নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ভোট চাইতে গিয়ে হামলার কবলে খালেদা ! স্বৈরাচারের নগ্নতা! ২৮-এ কি ৫ জানুয়ারীর চেয়ে বড় প্রহসন হবে তবে?

২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

টানা তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার মুখে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর।

সোমবার বিকেল সাড়ে চারটার পর গুলশানের বাসা থেকে বেরিয়ে গুলশান ২, বনানী, মহাখালী ফার্মগেট হয়ে কারওয়ান বাজারে এলে খালেদার গাড়িবহর হামল‍ার শিকার হয়।

পেট্রোবাংলা ভবনের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ডাবের খোল ও ইট-পাটকেল ছুঁড়ে খালেদা জিয়ার ‍গাড়ি বহরের কয়েকটি গাড়ি ভেঙ্গে ফেলে। এ সময় কয়েকজন আহতও হন।

ধাওয়ার মুখে এফডিসির সামনের রাস্তা হয়ে মগবাজারের দিকে চলে যায় খালেদা জিয়ার গাড়িবহর।

হামলার শিকার হওয়ার আগে কারওয়ানবাজারে গাড়ি থেকে নেমে খালেদা জিয়া বলেন, আমরা ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য লড়ছি। আমাদের প্রার্থী তাবিথকে ভোট দিন। আমরা জিতলে সব গুন্ডামির জবাব দেওয়া হবে।

এই বক্তব্যের কিছুক্ষণ পরই খালেদা জিয়ার গাড়িবহর হামলার কবলে পড়ে।
সংবাদ সূত্র: Click This Link

গণতন্ত্রের মূল ভিত্ত ভিন্নমত। সেখানে কোন মতই সহ্য করা হচ্ছে না!!! রাজণৈতিক সভ্যতা ভব্যতা হারিয়েছে রং হেডেড সময় থেকেই ! এখনতো তাতে যেন মৌসুম চলছে! যার যা মূখে আসছে তাই বলছে। তা থেকে বাদ যাচ্ছে না- দেশি কেউতো বটেই এমনকি বিশ্বব্যাংক, জাতিসংঘ সহ সকলেই এ আক্রমনের স্বীকার। তাতে দেশের সম্মানের বাড়লো না কমলো তাও দেখার ভাবার কেউ নেই!!!
সেই মৌখিক আক্রমন এখন সত্যিকারের আক্রমনে রুপ নিয়েছে!
একটা জাতি ধ্ভংসে বা গৃহযুদ্ধের পূর্বাবস্থায় নেয়ার লক্ষনগুলো যেন ক্রমশ ফুটে উঠছে!
সরকার কি তবে চাইছে তাই হোক। তাদের ভাষায় যদি বিএনপি জবাব দিতে শুরু করে বা আক্রমনের জবাবে পাল্টা আক্রমন শুরু হয় তা কি কল্যানকর হবে???

এই চরমপন্থার পথে সরকার কেন হাটছে?

অনির্বাচিত তাদের ভাস্য মতে সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে যে সাজানো প্রহসনের নির্বাচন ৫ জানুয়ারী হয়েছে- অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ২৮ তারিখ তারচে বড় কোন নাটক অপেক্ষা করছে!
বিস্ময়কর বিষয়গুলো আমহনতার আড়ালেই ঘটছে! পোলিং কর্মকর্তা পদে ঝাড়ুদার, পাহারাদার, পিয়ন নিয়োগ দিতে গত ৪৩ বছরে কেউ দেখেছেন?

অথচ এবার নির্বাচন কমিশন তাই করেছে! উল্টো নিয়োগপ্রাপ্তরা বিবেকের তাড়নায় আমরা এই পদে কাজ করতে অক্ষম বলে প্রত্যাহার পত্র দওয়ায় তা সংবাদ হয়েছে তাও সীমিত পরিসরে!

আর সব শেষে আজকের সরাসরি হামলা! এটাকি তিনি পদাধিকারী বলে প্রচারণায় নামতে পারছেন না! অথচ খালেদা জিয়া অবলীলায় সেই সুযোগ ভোগ করছেন- কেবলই এই হিংসাজত নাকি গণতন্ত্রের কোমা থেকে সত্যিই মৃত্যুপথযাত্রী তার লক্ষন!!!!!

যেটাই হোক কোনটাই শুভ ফল বয়ে আনবে না।দেয়ালে পিঠ ঠেকলে নাকি সকলেই অস্তিত্বের প্রয়োজনে মরণ লড়াই করে! সেই পথে যেন কাউকেই যেতে না হয় মধ্যম পন্থায় চলার মাধ্যমে সেই ব্যবস্থা করাই উত্তম। আর ক্ষমতাসীন হিসাবে দায়টা সরকারের উপরতো অবশ্যই বেশি।

নাকি ১লা বৈশাখের কলংক মোচনে নতুন ট্রাম কার্ড! যা খেলতে আওয়ামীলিগ খুবই পটু! একটা বড় ঘটনা ঢাকতে তরচে বড় ঘটনা ঘটাও মানুষ আগেরটা নিয়ে আলোচনা করতেই ভুলে যাবে!

আমরা মন্দটা ভাবতে চাইনা। একজন ৩বারের প্রধানমন্ত্রী গাড়ী বহরে হামলা কোন সুস্থ স্বাভাবিক ঘটনা লক্ষন নয়। এর প্রতিকার জরুরী। দেশের স্বার্থে। গণতন্ত্রের স্বার্থে !!

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


দগ্ধদের পক্ষ থেকে, ভোটের বদলে খালেদাকে পেট্রোল বোমা উপ হার দেয়ার দরকার।

ওকে রাজনীতি-ছাড়া করা দরকার।

২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: রং হেডেড আদালত অনেক আগে একজনকেই বলেছিল।

এখনতো মনে হয় ওটা বহুবচনে হবে!!!!!!!!!!!!!!

২| ২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

গারো হিল বলেছেন: রাজনীতি তোর বাপের সম্পত্তি খালেদা জিয়া কে রাজনীতি ছাড়া করবি.....পেপার দেখছিস কারা বাসে পেট্রল মারতে গিয়ে ধরা খেয়েছিলো @চাঁদগাজী

২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিলজ্জ, বেহায়াপনা, তালগাছবাদীর এক আইকন উনি! আগেও ছিলেন নতুন নিকেও আছেন!!!

বাদ দেন!

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

রঙতুলি বলেছেন: এই হামলার হুকুমের আসামি শেখ হাসিনা।
গতকালের বক্তব্যের পর আজকে আরও নির্লজ্জ ভাবে হামলা চালিয়েছে ছাত্র লীগ।

এই উপমহাদেশের রাজনিতিতে এক্টা কলংকিত অধ্যায় রচিত হল।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে একবার স্বৈরাচার সে বারবার স্বৈরাচার!!!

৭২-৭৫ এর বাকশালীরা আবারও তার প্রমাণ রাখল!!!

৪| ২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এককথায়,দুঃখজনক।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের গণতন্ত্রের অশনি সংকেত!

তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় না! মিছিল করতে দেয় না!

এমনকি ভোটাধিকারের মত মৌলিক অভিযাত্রায়ও তারা হামলা করে প্রমাণ করে দিল তারা স্বৈরাচারী! তারা গণতন্ত্রে মানে না!

৫| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৪

যোগী বলেছেন:
খালেদা জিয়া রাস্তায় বের হলে তাকে জুতা পেটা করা উচিৎ।

এই নস্ট মহিলা রাস্তায় শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ যোগী আপনার দল যেমন আপনিতো তেমনই বলবেন!

১লা বৈশাখের কলংক ঢাকতেই এ হামলা কিনা ভাবা দরকার! সারা দেশের দৃষ্টি ঘুরিয়ে দিতে আওয়ামীলীগ আবার এইসব নাটকে পটু!!!

ঘৃন্য নারী নির্যাতনের দোষে যখন ছাত্রলীগ আওয়ামীলীগ হিমশিম ঐ সময়ে এইরকম ন্যাক্কারজনক হামলা দিয়ে জনগেনর দৃষ্টি ঘুরাতে সক্ষম হলে কারও স্মৃতি থেকে তা মুছবে না।
যেমন মোছেনি কোথায় সিরাজ শিকদারেরর স্মৃতি!!!!!!!!!!!!

আপনার নষ্ট কথার বিপরীত নষ্ট কথা বলতে আমাদের রুচিতে বাধে!

৬| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:

@গারো হিল,

রাজনীতি আমার ও আমার বাবার।

পেপার আমি তৈরি করি বেকুবদের জন্য

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা আপনার পাঠক মাত্রই সমক্য অবগত!

থাকুন আপনার আর আপনার বাবার রাজনিতি নিয়ে আপনি একাই!

আর গান - যদি তোর ডাক শুনে কেউ না আসে- তবে একলা চলরে!!!!!!

৭| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

যোগী বলেছেন:
এই লজ্জা শরম জীন মহিলা নিরাপত্তার কথা বলে আদালতে যেতে পারে না, আর আজ সে ঠিকি মানুষের বাড়ি বাড়ি দোকানে গিয়ে লিফলেট বিলি করছে।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়! চালূনী বলে সুই তোর পিছনে ফুটো!!!

অনির্বাচিত স্বৈরাচার আর তার সমর্থক বলে নিতি কথা!!!

মিথ্য মামলা, জেল জুলুম গুম খুনের অপরাধিরা বলে বড় বড় কথা!!!!!!

শেইম! শেইম!!

৮| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরাসরি হামলা! এটাকি তিনি পদাধিকারী বলে প্রচারণায় নামতে পারছেন না! অথচ খালেদা জিয়া অবলীলায় সেই সুযোগ ভোগ করছেন- কেবলই এই হিংসাজত নাকি গণতন্ত্রের কোমা থেকে সত্যিই মৃত্যুপথযাত্রী তার লক্ষন!!!!!

যেটাই হোক কোনটাই শুভ ফল বয়ে আনবে না।দেয়ালে পিঠ ঠেকলে নাকি সকলেই অস্তিত্বের প্রয়োজনে মরণ লড়াই করে! সেই পথে যেন কাউকেই যেতে না হয় মধ্যম পন্থায় চলার মাধ্যমে সেই ব্যবস্থা করাই উত্তম। আর ক্ষমতাসীন হিসাবে দায়টা সরকারের উপরতো অবশ্যই বেশি।

নাকি ১লা বৈশাখের কলংক মোচনে নতুন ট্রাম কার্ড! যা খেলতে আওয়ামীলিগ খুবই পটু! একটা বড় ঘটনা ঢাকতে তরচে বড় ঘটনা ঘটাও মানুষ আগেরটা নিয়ে আলোচনা করতেই ভুলে যাবে!

আমরা মন্দটা ভাবতে চাইনা। একজন ৩বারের প্রধানমন্ত্রী গাড়ী বহরে হামলা কোন সুস্থ স্বাভাবিক ঘটনা লক্ষন নয়। এর প্রতিকার জরুরী। দেশের স্বার্থে। গণতন্ত্রের স্বার্থে !! @ আমজনতা!!!!!!!!!!!

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এবং তারচে নোংরা বিষয় হল সর্বোচ্চ স্থান থেকে এ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে!

শত শত ক্যমেরায় ধারন করা ছবি! ভিডিও হাজারো প্রত্যক্ষদর্শীকে এক মিথ্যা দিয়ে উড়িয়ে দিতে চাওয়া বালখীল্যতা বৈকি!

এ চর্চা জাতিকে পিছিয়ে দিচ্ছে! মিথ্যা দিয়ে সাময়িক হয়তো লাভবান হওয়া যায়- আখেরে পস্তাতে হয়!

৯| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১০

পারভেজ রানা বলেছেন: বিষয়টি নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

অথচ দেখুন এ নিয়েও কত নাটক চলছে!!!!!!

১০| ২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

গারো হিল বলেছেন: মানসিক রোগীকে অনেকদিন পর দেখতে পাচ্ছি :> খালেদা জিয়া কে জুতা পিটা করবি ....ছাল নাই কুত্তার বাঘা নাম। দেশের বাইরে কার ালডা ফালাও দেশে এসে দাদা পারলে কিছু কর দেহি কত্ত হেডম ...@যোগী

২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথায় আছে না অল বার্কিং ডগ ডাজনট বিট! ঐ আর কি!!!

ইগনোর করেন।

ঘেউ ঘেউ আর মিথ্যাচারিতায় যদি সত্য বিলুপ্ত হতো তাহলে সারমেয় শাসন চলত বিশ্বজুড়ে!!!!!!!!! মানুষ বিলুপ্ত হয়ে যেত ;)

১১| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: বিদ্রোহী ভৃগু সারা ব্লগজীবন বি এন পির পক্ষে আর আওয়ামীলীগের বিপক্ষে কথা বলল। এত দিন ব্লগে তবুও নতুন কিছু চিন্তা করতে পারল না। নতুন কিছু দেখাতে পারল না।

এটাই বিদ্রোহী ভৃগুর চরম ব্যর্থতা আর দুর্ভাগ্য।
এসব থেকে বেরিয়ে এস নতুন কোন চিন্তা করুন।

২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রত্যেকে তার সীমাবদ্ধতা দিয়েই অন্রকে চিন্তা করে।
আপনার মন্তব্য মূলত আপনারই অবস্থানের প্রতিফলন! যেমন তা আপনার লেখায়ও থাকে। অজ্ঞানতা পাপ নয়। জানা চেস্টা না করে সিদ্ধান্ত দেওয়া অন্যায়। পাপ।

আশাকরি আপনিও ভবিস্যতে চিন্তান নতুন জগতে পা রাখতে সক্ষম হবেন।
ধন্যবাদ।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @সাদী ফেরদৌস , বি এন পি করসে দেইখা অ্যা লিগরেও করতে হব এমন আইন কই পড়সেন??? বি এন পি তো রাজাকার এর দল, তার লগে তুলনা কইরা নিজের আর দলের ভাবমূর্তির ১২তা বাজাইতেসেন!!
সাদি সাহেব পাইসে একটা পেপার এর হেডলাইন , পুরা সামু তে পোস্ট করতাসে!!!

২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @সাদী ফেরধৌসের মন্তব্যটা মুছে ফেললাম। কারণ তা অপ্রাসংগিক, ভদ্রতা এবং মিনিমাম সৌজনত্যার মাত্র অতিক্রম করেছিল।

তাদের আর কি বলবেন। করুর বলদের মতো এক ট্রাকেই জীবনটা পার করে দিল! সেই কলের গানের আটকে যাওয়া ট্র্যকের মতোন.. রিপিটেড ফরইভার!

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

সাদী ফেরদৌস বলেছেন: ভাই ভৃগু , আপনি আমার মন্তব্য তা মুছে দিয়ে প্রমান করলেন বি এন পিরা হিজড়া । এদের সত্য কথার মোকাবিলা করার মতো শক্তি নেই । সাহস থাকলে মন্তব্য তা প্রকাশ করুন । আমি জানি সে সাহস তোমার নাই , প্রকাশ করলে তোমার এই পোস্ট টা যে পানসে হয়ে যাবে ।


জাতি_ধর্ম_বর্ণ ভাইয়ের সাথে সহমত । আসলে হিজড়া দল যারা করে , এরা এই রকম ই




২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে বেকুব ঐ মন্তব্যে মিনিমাম ভব্যতা বোধ ছিলনা বিধায় মুছা হয়েছে।

তোমার ভব্যতা এখনও আসে নাই। তোমার সাথে আমার এমন কোন ইন্টারেকশন নাই ব্লগে যে তুমি আমাকে তুমি করে বলবে।

আগে ভব্যতার ক্লাশ করে আস।

যে নিজে যেমন সে অন্যরে ভাবে তেমন। আমাদের সহস সত্যের। স্বৈরাচারিতার নয়। জালীমের নয়। অত্যাচারীর নয়।

ভিন্নমত সইতে পারে না বলেই হাম্বারা গাড়ি বহরে হামলা চালীয়ে জনমতকে স্তব্দ করতে চায়।
জনমতকে ভয় বলেই ইসির ঘাড়ে বন্দুক রেখে ৫ জানুয়ারীর চেয়ে বড় প্রহসন করতে যাচ্ছে ২৮এ।

বি্নপি ভদ্রলোকের দল বলেই ধৈর্য্যের সাথে আন্দোলন এগিয়ে নিচ্ছে। হাম্বাদের মতো স্বেচ্ছাচারী হলে দেশে কবেই গৃহযুদ্ধ লেগে যেত। আর তোমরাতো হিজড়ার চেয়ে অধম । তাদের তো মিনিমাম নীতি আছে। হাম্বা এবং তার সমর্থকদের তাও নেই।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪

তপ্ত সীসা বলেছেন: নির্বাচন প্রহসন হবে নাকি জানিনা ভায়া, সেনাবাহিনী মোতায়েন নিয়ে প্রহসন চলছে বোঝা যায়।

সেনাবাহিনী তো এমনিতেই ক্যান্টনমেন্টেই থাকে। ওইখানেই মোতায়েন রাখার মানে কি? ঝামেলা শুরু হওয়ার ২ ঘন্টা আর মারামারি শেষ হওয়ার একঘন্টা পর রওনা দেয়ার নির্দেশ পাবে?

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সারা বিশ্বে সুস্ঠু নির্বাচনে জাতিসংঘ বাহিনীনর অধিনে যে সেনা সদস্যরা খেটে মরে- তাদের নিজ দেশের নির্বাচনে ক্যান্টমেন্টে রেখে নিয়োগ করা হয়েছে বলে বলে!

মগের মুল্লুক আর কি!

সেনা বাহিনীকে বাইরে আনতে আওয়ামলীগের ভয় প্রচন্ড!

কারণ ক্যান্টমেন্টের ভিতরে তাদের নিয়ন্ত্রন করা হয়তো তাদের পোষা, সুবিধাভোগী কিছু অফিসার দিয়ে সম্ভব। কিন্তু বাইরে গেলে সে নিয়ন্ত্রন থাকবেনা ভয়েই বাইরে আসতে দিচ্ছেনা !বলেই মনে হয়।
পিলখানার পর সেনা বাহিনীর ভ্যপক অসন্তোষ তো তিনি নিজেই দেখেছেন। শুনেছেন। তাই সেই বাঘ দিয়ে কান চুলকানোর ঝুকি তারা কখণোই নেবে না।

কিন্তু আমজনতার স্বাধীন মুক্ত মতামত ভোটাধীকার প্রয়োগে একমাত্র নির্ভরতা সেখানেই। অথচ জনগণের নাম করে জনগনের সাথেই প্রতারণা করা হচ্ছে!

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫

সাদী ফেরদৌস বলেছেন: বি এন পি রাজাকারের দল - ফাহাদ ইবনে মুরতাযা

সহমত আপনার সাথে ফাহাদ ভাই । তারা আরও অনেক কিছুর দল , এই দলের নেতারা তাদের নেত্রীকে রাস্তায় ফেলে ঘরে বোরখা পরে থাকে । যেমন মির্জা আব্বাস , ফখা , রিজভি । এদের কে আপনি এখন রাস্তায় দেখবেন না । :) :) :) :) =p~


ভৃগু তুমি কইলা , সেই কলের গানের আটকে যাওয়া ট্র্যকের মতোন.. রিপিটেড ফরইভার! ।

ভালো কথা তোমার সাথে সহমত । আরও অনেকদিন পর তোমরা যখন খালেদার উপর হামলার খবরের কথা মনে করিয়ে দিবা , তখন কিন্তু আমি অথবা আমরা তোমারে বলব সেইম কথা ।

""করুর বলদের মতো এক ট্রাকেই জীবনটা পার করে দিল! সেই কলের গানের আটকে যাওয়া ট্র্যকের মতোন.. রিপিটেড ফরইভার!""""

মনে থাকে যেন ।





২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদী ফেরদৌস বলেছেন: বি এন পি রাজাকারের দল -তা বটে!

জাতির নাতি যে রাজাকারের রক্তে সে খবর ভুলে যান কেন!

নাকি ঐ বারবণিতার বড় গলার মতো, আওয়ামী পরিবারের রাজাকেরর রক্ত ব্যাপক মিশে যাওয়ায় তার দোষ অন্যের ঘাড়ে চাপাতে মরিয়া!

আওয়ামী পরিবারে, চাচাম মাতাম ফুপাত সবেই তো রাজাকের সাথে আত্মীয়তা! সেই কলংক ঢাকতেই কি জোরে জোরে চিল্লাচিল্লি!যাতে কেউ সেই কথা মনে না করে!! শেইম ম্যান!

সাদী ফোরদৌস তোমার শরম নাই!!??। তোমাগেরো সবার দেখি একই হাল এ চাঁদগাজি হোক বা কলাবাগন হোক বা পেইড গুলার সব একই ষ্টাইল! একই লাজ লজ্বাহীন আচরণ!!!

স্বৈরচার, অনির্বাচীত সরকারের পক।ষে দালারী করে যারা তাদের যে মিনিমাম বিবেক বোধ নাই সবাই জানে, মানে। গণতন্ত্রের নামে জনগনের নামে, মুক্তদিযুদ্ধের চেতনার নামে প্রতারণার দিন শেষ।

বিএনপি এক প‌্যাচাল বারবার পারেনা। তোমাগের মতো গোয়েবলষীয় প্রচারণা করে না। কারণ সত্য সবাই জানে। মিথ্যাকেই বারবার বলে মানুষের মাথা ভারী করতে হয়। সত্যকে নয়।
শেয়ার বাজার লুট, হলমার্কের ৪৫০০ কোটি টাকার লুট! কুইক রেন্টাল! সহ যত যত অপকর্ম হয়েছে সবই সত্য। সবি্ মানুষ জানে জানে বলেই তোমাদের মতো মিত্যার ভাঙ্গা রেকর্ড বারবার বাজাতে হয় না।

হায় দলান্ধতা। হায় বিবেকহীনতা! হায় স্বৈরাচারের সহযোগীতা! হায় আমজনতার বিরুদ্ধচারীতা! করে যাও-- সময়ে এর হিসাব চুকাতে হবে বৈকি।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: আসলে হাম্বালিগ দালালদের কথা বার্তার ঠিক নাই, কই থেইকা যে কই যায় !!! হাম্বা হাম্বা করতেই জীবন টা শেষ করব আর কুৎসিত চেহারা টা জায়গায় অজায়গায় দেখাইব!!

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত।

ধন্যবাদ।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৯

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: "সাদী ফেরদৌস বলেছেন: ভাই ভৃগু , আপনি আমার মন্তব্য তা মুছে দিয়ে প্রমান করলেন বি এন পিরা হিজড়া ।"



সাদি, হিজরাদের তুচ্ছ করবেন না, আপনার দলের পুলিশ যা পারে নাই, কয়েকটা হিজড়া ব্লগার বাবুর হত্যাকারী ধরে তা করে দেখাইসে।
দালালি করেন সমস্যা নাই, হুশ রাইখেন!

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বৈরাচারের দালালী যারা করতে যারে তাদের বোধ বুদ্ধি নিয়া সন্দেহ থাকারতো কোন মানে নাই।!

তারা যা খুশি তাই বলতেই পারে।

এদের হুশ আসবে মরণের পরে!

দেখেন নাই কালকে আল্লাহর ঘরে গিয়াও ক্ষমতার দম্ভ দেখাইছে। তাবিথরে জুম্মার নামাজ কপড়তে ঐ মসজিদে ঢুকতে দেয় নাই। স্বরাষ্নট্রমন্ত্রি গিরির গরমে!

আল্লাহর মাইর দুনিয়ার বাইর। খোদার ঘরে যেখানে কোন ভেদাভেদ নাই সেখানেও হাম্বা গিরি দেখাইল!

তাদের হুশ কি এমনে আসবে!!!!!

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১২

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ০
লেখক বলেছেন: @সাদী ফেরধৌসের মন্তব্যটা মুছে ফেললাম। কারণ তা অপ্রাসংগিক, ভদ্রতা এবং মিনিমাম সৌজনত্যার মাত্র অতিক্রম করেছিল।

তাদের আর কি বলবেন। করুর বলদের মতো এক ট্রাকেই জীবনটা পার করে দিল! সেই কলের গানের আটকে যাওয়া ট্র্যকের মতোন.. রিপিটেড ফরইভার!

................... আমি আপনারে এই কথাই কইছি.............. আপনিও আরেকজনরে এই কথাই বললেল............. তাহলে আমারে যা যা বলেছেন এখন তা সব আপনার গায়ে পড়ল।

যাহোক, আমি বলতে চেয়েছিলাম............... ওই বি এন পি আর লীগ ছেড়ে কি আপনারা অন্য কোন কিছু ভাবতে পারেন না? নতুন কিছু?

ওদের তো অনেক দেখলেন।

কিন্তু আপনি বাকা চোখে নিলেন।

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ব্যাপারে আপনিও কিন্তু সম্যক অবগত!

আমজনতার জ্ঞান মানসিক অবস্থান, রাজনৈতিক মেরুকরণে এই দুইয়ের প্রভাব কাটানোর জন্য যে আয়োজন দরকার তা অনুপস্থিত।

তা শিক্ষায় হোক বা রাজনৈতিক উপস্থাপনায় হোক।

মুইন সরকারতো ডিজিএফআই, পয়সা, ক্ষমতা সব নিয়াই চেস্টা করছিল পাারে নাই। নতুন দল করতে। সুবিধঅভোগীরা কিছূ টু পাইস কামাইয়া সইরা পড়ছে।

সো হঠাৎ কইরা সব পরিবর্তন সম্ভব না। বরং ধিরে ধিরে মানুসকে সেই পরিবর্তনের দিকে ধাবিত করতে হবে। এবং সেই উদ্যোক্তই বা কই দেখান!

বাঁকা চোখে নেয়া নয়! বরং বাস্তবতাকে না পেরে মেনে নিয়ে চলার কষ্ট বলতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.