নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

প্রবীর সিকদার মুক্ত হলেও শওকত মাহমুদ রিমান্ডে!!!!!!!!!!!!!!!!!!!!!

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৯

সাংবাদিক প্রবীর সিকদার এখন জামিনে মুক্ত৷ তবে আরেক সাংবাদিক ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ এখনো কারাগারে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই দুটি খবরের প্রতিক্রিয়া অবশ্য বেশ সামঞ্চস্যহীন৷



প্রবীর সিকদারের মুক্তিতে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷

তবে প্রবীর সিকদার জামিনে মুক্তি পেলেও সাংবাদিক নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷ মঙ্গলবার পান্থপথ থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে৷ শওকত মাহমুদ ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র একাংশের সভাপতি এবং বিএনপির কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক৷ তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলায় কাল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে স্থানীয় বিএনপি৷ তবে সামাজিক ফেসবুক, টুইটারে এ নিয়ে প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি৷

এদিকে ব্লগার হত্যার জন্য নিন্দা এবং বিচারের দাবি এখনো বিশ্বজুড়েই চলছে৷ সম্প্রতি ভয়েস অফ অ্যামেরিকা এক প্রতিবেদনে লিখেছে, একের পর এক ব্লগার হত্যার ঘটনা থেকেই বোঝা যায় বাংলাদেশে মত প্রকাশ করতে যাওয়ার ঝুঁকি খুব বেশি৷

ডি ডাব্লিউর রিপোর্টটা অসঙ্গতিটুকু অনন্তত তুলে ধরেছে।

আমাদের মেইন স্ট্রীম মিডিয়া! হা হতোম্যি! সাগর রুনি নিয়ে যেমন অদ্ভুত নিরবতায় রয়েছে তারা তেমনি এক সাংবাদিকের জন্য ব্যাপক প্রতিক্রিয়া দেখালেও অন্য ক্ষেত্রে নিরব! এই বিভাজনের পথ ধরেইতো ধ্বংস আসে। কাকের মাংস নাকি কাকে খায় না। কিন্তু সাংবাদিকরা কি নিজের জাত ভাইয়ের জন্যও দল মতের উর্ধে উঠতে পারে না।!!!???

আবার পালাবদলে তখন কি রিভার্সই হতে থাকবে? এটাকি সুস্থ মানুষ, মানবতা নাকি সাংবাদিকতার কোন এথিক্সে পড়ে???
কে জানে??

মূল লেখাটি সংকলন করেছেন -আশীষ চক্রবর্ত্তী সম্পাদনায় -দেবারতি গুহ
প্রবীর সিকদার মুক্ত হলেও শওকত মাহমুদ রিমান্ডে

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: সাগর রুনি নিয়ে যেমন অদ্ভুত নিরবতায় রয়েছে তারা তেমনি এক সাংবাদিকের জন্য ব্যাপক প্রতিক্রিয়া দেখালেও অন্য ক্ষেত্রে নিরব! এই বিভাজনের পথ ধরেইতো ধ্বংস আসে। কাকের মাংস নাকি কাকে খায় না। কিন্তু সাংবাদিকরা কি নিজের জাত ভাইয়ের জন্যও দল মতের উর্ধে উঠতে পারে না।!!!???

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়কর নিষ্ঠুর সত্য!!

অথচ এটা উচিত ছিল না! আর এই দলাদলরি কারনেই স্বৈরাচার শাসনেরও সর্মথক পা্ওয়া যায়!!!!!!!!!!!!!! এরশাদ বিরোধী আন্দেলনেও কিন্তু এমনটা ছিলনা!!
এর পরিণতি শুধূ তাদেরই নয় পুরা জাতিকে ভোগ করতে হচ্ছে!!!!!!!!!!!

২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে '৯১ দিনের তান্ডবের' জন্য জবাব দিতে হবে; উনি খালেদা জিয়াকে কি কি উপদেশ দিয়েছিলেন ৯১ দিনে, তা পুলিশের জানার দরকার আছে অবশ্যই।

উপদেস্টার পোস্টটা নিশ্চয় প্রবীরের পোস্ট থেকে অনেক বড়।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ণতন্ত্ররে মুক্তি আন্দেলন আজ তান্ডব!!!! বাহ পারেনও আপনারা!

আ্ওয়ামীলীগ ৩ ৯১ ২৭৩ দিন তান্ডব চালাল্ওে তা বৈধ আর বিএনপি অনর্বিাচিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলে তা তান্ডব!!!

৭১ এ যুদ্ধ করেছিলেনতো! নাকি তোন্ডব চালিয়েছিলেন!!!??? এরকম অদ্ভুত বৈপরীত্য কিভঅব েধারন করেন ভাবতেও অবাক লাগে!!

একজন মুক্তিযোদ্ধা একজন স্বাধীনতাকামী কিভাবে অনির্বচিত স্বৈরাচারের পক্ষে ভাবে!!!!!!!!!!!!!!!!

৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

তিক্তভাষী বলেছেন: কেউ আর দলবাজির উর্ধে নয়। এটা দেখুন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নোয়াখালীতে এক আলোচনা সভায় বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদ ছিল। পঁচাত্তর-পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সব কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটি পরিষ্কার যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না।’

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত নগ্ন দলবাজি বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি.


সুপ্রিম কোর্টের বিচারপতি যদি েএক পক্ষের প্রতি এ রকম ঝুকে থঅকে ন্যায় বিচার তখন প্রহসন বৈকি!!!!

পুলিশ প্রধানরে বক্তব্যতো মনে হয় দলীয় প্রেস ব্রিফিং!!!! দু:খজনক!!!

৪| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:

আমি আওয়ামী লীগের পক্ষে, নাকি কোন পক্ষে, তা বুঝার উপায় নিশ্চয় আছে।

আমি বলতে চাচ্ছি যে, ৯১ দিনে ১৫০ জনের মৃতয়ু হয়েছে পেট্রোল বোমায়, ২০০ জন পংগু, ৫০০ যান বাহন পুড়েছে; একজন মানুষও মিছিলে যায়নি; উহা কিসের আন্দোলন?

মৃত ও পংগু মানুষদের ব্যাপারে, খালেদা জিয়ার 'এডভাইজারের' বক্তব্য কি?

২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রশ্নেই আপনার উত্তর!

৯১ দিনে সরকার এত মৃতূ এধ্বংস এত ক্ষতি ঘটতে দেখল তবুও দেশ এবং জনতার স্বার্থে আলোচনায় এল না। এটা কি গণতন্ত্র?
আর বোমা কারা মেরেছে তাও কিন্তু ঐ সময়ের পত্রিকা ঘাটলেই পাবেন! কয়জন বিএনপি কর্মী ধরা খেয়েছে? আর কত জন লীগ ধরা পড়েছে? লীগেরা পেট্রোল বোমা দিয়ে কি করত বলেনতো ভাইজান?
বুমেরাং হয়ে গেলে পড়ে সকল মিডিয়া তারস্বরে চিৎকার ! কান্না আর ইমোশনাল ব্লাকমেইল করে- বাংলাদেশের গণতন্ত্রের ন্রায়্য অধিকারের আন্দোলনকে তান্ডব, সন্ত্রাস বানানোর চেষ্টায় ঝাপিয়ে পড়ে- যেমন পাকিরা রাজাকাররা মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলে চালানো চেষ্টা করত!!!!

এরপর ৫ জানয়ারী প্রহসনের নির্বাচনে ১৫৪ সিট দখল করে বলল সাংবিধানিক অনিবার্যতা। ওকে। এরপর?
সেই অনির্ভাচিত সরকার নিয়ে দেশ চালাচ্চে - আর আপনারা খুজছেন কিসের আন্দোলন!

তাইতো বলি যারে দেখতে নারি তার চলন বাকা!

আপনিতো মুক্তিযোদ্ধা। আপনি বলেন- গণতন্ত্রের হত্যাকারী হিসাবে কি আওয়ামীলীগকে আবার কাঠগড়ায় উঠতে হবে না?



ঘরের বউ হাজার ভাল করলেও লাথি খায়- আর বারবণিতা লাথি মারলেও হয় দুষ্টামি!!!! আপনাদের চেতনা যেন সেখানেই আটকে গেছে!

৫| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: You got my e-mail?

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

রিপ্লাই দিয়েছি।

৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২১

ফাহাদ মুরতাযা বলেছেন: একটা হেল্প করেন, মোডারেটর এর এক চখা নীতি নিয়া পোস্ট দিমু , আপনার নজরে কোন পোস্ট থাকলে জানান। যেমন অন্যায় ব্যান, উল্টা পাল্টা লেখা নির্বাচিত করা, ইত্যাদি । উদাহরন , Click This Link । আপনি পুরানা আদমি , একটু আওয়ায দেন। ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাভা ভাইয়রে উত্তররে পর মন আর কোন সংশয় নেই!

তবে আপনার পোষ্ট মুছে দেওয়া দু:খজনক। তবে আপনাকে ধন্যবাদ জানিয়েও উনি যেহেত বিষয়টি দেখবেন বলেছেন আমরা অপেক্ষা করতে পারি .

আপাতত আমার সহ ১১ জন ব্লগাররে নাম নয়ি েমানহানকির পোষ্ট কিভাবেআজব্দি টকি আছে-তা দেখতে পারেন.।

আপনার পোষ্টে আরেকটা পোষ্টের লিংক আমি শেয়ার করেছীলাম। কাভা ভাই কি ইগনোর করে গেলেন????

সরাসরি ১১ জন ব্লগারকে নিয়ে হেয়প্রতিপন্নকারী পোষ্ট আজ এখনও টিকে থাকে কি করে?

তবে কি ধরে নেব তারা মডু প‌্যানেলের কেউ!
যা খুশী তাই করার অধিকার শুধূ তাদেরই!
তবে আর ণীতিমালার ক খ গ লিখে লাভ কি?

কয়েকবার ফিডব্যাকে পোষ্ট করার পরও তা গ্রহন করছিল না। রিপোর্ট করা হয়েছে। আর এই লেখের পোষ্টেও শেয়ার দেয়া হয়েছে।
সামু যদি কোন এক গ্রুপের স্বেচ।ছাচারিতার জায়গা হয়.. বরে দিন। আমরা চলে যাই!
মত প্রকাশ করতে না পারার জ্বালা থকালেও নোংরামির মূখোমূকিতো হতে হবে না।

আবার সেই পোষ্ট নির্ভাচিত পাতায়ও ছিল! অথচ পোষ্ট লেখকের পরিসংখ্যান খুবই পুওর।
অথচ ধীর্ঘ সময় তা নির্বাচিত পাতায় থাকা এবং আজ এই কমেন্ট লেখা অব্দি তা বহাল তবিয়তে থাকা সাধারন ব্লগারদের জন্য কষ্ট লজ্জ্বার এবং সামুর নীতিমালা নামের যে বিধিবিধান আছে তাকে বৃদ্ধাঙুল দেখানোর নামান্তর!

৭| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

রামন বলেছেন: শওকত মাহমুদের দুই ঠ্যাং, আর শিকদার মশাইয়ের ১টা আর বৈষম্যটি এখানেই। মাহমুদ সাহেবকে একটা বাদ দিতে বলেন, জামিন পাবে।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদরে রসকিতা্ও বড় একচোখা মশাই!!!!

বরং অন্যটা বলেন- তিনি হিন্দু! উনি মুসলিম! তিনি একদলীয় মুক্তযিুদ্ধের চেতনায় অন্ধ! তাই সরকাররে মন্ত্রীরা পর্যন্ত তার গ্রেফতারে লজ্জ্বা পায়! আর তিনি বিরোধী দলের তাই তার গ্রেফতারে পুলক অনুভব করে!

আর হাজার লাখ নাগরকি খুন গুম হলেও চেতনায় ‍সড়সুড়ি লাগে না!

তবে এক মাঘে শীত যায় না- মনে রাখবেন! আর মাঘ মাস যত লম্বাই হোক-অনন্ত নয়!!!!!!

৮| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

রাশেদ মহাচিন্তিত বলেছেন: সবচেয়ে খারাপ খবর হচ্ছে, শুধু মাত্র দলীয় পরিচয় যখন খুব বড় হয়ে দেখা দেয় তখনই
১। হয় সুপারপাওয়ার পাওয়া যায় এবং তার ফলাফল স্বরূপ সুপার বেনেফিসিয়ারি হওয়া যায়
২। নতুবা অস্তিত্ব ব্লাকহোলের অতল গহ্বরে নিমজ্জিত হয়।
বাংলাদেশে এখন এই দুই প্রক্রিয়াই চলমান।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই এমনটাই হচ্ছে!

ন্যায়, নীতি, স্বাভাবিকতা যেন ক্রমহ্রাসমান!!! ফল নিত্য দেখছি উত্থান পতন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.