নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ডয়েচে ভেলে ‘দ্য বব্স’ এ ভোট চলছে- অগ্নি সারথি ভাই আমাদের সামুর প্রতিনিধি... সারথি ভাইয়ের জন্য উদাত্ত আহবান

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

ডয়চে ভেলের ‘দ্য বব্স’

প্রতিযোগিতার ভোটাভুটি শুরু এই পোষ্টে জানতে পারলাম আমাদের সামু থেকে অগ্নি সারথি ভাই ববসে এবার নির্বাচিত হয়েছেন প্রতিযোগীতার জন্য।

অভিনন্দন অগ্নি সারথি ভাইকে।

আপডেট সুখবর:

এইমাত্র দেখলাম প্রবীর বিধানের ব্লগ এবং ইষ্টিশন ব্লগেকে পেছনে ফেলে অগ্নি সারথি ভাই ২-এ অবস্থান করছেন এসেছেন। :) যদিও এখনো ভোটের ব্যবধান অনেক তবুও সবাইকে ধন্যবাদ।

অনলাইন ব্যবহারকারীদের ভোটে ‘ইউজারস প্রাইজ’ বিজয়ীদের পাশাপাশি দ্য বব্স-এর জুরিমন্ডলী জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকের মাধ্যমে প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, যাদের আগামী জুন মাসে জার্মানির বন শহরে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে৷ ইতোমধ্যে পাঁচটি বাংলাদেশি ব্লগ এবং প্রকল্প ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করেছে, যা এক রেকর্ড৷

উল্লেখ্য, চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হচ্ছে আলসুমারিয়া, সামহয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলাট্রিবিউন, চায়না ডিজিটাল টাইমস, আইএফইএক্স, গ্লোবাল ভয়েসেস, ওয়াজা, সত্যাগ্রহ, ওয়েবদুনিয়া, গোয়া, রোমাডস্কে টিভি, নোভোয়ে ভ্রেমিয়া, মাদিয়াতাভা৷

বাংলা ভাষা বিভাগে রয়েছে পাঁচটি ব্লগ৷ এগুলো হচ্ছে ইস্টিশন ব্লগ, জার্মান প্রবাস, ইতুর ব্লগ, অগ্নি সারথির ব্লগ এবং প্রবীর বিধানের ব্লগ৷ আগামী ২ মে পর্যন্ত তাদের অনলাইনে ভোট দেয়া যাবে৷

অতি উৎসাহে ভোট দিতে গেলাম এবং দিলাম । কিন্তু ভোটের সংখ্যা দেখে হতাশ! তখন পর্যন্ত আমারটা সহ মাত্র ৪ ভোট তখন পর্যন্ত!!

১৫-৪-১৬ সকাল ১০টা আপডেট- এখন ৩৩২ ভোট পেয়েছেন কিন্তু ১ম স্থানের সাথে এখনও ব্যাপক ভোটের ব্যবধান!!!!!!!!!!!!!

সামু যেমন আমাদের পরিবারের মতো। সুখে-দু:খে সামুকে যেমন পাই সব সময় পাশে তেমনি কেউ কাউকে অনেক অনেককে না চিনলেও আপনের চেয়ে বেশি আপন অনেক ব্লগার। হয়তো নিক নেমটা ছাড়া বাকী কিছুই জানা নেই। কিন্তু আন্তরিকতা অনেক অনকে বেশি যে কোন সম্পর্কের চেয়ে।

সামুর ভালতে যেমন আমরা খুশি হই। তেমনি সামুর যে কোন ব্লগার বিজয়ী হলে তাও আমাদের আনন্দিত করে বৈকি।

তাই নিজের আনন্দের জন্যেই চলুন ভোটে সক্রিয় অংশগ্রহন করি। জাতীয় নির্বাচনে ভোট না দিতে পারার আক্ষেপ ;) টাও মিটাই।

আপনার একটা ক্লিক আমাদের সামুর লাখো ব্লগারের আনন্দের কারণ হতে পারে।

কি? নিজেকে আনন্দিত করতে চান না?

ভোট দিতে চলুন ববসে...ক্লিক

অথবা এখানে ক্লিক করুন ...

@ লগইন করুন ফেসবুক, টুইটার, ওপেন আইডি, অথবা ভিকন্টাক্ট (৫টির) এর যে কোন একটির মাধ্যমে।
সহজ ফেসবুক- আমার কাছে :)

@ লগ ইন হবার পর বেছে নিন প্রিয় বিভাগ - ইউজার এওয়ার্ড বাংলা যে ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন।
আর ২য় লিংকে ক্লিক করে ঢুকলে বাংলা ভাষা হাইলাইটস করা অংশে ক্লিক করুন

@ স্ক্রল করে নীচে নামুন... নামুন.. নামুন..

@ ৩ নং এ দেখুন আমাদের প্রিয় ব্লগার অগ্নি সারথিকে

@ দিয়ে দিন আপনার ভোট।

ব্যাস কাজ শেষ। ২৪ ঘন্টা পর আবার একই আইডি দিয়ে আবারো ভোট দিতে পারবেন। :)

একাউন্ট নিয়ে যারা সমস্যায় আছেন-

আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন।
ডয়েচে ভেলের একউন্ট না থাকলে খোলা খবুই সহজ ২টি ধাপ মাত্র।

ডয়েচে ভেলে একাউন্ট খোলা
১ম ধাপে
লগইনের পাশে ডয়েচে ভেলে আইকনে ক্লিক করুন। যে পইজ ওপেন হবে তাতে বিনামূল্যে রেজি: করুন এ ক্লিক করুন।



২য় ধাপ:

আপনার ইমেইল আইডি দিন , পাসওয়ার্ড দিন নামের ঘরে নাম লিখুন। কনফার্ম পাসওয়ার্ডে কনফার্ম করুন পাসওয়ার্ড...
আইএমন নট এ রোবট অপশনে ক্লিক করে -যে ভ্যারিফকেশন চাইবে- (ছবির উপরে লেখা থাকে.. ছবি থেকে নির্দিষ্ট কিছূ ছবি.. মার্ক করতে। নদী বললে নদী, পাহাড়া বললে পহাড়ের সব গুলো ট্রে্ন বললে ট্রেনের সকল ছবি.. এইভাবে ক্লিক করে ব্যারিফাই ক্লিক করুন।)
টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করুন।
সবশেষে রেজিতে ক্লিক করুন।


ব্যাস এইবার ভোট দিতে থাকুন আনন্দে :)



মোবাইলে ভোট দিন সহজে: সৌজন্যে সাহসী সন্তান ভাই

১।

২।

৩।

৪।
এবার 'বাছাই করুন' এ ক্লিক করলে এ রকম আসবে!


৫।
'বাছাই করুনটা কম্পিলিট হয়ে গেলে নিচে 'মনোনীতদের একজনকে বাছাই করুন' এ ক্লিক করে 'অগ্নি সারথি' ভাইয়ের নামে ক্লিক করুন। এবং সর্বশেষ ভোট দিন অপশনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। আবার ২৪ ঘন্টা পর সময় করে আর একটা ভোট দিন!





সবাইকে আনন্দিত করার এবং নিজে আনন্দিত হবার এ এক অনন্য সুযোগ।

গতবারের নির্বাচিত মাইনুল ভাইয়ের ভাষায় যদি বলি অগ্নি সারথি ভাইয়ের হয়ে...তা হবে এমন

"ডয়েচে ভেলে আমাকে চূড়ান্ত মনোয়ন দিলেও - চূড়ান্ত বিজয় আপনাদের হাতে...!"

অগ্নি সারথির বিজয় সামুর বিজয়~~~ আমরা বিজয়ী হতে চাই :)

নিজে ভোট দিন.. অন্যকেও উৎসাহিত করুন।

অগ্নি সারথি ভাইয়ের বিজয় কামনা করছি।


আমাদের সমৃদ্ধ ইতিহাস:
২০০৯-১০

জুরি এবং ইউজার এওয়ার্ড দুটোই জয় করেন ব্লগার আলী মাহমেদ

২০১১
People's Choice winner অমিপিয়াল’এর ব্লগ

People's Choice winner আদিবাসী বাংলা ব্লগ

People's Choice for Bengali আরিফ জেবতিকের ব্লগ

২০১২
Reporters Without Borders Award
Jury winner আবু সুফিয়ান’এর ব্লগ

People's Choice winner সুড়ঙ্গ – নিয়াজের ভুবন

২০১৩

People's Choice winnerশিক্ষক ডটকম

Jury winner তথ্যকল্যাণী

People's Choice winnerশৈলী

২০১৪

Jury and People's Choice Winner বাংলাব্রেইল

People's Choice winner ওম্যান চাপ্টার

People's Choice winner জিরো টু ইনফিনিটি

২০১৫

Jury winner Mukto Mona Bengali

People's Choice winner Toons Magazine Bengali









তথ্য সূত্র : ডয়েচে-ভেলে হিস্ট্রি


অ:ট : কৃতজ্ঞতা নুর ইসলাম রফিক ভাইকে। উনার পোষ্ট পড়ে ভোট দিতে না গেলে এই পোষ্ট দেবার প্রেরণা পেতাম না :)
তথ্য সূত্র: নুর ইসলাম রফিক :)

মন্তব্য ১৮৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১৮৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

নেক্সাস বলেছেন: ভোট চলুক।

ভোট দিতে আমরা ভূলে গেছি। আসুন এখানে অন্তত ভোট দিই

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভাই

অনলাইনেই শুরু হোক হারানো অভ্যাসের চর্চা ;)

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

গেম চেঞ্জার বলেছেন: ভোট দিতে গেলাম।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গেমু ভাই!

আমাদের সক্রিয়তায় আমাদেরই আনন্দ। আমরা আনন্দিত হতে চাই বিজয়ের আনন্দে!

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

উল্টা দূরবীন বলেছেন: আমার ভোট আমিই দিবো এবং অগ্নি সারথি ভাইকেই দিয়ে এলাম।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যাকে খূশি তাকে নয়.. এখানে শুধু অগ্নি সারথি ভাইকেই দিব। কারণ এবারের যক্ষের ধনতো তিনিই :)

অনেক ধন্যবাদ ভাই :)

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

মায়াবী রূপকথা বলেছেন: অবশ্যই ভোট দিব। মনোনীত হবার জন্য অগ্নি সারথি ভাইয়াকে অভিনন্দন!

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গতবারের নির্বাচিত মাইনুল ভাইয়ের ভাষায় যদি বলি
অগ্নি সারথি ভাইয়ের হয়ে...তা হবে এমন

"ডয়েচে ভেলে আমাকে চূড়ান্ত মনোয়ন দিলেও
চূড়ান্ত বিজয় আপনাদের হাতে...!"

অগ্নি সারথির বিজয় সামুর বিজয়~~~
আমরা বিজয়ী হতে চাই :)

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

উল্টা দূরবীন বলেছেন: আমার ভোট আমিই দিবো এবং অগ্নি সারথি ভাইকেই দিয়ে এলাম। এই মন্তব্য কইরা ভোট দিয়া গিয়া দেখি লিংক কাজ করে না। :(

লিংক কাজ করে না কেন?

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাত্র ক্লিক করে দেখলাম কাজ করছেতো!!!!

দা ববস

এখানে দেখূনতো..

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দিয়ে এলাম।

ভোট দেয়ার প্রক্রিয়াটা আমার মত হয়ত অনেকেরই অজানা ছিল, ধন্যবাদ আপনাকে।

অগ্নি সারথিকে অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা।
আমরা সবাই সাথেই আছি, এগিয়ে যান।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী

কথা সেটাই - আমরা সবাই সাথেই আছি,

একতাই বলতো চিরন্তনী সত্য :)

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


আছি, আমরা সবাই আছি

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা সেটাই - আছি, আমরা সবাই আছি - সবাই সাথে থাকলে অসাধ্যও সাধন করা যায়!!

একতাই বলতো চিরন্তনী সত্য :)

ধন্যবাদ চাঁদজাগী ভাই :)

৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

নুর ইসলাম রফিক বলেছেন: ফাস্ট ভোটটা আমি দিয়েছি গত কাল।
ফাস্ট পোষ্টটা আমি করেছি আজকেই।
তাই অগ্নি সারথি ভাই মিষ্টি খাওয়ালে প্রথম মিষ্টিটা কিন্তু আমাকে খাওয়াতে হবে।

অহ বিদ্রোহী ভৃগু ভাই আমি ধারণা করেছিলাম আমার পোষ্টা আজ টিকি হবে।
কিন্তু টিকি হওয়া দূরের কথা নির্বাচিত পোষ্ট-ই হয়নি।
যাই হোক আপনার পোষ্টা নির্বাচিত হয়ে।
এখন সবাই আশা রাখী জানতে পারবে যে আমাদের ব্লগার অগ্নি সারথি ভাই এই প্রতিযোগিতার মুল পর্বে টিকে আছেন।
সামুর সকল ব্লগারদের অগ্নি সারথি ভাইকে ভোট দেওয়ার আহবান করছি।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রফিক ভাই। আপনার পোষ্ট পড়েই ভোট দিতে গিয়ে খুব কষ্ট পেলাম।

ভাবলাম আমার মতোই অনেকেই হয়তো জানেন না। আর তথ্য প্রবাহের এই সময়ে তথ্যের অভাবে আমাদের প্রিয় ব্লগার ভোট খরায় ভুগবে তাকি মনে মানে...
তাই সবার কাছে তথ্য নিয়ে হাজির হবার তাগিদ অনুভভ করলাম।

বাকীটা সম্মানীত ব্লগার আর পাঠকদের অন্তরের বিষয়;)

আপনার সাথে সহমত..সামুর সকল ব্লগারদের অগ্নি সারথি ভাইকে ভোট দেওয়ার আহবান করছি।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আমি মিন্টু বলেছেন: অগ্নি সারথি ভাই এর জয় হউক ।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় হোক জয় হোক

ধন্যবাদ আমি মিন্টু :)

১০| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,ঐ জায়গায় ভোট দূর্নীতি হয়।
ভোট দিয়া লাভ নাই।
অতীতে তো কম দেখি নাই এসব।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মিসির আলী ভাই... চোরের ভয়ে কি ভাত খাবার থাল ফেলে দিয়ে মাটিকে খাব???
ক্রিকেটে দেখছেন না কিভাবে খেলা দিয়েই আমরা তাদের ষড়যন্ত্র মোকাবেলা করছি... ব্লগেও যদি তেমন কিছূ থাকে আমরা লেখা দিয়েই মোকাবেলা করব।

তাই থেমে তো থাকা যাবে না ! নাকি কন???

চলেন ভাই রাগ করেনা- চলেন ভোটটাতো দিয়া আসি :):):)

১১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

সুমন কর বলেছেন: ভোট দেবার লিংক ঘুরছে, খুললে ভোট দিবো। [ লিংকটা কি ঠিক আছে ]

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটা হল সরাসরি এ বিভাগের লিংক
https://thebobs.com/bengali/category/2016/user-award-bengali-2016/

দেখুন তো...

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইবার কি কাজ করছে সুমন ভাই?

আমার এখানে কিন্তু ক্লিক দিলেই সাই;) করে ঢুকে যাচ্ছে :P

১২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


কিভাবে ভোট দিতে হবে, পদক্ষেপগুলো জানান

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই

মোটামোটি বিস্তারিত দিয়েছি..

খুবই সহজ

http://thebobs.com/bengali/category/2016/user-award-bengali-2016/

@ লগইন করুন ৫টির ফেসবুক, টুইটার, ওপেন আইডি, অথবা ভিকন্টাক্ট এর যে কোন একটির মাধ্যমে।
সহজ ফেসবুক- আমার কাছে :)

@ লগ ইন হবার পর বেছে নিন প্রিয় বিভাগ - ইউজার এওয়ার্ড বাংলা যে ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন।
আর ২য় লিংকে ক্লিক করে ঢুকলে বাংলা ভাষা হাইলাইটস করা অংশে ক্লিক করুন

@ স্ক্রল করে নীচে নামুন... নামুন.. নামুন..

@ ৪ নং এ দেখুন আমাদের প্রিয় ব্লগার অগ্নি সারথিকে

@ দিয়ে দিন আপনার ভোট।

ব্যাস কাজ শেষ। ২৪ ঘন্টা পর আবার একই আইডি দিয়ে আবারো ভোট দিতে পারবেন। :)

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

সাহসী সন্তান বলেছেন: সবে মাত্র ভোট দিয়া আসলাম, হাতে এখনো কালির দাগ আছে। অগ্নি ভাই জিতলে কিন্তু পার্টি দেওয়া লাগবে? আর পার্টি না দিলে ভৃগু ভাইরে ধরুম কইলাম......! ;)

পোস্টের জন্য ধন্যবাদ ভৃগু ভাই! আর অগ্নি ভাইয়ের জন্য শুভ কামনা রইলো!

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে..

জাতি কালির দাগ দেখপার চায় ;)

পার্টি মানে পার্টি! কুন সন্দেহ নাই। অগ্নি সারথি ভাই না দিলে আছি না আমরা সবাই =p~ =p~ =p~

অনেক ধন্যবাদ সাস ভাই..

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আমিই মিসির আলী বলেছেন: ঠিকাছে।
১৩ পর ভোট দেয়া বন্ধ কৈরা দিছিলাম।
আজ আপ্নে কইতাছেন তাই যাইতাছি ...

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ! বহুদ শান্তি পাইলাম দিলে :)

ধন্যবাদ ভাই....অনেক কৃতজ্ঞতা :)

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: মনে হয়, এ ব্রাউজারে সমস্যা ছিল। অন্যটি দিয়ে মাত্র দিয়ে এলাম। !:#P

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ও মানিক কি দেখাইলা ;) সব ফকফকা....

এইখানে ব্যালট দেখাইলেও বেআইনি না :)

চলুক ভোট উৎসব! হারানো অধিকার :(( না পেলেও দুধের স্বাধ ঘোলে মিটানো আর কি :P

অনেক ধন্যবাদ সুমন ভাই... অগ্নি সারথি ভাইয়ের বিজয় চাই

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সাহসী সন্তান বলেছেন: অগ্নি সারথি ভাই আমাদের সামু ব্লগের গর্ব! এই প্রতিযোগীতায় সকল দ্বিধা-দ্বন্দ ভুলে (যদি কারো থাকে) একজন সহ ব্লগার হিসাবে আমাদের সবারই উচিত উনাকে ভোট দেওয়া! তবে দুঃখের বিষয় সামুর লক্ষ লক্ষ ব্লগার থাকলেও বর্তমানে সেখানে ভোট পড়েছে মাত্র ১০টি। যা এতবড় একটা ব্লগ প্লাটফর্মের জন্য সত্যিই দুঃখজনক!

আমি সামুকে অনুরোধ করবো এই পোস্টটি স্টিকি করার মাধ্যমে আরো ব্লগারদের নজরে আনার জন্য! এবং সেই সাথে সকল সহ ব্লগারদের কাছে অনুরোধ করবো, সবাই যেন অগ্নি ভাইকে ভোট দিয়ে সামুর মুখ উজ্জল করেন!

অফটপিকঃ- ভৃগুভাই ভোটের বিষয়টা যদি আপনি স্কিন সর্টের মাধ্যমে পর্যায়ক্রমে পোস্টে উল্লেখ করে দেন তাহলে অনেকের জন্য সেটা আরো ভাল হবে। মন্তব্যে দেখলাম অনেকেই বিষয়টা বুঝতাছে না। আর সর্বশেষ তিনি কয়টা ভোট পেয়েছেন সেটাও উল্লেখ করলে ভাল হয়। এবং ঘন্টা খানিক পর পর বা দুই তিন ঘন্টা পরপর উক্ত বিষয়টা আপডেট করলে আরো ভাল হয়। তাহলে সবাই ভোট প্রদানে আরো বেশি উৎসাহ পাবে বলে আমি মনে করি!

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামুর লক্ষ লক্ষ ব্লগার থাকলেও বর্তমানে সেখানে ভোট পড়েছে মাত্র ১০টি। যা এতবড় একটা ব্লগ প্লাটফর্মের জন্য সত্যিই দুঃখজনক!

৪-১০ .... এই পোষ্টেও তো এরচে বেশি ব্লগার অংশ নিয়েছেন নয়!!!

নাকি ভোট গায়েব কইরে দেয় ;) (ফান)

আপনার সাথে একমত
অগ্নি সারথি ভাই আমাদের সামু ব্লগের গর্ব! এই প্রতিযোগীতায় সকল দ্বিধা-দ্বন্দ ভুলে (যদি কারো থাকে) একজন সহ ব্লগার হিসাবে আমাদের সবারই উচিত উনাকে ভোট দেওয়া!

পুরোন পুরস্কারের তথ্য সহ আপডেট করেছি। করছি।
স্ক্রীন শট সহ! অক্কে চেষ্টা করছি।
হুম ভাল প্রস্তাব- ভোটের আপডেট নিয়মিত (যতক্ষন অনলাইনে থাকি ;) করার চেষ্টা করব।
আর আপনারা যদি মন্তব্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন তো কথাই নাই :)

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা কি এইরকম চাইছিলেন..

১ম ধাপ


২য় ধাপ



৩য় ধাপ



৪র্থ ধাপ

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

মুসাফির নামা বলেছেন: চমৎকার সুযোগ, জীবনে একবারই ভোট দেওয়ার সুযোগ পেলাম, এই সুযোগতো হাতছাড়া করা যায় না।ধন্যবাদ,প্রিয় ভৃগুকে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা..

আমাদের ভোট তৃষ্ণার সন্ধান পেয়ে প্রীত বোধ করছি ;)

জলদি দিয়ে আসুন। আর ২৪ ঘন্টা পর পর দিয়ে ভোট দিতে না পারার দু:খকে চিরতরে মুছে দিন ;)

আহা ব্যালট :P কেুউ শোনেনি তো ;) =p~ =p~ =p~

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

আরণ্যক রাখাল বলেছেন: চার নাম্বারে অগ্নি সারথি তে ক্লিক করার পড় কিছুই দেখাচ্ছে না!
কি করবো এর পর?

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে হয় অন্য কোন সমস্যা ছিল...

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮

আরণ্যক রাখাল বলেছেন: দিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক অনেক... :)

২৪ ঘন্টা পর কিন্তু আবার সুযোগ আছে ;) হা হা হা

২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯

অমনিট্রিক্স বলেছেন: ভোট দিয়ে দিলাম।আশা করি অগ্নি সারথি ভাইই জিতবে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আমারও তাই আশা করি!!! চলুন আশাকে সত্যে পরিণত করি! আইডি নিশ্চয়ই একটা নয় ;) হা হা হা

২১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

দৃষ্টিসীমানা বলেছেন: ভোটটা দিয়ে এলাম ২৪ ঘণ্টা পরে আবার দেয়া যাবে । উনি বনে যেতে পারলে আমাদের জন্য আনেক কিছু নিয়ে আসবেন ।
অগ্নি সারথির জন্য শভ কামনা ।
পোষ্টটি হাই লাইট করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আবার দেয়া যাবে ২৪ ঘন্টা পরই।

ধন্যবাদ অনেক অংশগ্রহন করায়। এবং নিয়মিত অংশ নিতে থাকুন। :)

অগ্নি সারথির জন্য শভ কামনা :)

২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

আরণ্যক রাখাল বলেছেন: ২৪ ঘণ্টা পড় তো দেবই। তিনি আমার বিশেষ প্রিয় ব্লগার

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আরণ্যক রাখাল ...

ধন্যবাদ অনেক অনেক

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

আবু শাকিল বলেছেন: অগ্নি সারথির বিজয় সামুর বিজয়~~~ আমরা বিজয়ী হতে চাই :)
অভিনন্দন অগ্নি সারথি ভাই ।
ভোট দিতে গেলাম ।
পোষ্টের জন্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু দা

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।

আবু শাকিল বলেছেন: অগ্নি সারথির বিজয় সামুর বিজয়~~~ আমরা বিজয়ী হতে চাই :)

কোটিবার সহমত।

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভোট দিতে যাই। :)

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলো যাই... ভোট দিতে যাই
উৎসবের আমেজে বিজয়ী হতে চাই....

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: ভোট দিয়া আসি।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ হামা ভাই

চলো যাই... ভোট দিতে যাই
উৎসবের আমেজে বিজয়ী হতে চাই.... :)

২৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

সাহসী সন্তান বলেছেন: হ্যা ভৃগু ভাই, আমি স্কিন সর্টের ব্যাপারে ঠিক ঐ রকমটাই বলতে চেয়েছিলাম!
ভাই ঐখানে জাল ভোট দেওনের অপশন নাই? থাকলে একটু টিরাই করতাম আর কি...... ;)

পোস্টে আরো কিছু বিষয় যোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ!

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ধন্যবাদ। জাল দরকার কি ২৪ ঘন্টা পরপরতো সুযোগ আছেই :)

ধন্যবাদ আপনাকেও।

২৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

আবু শাকিল বলেছেন: ১৬ নাম্বার ভোট আমার :)

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাকিল ভাই .... দেহো দিহি কি কান্ড!

ব্যালট প‌েপার বাইরে আনা মানাতো ;) হা হা হা

ধন্যবাদ। ২৪ ঘন্টা পর আবার সুযোগ আছে;) মিস্করতে চান??????

অনেক অনেক ধন্যবাদ

২৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডান ডানা ডান

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

কি হল কি হল
ছড়াকারের ছড়া
কই হারায় গেল?

কি করি আজ ভেবে না পাই
খালি খালি লাগে কেমন ভিন্নতায় ;)

ধন্যবাদ ডানে :)

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

অগ্নি সারথি বলেছেন: ঠিক কি বলব বুঝে উঠতে পারছিনা। আমার কাছে ভোট কিংবা মনোনয়নের চেয়ে আপনারা সহব্লগারগন যে সম্মাননা দিলেন তাতেই আমি ধন্য। আমার আর কোন পুরস্কারের প্রয়োজন নেই। প্রিয় ব্লগার ভৃগু ভাই কষ্ট করে এত বড় একটা পোস্ট আমার জন্য দিয়েছেন আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা জানাবার কোন আমার ভাষা নেই। আর আপনারা সহব্লগারেরা নগন্য এই আমাকে একটার পর একটা ভোট দিয়ে চলেছেন। সত্যি বলছি আমি এই মাপের লোক কখনোই ছিলাম না, এখনো নেই। এখানে শুধু আমি কেন, অন্য যে কেউ এই মনোনয়ন পেলে আমি ভাবতাম সত্যিই এটা প্রিয় প্ল্যাটফরম সামু-র বিজয়। একটু একটু করে সামুই আমাদেরকে শিখিয়েছে পথচলা। করে তুলেছে যোগ্য। সেজেছে শিক্ষক।
জয় হোক ব্লগারদের, জয় হোক প্রিয় সামহোয়ার-ইন ব্লগটার। ধন্যবাদ সামুকে, ধন্যবাদ সহ ব্লগারদের।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে..
খালি খালি বিনয় :)

আরে আমরা আর কি করলাম??

সম্মানীর সম্মান আপনাতেই প্রাপ‌্য হয়ে রয়। আমরা শুধু তালে তাল দিলাম- ক্রিকেটের খেলা দেখে দর্শক যেমন উৎফুল্ল হয়!! সাপোর্ট দেয়...

জয় হোক ব্লগারদের, জয় হোক প্রিয় সামহোয়ার-ইন ব্লগটার কোটি বার সহমত। আমাদের ঐক্যের একটা স্থান আমাদের মত প্রকাশের একটা দারুন স্থান। ব্লগারদের মত-মন্দির!

৩০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

বিজন রয় বলেছেন: অবশ্যই ভোট দিব।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। এটা আমাদের দায়! সামুর বিজয়ে আমাদের অংশনেয়া।

জার্মানপ্রবাস ব্লগ দেখলাম মোবাইলে মেসেজ দিয়ে দিয়ে ভোট কাস্ট করছে। আহবান করছে। আমরা মোবাইলে না করি ফেসবুক আর ব্লগে শেয়ার দিয়েই আমাদের আন্তরিকতা প্রমাণ করি। আর ২৪ ঘন্টা পরপর অংশ নিয়ে ব্লগারকে, ব্লগকে বিজয়ী করি।

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভোটার হওয়ার পর জীবনে প্রথম ভোট দিতে গিয়ে শুনি মেরে দিছে! সেই দুঃখে আর কখনো ভোট দিতে যাইনি। আজ অনেকদিন পর সেই জ্বালা মিটাবো।
ভোট দিয়ে আসি ..........

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা।

সেই জ্বালা মেটাতে অবৈধ অনেক নয় বৈধ ভাবেই ২৪ ঘন্টা পরপর ভোট দিয়ে কষ্ট মিটিয়ে নিন :)

ধন্যবাদ শামীম ভাই।

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:




অনুগ্রহ পূর্বক এই পোস্ট স্টিকি করে সকলের দৃষ্টিতে আনার জন্য কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চাইনা একটি মাত্র ভোটের ব্যবধানও যেন আমাদের জন্য আক্ষেপের কারণ হয়। সামুর যে পরিমাণ ব্লগার আছে সবাই একটি করে ভোট দিলেও অগ্নি সারথি ভাইয়ের বিজয়ী হওয়া সম্ভব। এইটা আমাদের জন্য যেমন গর্বের বিষয় হবে তেমনি সামুর জন্য হবে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ বিবেচনা করবেন।

জার্মান প্রবাস ব্লগ দেখলাম তাদের পক্ষে ভোট আহবানে মোবাইলে এসএমএস, ফোন ব্যবহার করছে। এবং বেশ এগিয়ে আছে। আমরা মোবাইলে বা এসএমএসে না পারি ব্লগে পূর্ন অংশগ্রহণ এবং ব্যাপক শেয়ারিং এবং পারসোনালী শেয়ারের মাধ্যমে অংশগ্রহণকে ভ্যাপক মাত্রায় আনার চেষ্টা করতে পারি।
শুধু না জানার কারণে একটা ভোটও যেন আফসোসের কারণ না হয়।
" সামুর যে পরিমাণ ব্লগার আছে সবাই একটি করে ভোট দিলেও অগ্নি সারথি ভাইয়ের বিজয়ী হওয়া সম্ভব। এইটা আমাদের জন্য যেমন গর্বের বিষয় হবে তেমনি সামুর জন্য হবে।" আপনার সাথৈ পূর্ন সহমত।
ধন্যবাদ কান্ডরী ভাই।

৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

তাসলিমা আক্তার বলেছেন: ভোট ভোট ভোট। যতদিন ভোট চলবে ততদিন দিতেই থাকব। কোনো আপোষ নেই।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক বলেছেন।

ভোট ভোট ভোট।
যতদিন ভোট
ততদিন দিতেই থাকব।
কোনো আপোষ নেই।

অগ্নি সারথির বিজয় চাই
সামুর বিজয় চাই।

৩৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
২৪ ঘন্টা পর আবার একই আইডি দিয়ে আবারো ভোট দিতে পারবেন

ব্যাপারটা বুঝলাম না।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা ববসেরই নিয়ম। আপনার আইডি দিয়ে ভোট দেবার ২৪ ঘন্টা আগে আর পুন: ভোট দিতে পারবেন না। কিন্তু ২৪ ঘন্টা পর ঐ আইডি দিয়েই আবার ভৌট দিতে পারবেন।

একাধীক ভোট দোষনিয় নয়। কিন্তু ২৪ ঘন্টা পরপর :)

৩৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ খবর । অবশ্যই ভোট দেবো । আমাদের একজনের জয় মানে সবার জয় ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জলদি যান :)

এখনকার অবস্থান ৪ এপ্রিল সকাল ৯ টা
জার্মান প্রবাসে - ২১৫ ভোট
ইষ্টিশন ব্লগ - ৫৩ ভোট
প্রবীর বিধানের ব্লগ - ২৯
অগ্নি সারথী ব্লগ- ২৪
ইতুর ব্লগ-৪

আমি আর কি বলব! বুঝে নিন কি অবস্থা! যেতে হবে বহুদূর- ক্লান্তি, আলসী, যেন পিছিয়ে না দেয় তোমায় পথিক!
চলো জোর কদমে

৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:১১

কালনী নদী বলেছেন: একটি আইপি থেকে দুইটা ভোট দিয়েছি।
প্রতি ঘন্টায় দেওয়া চেষ্টা করবো।
১ম স্থান অধিকারী জার্মানী ভাই ১৮৬ ভোটে এগিয়ে আছেন- তাকে অতিক্রম করতে সবাইকে এক হয়ে প্রতি ঘন্টায় অন্তর অন্তর ভোট দিয়ে যেতে হবে। আচ্ছা আইপি চেন্জ করে কি ১ ঘন্টার ভিতরে আবার ভোট দেওয়া যায়? বিষয়টা দেখতে হবে। আপাতত রেস্ট নিচ্ছি, পরে ফেসবুকে শেয়ার করবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় থাকতে বিষয়টা অবগত করার জন্য।
অগ্নি সারথি ভাইয়ের জন্য অভিনন্দন রইল, আমাদের আর বেশি একটিভ হতে হবে সামুর হয়ে তাকে জিতাতে হলে।
কয়েক ঘন্টা পর এবিষয়ে কাজ করার ইচ্ছা আছে।
আবারও ধন্যবাদ!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন। সম্ভাব্য সকল উপায় ভেবে দেখা যেতে পারে।
আমাদের আর বেশি একটিভ হতে হবে সামুর হয়ে তাকে জিতাতে হলে। আরো বেশি শেয়ার। আরো বেশী অংশগ্রহণ। কোন অটো ভৌটিং কোন সফটওয়্যার ট্রাই না কারই ভাল। তাতে মনে হয় হিতে বিপরীত হতে পারে।!!!!
কারণ প্রযুক্ত এখন অনেক আপডেটেড।

আমরা সামুর যত জন রেজি: ব্লগার আছি.. অর্ধেক না চারভাগের একভাগও যদি একবার করেই অংশ নেই- সেই ব্লগকে পিছনে ফেলে কে?

৩৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

কালনী নদী বলেছেন: প্রতি ঘন্টায় যদি দশজন করেও ভোট দেই তাহলে ১০ ঘন্টায় ১০০ হয়ে যাবে, এক্ষেত্রে এখন থেকে যারা যারা একটিভ আছেন তাদেরকে প্রতি ঘন্টায় সতর্ক থেকে ভোট দিতে হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতি ঘন্টায় তো না ২৪ ঘন্টা পরপর একই আইডি দিয়ে আবার ভোট দেয়া যাবে।

আমার পরিচিত ফেসবুকার ৩ জনকে দিয়ে সকালে ৩ টি ভোট দেয়ালাম।

সবাইকে শেয়ার করুন। সতর্কতার সাথে ভালবাসুন ;)

ধন্যবাদ

৩৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

কালনী নদী বলেছেন: পোস্টটা স্টিকি করলে আর ভাল হত।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

৩৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

অপু তানভীর বলেছেন: এই সরকারের আমলে ভুট দিতে যাওয়া রিস্কের ব্যাপার !! B-)) B-))

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটাতো বৈদেশে ;) তায় অনলাইনে.. কুন ভয় নাইক্যা আর ছি:ইসিও নাইক্যা B-))

যতখুশি ততভোট দিব
এক আইডিতে ২৪ ঘন্টা পরপর দিব :)

আফনে নিশ্চিন্তে দিয়া আসেন ভাইডি:)

৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:১৭

মহা সমন্বয় বলেছেন: আমি এই মাত্র ভোট দিয়ে আসলাম... কিন্তু কথা হচ্ছে.. শুধু ভোটে কি কাজ হবে?

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইউজার চয়েজে ইউজারের চয়েজটাতো আগে প্রতিষ্ঠিত করুন।

আর এই বিষয়ে আপনার কোন ধারনা, আইডিয়া, প্রস্তাবানা থাকলে নির্ধিধায় শেযার করুন। আমরা অবগত হই।

ধন্যবাদ ।

৪১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

সোহানী বলেছেন: অবশ্যই.............

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ । সাথে আপনার জানাশোনা ব্লগার এবং ফেসবুকারদেরও শেয়ার করুন। আগ্রহী করুন ভোট দেয়ার ভ্যবস্থা করুন।

৪২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: এখন ভোট দিতে চেষ্টা করেছিলাম, হচ্ছেনা। পরে আবার চেষ্টা করব।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওকে। বাট এত দেরী কইরেন না যে পরে আফসোস হয়.. আহারে আর কয়টা ভোট হলেইতো আমরাই আনন্দিত হতাম ;)

ধন্যবাদ রুহী।
২৪ ঘন্টা পরপর আপনার আইডি দিয়েই আপনি আবার ভৌট দিতে পারবেন।

সবাইকে শৈযার করুন। উৎসাহিত করুন।

৪৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:৩১

কালনী নদী বলেছেন: ৮ ১০ জন মিলে লাগাতার ভোট দিয়ে তাকে সর্বোচ্চ স্থানে নিয়ে গেলে কারা সম্ভব। জার্মানীরা ইন্টারনেটের সুবিধাটা ঠিকই ব্যবহার করবে। আমাদের মধ্যে কয়েকজনকে এব্যাপারে এক্টিভ হতে হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জার্মান প্রবাস অলরেডি ব্যাপক গংণসংযোগ শুরু করেছে এসএমএসের মাধ্যমে জানাচ্ছে। ভোটের আহবান আর স্বভাবতই তাদের প্রযুক্তির সুবিধায় অনেক এগিয়ে।

তাই আমাদের আরো উদ্যোগী হতে হবে।

শুরু করে দিন না কালনী নদী ভাই। এখনই।

৪৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:৩৮

কালনী নদী বলেছেন: আবারও তিনটি ভোট দিয়ে বাইশটা হলো, ১ম জন দুশ ভোট নিয়ে এগিয়ে, সবাইকে আর কাজ করতে হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:

দূর্গম গিরি কান্তার মরু
দুস্তর পারাবার
লঙ্গিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার...........

ইনশাল্লাহ আমরা পারবই। কচ্ছপ গতি হলেও গতি যেন থেমে না যায়।

৪৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৬

সাগর মাঝি বলেছেন: অগ্নি সারথি ভাইয়ের ""ভোট দিন"" অংশে ক্লিক করলাম কিন্তু কাজ হচ্ছেনা কেন??

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লগইন করেছিলেন তো?

আবার রিফ্রেস করে দেখূন।

নীচে সাহসী সন্তান ভাই অনেক পদ্ধতি বিস্তারিত দিয়েছেন । দেখে নিন। আমি পোষ্টে আপডেট করে দিচ্ছি।

৪৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সবাই চায় নিজের লোক নির্বাচিত হোক।সামু'র সবাই নিজেরই লোক,অতএব সবারই উচিৎ অগ্নিসারথি ভাইকে ভোট দেওয়া।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক কথা।
সে জণ্যেই তো এতো আয়োজন!!!

আপনি দীয়েছেন তো।

আবার ২৪ ঘন্টা পর ভুলে যাবেন না যেন!!!!!!!!!!!!!!!!!

৪৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৭:২১

রাবেয়া রাহীম বলেছেন: ৪ নং এ অগ্নি সারথী ভাইকে খুঁজে পাইনা তো !! :(

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোন বিভাগে খুঁজছেন?

ইউজার চয়েজ বাংলা সিলেক্ট করুন। অবশ্যই পাবেন।

ভোট দিন। অগ্নি সারথী ভাইকে তথা সামুকে বিজয়ী করুন।

৪৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: অভিনন্দন অগ্নি সারথি ভাই ।
ভোট দিতে গেলাম ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ তানিয়া।

জলদি দিন- এবং ২৪ ঘন্টা পরপর মনে করে আবার দেবেন। বৈধ ভাবে বারবার ভোট দেবার কি দারুন সুযোগ ;)

৪৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৯

আরজু পনি বলেছেন:
গতরাতে অফলাইনে পোস্টটা দেখে একবার চেষ্টা করেছি। কিন্তু আরণ্যক রাখালের মতো একই সমস্যা হয়েছিল।
আজ চেষ্টা করছি কিছুক্ষণ থেকে।

পরে আপনার মন্তব্যগুলো থেকে লগইন-এর ব্যাপারটা চোখে পড়লো।
ওপেন আইডি মানে কী?

আমি আমার জিমেইল একাউন্ট দিয়ে চেষ্টা করলাম ইনভেলিড দেখায়।

ফেসবুক দিয়ে কখনো কোথায়ও করিনি...
মনে হচ্ছে ফেসবুক দিয়েই চেষ্টা করতে হবে।
ওপেন আইডির ব্যাপারটা যদি বলতেন...প্লিজ

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
What is OpenID?

OpenID allows you to use an existing account to sign in to multiple websites, without needing to create new passwords.

You may choose to associate information with your OpenID that can be shared with the websites you visit, such as a name or email address. With OpenID, you control how much of that information is shared with the websites you visit.

With OpenID, your password is only given to your identity provider, and that provider then confirms your identity to the websites you visit. Other than your provider, no website ever sees your password, so you don’t need to worry about an unscrupulous or insecure website compromising your identity.

OpenID is rapidly gaining adoption on the web, with over one billion OpenID enabled user accounts and over 50,000 websites accepting OpenID for logins. Several large organizations either issue or accept OpenIDs, including Google, Facebook, Yahoo!, Microsoft, AOL, MySpace, Sears, Universal Music Group, France Telecom, Novell, Sun, Telecom Italia, and many more.

ডি ডাব্লিউতে নতুন একাউন্ট খুলেও সহজে ভোট দিতে পারেন। খুবই সহজ। ডিডাব্লিউতে ক্লিক করে মাত্র ৩ স্টেপে আইডি খোলা যায়। পোষ্টে দিচ্ছি। আপনি ট্রাই করুন খুবই সহজ।

৫০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

সাহসী সন্তান বলেছেন: শ্রদ্ধেয়া আরজু পনি আপুকে বলছি! আপু ঐখানে জি-মেইল আই ডি দিয়ে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হলে ঐখানে যে পাঁচটি অপশন আছে তার যে কোন একটি বাছাই করে নিতে হবে। সব থেকে সহজ পদ্ধতি হলো মোবাইল থেকে ভোট দেওয়া। আপনি ঐখানে ভোট দেওয়ার আগে নিজের ব্রাউজারে নতুন একটা পেজ খুলে সেখানে আপনার ফেবু আই ডি প্রথমে লগ ইন করে নিলে, পরবর্তিতে ঐখানে লগ ইন করার ঝামেলাটা আর পোহাতে হবে না। আশা করি এখন বিষয়টা বুঝতে পারছেন!

ভোট দিতে নিচের যে কোন একটি বেছে নিনঃ-


অনেকে ভাবছেন ঐখানে বোধ হয় প্রতি ঘন্টায় ভোট দেওয়া যাবে। এটা সম্পূর্ন ভুল ধারনা। হ্যাঁ আপনি একটি আইডি দিয়ে একাধিক ভোট দিতে পারবেন, তবে সেটা চব্বিশ ঘন্টা পর পর!

সর্বশেষ ভোট পড়েছে ২৫ টি। অথচ এখানে মন্তব্যকারী প্রত্যেকেই একটা করে ভোট দিলে তো ভোট আরো বেশি হওয়ার কথা? যাহোক আশা করি সামুকে ভালবেসে সবাই অগ্নি সারথি ভাইকে যথাযথ ভাবে সাপোর্ট করবেন!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সাস ভাই।

ডয়েচে ভেলেতে একুইন্ট সহজে খোলা যায় তা পোষ্টে ছবি সহ আপডেট দিয়েছি। আপনার মোবাইলে সহজে ভৌট দিন টাও পোষ্টে যোগ করে দিয়েছি।

৫১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫

আরজু পনি বলেছেন:

ফেসবুক থেকেই চেষ্টা করছি জানিনা কতোক্ষণ ঘুরবে !

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কানেকশন ভাল হলেতো ধোরার কথা না। এতক্ষনে পেরেছেন কি?

৫২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



গতকাল সারারাত ধরে ভোট দিতে পারি নাই। আজকে সকালে সেই ভোট দিতে পেরে এখন শান্তি লাগতেছে। !:#P !:#P !:#P

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ!
আপনার শান্তি আমাগোও শান্তি!

কিন্তু আমার তো এত সময় নিচ্ছে না। !! যাক আবার ২৪ ঘন্টা পর হাজিরা চাই। আর ডয়েচে ভেলেতো সকলেই একউন্ট খুললে ভৌট অটো ডাবল হয়ে যাবে। জার্মান প্রবাস মনে হয় এটাও উইজ করছে।
আমি ফেবু থেকে দিয়েছি। আবার ডয়েচে ভেলেতে সকালে একাউন্ট খুলে সুন্দর আরেকটা ভোট দিতে পারলাম।

৫৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭

সাহসী সন্তান বলেছেন: নিচে মোবাইল থেকে ভোট প্রদানের কিছু অপশন জানানো হলো। তবে আগে থাকতে ফেবু লগ ইন করে রাখলে সব থেকে ভাল হয়
০১।

০২।

০৩।

এবার 'বাছাই করুন' এ ক্লিক করলে এ রকম আসবে!


'বাছাই করুনটা কম্পিলিট হয়ে গেলে নিচে 'মনোনীতদের একজনকে বাছাই করুন' এ ক্লিক করে 'অগ্নি সারথি' ভাইয়ের নামে ক্লিক করুন। এবং সর্বশেষ ভোট দিন অপশনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। আবার ২৪ ঘন্টা পর সময় করে আর একটা ভোট দিন!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূল পোষ্কে কৃতজ্ঞতা সহ যুক্ত করে দিয়েছি। :)

ধন্যবাদ সহযোগীতা করায়।অনেকের কাজে আসবে আশা করি।

৫৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

জুন বলেছেন: ভোট দিয়ে এলাম অগ্নি সারথি কে

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

সুখবর হলো অগ্নি সারথি ভাই ৩ এ উঠৈ এসেছেন... ইয়া হু..................................

আমাদের সামান্য চেষ্টাতেই একদিনে এক ষ্টেপ উপরে

নিয়মিত লেগে থাকলে কেউ হারাতে পারবে না ইনশাল্লাহ! :)

৫৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩

শামছুল ইসলাম বলেছেন: অগ্নি সারথি ভাইকে ভোট দিয়ে আসলাম।

আশা করি, প্রতি ২৪ ঘন্টায় একটা করে ভোট দিব ২ মে পর্যন্ত।

শুভকামনা রইল অগ্নি সারথি ভাইয়ের জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপডেট সুখবর:

এইমাত্র দেখলাম প্রবীর বিধানের ব্লগকে পেছনে ফেলে অগ্নি সারথি ভাই ৩-এ উঠে এসেছেন। :) ইয়া হু... সবাইকে ধন্যবাদ।

নিয়মিত ভোট থাকুন। ১ এ উঠে না আসা পর্যন্ত :)

৫৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

তুহিন সরকার বলেছেন: সারথি ভাইয়ের জন্য শুভকামনা রইল।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ । সাথে অবশ্যই ভোট দিতে ভুলবেন না। কারণ ভোটটাই হলো শুভকমানার চিহ্ণ :)

৫৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভোট দিতে শুরু করেছি, সেই কবে থেকে! :)

প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এ একটি গুরুত্বপূর্ণ অর্জন। সকল সামুয়ানের প্রতিনিধি তিনি।

কিন্তু এটি এমন এক ক্যাটেগরি, যাতে অন্যদের ভোটই বাকি পথ এগিয়ে নিয়ে যাবে।

অগ্নি সারথি সামুর প্রতিভাবান ব্লগার। সামুয়ানদের (সামু'র লেখকেরা) উচিত তার পক্ষে দাঁড়ানো।


বিদ্রোহী ভৃগু ভাইয়া.... চমৎকার কাজের জন্য অভিনন্দন নিন :)
ভোটিং চলবে.....

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইডা কুন কথা হইল ;) আফনে একলা একলা ভোট শুরু কইরে দিছেন!!! ছ: সিইসি জানলে খপর আছে!!!! হা হা হা


এটি এমন এক ক্যাটেগরি, যাতে অন্যদের ভোটই বাকি পথ এগিয়ে নিয়ে যাবে।

অগ্নি সারথি সামুর প্রতিভাবান ব্লগার। সামুয়ানদের (সামু'র লেখকেরা) উচিত তার পক্ষে দাঁড়ানো।
সত্যই বলেছেন। অনেক ধন্যবাদ।

ভৌটিং চলবে... ৪র্থ থেকে ৩য়তে এসে গেছেন সারথী ভাই। ১ম স্থানের অপেক্ষায় :)

৫৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮

উদীয়মান সূর্য় বলেছেন: দিয়ে আসলাম B|

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ উদীয়মান সূর্য!

২৪ ঘন্টা পর আবার ভোটের আমন্ত্রন রইল :)

৫৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই বিষয়টি নজরে আনার জন্য।

যাই ভোট দিয়ে আসি। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ..জলদি যান..

বর্তমান প্রাপ্ত ভোট ৪১ নিকটতম প্রতিদ্বন্ধি ৬৫!


৬০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

প্রামানিক বলেছেন: কন কি! অগ্নি সারথি আমাদের প্রতিনিধি, একে ভোট না দিয়ে থাকা যায়। আইজকেই ভোট দেওয়া শুরু করবো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তো আর বলছি কি ;)

এখনো শুরু করেন নি!!!! এখনো ২০১ ভোটের ব্যবধান প্রথম স্থান থেকে :((

৬১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

কালনী নদী বলেছেন: ঘুম থেকে উঠে দুইটা ভোট দিলাম, এখনও জার্মান প্রবাসে ২৪৩ নিয়ে ১ম স্থানে আর অগ্নি সারতি ভাই ৪১ ভোট নিয়ে তিন নাম্বার স্থানে আছেন।
যেহেতু ভোটাভোটিটা ১ঘন্টা অন্তর অন্তর তাই আমার মাথায় একটি বুদ্ধি আসছে, দেখেন আমরা সবাই নিজের আইডি ছাড়াও দুই একটা এক্সট্রা আইডি ব্যবহার করি, যেমন আমার তিনটি আইডি আমি শেয়ার করতে রাজি্ আছি।
আমার ইমেইল [email protected] যদি এ ব্যাপারে কেই সত্যি সত্যি অগ্নি সারথি ভাইকে সাহায্য করতে চান দয়া করে আমাকে ইমেইল করুন, দেখেন সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই তাকে জিতানো সম্ভব!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিকতা ছুঁয়ে গেল।

আমি সবগুলো আইডি দিয়ে একের পর এক দিয়ে যাচ্ছি;)

আসলেই ব্যবধারটা এখনো দুস্তর!!!! ২ শর উপরে... আরো ডেডিকেশন চাই। আপনার মতো :)

সাথে আছি

৬২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কালনী নদী বলেছেন: যে কেই একজন আমাদের বিশ্বস্ত হতে পারবেন কি? যার কাছে আমাদের ফেক আইডিগুলার নিয়ন্ত্র যাবে শুধু মাত্র সৎ কাজের উদ্দেশ্যে, আমরা তো আমাদেরই তাই না? একটু ভেবে দেখবেন প্লিজ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশ্বসস্তা সবচে বড় জিনিষ। আশা করি এত এত ব্লগারের মতো নিশ্চয়ই অনেকেই তেমন :)

৬৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

কালনী নদী বলেছেন: এখন ৪২ সে আছেন, টুইট করেছি- এত স্লো কেন ভোট হচ্ছে ?

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও অবাক!

ভোট দিয়ে তা কাউন্ট হতে বেশ কয়েকবার রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি!!!

টুইটের কোন রিপ্লাই দিলে জানাবেন!

হিসাবেতো আরো বেশি হবার কথা!!!!!!! একই আইপি থেকে বেশী গেলে আবার বাদ দিয়ে দেয় নাকি????

৬৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

কালনী নদী বলেছেন: নাহ বাদ দেবার কথা না, তাইলে ঘন্টা হিসেবে টানতো না। আইপি চেন্জ করাটা অবৈধ, আইডি ইউজ করার কথা।
রিফ্রেশ হতে কিছুটা সময় নিচ্ছে, দেদারছে ভোটের ভাবনা না করে সময় নিয়ে - ধেহ্য, সময় আর অপেক্ষা নিয়ে কাজ করতে হবে। সবথেকে ভাল হয় বিকল্প কোন ব্যবস্থা, একটা আমি বললাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আপনার প্রস্তাবে দেখি সাড়া আসে কিনা?

ধীরে কিন্তু সফল ভাবে এটাই আপাতত ভাল উপায়।

৬৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১১

কালনী নদী বলেছেন: সম্ভবত একটি আইপি দিয়ে ঘন্টায় একবারই ভোট দেওয়া যায়, আপনি একটু মেক শিয়র হবেন কি?

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: একদিন পর পর এটা শিউর!!!
এক ঘন্টার কোন পদ্ধতি জানলে শৈয়ার করুন।

ব্যবধান ব্যাপক বাড়ছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩৬২:৫৫!!!!!!!!!!!!!!!!!!!!!!! হতাশ

৬৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

কালনী নদী বলেছেন: it takes time for casting a vote,

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম... হাইতো দেখছি!

৬৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এ পর্যন্ত ৫ বার চেষ্টা করলাম গত ২ দিনে কিন্তু সফল হলাম না। ভোটের লিংকে ক্লিক করলে কাজ করে না।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কমেন্টস পড়ে আবার দিলাম। এখানেতো কাজ করছে...

ঘটনা কি?

https://thebobs.com/bengali/category/2016/user-award-bengali-2016/
লীংকটা কপি পেষ্ট করে ট্রাই করবেন প্লিজ
অথবা এখানে
http://thebobs.com/bengali/
অনেক ধন্যবাদ

৬৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
বিদ্রহী ভাই, গুগল ও মজিলা ২ টা দিয়াই ট্রাই মারলাম কোন কিছু দিয়াই কাজ হয় না। পেজ লোড হয় না।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা অবাক করার মতো!!!

নরমালী গুগল করে দেখবেন প্লিজ! ববস লিখে গুগল করে সাইটে ঢুকতে পারেন কিনা....

অবস্থা খুবই খারাপ পলাম ভাই-
১ম স্থানে ৩৬২
সারথী ভাই তৃতীয় স্থানে ৫৫ ভোট নিয়ে!!!!

৬৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জার্মান প্রবাস ব্লগ সাইটে গেলেই ৩০ সেকেন্ডের একটা পপআপ দিয়ে ব্লগারদের সচেতন করছে ভোটে অংশ নিতে!!!

জার্মান প্রবাস ব্লগ সাইটে গেলেই ৩০ সেকেন্ডের একটা পপআপ দিয়ে ব্লগারদের সচেতন করছে ভোটে অংশ নিতে!!!


আমরা তো পোষ্টই খুঁজে পাচ্ছি না !!!!!

ভোটের রেসিও খুবই হতাশার

৩৬২ : ৫৫ !!!!

সামু কি অনুগ্রহ করে উদ্যোগী হবে?????

অগ্নি সারথীর জন্য! নিজের জন্য! সামুর লাখো ব্লগারের খূশির জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু কি এইরকম পপ আপ বা পোষ্টটা চোখে পড়ার ভোটের তথ্যটা এটলিষ্ট অবগত করার দায়িত্বটুকু নেবেন????

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: পপআপ না দিলেও সামুর নোটিশ বোর্ড উদ্যোগী হয়েছে ... সাধুবাদ :)

৭০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্তমান অবস্থা

জার্মন প্রবাস ৪০৭

ইস্টিশন ৮৩

অগ্নি সারথি- ৭০

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যবধান অ---নে-----ক!!!!!!!!!!!!!!!!!!!!

ব্লগারদের আরো অংশগ্রহনের বিনীত আবেদন।

৭১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

লেনন রাসেল বলেছেন: ভৃগু ভাই, আশা করি কিছু মনে করবেন না। ''জার্মন প্রবাস'' না, ''জার্মান প্রবাসে'' হবে। :)

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভাই.. টাইপো ..কমেন্টসে ঠিক করার অপশন নাইতো.. :P

৭২| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৭

কালনী নদী বলেছেন: অগ্নি সারথি ভাইয়ের ব্লগে দেখলাম ২৪ ঘন্টা পর ভোট দিতে, আশা করি সবাই ভোট দিচ্ছেন।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অগ্নি সারথি ভাই ২য় পজিশনে উঠে এসেছেন।

কিন্তু ব্যবধানটা বাড়ছে ব্যপক!!!!

৭৪৯ : ১১১!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সামুর ব্লগারগণ কি উদাসীনতায় ডুবে আছেন? কি জানি???

৭৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

জার্মান প্রবাসে বলেছেন: অগ্নি দা এর জন্য শুভ কামনা। কিন্তু আমাদের কথাগুলোও রেখে গেলাম। বাকি বিবেচনা আপনাদের। :)
.
‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন জার্মান প্রবাসেকেই ভোট দিবেন? (পর্ব - ১/৫)
.
====================
====================
নগর পুড়িলে দেবালয় এড়ায়?

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অগ্নিদার জন্য শুভকামনায় ধন্যবাদ।

পোষ্টে ঘুরে এলাম।:)

কথা সত্য । ধন্যবাদ

৭৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

জার্মান প্রবাসে বলেছেন: ধন্যবাদ ভাই। :)

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৭৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এবারে (আগে হয়েছে কিনা জানা নেই) ১ম আর ২য়র যে লড়াইটা হচ্ছে তা অসমই বলতে হয়! ১১৫৪ : ১৭৫!!!!!!!!!!!!!!!!!

একটা প্রাতিষ্ঠানিক ব্লগ। আরেকটা ব্যক্তির। মূলত এখানে আসলে ব্যাক্তি আর প্রতিষ্ঠানের অসম প্রতিযোগীতাই হচ্ছে।
ববস চাইলে আরেকটা ক্যাটাগরি বাড়িয়ে দিলে তা এড়ানো যাবে।
ব্যক্তি ব্লগ আর প্রতাষ্ঠানিক ব্লগের আলাদা নমিনেশন দিতে পারে। তারা ভেবে দেখবে কি????



১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ২৪৬ ভোট মাত্র!!!!

আমরা কবে জাগব?

সারথি বাইয়ের জন্য। নিজের জন্য। সামুর জন্য। ??????

৭৬| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২

জার্মান প্রবাসে বলেছেন: সহমত। আরেকটা ক্যাটাগরি বাড়িয়ে দেয়া যায়।

------------------------------
------------------------------
‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন জার্মান প্রবাসেকেই ভোট দিবেন? টপিকঃ এজেন্সি/দালাল (পর্ব - ১/৫)

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সহমতে।

৭৭| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।

হালা ফকিন্নি।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ক্ষোভের কারণটা বুঝলাম না।

ভোট একটা আনন্দ উৎসবের বিষয় বলেই আমাদের সমাজে প্রচলিত।
আর একটা আন্তর্জাতিক প্রতিযোগীতায় হলেতো তা আরও বাড়তি আনন্দের বিষয়।

অগ্নি সারথী নিজের ভোট নিজে চাইতেই পারেন। এটা সাধারন কার্টিসিতেও অন্যায় নয়। আর তার পক্ষে আমরা যারা ভোট ভিক্ষা! (আপনার ভাষায়) করছি তারাও উনাকে ভালবেসে, একজন ব্লগারকে ভালবেসে, সামুকে ভালবেসে তা করছি। অগ্নি সারথি ভাইকে ৭ বছরের উপরে ব্লগিং লাইফে একবারও দেখিনি বা কথা বলিনি।
কিন্তু ভালবাসাটা ব্লগার হিসাবে।

পাত্তা পাওয়া না পাওয়া বিষয়টাও ঠিক না। ভোটের ফলাফল যাই হোক- এখানে নমিনেশনেও বিষয়টা উনারা হয়তো সেভাবে ভাবেন নি।
জার্মান প্রবাসে ব্লগ হিসাবে আর সারথী ভাই ব্যক্তি হিসাবে ফাইট দিচ্ছেন। যদি সত্যিই সেই ফাইটিং স্পিরিট থাকে আসুন ব্লগ হিসাবে সামুর সাথে নমিনেশন নিয়ে! দেখি কত ঘন্টায় কত ভোট!

আসলে যে মন্দ বলে সে তার মনের কুৎসিত রুপটাই তুলে ধরে। আপনার শুভ এবং মঙ্গল কামনা করছি।

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জনৈক বেলের শরবত ...
ব্লগ লিখেছি: ১ ঘন্টা ৬ মিনিট
http://www.somewhereinblog.net/blog/rahimerbap

এই ব্লগার..অগ্নি সারথির বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা রটনামূলক ফ্লাডিং কমেন্ট করছে সবার পোষ্টে গিয়ে গিয়ে যা..আপত্তিকর। এবং খোদ সামুর বিরুদ্ধাচরনও বটে। অগ্নি সারথির ভাইয়ের জন্য সামুর নোটিশ বোর্ডও কিন্তু ষ্টীকি নোটিশ রেখেছে দীর্ঘ দিন। কিন্তু এই ব্লগার সবার পোষ্টে ব্লগনীতিমালার অনেক গুলো ধারা ভঙ্গকারী একই কমেন্ট ফ্লাডিং করে যাচ্ছেন। কিভাবে?????

সামু কর্তৃপক্ষ দেখবেন কি?

৭৮| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কালনী নদী বলেছেন: বেলের শরবত- উনার কমেন্টে রিপোর্ট করেন, দেখেন আমরা সাধারণ মানুষ আমরা সত্য বললে তা একটা সময় বের হয়ে আসবে।
কে কার মাল্টি লিঙ্ক বানিয়ে ব্লগে ছেচরামি করছেন সেটা পরিচারকবৃন্দ ভালই জানেন। আমি যে হিসেবটা দিয়েছিলাম সেটা বাস্তবসম্মত। অন্যায় অবিচার চোখের সামনে হবে আর বসে থাকবো এমন না। বেলের শরবত আপনি কেন উঠেপড়ে জার্মান প্রবাসের গান গাইছেন? কত টাকা দিছে বিদেমে রপ্তানী করার এই কোম্পানী-টি? হায়রে মানুষ- টাকার কাছে বিক্রি খেয়ে আসে ঝিয়ের বাড়ির গল্প করতে!
আমরা সৎ আছি আর সততাই অবলম্বণ করবো, আত্নদম্ভ শয়তানের অহঙ্কার আমরা গরীবের ছেলে গোলাপফুলই বটে!
আসেন এবারত কেউ ঘুম থেকে জাগেন, ভোট দেন আপনার প্রিয় ব্লগারকে সে জার্মান প্রবাসে হোক আর অগ্নি সারথী, যথই যোচ্চুরি হোক আমরা সততার সাথেই আছি আর সত্যকেই ধারণ করবো।
কারও মন্তব্যে বাজে শব্দ ব্যবহার হলে আমার অবশ্যই মডারেটরের কাছে রিপোর্ট করবো, আমাদের পরিচালকবৃন্দের উপর যথেষ্ঠ আস্থা রযেছে।

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
বেলের শরবত ...
ব্লগ লিখেছি: ১ ঘন্টা ৬ মিনিট অথচ সব পোষ্টো সারথি ভাইয়ের নাম ধরে কুৎসা হিংসা মূলক কমেন্ট ফ্লাডিং করেই যাচ্ছে!

ভাল বলেছেন আপনি- কত টাকা দিয়েছে নাকি জার্মান নেবার মুলো ঝুলিয়েছে! কে জানে!!!!!!!!!!!!!!!!!! আদমদেরতো অনেক টাকা থাকে- পাব্লিকের মাইরা দেয়া টাকা!

কথা সেটাই-
আমরা সৎ আছি আর সততাই অবলম্বণ করবো, আত্নদম্ভ শয়তানের অহঙ্কার আমরা গরীবের ছেলে গোলাপফুলই বটে!
আসেন এবারত কেউ ঘুম থেকে জাগেন, ভোট দেন আপনার প্রিয় ব্লগারকে সে জার্মান প্রবাসে হোক আর অগ্নি সারথী, যথই যোচ্চুরি হোক আমরা সততার সাথেই আছি আর সত্যকেই ধারণ করবো।
কারও মন্তব্যে বাজে শব্দ ব্যবহার হলে আমার অবশ্যই মডারেটরের কাছে রিপোর্ট করবো, আমাদের পরিচালকবৃন্দের উপর যথেষ্ঠ আস্থা রযেছে।

ধন্যবাদ।

৭৯| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

বেলের শরবত বলেছেন: খ্যাঁক, খ্যাঁক, ফ্লাডিং করছি বৈলা রিপোর্ট করছেন খুব ভাল কথা, হ যখন শরণার্থী নিক নিয়া ফ্লাডিং করেন তখন চুপ থাকেন কেন? আপনার মত সিনিয়র ব্লগার এরকম একচোখা হৈলে চলে কেমনে? আর কালনী নদী ভাই আপনার আদৌ কুনু আইডিয়া আছে জার্মানপ্রবাস নিয়া?

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভোট প্রার্থনা আর কুৎসা গাওয়া কি এক হলো?

সাধার জ্ঞান খাটান।
সারথি ভাই সামু প্লাটপর্শের একজন সদস্য হিসাবে তার জন্য ভোট চাওয়া ফ্লাডিং নয়। কান্তি আপনি যা করছেন অযাচিত ভাবে সবার পোষ্টে ব্যক্তি কুৎসা গেয়ে বেরাচ্ছেন- তা কোন সুস্থ বোধের মানুষের শোভা পায় না। তাই তা দোষনীয়ও বটে।
এবং এটাকে একচোখা হওয়া বলে না।
আমরা কিন্তু জার্মান প্রবাসের নামে কোন কুৎসা গাইছিনা। বলছিনা তারা আদম ভ্যবসা করে, বলছিনা তারা ষ্টুডেন্ট বানিজ্যকে ক্লাসিক পর্যায়ে নিয়ে মূলত বানিজ্যিক কনসাল্টিং ফার্ম! আমরা বলছিনা কিছুই।
কিন্তু আপনি সরাসরি একজন ব্যাক্তিকে আক্রমন করে কথা বলছেন। যা কোন মতেই গ্রহণযোগ্য নয়।

ভাল থাকুন। যে কেউ যে কাউকে সাপোর্ট করতেই পারে- শালীনতা এবং সহনশীলতার সাথে। তাতেতো কোন বিরোধ নেই। আপনি জার্মান প্রবাসেকে সাপোর্ট করুন। ভোট দিন কেউতো মানা করছে না। কিন্তু যা করছেন তা ঠিক কিনা নিজের বিবেককেই প্রশ্ন করুন। উত্তর পেয়ে যাবেন।

আবারো আপনার শুভ এবং মঙ্গল কামনায়।

৮০| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

কালনী নদী বলেছেন: বেলের শরবত- আরে ভাই সেটাইত আমি বললাম যদি কারো মন্তব্যে আপনার সঙ্খা হয়ে থাকে আপনি কর্তৃপক্ষকে নোটিস করেন, এখানে আমরাও আপনারই বন্ধু প্রয়োজনে লিঙ্কটা সবার সাথে শেয়ার করেন! আর নয়ত ব্লগ লিখে সমস্যাটা সবাইকে অবগত করেন। এইত কত সুন্দর কমেন্ট করছেন। এটা একজন শিশুও বোঝতে পারে যে মডারেটররা জানেন কার কোনটি নকল নিক।
আমি আশা করি আপনি সুন্দরভাবে প্রমানসমেত আপনার সমস্যাটি তুরে দড়বেন যাতে সবাই একসাথে অন্যায়ের প্রতিবাদ করতে পারি।
আমাদের মন্তব্যে কষ্ঠ পেয়ে থাকলে দুঃখিত ভাইয়ু, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সম্পর্ক উন্নয়ণ করে নেব।

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কথা সটোই ..
যে কেউ যে কাউকে সাপোর্ট করতেই পারে- শালীনতা এবং সহনশীলতার সাথে। তাতেতো কোন বিরোধ নেই।

আপনি জার্মান প্রবাসেকে সাপোর্ট করুন। ভোট দিন কেউতো মানা করছে না। কিন্তু যা করছেন তা ঠিক কিনা নিজের বিবেককেই প্রশ্ন করুন। উত্তর পেয়ে যাবেন। @বেলের শরবত!

৮১| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

কালনী নদী বলেছেন: আপনি বলেছেন জার্মান প্রবাসে কে, সে সম্পর্কে আমার কোন ধারণা আছে নাকি! না ভাই আমার কোন ধারনা নেই আর নিতেও আগ্রহি না। আমি আবারও বলছি আপনার সমস্যাটা তুলে দড়েন আমরা আছি আপনার সথে।
রাজনীতি করছেন? এসব ক্ষেত্রে এটাই স্বাভাবিক! রাজনীতিতে নীতি মেনে চললে আর কোন সমস্যা নেই।
আশা করি আপনার ভুল ভাঙতে পেরেছে, আমাদেরও অনেক ভুল ছিল তাই বলে মনেতে ক্ষোভ রাখতে নেই, যে যাই হোক আমরা বোঝে শোনে, উটে-পড়ে আমাদের প্রিয় প্রার্থীকে নির্বাচন করবো। হে একটু খেয়াল করলে দেখবেন ব্যাপারটাতে চরম একটা বৈষম্য করা হয়েছে ফলে অগ্নি সারথী অনেকটাই পিছিয়ে!
আসেন আমরা আবার সুন্দর করে আমাদের প্রর্থীর জন্য প্রচারণা করি।
(বাকি পয়েন্টগুলা সময়সূযোগ করে তুলে দড়া যাবে!)

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এসব ক্ষেত্রে এটাই স্বাভাবিক! রাজনীতিতে নীতি মেনে চললে আর কোন সমস্যা নেই।
আশা করি আপনার ভুল ভাঙতে পেরেছে, আমাদেরও অনেক ভুল ছিল তাই বলে মনেতে ক্ষোভ রাখতে নেই, যে যাই হোক আমরা বোঝে শোনে, উটে-পড়ে আমাদের প্রিয় প্রার্থীকে নির্বাচন করবো - ভাল বলছেনে।

সেখানে প্রতিযোগীতা থাকবে..লড়াই থাকবে..কিন্তু নোংরামে থাকা উচিত নয়।

৮২| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

কালনী নদী বলেছেন: আপনিই যে জার্মান প্রবাসে সেটা বোঝিয়ে দেব?
১টা পয়েন্ট দেই মিলিয়ে দেখেন, আমি নোটিশ বোর্ডে প্রথম কমেন্ট করার পর তিনি আমায় চেলেন্জ করেছিলেন উচ্চ শিক্ষা নিয়ে আলোচনা করার জন্য, আর এই নিক নিয়ে আপনি আমায় চেলেন্জ করছেন আমি জার্মান প্রবাসকে চিনি কি না!
আরো আছে, কারন পাণি এবার সত্যি ঘোলা হচ্ছে!
আপনাকে কে বলছে বলতেন না, কিন্তু আপনি যেভাবে বলছেন তা রুচিসম্মত না।
এখন আমার বের হতে হচ্ছে সবাই ভাল থাকেন।
বেলের সরবত সুন্দর একটা পোস্ট লিখেন দেখেন নতুন হিসেবে আপনাকে পাত্তা দেই কি না।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা অযথাই জটিলতায় নিয়ে যাচ্চেন না চাইছেন তা উনিই ভাল বলতে পারেন।

চরুন আমরা মুল কাজে ফোকাস করি!

সারথি ভাইয়ের ভোট আজকের গুলো দিয়েছেন তো???

৮৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

জার্মান প্রবাসে বলেছেন: বলছিনা তারা আদম ব্যবসা করে, বলছিনা তারা ষ্টুডেন্ট বানিজ্যকে ক্লাসিক পর্যায়ে নিয়ে মূলত বানিজ্যিক কনসাল্টিং ফার্ম!

বিদ্রোহী ভৃগু দা, আপনার এই মন্তব্যটায় দুঃখ পেলাম।

যে দালালদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ তাদের সাথে আমাদের তুলনা করলেন! :( :((

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরি ব্রো! ভূল বুঝলেন। ঐ আইডি কে বা কার সারথি ভাইকে বাজে বাজায় যেভাবে বলছিল তার কাউন্টার করতে গিয়ে তুলনামূলক না বলার সেন্সে উপস্থাপন। সেগুলো আপনাদের বলা হয়নি কিন্তু।
সেধে গায় টেনে নেবেন না। বলার প্রেক্ষাপট আর ষ্টাইলটা খেযাল করুন।

আমি শুরুতেই আপনার কোন কমেন্টসে কোন নেতিবাচক বলেছি?
না এখনো বলছি? বলছি না।
তাকে বোঝাতেই ঐ টার্মটার ব্যবহার। আশা করি নিজের গায় নেবেন না।
জয় পরাজয যে কারো হতে পারে। স্পোর্টিংলি নেয়াই উত্তম।

৮৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

কালনী নদী বলেছেন: আচ্ছা ব্লগাররা নিজের নাম ব্যবহার না করে ভিন্ন নামে লিখেন কেন? কারন তারা কখনও বেচতে চাননা লিখা তার!

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছদ্ম নাম ব্যবহার আজকের নয়। বহু আগে থেকেই মাুনষ নানা কারণেই তা করে থাকে। কখনো রাজনৈতিক চাপে, কখনো রাষ্ট্রীয় ভয়ে.. কখনো ভিন্ন নানা কারণে । আপনার বিষয়টাও একটা।

৮৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

কালনী নদী বলেছেন: ভালো কথা মনে করিয়ে দিয়েছেন, আবার ভোট দিয়ে আসি। ধন্যবাদ সবাইকে!
আগ্নি সারথী এখনও কিছু বলেন নি, আসলেই উনি সে মাপের মানুষ বটে।
আমি আরেকবার ডুব দিয়ে আসি, আমার লেখার কিবোর্ডের অবস্থাও করুণ।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কালনী নদী। গুড মর্নিং করলাম ইমেল আর ইয়াহু ২টা দিয়ে :)

২৬২ চলছে মাত্র!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৮৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০

কালনী নদী বলেছেন: দাড়ান আমিও দুইটা ফেক আইডি বানাবো আজ, আপনার দুইটা আর আমার তিনটা পাচটা মিলে প্রতিদিন ভোট দিলে খরাপ না।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখনো বানান নাই। আমার ফেক না। একটা জিমেইল একটা ইয়াহু.. আর এইটা দিয়া ডিডব্লিউতে বানানো যায় ২টা ;)

৮৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভুলে যাও হিংসা ভুলে যাও আড়ি
ববসে সারথীকে ভোট দাও তাড়াতাড়ি :)

আজ যদি হারে সারথী
কাল তোমার পরাজয় নিশ্চিতই :(

দিনে ২টি মিনিট দিলে
সামুকে ভালবাস যেও বলে!

কত কত আইডি কত কত বাহানা
একটা ভোট দিলে ক্ষতি কিছূ হবে না।

সারথী আজ কাল হতে পারো তুমি
আজ নিরব র'লে কাল কি হবে শুনি!!

সামুর ব্লগার কত? লাখ
নাকি শুভংকরের ফাক!
১%যদি সাড়া দেয়
সব দেখি ভেসে যায়!

৮৮| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা ভ্রাতা না ভগ্নি আপনি আবার কেঠা????

আপনার আগমনওেতা তেমনি মনে হয়...ইতিহাস কথা কয়..
------
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১৩ ঘন্টা ৫৩ মিনিট!!!!!!!!!!!!!!!
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন

কি জানি বাপু! মানুষ এমন করে কি মজা পায়??? আপনার পছন্দ না হলে ভোট দিয়েন না। বা অন্য কাউরে দেন। সে ভিক্ষা করুক বা কর্পোরেট সব অনুষ্ঠানেই টিভি/লাইভ.. এসএমএসও ভিক্ষা! করে দেশ বিদেশে সেরা নির্বাচিত হয়! তা তার ব্যাপার। তার পরও কেউ পছন্দ করলে দেবে নইলে নয়। আপনাদের গাত্রদাহের কারণটা দয়া করে বলবেন কি?

আপনারা কেউ কি তার নিকটতম মনোনয়ন প্রার্থীতায় ছিলেন? বা অন্য কোন কেস??? কি জানি!

৮৯| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আপনি বুঝেন নাই কেমনে ইলেকশন ফিক্সিং করসেন অগ্নিসারথি। গুগল ক্যাশে খুঁজলে তাঁর গতকাল রাতের পোস্ট এখনও পাবেন

৯০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৪

জার্মান প্রবাসে বলেছেন: @বিদ্রোহী ভৃগু দাঃ আমাদের সম্পর্কে অনেকের একদম কোন ধারণাই নাই। সেটা ঠিক করতে একটা সিরিজ ব্লগ লিখছি। এই পর্বে আমাদের ম্যাগাজিন নিয়ে লিখেছি। আশা করি পড়ে দেখবেন। :)

‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন ''জার্মান প্রবাসে'' মনোনয়ন পেল? টপিকঃ "ম্যাগাজিন" (পর্ব - ২/৫)

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.