|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিএনপির অনশনে প্রস্তুত জলকামান-প্রিজনভ্যান 
সারাদেশে খুন, গুম, অপহরণের ঘটনার প্রতিবাদে বিএনপির গণঅনশন কর্মসূচিকে   ঘিরে জাতীয় প্রেসক্লাব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে শাহবাগ থানা পুলিশ।
 
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রেসক্লাবের গেটের সামনে ডিএমপির একটি জলকামান, এবং একটি প্রিজনভ্যান রাখা হয়েছে।
 
সারাদেশে খুন, গুম, অপহরণের ঘটনা এবং খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন পালন করছেন বিএনপি নেতারা। সকাল ৯ টায় শুরু হওয়া এ অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত। 
======
গণতন্ত্রের এই রুপ বিশ্ব আর কোথাও দেখেছে বলে মনে হয় না। ১৫৪ আসনে অনির্বাচিত প্রতিনিধি নিয়ে গণতন্ত্রের চর্চার দাবী প্রহসন বৈতো নয়!
বিরোধি দলের আন্দোলন দমনের নামে স্বৈরাচারী কায়দায় দমন পীড়ন, জেল জুলুম, গণ-গ্রেফতার চলছে। এর মাঝে তারা স্বাভাবিক প্রতিবাদ কর্মসূচীর অনুমতি চাইলেও দিচ্ছেনা প্রশাসন! অনশনের মত আত্ম-কষ্ট দেবার মতো অহিংস কর্মসূচীতে তবে কেন জল কামান? প্রিজন ভ্যান!
দেশে চলমান গুম, কুন, অপহরনে স্ত্রস্ত দেশবাসীকে ভরসা না দিয়ে, নিরাপত্তার ব্যবস্থা না করে কেবলই বিরোধীদল দমনে ব্যস্ততা তাদের নৈতিক ভিত্তিহীনতাকেই আঙুলী নির্দেশ করে। 
তাই তিস্তা কর্মসূচী নিয়ে সরকারের প্রগগলভতা সকলেই মূখ টিপে হাসে। তাই ভারতের প্রতি সীমাহীন নত হওয়ায় মানুষ ক্ষুব্ধ! চৌধূরী আলম থেকে শুরু করে নজরুর ইসলাম পর্যন্ত মানুষের জীবনের যে অনিশ্চয়তা তা আতংকিত করে সাধারন মানুষকে। আর তার প্রতিবাদ করতে চাওয়া গণতন্ত্রের নূন্যতম অধিকার। 
সেই অধিকারেও গলাটিপে ধরে সরকার কি প্রমাণ করতে চাইছে তারা প্রকৃতই স্বেরাচার! হ্যা তারা তাই করছে।
এখন বিএনপি কি করবে? তারা জনগণের জানমালের ক্ষয়ক্ষতি বিবেচনা করে যখন সুস্ঠু রাজণীতির বিকাশে অহিংস কর্মসূচী দেয়- তাতে পূর্ন অসহযোগীতা, দাড়াতে, বসতে না দেয়া, মাইক কেড়ে নেয়া থেকে ধরে-সকল কাজের সাথৈ সাথে সরকারে শেয়ালেরা হুক্কাহুয়া তোলে বিএনপি রাজনীতি বোঝে না, বিএনপি রাজপথের দল না! বিএনপি আন্দোলন করতে জানে না।!!!!
আবার যখন রাজপথে অগ্নিগর্ভ। সারাদেশ কার্যত বিচ্ছিন্ন, তখন তাদের আরেক সুর। বিএনপি দেশ ধ্বংস করে ফেলল। বিএনপি জনগণের জানমালের ক্ষতি করছে। তারা জনস্বার্থের বিরুদ্ধে!!!!! ব্লা ব্লা ব্লা!
মানুষ কি বোঝে? মানুষ সবই বোঝে। এবারের আন্দোলনে জল ঢেলেছে মূলত স্বার্থবাদী মিডিয়া। তাদের নিউজ,ভিউজ গুলো দেখলেই দেশ জনতার স্বার্থের চেয়ে দলে আর চেতনার স্বার্থ বা ভয়, বা প্রীতি ষ্পষ্ট!!!!
তাই শত শত মানুষকে পাখীর মতো হ্যথার পরও অনির্বাচিত সরকার ক্ষমতায় বসে থাকলে তাদের সুশীল বিবেক নাড়া খায় না। অন্যদিকে চারদলীয় জোটের বাতাসেও গিট্টু লাগলে তা হয়ে যেত হেডলাইন। বিবেকবর্জিত এই লাল সাংবাদিকতার বলি আজকের দেশ!!!! তারা বুকে হাত দিয়ে বলুক তাদের পয়েন্ট অব ভিউ ছিল দেশ ও জনতা!!!!
গণতন্ত্র আজ কফিনে বন্দী। এই অচলাবস্থা উত্তরণে কোন পথ, আশা, আলো দেখা যাচ্ছে না।ক্রমশ চরমে ধাবিত হচ্ছে দেশ...................
এই চরম অবস্থায় পরিণতি দুইটা।
>> হয় এই জুলুম অত্যাচার সয়ে তেলাপোকার মতো বেচে থাক
>> নয় বিপ্লব করো। পূর্ণাঙ্গ বিপ্লব।
জনগণ তাদের নিরব বিপ্লব সম্পন্ন করেছে ৫ তারিখে ঘরে বসে থেকে প্রহসনের নির্বাচনে অংশ না নিয়ে। সরকারের নৃশংসতা, হত্যা, ব্যর্থতা, দূর্নীতি, স্বজনপ্রীতি সকল কিছুর প্রতি তাদের অনাস্থা জানিয়েছে-রক্তপাতহীন ভোট প্রত্যাখানের অভূত্থানের মাধ্যমে।
বাকী কাজটুকু কে করবে?
বিএনপি?
মিডিয়া?
আমজনতা?
নাকি অন্য কোন পক্ষ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ০৪ ঠা মে, ২০১৪  বিকাল ৪:১২
০৪ ঠা মে, ২০১৪  বিকাল ৪:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হতবিহব্বলতা কাটিয়ে উঠতে হবে।
এ যে দেশের দাবী। সময়ের দাবী। মা মাটির দাবী! কোটি আমজনতার প্রাণের আকুতি! মুক্তি চাই! মুক্তি দাও। 
২|  ০৪ ঠা মে, ২০১৪  বিকাল ৩:৪৩
০৪ ঠা মে, ২০১৪  বিকাল ৩:৪৩
ইমরুল_কায়েস বলেছেন: সহমত রইল আপনার লেখায়। আজ আমরা কেউ নিরাপদ নই।
  ০৪ ঠা মে, ২০১৪  বিকাল ৪:১২
০৪ ঠা মে, ২০১৪  বিকাল ৪:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিপন্ন স্বদেশ
স্বাধীনতা
সার্বভোমত্ব!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩|  ০৪ ঠা মে, ২০১৪  রাত ১০:৪৫
০৪ ঠা মে, ২০১৪  রাত ১০:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: বিপন্ন স্বদেশ
স্বাধীনতা
সার্বভোমত্ব!!!!!!!!সটীক 
  ০৫ ই মে, ২০১৪  সকাল ৯:১৫
০৫ ই মে, ২০১৪  সকাল ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিপন্নতা থেকে দেশ মাতৃকাকে বাঁচাতে হবে- আমাদেরই 
ধন্যবাদ
৪|  ০৫ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৩
০৫ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৩
ইঞ্জিঃ সামি বলেছেন: সহমত
  ০৫ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:২৮
০৫ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৫|  ০৫ ই মে, ২০১৪  রাত ১১:৩২
০৫ ই মে, ২০১৪  রাত ১১:৩২
নিশাত তাসনিম বলেছেন: বার বার আপনার পোস্টে মন্তব্য করে যাব আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহর কোরানের আয়াতের উপর নির্ভর করুন। জালেমের পতন অনিবার্য। 
"যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।" - সূরা আল মায়েদাহ, আয়াত ৩৩ 
"আমি এ গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং জখম সমূহের বিনিময়ে সমান জখম। অতঃপর যে ক্ষমা করে, সে গোনাহ থেকে পাক হয়ে যায়। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম।" - সূরা আল মায়েদাহ, আয়াত ৪৫ 
  ০৬ ই মে, ২০১৪  দুপুর ২:০১
০৬ ই মে, ২০১৪  দুপুর ২:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভরসা সেই এক সর্বশক্তিমানের উপরই। সাহস দেয়ায় ধন্যবাদ। 
মহাকলের কাছে জীবনতো খুবই ছোট্ট! অথচ জালিমরা তা যেন বুঝেও বুঝতে চায় না।
ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়।
আল্লাহর ওয়াদা সত্য। বিশ্বাসী, মুসলিম, মুমিন সকলেইরই উচিত তাতে তা্ওয়াক্কুল রাখা।
৬|  ০৫ ই মে, ২০১৪  রাত ১১:৩৯
০৫ ই মে, ২০১৪  রাত ১১:৩৯
উপপাদ্য বলেছেন: সুন্দর পোস্ট। 
গণতন্ত্র আজ কফিনে বন্দী। এই অচলাবস্থা উত্তরণে কোন পথ, আশা, আলো দেখা যাচ্ছে না। 
ক্র ম শ চরমে ধাবিত হচ্ছে দেশ...................
[অন্ধকারের পথে]
  ০৬ ই মে, ২০১৪  দুপুর ২:০২
০৬ ই মে, ২০১৪  দুপুর ২:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্র ম শ চরমে ধাবিত হচ্ছে দেশ...................
[অন্ধকারের পথে]
জলদি য়েন ভৌর হয়- সেই আশায় আমজনতা। 
রাত পোহাবার নেই দেরী পাঞ্জেরী! অন্ধকার যত গভির-আলোর সম্ভাবনা ততই নিকটে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৪  বিকাল ৩:২৩
০৪ ঠা মে, ২০১৪  বিকাল ৩:২৩
মৃদুল হাসান বলেছেন: কিছু বলার নাই।