|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দায়ী আওয়ামী লীগ নেতারা?
শিরোনামে বিডিনিউজ২৪.কম   একটি জরিপ চালায়। বিকাল ৬টা৩০ মি. পর্যন্ত সময়ে স্ক্রীনশ্ট যুক্ত। 
সেখানে মূল অংশে লিখা হয়....
১৫ অগাস্টের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে শেখ হাসিনার বক্তব্যের পাল্টায় খোন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু সরকারের মন্ত্রীদের যোগ দেয়ার দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতারাই এই হত্যাকাণ্ডে জড়িত। সর্বোচ্চ আদালতে মীমাংসা হওয়ার পর এই বিষয়ে তার এই যুক্তি কি আপনি যথার্থ মনে করেন?
    হ্যাঁ - 60%
     
    না - 40%
     
মোট ভোট সংখ্যাঃ 2163 
এখন, প্রধানমন্ত্রীর বক্তব্যের বিপরীতেতো ৬০ ভাগ জনমত। সর্বোচ্চ্ আদালতে মীমাংসার বিপরীতেওতো ৬০ ভাগ জনমত। এখণ কি প্রধামন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করবেন? নাকি আদালত রায় পূর্নবিবেচনার জন্য আবার বিচার করবেন!!!!
আসলে আমাদের লাগামছাড়া দলীয় এবং ব্যাক্তিস্বার্থিক বিবৃতিবাজি বন্ধ করতে হবে। নি্লে সেদিন দূরে নয়- তাদের কথা শোনার জণ্য মাইকম্যান আর মাদুর ওলা, চাটুকার ছাড়া কাউকেই পাওয়া যাবেনা।
সত্যকে সত্য বলে মেনে নিলে সকল দলের জন্যই লাভ। শুধূ আবেগ আর চাপাদিয়ে রাজনীতির দিন শেষ হয়েই এলো .. নয়কি?
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:২৯
০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কি বলার আছে !!!!! 
২|  ০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৫
০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন: 
অনলাইন ভোটিং একটা ফালতু জিনিস, একজন ইচ্ছা করলে অনেক ভোট দিতে পারে।
বাশেরকেল্লার ছাগুদের একেকজনের শতাধিক আইডি।
মিনিটে মিনিটে আইপি চেঞ্জ করে এরা হাজার হাজার ভোট দিতে পারে।
  ০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৩২
০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন।
বিডিনিউজের মতো ডাইহার্টেড আওয়ামী ঘরানার অনলাইনের জরিপকে ফালতু বানাই দিলেন???
পারেনও বটে। ৫ জানু: উপস্থিতি নাইরে ৪০% বানায় দেখাইলেন..আর এখানে ভোটিং জালিয়াতি থাকলে চ্যালঞ্জ করেন বিডিনিউজকে। ভোটিং সিস্টেম চেত করুক।
জনমতকে এত ভয় পান বলেই কি গায়ের জোরে অনির্বাচিত পন্থায় ক্ষমতায় থাকার বাড়াবাড়ি!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কি জানি বাপু!!!!!!!!!
৩|  ০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
দূর আকাশের নীল তারা বলেছেন: যা বলার হাসান কালবৈশাখী বলে দিয়েছে।
  ০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার যা উত্তর তা আপনার জন্যও 
৪|  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ৮:০৮
০৪ ঠা জুন, ২০১৪  রাত ৮:০৮
ঢাকাবাসী বলেছেন: তিনি যা খুশি বলবেন! সবাই চুপচাপ শোনেন!
  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ৮:৩২
০৪ ঠা জুন, ২০১৪  রাত ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রীর দেশে এর বাইরে কিছূ করার আছে!!!!
৫|  ০৫ ই জুন, ২০১৪  রাত ১২:৪৮
০৫ ই জুন, ২০১৪  রাত ১২:৪৮
একজন ঘূণপোকা বলেছেন:   
   
   
   
   
 
  ০৫ ই জুন, ২০১৪  বিকাল ৫:০৯
০৫ ই জুন, ২০১৪  বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর বইলেন না!!!!!!!!!!!!!!
নাজ নজ্জা সব খুইয়ে পথের মাঝৈ বসেচে!!!!!! নিজে চোখ বন্ধ করলেও বিপদ! খুিল রাখলেও বিপদ!!!!  )
)  )
)
৬|  ০৫ ই জুন, ২০১৪  রাত ৮:১২
০৫ ই জুন, ২০১৪  রাত ৮:১২
সামুস কিং বলেছেন: 
২ নম্বর মন্তব্যের প্রতি উত্তরটা ভালো ছিলো 
  ০৬ ই জুন, ২০১৪  রাত ৮:৩১
০৬ ই জুন, ২০১৪  রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাতে কি তাদের কুছূ আসে যায়!!!!
শুনেননি গাজার নৌকা নাকি পাহাড়া বেয়ে যায়!!!
তাদের কু-যুক্তি, দলান্ধতা, ইয়েলো চেতনা, সবই ঐ ক্যাটাগরির!!!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:২৮
০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:২৮
মদন বলেছেন: প্রধানমন্ত্রী জীবনে আদালতের তোয়াক্কা করেছেন? উনার দরকার মতো আদালতকে চালিত করেছেন।