নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এ কি নিউজ দেখলাম!! শেখ হাসিনা ভারতের ভোটার!!!!! প্রথমতো চমকেই গেছিলাম! !!!!!!!!!!!

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

Believe it or not but it looks like Bangladesh Prime Minister Sheikh Hasina might vote in the upcoming civic polls in Bengaluru.

If a voter ID card found in Karnataka is to be believed, Hasina is a resident of Bengaluru's Thanisandra area. The card clearly shows her picture and names her late husband, Wazed Miah. The only mistake been made is her date of birth. The card says she was born in 1992.Believe it or not but it looks like Bangladesh Prime Minister Sheikh Hasina might vote in the upcoming civic polls in Bengaluru.

ভারতের বেঙ্গালুরু নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভূক্ত হয়েছে বলে খবর দিয়েছ ভারতের প্রভাবশালী মিডিয়া ইন্ডিয়া টুডে। পত্রিকাটিতে লেখে, “এটা বিশ্বাস করুন আর নাই করুন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেংগালুরুর আসন্ন আঞ্চলিক নির্বাচনে ভোটও দিবেন”।
পত্রিকাটি লিখেছেন ভারতের কর্নাটকের থানিসান্দ্রা এলাকায় হাসিনা নামের একজন বাসিন্দা পাওয়া গেছে যার মৃত স্বামীর নাম ওয়াজেদ মিয়া। আইডি কার্ডের ছবিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারই। একমাত্র পার্থক্য হচ্ছে তার জন্ম ১৯৯২সালে। এক প্রশ্নের উত্তরে কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী কে জে জর্জ মিডিয়াকে বলেন এমন ভুয়া ভোটার কার্ড অনেক দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ।


প্রথমতো চমকেই গেছিলাম!
পরে দেখি না - নামে নামে জমে টানের কিস্সা!!!!! তা গোলমাল নামে না হয় বুঝলাম!
ছবি নিয়ে এইরকম কান্ড হয় কি করে!???? তাও একজন ভীনদেশি প্রধানমন্ত্রীর ছবি!! আবার স্বামীর নামও মরহুম ওয়াজেদ মিয়া!!!!

খালি আমাদের নির্বাচন কমিশনই ঘাপলা করে না! সকল শর্ষেতেই দেখি ভুত!!!!!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: হে হে :-D

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি কান্ড দেখূন দিকি ;)

২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৬

শহুরে আগন্তুক বলেছেন: /:)

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিলিভ ইট অর নট~! অভিব্যক্তি এমনইকি?

৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: নামে নামে জমে টানের কিসসা! ভালো বলেছেন । শেখ হাসিনার নাম তো ভুলে উঠেছিল । খালেদা জিয়ার নাম যে শুদ্ধভাবে পাকিস্তানের করাচির ভোটার তালিকায় উঠেছিল, এটা জানেন? কয়েক বছর আগের ঘটনা এটা ।

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বাবা! আমিতো বলিনি তুমি কলা খাও!

ঠাকুর ঘরে কেরে! আমি কলা খাইনার মতো হয়ে গেলনা আপনার প্রতিক্রিয়া!!!!???

না ভাই জানিনা। লিংক থাকলে দেন!! আমি প্রতিক্রিয়াহীন একই ভাবে তাও নিয়ে লিখব! কিন্তু কলা খাইনা বলে চিল্লাব না নিশ্চিত থাকেন। ;)

৪| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রূপক বিধৌত সাধু@ খালেদার নাম উঠেছিল বলে হাসিনাও পিছিয়ে থাকবে কেন ? এইতো ?
চমৎকার সমিকরন !!!

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা যেখানে নিশ্চিন্তে সমালোচনা করি সেখানে তারা অন্ধত্বে ভোগে!!
নইলৈ সাধে কি আর বলে- বাঘে ধরলে ছাড়ে- হাসিনা ধরলে ছাড়ে না!!! তারা হয় অন্ধ! নয় ভীতু!!!!!

৫| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০২

প্রামানিক বলেছেন: অবাস্তব আজ বাস্তব হলেও বলার কিছু নাই।

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই! শুধূ গেয়ে যেতে হয়- চেয়ে চেয়ে দেখলাম.........................................

৬| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩

হোৎকা বলেছেন: সাধুমালুর জ্বলে কেন ?

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যার লাগে তারইতো জ্বলে!

তিনার হয়তো লেগেছে কোথাও!!!!

৭| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০

রেজওয়ান26 বলেছেন: বাংলাদেশের বিজয় দিবসে যে ভারতের জাতীয় পতাকার শাড়ী গায়ে দেয় তার জন্য এআর এমনকি? দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ আবার কি শৌনালেন!!!!

কপালে তিলক, মূখ্যমন্ত্রীত্ব, সবই সই- শুধু আমার ক্ষমতার চেয়ার খানি কই!!!!!

কিন্তু মহাকাল যে বড় নিষ্ঠুর! সে অন্ধও নয় ভিতুও নয়, তার মূল্যায়ন বড় কঠিন!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.