নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে ব্লগার ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা !!!!!!!!!! একি নৃশংসতা!!

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০০

খবরটা পড়ে অব্দি স্তব্দ হয়ে বসে আছি!!!!!!!!!!!



একি অবস্থা! ভিন্নমত থাকতেই পারে। সহনশীলতা কোথায় নেমে গেছে!!!



কেউ কিছূ বিস্তারিত জানলে জানান। নিজে ব্লগিং করি ভাবতেই আতংকে শীরদাড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়!!!!!

সামুতে কি উনার কোন একাউন্ট আছে???



খবরটা শীর্ষ নিউজে দেখলাম।



রাজধানীতে ব্লগার ওয়াশিকুরকে কুপিয়ে হত্যাশীর্ষ নিউজ ডটকম, ঢাকা: রাজিব ও অভিজিতের পর এবার ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।



নিহত ব্লগার ওয়াশিকুর রহমানের বাবার নাম টিপু সুলতান বলে জানা গেছে।



সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।



তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই হুমায়ুন শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে আরিফ ও নিখিল নামে ২ জনকে আটক করেছে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই শাহিদা আক্তার।

খবরের সূত্র : http://www.sheershanewsbd.com/2015/03/30/74538



মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৪

দ্যা আহমেদ মামুন বলেছেন: দম ফুরাইলে ঠুশ।
নাই তবুও হুশ।
ফুশ ফুশ ফুশ

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেতো চিরন্তন!

কিন্তু এভাবে অপঘাতে মৃত্যু অনাকাংখিত ! নয়?

২| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৯

বিদগ্ধ বলেছেন:
প্রথম জানলাম। জানি না তিনি কোন ব্লগে লেখতেন, বা কী ছিল তার লেখার কনটেন্টস। তবু ঘৃণা ও প্রতিবাদ জানাই। আইন যেমন নিজের হাতে নেওয়া যায় না, অন্যের প্রাণ নেবার অধিকারও আমাদেরকে কেউ দেয় নি। পাশবিক!

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম পড়লাম আমিও। তাই বিস্তারিত জানতেই শৈয়ার দেয়া।

আইন যেমন নিজের হাতে নেওয়া যায় না, অন্যের প্রাণ নেবার অধিকারও আমাদেরকে কেউ দেয় নি- এটাই সত্য।



৩| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: কাউকে কুপিয়ে হত্যা করা হলেই তাকে ঢালাওভাবে ব্লগার বলা ঠিক নয়। আগে তার পরিচয় প্রকাশ হোক, সে ইসলাম বিরোধী কি কি লিখেছে, তা জানা যাক - তারপরে মৌলবাদীদের বিরুদ্ধে জেহাদে নামা যাবে।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: না বিষয়টা অত সললীকরণ সাংবাদিকরা করবেন বলে মনে হয় না।

আর ইসলাম বিরোধীতা কি একটা ফ্যাশন ট্র্যান্ড হয়ে গেছে নাকি!!!

মৌলবাদীদের বিরুদ্ধে জিহাদ সবসময়- তা মুসলিম হোক , হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রীষ্টান হোক! সব রকমের চরম পন্থাই অন্ধত্ব!

আল্লাহ রাসূল সা: সবসময় মধ্যম পন্থাকেই উত্তম বলেছেন।

৪| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫০

মুক্তকণ্ঠ বলেছেন: সম্ভবত এটা তাঁর ফেবু https://www.facebook.com/obishwashi

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
ঘুরে আসলাম।
উনার এক বন্ধুর কমেন্টস...
Asif Rejwan এটা কি হলো বাবু, এমনটা তো হবার কথা ছিল না , তোর পরামর্শে আমি আজ বাইরে সেইফ থাকার জন্য । আর আজ তুই নাই । আমি তোরে ক্ষমা করমু না , আমি আজকেই দেশে আসতেছি

তবে কি আগে থেকেই কোন বিষয়ে গোলমাল ছিল!

৫| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৪

আমি শুধুই পাঠক বলেছেন: ওনার সামু আইডি কুচ্ছিত হাসের ছানা।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আসল ঘটনা, কারণ জানার অপেক্ষায় রইলাম।

৬| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কোন অস্বাভাবিক মৃত্যুই কাম্য নয়।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত।

কারণ যাই হোক।

৭| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: ভাষা খুজে পাচ্ছিনা.......অনেক বার চেষ্টা করলাম কিছু লিখতে........কিন্তু সব ওলট পালট লাগছে..........।
ব্লগিং যে মানুষের মৃতু্যর কারন হতে পারে........সেটা বাংলাদেশ ছাড়া আন্য কাউরে বিশ্বাস করানো সম্ভব হবেনা.........। উনি তো আম্রিকার্র ও নাগরিক না......বাংলাদেশের সস্তা প্রানের মানুষ.........উনার জন্য এফবিআইও আসবে না.....কিংবা প্রধানমন্ত্রীও উনার বাবাকে ফোন দিবেনা...... X(( X((

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার ফেসবুকে কিছুক্ষন ভিজিট করলাম!

আসল কারণ যে কি পুলীশ প্রশাসন উদ্ধার করতে পারলেই জানা যাবে।

শুধূ ব্লগিংকে কারণ মনে করতে মন চায় না। শুধু মত প্রকাশের জন্য কি কেউ কাউকে প্রাণে মেরে ফেলতে পারে!!!!!!!!!!

সত্য কারণ উদঘাটিত হোক। অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

৮| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০১

টাক্কা বলেছেন: Click This Link
উনি কি আসলেই এই কুচ্ছিত হাঁসের ছানা ?? কনফিউশনে আছি কারণ এই কুচ্ছিত হাঁসের ছানা ব্লগারকে কোন লেখার জন্য জবাই হতে হল বুঝতে পারছি না।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফেইসবুকের লেখার ষ্টাইল আর এই ব্লগের ষ্টাইল ভিন্ন! কি জানি বাকীটা মডুরা কইতে পারবেন!

তবে ঘটনা দু:খজনক!

‘ব্লগ কি বুঝি না, আর তার লেখাও আমরা দেখিনি। হুজুরের পরামর্শ, সে ইসলামবিরোধী। তাকে হত্যা করা ঈমানি দায়িত্ব। আর সেই ঈমানি দায়িত্ব পালন করতে ওয়াশিকুরকে হত্যা করেছি’। গ্রফতারকৃত দুই বলদের স্বীকারোক্তি!
বোঝেন কি পরিমাণ ব্রেইন ওয়াশ করা হয়েছে!!!!!!!!!!!!!
হুকুম দাতাদের ধরলেই অনেক কিছূ বোঝা যাবে!

৯| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯

টাক্কা বলেছেন:

নাহ এই কুচ্ছিত হাঁসের ছানার আসল নাম রাশেদ তুহিন। এই পোস্টের ৩৮ নাম্বার কমেন্টে আছে।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক কস্ট করে সত্য উদঘাটনে ধন্যবাদ। কুচ্ছিত হাসের ছানার জন্য শুভকামনা!

তারা যদি যুদ্ধ ঘোষনা করে তবে না হয় বোঝা যেত- যুদ্ধ চলছে, অথবা তোমরা যদি তা করে থাক সেটা প্রত্যক্ষ ভাবে ঘোষনা কর আইএসের মতো!
এই চোরের মতো এসে কোপাকুপিতে কি ইসলামের মাহাত্ব্য বাড়ছে!?

না ইসলামকে সন্ত্রাসীর ধর্ম বানানোর আন্তর্জাতিক চক্রে না বুঝেই পা দিচ্ছ!!!!

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি পড়ে হাসব না কাদব ... ব্রেইন এমন ওয়াশ করেছে যে বলার বাইরে......
‘ব্লগ কি বুঝি না, ঈমানি দায়িত্বে হত্যা করেছি’
http://www.banglanews24.com/fullnews/bn/381126.html

১০| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: ব্লগারদের জীবন কি অনিশ্চয়তার মধ্যে

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরকমইতো মনে হচ্ছে!!

বাসা থেকে তো সেইরাম চাপ! লাগবেনা লেখালেখি করা। কি হয় ব্লগিং না করলে...
অবশেষে নাকের পানি চোখের পানি বাচ্চাদের দোহাই!!!

আসলে ব্লগিং আর ব্লগারকে ভুল উপস্থাপন করা হয়েছে। আর তারউপর তাতে ঘি ঢালছে তাদের একপেশে ধর্মবিরোধীতা!
মুক্তমন আর যুক্তি তক্ককে তারা রীতিমতো প্রশ্ন বিদ্ধ করে ফেলছে-স্রেফ একমূখীতা দিয়ে। যা নিতান্তই অপ্রয়োজনীয়। যার জন্য এভারেজ সকল ব্লগারই এখন সেই তকমায় ঢাকা!

আর কূপমন্ডুকদের কথা কি বলব! তারা না বোঝে ধর্ম! না বোঝে জ্ঞান! না বোঝে রাজনীতি!
মাঝে পড়ে ব্রেইনওয়াশ হয়ে অকালে জীবন নিচ্ছে- দিচ্ছে! !!!!

উভয়ের একে অন্যের প্রতি শ্রদ্ধা সহনশীলতা বাড়ানো উচিত।


১১| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনাদের বন্ধুরা ভালো না।

১২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি যে হচ্ছে দেশটাতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.