নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

জরুরী ! জরুরী!! জরুরী!!! একজন রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন!

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

পথে বেরিয়েছি সবে।
কি মনে করে বয়স্ক একজন মা, বাবা বলে ডাকলেন। জ্বি বলুন!
এক ব্যাগ রক্ত লাগবে।

কাগজপত্র দেখলাম। আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে রোগী ভর্তি। জরুরী ভিত্তিতে দুই ব্যাগ রক্ত লাগবে।
আমার গ্রুপ বি পজেটিভ। তাই অসহায় ক্ষমা চাইলাম।
তবুও উনি যেন অহসায় আকুতিতে আকড়ে রাখছেন।
কোন ব্লাড ব্যাংকের ঠিকানাও জানেননা। পরে কাগজে রেডক্রিসেন্ট আর কোয়ান্টামের ঠিকানা লিখে দিলাম।

আর যেহেতু সামু সামুর ব্লগারগণ সব সময়ই আর্তের পাশে থাকে সেই ভরসায় তাই আপনাদের সাথে শেয়ার করছি্

রোগীর নাম আলী হোসেন
রক্তের গ্রুপ : এবি+
ফোন: ০১৯৮৯৩৮৭৩৭১
আহসানিয়া ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে ভর্তিবস্থায় আছেন।

কারো গ্রুপ মিলে গেলে বা পরিচিত কোন ডোনার থাকলে মুমুর্ষ রোগীকে সাহায্য করতে পারেন।

সকলের মঙ্গল হোক।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

কল্লোল পথিক বলেছেন: দুঃখিত ভাই আমার গ্রুপ বি পজেটিভ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
কেউ হয়তে এগিয়ে আসবেন এই প্রত্যাশা করি।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি ধন্যবাদ কল্লোল ভাই।
কেউ হয়তে এগিয়ে আসবেন এই প্রত্যাশায়ই পোষ্ট করা। একজন অসহায় মায়ের আকুতিই আমাকে বাধ্য করেছে পোষ্ট দিতে।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

অভ্রনীল হৃদয় বলেছেন: দুঃখিত। রক্তের গ্রুপ মিল হলোনা আমার সাথে। :( খুব শীঘ্রই যাতে তিনি রক্ত পেয়ে যান সেই দোআ রইলো।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

খুব শীঘ্রই যাতে তিনি রক্ত পেয়ে যান সেই দোয়া রইলো।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

উদীয়মান সূর্য় বলেছেন: সরি। আমার এ পজেটিভ

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: না । দু:খিত হবেন না। আপনার আন্তরিকতা আল্রাহ কবুল করুন।

যদি আপনার পরিচিত কেউ থাকে কারো ঐ গ্রুপ থেকে থাকে অনুগ্রহ করে তাকে শেয়ার করুন। যদি তিনি আগ্রহী হন!

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

আবু শাকিল বলেছেন: ফেসবুকে একটা গ্রুপ আছে যারা রক্ত দান করে সহযোগিতা করে ।আপনার পোষ্ট সেই গ্রুপের একজন তিতি আপুর কাছে দিয়ে দিলাম ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা শাকিল ভাই।

যদি মিলে যায় একজন ডোনার হয়তো আর ক'টা দিন পৃথিবীর আলো হাওয়ায় মূখ দেখতে পারবে রোগী, খুশি হবে তার স্বজনরা।

ধন্যবাদ আবারো।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৬

আবু শাকিল বলেছেন: ভাইয়া এখন ত অনেক রাত হয়ে গেছে ।এত রাতে তিতি আপুর সাথে যোগাযোগ করা ঠিক হবে কিনা বোঝতে পারছি না।তারপর ও
আপনাকে ফেসবুক লিঙ্ক দিচ্ছি ।যোগাযোগ করতে পারেন -
https://www.facebook.com/sabrina.titir
এবং
https://www.facebook.com/AllEfforts/?pnref=lhc
ধন্যবাদ ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

জনম দাসী বলেছেন: মহৎ কর্ম কখনো থেমে থাকেনা ভাই। আমার নেগেটিভ, আর প্লাস যদি হত, সে ক্ষেত্রে মনটা শুধু কাঁদিত, কারন এখন আর আমি কাউকে ব্লাড দিতে পারবো না।

আপনার মহত্ত্ব আর চেষ্টা জয়ী হোক ভাই।

ভাল থাকুন, নিজেকে সুস্থ রাখুন সব সময়।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ বোনটি।

চেষ্টাইতো আমাদের সম্বল। ঐ মায়ের নিরব আকুতিতেই যেটুকু চেষ্টা। যদি আমার মিলে যেত কোন সন্দেহ নেই সাথে সাথেই একব্যাগ দিয়ে আসতাম।
দোয়া করি কোন না কোন ভাবে আল্লাহ যেন ইনাকে মিলিয়ে দেন।

আপনি ও ভাল থাকবেন। নতুন করে ফিরে আসার চেতনায় :)

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

জনম দাসী বলেছেন: হ্যাঁ ভাই আমি ভাল আছি। এই গ্রুপের রক্তের জন্য আমিও আমার অনেক আত্মীয়দের কল করেছিলাম। গ্রুপ মিলছেনা। এ বি ও পজেটিভ আছে + নেই। আমার এ বি নেগেটিভ ...তার মদ্য থ্যালাসেমিয়া ... জাই হোক ভাই ভাল থাকবেন সব সময়।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিকতার জন্য আরেকবার ধন্যবাদ।

ও দয়াল! একি শুনলাম।

মহত প্রাণ মানুষদের তুমি কেন এত কষ্ট দাও???? কেন কেন কেন???

আমি পাপী তবু দয়ালের চরণ খেদমতের উসলায় আপনার রোগ মুক্তির আরজি জানালাম- হে দয়াল, আমার কোন দিনের সামান্য খেদমতেও যদি তুমি সন্তুষ্ট হয়ে থাক, তার উসিলায় বোনটিকে সুস্থতা দার কর। যে শান্তি ও মিক্তির জন্য তাঁর হৃদয় তড়পায় তাকে তা মিলিয়ে না দিয়ে তোমার কাছে ডাক দিওনা।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

স্বপ্নাতুর পুরব বলেছেন: অামারও রক্তের গ্রুপ বি পজেটিভ । :p

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিওতো একই.. তাইতও দিতে পারিনি.

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

প্রামানিক বলেছেন: আমার রক্তের গ্রুপের সাথে মিল নাই ভাই। দুঃখিত

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ । দু:খিত হবেন না।এ তো আমাদের হাতে নেই।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: "কাঙ্ক্ষিত আহ্বানের স্বাদ" এর উত্তর কবিতা আপনি সামু ব্লগে দিতে পারেন আমি অনেক খুশী হব । নীচে আমার কবিতার উত্তর কবিতা লিখে দিতে পারেন । দেখি সবাই কেমন রেস্পন্স করে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই। কেন নয়।

হোমো সপিয়েন্সও তো আরেক কবিতার প্রতি কবিতা হিসাবেই লেখা।

হুম.. দেখা যাক।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: এই পোস্ট টি পড়ে একটা কথাই ভাবলাম আপনি একজন অসাধারণ মানুষ । আপনার মত মানুষ আছে বলেই বাংলাদেশ টিকে আছে। ভাল থাকুন । আপনার দীর্ঘ জীবন কামনা করছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুবু, এ আপনার ভীষণ বাড়িয়ে বলা নয়? অনেক বেশী পছন্দ করলে তার দোষ আর তখন চোখে পড়ে না ;) তার ভুলটাও নান্দনিতা গুনে ক্ষমা পায় হা হা হা হা

আপনার দোয়া পূর্ন হোক। আপনিও সুদীর্ঘ জীবন পান এবং আরো আরো মৃত আত্মায় প্রাণের সঞ্চার করুন :)

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

আরজু পনি বলেছেন: ♣আপনার দেয়া রক্তই পারে একটি জীবন বাঁচাতে : রক্ত দানের A টু Z ♣...এই পোস্ট ঘেটে শুধু একজনকে পেলাম যার (তুষার কাব্য) গ্রুপ এবি পজিটিভ !
আপডেট কিছু জানেন ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপু, রোগীর সাথে কথা বল্লাম, আরো এক ব্যাগ রক্ত লাগবে। ডাক্তার আপাতত রিলিজ করে দিয়েছে। রক্ত যোগাড় হলে হাসপাতালে গেলে দিয়ে দেবে।
ডোনার রোগীর সাথে সরাসরি পোষ্ট উল্লেখিত নাম্বারে কথা বলে দান করতে চাইলে করতে পারে।

ধন্যবাদ এখনো নজরে রাখায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.