নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

প্রেম নেবে গো? চেতন প্রেম~ হরিৎ বরণ !!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

আঁধার নামছে জীবন নদে
কাম নদীতে চর জাগিয়ে নির্জনতায়
সকল নষ্ট স্মৃতির দিয়ে কবর কোনে কোনে
পংকিল যত পাপ ভার মুছে দিয়ে চারপাশে
মগজে মুক্তির সুর লহরী
প্রিয় হৃদয় খুঁজে পেল অকৃত্রিম প্রেম
তুমি নেবে কি?

লাগাম হারা হৃদয় প্রেমের নামে কাম-তাপে পুড়ে
প্রাণজল ঝরিয়ে অঝোর-লালসার সিড়ি বেয়ে
ছিল অবোধ ভাবনায় ডুবন্ত জীবন
তুমিও ডুবছ কি?

সূখের নামে মোহ মায়ার ডোরে
ভুলেই গেছিলাম সততার রঙ
আর বেহায়া বস্তুবাদের স্বপন
চাওয়ার পাগলা ঘোড়া ছোটায় লাগামহীন
অবেলায় ডাকলে আপন করে-বেলা শেষের ক্ষণ
তোমারো সময় ফুরিয়েছে কি?

এক নজর বুকের তিলে- আঁচল আছড়ে পড়ায়~
হারিয়েছিলাম কাম ঘোরে- একটু নজর ফেরাতেই
পবিত্র পাপ মুছে গেছে~~
ভাবনার এপারে এখন,
কেবলই প্রেমের সুরভিত হরিৎ বরণ, চেতন প্রেমে;
তুমি সেই প্রেম নেবে কি?


মন্তব্য ৬৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২

রাবেয়া রাহীম বলেছেন: =p~ =p~ =p~ সুপার
কবিতায় ++++++++++++++++++্
অনেক শুভ কামনা। টার্গেট আগামী বইমেলা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক অনেক...

এতবড় স্বপ্ন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভাঙলে কিন্তু কষ্টটাও তেমন বড়ই লাগবে কবি!!!!

ধন্যবাদ আবারো.....

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

বিজন রয় বলেছেন: কবিতার বিষয় ভাল কিন্তু কোথায় যেন একটু খটকা লাগছে পড়তে, বিশেষ করে প্রখম দিকে।
+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ রয়'দা।

এ আমার ব্যর্থতাই তবে ! মাথা পেতে নিনু।
যদি বলতেন কোথায়- হয়তো আবার ভাবা যেত নতুন করে।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



চাওয়ারতো শেষ নেই কিন্তু ঐযে সততার রঙ মুছে দিয়ে সেই চাওয়াকে পাওয়ায় পরিণত করাটাই এখন রীতি হয়ে গেছে। সুরভিত প্রেম কি এরা নিতে চাইবে !

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই তো ভাবনার বিষয়!
সুরভিত প্রেমের সন্ধানই যে পেল না- প্রেম নামের কাম নদীর ঘোলা জলে ডুব সাতারে জীবন শেষের পথে!! সে কি করে খুঁজবে?

পরম তৃষ্ণা ছাড়া কি মেলে
সেই পরম মিলন জল
সুরভিত হরিৎ বরণ...

ধন্যবাদ অনেক অনেক কান্ডারী ভায়া :)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার। সুন্দর

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা আরণ্যক রাখাল ভাই

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

কল্লোল পথিক বলেছেন: বিদ্রোহী ভাই আপনিতো চমৎকার কবিতা লেখেন।
কবিতায় ++++++++++++++++++
অনেক শুভ কামনা জানবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক অভিমতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
এই সামান্য আর কি! আপনাদের মতো হবার চেষ্টা করছি :)

অনেক অনেক শুভ কামনা আপনার জন্যও।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

অগ্নি কল্লোল বলেছেন: মোটামুটি লেগেছে।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক.....

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

উল্টা দূরবীন বলেছেন: বিমুগ্ধ। চমৎকার হয়েছে কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ..

আপনাদের মুগ্ধতাই আমার পাথেয় :)

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আচ্ছা ভৃগু ভাই একটা প্রশ্ন

কবে থেকে কবিতা লেখার শুরু বলেন তো?


এই কবিতা নিয়ে পড়ে আবার আসছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইডি এক্কেবারে গোড়ায় হাত দিলেন ;)


আক্ষরিক বল্লে - এইতো সেদিন থেকে :).....


আসলে লেখালেখি বেশ আগে থেকেই। যখন ইন্টার ১ম র্বষে তখনই ছাপা হতো বিভিন্ন দৈনিকে!
এরপর একরকম গুম হয়ে যাই...
কখনো অভিমানে কখনো অলসতা .....
আমাদের রাবেয়া রাহিম বুবু যেন সেই মরা গাঙে
আবার খুঁচিয়ে জীবন্ত করেছেন প্রাণ প্রবাহে।
সকল ভালর জন্য কৃতজ্ঞতা উনার প্রতি
সকল না পারা ব্যর্থতা মন্দের দায়টুকু স্রেফ আমার।

এইবার বলেন ভায়া রাজপুত্তুর ... :)

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কবিতা তো কবিতাই। :)

আপনার লেখাগুলো ফলার মতো। তা দিয়ে মাটি কুপানো যাবে। উঠে আসবে পঙ্কিলতা। শোষক শোষণ। বালিকার বুকে তা চালালে রক্ত ঝরবে।

আমিও সবনিয়ে লিখতে পারি না। লিখলেও গোখাদ্য হয়ে যায়। সব নিয়ে উল্টেপাল্টে দেখা ভালো। তবে মেঝেতে ইট সুরকি আগে ভালোভাবে দেওয়া লাগবে। তাই তো?

আলোচনায় উঠে আসলো এগুলো।
ধনাত্মক হবেন আশাকরি। ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশ্যই ধনাত্বক!

আমিতো কেউ নই- যতক্ষন তুমি না বলো আমি কে? ;) তাই না :)

আপনার সবিনয় আপনার উদারতার চিহ্ণ। আপনি অনেক ভাল লেখেন।
আপনার মতো সৃহৃদ পেলে মহাশূন্যেও ফাউন্ডেশন গড়ে উঠবে ইনশাল্লাহ :)




১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

আবু শাকিল বলেছেন: কবিতার শব্দচয়নে মুগ্ধ।
কবিতায় শব্দের খেলা উপভোগ করলাম।
দারুন ভাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাকিল ভাই অনেক অনেক কৃতজ্ঞতা....

আপনার উপভোগ- স্রষ্টার সন্তুষ্টি!!! ;)

অনেক অনেক ধন্যবাদ

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

গেম চেঞ্জার বলেছেন: ভাল মানের একটি কবিতা ভ্রাতা!!

সূখের নামে মোহ মায়ার ডোরে
ভুলেই গেছিলাম সততার রঙ
আর বেহায়া বস্তুবাদের স্বপন
চাওয়ার পাগলা ঘোড়া ছোটায় লাগামহীন
অবেলায় ডাকলে আপন করে-বেলা শেষের ক্ষণ
তোমারো সময় ফুরিয়েছে কি?


মানুষ নিজের প্রবৃত্তি দমন করতে ব্যর্থ হয়। এর পেছনে নৈতিক-জাগতিক শিক্ষাই দায়ী। আমরা এখন তা দিতে ব্যর্থতার উঁচু পাহাড়ে উঠে গেছি। অনেক উঁচু।

ভালবাসা বলেন আর ব্যক্তিজীবন বলেন আমাদের সামগ্রিক অগ্রগতির না হবার মূল কারণ এটাই। যদিও শেষবেলায় শুন্য হাতেই নিঃশেষ হতে হয়। :|

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ নিজের প্রবৃত্তি দমন করতে ব্যর্থ হয়। এর পেছনে নৈতিক-জাগতিক শিক্ষাই দায়ী। আমরা এখন তা দিতে ব্যর্থতার উঁচু পাহাড়ে উঠে গেছি। অনেক উঁচু।
এবং ক্রমশ ধাবমান ...ভোগ আর পুজির অন্ধ দৌড়ে আঁধার পাহাড়ের উচ থেকে আরও উচু..
সেখান থেকে পড়ে প্রাণ হারাচ্ছে সততা, বিবেক, চরিত্র, ন্যায়-অন্যায় বোধ, মানবিকতা, সহজতা, সব সবকিছু..

ধন্যবাদ বিস্তারিত মন্তব্যে। অনেক অনেক ভাল লাগল উপস্থিতি :)

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত কবিতায় +

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যাংকু ভাই --- অনেক অনেক ধন্যবাদ।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

তানজির খান বলেছেন: ভাল লেগেছে কবিতা, শুভকামনা রইল কবি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীতি বোধ করছি। আপনার ভাল লাগা এবং শুভ কামনায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

জুন বলেছেন: রাবেয়া রাহিম এর কাছে কৃতজ্ঞ সাথে ধন্যবাদ এমন একটি অসাধারন কাজের জন্য বিদ্রোহী ভৃগু ।
:)
+

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই - উনার পোষ্টে উনার প্রায় কবিতার উত্তর দিতে গিয়ে আরেকটি কবিতা এসে যাচ্ছিল.. বিষয়টি উনি খুব করে খেয়াল করেন! এবং

তারপরতো কেবল পুন: প্রত্যাবর্তনের ইতিহাস ;)

সত্যি উনাকে ধন্যবাদ অশেষ... নইলে আমার সামান্য অনুভবে আপনাদের বিশাল বিশাল অনুপ্রেরণাতো কখনোই পাওযা হতো না :)

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

রাবেয়া রাহীম বলেছেন: ছোট ভাইয়া তোমার বিনয়ে এবার কিন্তু আমি শরমে লাল হয়ে যাচ্ছি :>
এই ব্লগে কিন্তু অনেকেই আমার কবিতা পড়ে কমেন্ট করেছে কিন্তু কেউ তোমার মত হয়েছে কি ? পুরোটাই তোমার গুণ । তুমি নিজ গুণে , নিজ প্রতিভায় এগিয়ে যাচ্ছ । আমার অনেক শুভ কামনা আছে তোমার সাথে ।

কিন্তু ভাইয়া, বড় বুবুর স্বপ্ন বিফল খুব কম হয় ।
স্বপ্ন ভাংবেনা , তুমি জেভাবে এগিয়ে যাচ্ছ তোমাকে দিয়ে হবেই , এই প্রতিভা তোমার ভেতরে সুপ্ত ছিল এতদিন । এখন যখন জেগেছে দেখবে কিছু না কিছু তুমি করবেই । কবিতা লেখায় খুব আনন্দ পাওয়া যায় , আর সবাইকে দিয়ে কিন্তু কবিতা হয়না ।
তোমাকে দিয়ে খুব ভাল ভাবেই হচ্ছে ।

অনেক দোয়া রইল , ভাল থেক । আর একটা কথা, ডেইলি লেখার চেষ্টা করবে , প্রতিদিনের আবেগ , অনুভুতি গুলি লিখে ফেলবে , দিন শেষে যখন গুছাবে দেখবে খুব সুন্দর কবিতা হয়ে গেছে , আমি আসলে এটাই করি । আমার কবিতা গুলি এভাবেই লেখা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন শুভেচ্ছা, ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

আমার কুন দোষ নাই্ জুনাপু বললেন- তাই সত্যটাই জানালাম :)
ভাইয়া, বড় বুবুর স্বপ্ন বিফল খুব কম হয় - তাই যেন হয় :)


১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



শেষের স্তবকে একজন মানুষের হুশ ফেরার কথা বলেছেন ।
তবে এযুগে অমন ধবল, কোমল, নিষ্কাম প্রেম কেউ নেবে কি ?

( সকল নষ্ট স্মৃতির দিয়ে কবর কোনে কোনে এইখানে " .....নষ্ট স্মৃতির দিয়ে..." না হয়ে মনে হয় " নষ্ট স্মৃতি দিয়ে" হবে । )

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহমেদ জিএস ভাই, হয়তো কেউ নেবে, অথবা কেউ কেউ তার সাধনায় রত... এই বৈচিত্রেইতো জীবন মধুময়..

নিষ্কাম প্রেমেই তো প্রেম অনুভুত হয়.. কামের তপ্ততায় প্রেম কর্পূরের মতো উবে যায় বোঝার আগেই ;) নয়?

এভাবেই যদি সবটি সময় ধরিয়ে দেন- তবে কৃতজ্ঞ থাকবো ভায়া :) ঠিক করে দিচ্ছি..
অন্তহীন ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৬

রাবেয়া রাহীম বলেছেন: শেষের স্তবকে একজন মানুষের হুশ ফেরার কথা বলেছেন ।
তবে এযুগে অমন ধবল, কোমল, নিষ্কাম প্রেম কেউ নেবে কি ?


তোমার এই কথার উত্তর অনেক দীর্ঘ হয়ে যায় । অল্প পরিসরে বলছি এটা সাধারণত এক তরফা প্রেমের বেলায় বুঝায় ।
আশা করছি বুঝবে । কবিতা ক্রিটিক এই জায়গাটা খুব ভাল ব্যাখ্যা করতে পারবে। আমার লেখার শেষ স্তাবক আমার কাছে খুব স্পেশাল , কখনো কখনো জীবনে অনেক কিছু ঘটে যায় সেই সব ঘটনা খুব সূক্ষ্ম ভাবেই কবিরা শব্দ বন্দী করে মনের মাধুরী দিয়ে ।
তাই বলছিলাম যে কবিতা লেখায় খুব আনন্দ কাজ করে যা অন্য লেখাতে পাওয়া যায়না । খুব ভাবুক আর গভীর আবেগী না হলে কবিতা আসবেনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ বুবু - ঐটা আহমেদ জীএস ভাইয়ের কথা ....

কবিতা লেখায় খুব আনন্দ কাজ করে যা অন্য লেখাতে পাওয়া যায়না - সহমত। প্রত্যেক সৃজনশীল ধারাতেই এমনটাই অনুভূত হয়। কবির কাছে কবিতা, শিল্পীর কাছে রং-তুলির কাজ, ফটোগ্রাফারের কাছে তার ছবি, গীতিকারের কাছে তার গান......
:)

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

অন্তঃপুরবাসিনী বলেছেন: কবিতার শিরোনাম খুব আকর্ষণীয়।
কবিতা পড়তে বাধ্য করলো। :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অন্তপুরবাসিনী :)

নামকরনে সার্থকতা বিশ্লেষিত হল চমৎকার অভিব্যক্তিতে :)

ভাল থাকবেন।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: দেখ দেখি কান্ড ! আমার বয়স বাড়তেছে এইটা বুঝছি এবার । =p~ =p~ =p~

তুমি লিখবা আমি পড়ে মন্তব্য করব, আমি একটু আরাম করি এখন । =p~ =p~ =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিদের বুঝি বয়স বাড়ে????

তারাতো চির নবীন!

কবির আরামতো কবিতা পড়ায় না সৃজনে ;) =p~ =p~ =p~ পাঠকের আরাম পড়ায় :)

ভাল থাকুন।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: দারুণ কবিতা। ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ছড়াকার ভায়া।

আপনার অনন্য লেখনি আমাদের উদ্বুদ্ধ করে :)

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও এক কথায় অসাধারণ একটা কবিতা।
অনেক অনেক শুভ কামনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুবুল আজাদ।
আমার প্রেরণায় উৎসাহের ফল্গুধারা বইয়ে দিলেন:)

অন্তহীন শুভকামনা আপনার জন্যেও।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

পথে-ঘাটে বলেছেন: আর বেহায়া বস্তুবাদের স্বপন

যে হৃদয় বস্তুবাদে পূর্ণ
সে হৃদয় কবির অর্থহীন প্রেম নিবেদনে সাড়া দেবে কি?

যথেষ্ট সন্দেহ আছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সন্দেহ নয় নিশ্চিত তারা সাড়া দেবে না!

সেই বেহায়া বস্তুবাদের লাগাহীন ঘোড়া যে বেলা শেষে কেবলই শুন্যতায় পৌছায়
সেই সত্যকে তুলে ধরেই তো তাই--
অবস্তু সত্যের সন্ধানেই যে চেতন প্রেম তার আহবান করা হয়েছ....

যে বেলা শেষে শূন্য হতে চায় সে যাক সেই পাগলা ঘোড়ায় চড়ে ;)
আর যে চায় পূর্ণতা তার জন্যেই সেই সুরভীত হরিৎ বরণের আহবান :)

ধন্যবাদ অনেক অনেক ...........

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার। সুন্দর কবিতা
++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেহায়া বস্তুবাদ ছড়ানো সবখানে, এমনকি প্রেমেও।

চমৎকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই তাই...

অনেক অনেক ধন্যবাদ .... আপনার মন্তব্য আমাকে সাহসী করে :)

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এত জলদি মুইছা দিলে ক্যামনে হইব ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যাংকু :)

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

সায়ান তানভি বলেছেন: খাটি কবিতা লিখেছেন ।ভালো লাগা থাকলো । :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সায়ান তানভী!

অনেক অনুপ্রেরণা হয়ে রইল....আপনার মন্তব্য

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা! এই গানটা কেন মনে পড়লো বুঝলাম না!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি দারুন গানটার কথা মনে পড়িয়ে দিলেন ..

দেখেছি রূপ সাগরে মনের মানুষ
কাঁচা সোনা,
তারে ধরি ধরি, মনে করি,
ধরতে গেলে আর মেলে না।

বহুদিন ভাব তরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখা শোনা।
তারে আমার আমার মনে করি
আমার হয়ে আর হইলো না।

সে মানুষ চেয়ে চেয়ে
ফিরিতেছি পাগল হয়ে,
মরমে জ্বলছে আগুন, আর নেভে না।
আমার বলে বলুক লোকে মন্দ
বিরহে তার প্রাণ বাঁচে না।

পথিক কয় ভেবো না রে
ডুবে যাও রূপসাগরে
বিরলে বসে করো যোগসাধনা।
একবার ধরতে পেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিও না।

দেখেছি রূপ সাগরে মনের মানুষ
কাঁচা সোনা,
তারে ধরি ধরি, মনে করি,
ধরতে গেলে আর মেলে না।

বোনাস আপনার জন্য ইউটিউব লিংক https://www.youtube.com/watch?v=mL8OGpvQ9_s

অনেক অনেক ধণ্যবাদ সাধু দা :)

২৮| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৩

এক নিরুদ্দেশ পথিক বলেছেন:
কাম নদীতে চর জাগিয়ে নির্জনতায়
সকল নষ্ট স্মৃতির দিয়ে কবর কোনে কোনে
পংকিল যত পাপ ভার মুছে দিয়ে চারপাশে


এত সহজেই দায়মুক্তি! কবির পক্ষেই সম্ভভ!

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পথিক ভাই.. ফিরে আসাটা কিন্তু আসলৈই পলকের ব্যাপার! কিন্তু সেই পলক আসতে যে জ্ঞাস , বোঝা-না বোঝার পালা তাই দীর্ঘ হয়!!!
জীবনের সবদিক যখন স্পষ্ট হয়ে পড়ে চোখে তখন মোহ মুক্তি আসলেই পল মাত্র সময়ের ব্যাপার! যদিও ধরে রাখা অনেক কঠিন।

আপনার নজরে পড়েছে ভেবে প্রীত বোধ করছি। :)

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: ভাই বলা সহজ করা কঠিন!!

সেরাম হৈসে কবিতা খানি!

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগা প্রীত বোধ করছি। :)

ধন্যবাদ।

৩০| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:১২

জিমার পেঙ্গুইন বলেছেন: খুব ভাল লাগল

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক খূশি হলাম। আপনার ভাললাগা আমার প্রেরণা হয়ে রইল

ধন্যবাদ।

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

ফরিদ আহমাদ বলেছেন: লোভী করে দিলেন,আপনার পোষ্টে আবারো হানা দেবো।
শুভ কামনা রইলো।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনটা ভরে গেলো :)

আন্তরিকতায় কৃতজ্ঞতা। সবসময় স্বাগতম

৩২| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

নীলপরি বলেছেন: কি সুন্দর কবিতাটা পড়া হয়নি । খুব ভালো লাগলো ।

০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা- এতটা পেছনে হেটে এসে পড়েছেন বলে :)

অফুরান শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.