নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

‘৫ দিন ধরে অভুক্ত খালেদা জিয়া’ !!!!! এইকি সংবিধান রক্ষা!!!! নাকি প্রতিহিংসার নগ্ন প্রকাশ!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ দিন ধরে অভুক্ত রয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। আজ রোববার দলের কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুপুরে কার্যালয়ে খাবার নিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এর প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন সেলিমা রহমান। এসময় তিনি আরও বলেন, স্টাফদের অভুক্ত রেখে খাবার খান না খালেদা জিয়া।



গত পাঁচ দিন ধরে পুলিশ কার্যালয়ে খাবার ঢুকতে দিচ্ছে না।



পুলিশকে উদ্দেশ করে সেলিমা রহমান বলেন, কার নির্দেশে কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়া হচ্ছে জানতে চাই? কারাগারে ফাঁসির আসামিকেও খাবার দেয়া হয়

সরকারের মন্ত্রী এমপিরা চেয়ারপারসনের কার্যালয়ের খাবার প্রবেশের ব্যাপারে মিথ্যাচার করছেন বলে তিনি অভিযোগ করেন।



এর আগে দুপুর আড়াইটার দিকে ৩০ প্যাকেট খাবার নিয়ে কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তা ফেরত পাঠায়।



খাবার ফেরত পাঠানোর বিষয়ে পুলিশের কাছে সাংবাদিকরা জানতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান- ওপরের নিদের্শ আছে ঊর্ধ্বতন অফিসাররা জানেন কেন খাবার দেয়া যাবে না।



হিরক রাজার দেশের সিনেমা দেখে ভাবতাম- যাহ এমন বুঝী কখনো হয়??? এ কেবলই পরিচালকের বা রাইটারের কল্পনা।

আজ যে কল্পনাকেও হার মানিয়ে দেয়া বাস্তবতা চোখের সামনে দেখতে পাচ্ছি!!!



যুদ্ধাবস্থায়ও যুদ্ধবন্দিকেও খাবার দেয়ার মিনিমাম মানবাধিকার টুকু রক্ষিত হয়!



আজ একি অবস্থা!



যারা মানবতার জন্য মায়াকান্না করে- গণতন্ত্রের লাশ ট্রাকে নিয়ে পুরা ঢাকা ঘুরে বেরিয়েছেন- আজ তাদের মানবতা কই? সাথে ব্যানার ছিল মানবতা আগে গণতন্ত্র পরে!!!!!

তবে আজ ৫ দিন ধরে একটি স্থানে কেন বারবার খাবার ফিরিয়ে দেয়া হচ্ছে???



একি আত্মঘাতি খেলার চর্চা করছেন? চিরদিন কারো সমান যায়না।

অনাগত দিনে যে এই চর্চা বুমেরাং হয়ে ফিরে যাবেনা তার নিশ্চয়তা কোথায়? তবে কেন এই নোংরা চর্চা!!!



একি তবে- ভাতে মারব পানিতে মারব বলে বঙ্গবন্ধু পাকিদের মারার যেই হুমকি দিয়েছিলেন তারই বাংলা ভার্সনের অপপ্রয়োগ!!!!???



মুক্তিযুদ্ধের ঘোষক, জেডফোর্ষের অধীনায়ক, একজন প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, রাষ্ট্রের ভিভিআইপির অন্যতম একজন বিশিষ্ট নাগরিকের প্রতি একি সর্বনাশা প্রতিহিংসার খেলায় মেতেছে আওয়ামীলীগ।



সাধারন নাগরিকের মনে আতংক তখন আপনাতেই ছড়িয়ে পড়ে- খালেদা জিয়ারে এইরাম করতেছে আমাগে কি করবে????



যেই সংবিধানের দোহাই দিয়ে ৫ জানয়ারী প্রহসনের নির্বাচন সেই সংবিধানেই একজন নাগরিকের মৌলিকতম অধিকার তার খাদ্য! সেই খাদ্য সরবরাহ বন্ধ করতে গিয়ে কি সংবিধান লংঘন হয়নি!





একি নিষ্ঠুর প্রতিহংসার খেলা????



এই ধারার শেষ কোথায়???? সমাধান কোথায়???????









আপডেট: খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এলে কার্যালয়ের সামনে থেকে কণ্ঠশিল্পী বেবী নাজনীন আটক ...



সাড়ে ৭টায় খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে কার্যালয়ের সামনে যান তিনি। কিন্তু দীর্ঘ ৩০ মিনিটের বেশি সময় অপেক্ষা করেও খাবার নিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ। এ সময় তিনি পুলিশের কাছে অনুনয়-বিনয় করে বেবী নাজনীন বলেন, আমি রাজনৈতিক কারণে আসিনি। বিদেশে ছিলাম। আমার মা (খালেদা জিয়া) অভুক্ত আছেন শুনে একটু স্যুপ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। পরে রাত ৭টা ৫৫ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে আসা মহিলা পুলিশ সদস্যরা বেবী নাজনীনকে টেনে তাদের গাড়িতে তুলে নেন।



পরে- পৌনে এক ঘন্টা পর থানা থেকে তাকে মুক্তি দেয়া হয়।

স্বেচ্ছাচার আর স্বৈরাচারিতায় বাংলার ইতিহাসে নজিরবিহীন রেকর্ড গড়ছে সরকার!!!





মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২

এ কে এম রেজাউল করিম বলেছেন:
যে খালেদা মিথ্যা জন্মদিন পালন করতে পারে তার পাঁচ দিন ধরে না খাওয়া ও ভন্ডামি ও মিথ্যা ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন মন্দ.. তো আপনি তারচে বেশি মন্দ!! বাহ! বেশ চেতনাতো!

প্রতিহংসার এই ধারা তবে চলতেই থাকুক!!!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


বিলিওনিয়ার খালেদা জিয়া না খেয়ে আছে শুনে ভালো লাগছে; পথ শিশুরা না খেয়ে থাকে শুনেছিলাম; এখন দেখছি দেশের বিলিওনিয়ারও খাবার পাচ্ছে না; চলুক, খাওয়ার বন্ধ থাকুক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানসিক সিজোফ্রেনিয়া মনে হয় ছোঁয়াচে!!

সবাইকে একই রকম ভাবাচ্ছে! বিকৃত, অসুস্থ, প্রতিহিংসা পরায়নতায়!!!

স্বেরাচারিতার প্রতিবাদ না করে, অনির্বাচিত অগণতান্ত্রকি অত্যাচারের প্রতিবাদ না করে প্রতিক্রিয়া নিয়ে লাফাচ্ছে সবাই - যাও আবার প্রমানীত নয়!

চলুক তবে জংগল আইনের পথে দেশ!

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সরকারের এমন নিষ্ঠুর আচরনের কোন ব্যাখা নেই।
এই ধারার শেষ কোথায়???? সমাধান কোথায়???????

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেবলই অনিশ্চয়তা আর ধৌয়াশা চারিদিকে!

ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

অপলক বলেছেন: খালেদা জিয়া তো রোজাই রাখেন না। উনি আবার না খেয়ে থাকেন কেমনে? পত্রিকায় তো দেখলাম, কার্যালয়ে ধুমায়া রান্না হচ্ছে সারাদিন।

ভাই রে ভাই... ৮৩ জন মায়ের বুক খালি করছে আগুনে পুড়িয়ে, মাত্র ৩৩দিনে, সেই মা বোন ভাবিরা তো শোকে পাথর হয়ে কবেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তার খবর কি নিয়েছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐগুলি খালেদা জিয়া করছে প্রমাণ আছে? এর আগেওতো বিদ্যুত আর খাম্বা গল্পে ২০ হাজার কোটি টাকা লুটপাটের গসিপ ছড়াইছিলেন- পরে দেখা গেল ঐ খাতে বাজেটে বরাদ্ধই ছিল ১৬ হাজার কোটি টাকা!!!

রাজনৈতিক কর্মকান্ডে হত-নিহত থাকেই। যদিও তা দু:খজনক। অনাকাঙ্খিত! কিন্তু এই অবস্থানে আসার দায় কার?

৯৬র পর ১৭৩ দিন হরতাল দিয়ে প্রায় ১৭ হাজার কোটি টাকার ক্ষতি করে যে তত্বাবধায়ক বিল পাস হল- তাকে কেন ব্যক্তি ইচ্ছায় (আওয়ামী উপদেষ্টা মন্ডলীও এই বিল বাদের বিরোধীতা করেছিল- ঐ সময়ের পত্রিকা খুলে দেখুন) তা বাদ করা হয়। সমস্ত দায় তার!

তারপর সংবিধান রক্ষায় দোহাই দিয়ে ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচন যার আগে বারবার ওয়াদা ছিল এটা কেবলই আনুষ্ঠানিকতার নির্বচান হবে পরে আবার স্বাভাবিক নির্ভাচন হবে- তা ভূলে গিয়ে বিরোধীদলকে নিশ্চিহ্ন করার দায় কার?
৮৩ জনের হত্যা হথ্যা.. বিএনপির নেতা কর্শীদের যে ক্রশফায়ারের নামে অবাধৈ হথ্যা করা হচ্ছে তার কি হবে?
ইলিয়াস আলীর মতো বড় মাপের নেতা গুম কেন?
ভারতের সাথে ভারসাম্যহীন কূটনৈতিক বানিজ্যিক রাজনৈতিক ঝুকে পরা কেন?
হলমার্ক, শেয়ার বাজার, সহ দেশকে লুটেপুটে নেয়া সত্য ত্য প্রচারে বাধা কেন?
মিডিয়ার উপর শতভাগ নিয়ন্ত্রন কেন?
বিরোধীদলকে নিরীহ মানব বন্ধনেও দাড়াতে না দিয়ে তাদের মৌলিক সাংবিধানিক অধিকার খর্ব করেছে কে?

দেশের স্বৈরচারকে মেনে নেবার মানসিকতা থাকলে আপনি অসুস্থ!

আর বাকী খবরতো আপনার কাছে তখন অর্থহীন হবেই।

আগে সুস্থ হোন।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

ডিজ৪০৩ বলেছেন: পাঁচদিন না খেয়ে কীভাবে সুস্ত থাকেন , যদি সম্ভব হয় তাহলে এটা আমাদেরও কাজে লাগবে । আমরা আরও খাদ্য রপ্তানি করতে পারব।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের বিশ্বাস এবং বিবেকের দৈন্যতাই প্রকাশ পায় শুধু!!!!

অবশ্য আপনাদের মন্ত্রীরাই যেখানে জাতিকে না খেয়ে থাকতে পরামর্শ দেয়-

বলে বাঙালী বেশী খায় বলেই নাকি দ্রব্যমূল্যরে দাম বাড়ে..

অর্বচানিের অভিব্যাক্তিতে আর কি বলার থাকতে পারে!!!!!!!!!!!!!!!!!!!!

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

মিতক্ষরা বলেছেন: স্বাভাবিক সময়ে এই নিউজটি দেখলে হয়ত অন্যভাবে চিন্তা করতাম। না ভাই, এই নুহুর্তে কয়লা হয়ে পুড়ে যাওয়া মানুষের আর্তনাদ আরো অনেক বেশী করুন হয়ে বুকে বাজছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই।
অস্বাভাবিকতা কি আজই চোখে পড়ল?

দেশকি এভাবে চলতে পারে?

বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কার্যক্রম কি আপনর চোখে পড়েনি!

একজন ৩ বারের প্রধানমন্ত্রীকে ঘর থেকে বের হতে না দেয়া কি সুস্থ স্বাভাবিক ব্যবহার?
তারে লক্ষ করে পেপার স্প্রে করা কি কোন সুস্থ বিবেবকবান মানুষের কাজ?

ক্রিয়ার দিকে আঙুল না তুলে সকলেই প্রতিক্রিয়া নিয়ে চিৎকার করছেন!!!

কেউ একবারও বলছেনা রাজা তুই ণ্যাংটো!

কেউ বলছে না এটা অস্বাভাবিক, এটা অন্যায়, এটা জুলুম।

মজলুমের চিৎকারে বরচে- দেখছো কত খারাপ! কেমন জোরে চিকাকুর দিয়া শব্দ দূষন ঘটাচ্ছে!!!!- এইতো আমাদের কথিত সুশীলতা!!!!!
ধিক!

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: লাল পানি চালু আছে নিশ্চয়।

হেয়ার ড্রেসার তোঁ সাথে ছিলই ।

আর কি চাই?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাকি আমাদের জাতীয় দৈন্যতা নাকি????


আপনিতো অনেক জানা মানুষ। এটলিষ্ট মিনিমাম নাগরিক অধিকার খর্ব করার পরও কি তা জোর গলায় বলার সাহসটুকু হারিয়ে ফেলেছেন।

কথায় কথা আমরা ১ম বিশ্বের তুলনা দিই। অথচ আচরণে বর্বর জংলীর মতো প্রতিহিংসার পরও সবাই যেন পিঠ বাঁচাতে - তাবেদারী তোষামুদি আর সুশীলতার নামে মিথ্যাচারকে রং চড়িয়ে সত্য ঢাকায় ব্যাস্ত!

প্রতিদিনের খবরের পাতায় দেখছেন না- খাবার, পানি বিদ্যুত, টেলিফোন সংযোগ কিভাবে বিচ্ছিন্ন হয়েছে ফিরে যাচ্ছে!

আপনার কি এসবই স্বাভাবিক রাজনৈতিক আচরণ বলে মনে হয়।!!??

হলে আর কোন কথা নেই। আর না হলে- সত্যটাকে সত্যের মতো করেই বলুন। বিবেকের কাছে দায়মুক্ত থাকুন।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



"লেখক বলেছেন: মানসিক সিজোফ্রেনিয়া মনে হয় ছোঁয়াচে!! "

-সিজোফ্রেনিয়া ছোঁয়াচে নয়।

৩১ বছর ডাকাতী করে মহিলা বিলিওনিয়ার হয়েছে; তার দরকার, যা চুরি করেছে তা রক্ষা করা; সেটাই সে করছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অসুস্থতার ভার আপনিই বহন করুন।

রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ আপনাদের কথায়। ব্যাক্তি আক্রমন, চরিত্র বিচার, নোংরামো করা সবই আপনাদের যুক্তি এবং নীতি সতততার শূণ্যতাকেই প্রকাশ করছে।

আজ জংগী এবং সাথে ইসলামকে জড়িয়ে যে ভয়ংকর খেলা শুরু করছেন- তা হলো ইরাকে তথাকথিত বিদ্রোহী গ্রপদের মতো.. যারা আমেরিকায় বসে বসে ইরাককে জংগী বানিয়েছে-
পরিণতি!?

আজ ইরাক ধ্বংসস্তুপ!

খালেদা বা জাতীয়তাবাদকে ঠেকাতে গিয়ে আপনারা যে ভয়ংকর কথাগুলে অবলীলায় বলছেন তার খেসারত আপনার পরবর্তী প্রজন্মকেই বইতে হবে।

দেশকে ভালবাসুন। সত্যকে ভালবাসুন।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

এই আমি সেই আমি বলেছেন: কাউকে না খেয়ে থাকতে বাধ্য করা সমর্থন যোগ্য নয়। কিন্তু যার একটি ঘোষণার কারণে ৮৩ জন মানুষ মারা গেল , অগণিত মানুস আগুনে পুড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে ৫ দিন না খেয়ে থাকায় কষ্ট পাচ্ছে , এটা কিছুই নয় তার আরও বেশি বেশি শাস্তি পাওয়া উচিত ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল কথা!

তবে যার ঘোষনার কারণে ১৭৩ দিনের হরতাল আর অবরোধ পেরিয়ে, ১৭ হাজার কোটি টাকার ক্ষতি সয়ে তত্বাবধায়ক বিল বাতিল হল তার কি হবে?

বিরোধীদলকে প্রকাশ্যে হত্যার ঘোষনার দাত্রীর কি হওয়া উচিত?

অপ্রমানীত অভিযোগ আরোপ করলেন অথচ প্রমাণীত একটার বদলে দশটা লাশ ফেলার আদেশদাতার বিষয়েতো কিছু বলেন নি!

বিরোধীদলের মৌলিক মানবিক, সাংবিধানিক অধিকার যখন দিেনর পর দিন বছরের পর বছর লুন্ঠিত হয়েছে- তখনতো নিরব দর্শক হয়ে ছিলেন! ছিলেন নাকি??

গতবারের ১১৩জনকে কে হত্যা করাল? মতিঝিলে ঘটনা, বিডিআরের ঘটনা সব কিছূকি কেবলই প্রেসরিলিজের সত্যেই বিচার করেন???

তবে তাই হোক। সভ্যতা মুছে গিয়ে জংলী আইনে যেভাবে চলছে দেশ সেভাবেই চলুক...
মেরেকেটে যে জিতবে সেই টিকবে! তাই কি?

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারছি না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশ্য এখন বিশ্বাও যখন দলীয় বৃত্তাবদ্ধে আবদ্ধ তখন নিশ্চিত হওয়া আসলেই কঠিন।

যাক

নিশ্চিত হলে আমাদের শেয়ার করবেন প্লিজ।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

বেদুইন জাহিদ বলেছেন: আওয়ামীদের কাছে আর কতো ভালো ব্যবহার আশা করেন???

এরা বালুর ট্রাকের গণতন্ত্রে বিশ্বাসী!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়কর!

এরা কি মানুষ?

কোন সভ্য মানুষ রাজনিতিবিদের পক্ষে ভাবা যায় - আরেক জনেরকে াবরুদ্ধ করতে তার বাসার সামনে ইট-বালুর ট্রাক দাড় করিয়ে রাখা!

অথচ সুমীলদের দেখুন স্পিকটি নট!!!!! কি অবিমৃশ্যকারীতা বিবেকের সাথে। ছিঃ

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

সাদী ফেরদৌস বলেছেন: পাঁচ দিন না খেয়ে বেঁচে আছেন কিভাবে সেটাও একটা রহস্য , জয় বাবা খালেদা নাথ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় চেতনা! জয় দলান্ধতা!

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

যোগী বলেছেন:
শুনলাম যে খালেদার খাবার ঠিকি দেয়া হচ্ছে, কিন্তু খালেদা যে প্রতি রাতে শোবার সময় এক গ্লাস করে ওয়াইন খায় সে টা ভেতরে যেতে দেয়া হচ্ছে না।

ঠিকিতো আছে ওয়াইন খালেদা জিয়ার শরিরের জন্য এখন খুবই খারাপ, দুই দিন আগে যার ছেলে মারা গেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজনৈতিক দৈন্যতাকে আর দৈন্য করবেন না।

আপনাদের রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবরেরা মতো সাহস বা যুক্তি কিছূ নেই বলেই ব্যক্তি আক্রমন, নোংরামো নিয়ে ব্যাস্ত!

তার দাবী, তার মৌলিক গণতান্ত্রিক াধিকার খর্ব করে, অবরুদ্ধ করে রেখে আবার সংসদে মিথ্যাচার!!! উনি বেরুতে চাননা!!! শেইম ম্যান!

অবম্য এই দলই এর আগে মিছিলে খোকার মাথা ফাটার পর বলেছিল ওটা নাকি গরুর রক্ত মেখেছিল খোকা!

কি নোংরা চিন্তা ভাবনা।
কি হীন চেতনা বোধ বক্তব্য বিরোধী মতকে দমনের বাজে কৌশল!

মিথ্যা দিয়ে সাময়িক জয় পাওয়া যায়- স্থায়ী নয়।

কারবালায় দেখুন ইয়াজিদ জয়ী হয়েছীল বাহ্যত। আর ইমাম হোসেন শহীদ।
কিন্তু কালের কষ্টিতে দেখূন- ইয়াজিদ আজও ঘৃণিত!
আর হোসাইনের জন্য কোটি কোটি প্রাণ কাঁদে, স্মরণ করে শ্রদ্ধা ভক্তিতে।

সো আজকের াত্যাচার আর জুলুমকে যদি মনে করেন জিতে গেছি- তবে বোকার স্বর্গে বাস করছেণ্

চালান- নোংরামো আর প্র্রপাগান্ডা দিয়ে ব্যক্তি চরিত্র নিয়ে কারণ আপনার রাজনৈতিক ভাবে দেউলিয়া!

অনির্বাচিত, স্বৈরচার, ১৫৪ সিটে অনির্বাচিত প্রার্থী নিয়ে যারা খূশি হয়- তাদের সাধারন বোধ যে লোপ পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬

রঙতুলি বলেছেন: অবশ্যই প্রতিহিংসা
এই জাতের সারমেয় আল্লাহর দুনিয়ায় বিরল।
এদের পরিনতি ও বিরল হবে দেখবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃতির বিধানতো তাই বলে।

যেমন কর্ম তেমন ফল।

ধন্যবাদ ।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

রামন বলেছেন:
কি যাচ্ছে তাই শুরু করেছেন ম্যাডাম মাসের পর মাস ধরে!! একটি অফিসকে ব্যক্তিগত বাসস্থান বানিয়ে রেখেছেন৷ তার কি রাত্রি যাপনের কোন জায়গা নেই!? এসব বালখিল্যতা ও সস্তা ন্যাকামি করে জনগনকে বোকা বানানো যাবে না৷

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা ভাই মানলাম এসব বালখিল্যতা! ন্যাকামো!!

ভাই সুস্থ মাথায় বলেনতো বাড়ীর সামনে ট্রাক দিয়ে ব্যরিকেড দেয়া কোন সভ্যতা? সুস্থতা?

গেটে তালা দিয়ে - সংসদে দাড়িয়ে মিথ্যা বলা কোন চেতনা???

পেপার স্প্রে করা কোন খিল্যতা!

নিজের সন্তানের চোখে চোখ রেখে দেখুনতো সত্য বলত পারেন কিনা?

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: খালেদাকে খাবার দিতে গিয়ে ৬ মহিলা নেত্রী আটক

অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে খাবার দিতে গিয়ে আটক হয়েছেন মহিলা দলের ৬ নেত্রী। আজ বেলা ২টার দিকে কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- সাবেক এমপি লায়লা বেগম, নার্গিস আলী, মহিলা দলের নেত্রী নীলুফার ইয়াসমীন নীলু, রোকেয়া সুলতানা তামান্না ও ঝর্ণা বেগম।
জানা গেছে, বৃহস্পতিবার পৌনে বেলা ২টার আগে গুলশান ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের মোড়ে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে মহিলা দলের নেত্রীদের আটকায় পুলিশ। তারা পুলিশকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তারা কিছু খাবার নিয়ে এসেছেন। কার্যালয়ের ফটকে খাবার পৌঁছে দিয়েই তারা চলে যাবেন। কিন্তু পুলিশ এ সময় তাদের একটি গাড়িতে তুলে গুলশান থানায় নিয়ে যায়। !!!!!

আজকেও একই কান্ড!

অথচ কিছু মিডিয়া মিথ্যাচার করছে - খাবার নিতে নাকি কোন বাঁধা নেই!!!



২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বৈরাচারের প্রধান অস্ত্র মিথ্যাচার!

মিথ্যায় ভেসে গেল দেশ, সমাজ, রাষ্ট্র!!!!!!!!!!!!!!!!!!!!
পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যায় ইইউর প্রধান নিজে প্রমাণ সহ গেলেন মানবাধীকার কমিশনে!!!

তারপরও চেতনাবাজদের লজ্জ্বা নেই। ফরমালিন দেওয়া লজ্বা তাদের!

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

বেদুইন জাহিদ বলেছেন: লেখক ভাই, কি সংবাদ যে পোস্ট করলেন, পোস্ট পড়ে সকল চেতনাধারীদের চেতনাদন্ডে চুলকানী শুরু হয়ে গেছে :(( :(( :(( :(( :((


এই না হলে BAL কানা!! :P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই না হলে BAL কানা!! :P

যর্থাথ বলেছেন! :)

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


খাওয়া দাওয়া পাচ্ছেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাবেক সেনাকর্তাদের আনা খাবারও ফিরিয়ে দিল পুলিশ !!
http://www.bd-pratidin.com/last-page/2015/02/22/64318

হায় বিবেকহীন দল আর তার বিবেকহীন সমর্থক!!! শেইম ম্যান!


২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফিরে যাওয়ার সময় মেজর ওয়াহিদুন নবী (অব.) সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী না খেয়ে আছেন শুনে আমরা ব্যথিত হয়ে খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের খাবার নিয়ে প্রবেশ করতে দেয়নি। পরে খাবার খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধও রাখেনি পুলিশ। সাবেক প্রধানমন্ত্রীর খাবার বন্ধ রাখা মানবাধিকারের লঙ্ঘন। আমরা এর নিন্দা জানাই। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন মেজর ইফতেখার (অব.), স্কোয়াড্রন লিডার জামিল (অব.), কমান্ডার রেজা (অব.) প্রমুখ। - See more at: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.