নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অমর ২১: একুশের চেতনা~~ আমাদের উল্টোপথে হাটা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

২১
অমর একুশ।
একুশ মানে মাথা নত না করা
একুশ মানে সত্য ন্যায় আর স্বৈরাচারিতার বিরুদ্ধ জ্বলন্ত ক্ষোভ
একুশ মানে অধিকার, স্বাধীকার, আদায়ের চেতনা।
প্রতিপক্ষ যত বড়, যত শক্তিশালী আর স্বৈরাচারীই হোক না কেন- আমজনতা জেগে উঠলে যে তাদের পরাজিত হতেই হয় তার বৈশ্বিক উপমা। অনাগত দিনের দাবী আদায়ের প্রেরণা। নিত্য নিজের স্ব-ভিমানকে জাগ্রত রাখার চেতনা।

সেই একুশের মাসেই এক বাজে দৃষ্টান্ত হয়ে থাকল গতকালের ঘটনা।
মত যতই ভিন্ন হোক, একদলীয় আর বাকশালী মানসিকতা না থাকলে নূন্যতম গণতন্ত্রের চেতনা থাকলে ভিন্নমতকে সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হবে। হয়। সারা বিশ্বেই সকল দেশেই ভিন্নমতের লাখো কোটি বাস্তবতা বিরাজমান। কিন্তু এমন ন্যাক্কারজনক ঘটনা বোধকরি বাংলাদেশেই সম্ভব -

খালেদার গাড়িবহরে পুলিশের হামলা ও লাঠিচার্জ : আহত ৫০

পুলিশের বাধ‍া উপেক্ষা করেই শহীদ মিনারের পথে খালেদা জিয়ার গাড়ি

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবার পথে ৩ বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া কি নূন্যতম কার্টিসি পাবার অধিকার রাখেন না? দুর্জনের কাছে সুশীলতা আশা বাতুলতা- তা বাদই রইলো- কিন্তু বাধা দেবার মতো বর্বরতা কেন?
৫২র একুশের চেতনার বিপরীত এই বর্বরতা মনে করিয়ে দেয় পাক স্বৈরাচারের আচরণের কথা। বঙ্গবন্ধু সহ বিরোধী ভিন্নমত দলনে তারা যেমন পোড়া মাটি নীতিতে চলত- আজ স্বাধীন দেশেও একই পাকী চেতনার ভুত যেন দেশীয় প্রশাসনের কাঁধে চড়ে উল্লাস করছে।

তারচেও দু:খজনক মিডিয়া গুলোর বিয়ষটিকে ইগনোর করে যাবার মানসিকতা। গুটিকয় ছাড়া বেশীর ভাগই যেন খবরটা এড়িয়ে গেছে। কেউ কেউ দিয়েছে আংশিক সত্য। কেউ যেন কিছূই হয়নি টাইপ। একটু বসে থাকতে হয়েছে এই তো...এই মানসিকতায়।
অথচ ৫২, ৬৯,৭১'র সেই পরম বৈরী সময়েও সত্য বলতে সাহসীর সংখ্যা ছিল অনেক বেশি। আজ স্বাধীন দেশে মিডিয়া কোলাবরেটর যেন আনলিমিটেড। স্বৈরাচারিতার। অনির্বাচিত প্রহসনের সাথে হাত মিলানো আতাত কেবলই কি অর্থের লোভে? সম্পদ হারানোর ঝুঁকিতে? জীবনের মায়ায়?
আহা! ভাগ্যিস আমাদের ৩০ লাখ শহীদ ২ লাখ মা-বোন এমন সুশীল, সুবিধাবদীতার চেতনার সন্ধান পায়নি! পেলে বোধ করি ৯ মাস না ৯০ বছরেও দেশ স্বাধীন হতোনা।

বিএনপি জামাতের সাথে জোট করে পাপ করেছে। সেই একই পাপে পাপী কি আওয়ামীলীগ নয়?
তবে কেন এত মিথ্যাচার। কেন কেবলই চাপাবাজি! কেউ কেউ বোকা হলেও সকলেইতো বোকা নয়। এটা বুঝতে হবে। যা খুশি তাই বলে প্রশাসন আর ক্ষমতায় কিছূদিন টিকা গেলেও চিরদিন টেকা যায় না। আর ইতিহাসও কিন্তু কেবল বর্তমানের ভয়েই লিপিবদ্ধ হয় না। মহাকালে সত্য স্বত:প্রকাশিত! সেখানে যে যেই স্থানে তাকে সেই স্থানই দেয়া হয়।

তাই একুশের মাসে এটাই প্রত্যাশা গণতন্ত্রের পূর্ন বিকাশ হোক। যে গণতন্ত্রের জন্ম -অধিকার আদায়ের সূতাকাগার ৫২,র ২১; সেই একুশের মাসে একুশের রাতের বর্বর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই একজন গণতন্ত্রমনা সাধারন নাগরিক হিসাবেই।

সবাইকে একুশের শুভেচ্ছা। একুশের প্রকৃত চেতনায় জেগে উঠুক সকল মন। সত্য, ন্যায় আর অবিচার অন্যায়ের প্রতিবাদে।

মন্তব্য ৫৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

প্রামানিক বলেছেন: ১ম হইছি, সকাল বেলার চা দেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই।

একুশ নিয়ে ছড়া কি দিয়েছেন???

আসুন একদিন বেড়াতে চায়ের সাথৈ টাও হয়ে যাবে নিশ্চয়ই ;)

অমর একুশে চেতনা আমাদের উজ্জিবীত করুক।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়াকে ঠেকানো দরকার; ৯১ দিন দেশ অচল করে রাখা, মানুষকে পুড়ে মারার সুযোগ করে দেয়া, অফিস থেকে ছেলেকে কবর দেয়ার শাস্তি হওয়ার দরকার। ওকে, কোন অবস্হায় কোন জাতীয় মেমোরিয়েলে আসতে দেয়া ঠিক হবে না; সে গণতান্ত্রিক নয়, তার কোন গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মানসিকতাটাকেই বলে স্বৈরাচারিতা!

আবুল ঢিল দিয়েছে আবুল দোষী। একচোখি দৈত্য গল্পে যেমন একচোখা.. বাস্তবে এমন বহু একচোখা দেখছি আর অবাক হয়ে ভাবছি- এরাও মানুষ????????

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: সামনের আমাদের এমন একটা সময় আসবে যখন আমাদেরকে অ' আ' অর্থাৎ আদর্শশিলপি নতুন করে শিখতে হবে । কেননা এদেশের অনেকেই বানান ভুলে যাবে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে পথেই তো মনে হয় চলছে স্ব-দেশ!

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: @চাঁদগাজী ভায়া কোথায় ছিল আপনাদের এমন নীতি কথা যখন আপনাদের পরানের নেত্রী হাসিনা দিনের পর দিন হরতাল দিয়ে
রাস্তার মাঝে গাড়ির টায়ার জ্বালিয়ে দিয়ে হরতাল পালন করতেন । এর পর ক্ষমতায় এসে বলেছিলেন উনি আমরা বাংলাদেশে আর
হরতাল চাইনা আমরা বিরোধী দলে গেলেও আর হরতাল দিবে না বাংলাদেশ আয়ামীলিগ অথচ তার পরের সময় যখন আওয়ামীলিগ বিরোধীতে গেলেন তখন একটানা তিন মাসের মত হরতাল দিলেন ।
আর এখন আপনেরা দেশ কত ভালু চালাছেন যে ভালোর কারনে দেশে একটা জাতীয় নির্বাচন দিতে ভয় পাচ্ছেন ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা এক চোখা দৈত্য!

এদের হিতাহিত জ্ঞান বিবেক সাধারন বোধ সবই উদ্বায়ী!

ইতিহাসকে কাকের মতো চোখ বন্ধ করে বিচার করে ভাবে এই শেষ! এরপর আর কিছূ নেই।

মহাকাল তখন ভ্রুকুটে হাসে!

মহান একুশের রাতে খালেদা জিয়া বলে কথা না- েকান একজন সাধারন নাগরিককেও বাঁধা দেয়ার নৈতিক কোন অধিকার নেই কারও। আর যে বা যারা দেবে যারা সমর্থন করবে তাদের রক্তে পাকি স্বৈরাচারিতার রক্ত মিশে আছে বলতেই হবে। তারা একুশের চেতনার বুকে লাথি মেরেছে- লাঠিচার্জের মাধ্যমে।


৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

মিজানুর রহমান মিরান বলেছেন: ব্লগ সার্চম্যান বলেছেন: সামনের
আমাদের এমন একটা সময়
আসবে যখন আমাদেরকে
অ' আ' অর্থাৎ আদর্শশিলপি নতুন করে
শিখতে হবে । কেননা এদেশের
অনেকেই বানান ভুলে যাবে।


সহমত...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ

একুশের চেতনায় জেগে উঠুক সতল প্রাণ !
অন্যায় আর অবিচারের বিরুদ্ধে।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:

@লেখক বলেছেন,

" বাস্তবে এমন বহু একচোখা দেখছি আর অবাক হয়ে ভাবছি- এরাও মানুষ???????? "

- সবাই ভাবে, আপনার ভাবনার মাঝে সমস্যা আছে; আপনারা হত্যাকারীদের সাপোর্ট করেন; ৯১ দিনের তান্ডবে ১৫০ জন মানুষ পুড়েছে; আপনি কোনদিন, কোন পোস্টে বিচার চাননি; আপনার ভাবনার কোন মুল্য আছে?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কার ভাবনায় সমস্যা সকলেই জানে।

আপনি সবসময়ই এক চোখা মন্তব্য করেন। দু:খজনক।
আপনি ৯১ জনকে দেখেন -!!!
আপনি ক্রিয়া দেখেন না প্রতিক্রিয়া নিয়ে লাফান???

বিরোধী দমনের নামে ১১র পর থেকে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী কর্তৃক অপহরণ, গুম, গুপ্তহত্যা, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কতজন মারা গেছে আপনার ধারনায় আছে?????
সে সবই ঠিকাছে- তাইনা চাঁদজাগী সাহেব?
সে সব মৃত্যু নয়।
সে সব হত্যা নয়!! তাই না

আপনি ক্রিয়ার পর ক্রিয়া ঘটাবেন আবার প্রতিক্রিয়ারও নাটক সাজাবেন কেমন হয়ে গেল না!!! ভাবুন। ঐ সময়ে পেট্রল বোমা সহ গ্রেফতার কয়টা ছিল বিএনপি আর কত শত ছিল যুবলিগ, ছাত্রলীগে,.. পত্রিকায় ছবি সব আছে। কষ্ট করে দেখে নেবেন।

আচ্ছা - বলেন তো বিএনপির কর্মসূচিতে তিনারা পেট্রোল বোমা নিয়ে কি করতেন????? আপনার মূল্য!!- বান ভাবনা টা শুনি!

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

চাঁদগাজী বলেছেন:


২ দলই যড়যন্ত্র করে ক্ষমতায় গিয়েছে; তাদের মাঝে খালেদা জিয়াকে আপনি সাপোর্ট করেছেন; আমি কোনটাকে সাপোর্ট করিনি; এখন দেখছি, ষড়যন্ত্রকারী একদলের হাতে ষড়যন্ত্রকারী অন্যদলের পরাজয় হলে, তাতে মানুষের জন্য থাকবে ৫০% বিজয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যক্তি খালেদা জিয়া কোন ফ্যক্টর নয়।

আপনি বলেন আপনি একজন মুক্তিযোদ্ধা
আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলেন আরেকজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে শহীদ মিনারে যেতে বাঁধা দেয়া কতটুকু নৈতিক?

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



@ব্লগ সার্চম্যান বলেছেন,

১৯৭৫ সালের পর, বাংলাদেশের প্রতিটি নির্বাচন ছিল ষরযন্ত্রের প্রয়োগ; আগামী নির্বচনও সেই রকমই হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যখন পূর্ন ভাল পাওয়া যাচ্ছে না এবং তার জন্য প্রচেষ্টাও সীমিত- থকন আপনি কি করবেন?

মন্দের ভালকেইতো বেছে নিতে হবে - তাই না।

মানুষ অনেক আশা নিয়েই বিএনপিকে মন্দ ভেবেই আওয়ামীলীগকে বেছে নিয়েছিল!
কিন্তু তারা কি করছে?
এক বছরে ৭৮ হাজার কোটি টাকা পাচার আপনার কাছে কোন বিষয় নয়?
ভারতের কাছৈ নতজানু সকল চুক্তিতেও আপনি প্রীতী বোধ করেন?
গুম, খুন, হত্যা, আপনাদের কাছে কোন ধর্তব্যের বিষয় নয়?
বিদেশের শ্রম বাজার ষংকুচিত হতে হতে প্রায় বন্ধ তাও আপনার উদ্বেগের বিষয় নয়?
শিক্ষা ক্ষেত্রে বিপর্যয়ে আপনি বিকারহীন?
গণতন্ত্রের হত্যাতেও আপনি সন্তুষ্ট!!!!!

তবে আপনি ধন্যবাদের সাথে আসতে পারেন।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখেছেন,

একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

খুব ভাল একটা ব্লগ লিখেছেন। :) তার জন্যএ আরেকটি ধন্যবাদ

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



" আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলেন আরেকজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে শহীদ মিনারে যেতে বাঁধা দেয়া কতটুকু নৈতিক? "
-উনি শুধু মুক্তিযোদ্ধার ব্উ নন, উনি আইএসআই'এর লোকও সাথে সাথে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা নন বলেই আমার সন্দেহ হচ্ছে!

কাকের মাংস নাকি কাকে খায় না। আর আপনি একি অর্থহীন প্রলাপ বকলেন - এই একুশের মাসে!

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


" মন্দের ভালকেইতো বেছে নিতে হবে - তাই না। "

-আওয়ামী লীগ ও বিএনপি মানুষকে মন্দের ভালো বাছার সুযোগ দেয়নি কোনদিন; আপনার মনে হয়েছে হয়তো যে, ভোট হয়েছিল; ভোটের রেজাল্ট প্রতিবারেই বদলেছে।

ওরা মারামারি করে, কমপক্ষে ১ দল পরাজিত হোক; বাকীটাকে মানুষ থামাতে পারবে; ২ দলের বিপক্ষে মানুষ বারবার পড়াজিত হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি কাউকে দোষ দিইনা। দোষ আমাদের।

আমরা এখনো নিজের অধিকার সম্পর্কে সচেতন নই। আমরা জানিনা আমাদের মৌলিক অধিকার সমূহ। অধিকার আদায়ের পথ। আমরা বাছাই করি অর্থহীন নেতৃত্ব। আমরা নিজেরা তেলোপোকা তত্ত্বে কোনরকমে টিকে থেকেই তৃপ্তির ঢেকুর তুলি! আমরা সহজেই বিভ্রান্ত হই! চেতনার নামে ডাকাতি করলেও আমরা নিরব থাকি! অন্যের পান থেকে চূন খসলে যখন হাউ কাউ করি- তারাই আবার আরেকজনের দিন দুপুরে ডাকাতিতে নিরব- দেখেও না দেখার ভান করে চলি!!

আমাদের বদলাতে হবে!!! সবার আগে স্বাধীনতা আর স্বাধীকারে অর্থ বুঝে।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

অগ্নি কল্লোল বলেছেন: .

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই কি ভূই পাইছেন ? হা হা হা

আপনার উত্তর নীচে
..

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

অগ্নি কল্লোল বলেছেন: না ভাই দুইটা ছাগল মারামারি করছে আমি মানুষ হইয়া কি কমু। ছাগলতো আর মানুষের কথা শুনে না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: না আপনি মানুষ নন!!!

কারণ তাহলে ছাগল আপনার নেতা হতে পারত না। আর যখন তাদেরই নেতা মেনেছেন- তাদের হাতেই দেশ ছেড়ে দিয়েছেন তবেকি নিজের পরিচয় বদলাবেন ;) ????

কথা না বলাও এক ধরনের অপরাধ।

কথা না বলে তেলাপোকার মতো বেচে থাকার চেয়ে কথা বলে যদি মরে যেতেও হয়- তা হবে মানুষের মরণ। নয় কি? (আপনার তত্ত্ব মতেই ;) )

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

আনু মোল্লাহ বলেছেন: প্রকৃতপক্ষে যে চেতনার জন্য ১৯৫২ সালে রক্ত দেয়া হল যে চেতনার জন্য দেশ স্বাধীন হল তার বিপরীত চেতনার চাষবাস চলছে দেশে।

প্রিয় বিদ্রোহী ভাই, কেমন আছেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আনু মোল্লাহ।

যে বায়ান্ন শিখায় মাথা নত না করতে- সেই বায়ান্ন স্মরণ সভায় অন্যায় দেখেও নিরব থাকাও কি অন্যায় নয়?

আজ ১৬ কোটি নাগরিক তাদের মত প্রকাশ ভোটাধীকার প্রয়োগ, তাদের সাংবিধানিক নূন্যতম মৌলিক অধিকার বঞ্চিত!!! ভিন্নমত যেখানে গণতন্ত্রের ভিত্তি- তা দমনে সর্বকালের নিকৃষ্ট নিষ্ঠুরতম পদ্ধতি প্রয়োগ হচ্ছে- সেখানে আমিতো আর যাই হোক সুশীলপনার নামে হিপোক্রেসি করতে পারবো না। তাই নিজের একান্ত মতটা প্রকাশের মাধ্যমে নূন্যতম প্রতিবাদের চেষ্টাটুকু করেছি।
এট ভুল। এটা অন্যায়। এটা করা উচিন নয়।

বিপরীত চাষবাসের দেশে যতটুকু ভাল থাকা যায় ;) ততটুকুই ভাল আছি ভাই।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

অগ্নি কল্লোল বলেছেন: তা, বটে!!!
আসল ছাগল আর মানুষ রুপি ছাগল একদম আলাদা।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ রুপিদের হাতে দেশটা দিয়েইতো আজ এত কষ্ট আমজনতার।

আল্লাহ দেশটাকে আসল মানুষদের হাতে যে কবে তুলে দেবেন সেই অপেক্ষায়... সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকত!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: একুশের প্রকৃত চেতনায় জেগে উঠুক সকল মন। সত্য, ন্যায় আর অবিচার অন্যায়ের প্রতিবাদে।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: পুলিশের বাধা দেওয়া ও লাঠিচার্জের ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না! কারণ কী? ফেবুতে পড়লাম নেতাকর্মীদের মধ্যে নাকি হাতাহাতি হয়েছে, কয়েকজন নাকি অাহতও হয়েছিলো । পরিস্থিতি নিয়ন্ত্রণে অানতেই কি...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু পত্রিকার খবরটা বিস্তারিত পড়ে দেখুন!

প্রথমে হাইকোর্টের সামনে আটকে দেয়.. পড়ে দোয়েল চত্ত্বরে..
তারপর শুধু ২ টো গাড়ী যেতে অনুমতি! দেয়.. বাকীদের প্রবেশ বাঁধার পরই নাকি তর্কাতর্কি, হাতাহাতি..

তারচে অবাক লেগেছে অনেকেই যেন নিউজটাকে আড়াল করতেই ব্যস্ত কিংবা অফ ট্যাকে নিতে!

আর আপনি সচেতন মানুষ হিসেবে একটু পিছিয়ে যান ১-২ দিন আগের পত্রিকাতেই পাবেন ডিএমপি থেকে ঘুরেয়ি পেচেয়ি যা বলা হয়েছে তা পড়ে দেখুন..এবার মিলিযে নিন দৃশ্য! দেখুন মিলে কিনা!

বিষয়টা দু:খজনক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিূচক্ষন আগে বিকেলে জনাব রিজভী পল্টে সংবাদ সম্মলনে যা বলেছে পড়ুন...
....
রিজভী অভিযোগ করে বলেন, গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনেই পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। সব বাধা অতিক্রম করে বিএনপি চেয়ারপারসনের গাড়ীবহর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি আসলে পুলিশ দুই জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে অপেক্ষমান বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত আক্রমন চালায়। এই ঘটনায় প্রায় ৫০ জনের অধিক বিএনপি নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়। বিএনপি চেয়ারপারসনের গাড়ীবহরকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পুলিশের বারবার বাধা প্রদান ও বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশী হামলাকে বর্বরোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষয়টা সত্যিই দুঃখজনক!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সাধু..
নূন্যতম বোধটুকু রেখেছেন বলে। মন্দকে মন্দ বলাটাই ন্যায্যতা।

ধন্যবাদ আবারো

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: যদিও রাজনীতি করি না, কিংবা রাজনীতিকে নিজের মধ্যে প্রশ্রয় দিই না। তারপরেও আমাদের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা দেখলে আসলেই খারাপ লাগে। তবে আমি আপনার পোস্টে উল্লেখিত বিষয়টা নিয়ে দুইভাবে কথা বলবো-


(রাজনৈতিক দিক থেকে)
প্রথমত, আমার মনে হয় খালেদা জিয়ার গাড়িকে শহীদ মিনারে না যেতে দিয়ে কিংবা বাধা দিয়ে পুলিশ ঠিকই করেছিল। কারণ এই দেশে বাস করে জিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের নামে বাজে কথা বলতে পারে। তার শহীদ মিনারে যাওয়ার কোন অধিকার নেই। তাও যদি তিনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী হন। ভাবতে অবাক লাগে, যে শহীদদের কে নিয়ে আমরা গর্ব করি সেই শহীদদের নামের লিস্ট বের করাটা কি এতটাই জরুরি? কেন? এখানে একলাখ কম/বেশি হলে কি ক্ষতি হয়? অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেটাইকি বড় ছিল না?

(সাধারণ জনগনের দিক থেকে)
দ্বিতীয়তো, পুলিশের উচিত হয়নি খালেদা জিয়ার গাড়িটিকে বাধা দেওয়া। কারণ বর্তমানে উনি কোন প্রধানমন্ত্রীও নন, বিরোধীদলিয় নেত্রীয় নন। একজন সাধারণ মানুষ। সুতরাং একজন সাধারণ মানুষ হিসাবে অবশ্যই উনার শহীদ মিনারে যাওয়ার অধিকার আছে।

উপরোক্ত মন্তব্য দুইটি আমাদের বর্তমান রাজনীতির অবস্থা বিবেচনা করেই বললাম। বিএনপির কিছু হলে দোষ পড়বে আওয়ামীলিগের ঘাড়ে, আর আওয়ামীলিগের কিছু হলে দোষ পড়বে বিএনপির ঘাড়ে। মাঝখান থেকে মার খাবে আম-পাবলিক। আমাদের রাজনীতি থেকে এই ধরনের মানুষিকতা যে কবে দূর হবে.......(একটা দীর্ঘশ্বাসের ইমো হবে)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি জনসাধারন হয়েই গ্রহন করলাম সাধারণ জনগণের মত টুকু- কারণ আমিও যে তাই :)

আমাদের রাজনীতি থেকে এই ধরনের মানুষিকতা যে কবে দূর হবে.......(একটা দীর্ঘশ্বাসের ইমো হবে) সহমত।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্য বলাটা আগে ছিল অভ্যেস। তাই সাহস।
এখম অনভ্যেস। তাই দুঃসাহস।

গদি পেলেই সবাই আরাম নিয়ে ভাবে। ক'জন গদির নিচে পরিষ্কার করে? ভেতরে পরিষ্কার করে? উপরের তোয়ালের চাকচিক্য নিয়েই সবকিছু।

একুশ ছিল। চেতনা আছে।
রাজনীতি ছিল। আছে।

একুশ নিয়ে তাই রাজনীতি করে। কেউ কেউ না। অধিকেউ।
দেশটারে কেউ মা ভাবে না। আমিও মনে হয় না। এখানেই আটকে যায়।


আর ইতিহাসের চচ্চড়ি খাবো মনে হয় কিছুদিন পরে। সাথে ভাষার ফ্লেবারও থাকবে।
যদিনা ঐক্য আসে। প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে। আমাদের মধ্যে।

একুশের শুভেচ্ছা রইল প্রিয় ভৃগুভাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর ইতিহাসের চচ্চড়ি খাবো মনে হয় কিছুদিন পরে। সাথে ভাষার ফ্লেবারও থাকবে।
যদিনা ঐক্য আসে। প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে। আমাদের মধ্যে।

দারুন। আপাতত এই ছাড়া তো পথ দেখছি না। সাধারন জনতার চোখে...

বলার ষ্টাইলে মুগ্ধতা :)

একুশের শুভেচ্ছা প্রিয় রাজপুত্তুর থুরি রাজপুত্র :)

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

রাবেয়া রাহীম বলেছেন: খুব ভাল লাগলো লেখাটি ।

সবাইকে একুশের শুভেচ্ছা। একুশের প্রকৃত চেতনায় জেগে উঠুক সকল মন। সত্য, ন্যায় আর অবিচার অন্যায়ের প্রতিবাদে।

এই মুহূর্তে বাংলাদেশ খুব মনে পড়ছে।
ভাল থাকবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.. আপনাদের দেশের প্রতি টানটা যদি দেশের সকলের মাঝৈ কপি করা যেত :)

একুশের শুভেচ্ছা বুবু!
অনেক অনেক হোম টাস্ক! ফাকি বাজ ছাত্রতো ;) :):):)

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

আলমগীর হোসাইন আরমান বলেছেন: ব্লগ টা পড়েছি তাই লাইক কমেন্ট দিয়ে গেলাম

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কষ্ট করে পড়েছেন এবং লাইক কমেন্ট দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

নেক্সাস বলেছেন: একজনের জনপ্রিয়তা আরেক জন কে করে দিচ্ছে নির্লজ্জ স্বৈরাচার।

এক মাঘে শীত যায়না। ইতিহাসে এইসব ঘৃন্য কর্মকান্ড কালো অক্ষকরে লিখা থাকবে এবং তার পাল্টা জবাবটাও সময় দিয়ে দিবে। তখন এই দেশে, এই সমাজে, এই ব্লগে স্বৈরাচার দোসরদের কে গনতন্ত্র শিক্ষা দেওয়া হবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতিহাসে এইসব ঘৃন্য কর্মকান্ড কালো অক্ষকরে লিখা থাকবে এবং তার পাল্টা জবাবটাও সময় দিয়ে দিবে।

অথচ এই সময়কেই অনেকে অবজ্ঞা করে! সময়ের বিচার বড়ই কঠিন! আবেগ বর্জিত ন্যায়পরায়ণ সঠিক।

ধন্যবাদ নেক্সাস ভাই। সকলের অদ্ভুত নিরবতা খুব কষ্ট দিল- ২১র চেতনাও কি তবে কেবলই আনুষ্ঠানিকতায় বদলে গেল!!!!

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:



হায় ! আমাদের একুশের চেতনা।

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: কিূচক্ষন আগে বিকেলে জনাব রিজভী পল্টে সংবাদ সম্মলনে যা বলেছে পড়ুন...
....
রিজভী অভিযোগ করে বলেন, গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনেই পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। সব বাধা অতিক্রম করে বিএনপি চেয়ারপারসনের গাড়ীবহর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি আসলে পুলিশ দুই জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে অপেক্ষমান বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত আক্রমন চালায়। এই ঘটনায় প্রায় ৫০ জনের অধিক বিএনপি নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়। বিএনপি চেয়ারপারসনের গাড়ীবহরকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পুলিশের বারবার বাধা প্রদান ও বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশী হামলাকে বর্বরোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান


আর যাই হোক, উনি যাই করেন না কেন, উনার প্রতি অন্যায় করা হয়েছে। এটা দেখে যারা খুশী হয়েছেন একদিন তারা নিজেদের ভুলের জায়গাটি দেখে হয়তো অনুতপ্ত হবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর যাই হোক, উনি যাই করেন না কেন, উনার প্রতি অন্যায় করা হয়েছে। এটা দেখে যারা খুশী হয়েছেন একদিন তারা নিজেদের ভুলের জায়গাটি দেখে হয়তো অনুতপ্ত হবেন।

ধন্যবাদ সহজ করে বলায়।

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


উল্টাপথের বিবরণ পড়লাম।

রাজনীতিক না হলে সাধারণ মানুষের জন্য রাজনৈতিক আচার-আচরণ ও এর প্রতিফল বুঝা বড়ই মুশকিল। বাংলাদেশের রাজনীতিকদের আচরণ তো আরও কঠিন। বিশ্বের অভিজ্ঞ রাজনীতিক আর রাষ্ট্রবিজ্ঞানীকে প্রশ্ন করুন... তারা আমাদের নেতানেত্রীদের সম্পর্কে অভিমত দিতে পারবেন না।

মাঝেমাঝে মনে হয়, আমাদের রাজনীতিকরা পৃথিবীর যেকোন দেশের নেতানেত্রীর চেয়ে অনেকগুণে যোগ্য এবং বিচক্ষণ। তা না হলে ১৬/১৭ কোটি মানুষে ঠাসা... আর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মাত্র পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়া কোন বারাক ওবামার কাজ নয়। তবু দেখুন এদেশের সরকার প্রধান হবার জন্য নেতানেত্রীদের কত আগ্রহ... কতই কটূচাল তারা করেন! জাপান সুইজারল্যান্ড কানাডা ফ্রান্স... ইত্যাদি দেশের নেতাদেরকে জোর করলেও কিন্তু এরকম একটি দেশের নেতা হবেন না।

এসব বিবেচনা করে, আমার দেশের সকল দলের নেতাকে আমি শ্রদ্ধা জানাই। আপনি কী বলেন ভৃগু ভাইয়া...? ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশ্বের অভিজ্ঞ রাজনীতিক আর রাষ্ট্রবিজ্ঞানীকে প্রশ্ন করুন... তারা আমাদের নেতানেত্রীদের সম্পর্কে অভিমত দিতে পারবেন না।
= কোন সন্দেহ নেই ;)
শ্রদ্ধা জানানোটা আপেক্ষিক হলেও আমাদের সার্বিক পিছিয়ে পড়াই কিন্তু তাদের ভিন্ন পথের চলাকে ভিন্ন বানিয়েছে। আমাদের জাতীয় নীতিতেই আমরা যতটা বহুমূখি বিশ্বের অন্যকোনদেশে তা কল্পনাও করা যায় না। আমরা আমাদের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, রাষ্ট্রীয় নীতি নির্ধারনী চেতনায়, নেতা নির্বাচনের সচেতনতায় যতটা পিছিয়ে - ততটা অন্য দেশে নয় বোধকরি।

জেগে উঠতে হবে আমাদের আমজনতাকেই। নিজের স্বার্থে, দেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে..

তখন সকল দলের নেতারা অন্তর থেকেই শ্রদ্ধা অর্জনের যোগ্য হয়ে উঠবেন নিশ্চয়ই:)

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

বিজন রয় বলেছেন: একুশের প্রকৃত চেতনায় জেগে উঠুক সকল মন। সত্য, ন্যায় আর অবিচার অন্যায়ের প্রতিবাদে।
+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ রয়'দা

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

স্পর্শ বলেছেন: জনাব ,চমৎকার একচোখো নীতিতে লেখে ফেললেন এই সমস্তু কথা! কবে দুর হবে এদেশ থেকে এই একচোখো নীতি? ?
বিভিন্ন দেশ স্বাধীনতার পর দিনে দিনে সব কিছুতে উন্নতি করে, বিশেষ করে তাদের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মনমননে তথা সার্বিক ব্যাবস্থাপনায়; কিন্তু আমরা এমনই এক জাতি যে, আমরা শুধু ভোগের বিষয়টা নিয়েই গুরুত্ব দিয়ে ভাবি, শুধুই অর্থনৈতিক উন্নয়ন, অন্য সব কিছুতে আমরা অধঃপাতের যেন শেষ সীমায় পৌঁছার চেষ্টায় রত। বাংলাদেশ নামক রাষ্ট্রটা গঠনের চার স্তম্ভের প্রথমটা, ‘গণতন্ত্র’-কে আমরা কোনঠাসা করতে করতে এখন একেবারেই খেল-তামাসায় পর্যবসিত করে ফেলেছি। এখন ‘সুফিয়া খাতুন’-দের ভোট দিতে গিয়ে শুনতে হয়- তার ভোটটা আগেই দেয়া হয়ে গেছে।
আর কত তামাসা দেখবে জনগণ? ? আর কিছু বলার নেই! !

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি মনে হয় ভাল করে পড়েন নি!
আমিতো আপনার মতটাই তুলে ধরেছি। সুফিয়াকে শুনতে হয় ভোটটা আগেই দেয়া হয়েছে.. একজন খালেদাকে শহীদ মিনারে যেতে পুলিশি বাঁধা বারবার টপকে যেতে হয়.. একজন স্পর্শকে মত প্রকাশের আগে শতবার ভাবতে হয় ৫৭তে আটকে যাবে নাতো!

একুশ তো আমাদের এই শিখায়- সকল অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ করতে- শুধু কথা কলমে কাগজে নয়- প্রয়োজনে বুকের রক্ত ঢেলে!

সেই একুশের মাসে একুমের চেতনার স্পষ্ট উলঙ্ঘন দেখেইতো এ লেখা।

ভাল থাকুন।

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

পথে-ঘাটে বলেছেন: ২১
অমর একুশ।
একুশ মানে মাথা নত না করা
একুশ মানে সত্য ন্যায় আর স্বৈরাচারিতার বিরুদ্ধ জ্বলন্ত ক্ষোভ
একুশ মানে অধিকার, স্বাধীকার, আদায়ের চেতনা।
প্রতিপক্ষ যত বড়, যত শক্তিশালী আর স্বৈরাচারীই হোক না কেন- আমজনতা জেগে উঠলে যে তাদের পরাজিত হতেই হয় তার বৈশ্বিক উপমা। অনাগত দিনের দাবী আদায়ের প্রেরণা। নিত্য নিজের স্ব-ভিমানকে জাগ্রত রাখার চেতনা।


উপরের কথা গুলো বর্তমানে বই-পুস্তকেই সীমাবদ্ধ। আমাদের সৌভাগ্য যে আমরা বই পুস্তকে পাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্মের হয়ত জাদু ঘরে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.