|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঘটনাবহুল জীবন শুধু মানব জাতির নয়, সমগ্র সৃষ্টি জগতের বিস্ময়! 
হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক সহজ ভাষায় শিশু-কিশোরদের কাছে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস 
এই ‘প্রিয় নবী মুহাম্মদ (সা.)’ সিরিজ। 
 
বইটির সম্পাদক ও সংকলক : মো. জহিরুল হক শামীম। বইটি প্রকাশ করেছে ঢাকা থেকে জ্বালাময়ী প্রকাশনী। 
এক মোড়কে ৩টি বইয়ের মূল্য ১২০/- টাকা মাত্র। 
  
  
বইটি পরিবেশনায় -রচনা প্রকাশ। বইমেলায় পাওয়া যাবে ৫৪৫-৫৪৮ নং ষ্টলে।
বইটি আমার সবচে বড় ভাইজানের অনেক দিনের স্বপ্ন সফলতার স্মারক। 
ফোনে তিনি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল্লাহর প্রতি এবং  
অগ্রিম অভিবাদন  জানিয়েছেন সকল হবু পাঠকের প্রতিও 
আপনাদের কাছেও আমি বড় দা'র হয়ে দোয়া চাইছি। 
 ৩৬ টি
    	৩৬ টি    	 +১২/-০
    	+১২/-০  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১০
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই....
২|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৩
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র, আপনাদের প্রচেষ্টা সফল হোক।  
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৪৫
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
আপনিতো দেখি বড় দা'র নাম মিতা 
৩|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫২
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলাইহিস সাল্লাম
প্রিয় নবী মোহাম্মদ;
শোকরিয়া ইয়া রব
সৃজিলে মোরে উম্মত।
যে নবীর মর্যাদা
যমীন থেকে আরশতক;
তাঁর পদতলে মোর
মা-বাবা কোরবান হোক।
সে নবীর গুণ গান
লিখেছেন ভাইজান;
হাজার সালাম তারে
জান্নাত হোক প্রতিদান।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১০
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
সোবহানাল্লাহ..শুকরিয়া
অসীম কৃতজ্ঞতায় বাঁধলে ভায়া
দারুন মন্তব্যে গড়লে স্মারক
স্মৃতি হয়ে রবে চির জাগরুক।
সাধ্য নাই কিছু বলি আমি অধম
প্রিয় নবীর পড়ে দরুদ সালাম; 
দয়ায় ভরিয়ে দিক আপনার জীবন
তার নূর কদমেই প্রতিদানে সপিলাম।।
 
৪|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৪
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: বইটির সাফল্য কামনা করি।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১১
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক দা।
৫|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৯
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৯
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অবশ্যই বইটির সফলতা কামনা করছি! 
আপনাকে সহ লেখককে ধন্যবাদ! পাঠকের কাছে যুগশ্রেষ্ট মানব সম্পর্কে সুন্দর একটি বই পৌঁছে দেওয়ার জন্য!
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৩
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , শুকরিয়া।
ধন্যবাদ টুকু লেখককে পৌঁছে দেব ইনশাল্লাহ। 
৬|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:৫৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:৫৯
উদাসী স্বপ্ন বলেছেন: শিশু কিশোর এবং উঠতি বয়সী ছেলে পেলেদের জন্য এসব পরিচ্ছন্ন বই আরও বেশী লেখা উচিত। একদিকে উগ্র জঙ্গিবাদের হাতছানি আরেকদিকে নাস্তিকদের ধারাবাহিক অভিযোগের নহরে এই অস্থির সময়ে এরাই বেশী বিপথে চালিত হয়!
আমার মনে হয় এই অস্থির সময়ে যারা এসব নিয়ে লেখা পড়া করেন তারা সুস্থ আলোচনা করতে পারেন আরও বেশী বেশী করে। তাহলে এক দিকে জঙ্গিবাদ ঠেকানো সম্ভব আরেকদিকে ধর্মহীনতার কড়াল গ্রাস থেকেও মুক্ত পাওয়া সম্ভব!
আপনার ভায়ের জন্য অজস্র দোয়া এবং শুভ কামনা!
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৪৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উদাসী স্বপ্ন ভাই।
মধ্যবর্তী সুস্থ সুন্দর পথটার কথাই সবচে বেশী অবহেলিত। যে পথে চলার দিশা চেয়ে আমরা নিত্য প্রার্থনা করি সূরা ফাতেহায়.. সরল সঠিক পথ।
আপনার আন্তরিক মন্তব্যে একরাশ কৃতজ্ঞতা।
৭|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪০
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন: 
শুভকাজের জন্য শুভকামনা রইলো।
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৭
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই.....শুক্রবারের ওয়ালাইকুম  
 
৮|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৪
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা জানাই।
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:০২
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনেক অনেক...
৯|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৭
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
ধন্যবাদ ও অভিনন্দন। 
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৪
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা অনেক অনেক...
১০|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৫
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৫
মিজানুর রহমান মিরান বলেছেন: বইটির শুভ কামনা করছি।
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:২৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: শূভ কামনায় ...অনেক অনেক ধন্যবাদ মিরান ভাই..
১১|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৩৫
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:৩৫
তানজির খান বলেছেন: শুভকামনা রইলো, সবার মাঝে ছড়িয়ে যাক ত্যাগের মহিমা। জানিনা নবীজীর কোন দিক নিয়ে লিখেছেন বইটি, তবে তার ত্যাগ ও ভালবাসা,ক্ষমার মহিমা নিয়ে একটি বই লেখার ইচ্ছে হয়েছে আমার। সেই ত্যাগের,ক্ষমার মহিমা বুঝলে পৃথিবীটা এত অস্থির হয়ে উঠতো না।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৫৫
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি না লিখেছেন বড় দ'। তবে গতানুগতিকার বাইরে প্রাণময় সত্যকেই তুলে ধরেছেন প্রচলিত ধারার বাইরে নতুনত্বে।
আপনার আশঅও পূরণ হোক। কারণ এ এমন এক বিষয়- অন্তহীন লেখালেখিতেও যার কোন সমাপ্তি হবে না। পরিপূর্ণতা আসবে না। যেন আরও কত কি বলা বাদ রয়ে গেল। অনন্য মথ সহস্র মহাগ্রন্থ্ও বুঝি কম পড়ে যাবে সেই মহিমা বর্ণনায়।
আপনার জন্যও শুভ কামনা। এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১২|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:২০
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:২০
উল্টা দূরবীন বলেছেন: সাফল্য কামনা করি।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪৯
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ দূরবীন ভ্রাত: 
১৩|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪৫
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৪৫
নেক্সাস বলেছেন: বইটি পাঠকের হাতে পৌঁছে যাক
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৫০
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: একবরাশ শূভেচ্ছা ও ধন্যবাদ শুভ কামনায়...
১৪|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৭
পথে-ঘাটে বলেছেন: সাফল্য কামনা করি।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:০১
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া 
১৫|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৪৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাজাকাল্লাহ খায়র, আপনাদের প্রচেষ্টা সফল হোক।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৫
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
আমিন।
১৬|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৬
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৫৬
মুদ্দাকির বলেছেন: এই টপিক সব সময়ই নতুন থাকবে, আল্লাহ্ লেখকের সত চেষ্টা সফল করুন।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৬
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ অনেক অনেক।
১৭|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫২
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১১:৫২
দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই আমিতো প্রবাসী, তবে দেশে খুব তাড়াতাড়ি আসতেছি, আর আমি এই ধরনের বই গুলোকেই পড়ার তালিকার ১ম মেই রাখি।
 ধন্যবাদ আপানাকে
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:১৫
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
১৮|  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৪৯
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:৪৯
রাবেয়া রাহীম বলেছেন: খুব ভালো লিখেছ , ভাল লাগলো । 
অবসেশন কবিতায় শেষ কমেন্টে তুমি একটা উত্তর কর প্লিজ ।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৩
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা বড় দা'র লেখা বইয়ের উপর পরিচিতি পোষ্ট। 
ধন্যবাদ , ঠিকাছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:০৭
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:০৭
কল্লোল পথিক বলেছেন: বইটির শুভ কামনা করছি।