|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সময়ের পরিক্রমায় ঘুরে এলো আবার এলো মা দিবস। যদিও সব দিনই মায়ের। সব মুহুর্ত, পল - মায়ের। তারপরও আনুষ্ঠানিক স্মরণের এই ক্ষণে মাকে পড়ে মনে.....
" মা " একটি শব্দের একটি বাক্য। এই জায়গাটায় আবেগ দেখানোর সুযোগ আমাদের খুব কমই হয়ে উঠে । প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে "মা" এর জন্য শ্রদ্ধা থাকে , সীমাহীন আবেগ থাকে ।
মা তোমায় সালাম।
চরণ চুমিলাম
হারায়ে বুঝিলাম
মা'কে হারালাম।।
মা, তুমি অন্তহীনকাল শ্রদ্ধা সম্মান আর চীর ভক্তির স্থানে ছিলে, আছো, থেকো অনন্ত কাল........................
মা নিয়ে আগের সংকলনের ধারায় ছোট্ট চেষ্টা সকল পোষ্টকে একসূত্রে গাথা-  (মায়ের আচলে গিট্টু দিয়ে রাখার মতো 
 
(১০/৫ রাত ১২টার পর থেকে ১২/৫ সকাল ১০টা  পর্যন্ত যে পোষ্ট নজরে এসেছে সবগুলো একত্রিত করেছি মাত্র।কারওটা বাদ পড়ে গিয়ে থাকলে অনুগ্রহ করে মন্তব্যের ঘরে লিংক দিয়ে গেলে বাধীত হবো। এবং সংকলনের যুক্ত হয়ে যাবে।
 যারা লিখেছেন সকলের প্রতি ধন্যবাদ। মা সকলকে ভাল রাখুন।)
বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি আমাদের অফুরান ভালোবাসা আর অশেষ শ্রদ্ধা-----কোবিদ 
মা---------------সেলিম আনোয়ার  
আজ বিশ্ব মাতৃ দিবস মা তোমাকে প্রনাম--দিলীপ গোস্বামী
মা দিবসের প্রতিজ্ঞাঃ আসুন মা কে খুশি করার জন্য দিনে অন্তত একটি ভালো কাজ করি।---দালাল০০৭০০৭   
মাকে ভালোবাসি বলেই কলঙ্কিত হতে দেব না।--মশিউর রহমান"  
মা দিবসে মাকে নিয়ে কবিতা! সকলের চোখের পানি পরতে বাধ্য  (
(  Crazy তৌফিক
Crazy তৌফিক  
আজ বিশ্ব মা দিবস----অদৃশ্যমানব  
মা-----------লেজ কাটা শেয়াল  
জেমস ও মা এবং আমরা--তৌহিদ জামান73  
পৃথিবীতে একমাত্র মায়ের সংগেই নাড়ির টান আছে...মুর  
মা বিহীন মা দিবসে বিশ্বের সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি--সুফিয়া  
আজ নাকি মাতৃ দিবস?---কবি কালিদাশ  
আমায় ক্ষমা কর মা, আমি মিথ্যেবাদী.....অস্থির_অশান্ত  
হ্যাপি মা দিবস-----মোহাম্মদ ওমর ফারুক   
মা' লিখে গুগলে সার্চ দিয়ে যা দেখি,আসুন মা দিবসের আগে সে সব মুছে মাকে নতুন করে সাজাই---শুভ্র৯৫রকস  
মা দিবসের গুল্লি মারি।।--মোস্তাক খসরু  
মা--------আনোয়ার কামাল  
মায়ের কোমল হাত মমতার--খান ইখতিয়ার  
োমার স্পর্শ আজো খুঁজে ফিরি মা----জি এম সরওয়ার জাহান  
মাকে মনে পড়ছে----প্রিয় সবুজ  
মা - জেমস---লিরিকস  
মাগো, মা.......................জজ মিয়া  
আমার মা----------লুবনা স্মৃতি
মা দিবস ও আমার নিরবতা ।--পার্থ তালুকদার   
মা দিবসের প্রাসঙ্গিকতা ও মা'কে নিয়ে কবিতা---অশ্রু হাসান  
আমার মা----মুহাম্মদ তাইফ  
মা আমার মা---বিভ্রান্তিকর ইকুয়েশন  
আমার মা----------এস. রাহাত   
'মা'---------এহসানুল হক হোসেন  
যখন বিষণ্ণ জন্মদাত্রী “মা”; সন্তানের যাচিত নরকবাস!মোঃ গালিব মেহেদী খাঁন  
মাতৃছায়া, পরবাসে--ফকির ইলিয়াস  
সকল মায়ের সন্তান নিরাপদে থাকুক-েমারতাজা  
মা নেই ।  -ঠোটকাটা মানুষ  
আম্মুর যদি fb-তে id থাকতো, কবেই যে ব্লক খাইতাম  
ফখরুল আমান ফয়সাল
মা ও মা দিবস !! ---ব্লুপ্রিন্ট  
মা আমার জলকন্যা----কন্যা তৃতীয়া  
"মা দিবস"--------অন্তহীন পথিক  
মা------শফিউল শামু  মা তুই আমার প্রাণ ----মোঃ আমিনুল ইসলাম (জীবন)  
তুমি কি শুনতে পাও তোমার ছেলের আর্তনাত, মা????????????????/নাজমুল৪৮৫৭  
সকল মাকে উৎসর্গ.।.।।------------ক্বাবার পথে 
ভাল থাকুক উৎসবে উৎসাহে পৃথিবীর সকল মা .........ক্বাবার পথে।   
আম্মু তোমাকে অনেক ভালবাসি------আইএমট্রিনিটি  
মা কে নিয়ে একটি হাদিস-----মরণের আগে  
মা আম্মা Mummy_ভালবাসা আর বিশেষত্ব প্রাপ্তির উত্স--হ্যা সৌরভ  
“বাবা সাবধানে যাস, গাড়ি গোড়া দেখে চলবি”--সৈকত মিত্র বড়ুয়া  
***মা***----হাসান বিন নজরুল  
একজন গর্ভধারিণী - মহিদুল বেস্ট   
মাতা কহিলেন (মাদার'স ডে রম্য)--সাদরিল 
মমতাময়ী-----ভিনদেশী এক তারা   
***জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ‘মা’***--আহেমদ ইউসুফ  
মায়ের একদাগ দুধের দাম- কাটিয়া গায়ের চাম, ------------ ঋন শোধ হবেনা।-----প্রথম বাংলা  মায়ের ভালবাসার তুলনাই হয়না !!---------মোহামদ শাকিল  
আমার মায়ের কান্নাসমগ্র...---শিস্তালি  
আম্মি বইলা আমারে ডুবাইলি রে অর্ক !-----------ঈপ্সিতা চৌধুরী  
মা তোমায় সালাম জানাই-প্রতিটি দিবস- রজনী------আতা স্বপন 
একজন মা মরণের পরেও যিনি স্পর্শে স্নেহে বা অদৃশ্য চোখে ঘিরে থাকতে চান তার সন্তানকে -----------আমি ময়ূরাক্ষী  
আম্মু যেখানেই আছো, ভালো থেকো......schumonn  
মা - কুরআন ও হাদীসে যেমন..--ইঊসুফ সুলতান 
মা-----------সুপথকামী হাফিজ  
জননী----তৌফিক আনজাম  
মা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত..................ব্লগার১০৮৭ 
মা-----------টি ইউ রিয়াদ   
জান্নাত পেতে হলে তো প্রয়োজন 'মা দিবস প্রতিদিন' !!!--নাজমুল পিন্টু 
আমাদের চলচ্চিত্রে "মা" এর গান ...---ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার  
আমার মাকে--------েবলায়াত  
মায়ের জন্য ভালবাসা------মুন্না-কিশোরগঞ্জ  
বাবা-মার প্রতি সন্তান এর ভালোবাসা অটুট থাকুক বছরের প্রতিটি দিন জুড়ে ।---কাফী হাসান 
আমি যে মায়ের সন্তান-----------(একজন নিশাদ) 
ভালবাসাসিক্ত ধ্বনি------------কামরুল হাসান জনি  
মা কথাটি ছোট্ট অতি :------------সুমন জেবা 
একজন মায়ের গল্প, একজন সংগ্রামী নারীর গল্প ।----ওমর এন সোহান 
মা দিবস--------বাংলার নেতা  
আপনার পিতামাতাকে আরও বেশী সময় দিন। (একটি স্পর্শ্বকাতর ছোট গল্প ও আমার কিছু কথা--মাহমুদুল হাসান কায়রো  
বাবা, তুই কবে আসবি ?----শাহেদ নুর উদ্দিন  
অধমের মা দিবস---বোকা মিয়া  
আমার মা সবচেয়ে সুন্দর-------রিজভী  
মা-----মোঃ আমিনুল ইসলাম (জীবন)  
মা!-----হেজাজের কাফেলা  
মা...------মতিউর রহমান মিঠু  
সাচিবিক মা----------শ্লোগান০০৭ 
একদিনের জন্য মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নয়।পুতুল আলতাব  
মা দিবস এবং আমার কিছুই না করা--অঘটনঘটনপটীয়সী  
মা দিবসের একদম শেষ ক্ষনে এসে- মাকে নিয়ে সেরা ১২টি উক্তি----হোসাইনের ছেলে  
একটি ত্যানামুক্ত মা দিবস!---ভিজ্যুয়ালাইজার  
ছোটগল্প - অংকনের নকল মা--মুহাম্মদ রাফিউজ্জামান  
মা যে আমার আপন----রিবন েফনী  
মা তোমার ভালবাসা--------মোঃজাহেদ হোসেন  
মা------------কাউছার চৌধুরী  
♣ পাগলী মা ♣------------সকাল রয়  
'মা-বাবা' বিষয়ে আমার নতুন কোন কথা নেই কারণ...ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম  
আমি ও আমার মা-----নাজিম-উদ-দৌলা  
মায়ের প্রতি ভালোবাসা---সিক্ত শিশির  
মা----------আমি কাল্পনিক সজল  
~~~~মা~~~~~-----------জায়েদ ওয়ালিদ  
সালাম তোমাদের - বেঁচে থাকো মায়েরা!--নিয়াজ মোহাম্মদ খান  
সবাই দোয়া করবেন আমি যেন আমার আম্মুকে জীবনে কষ্ট না দেই।----ভবঘুরে তৌহিদ  
মামনি---ইউসুফ জাহিদ 
দুইটা অক্ষরে কি তোমায় প্রকাশ করা যায়?--দার্শনিক লেখক  
মা আমার প্রথম ক্রাশ, আমার প্রথম মুগ্বতা--শরীফ মহিউদ্দীন  
জন্ম কথা---FOZLUL MIRAZ  
মা------যাযাবর জোনাকি
মাকে মনে পড়ে---সুফিয়া   
মায়ের অভিমান--শাশ্বত স্বপন   
ক্যানসার------------বাকপ্রবাস  
***শফিকের বাবা হওয়া অতপর উপলব্ধি*** (ছোট গল্প)---হাসান বিন নজরুল   
মা আমি তোমায় ভালবাসি---মাটি আমার মা  
নাহ্- সামু টা আর আগের মত নাই  ----ক্যাতর আলী
----ক্যাতর আলী
আমার মা, আমার সবকিছু.....অপ্রতীয়মান   
ভিন্নমতও আছে এ দিবস নিয়ে- তাদের মতামত-
কথিত মা দিবসকে 'না' বলুন---ওবাইদুল্লাহ ওবাইদ  
"মা দিবস" সারা বিশ্বের জন্য হলেও বাঙালীর জন্য নয়--আশফাকুল হক শুভ  
মা দিবস পালন কি বাংলাদেশে প্রয়োজন আছে?'মা' দিবস নয় 'পরিবার দিবস' পালন বেশি জরুরী।---মোঃ মাকসুদুর রহমান  
মা দিবস বর্জন করুন।------------সহজ কথন  
মা, তোমার জন্য আবার দিবস লাগে নাকি!---সাইফ হাসনাত  
কিসের মা দিবস.…??কলমি লতা  
বোনাস: গতবারের মা নিয়ে বিশেষ সংকলন-
মা - মা পোষ্টের সংকলন:উৎসর্গ পৃথীবির সকল মাকে ও স্বপ্নবাজ অভি যিনি মা শব্দটির মান রক্ষার অভূতপূর্ব সৈনিক।  
  
 ১২৪ টি
    	১২৪ টি    	 +২৩/-০
    	+২৩/-০  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:৩৩
১১ ই মে, ২০১৪  দুপুর ১:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। 
চমৎকার সে হতেই হবে
মায়ের মতে অমত কার  ?
 ?
সকল মায়ের জন্য ভালবাসা। 
২|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৩
১১ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৩
নতুন পাঠক বলেছেন: ++++++++++++
  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:৩৪
১১ ই মে, ২০১৪  দুপুর ১:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের আশিষ, 
থাকুক জুড়ে 
সারা জীবন, 
..........অর্হনিশ।।
৩|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:০২
১১ ই মে, ২০১৪  দুপুর ১:০২
নিশাত তাসনিম বলেছেন: পৃথিবীর সবচেয়ে মধুর শব্দটি নিয়ে লেখা পোস্ট দেরিতে হলেও স্টিকি হয়েছে দেখে ভালো লাগলো।
  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:৩৬
১১ ই মে, ২০১৪  দুপুর ১:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেরিতে কই?
আমিতো পোষ্ট করে ঘুরে আসতে না আসতেই পোষ্টু খুজছি.. নীচে..দেখি নেই!!!!
অমা, উপরে চেয়ে দেখি লটকাই দিছে  
 
থ্যংকু সামু। থ্যংকু মা...............................
৪|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:০৫
১১ ই মে, ২০১৪  দুপুর ১:০৫
 আমিনুর রহমান বলেছেন: 
গ্রেট জব ব্রাদার !
  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:৪৮
১১ ই মে, ২০১৪  দুপুর ১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সব মায়ের দোয়া।
মাকে স্মরেছি বলেই না আজকের এত আনন্দ। 
মা তোমায় সালাম।
অনেক অনেক ধন্যবাদ।
৫|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:১৩
১১ ই মে, ২০১৪  দুপুর ১:১৩
এহসান সাবির বলেছেন: সকল মায়ের জন্য ভালোবাসা । 
+++++
  ১১ ই মে, ২০১৪  দুপুর ২:০২
১১ ই মে, ২০১৪  দুপুর ২:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল মা সূখি হোক।
সকল সন্তান মায়ের আশীষ নিয়ে বেঁচে থাকুক।
৬|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:১৮
১১ ই মে, ২০১৪  দুপুর ১:১৮
কষ্টবিলাসী বলেছেন: খুব ভাল লাগলো।
এনিওয়ে, শিরোনামে চির বানান ভুল।
  ১১ ই মে, ২০১৪  দুপুর ২:০৪
১১ ই মে, ২০১৪  দুপুর ২:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
ঠিক করে দিয়েছি। এবারের কোন পোষ্টের লিংক থাকলে শেয়ার করবেন প্লিজ।
মায়ের দোয়ায় ভরে থাকুক আপনার জীবনের আঙিনা।
৭|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:২৫
১১ ই মে, ২০১৪  দুপুর ১:২৫
শুভ্র৯৫রকস বলেছেন: 'মা' লিখে গুগলে সার্চ দিয়ে যা দেখি,আসুন মা দিবসের আগে সে সব মুছে মাকে নতুন করে সাজাই
১।গুগল রিপোর্ট করার নিয়মঃ
ফার্স্ট এ মা লিখে google সার্চ দিন।
এরপর একদম নিচে থাকা প্রতিক্রিয়া /feedback য়ে চাপ দিন। এরপর অত্যন্ত অসন্তুষ্ট বাটন টি নিন। তারপর নিজের প্রতিক্রিয়া জানান।
কিছু কাজ তো হবে।
প্রতিক্রিয়া এমন হতে পারেঃ
The word মা (Mother) is one of the most heavenly words in all of the languages in the world. we never want to see any porn or চটি (choti) sites which are relating মা (mother) with these kind of odious groups, blogs, or websites.
It is a kind request to our lovely GOOGLE authority to have a careful eye on the fact and remove these groups, blogs, and websites to maintain google's clean image to its users...
Thank you...
প্রতিক্রিয়া লিখার পর বাজে লিখাগুলি হাইলাইট করে স্ক্রিনশট জমা দিন।
২।ফেসবুকে রিপোর্ট করার নিয়মঃ
1. প্রথমে একদম নিচে যান।দেখুন settings & privacy, tarms and policies এইগুলার সাথেই report a problem আছে।
এটায় ক্লিক করুন।দেখবেন নতুন একটা পেজ আসবে।
2. সেখানে 1st box এ select a product লেখা আছে। ক্লিক করুন সেখনে।কিছু অপসন পাবেন।সেখান থেকে pages সিলেক্ট করুন।
3. তারপর নিচে একটা বড় box আছে।সেখানে যে পেইজের বিরুদ্ধে রিপোর্ট করবেন সে পেইজের আই ডি নাম্বার copy করে ওই box এ পেস্ট করে দিন।
মনে রাখবেন প্রত্যেক টা পেইজে একটা করে আইডি নাম্বার থাকে সেটা বের করে
[***********:]
লিখে মেনশান করতে হয়
রিপোর্ট করার জন্য ডক ফাইল লিঙ্ক -
http://goo.gl/QRLcxY (এই লিঙ্কে ছবিসহ রিপোর্ট করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে)
ফেসবুক ইভেন্টে জয়েন করেন সবাইঃ Click This Link
  ১১ ই মে, ২০১৪  দুপুর ২:০৮
১১ ই মে, ২০১৪  দুপুর ২:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
আপনি কি স্বপ্নবাজ অভি ভাঈয়ের পোষ্ট দেখেছেন। এই বিষয়ে অনেক আগেই তিনি উধ্যোগ নিয়ে কাজ করছেন।
আপনার উদ্যোগকেও সাধুবাদ এবং অভিনন্দন। 
মায়ের সম্মান রক্ষায় সকলকেই উদ্যোগী হতেই হবে। 
মায়ের দোয়ায় ভরে উঠুক সবার জীবন।
৮|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:২৬
১১ ই মে, ২০১৪  দুপুর ১:২৬
শুভ্র৯৫রকস বলেছেন: পোস্টে +++++++++++++++++++
  ১১ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৮
১১ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের দোয়া, স্মরন থাকুক আপনার প্রতি নি:শ্বাসে।।
৯|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:৪১
১১ ই মে, ২০১৪  দুপুর ১:৪১
দালাল০০৭০০৭ বলেছেন: পোস্টে ♥♥♥♥♥♥ আমিও মনে হয় একটি পোস্ট দিয়েছিলাম,যেটা নির্বাচিত পাতায় স্থান পেয়েছে।
  ১১ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৯
১১ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খিত চোখে পড়ে নাই। 
এখন যুক্ত করেছি। মায়ের জন্য সকলের এই প্রেমকে মায়েরা কবুল করুন। তাদের আশীষ, দোয়া, দিয়ে ভরিয়ে দিক সকলের জীবন।
১০|  ১১ ই মে, ২০১৪  দুপুর ১:৫১
১১ ই মে, ২০১৪  দুপুর ১:৫১
বাহাদুর বাপ্পী বলেছেন: চমৎকার উদ্দ্যোগ। ভেবে অভবাক হই অমানুষরা মা কে নিয়েও চটি লিখে। @শুভ্র৯৫রকস ভাইকে ধন্যবাদ সুন্দর একটা টিপস দেওয়ার জন্য। আর @বিদ্রোহী ভৃগু  ভাই অসাধারন একটা কালেকশন। 
মা কে নিয়ে একটা সাইট বানাইছিলাম কিছু দিন আগে ( amarma.com.bd  )সেই সাইটে কিছু পোস্ট কপি করার অনুমতি কিভাবে পেতে পারি ??
  ১১ ই মে, ২০১৪  বিকাল ৫:০৩
১১ ই মে, ২০১৪  বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পৃথিবীতে আলৌ আর কালৌ দুটোই আছে। তাদের হেদায়েতের জন্য দোয়া। 
@শুভ্র রকসের চেষ্টা সফল হোক- যার শুরুতে পেয়েছি স্বপ্নবাজ অভি ভাইকে- যিনি প্রথম আমাদের উজ্জিবীত করেছিলেন। বোনাস লিংকে গেলে বিস্তারিত পাবেন। উনাকে উৎসর্গ করেই ছিল ঐ পোষ্ট।
সকলের উদ্যোগ চেষ্টায়ই আমাদের আলোকে উজ্জ্বল করতে হবে।  
সামুতে খুব বেশী আপত্তি কেউ করে না, যদি আপনি কৃতজ্ঞতা বা সূত্র উল্লেখ করে নেন। 
তবে আপনার পছন্দকৃত পোষ্টের লেখকের সাথে উনার পোষ্টে এ্ ব্যাপারে আলাপ করে নিন। সহজ হবে।
ধন্যবাদ।
১১|  ১১ ই মে, ২০১৪  দুপুর ২:৩৩
১১ ই মে, ২০১৪  দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
  ১১ ই মে, ২০১৪  বিকাল ৫:০৮
১১ ই মে, ২০১৪  বিকাল ৫:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অাপনাকেও।
মায়ের অপার স্নেহ বর্ষিত হোক আপনার উপর সারাজীবন।
১২|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:১০
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:১০
মোমের মানুষ-২ বলেছেন: চমৎার হয়েছে
  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
মায়ের নাম আছে যে, তাই চমৎকার হতেই হবে। এও মায়েরই আরেক আশীষ!!!
১৩|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:১২
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:১২
রতন দাস বলেছেন: ভাল লাগলো।
  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৭
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া। 
মায়ের আশীষ ঝড়ুক আপনার উপর অাজীবন।
১৪|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:১৭
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:১৭
sahosi manob বলেছেন: চমৎার হয়েছে
  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৮
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের জন্য যে.......................................
ধন্যবাদ
১৫|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২২
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২২
মিজান আফতাব বলেছেন: প্রিয়তে।
  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের প্রতি আপনার অগাধ ভালবাসা -বেশ বুঝেছি।
মায়ের অপত্য স্নেহে মাতৃভক্তি পূর্ণ হোক।
১৬|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২৩
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২৩
ফিলিংস বলেছেন: সকল মা এর প্রতি ভালোবাসা রইল...
  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:০৩
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল মায়ের আশীর্বাদ আর স্নেহাশীষের অাব্দারে আমরা সকল সন্তানেরা...
এই লেখাটার লিংক রাখলাম
যোগ করে দেব
মায়ের ক্ষমায় বাঁচল ছেলের খুনির প্রাণhttp://www.somewhereinblog.net/blog/rraaju/29943452
১৭|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২৭
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২৭
মৌসুমী রহমান বলেছেন: ফিলিংস বলেছেন: সকল মা এর প্রতি ভালোবাসা রইল...
  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:০৪
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: সকল মায়ের আশীর্বাদ আর স্নেহাশীষের অাব্দারে আমরা সকল সন্তানেরা... 
১৮|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২৯
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২৯
সাহসী আমি বলেছেন: ভাল লাগলো।
  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:২৯
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
মায়ের দোয়া থাকুক সাথে সবসময়!!!!!!!!!!!!!!!
১৯|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২৯
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:২৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সংকলনটির জন্য অশেষ ধন্যবাদ।
  ১১ ই মে, ২০১৪  রাত ৮:৪১
১১ ই মে, ২০১৪  রাত ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
মায়ের দোয়া থাকুক সাথে সবসময়!!!!!!!!!!!!!!! 
২০|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:৩০
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:৩০
নীল জোসনা বলেছেন: মায়ের জন্য ভালোবাসা ।
  ১১ ই মে, ২০১৪  রাত ৮:৪২
১১ ই মে, ২০১৪  রাত ৮:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
হোক অন্তহীন
দিবস বিহীন
নিশ্বাসের মতো
নিয়ত: সারাক্ষন।।
২১|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৪
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৪
কোবিদ বলেছেন: 
বিদ্রোহী ভৃগু অসংখ্য ধন্যবাদ আপনাকে 
মা সংকলন-২০১৪ এর জন্য। 
চমৎকার উদ্দ্যোগে মা'কে নিয়ে লেখা
"বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি আমাদের অফুরান ভালোবাসা আর অশেষ শ্রদ্ধা"
শিরোণামে আমার লেখাটিকে স্থান দেবার জন্য। ভালো থাকুন শতত।
  ১১ ই মে, ২০১৪  রাত ৮:৪৫
১১ ই মে, ২০১৪  রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারা লিখেছেন বলেই না সংকলন 
ধন্যবাদ আপনাকে এবং যারা লিখেছেন মার প্রতি অকৃত্রিম ভালবাসায়, স্মৃতিতে, প্রীতিতে............................
মায়ের দোয়া ঝরুক অবিরত আপনার জীবনে......
২২|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৭
১১ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৭
ভিনদেশী এক তারা বলেছেন: ফেসবুকে ব্লগে কত লেখালেখি চলছে মা-কে নিয়ে । কিন্তু এই প্রিয় মানুষটিকেই কখনও মুখ ফুটে বলা হয় না " ভালবাসি মা " এই ছোট্ট বাক্যটি :-)
  ১১ ই মে, ২০১৪  রাত ৮:৪৮
১১ ই মে, ২০১৪  রাত ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবুও যে মায়েরা বুঝেই যায়
আর না বাসলেও যে তারা ভালবেসেই যায়..
এই জণ্যইতো তারা মা....
মাগো, কতদূরে চলে গেছ; সকল বলা শোনা আর প্রকাশের উর্দ্ধে!!!!
ভালবাসি মা, অনেক ভালবাসি....
তোমার চরণ দুটি কতদিন
পাইনা কদমবুচি করব বলে.............
২৩|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৪:০২
১১ ই মে, ২০১৪  বিকাল ৪:০২
অন্ধবিন্দু বলেছেন:  
 
রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছগিরা
ব্লগ পাতাটির জন্য ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু।
  ১২ ই মে, ২০১৪  সকাল ৯:৪৭
১২ ই মে, ২০১৪  সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানা ছগিরা........
কি দারুন প্রার্থনা! 
ধন্যবাদ আপনাকেও।
২৪|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৪
১১ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট , সব মায়ের জন্য ভালবাসা ।
  ১২ ই মে, ২০১৪  সকাল ৯:৪৮
১২ ই মে, ২০১৪  সকাল ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সব মায়ের জন্য ভালবাসা ।  
ধন্যবাদ।
২৫|  ১১ ই মে, ২০১৪  বিকাল ৫:৪২
১১ ই মে, ২০১৪  বিকাল ৫:৪২
ভাল ছাত্র বলেছেন: সুন্দর পোস্ট
  ১২ ই মে, ২০১৪  সকাল ৯:৪৮
১২ ই মে, ২০১৪  সকাল ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের দোয়া ঝরুক অবিরত আপনার জীবনে......
২৬|  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
রুহিন তাসকিন বলেছেন: মায়ের জন্য ভালোবাসা ।
  ১২ ই মে, ২০১৪  সকাল ৯:৪৯
১২ ই মে, ২০১৪  সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মার প্রতি অকৃত্রিম ভালবাসায়, স্মৃতিতে, প্রীতিতে.................
মায়ের দোয়া ঝরুক অবিরত আপনার জীবনে....
২৭|  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৪
সোজা কথা বলেছেন: মা কে নিয়ে লেখাগুলার সংকলন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
  ১২ ই মে, ২০১৪  সকাল ৯:৫০
১২ ই মে, ২০১৪  সকাল ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের দোয়া ঝরুক অবিরত আপনার জীবনে... 
আপনাকেও ধন্যবাদ
২৮|  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৯
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৯
কান্ডারি অথর্ব বলেছেন: 
পোস্টটা স্টিকি করাতে সামুকে ধন্যবাদ আর আপনাকেও শুভেচ্ছা এত কষ্ট করার জন্য। 
মায়ের জন্য শ্রদ্ধা।   
  ১২ ই মে, ২০১৪  সকাল ৯:৫৬
১২ ই মে, ২০১৪  সকাল ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা......
এতো কেবলই মায়ের জন্য কষ্ট আর কই...
সামুকে, জানাপাকে অনেক অনেক ধন্যবাদ-সংকলনে উৎসাহ দেওয়ায় ।
মায়ের জন্য শ্রদ্ধা অনিশেষ- মায়ের দোয়া ঝরুক অবিরত আপনার জীবনে... 
২৯|  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫২
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫২
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:০০
১২ ই মে, ২০১৪  সকাল ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!!
শত কথা হয় বলা এক ছবিতে!!!!
মা যে কত ধৈর্য্য আর নি:স্বার্থ দানে আমাদের বাঁচিয়ে রাখেন শত মহাকাব্যে তা বলে শৈষ করা যাবে না!!!
আল্লাহ আমাদের পিতা-মাতার প্রতি সঠিক আচরণ দায়িত্ব পালনের তৌফিক দিন।
৩০|  ১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৮
১১ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৮
রিফাত ২০১০ বলেছেন: ভালো পোস্ট।
  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:০২
১২ ই মে, ২০১৪  সকাল ১০:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ৈর দোয়ায় রেঙে উঠূক সবার জীবন
৩১|  ১১ ই মে, ২০১৪  রাত ৮:০৫
১১ ই মে, ২০১৪  রাত ৮:০৫
বলো জয় বাংলা বলেছেন: পৃথিবীর সকল মাকে জানাই বিনম্র শ্রদ্ধা।
  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:০৫
১২ ই মে, ২০১৪  সকাল ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তরের গভীর থেকে
সালাম - মা তোমার চরণে...
৩২|  ১১ ই মে, ২০১৪  রাত ৮:৫২
১১ ই মে, ২০১৪  রাত ৮:৫২
পার্থ তালুকদার বলেছেন: আমার একটি লিখা ছিল যেটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে। লিংকটা দিয়ে দিলাম। ধন্যবাদ।
Click This Link
  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:১০
১২ ই মে, ২০১৪  সকাল ১০:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি। যুক্ত করে দিয়েছি।
আসলে রাত ১২:০০ থেকে যা পেয়েছি তাই দিয়ে শুরু করছি..
আপনারটা দেখলাম ১১:৫৮.. তাই মনে হয় ফস্কে গেছিল..
মায়ের আশীষ ঝরুক অবিরত আপনার জীবনে... 
৩৩|  ১১ ই মে, ২০১৪  রাত ৮:৫৬
১১ ই মে, ২০১৪  রাত ৮:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
সকল মাকে ধন্যবাদ....
এবং এই পোস্টের লেখককে ধন্যবাদ 
  ১২ ই মে, ২০১৪  সকাল ১১:৪১
১২ ই মে, ২০১৪  সকাল ১১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের আশীষ ঝরুক অবিরত আপনার জীবনে... 
আপনাকেও অনেক ধন্যবাদ।
৩৪|  ১১ ই মে, ২০১৪  রাত ৯:২২
১১ ই মে, ২০১৪  রাত ৯:২২
আরজু পনি  বলেছেন: 
সকল মায়ের প্রতি ভালোবাসা রইল ।।
  ১২ ই মে, ২০১৪  সকাল ১১:৪২
১২ ই মে, ২০১৪  সকাল ১১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তরের গভীর থেকে সালাম - মা তোমার চরণে...  
মায়ের দোয়া ঝরুক অবিরত আপনার জীবনে... 
৩৫|  ১১ ই মে, ২০১৪  রাত ১০:০৮
১১ ই মে, ২০১৪  রাত ১০:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 
খুব ভালো একটি কাজ করেছেন মা সংক্রান্ত সবগুলো পোষ্ট একজায়গায় এনে। মহান সৃষ্টিকর্তা আমাদের মা দের ভালো রাখুক।
আমাদের মুসলিম ধর্মে একটি প্রার্থনা আছে পিতা মাতা সম্পর্কে,
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা- অর্থাৎ
হে মহান প্রতিপালক, আমাদের পিতা-মাতাদের প্রতি দয়া করুন,যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন। (সূরা আল-ইসরা-২৪)
আপনাকে ধন্যবাদ এই উদ্যোগটির জন্য।
  ১২ ই মে, ২০১৪  সকাল ১১:৪৫
১২ ই মে, ২০১৪  সকাল ১১:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাকে মনে পড়ে গেল- তাই মনে হল কিছু একটা করি.. একসাথৈ মায়ের স্মরণে যত লেখা থাকনা মায়ের আচলে বেঁধে রাখার মতো এক সাথে... তাই
সামুকে ধন্যবাদ ষ্টিকি করে মায়ের প্রতি ছোট্ট নিবেদনকে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করায়
অনেক ধন্যবাদ আপনাকেও ...মায়ের দোয়া ঝরুক অবিরত আপনার জীবনে... 
৩৬|  ১১ ই মে, ২০১৪  রাত ১১:৪৪
১১ ই মে, ২০১৪  রাত ১১:৪৪
শাশ্বত স্বপন বলেছেন: আমি আজ দুই মাস ধরে এই ব্লগে কোন লেখা পেস্ট করতে পারি না্ । নতুন ব্লগে ক্লিক করলে সাদা স্ক্রিণ আছে্। মডারেটর নির্মম। কতবার বললাম। ঠিক করে দিচ্ছে না। তাই এখানে লেখা পাঠালাম।
http://community.skynetjp.com/id262.htm
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৫
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি মডারেশন আপনার বিষয়টি সুদৃষ্টিতে দেখবেন।
আপনার লেখা দিয়েছি...
মায়ের দোয়া ঝরুক অবিরত আপনার জীবনে... 
৩৭|  ১১ ই মে, ২০১৪  রাত ১১:৫০
১১ ই মে, ২০১৪  রাত ১১:৫০
শাশ্বত স্বপন বলেছেন: 
¯^‡cœi Avw½bvq
--kvk¦Z ¯^cb
`~i gmwR` †_‡K mygyayi K‡›V †fv‡ii Avhvb cÖK…wZ‡Z cÖevngvb evZv‡mi gZ Qwo‡q coj| wK mygayyi †m AvhvbÑÔAvm&mvjv‡Zv LvBiæg wgbvb bvDg...|Õ cÖK…wZ‡Z †Kgb Rvwb wbieZv fv½‡Z ïiæ Kij| `~i †_‡K Avhv‡bi aŸwb ax‡i ax‡i G Muv‡q G‡m evZv‡mi mv‡_ wg‡k hvq| MÖvgwUi bvg ¯^Y©MÖvg| nu¨v, ¯^Y©MÖvg| G Muv‡q GK Kv‡j †mvbv djZ| †mvbvi dm‡j gyLwiZ nZ G Muv‡qi mnR mij Rxeb hvÎvi| gvwUi gZ gvqvkxj gv‡qiv †g‡qi bvg ZvB nq‡Zv ivL‡Zv ¯^Y©jZv, meyRx, †mvbvwewe ...| dm‡ji bv‡g bvg ivLZ †Q‡j‡`iÑ ˆkklv, aBb&bv, bxjv ...| AvR Avi †mB w`b ‡bB| AvDk av‡bi Pv‡ji mv‡_ wg‡k ‡M‡Q  Bwi av‡bi Pvj| LuvwU mwilv AvR Avi cvIqv hvq bv| gvby‡liv AvR QbœQvov, ¶~avZ©, Z…òvZ©| `yÕ‡ejv †Rv‡U bv `yÕgy‡Vv fvZ| `wi`ª Pvlx e„wói Afv‡e †`‡ni Nvg w`‡q ˆPÎvjx dmj djvq| ZeyI Rxe‡bi weo¤^bv| 
Avhv‡bi mygyayi K‡Úi Zvb †kl n‡ZB †QvU GK Kzu‡oNi †_‡K Kvbœvi GKUvbv GKUv AvIqvR c~e©w`K †_‡K cwðg w`‡K wg‡k †Mj| †Kvb GK K¼vjmvi Rbbx Zvi K¼vj‡`n e¨e‡”Q` K‡i, GKwU mšÍvb Rb¥ w`‡q †KuvKv‡Z †KuvKv‡Z c„w_exi KwVb RwUjZv †_‡K mva¨nxb fv‡ii †`nwU ‡nwj‡q w`j big gvwU‡Z| wkïwU we‡`ªvn K‡i DVj Zvi gv‡qi g„Zz¨i Rb¨| wkïwU Avhv‡bi aŸwbi weKí GK Avhvb ïiæ Kij,Iqv...Iqv...Iqv...| ‡hb ej‡Q, Avwg G‡mwQ Avgv‡K euvP‡Z `vI...Avwg euvP‡Z PvB...| 
gwjb, Amnvq gy‡L gv_vq nvZ w`‡q L‡oi Dci e‡m Av‡Q GK †cÖŠp e‡qmx `uvwoIqvjv †jvK| †m Kuv`‡Q  cuvP erm‡ii †g‡q dwZ‡K †Kv‡j wb‡q| dwZ Nywg‡q Av‡Q evevi †Kv‡j| AvZzo N‡i wPiwb`ªvq kvwqZ Av‡Q Zvi eD Rûiv| Rûivi †c‡Ui Pvgov wc‡Vi Pvgovi mv‡Z wg‡k Av‡Q| †PvL `ywU Wy‡e †M‡Q| gyLwU Avwk eQi eq‡mi e„‡×i gZ ïwK‡q Av‡Q| KcvjwU †QvU Avi Zv‡Z R‡g Av‡Q K‡qK †duvUv Rj we›`y‡Z Mov `yM©Ü Nvg| GB c„w_ex Qvo‡Z Zvi GBUzKy Nv‡gi cÖ‡qvRb c‡owQj| cÖ‡qvRb c‡owQj, GB †QvU wkïwU Rb¥ †`evi| GK UzK‡iv P‡Ui Qvjv Zvi ey‡K; Avi bvwf †_‡K nuvUz ch©šÍ GK UzKiv wQbœ Kvco| AwZ `ye©j †`n Zvi| AeyS ev”Pvi Kvbœv _vgv‡Z avBgv ey‡Ki Dci P‡Vi Qvjv mwi‡q ev”PvwUi gy‡L gv‡qi `y‡ai GKwU †euvUv XywK‡q w`‡q‡Q| ev”PvwuU Kvu`‡Z Kvu`‡Z gv‡qi ey‡K Nywg‡q ‡M‡Q, Avi Zvi †`n †mB †fvi †_‡K gv‡qi ey‡K KvuPywj n‡q Av‡Q |
         †fvi n‡q ‡M‡Q| Rûiv wPiwb`ªvq ï‡q Av‡Q| GK ey‡ov avBgv wb‡Ri GK nvZ Kcv‡j †i‡L Ab¨ nvZ w`‡q giv gv‡qi eyK †_‡K wkïwU‡K  wb‡Ri †Kv‡j †Zv‡j wbj| wkïwU avB‡qi ey‡K LyuR‡Q Zvi Lvevi| ey‡ov avB GKwU Pzlwb wkïwUi gy‡L cy‡o w`j| wkïi Kvbœv †_‡g †Mj| ey‡ov avB ¸g‡o ¸g‡o Kuv`‡Q Avi Zvi mv`v Kvc‡oi AuvPj w`‡q †PvL gyQ‡Q| wkïwU Avevi Kuv`‡Q| AvZzo N‡ii evB‡i †Kn Kvu`‡Q, †Kn Avd‡mvm Ki‡Q| †Kn kKz‡bi g‡Zv cvLv †gj‡Z †Póv Ki‡Q| Iiv Pvq wkïwU‡K| G‡`i g‡a¨ GKRb Pvq ev”Pvmn ev”Pvi eo †evb‡K|
      Uzwc-cvÄvex civ GK †gŠjex, wbtmšÍvb †m, Pv›`y wgqv‡K j¶¨ K‡i ej‡Q, ÔwK Kiev Pv›`yÑAvjøvi gvj Avjøvq jBqv †M‡Q| †Zvgvi Avgvi wn¤§Z Av‡Q, †h †n‡i †VKvB| jI `vd‡bi KvgWv nvBiv nvjvB|Õ Pv›`y wgqvi eo Kb¨v †lvokx hyeZx ¯^Y©jZv| eo bZ©Kx †m| cvovgq Zvi Aeva hvZvqvZ| Zvi cÖwZ †jvf wecZœxK KvjvB †ecvixi| †m †gŠjexi w`‡K ZvwK‡q †PuwP‡q DVj, ÔwK †h Kb gyÝx fvB, Avwg †Zv me e¨e¯’v KBiv nvjvBwQ| GB †h Kvd‡bi Kvco|Õ Av‡iKRb e‡j DVj,Ô wK †h KI KvjvB fvB; Avwg †Zv †jvK cvVvBqv w`wQ Kei †Luvovi wjMv|Õ gyÝx cÖPÛ †i‡L †Mj| †m KvjvB †ecvixi `yÕRb mv½cv½‡`i w`‡K ivMZ ‡Pv‡L ZvwK‡q ejj,Ôbv Avg‡Mv LvBqv Kvg bvB| †niv nvRx gyn¤§` gnmxb| Pj †Zviv...|Õ KvjvB †ecvix Avo‡Pv‡L 3q R‡bi w`‡K ZvKv‡ZB †m P‡j †Mj Ôû-Õ kã K‡i| 
bvovi ¯Í~‡c †mB ga¨ivZ †_‡K dwZ‡K †Kv‡j wb‡q Pv›`y wgqv gv_vq nvZ w`‡q e‡m wQj| bvovi Dci †g‡q‡K †kvqv‡q AvZzi N‡ii w`‡K †m ax‡i cv‡q G‡Mv‡Z jvMj| AvZzi N‡ii G‡Kev‡i Kv‡Q c~e©w`‡K wd‡i GK `„wó‡Z A‡bK¶b `uvwo‡q iBj| Ni †_‡K A¯úó Kvbœv GLb ¯úó †_‡K ¯úóZi n‡Z jvMj| ¯^Y©jZv Kuv`‡Q| Ii evÜex‡`i mvšÍbv ïb‡Z cv‡”Q Pv›`y wgqv| KvjvB †ecvix Pv›`y wgqvi wbK‡U G‡m ej‡Z jvMj, ÒPvPv, Avc‡b fvB½v cB‡ib bv| ZvB‡j ¯^Y©v‡i †K eySvBe| ... wK Ki‡eb, Avjvq hv K‡i, fvji jvBMvB K‡i| Avjøvi Dci fimv iv‡nb| Knb Avjøv cvK wK †Lj †`nvbÑ †KD eyP‡Z cv‡i bv|Ó Gevi Pv›`ywgqv wPrKvi K‡i DVj, ÔAvjøv hv K‡i fvjB K‡i? Zq H gvQzg †cvjvWvi wK ABe, †K A‡i euvPvB‡ev? †K A‡i cvje?Õ KvjvB †ecvix Gevi kke¨¯Í n‡q ej‡Z jvMj, Ô†Kb? †Kb? Avgvi gv Avi jZv gv‡b ¯^Y©jZvÑIiv cvje|Õ fwel¨‡Zi wbg©g AvNvZ Pv›`y wgqv KvjvB †ecvixi †Pv‡Li Avb‡›`i gv‡S †`L‡Z †cj| KvjvB †ecvixi Bkvivq Zvi †jvKRb me e¨e¯’v Ki‡Z jvMj| KvjvB †ecvixi g„Zv cÖ_g ¯¿xi N‡ii †Q‡j iæûj wPrKvi Ki‡Z jvMj, ÔAveŸv, I AveŸv, jZv Lvjv †eûk ABqv †M‡Q!Õ Pv›`y wgqv †`Їo N‡i †Mj| wPrKvi K‡i ‡m Kuv`‡Z jvMj †g‡qi bvg a‡i| 
A‡bK mgq e‡q ‡Mj| ¯^Y©jZvi evÜex KYv Pv›`y wgqvi Kuv‡a nvZ †i‡L ejj, ÔA‡i iv‡nb PvPv, †gŠjfxmve RvbvRvq Avc‡b‡i Wv‡n|Õ ¯^Y©jZv‡K wb‡Ri nvZ †_‡K weQvbvq ïqv‡q Pv›`y evB‡i †ewo‡q †Mj| c~e©w`‡K ZvKv‡ZB m~‡h©i cÖLi †iLv Zvi †Pv‡L Zxeª AvNvZ w`‡Z jvMj| A‡bK †ejv n‡q ‡M‡Q| Av`y‡K wb‡q †gvjøvi avb KvU‡Z n‡e| AvR †gvjøvi UvKv †`evi K_v| AvR Zv‡K avb KvU‡Z †h‡ZB n‡e, bq‡Zv Av`y‡K cvVv‡Z n‡e| †m Gw`‡K Iw`‡K †Pv‡L ZvKv‡Z jvMj| †Kv_vI Av`y‡K †`L‡Z †cj bv| †mvRv DVvb eivei †m nuvU‡Z jvMj| DVv‡bi c~e© cÖv‡šÍ G‡m,  DËi w`‡K ZvwK‡q ‡m AevK n‡q †Mj| me e¨e¯’v n‡q †M‡Q| Cgvg ûRyi Zv‡K WvK‡Q| 
ey‡Ki bv ejv myß †e`bv †hb †gN MR©‡bi gZ cÖPÛ MR©‡b Zvi mg¯Í kxY© †`n †f‡½ P~Y©-weP~Y© K‡i w`j| †QvU‡ejv †_‡KB Rûivi mv‡_ eD-RvgvB Avi cyZzj †Ljv wb‡q KZ SMov n‡q‡Q| †m me ¯§„wZ ¯§iY K‡i Gevi †m wb‡Ri Kvbœv †P‡c ivL‡Z cvij bv| wek eQ‡ii msmvi Rxeb Zvi| Rûivi evevi g„Zz¨i mgq Rûiv‡K Zvi evev Pv›`y wgqvi nv‡Z Zz‡j w`‡q hvq| Pv›`y ZLb gvQ aiZ b`x‡Z| †QvU †ejv †_‡KB eD-RvgvB Avi cyZz‡ji we‡q †Lj‡Z †Lj‡Z GKw`b Zviv mwZ¨B eD-RvgvB n‡q †Mj| hZUzKz Rwg-Rgv wQjÑZv w`‡q †Kvbg‡Z Pv›`yi msmvi PjZ| †QvU †ejv †_‡K Pv›`y wQj †nsjv-cvZjv| G wb‡q Rûiv cÖvqB VvÆv KiZÑ 
Ñ ZzB Avi †gvUv Awjbv Pv›`y| 
Ñ †`wnm, GB avb KvW‡bi KuvwP aBiv KBZvwQ, GKw`b †gvUv Agy| ZzB Znb wnb&mvq giwe| 
Zvici `yR‡bB nvm‡Z nvm‡Z G‡K Aci‡K Rwo‡q aiZ| ¯^Y©jZv R‡b¥i `yÕGKw`b Av‡M Pv›`y Rûiv‡K e‡jwQj-
Ñ H Rûiv K‡Zv Avgv‡Mv gvBqv bv †cvjv ABe|
 Rûiv †n‡m e‡jwQjÑ
Ñ Igv! †Zvgvi wK ABe| ABe †mb Avgvi, Zzwg ‡Zv †cvjv gvbylÑ 
Ñ`~i! Avgvi K_v KBZvwQwb| †Zvi †c‡Ui K_v KBZvwQ| 
Ñ †cvjv ABeÑ 
wLjwLj nvwm‡Z Pv›`y †n‡mwQj †mw`b| eD‡qi Mv‡j Pz‡gv w`‡q ejj, 
Ñ hvDK, †Unv-cqmv jvM‡e bv| gvBqv AB‡j KZ †Unv jv‡M| 
Ñ gvBqvB ABeÑ
Ñ wK KBwj? †c‡Wi g‡a¨ cvov w`qv Z‡i KeŸ‡i cvWvgy| 
     
 njI ZvB| wd eQi GKwU K‡i PviwU †g‡q nj Pv›`yi| `yBwU †g‡q gviv †Mj Avengvb evsjvi wPivPwiZ wbqg Abymv‡i|  †Q‡j cvIqvi Avkvq Pv›`y †eKzj n‡q DVj| Zvi KZ ¯^cœ! †Q‡j‡K wb‡q †m avb KvU‡Z hv‡e †fvMw`qvi we‡j|  †Q‡j Wyjv wb‡q WvOvq e‡m _vK‡e, †m gvQ ai‡e| †Q‡j‡K wb‡q gvQ aiv Zvi eo kL| Ggwb GKwU ¯^cœ Rûivi g„Zz¨i wZbw`b Av‡M Rûiv‡K ïwb‡qwQj, ÔÑRvbm Rûiv, Z‡i Avwg ewK| Zq g‡b myK cvBbv| ZzB Avgvi j‡M ivM KiQm| Ki, ivM Ki| ‡ewk KBiv Ki| Avwg wK û`vûw` ivM Kwi‡i| GKUv †cvjvi wjMv Avwg KZ ¯^cœ †`wn! Rvbm KvBj ivB‡Z ¯^‡cœ †`wn, Avg‡Mv GKUv †cvjv AB‡Q| wK my›`i! Avwg A‡i ‡Kv‡j jBqv avb gvovBZvwQ †gvjøv‡Mv DWv‡b| ZzB †NvgUv w`qvÑ|Õ ¯¿xi †KvKvwb‡Z †mw`bKvi ¯^‡cœi K_v Pv›`y Rûiv‡K Avi †ewk ïbv‡Z cv‡iwb| Z‡e Pv›`yi ¯^cœ c~iY n‡qwQj| Rûiv Avi †`L‡Z cvqwb Zvi †Q‡j bvwK †g‡q n‡q‡Q| g„Zz¨i c~e© ch©šÍ Rûiv †Kvbw`b Pv›`yi Dci †i‡M K_v e‡jwb| ¯^v¯’¨eZx †`nwU  µ‡gB Pv›`yi gZ kxY© n‡q AvmwQj| C‡`i †Kvb GK weKv‡j Pv›`y Rûivi gy‡Li w`‡K ZvwK‡q wKQz K_v ej‡Z wM‡q †_‡g wM‡qwQj| †mw`b †m ej‡Z †P‡qwQjцm Avevi we‡q Ki‡e| Rûiv RvbZ, eyS‡Z cviZ ¯^vgxi g‡bi K_v| ¯^Y©jZv‡K Av`i Ki‡Z Ki‡Z Rûiv `yt‡Li gv‡SI †n‡m e‡jwQj, цZvi hw` †mvqva nq Av‡iKUv weqv...| Pv›`y gwiP w`qv cvšÍv fvZ Lvw”Qj| nVvr †m gv_v DuPy K‡i `uvwo‡q †Mj| Av`y‡K WvK‡Z WvK‡Z ‡m KuvwP wb‡q gv‡V P‡j †Mj| 
mnR-mij Av`yi AvR cvuP ermi nj Pv›`yi mv‡_ KvR K‡i| wkePi Zvi evox| `ywbqv‡Z Zvi †KD †bB| eqm Zvi AvVvi| nvjKv-cvZjv Moj| nvjKv dm©v, bvKUv Zx‡ii gZ †PvKv| †PvL `ywU ¯^Y©jZvi fvlvq ÔwejvB †PvLÕ| A‡b‡K Av`y‡K Avav cvMjI e‡j| Av`y Avi ¯^Y©jZvi m¤úK© wQj G iKgt nq‡Zv Av`y †`Їo Miæ Ni †_‡K G‡m ejj, H ¯^Y©, fvZ †`Ñ
Ñ fvZ LvIb jvM‡ev bv| evRvb bv LvBqv Kv‡g †M‡Q| ZzwgI hvIÑ
 Rûiv Av`y‡K †W‡K emvj| 
Ñ ¯^Y©v, ZzB Av`y‡i fvZ †`Ñ 
Ñ en& Av`y fvB| Avwg VvÆv Kjøvg| 
Ñ AvBR †Zvi wjMv kvcjv dzj Avbyg bv wej w_Kv| 
Ñ KI wK Av`y fvB! GB †Zvgvi cv aBiv KBjvg Avi VvÆv Kiæg bv| 
   
   mevB `uvwo‡q Av‡Q DuPy wXwei Dci| Lv‡Ui Dci g„Zv Rûiv‡K †kvqv‡q mevB LvUwU‡K a‡i Kuv‡a Zzjj| Zvici Qq †eqvivi cvjwK Pj‡Q Avjøvi bv‡g...| mevi gv_vq Uzwc| ¯^Y©jZv nZf¤^ n‡q `uvwo‡q Av‡Q| wb¯Íä †m| Av`yi fxlY R¡i| †m †Kvbg‡Z weQvbv †_‡K D‡V Miæ `yÕwU‡K Nvm w`‡q †ZuZzj Mv‡Qi †Mvovq e‡m gv_vUv Mv‡Qi †Mvovq †nwj‡q w`j| Av`yi Af¨vm nj Mvb MvIqv| hZ myL A_ev `ytL Zvi _vKzK, †m Mvb MvB‡e| R¡‡ii †Nv‡iI †m Mvb MvB‡e| Zvi Mvb †¶‡Zi Ab¨ me gRyiiv Lye cQ›` K‡i| †Kv_v †_‡K †h GZ Mvb wk‡L‡Q, †mI Rv‡b bv| †ZuZzj Mv‡Qi †Mvovq e‡m cwðg w`‡K ZvwK‡q †m Rûiv PvPxi wPihvÎv †`L‡Q| Zvi KÚ †_‡K Mvb  †ei n‡q Gj| †m MvB‡Z jvMjÑÔAvgv‡i mvRvBqv w`I bImvi mvRb...|Õ DuPy wXwei Dci ¯^Y©jZv `uvwo‡q wQj| †m GK cv, `yÕcv K‡i Av`yi Kv‡Q Avm‡Z jvMj| wb‡R‡K AvR †m eo Amnvq fve‡Q| AvR Av`yi Kv‡Q em‡Z Zvi Lye B‡”Q Ki‡Q| Zv‡K AvR eo Avcb g‡b n‡”Q| †K e‡j, Av`y cvMj? Av`y †h g‡bi K_v ej‡Z cv‡i| G c„w_ex‡Z Zvi gZ †K Zv‡K GZ Av`i K‡iцKD bv| cÖwZw`‡bi KZ Avãvi ‡m c~iY Kivi Rb¨ †Póv K‡i| AvR g‡b c‡o, Zv‡K †m KZ e‡K‡Q Kvi‡b-AKvi‡b| 
    Av`yi Mvb †kl| †m Kuv`‡Q| ¯^Y©v Av`yi †Pv‡Li Rj wb‡Ri AuvPj w`‡q gy‡Q w`j| Zvici Av`y fvB e‡j wPrKvi w`‡q Zvi ey‡K gv_v †i‡L Kuv`‡Z jvMj| G Kvbœvi †kl †bB| G Kvbœv Avb‡›`i| G Kvbœv fv‡jvevmvi| Av`y ¯^Y©vi gv_v DwV‡q ejj, ¯^Y©v, H †`K&, PvPx †e‡n¯Í hvBZv‡Q...|      
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:৫৯
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩৮|  ১১ ই মে, ২০১৪  রাত ১১:৫৯
১১ ই মে, ২০১৪  রাত ১১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: মায়ের জন্য ভালোবাসা ... 
অনেক অনেক ধন্যবাদ  নিজের সময়ত পড়ে নেয়া যাবে 
শুভকামনা 
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৪
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের আশীষ সারাজীবন জুড়ে থাকুক সবার সাথে...
সেই জন্যই সংগ্রহ..
ধন্যবাদ
৩৯|  ১২ ই মে, ২০১৪  রাত ১২:২০
১২ ই মে, ২০১৪  রাত ১২:২০
না পারভীন বলেছেন: সুন্দর পোস্ট। প্রিয়তে নিলাম।
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৬
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের দোয়ায়, মাতৃছায়ায়
থেকো রেখো স্বজনেরে...
অনেক অনেক ধন্যবাদ।
৪০|  ১২ ই মে, ২০১৪  রাত ১:৫৫
১২ ই মে, ২০১৪  রাত ১:৫৫
উপপাদ্য বলেছেন: চমৎকার আইডিয়া। খুব ভালো একটা কাজ করেছেন বিদ্রোহী ভাই। 
মায়ের কথা মনে পড়ছে
মায়ের জন্য মন খারাপ 
চলে আসুন এই পোস্টে। পড়ে নিন মাকে নিয়ে প্রিয় ব্লগারদের ভাবনাগুলো। 
মন ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ।
[ সরাসরি প্রিয়তে ]
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৭
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের কথা মনে পড়ছে
মায়ের জন্য মন খারাপ
চলে আসুন এই পোস্টে। পড়ে নিন মাকে নিয়ে প্রিয় ব্লগারদের ভাবনাগুলো।
মন ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ। 
অনেক অনেক ধন্যবাদ গভীর ভাবে অনুভব করার জন্য :
৪১|  ১২ ই মে, ২০১৪  রাত ১:৫৭
১২ ই মে, ২০১৪  রাত ১:৫৭
মুহামমদল হািবব বলেছেন: ভালো উদ্যোগ। ধন্যবাদ।
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৫০
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া।
মায়ের আশীষ ঝরুক অবিরত আপনার জীবনে... 
৪২|  ১২ ই মে, ২০১৪  রাত ২:১৯
১২ ই মে, ২০১৪  রাত ২:১৯
অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন:  কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 
খুব ভালো একটি কাজ করেছেন মা সংক্রান্ত সবগুলো পোষ্ট একজায়গায় এনে। মহান সৃষ্টিকর্তা আমাদের মা দের ভালো রাখুক।
আমাদের মুসলিম ধর্মে একটি প্রার্থনা আছে পিতা মাতা সম্পর্কে,
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা- অর্থাৎ
হে মহান প্রতিপালক, আমাদের পিতা-মাতাদের প্রতি দয়া করুন,যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন। (সূরা আল-ইসরা-২৪)
আপনাকে ধন্যবাদ এই উদ্যোগটির জন্য।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৩৭
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের স্মরণে এ আর এমন কি!! শুধুতো সামান্য চেষ্টা!!!
কিন্তু মা নামের মহত্ত দেখূন- এতেই কত প্রাণের খুশি, সন্তুষ্টি!!
মা এমনই হয়। তার নামেও শান্তি, সম্মান আর প্রশংসা ঝরে...
আপনাকেও ধন্যবাদ। 
৪৩|  ১২ ই মে, ২০১৪  রাত ৩:৩৩
১২ ই মে, ২০১৪  রাত ৩:৩৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:  সংকলন পোস্ট গুলো সবসময় ভাল লাগে। ভাল লাগা এবারও জানিয়ে গেলাম।
ভালবাসি মা কে। তবে মুখ ফুটে বলতে পারি না। কিছু ভালবাসা কেন যেন কখনও প্রকাশ করা হয় না। 
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪০
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালবাসি মা কে। তবে মুখ ফুটে বলতে পারি না। কিছু ভালবাসা কেন যেন কখনও প্রকাশ করা হয় না।  
এটা সকলের জন্যই সত্য। তাইতো এই দিবসে একটু চেষ্টা আকুতিটুকু প্রকাশ করার।
ভাললাগায় কৃতজ্ঞতা। 
৪৪|  ১২ ই মে, ২০১৪  ভোর ৬:৫৮
১২ ই মে, ২০১৪  ভোর ৬:৫৮
পংবাড়ী বলেছেন: ভালো
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪১
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যুংকু 
৪৫|  ১২ ই মে, ২০১৪  সকাল ১১:০১
১২ ই মে, ২০১৪  সকাল ১১:০১
বাবু ভাইয়া বলেছেন: মাকে নিয়ে সব কিছুই একসাথে তুলে ধরেছেন।ধন্যবাদ ভাই।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪১
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৪৬|  ১২ ই মে, ২০১৪  সকাল ১১:২৮
১২ ই মে, ২০১৪  সকাল ১১:২৮
জন কার্টার বলেছেন: আমিনুর রহমান বলেছেন: 
গ্রেট জব ব্রাদার 
শুভ কামনা  
 
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪২
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন:  মায়ের আশীষ সারাজীবন জুড়ে থাকুক সবার সাথে...
শুভ কামনা আপনার জন্যও।
৪৭|  ১২ ই মে, ২০১৪  দুপুর ২:৫৭
১২ ই মে, ২০১৪  দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ। আমার লেখা কবিতাটি স্থান পায়নি আপনার সংকলণে।
মায়ের জন্য শুভকামনা ।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪৮
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক বেশি দু:খিত 
কিভাবে যে চোখ এড়িয়ে গেল!! ...
যুক্ত করা হয়েছে। 
মায়ের আশীষ থাকুক জুড়ে সবার সাথে.  সারাজীবন..
৪৮|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪৬
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৪৬
আ আ খান বলেছেন: সকল মা সূখি হোক।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৩
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:  সকল মা সূখি হোক। 
মায়ের আশীষ থাকুক জুড়ে সবার সাথে. সারাজীবন..
৪৯|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:১৩
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:১৩
একজন ঘূণপোকা বলেছেন: 
অনেক ভালো কাজ হয়েছে বিদ্রোহী ভৃগু। 
অনেক অনেক ধন্যবাদ আর একরাশ প্লাস   
   
   
 
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৭
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এঘু ভাই 
মায়ের আশীষ থাকুক জুড়ে সবার সাথে. সারাজীবন.........
৫০|  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
সামুস কিং বলেছেন: ভাল লাগা ও প্রিয়তে
  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৫
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ। 
মায়ের স্নেহে কাটুক জীবন শংকাহীন।
৫১|  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩০
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩০
প্রথম বাংলা বলেছেন: কি দিয়ে শুধিব ঋন মা
এমন ঋনের দায়ে বেধেছে বিধাতা -
জমন দিয়েছে তোর কুলে--
কত ব্যথা কত জ্বালা ছিলো
সমযের ব্যথা মিশে নয়নের জলে,
তবু আমি হেসে আর খেলে-
হযে গেছি বড় কোন ফাকে। 
এখন আমি সময়ের ডাকে
মাগো- হারিয়ে গিয়েছি ঐ
টাকা প্রেম রাজনীতি- বিষয়ের ফাকে।
তবু মা জেনেই রেখো গহীন হৃদয় পথে একা
দুচরন মেরে দিয়ে আমার বেলায়
তাকালে নয়ন ভরে তোমারেই যায় শুধু দেখা।
  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৪১
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন:  কি দিয়ে শুধিব ঋন মা
এমন ঋনের দায়ে বেধেছে বিধাতা -
জমন দিয়েছে তোর কুলে-- 
এ ঋণ শোধ হবার নয়! এ যে আজন্মের বন্ধন। 
শত আঘাতের পরও সকল মাই ক্ষমা করে দেয়। মা, সত্যিই মহান।
৫২|  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৪
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৪
আমি স্বর্নলতা বলেছেন: সকল মায়ের প্রতি রইল অনেক অনেক ভালবাসা। 
  ১২ ই মে, ২০১৪  রাত ৯:২৮
১২ ই মে, ২০১৪  রাত ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:  সকল মায়ের দোয়া আর স্নেহাশীষ কামনা সকলের জন্য। 
ভাল থাকুন মায়েরা
ভাল থাকুক তার সন্তানেরা।।
৫৩|  ১২ ই মে, ২০১৪  রাত ৯:০৫
১২ ই মে, ২০১৪  রাত ৯:০৫
স্বর্ণমৃগ বলেছেন: ওরেব্বাস! অনেক কষ্ট করেছেন দেখছি! 
সবগুলো পড়ার সময় পাবনা, কিছু কিছু পোস্টে ঘুরে আসতে চেষ্টা করব।
+++++
  ১২ ই মে, ২০১৪  রাত ৯:৪০
১২ ই মে, ২০১৪  রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের নামে এতো অতি তুচ্ছ কষ্ট! 
করতে আর পারলাম কই? আপনারা ঘুরলেই পোষ্ট সার্থক হবে। 
ধন্যবাদ।
মায়ের দোয়ায় জীবন হোক আনন্দময়।
৫৪|  ১২ ই মে, ২০১৪  রাত ৯:৫০
১২ ই মে, ২০১৪  রাত ৯:৫০
ক্যাতর আলী বলেছেন: ভাই জীবনে ১ম প্রিয় তে নিলাম।
কিছু কইতে পারিনা, আমি কইলে সবাই কবে 'কইচে'
শালা মা যে কি জিনিস 
আল্লাহ পরেই তো মা
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৫২
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
সৃষ্টিতে যদি আমি কাউকে সিজদার আদেশ দিতাম, তবে প্রত্যেক সন্তানকে বলতাম মাকে সিজদা করতে- এরকম একটা বর্ণনা শুনেছি।
বিধির বিধান বুঝিনা ভাই- আমিতো যতদিন বেঁচে ছিলেন- পায় চুমু খেতাম। মা রে রে করে উঠলে বলতাম- এর নীচেই বেহেশত না, তাই একটু তাজিম জানাচ্ছি আর কি...
আদরে বুকে টেনে নিতেন।
৫৫|  ১২ ই মে, ২০১৪  রাত ১০:৪৩
১২ ই মে, ২০১৪  রাত ১০:৪৩
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ এত চমৎকার একটা সংকলন পোস্ট দেয়ার জন্য ।
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৫৮
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।  
মায়ের আদরে ভরে উঠুক সকল সন্তানের জীবন।
৫৬|  ১২ ই মে, ২০১৪  রাত ১১:০০
১২ ই মে, ২০১৪  রাত ১১:০০
কসমিক- ট্রাভেলার বলেছেন: 
++++++++++++
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৫৭|  ১৩ ই মে, ২০১৪  রাত ১২:২৭
১৩ ই মে, ২০১৪  রাত ১২:২৭
শাশ্বত স্বপন বলেছেন: 
স্বপ্নের আঙ্গিনায়
--শাশ্বত স্বপন
দূর মসজিদ থেকে সুমুধুর কন্ঠে ভোরের আযান প্রকৃতিতে প্রবাহমান বাতাসের মত ছড়িয়ে পড়ল। কি সুমধুুর সে আযান--‘আসসসালাতো খাইরুম মিনান নাউম...।’ প্রকৃতিতে কেমন জানি নিরবতা ভাঙ্গতে শুরু করল। দূর থেকে আযানের ধ্বনি ধীরে ধীরে এ গাঁয়ে এসে বাতাসের সাথে মিশে যায়। গ্রামটির নাম স্বর্ণগ্রাম। হ্যাঁ, স্বর্ণগ্রাম। এ গাঁয়ে এক কালে সোনা ফলত। সোনার ফসলে মুখরিত হত এ গাঁয়ের সহজ সরল জীবন যাত্রার। মাটির মত মায়াশীল মায়েরা মেয়ের নাম তাই হয়তো রাখতো স্বর্ণলতা, সবুজী, সোনাবিবি ...। ফসলের নামে নাম রাখত ছেলেদের-- শৈশষা, ধইন্না, নীলা ...। আজ আর সেই দিন নেই। আউশ ধানের চালের সাথে মিশে গেছে  ইরি ধানের চাল। খাঁটি সরিষা আজ আর পাওয়া যায় না। মানুষেরা আজ ছন্নছাড়া, ক্ষূধার্ত, তৃষ্ণার্ত। দু’বেলা জোটে না দু’মুঠো ভাত। দরিদ্র চাষী বৃষ্টির অভাবে দেহের ঘাম দিয়ে চৈত্রালী ফসল ফলায়। তবুও জীবনের বিড়ম্বনা। 
আযানের সুমুধুর কন্ঠের তান শেষ হতেই ছোট এক কুঁড়েঘর থেকে কান্নার একটানা একটা আওয়াজ পূর্বদিক থেকে পশ্চিম দিকে মিশে গেল। কোন এক কঙ্কালসার জননী তার কঙ্কালদেহ ব্যবচ্ছেদ করে, একটি সন্তান জন্ম দিয়ে কোঁকাতে কোঁকাতে পৃথিবীর কঠিন জটিলতা থেকে সাধ্যহীন ভারের দেহটি হেলিয়ে দিল নরম মাটিতে। শিশুটি বিদ্রোহ করে উঠল তার মায়ের মৃত্যুর জন্য। শিশুটি আযানের ধ্বনির বিকল্প এক আযান শুরু করল,ওয়া...ওয়া...ওয়া...। যেন বলছে, আমি এসেছি আমাকে বাঁচতে দাও...আমি বাঁচতে চাই...। 
মলিন, অসহায় মুখে মাথায় হাত দিয়ে খড়ের উপর বসে আছে এক প্রৌঢ় বয়েসী দাঁড়িওয়ালা লোক। সে কাঁদছে  পাঁচ বৎসরের মেয়ে ফতিকে কোলে নিয়ে। ফতি ঘুমিয়ে আছে বাবার কোলে। আতুড় ঘরে চিরনিদ্রায় শায়িত আছে তার বউ জহুরা। জহুরার পেটের চামড়া পিঠের চামড়ার সাতে মিশে আছে। চোখ দুটি ডুবে গেছে। মুখটি আশি বছর বয়সের বৃদ্ধের মত শুকিয়ে আছে। কপালটি ছোট আর তাতে জমে আছে কয়েক ফোঁটা জল বিন্দুতে গড়া দুর্গন্ধ ঘাম। এই পৃথিবী ছাড়তে তার এইটুকু ঘামের প্রয়োজন পড়েছিল। প্রয়োজন পড়েছিল, এই ছোট শিশুটি জন্ম দেবার। এক টুকরো চটের ছালা তার বুকে; আর নাভি থেকে হাঁটু পর্যন্ত এক টুকরা ছিন্ন কাপড়। অতি দুর্বল দেহ তার। অবুঝ বাচ্চার কান্না থামাতে ধাইমা বুকের উপর চঠের ছালা সরিয়ে বাচ্চাটির মুখে মায়ের দুধের একটি বোঁটা ঢুকিয়ে দিয়েছে। বাচ্চাঁিট কাঁদতে কাঁদতে মায়ের বুকে ঘুমিয়ে গেছে, আর তার দেহ সেই ভোর থেকে মায়ের বুকে কাঁচুলি হয়ে আছে ।
       
  ভোর হয়ে গেছে। জহুরা চিরনিদ্রায় শুয়ে আছে। এক বুড়ো ধাইমা নিজের এক হাত কপালে রেখে অন্য হাত দিয়ে মরা মায়ের বুক থেকে শিশুটিকে  নিজের কোলে তোলে নিল। শিশুটি ধাইয়ের বুকে খুঁজছে তার খাবার। বুড়ো ধাই একটি চুষনি শিশুটির মুখে পুড়ে দিল। শিশুর কান্না থেমে গেল। বুড়ো ধাই গুমড়ে গুমড়ে কাঁদছে আর তার সাদা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছে। শিশুটি আবার কাঁদছে। আতুড় ঘরের বাইরে কেহ কাঁদছে, কেহ আফসোস করছে। কেহ শকুনের মতো পাখা মেলতে চেষ্টা করছে। ওরা চায় শিশুটিকে। এদের মধ্যে একজন চায় বাচ্চাসহ বাচ্চার বড় বোনকে।
    
  টুপি-পাঞ্জাবী পরা এক মৌলবী, নিঃসন্তান সে, চান্দু মিয়াকে লক্ষ্য করে বলছে, ‘কি করবা চান্দু--আল্লার মাল আল্লায় লইয়া গেছে। তোমার আমার হিম্মত আছে, যে হেরে ঠেকাই। লও দাফনের কামডা হাইরা হালাই।’ চান্দু মিয়ার বড় কন্যা ষোড়শী যুবতী স্বর্ণলতা। বড় নর্তকী সে। পাড়াময় তার অবাধ যাতায়াত। তার প্রতি লোভ বিপতœীক কালাই বেপারীর। সে মৌলবীর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, ‘কি যে কন মুন্সী ভাই, আমি তো সব ব্যবস্থা কইরা হালাইছি। এই যে কাফনের কাপড়।’ আরেকজন বলে উঠল,‘ কি যে কও কালাই ভাই; আমি তো লোক পাঠাইয়া দিছি কবর খোঁড়ার লিগা।’ মুন্সী প্রচন্ড রেখে গেল। সে কালাই বেপারীর দু’জন সাঙ্গপাঙ্গদের দিকে রাগত চোখে তাকিয়ে বলল,‘না আমগো খাইয়া কাম নাই। হেরা হাজী মুহম্মদ মহসীন। চল তোরা...।’ কালাই বেপারী আড়চোখে ৩য় জনের দিকে তাকাতেই সে চলে গেল ‘হু-’ শব্দ করে। 
নাড়ার স্তূপে সেই মধ্যরাত থেকে ফতিকে কোলে নিয়ে চান্দু মিয়া মাথায় হাত দিয়ে বসে ছিল। নাড়ার উপর মেয়েকে শোয়ায়ে আতুর ঘরের দিকে সে ধীরে পায়ে এগোতে লাগল। আতুর ঘরের একেবারে কাছে পূর্বদিকে ফিরে এক দৃষ্টিতে অনেকক্ষন দাঁড়িয়ে রইল। ঘর থেকে অস্পষ্ট কান্না এখন স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগল। স্বর্ণলতা কাঁদছে। ওর বান্ধবীদের সান্তনা শুনতে পাচ্ছে চান্দু মিয়া। কালাই বেপারী চান্দু মিয়ার নিকটে এসে বলতে লাগল, “চাচা, আপনে ভাইঙ্গা পইরেন না। তাইলে স্বর্ণারে কে বুঝাইব। ... কি করবেন, আল্লায় যা করে, ভালর লাইগাই করে। আল্লার উপর ভরসা রাহেন। কহন আল্লা পাক কি খেল দেহান-- কেউ বুচতে পারে না।” এবার চান্দুমিয়া চিৎকার করে উঠল, ‘আল্লা যা করে ভালই করে? তয় ঐ মাছুম পোলাডার কি অইব, কে অরে বাঁচাইবো? কে অরে পালব?’ কালাই বেপারী এবার শশব্যস্ত হয়ে বলতে লাগল, ‘কেন? কেন? আমার মা আর লতা মানে স্বর্ণলতাÑওরা পালব।’ ভবিষ্যতের নির্মম আঘাত চান্দু মিয়া কালাই বেপারীর চোখের আনন্দের মাঝে দেখতে পেল। কালাই বেপারীর ইশারায় তার লোকজন সব ব্যবস্থা করতে লাগল। কালাই বেপারীর মৃতা প্রথম স্ত্রীর ঘরের ছেলে রুহুল চিৎকার করতে লাগল, ‘আব্বা, ও আব্বা, লতা খালা বেহুশ অইয়া গেছে!’ চান্দু মিয়া দৌড়ে ঘরে গেল। চিৎকার করে সে কাঁদতে লাগল মেয়ের নাম ধরে। 
অনেক সময় বয়ে গেল। স্বর্ণলতার বান্ধবী কণা চান্দু মিয়ার কাঁধে হাত রেখে বলল, ‘অরে রাহেন চাচা, মৌলভীসাব জানাজায় আপনেরে ডাহে।’ স্বর্ণলতাকে নিজের হাত থেকে বিছানায় শুয়ায়ে চান্দু বাইরে বেড়িয়ে গেল। পূর্বদিকে তাকাতেই সূর্যের প্রখর রেখা তার চোখে তীব্র আঘাত দিতে লাগল। অনেক বেলা হয়ে গেছে। আদুকে নিয়ে মোল্লার ধান কাটতে হবে। আজ মোল্লার টাকা দেবার কথা। আজ তাকে ধান কাটতে যেতেই হবে, নয়তো আদুকে পাঠাতে হবে। সে এদিকে ওদিকে চোখে তাকাতে লাগল। কোথাও আদুকে দেখতে পেল না। সোজা উঠান বরাবর সে হাঁটতে লাগল। উঠানের পূর্ব প্রান্তে এসে,  উত্তর দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। সব ব্যবস্থা হয়ে গেছে। ঈমাম হুজুর তাকে ডাকছে। 
বুকের না বলা সুপ্ত বেদনা যেন মেঘ গর্জনের মত প্রচন্ড গর্জনে তার সমস্ত শীর্ণ দেহ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করে দিল। ছোটবেলা থেকেই জহুরার সাথে বউ-জামাই আর পুতুল খেলা নিয়ে কত ঝগড়া হয়েছে। সে সব স্মৃতি স্মরণ করে এবার সে নিজের কান্না চেপে রাখতে পারল না। বিশ বছরের সংসার জীবন তার। জহুরার বাবার মৃত্যুর সময় জহুরাকে তার বাবা চান্দু মিয়ার হাতে তুলে দিয়ে যায়। চান্দু তখন মাছ ধরত নদীতে। ছোট বেলা থেকেই বউ-জামাই আর পুতুলের বিয়ে খেলতে খেলতে একদিন তারা সত্যিই বউ-জামাই হয়ে গেল। যতটুকু জমি-জমা ছিলÑতা দিয়ে কোনমতে চান্দুর সংসার চলত। ছোট বেলা থেকে চান্দু ছিল হেংলা-পাতলা। এ নিয়ে জহুরা প্রায়ই ঠাট্টা করত-- 
-- তুই আর মোটা অলিনা চান্দু। 
-- দেহিস, এই ধান কাডনের কাঁচি ধইরা কইতাছি, একদিন মোটা অমু। তুই তহন হিন্সায় মরবি। 
তারপর দুজনেই হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরত। স্বর্ণলতা জন্মের দু’একদিন আগে চান্দু জহুরাকে বলেছিল-
-- ঐ জহুরা কতো আমাগো মাইয়া না পোলা অইব।
 জহুরা হেসে বলেছিলÑ
-- ওমা! তোমার কি অইব। অইব সেন আমার, তুমি তো পোলা মানুষ--
--দূর! আমার কথা কইতাছিনি। তোর পেটের কথা কইতাছি। 
-- পোলা অইব-- 
খিলখিল হাসিতে চান্দু হেসেছিল সেদিন। বউয়ের গালে চুমো দিয়ে বলল, 
-- যাউক, টেহা-পয়সা লাগবে না। মাইয়া অইলে কত টেহা লাগে। 
--মাইয়াই অইব--
--কি কইলি? পেডের মধ্যে পাড়া দিয়া তরে কব্বরে পাডামু। 
     
 হলও তাই। ফি বছর একটি করে চারটি মেয়ে হল চান্দুর। দুইটি মেয়ে মারা গেল আবহমান বাংলার চিরাচরিত নিয়ম অনুসারে।  ছেলে পাওয়ার আশায় চান্দু বেকুল হয়ে উঠল। তার কত স্বপ্ন! ছেলেকে নিয়ে সে ধান কাটতে যাবে ভোগদিয়ার বিলে।  ছেলে ডুলা নিয়ে ডাঙায় বসে থাকবে, সে মাছ ধরবে। ছেলেকে নিয়ে মাছ ধরা তার বড় শখ। এমনি একটি স্বপ্ন জহুরার মৃত্যুর তিনদিন আগে জহুরাকে শুনিয়েছিল, ‘--জানস জহুরা, তরে আমি বকি। তয় মনে সুক পাইনা। তুই আমার লগে রাগ করছস। কর, রাগ কর। বেশি কইরা কর। আমি কি হুদাহুদি রাগ করিরে। একটা পোলার লিগা আমি কত স্বপ্ন দেহি! জানস কাইল রাইতে স্বপ্নে দেহি, আমগো একটা পোলা অইছে। কি সুন্দর! আমি অরে কোলে লইয়া ধান মাড়াইতাছি মোল্লাগো উডানে। তুই ঘোমটা দিয়া--।’ স্ত্রীর কোকানিতে সেদিনকার স্বপ্নের কথা চান্দু জহুরাকে আর বেশি শুনাতে পারেনি। তবে চান্দুর স্বপ্ন পূরণ হয়েছিল। জহুরা আর দেখতে পায়নি তার ছেলে নাকি মেয়ে হয়েছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত জহুরা কোনদিন চান্দুর উপর রেগে কথা বলেনি। স্বাস্থ্যবতী দেহটি  ক্রমেই চান্দুর মত শীর্ণ হয়ে আসছিল। ঈদের কোন এক বিকালে চান্দু জহুরার মুখের দিকে তাকিয়ে কিছু কথা বলতে গিয়ে থেমে গিয়েছিল। সেদিন সে বলতে চেয়েছিল--সে আবার বিয়ে করবে। জহুরা জানত, বুঝতে পারত স্বামীর মনের কথা। স্বর্ণলতাকে আদর করতে করতে জহুরা দুঃখের মাঝেও হেসে বলেছিল, --তোর যদি সোয়াধ হয় আরেকটা বিয়া...। চান্দু মরিচ দিয়া পান্তা ভাত খাচ্ছিল। হঠাৎ সে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। আদুকে ডাকতে ডাকতে সে কাঁচি নিয়ে মাঠে চলে গেল। 
সহজ-সরল আদুর আজ পাঁচ বৎসর হল চান্দুর সাথে কাজ করে। শিবচর তার বাড়ী। দুনিয়াতে তার কেউ নেই। বয়স তার আঠার। হালকা-পাতলা গড়ল। হালকা ফর্সা, নাকটা তীরের মত চোকা। চোখ দুটি স্বর্ণলতার ভাষায় ‘বিলাই চোখ’। অনেকে আদুকে আধা পাগলও বলে। আদু আর স্বর্ণলতার সম্পর্ক ছিল এ রকমঃ হয়তো আদু দৌড়ে গরু ঘর থেকে এসে বলল, ঐ স্বর্ণ, ভাত দে--
-- ভাত খাওন লাগবো না। বাজান না খাইয়া কামে গেছে। তুমিও যাও--
 জহুরা আদুকে ডেকে বসাল। 
-- স্বর্ণা, তুই আদুরে ভাত দে-- 
--বহ্ আদু ভাই। আমি ঠাট্টা কল্লাম। 
--আইজ তোর লিগা শাপলা ফুল আনুম না বিল থিকা। 
-- কও কি আদু ভাই! এই তোমার পা ধইরা কইলাম আর ঠাট্টা করুম না। 
   
   সবাই দাঁড়িয়ে আছে উঁচু ঢিবির উপর। খাটের উপর মৃতা জহুরাকে শোয়ায়ে সবাই খাটটিকে ধরে কাঁধে তুলল। তারপর ছয় বেয়ারার পালকি চলছে আল্লার নামে...। সবার মাথায় টুপি। স্বর্ণলতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ সে। আদুর ভীষণ জ্বর। সে কোনমতে বিছানা থেকে উঠে গরু দু’টিকে ঘাস দিয়ে তেঁতুল গাছের গোড়ায় বসে মাথাটা গাছের গোড়ায় হেলিয়ে দিল। আদুর অভ্যাস হল গান গাওয়া। যত সুখ অথবা দুঃখ তার থাকুক, সে গান গাইবে। জ্বরের ঘোরেও সে গান গাইবে। তার গান ক্ষেতের অন্য সব মজুররা খুব পছন্দ করে। কোথা থেকে যে এত গান শিখেছে, সেও জানে না। তেঁতুল গাছের গোড়ায় বসে পশ্চিম দিকে তাকিয়ে সে জহুরা চাচীর চিরযাত্রা দেখছে। তার কন্ঠ থেকে গান  বের হয়ে এল। সে গাইতে লাগল--‘আমারে সাজাইয়া দিও নওসার সাজন...।’ উঁচু ঢিবির উপর স্বর্ণলতা দাঁড়িয়ে ছিল। সে এক পা, দু’পা করে আদুর কাছে আসতে লাগল। নিজেকে আজ সে বড় অসহায় ভাবছে। আজ আদুর কাছে বসতে তার খুব ইচ্ছে করছে। তাকে আজ বড় আপন মনে হচ্ছে। কে বলে, আদু পাগল? আদু যে মনের কথা বলতে পারে। এ পৃথিবীতে তার মত কে তাকে এত আদর করে--কেউ না। প্রতিদিনের কত আব্দার সে পূরণ করার জন্য চেষ্টা করে। আজ মনে পড়ে, তাকে সে কত বকেছে কারনে-অকারনে। 
    
আদুর গান শেষ। সে কাঁদছে। স্বর্ণা আদুর চোখের জল নিজের আঁচল দিয়ে মুছে দিল। তারপর আদু ভাই বলে চিৎকার দিয়ে তার বুকে মাথা রেখে কাঁদতে লাগল। এ কান্নার শেষ নেই। এ কান্না আনন্দের। এ কান্না ভালোবাসার। আদু স্বর্ণার মাথা উঠিয়ে বলল, স্বর্ণা, ঐ দেক্, চাচী বেহেস্ত যাইতাছে...।      
  ১৮ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৯
১৮ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: Thanks
৫৮|  ১৩ ই মে, ২০১৪  রাত ১:১৭
১৩ ই মে, ২০১৪  রাত ১:১৭
দি সুফি বলেছেন: দারুন একটা পোষ্ট+++++
যদিও এইসকল মা দিবস-বাবা দিবস ইত্যাদি ইত্যাদির সরাসরি বিপক্ষে!
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৫
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ। 
৫৯|  ১৩ ই মে, ২০১৪  সকাল ৮:০২
১৩ ই মে, ২০১৪  সকাল ৮:০২
সুফিয়া বলেছেন: মা দিবস বলে কোন কথা নয়। মাকে ভালোবেসে মায়ের প্রতি সন্তানের হৃদয়ের শ্রদ্ধার্ঘ জানাতে এই পোস্টের জুড়ি নেই। অসম্ভব সুন্দর এবং ভালো একটি কাজ করেছেন। ধন্যবাদ দিয়ে যেমন আপনাকে ছোট করতে চাইনা তেমনি শুধুমাত্র মা দিবস উপলক্ষে আমাদের এই প্রচেষ্টা এমনটা ভেবে এই সুন্দর আয়োজনকে সীমাবদ্ধ করে ফেলতে চাইনা। 
'মা' এক অক্ষরের একটি শব্দ। অথচ পৃথিবীজুড়ে সর্বব্যাপী এর শান্তিময় অস্তিত্ব। সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল, সবচেয়ে প্রশান্তিময় ছায়া মায়ের আচলের ছায়া, স্নেহ-প্রেম-ভালোবাসার সবচেয়ে স্বার্থহীন উদাহরণ মা। যারা হারিয়েছি মাকে তারা বুঝি কতটুকু হারিয়েছি। কোন এক হাদীসে বোধহয় আছে যাদের মা নেই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশী দরিদ্র। 
সত্যিই তো আমি আজ সবচেয়ে বেশী দরিদ্র এই পৃথিবীতে। মা থাকতে বুঝিনি আমার সমস্ত প্রাচুর্যতার উৎস তিনি। মাকে হারিয়ে বুঝেছি কতটা নিঃস্ব হয়ে েগছি আমি। এমন নিঃস্বতা কোন সন্তানের জীবনে যেন না আসে এই দোয়া করি। অথচ এটাই চরম সত্যি এই অনাকাংখিত সময়টা সবাইকে মোকাবেলা করতে হবে। 
মা নেই। কিন্তু মায়ের জন্য আমাদের করণীয় কিন্থ শেষ হয়ে যায়নি। আসুন আমরা সবাই দোয়া করি পৃথিবীর সকল মা, জীবিত কিংবা মৃত ভালো থাকুক, আনন্দে থাকুক সন্তান সুখে। পৃথিবীর কোন সন্তান যেন কখনও মায়ের দুঃখের কারণ না হয়। মাকে ভালোবেসে, মাকে তার যোগ্য মর্যাদা দানের মাধ্যমে পৃথিবীতে স্বর্গসুখের আবাস গড়ে তোলায় আমরা সকলে ব্রতী হই এটাই হোক আপনার মহৎ প্রচেষ্টার অনিবার্য পরিণতি।
পরিশেষে আপনার এই বিরাট যজ্ঞে আমার একটা লেখা স্থান পেয়েছে দেখে অনেক ভালো লাগছে আমার। কিন্তু ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবনা । শুধু আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন আপনি নিরন্তর।
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মা নেই। কিন্তু মায়ের জন্য আমাদের করণীয় কিন্থ শেষ হয়ে যায়নি। আসুন আমরা সবাই দোয়া করি পৃথিবীর সকল মা, জীবিত কিংবা মৃত ভালো থাকুক, আনন্দে থাকুক সন্তান সুখে। পৃথিবীর কোন সন্তান যেন কখনও মায়ের দুঃখের কারণ না হয়। মাকে ভালোবেসে, মাকে তার যোগ্য মর্যাদা দানের মাধ্যমে পৃথিবীতে স্বর্গসুখের আবাস গড়ে তোলায় আমরা সকলে ব্রতী হই ...
মা হারানোর ব্যাথা যে না হারিয়েছে সে বুঝবে না। যাদের মা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। আর যারা হারিয়েছেন-তাদের জন্য সহানুভূতি- আর প্রার্থনা- রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা"...
আপনার অন্তরিকতা পূর্ন মন্তব্যের জন্যও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনিও ভালো থাকুন নিরন্তর।
৬০|  ১৩ ই মে, ২০১৪  রাত ১০:৪৫
১৩ ই মে, ২০১৪  রাত ১০:৪৫
পংবাড়ী বলেছেন: সংকলন দেখে ভয় পেলাম, এত লোক লিখেছে মা দিবসের উপর? ইমোশান!
  ১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৭
১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত আর কই!!!!! লাখো ব্লগারের মাঝে হাজারতো পার হয় নি।
আর মায়ের জন্য আবেগ- সেতো অবশ্য থাকা উচিত, একজন সু-সন্তানের! 
মায়ের দোয়ায় সফল হোক আপনার জীবন।
৬১|  ১৫ ই মে, ২০১৪  রাত ১১:২৮
১৫ ই মে, ২০১৪  রাত ১১:২৮
অপ্রতীয়মান বলেছেন: ভালো থাকুক মা'য়েরা, ভালোবাসায় থাকুক তাদের সন্তানেরা......
শুভ কামনা আপনার জন্যে। পোষ্টের জন্যে অবশ্যই +++++++++++
  ১৮ ই মে, ২০১৪  বিকাল ৩:৩৯
১৮ ই মে, ২০১৪  বিকাল ৩:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:  ভালো থাকুক মা'য়েরা, ভালোবাসায় থাকুক তাদের সন্তানেরা.....আমীন.
ধন্যবাদ। 
৬২|  ১০ ই মে, ২০১৫  সন্ধ্যা  ৭:০৮
১০ ই মে, ২০১৫  সন্ধ্যা  ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মা তোমায় সালাম।
চরণ চুমিলাম
হারায়ে বুঝিলাম
মা'কে হারালাম।।
মা, তুমি অন্তহীনকাল শ্রদ্ধা সম্মান আর চীর ভক্তির স্থানে ছিলে, আছো, থেকো অনন্ত কাল 
আবার এল মা দিবস! ১ টি বছর চলে গেল! এবার মা খুব রাগ করবে! কিছূই করিনি বলে! মাগো রাগ করোনা। তুমিতো জানো কি কঠিন জীবনের দুর্বিষহ স্রোতে ভাসছি আমরা!!! স্মরণে তোমার জায়গা কেউ নিতে পারবে না। ৭ জনমেও না!
ভাল থেকো মা!
  ০৮ ই মে, ২০১৬  বিকাল ৫:০৭
০৮ ই মে, ২০১৬  বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ ২ বছর পর আবার চোখ বুলালাম.. মা দিবসে...
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৬
১১ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৬
মামুন রশিদ বলেছেন: চমৎকার !
সকল মায়ের জন্য ভালোবাসা ।