নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে স্বপ্নের স্বপ্ন

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

যদি স্বপ্নগুলো ধরা যেত
৫৪ বা ৫৭ ধারায়। কার্যকারণ ছাড়াই হতো গ্রেফতার
স্বপ্নে স্বৈরাচারিতায় ঠেকায় কে! বাস্তবই বাদ-সম্বাদহীন যেখানে।
শুধু সূখের আর প্রেমের স্বপ্নগুলো ছাড়া;

স্বৈরাচারীর স্বপ্নের ননষ্টপ রিমান্ড চলত অন্তহীন
দূর্নীতিবাজদের স্বপ্নকে পাঠিয়ে শেয়ারবাজারে
মজুতদারের স্বপ্নের গুদামে লাগাতম আগুন
রাজনীতিবিদের স্বপ্ন-আন্দামানে নির্বাসনে ।

সূখের স্বপ্নগুলো জিরো ইন্টারেস্টে পেত লোন
প্রেমের স্বপ্নগুলো পুরণে রিজাভৃ ফান্ড পুরোটই হতো উন্মুক্ত
সকল প্রেমিক আবেদনের আগেই জামিন মঞ্জুর হতো
অপ্রেমিকের সপ্নের সব তথ্য-সম্পদ বাজয়োপ্ত করে…
সুর আর ফুলে ভালবাসাহীন স্বাপ্নিকের ঠিকানা হতো
কনসেন্ট্রেশন ক্যাম্পে-নাৎসি থেকে আবু গারিব।

সুশীল স্বাপ্নিকেরা স্বপ্ন দেখা ছেড়েদিত
স্বপ্নে তৈলবাজি, দলান্ধতার সুযোগ নেই বলে!
বুদ্ধিবেচার দল স্বপ্ন বেঁচার আইডিয়া হারিয়ে
আত্মহত্যার স্বপ্ন দেখতো অহর্নিশি

ভালমানুষেরা স্বপ্নের পূর্নতায় অল্পতেই
সন্তুষ্টির ষোলকলা পূর্ণতায় হাসতো ভরা পূর্নমিার হাসি।

হঠাৎ আক্রমন -গুম, খুন ধর্ষন, মূখোশের আড়ালে
তীক্ষ্ণ এনোফিলিশ শেল বিধঁতে থাকে
চর্তুমূখি। দিশেহারা স্বপ্ন জেগে ওঠে
একরাশ জ্বলুনি নিয়ে।

মন্তব্য ৬৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল কবিতা। ধন্যবাদ

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ প্রমাণিক ভাই!!!!!!

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

কানিজ রিনা বলেছেন:
যেখানেই ক্ষমতা সেখানেই
অপব্যবহার, ঘরে বাইরে
পরিবারে সমাজে রাস্ট্রে
সব জায়গায় ক্ষমতার
অপব্যবহার। কোথাও পরিত্রান
নাই।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

যোগ্য শাসক তা করে না। ক্ষমতাকে দায় মনে করে। সুশাসন তাদের হাতেই যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছে।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: স্বৈরাচারীর স্বপ্নের ননষ্টপ রিমান্ড চলত
অন্তহীন দূর্নীতিবাজদের স্বপ্নকে পাঠিয়ে
শেয়ারবাজারে মজুতদারের স্বপ্নের গুদামে লাগাতম আগুন
রাজনীতিবিদের স্বপ্ন-আন্দামানে
নির্বাসনে ।


বেশ বলেছেন!

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মিরান ভাই।

শুভেচ্ছা অফুরান!

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার লিখেছেন +++

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা

৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দ্রোহ স্পষ্ট।
দারুণ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভাগ্যিস রাজনীতিবিদরা কবি নন ;)

ধন্যবাদ ।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

ফরিদ আহমাদ বলেছেন: ভালমানুষেরা স্বপ্নের পূর্নতায় অল্পতেই
সন্তুষ্টির ষোলকলা পূর্ণতায় হাসতো ভরা পূর্নমিার হাসি।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্দ মানুষৈরা এই সুযোগটাইতো নেই! ভালদের অল্পের মূলৌ ঝুলিয়ে তারা সপাট গ্রাস করে প্রসাদ, রিজার্ভ ফান্ড, শেয়ারবাজার, হলমার্ক!!!!

ভাল মানুষেরা বুকে চিনচিনে কষ্ট নিয়ে শুধু দেখে যায়

ধন্যবাদ অনেক অনেক

৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন হলে কতোই না ভালো হতো!

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সাধু দা'

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

অঘ্রান প্রান্তরে বলেছেন:

দিশেহারা স্বপ্ন জেগে ওঠে
একরাশ জ্বলুনি নিয়ে।


ভাল মানুষেরা বুকে চিনচিনে কষ্ট নিয়ে শুধু দেখে যায় ...

লেখা প্রতিউত্তর দুটোতেই ভালো লাগা রেখে গেলাম............

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮

অঘ্রান প্রান্তরে বলেছেন: স-যতনে নিলাম, ২৫ সে ডিসেম্বর দিনটি আজো স্মরণে রাখিলাম...ইয়াছিন ।।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: স-যতনে নিয়েচেন বলে আবারো ধন্যবাদ।

কিন্তু ২৫ ডিসেম্বর!!!! .. ইয়াছিন....!!!!
কনফিউজড.. ক্লু না হলে বুঝতে পারছি না!!

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১

অঘ্রান প্রান্তরে বলেছেন: তুই বড় অন্ধ, বদি, কানা, 'কবরে ঘুমিয়ে আছে আমার বাবা মা.........।।

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জলো আরো ঘোলা হলো ! ;)

একটা ২৫ ডিসেম্বর হলে অন্যটা কত???

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

অঘ্রান প্রান্তরে বলেছেন: ছিল সবই একই মাসে... নাকি ভুল হল, দোয়া ছিল একই সাথে... দেশে ফিরে, পরে বলা হল... গ্রামে দেশের বাড়ি গিয়ে ... মনে পরে সে দিনের সে আমার আছরের পরে ইয়াছিনের কথা... মাগরিবেতে দোয়া শেষ করা। আর কিছু গাধা?

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেতো বুঝেছি অনেক আগে! নিশ্চিত হওয়া ছিল বাকী
ছিল অপেক্ষা ফেরার! ফিরেছো জানি
শুধূ ছিলনা জানা প্রান্তরের পরিচয়্
অনেক অনেক খুশি আর ভাললাগা
অনেক অনেক কৃতজ্ঞতা আবারো ইয়াছিনের ফাতেহায়
মনের খুশি রইল মনে- আর পৌছে যাক হৃদয়ে তোমার।:)

১৩| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



দিশেহারা স্বপ্ন জেগে ওঠে
একরাশ জ্বলুনি নিয়ে।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা~!

জীবনের টানাপোড়েনের হাফ ছেড়ে কবে হবে আড্ডা ????

ভাল থাকুন।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



হা হা হা :P

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: B-) :) :D =p~

১৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হঠাৎ আক্রমন -গুম, খুন ধর্ষন, মূখোশের আড়ালে
তীক্ষ্ণ এনোফিলিশ শেল বিধঁতে থাকে
চর্তুমূখি। দিশেহারা স্বপ্ন জেগে ওঠে
একরাশ জ্বলুনি নিয়ে।


সপ্ন নিয়ে অসাধারণ সপ্ন !!!

ইদারনিং ভৃগু ভাইয়ের দুর্দান্ত সব কবিতা পড়ছি !!!

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে ভাইডি!!! কত্তদিন পর ব্লধূলি দিলেন!!!

আপনার সিরিজটাও মিস করছি আমি! ক্ষমা করবেন।

আর কি যে বলেন না। এই সামান্য মনের প্রকাশ আরকি। আপনারদের অনুপ্রেরণা সাহস দেয় :)

অনেক অনেক ধন্যবাদ্

১৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



বাস্তবই বাদ-সম্বাদহীন যেখানে , সেখানে স্বপ্ন নিয়ে যতো স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী স্বপ্ন তৈরী.............. :(

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন।!

অনেক ধন্যবাদ দারুন অনুভবে অনুভব প্রকাশ করায় ;)

১৭| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন: আমি বিদ্রোহী রন ক্লান্ত

আর কিছু কমু না

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৫৭র বাজারে ন বলাই ভালু ;)

অনেক ধন্যবাদ আগমনে।:)

১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার বিদ্রোহ কবিতায় ও এসছে
ভালো লগেছে :)

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মনিরাপু। অনেক দিন পর ব্লগধুলি দিলেন :)

বিদ্রোহের বড় বেশি প্রয়োজন আজ! কিন্তু সবই কেমন মিইয়ে গেছে!!!!! মাঝে মাঝে ভেবে ভয় হয়- এই সময়ে যদি ৭১র পরিবেশ হতো- কি হতো!!!
এতবেশি আত্মকেন্দ্রিক আর স্বার্থ সংশ্লিষ্ট ভাবনা সবারই! সামষ্টিকতাই যেন হারিয়ে গেছে!
কি মিডিয়া! কি সুশীলগং! কি বুদ্ধিজীবি গং! এমন লাল সময় কেউ কখনো দেখেছে কি?

১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬

অঘ্রান প্রান্তরে বলেছেন: দুঃখিত, যা বলতে চেয়েছিলাম তার বোধ হয় আর প্রয়োজন হবেনা।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ব্যাপার বলেনতো! এমন অস্থিরতা কেন! ফেবুত আসতে বল্লাত ..আসুন.. চ্যাটে বিস্তারিত আলাপ করা যাবে। যদি আপনার মনচায়।

ভাল থাকুন সর্বাবস্থায়। :)

২০| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

অঘ্রান প্রান্তরে বলেছেন: ওকে, আমি যাচ্ছি এখন... আপনিও জান... তবে চিনবো কি করে, এক নামে তো অনেক থাকতে পারে, কোন পিক দেয়া আছে জানালে খুশি হবো।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাল ফুলের ছবি।

২১| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

আমি এ আর বলছি বলেছেন: ভাল লাগল কবিতা।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ এ আর ভাই :)

শুভেচ্ছা রইল

২২| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

কালনী নদী বলেছেন: কবিতা একেক সময় পড়তে একেকরকম স্বাদ পাওয়া যায়! আজকে আর বেশি ভাল লেগেছে।
সুশীল স্বাপ্নিকেরা স্বপ্ন দেখা ছেড়েদিত
স্বপ্নে তৈলবাজি, দলান্ধতার সুযোগ নেই বলে!
বুদ্ধিবেচার দল স্বপ্ন বেঁচার আইডিয়া হারিয়ে
আত্মহত্যার স্বপ্ন দেখতো অহর্নিশি!


প্রিয়

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কালনী নদী ভাই।

প্রিয়তায় প্রীত :)

২৩| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

কালনী নদী বলেছেন: প্রীত বানানটা নিয়ে মনের মাঝে খটকা ছিল, যাক সামনে প্রিয়তে প্রীত বলা যাবে।

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনায়াসে ব্যবহার করুন :)

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কালনী ভাই আমার ববসের পোষ্টে একটু ঘুরে আসবেন!!!! শেষ কমেন্টটা দেখুন!

২৪| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

কালনী নদী বলেছেন: হেতেরে বাশ দিছি, বেটা টাকা খেয়ে আসছে ঢোল পিঠাতে। ভাই গরীব হতে পারি সালার মানুষত আমি। চিন্তা কইরেন না, সবাই এখন জানে আসল বিজয়ি কে ;)

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। আমিও রিপোর্ট করেছি । মাত্র ১ ঘন্টা ৬ মিনিটের আইডি দিয়া ফ্লাডিং শুরু করছে।!!!!!!!!!!!!!!!!!!!!!!

সামু আশা করি ফ্লাডিং বন্ধে যথাযথ ব্যবস্থা দ্রুতই গ্রহন করবে। আবারো ধন্যবাদ্

২৫| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

কালনী নদী বলেছেন: দেখেন আমার সর্বশেষ পোস্টেও সেইম মন্তব্য করছে, প্লিজ ভাই এটাতেও একটা রিপোর্ট করেন। আমি যতটা সম্ভব বোঝিয়ে মানাবার চেষ্ঠা করছি কিন্তু সে উগ্রবাদির মতন আচরণ করছে।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। করেছি।
ক্রেজ মিনিমাইজ হয়েছে আমার ববস পোস্টে!

২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০

মো: জাবেদ হোসেন বলেছেন: অনেক সুন্দর হয়েছে

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জাবেদ।

শুভেচ্ছা। ভাল থাকুন।

২৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: দাদা ভাই,
পান্তা ইলিশ নিয়ে কিছু লিখবেন আশা করছিলাম আপনার কাছে, কিছু একটা তো লিখুন পান্তা ইলিশ না হোক অন্তত পান্তা কাচা মরিচ আর পেয়াজ ।

১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল কথা বলেছেন।

পান্তা ইলিশ নিয়ে পুরা জাতিই গরমতো তাই ঠান্ডা মেরে শুধু দেখছি।;)

আজ প্রধানমন্ত্রী বল্লেন তিনি পান্তার সাথে ইলিশ খাবেন না! ভাল। অসময়ে ইলিশের প্রজনন বাড়াতে হুজুগ কমার দরকার আছে।
তবে পান্তাটা ক্লাসিক খাবার। আজকে প্রচন্ড তাপদাহের কারনে সকালে ভাতের পানি ঢেলে পান্তা বানালাম। তার খেয়ে সেইরকম আরাম! মন হল পুরা দেহটা এসি কুল হয়ে গেছে :)

চৈত্র মাসে পান্তাটা দেহের জন্য খুব উপকারী!

২৮| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

হাফিজ বিন শামসী বলেছেন:

স্বপ্নের কারাবাস?
সর্বনাশ!
মহা চিন্তার বসবাস। :)

১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ধন্যবাদ।

:)

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

মো: ইমরান আল হাদী বলেছেন: চমৎকার, সুন্দর কবিতা।

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ েমা: ইমরান আলী আর হাদী।

শুভেচ্ছা অফূরান....

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

আমিই মিসির আলী বলেছেন: কবিতা ভালো লাগলো।
+

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

নববর্ষের শুভেচ্ছা :)

৩১| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

কল্লোল আবেদীন বলেছেন:





চমৎকার বাস্থবধর্মী কবিতা।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই।

শুভেচ্ছা রইল।

৩২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ফাতেমা।

শুভেচ্ছা অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.