নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

বেলা দ্বি প্রহর, ধু ধু বালূচর
ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর....

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা
মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেডা
আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

ফাইটা ফাইটা রইছৈ যত খালা বিলা নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলদি
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

কপোত কপোতি কাদে কূপেতে বসিয়া
শুকনা ফুরের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

গানের লিংক
https://www.youtube.com/watch?v=bOT_JSaWNGk

মন্তব্য ৬৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: বৃষ্টির খুব দরকার। খুব।

কবিতায় +++

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একান্তই দরকার..............

আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

গেম চেঞ্জার বলেছেন: আচ্ছা লিখছেন কিডা??

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের বাংলা গানের প্রাণ আব্বাস উদ্দিন আহমেদ।

কয়েকবার এডিট করে নামটা দিতে চাইলাম। বলে আপনার অনুরোধটি রক্ষা করা যাচ্ছে না। আবার চেষ্টা করুন!!

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

এম ডি মুসা বলেছেন: good

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুন আব্বাস উদ্দিনের কথা আর সুরে প্রার্থনা করি আল্লাহর কাছে..

আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: বৃষ্টির অপেক্ষায় সবাই ।
সত্যি বৃষ্টির খুব খুব প্রয়োজন ।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি বৃষ্টির খুব খুব প্রয়োজন

বেলা দ্বি প্রহর, ধু ধু বালূচর
ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর...

৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫

কালনী নদী বলেছেন: সেই ছোটবেলার শোনা প্রিয় গানটি, নষ্ঠালজিত করে দেতি যথেষ্ঠ। ++++++

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..

এটার হিন্দি ভার্সন শুনেতো আরও অবাক.. কিশৌর কুমার আর আশা ভোসলের গাওয়া.. আপনার নষআলজিকতা আরও বাড়াতে

https://www.youtube.com/watch?v=afimMTQ-YZ4

৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২

কল্লোল পথিক বলেছেন:

ছেলেবেলার গান মনে করে দিলেন।
সত্যি বৃষ্টির খুব প্রয়োজন ।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি ভাই।

আমরাতো সব আসল ভুলতে বসেছি ষ্ট্যটাসের ভীরে, তাই পুরোনোরে খু*জে ফেরা ;) আজকে রোদে তাতানো মনে প্রার্থনা জেগে উঠলো- তাই আপনাদের সাথে শেযার করলাম...
সবার চাওয়া যদি প্রভূ শোনে..............

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এ মালিকে জাহান
আমি বড় অসহায়
দু-ফোটা পানির তরে
বুক ফেটে যা......

এটা এখন মাটির গান

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন তো!

এটার লিংক আছে কি?

৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: বৃষ্টি চাই............

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে রাব্বা, দয়া করো, আমাদের ক্ষমা করো, এবং তোমার রহমতের বৃস্টি দিয়ে আমাদের তৃষিত আত্মাগুলোকে শান্তি দান করো

৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়াবহ অবস্থা! জ্যৈষ্ঠ মাসে কী অবস্থা হবে ভেবে মাথা নষ্ট!

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। এ বছর তাপদাহ আর খরা বেশী হবে আগে থেকেই পূর্বাভাস হচ্ছিল। বাস্তবতায়তো দেখি আসলেই ভয়াবহ!

৪০-৪১ ডিগ্রিতে উঠে যাওয়া... গড়ে ৩৭-৩৮!!!

আগামী সপ্তাহও এমনই যাবে- বুধবার থেকে দেখাচ্ছে ৩৮-৩৯-৩৮ !!!!
জৈষ্ঠ্যের তাল পাকা গরম না হয়ে তাল শুকানো গরম হবে বোধকরি!
বৃষ্টি চাই ..শান্তির..এক পশলা বৃস্টি..

১০| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

মো: ইমরান আল হাদী বলেছেন: বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে ধৈর্য হারিয়ে ফেলেছি।
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই মুমিনরা ধৈর্যশীল হয়!

আসুন ধৈর্য্য ক্ষমা আর বিনয়ের সাথে প্রার্থনা করি

আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

আমিই মিসির আলী বলেছেন:
আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা
মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেডা
আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।



আগামী মাস থেকে বৃষ্টি শুরু হইলে ভালো হয় :||

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কন্কি!!!!!!!!!!!

গরমে কলিজা হাডি যায়-- আপনে আরো ৭ দিন পরে চাইতেছেন...

আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।


১২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, বৃষ্টির খুব দরকার এখন। খুব।
চারিদিকে যেন মহামারি আকার ধারন করেছে পেটের পীড়া, জ্বর।
এরই মাঝে হাম, পক্সও দেখা দিচ্ছে!!!! :(

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাপদাহে মারাও গেছে ২ বা ৩ জন!

অসুখ বিষূখতো ছড়াচ্ছেই। তাই সবাই মন থেকে প্রার্থনা করুন.. তিনি যেন আমাদের প্রতি দয়াপরবশ হন! রহমতের বৃস্টি দিয়ে বিপন্ন, মাুনষ প্রকৃতি, প্রাণীকুল সবার প্রতি করুনা অব্যহত রাখেন..

আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: প্রিয় গান।

ধন্যবাদ ভাইয়া।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে এ কে?
কি সৌভাগ্য! এতদিন কোথায় ছিলেন? ;)

কাছের প্রতিবেশি যদি এমন দূরের হয়ে যায় কেমন লাগে বলুন!!!

হুম, প্রিয় গান.. এই সময়ের গান! অনেক অনেক ধন্যবাদ।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

সাগর মাঝি বলেছেন: দাদা অনেকদিন পরে গান নিয়ে আসলেন।

ধন্যবাদ দাদা!!!

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সময়ে নিরীহ গান কবিতা নিয়ে থাকাই ভাল!

মাটির চলে বৃষ্টির খরা, মানুষের হৃদয়ে মতপ্রকাশের খরা, দেশের ভাগ্যে গণতন্ত্রের খরা..
হা হা হা

আপাতত মাটির প্রাণ আসুক- তাই গাই-
আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২

নীলপরি বলেছেন: বৃষ্টির খুব দরকার । গানটা খুবই পছন্দের । পোষ্টের জন্য ধন্যবাদ ।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই .. প্রাণ হাসফাস করে, হৃদয় আইটাই করে.. চাতকে পাখীর কষ্ট ভেবে দেখুন..
ফটিক জল ফটিক জল বলে সেকি চিৎকার...
একফোটা মেঘ নেই আকাশে..

কাঁচগলা রোদ যেন ঝরে ঝরে পড়ে...

প্রাণ খুলে তাই গাই
আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

রানার ব্লগ বলেছেন: এক মুঠ ঠান্ডা বাতাস আর এক ঝাক বৃষ্টির প্রতীক্ষায় গুনে যাই দিন।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ! প্রশান্তির সে ক্ষণ!!

তাতাল রোদের ভেতর ঘেমে স্নান হয়ে নোনাজলে বাড়ায় তেষ্টা জলের...

একপশলা বৃষ্টি -স্বর্গসূখের মতোই আকাঙ্খিত..
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১

জনৈক অচম ভুত বলেছেন: গরমে অবস্থা শোচনীয়। বৃষ্টি দরকার, ছাদ ফুটো করে দেবার মতো বৃষ্টি দরকার। |-)

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
বলছেন বটে। আবার আমরা এমনই কিনা- ২দিনের জায়গায় ৩ দিন বৃষ্টি হলে বৃষ্টির শ্রাদ্ধ করে ছাড়ি ;)

তারপরও এখনকার সবচে বেশি চাওয়া ঢল নামা বৃষ্টি... গরম ধুয়ে মুছে দেয়া...

আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২

মনিরা সুলতানা বলেছেন: ছোট বেলায় অনেক শুনতাম আজকাল তোহ শোনাই যায় না ।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম!

এখনকার ডিজিটাল পুলাপাইনরে মাঝে মাঝে ধইরা ধইরা শোনাই... যে শোন.. অনুভব কর গানের প্রাণ :)

হৃদয় থেকে উৎসরিত আকুলতায় ভরপুর হলে না তবে মন ভরে...

আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

মিজানুর রহমান মিরান বলেছেন: আল্লাহ এখনি মেঘ দেয়, পানি দেয়, ছোটখাটো ক্ষতি না হয় মতো একটা বন্যাও সাথে দেয়!

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: খরায়া যেমন পোড়ে বন্যায় তেমনি ডুবে...
প্রকৃতিকে আমরাই নষ্ট করছি দেখে আমরা ভুগছি... নদী মারছি, বাঁধ দিচ্ছি, নদী দখল করছি....এসবে আবার আল্লাহ নির্দোষ!

আপাতত: বৃষ্টিটাই চাই.. বন্যা ছাড়াই ;)

২০| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

আনু মোল্লাহ বলেছেন: বেশ ভাল লাগলো পোস্টি দেখে। গতকালে বিটিভি ফেরদৌসি রহমানের গান শেখানোর প্রোগ্রামে শুনছিলাম গানটা।
এখন এই গান শোনাই তো যায় না।

অনেক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় :)

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর এলেন! ধন্যবাদ।

হুম.. এখনকার চ্যানেল গুলো কি দিয়ে যে কি চালায় তারাই ভাল জানে.. সময়ের সাথে উপযোগী বিষয় গান, কবিতা যেন ভুলতে বসেছে :)

অনেক অনেক শুভেচ্ছা-----

২১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩

টোকাই রাজা বলেছেন: আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে।
আসলেই বৃষ্টির খুব দরকার।

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আরেকটা ছড়া মনে করিয়ে দিলেন...

ধন্যবাদ

২২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: আগে খরা লাগলেই রেডিওতে এই গান বাজানো হইতো। এখন সেই গান আর বাজানো হয় না। ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন মানুষের বস্তুর উপর ভরসা বেশি- তাই আল্লাহরে কম ডাকে ;)

আমরা আবার সাধারণ বিশ্বাসী মানুষতো- তাই আল্লাহকে ডাকি পরম নির্ভয়ে, আশায়, বিশ্বাসে জ্ঞানের দৃঢ়তায়।:)

অনেক অনেক শুভেচ্ছা...

২৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভ কামনা।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা অফুরান :)

২৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: আমি এইখানে বলি আল্লাহ রোদ দে----

এখনো ঠান্ডা অনেক আর ভাল লাগেনা সোয়েটার পরে থাকতে ।

আজকের কবিতা পড়লে না যে । উত্তর কবিতার অপেক্ষায় ।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই নাকি!

তাহলে অদল বদল হয়ে যাক ;)

যাচ্ছি! :)

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৫

মহা সমন্বয় বলেছেন: আপনার কবিতাট স্বার্থক হইল। :)
অবশেষে আজ ঝুম ঝুম বৃষ্টি নামল;)

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ! কি সুখবর .. কোথায় ভাইজান???

আমরাতো এখনো কলিজা ফাটা হালেই আছি!!

২৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

পাহাড়ী ঝর্ণা১৫ বলেছেন: পাগলা আছি এখানেই

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.. পেয়েছিতো.. উত্তর দিয়েছি :)
কেমন হলো বলো?

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


পোস্টে আগেও এসেছিলাম; পোস্টে, আপনার মুল ছবিটা কেহ হয়তো লক্ষ্য করেননি।

০২ রা মে, ২০১৬ সকাল ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো!

২৮| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

পাহাড়ী ঝর্ণা১৫ বলেছেন: নতুন চিন্তা -------ছাই কি মাটিতে মিশে !

অপেক্ষায় থাকলাম ,

০২ রা মে, ২০১৬ সকাল ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! দেখেছি নতুন ভাবনা..
মিশলেও মাটি তার মৌলিকত্ব হারায় ;)

২৯| ০২ রা মে, ২০১৬ ভোর ৫:২৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সমসাময়িক হৃদয়বিদারক পোষ্ট। :((

প্রেমহীন প্রেমিকের কাছে প্রেমের চেয়েও বৃষ্টি বোধয় এখন বেশি প্রত্যাশিত।

০২ রা মে, ২০১৬ সকাল ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই কষ্ট দূর হল কাল শেষ বিকেলে বা সন্ধ্যায় বলতে পারেন।

প্রচন্ড ধূলোঝড় তারপর সেই কাংখিত প্রশান্তির বারিবর্ষন। আহ কি শান্তি! বেশ কিছূক্ষন ভিজেছিও ছেলেটির খোঁজ জানতে গিয়ে। কতদিন পর যেন প্রশান্তির ঘুম হল কাল।
ধন্যবাদ আল্লাহ!

৩০| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:১৬

পাহাড়ী ঝর্ণা১৫ বলেছেন: নতুন চিন্তা ----শূন্যযাত্রায়

অপেক্ষায় থাকলাম। ফেসবুকের মেসেজ বক্স চেক করিও।
ভাল থেক।

০৩ রা মে, ২০১৬ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..

লগইন করেই প্রথম পাতায় পেয়ে গেলাম! আর যথারীতি কর্ম সমাপ্ত! :)

মন্তব্যের অপেক্ষায়!

৩১| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০০

রাঙা মীয়া বলেছেন: সময়োচিত পোস্ট ;)

০৬ ই মে, ২০১৬ দুপুর ১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: একপশলা স্বস্তি পেয়েছি- আবারও অপেক্ষায় স্বস্তি নিরন্তরের। :)
ধন্যবাদ

৩২| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

রমিত বলেছেন: প্রচন্ড ব্যস্ততায় কিছুদিন ব্লগে ঢোকার সুযোগ পাইনি। আজ আপনার লেখা কয়েকটি কবিতা পড়লাম।
বৃষ্টি হলো তো অবশেষে। তবে ঝড় এখনো পাচ্ছিনা। বৃষ্টি সহ একটা কাল-বৈশাখী ঝড় দেখতে ইচ্ছে করছে।
গভীর রাতে হলে ভালো হয়, নাহলে মানুষের কষ্ট হবে।
ভালো থাকবেন।

০৯ ই মে, ২০১৬ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমরাও আপনাকে মিস করেছি।
মিস করছি আপনার কত কত সিরিজ!

বৃষ্টিতো হলো এলো স্বস্তি! ঝড়ের আহবান কেন???? এতো প্রলয়. এতো ধ্বংস নিয়ে আসে!
তাও আবার চেয়েছেন রাতে!!!
অট্রালিকাবাসীদের কষ্ট নেই-কিন্তু সাধারন কুড়ে, পথবাসী আর দুর্বল বসতিতে বাসকারীদের অবস্থা ভাবুন। ঝড়! রাতের আঁধার.. কাড়ৎ কড়াৎ বাজ পড়ছে.. সন্তান স্ত্রী সম্পদ নিয়ে অসহায়.. কিছূ উড়ে যায়, কিছু ভেসে যায়.. অন্ধাকের দেখা যায়না ভালো!!!!

অনেক শুভেচ্ছা আপনার জণ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.