও তারা! সরকার যদিও বলেছে এই টাকা ফেরত দিয়েছি- কই কোন প্রমাণ আছে কি?
আর টাকার গায়েতো লেখা থাকে না-কোনটা কার টেকা  
 
আবার আরও যুক্তি দেয়-পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কার্যরত একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তাদের কাছে অর্থ নেয়ায় তিনি কোনো ‘সমস্যা’ দেখছেন না। 
ভাল কথা। তো আপনার দল দেশের সরকারী নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন পাতার পর পাতা বৃবিতাবাজি, গলাবাজি করেছে-আপনিতো একটি কথাও বলেন নাই! 
বরেন নাই তারাতো এই দেশে সরকারের অনুমোদিত একটি সু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এদের বন্ধের দাবী বা আলোচনা রাষ্ট্রেরই বিরেদ্ধ কথা বলার সমান!!!!!
ও এখনতো হাজার কোটি টাকার খেলা!! তাই সব পল্টি!!!!
এই বৈপরীত্য, এই নোংরা খেলা আর কত?
লীগে যোগ দিলে সকল রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া! চেতনার নাম দিয়ে জাতিকে বিভক্ত করা, জামায়াতের বিরুদ্ধ রণ হুংকার দিয়ে তাদের সাতে তলে তলে প্রাকশ্যে হাজার কোটি টাকার লেনদেন...
কি চেতনা ভাই বেরাদারগণ কিছু বোঝায়া যানতো!!!!!! 
তবে কি শাহবাগ ছিল সরকারের আইওয়াশ মুভমেন্ট!!!
তিন স্তরের নিরাপত্তায় বড় বড় কথা বলারা কই এখন?
জামায়াত নিয়ে এই পল্টিবাজির কারন কি? কেবলই অর্থ?
তবে চেতনার নাম করে জাতিকে বহুধাবিভক্ত করা কি শত্রুদের প্লান?
জামায়াতের সাথে সম্প্ক ছেদের যে জ্বালাময়ী আহবান ছিল- ইমরান গংয়ের অর্থনৈতিক উত্থানে কি তারও অংশ আছে???? (যে যত বেশি বিরোধীতা তত বেশি টাকা টাইপের 
বুঝিনা বাপু!!!!!!!!!!!!!!!!
 ২২ টি
    	২২ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৯:২৫
২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুই কি কইছি ট্যাকার দোষ 
 
ট্যকা বড় আজিব জিনিষ! সব চেতনা গুলাইয়া দেয়!!!!!!
২|  ২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৮:৩৩
২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৮:৩৩
 আমিনুর রহমান বলেছেন: 
৫৭ ধারা!! আমি কিছু কমু না !
  ২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৯:২৬
২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও ভুই পাই  
 
৩|  ২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৮:৪৩
২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৮:৪৩
মৃত মানব বলেছেন: জয় বাংলা   
   
 
  ২৯ শে এপ্রিল, ২০১৪  সকাল ১০:৪০
২৯ শে এপ্রিল, ২০১৪  সকাল ১০:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার জিগায় 

৪|  ২৯ শে এপ্রিল, ২০১৪  রাত ৩:৫০
২৯ শে এপ্রিল, ২০১৪  রাত ৩:৫০
ভুয়া প্রেমিক বলেছেন: ২ হাজার কোটী ?? ২০ টাকা দিলে গজামরা পল্টি দিতে দিবো  :-&  :-&   
   
 
  ২৯ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১২:৫৯
২৯ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১২:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমনে পচাইয়েন না ... এটলীষ্ট চেতনাবাজ বলে কথা! 
ইট্টু ইজ্জত দিয়া রেট বাড়াইয়া ভলেন
৫|  ২৯ শে এপ্রিল, ২০১৪  ভোর ৬:২৯
২৯ শে এপ্রিল, ২০১৪  ভোর ৬:২৯
ঢাকাবাসী বলেছেন: এত লোভী নীতিহীন একটা রাজনৈতিক দল!
  ২৯ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১:০০
২৯ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতিহাসে বিরল!!!!
একটা ছিল চোর তো এটা মহা ডাকাত!!!! 
নীতি নৈতিকতায় ১৮০ ডিগ্রি পল্টি অহরহ ... 
৬|  ২৯ শে এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৯
২৯ শে এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৯
মদন বলেছেন: বর্তমানে সবকিছুতে সরকারীয় গুম চলছে। তাই আমার প্রকৃত মন্তব্যও গুম করে চুপচাপ থাকলাম।
  ২৯ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১:০৫
২৯ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন বলেছেন। কিন্তু পাঠক ব্লগাররা কিন্তু গুম হওয়া মন্তব্যের অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করলো বলে!!!
আবার বেলার নাটক প্রমাণ হয়না যেন!!!!!
৭|  ৩০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৫:১১
৩০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৫:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: লীগে যোগ দিলে সকল রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া! চেতনার নাম দিয়ে জাতিকে বিভক্ত করা, জামায়াতের বিরুদ্ধ রণ হুংকার দিয়ে তাদের সাতে তলে তলে প্রাকশ্যে হাজার কোটি টাকার লেনদেন...
কি চেতনা ভাই বেরাদারগণ কিছু বোঝায়া যানতো!!!!!! 
  ৩০ শে এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:২০
৩০ শে এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হত্যা, গুম, অপহরনের এই ভয়াল জনপদ আজ বাংলাদেশ । কথা বলতেও তাই আতংক আর ভয়!!
এই কি ছিল স্বাধীনতার চেতনা???
এরই নাম কি গণতন্ত্র?????
৮|  ৩০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৫:৪৪
৩০ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৫:৪৪
রিফাত ২০১০ বলেছেন: আমার মনে হচ্ছে আওয়ামীলীগ ইসলামী ব্যংক থেকে ২ হাজার কোটি টাকা নিয়ে টাকাটা ভাগ বাটোয়ারা করে খেয়ে ৩য় বারের মত পদ্মা সেতু দূর্নীতি করে পরে রাজাকারের ব্যংক বলে ইসলামী ব্যংক বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে আওয়ামীলীগ।
  ৩০ শে এপ্রিল, ২০১৪  রাত ৮:২০
৩০ শে এপ্রিল, ২০১৪  রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সারছে!
এত গোপন খবর আপ্নে পাইলেন কেম্তে? 
গুম হওয়ার আগে নিজেই গুম হইয়া যান 
হতেও পারে। অসম্ভব কিছূ  নয়!!!!!!!
৯|  ৩০ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:৩০
৩০ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:৩০
তিক্তভাষী বলেছেন: কয়দিন আগে কাগজে দেখলাম ইসলামী ব্যাংকের দুর্নীতির তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এখন দেখছি পদ্মা সেতু নির্মাণের জন্য ইসলামী ব্যাংক টাকা দিতে সম্মত।
দুয়ে দুয়ে চার!
রাস্ট্রীয় পর্যায়ের ব্লাকমেইল হয়ে গেলো না?
  ০৩ রা মে, ২০১৪  দুপুর ১:২৮
০৩ রা মে, ২০১৪  দুপুর ১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশ মিলিয়েছেনতো!
এখন আমজনতার অংক বরাবরই সঠিক। কিন্তু ক্ষমতাসীনরা তা মানবে কেন?
তারা ৭ ৫ ১৪ আপনার জন্য ২ টাকা কম ১২ টাকার ধান্ধাই বুঝে বেশি
--
সেই ব্লাকমেইলের পর কথিত ২য় প্রজন্মের মুক্তিযোদ্ধারা কি বাকরহিত হয়ে গেল?
তবে তাদের নিয়ে উত্থিত বাকী প্রশ্নগুলো কি সত্যি হয়ে যায় না????
১০|  ০১ লা মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৪০
০১ লা মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৪০
নিশাত তাসনিম বলেছেন: এপ্রিল মাসে আওয়ামী দুঃশাসনের সব তথ্য নিয়ে একটা পোস্ট লেখার চেষ্টায় আছি। সব তথ্য প্রমাণ একত্রিত করে পোস্ট দেওয়ার আশা করছি। আমার পোস্টে আপনার এই বিষয়টি ও আছে।
  ০৩ রা মে, ২০১৪  দুপুর ১:২৯
০৩ রা মে, ২০১৪  দুপুর ১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই পোষ্টের অপেক্ষায়!!!
সত্যের বিজয় হোক, মিথ্যা প্রতারণা, দম্ভের পতন হোক।
১১|  ০৪ ঠা মে, ২০১৪  রাত ১২:০২
০৪ ঠা মে, ২০১৪  রাত ১২:০২
একজন ঘূণপোকা বলেছেন: আমিনুর রহমান বলেছেন: 
৫৭ ধারা!! আমি কিছু কমু না !
  ০৪ ঠা মে, ২০১৪  সকাল ১১:১৪
০৪ ঠা মে, ২০১৪  সকাল ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৫২র সকালের শপথ
১৪৪ ধারা দিয়ে যখন কন্ঠ চেপে ধরেছিল
তখন যদি সালাম বরকত রফিক শফিক এইরকম ভয় পেত- আজ আমাদের মাতৃভাষায় কথা বলার সুখটুকুও পেতাম না।
কাউকে না কাউকেতো সাহসী হতেই হবে।
ভয়ই যে স্বৈরাচারের বড় অস্ত্র!!!!! ভয়কে তাই জয় করতে হবে।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৮:০০
২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৮:০০
মোমের মানুষ-২ বলেছেন: টেকায় কি না হয়....... পদ্মাসেতুর জন্য দু হাজার কোটি টাকা, সোনার বাংলা গাওয়ার জন্য টাকা......গনজারন মঞ্চে টাকা হ্যা হ্যা হ্যা.....
বেচারা টাকা কি দোষ করল?