নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

পবিত্র রমজানে সামু রোজাদার ব্লগারদের সম্মানার্থে সেহরী-ইফতারের সময়সূচী সামুতে যুক্ত করবে- প্রত্যাশায়

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫০

পবিত্র মাহে রমজান শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।

সারা বিশ্বের মতো বাংলাদেশের আপামর মুসলিম জনগোষ্ঠিও যথাযোগ্য মর্যাদায় রমজানের আনুষ্ঠানিকতা পালন করবে। অন্য সকলের মতো সামুর বিশাল ব্লগারগোষ্টিও সেই কাতারে শামিল।

নিয়মিত এবং সকল কিছুর জন্য অন্য সব মিডিয়ার চেয়ে ব্লগারগণ সামুকেই বেশী নির্ভরযোগ্য মনে করে এবং
এখানে সবচে বেশী সময় ব্যায় করে থাকে। তা ইফতারের সময়ই হোক বা ব্লগিং করতে করতে সেহরির সময়ই হোক।

রমজানে সেহরী এবং ইফতারের সময়সূচী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা সব সময় মনে থাকে না। বা পুরা ৩০ দিনের হিসাব মনে রাখা সম্ভবওনা।
অথচ প্রতিদিনের কার্যসূচীতে এ দুটিকে অনুসরন করতে হয় সবচে বেশী।

সামুর কাছে আমাদের প্রত্যাশা-
পবিত্র রমজানে সামু রোজাদার ব্লগারদের এবং সাধারণ সকল মুসলমানের সম্মানার্থে সেহরী-ইফতারের সময়সূচী সামুতে যুক্ত করবে?

ডানে বা বামের সাইড বারে উপরে বা প্রযোজ্য দৃষ্টিগ্রাহ্য যে কোন স্থানে এক/দুই ইঞ্চি স্থান ব্যাবস্থা করে সামু কি রোজাদার ব্লগারদের মনের দাবীকে পূণ করবে? পাশাপাশি এই উদ্যোগটাতে অর্থিক লাভবানও হতে পারে সামু- রুহ আফজা বা এইরকম কোম্পানীর স্পন্সর পাওয়াও খুব বেশি জটিল হবেনা বলেই বিশ্বাস।


আমরা আশার সাথে প্রস্তাবনা রাখছি।

সম্মানীত, জ্ঞানী, গুণী, বিজ্ঞ সহব্লগারগণ কি বলেন?

কর্তৃপক্ষের সময়োপযোগী, বিচক্ষন এবং সঠিক সিদ্ধান্তের অপেক্ষায়.....

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০২

কোবিদ বলেছেন: সহমত প্রকাশ করছি
সহমত প্রকাশ করছি

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কোবিদ ভাই!

আজকের সেহরী আজকের ইফতার এবাবে দিলে অল্প স্পেস লাগবে। পুরোটা দিতে গেলে বেশি লেগে যায়!

সাথে যদি স্পন্সর নিয়ে নেয়- বিষয়টা সবার জন্যই উপকারী হবে বলেই মনে হয়।

২| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০২

তৌফিক মাসুদ বলেছেন: এমন কিছু হলে ভালই হয়।

১৭ ই জুন, ২০১৫ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরাতো ভাল আশায় আছি! কর্তৃপক্ষ যদি ভালটুকু বোঝে তাহলেই সবার আনন্দ!

৩| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: জী আমি আপনার দাবী সমর্থন করছি

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে মাহে রমজান।

আশাকরি শুভ্স্য শীঘ্রম তত্ত্বেই উনারা বিষয়টা বিবেচনা করে বিচক্ষনতার স্বাক্ষর রাখবেন।

৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:১৬

বালক বন্ধু বলেছেন: আপনার দাবির পক্ষে মত দিলাম!

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশাকরি কর্তৃপক্ষও মত দিবেন :)

আর এই শুভ কাজের প্রতিফলতো দিবেন আল্লাহ। আমরা বান্দাদের তরফ থেকে সকলে রোজার মাধ্যমে যে পূন্য অর্জন করব- তার ভাগও তিনাদের দেয়ার এডভান্স প্রতিশ্রুতি রইল!

৫| ১৮ ই জুন, ২০১৫ রাত ১:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর এবং গুরুত্বপূর্ন ব্যাপারটিতে আলোকপাত করেছেন।।

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। সামুকেও ধন্যবাদ .

রমজানের শুভেচছা ব্যনারের জন্য :)

৬| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: সেই সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ শুরুর সময় স্থায়ীভাবে যুক্ত হলে আর ভালো হয়।

১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই জুন, ২০১৫ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: ভালো প্রস্তাব।

২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল আর হল কই!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মডু গন রোজায় ক্লান্ত হয়ে মনে হয় চোখেই দেখছে না!

৮| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রতিবারই আপনি এমন প্রস্তাব দেন। আমরা আশায় বুক বাঁধি কিন্তু ভাল আর ভাল হয় না শেষ পর্যন্ত।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি। আশাতো করি।

কর্তৃপক্ষ কি আমাদের আবেগ ইচ্ছা চাওয়ার মূল্য আদৌ দেবে না। নাকি তাগোর আল্লা-খোদার ডর নাই ;)

আবার একবছর পর রমজান সমাগত। আপনার মন্তব্য আজই খুজতে খুজতে চোখে পড়ল :)
এবারও আবেদন রইল..

৯| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৫

সাহসী সন্তান বলেছেন: উত্তম প্রস্তাব! সহমত জানাইলাম ভৃগু ভাই!

ধন্যবাদ!

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ২০১৫-১৬ চলমান প্রস্তাবে সহমতে কৃতজ্ঞতা :)

মডু ভাই-বোনদের কাছে আকুল আবেদন বিষয়টিকে ধর্মীয় হিসাবে না বিচার করলেও গণমানুষের চাহিদা হিসাবে কর্পোরেট স্বার্থেই বিচার বিবেচনা করতে পারেন! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.