|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজাদের তোপে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে মাত্র ১০৫ রানে অলআউট করেছে বাংলাদেশ।
১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা স্বাগতিক জয়ের জন্য লক্ষ্য ১০৬ রান। চলতি বছরে এখন পর্যন্ত টানা আট ম্যাচ হারা বাংলাদেশকে ছোট লক্ষ্য এনে দেয়ার কৃতিত্ব অভিষেকে দেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেয়া তাসকিনের।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২৫ ওভার ৩ বলে অলআউট হয়ে যায় ভারত। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম এতো কম ওভারে অলআউট হল দলটি।
বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ডও গড়লো তারা। বাংলাদেশের বিপক্ষে তাদের আগের সর্বনিম্ন রান ছিল ১৯১। ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অব স্পেনে এই রান করেছিল তারা।
গ্রেট জব টাইগারস!!!!!!!!!!!!!!!
ক্যারি অন!!!
সিরিজ বিজয়ে থামুক এই বিজয় রথ। 
সূত্র:http://bangla.bdnews24.com/cricket/article804966.bdnews
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৪
১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখ পারফর্ম নিয়মিত করলেই হলো .. এটাই কথা।
আমাদের ঝলসে উটে নিভে যাবার ইতিহাস বেশি!!!!
ধন্যবাদ।
২|  ১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৭
১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৭
ঢাকাবাসী বলেছেন: এরকম তাসকিন আনাচে কানাচে হয়ত আরো অনেক আছে শুধু ঐ তানিম নামক গর্দভ ভাতিজাদের জন্য ঐ ব্রিলিয়ান্টরা চান্স পায়না। বাংলাদেশ জিতবেই।
  ১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:২৬
১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সিলেকশনে আত্মীয়তা, রাজনীতি, স্বজনপ্রীতি বাদ দিলে বাংলাদেশ আরও অনেক ভাল করত!!!
এই রাহুচক্র থেকে মুক্তি পাবে কি বাংলাদেশ ক্রিকেট ?????
৩|  ১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আজকে টাইগাররা জিতবে। এটাই আশা করছি।
  ১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৬
১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশাতো ডুবে যাচ্ছে ভাইজান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
একি ! একি করছে তারা?????????!!!!!!!!!!!!!!
৪|  ১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫২
১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫২
প্রবাসী পাঠক বলেছেন: ১০৬ রানের টার্গেট এখন ৬০১ রানের মত মনে হচ্ছে। অলরেডি আমাদের ৮ জন আউট।   
   
   
 
  ১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৯
১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখা যাচ্ছে!!!!!!!!!!!!!!!!
এভাবে আত্মঘাতি খেলার কি মানে???? যেখানে বলের বণ্যা সেখানে টুকে টুকে রানি নিয়েওতো অনায়াসে জেতা যেত!!!!!!!!!!!!!!!
কি যে করে না!!!!!!!!!!!!
৫|  ১৭ ই জুন, ২০১৪  রাত ৮:০২
১৭ ই জুন, ২০১৪  রাত ৮:০২
ইসপাত কঠিন বলেছেন: আল্লাহর দোহাই লাগে। ওগোরে আর টাইগার কইয়েন না। আমাগো বিলাই এর চাইতে কামের।
বিলাইয়ের চাইতে অধম হইলেও আজীবন ওগোরেই সাপোর্ট দিয়া যামু।
  ১৭ ই জুন, ২০১৪  রাত ৮:০৯
১৭ ই জুন, ২০১৪  রাত ৮:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখে শুনে তাইতো মনে হচ্ছে!!!!!!!!!!!!!!
কি দু:খজনক!!!!
১০৬ করতে না পারা!!!ক্ষমার অযোগ্য!! কোন অজুহাত চলেনা যেখানে!!
এই আত্মহত্যার পিছনে জুয়ার হাত নেইতো!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৬|  ১৭ ই জুন, ২০১৪  রাত ৮:০২
১৭ ই জুন, ২০১৪  রাত ৮:০২
প্রবাসী পাঠক বলেছেন: সম্ভবত বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার জন্য দ্রুত আউট হয়ে যাচ্ছে। নবম উইকেটের পতন।   
   
   
 
  ১৭ ই জুন, ২০১৪  রাত ৮:১৩
১৭ ই জুন, ২০১৪  রাত ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মনটাযে কি চাইতাছে?????????????????????
গ্রেট জব বাংলার বিলুই!!!!!!!!!!
মহল্লার কোন টিমও মনে হয় এরচে ভাল করতে পারত! অন্তত ৩০-৩৫ ওভার টিকে থাকতে পারত মিনিমাম!!!
এদের কি কো অনুভূতি নেই????
নাকি বাপের তালুক মনে কইরা খেলে.. ভাল করলেও আছি না করলেও আছি!!
পারফর্মেন্সের উপর দল থেকে ছাটাই করা হোক। বেতন কাটা হোক। সুযোগ সুবিধা নিয়ন্ত্রন করা হোক।
নইলে এইরকম লজ্জ্বা আরও পেতে হবে দেশকে!!!!!!!!!!!!!!!!!!!
৭|  ১৮ ই জুন, ২০১৪  রাত ৯:৩৪
১৮ ই জুন, ২০১৪  রাত ৯:৩৪
একজন ঘূণপোকা বলেছেন: 
টাইগারদের থাপ্পড়ান দরকার   
   
   
 
  ১৯ শে জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:০২
১৯ শে জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ব্যর্থতার কোন কৈফিয়ত চলে না। ক্যাপ্টেন আবার জতির কাছে ক্ষমা চায়!!!!
ক্ষমা নাই.. পদত্যাগ করো।
এবং দল নির্বাচনকে আরও গণতান্ত্রিক এবং সফল করতে এতে সাধারন ক্রিকেট বোদ্ধাদের সংযুক্ত করা হোক। সাথে থাকুক দর্শকের এসএএমএস অপশন!!!
নির্বাচক তালীকা থেকে দর্শক ভোটে সর্বোচ্চ ভোট পাওয়া ক্রিটাকার নিয়ে হোক দল।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:০৮
১৭ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তাসকিন আহমেদ!!!!
অভিষেকেই কি অসাধারণ বল করল ছেলেটা। এখন পারফর্ম নিয়মিত করলেই হলো। আশা করি তাসকিন মাশরাফিকেও ছাড়িয়ে যাবে।