|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঘুম ঘুম ঘুম
হয়ে গেছে গুম
শান্তি, সূখ স্বপ্ন
বেঁচে ঘরে ফিরব! এও যেন দু:স্বপ্ন!
কেন এই বিভীষিকা
গণতন্ত্রের মরিচিকা,
অনির্বাচিত সরকারের
ক্ষমতা, গদি আর অস্তিত্বের!
বলি - সব আমজনতা
কে বলে সত্য কথা
৫৭ আর গুমের ভয়ে
সকলেই যায় পিছিয়ে।। 
এভাবেই কি যাবে দিন
স্বাধীন দেশে যেন পরাধীন!
মত প্রকাশের স্বাধীনতা
কেবলই কি পুথির কথা?
নদীতে খালে বিলে লাশ
কলংকিত সময়ের ইতিহাস
গুম, খুন অপহরণ-
একি একি একি ত্রাসে জনগণ!!
সুশাসনে ফিরুক সু-সময়
চাং হং ওন -চেতনায়
গায়ের জোরে কলংকই বাড়ে শুধূ
ইতিহাস তাইতো বলে -বুঝবে কি রংপুরের বধূ!
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা মে, ২০১৪  দুপুর ২:৪০
০৩ রা মে, ২০১৪  দুপুর ২:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।
ধন্যবাদ।
২|  ০৩ রা মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৬
০৩ রা মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুশাসনে ফিরুক সু-সময়
চাং হং ওন -চেতনায়
গায়ের জোরে কলংকই বাড়ে শুধূ
ইতিহাস তাইতো বলে -বুঝবে কি রংপুরের বধূ! 
  ০৪ ঠা মে, ২০১৪  সকাল ১১:১০
০৪ ঠা মে, ২০১৪  সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুশাসনে ফিরুক সু-সময় - চাং হং ওন -চেতনায়
৩|  ০৪ ঠা মে, ২০১৪  সকাল ১১:১৪
০৪ ঠা মে, ২০১৪  সকাল ১১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সময়োচিত লেখনী ++++++++++++
  ০৪ ঠা মে, ২০১৪  দুপুর ১:২১
০৪ ঠা মে, ২০১৪  দুপুর ১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
সুশাসনে ফিরুক সু-সময় - চাং হং ওন -চেতনায় 
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৪  দুপুর ২:৩১
০৩ রা মে, ২০১৪  দুপুর ২:৩১
অন্ধবিন্দু বলেছেন:
মানবতা সুস্থ হোক। বাংলাদেশ শান্তিময় থাকুক।