|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম জয়ন্তী। 
আমাদেরতো দেবার কিছু নেই- নেবার ছাড়া। নিতেই বা পারছি কই? এক অখন্ড নজরুলকে খন্ড খন্ড করে যে যার মতো করে পেতে চাইছি! নিতে চাইছি নিজের ট্র্যান্ডে ব্রান্ডিং করে!!! নজরুল নিজেই এদিন দেখলে আক্ষেপে বোধকরি আবার নতুন কোন বিদ্রোহীর জন্ম দিতেন! 
নজরুল চিরন্তন। নজরুল সকলের। যে ভালবাসে তারও, যে অপছন্দ করে তারও। নজরুলের বিশাল সৃষ্টাকাশে হাজারো নক্ষত্রের মাঝে যার যেটায় ভাললাগা থাকুক সে তাই নিয়ে- নজরুলের প্রেমে বুদ হয়ে!
নজরুল নিয়ে প্রকাশিত কিছূ লেখা খুজতে যেয়েই মনে হল সবার জন্য এক সূতোয় গেথে রাখি কিছু লিংক। আজ কাল কিংবা অনাগত দিনে এক ক্লিকে যেন অনেক কিছু পাওয়া হয়- সেই ইচ্ছা থেকেই এ নজরুল নিয়ে যত লেখা!
যারা পুরাতন তাদের জানা থাকলেও যারা নতুন তাদের জন্য পুন: আয়োজন।
২০১৪তে নজরুল স্মরণের সেরা লেখা ষ্টিকি পোষ্ট এক কথায় এক খন্ড পূর্ণ নজরুল বলা যায়!!!!!!
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম - বিদ্রোহে, সাম্যে, মনুষত্বে ও মানবিকতায় চির স্মরণীয় যে নাম- আমি ময়ূরাক্ষী
আরেকটা সমৃদ্ধ পোষ্ট! মিস হয়ে গিসিল- তিনি লিংক দিয়ে বাচিঁয়ে দিলেন  যার মাঝে আছে নজরুল নিয় বহু বহু লেখার সন্ধান আরজুপনির
 যার মাঝে আছে নজরুল নিয় বহু বহু লেখার সন্ধান আরজুপনির 
♣কবি, ক্ষমা করো আমাদের, জীবনে তোমার যথার্থ সম্মান দিতে পারিনি। মরণে জানাই শ্রদ্ধা। শুভ জন্মদিন বিদ্রোহী♣ --আরজুপনি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- হিন্দু মুসলমানের কাছে অপমানিত হয়ে তিনি যা করতেন - মানব ও মানবতা
নজরুল জীবনে নারী। (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমিকা ও স্ত্রীগণ) -- একজন ঘূণপোকা 
আল্লাহ আমার প্রভু (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল) - নজরুল গীতি -লিরিকস
আমার নজরুল গীতি সংগ্রহ ----সোনাবীজ; অথবা ধুলোবালিছাই 
জাতীয় কবি নজরুল ও নজরুল সঙ্গীত----শায়মা
ভালো লাগা প্রিয় কবিতারা - ৫২ (আমার কৈফিয়ত - কাজী নজরুল ইসলাম । ১১১তম জন্মজয়ন্তীতে কবিকে অভিবাদন) -আবদুর রাজ্জাক শিপন
সাম্য, দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্ম জয়ন্তীতে শুভেচ্ছা ---কোবিদ
গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি--- কোবিদ 
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা
আমি উন্মাদ আমি ঝঞ্ঝা
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর
আমি শাসন-ত্রাসন সংহার আমি উষ্ণ চির-অধীর
বল বীর-
আমি চির-উন্নত শির !  
বিদ্রোহী কবিতাটি পুরোটাই..  আবৃত্তি বিভিন্ন কন্ঠে  ঘুরে আসুন 
বিদ্রোহী ----- কাজী নজরুল ইসলাম-----------বিষাক্ত মানুষ
" মোর ঘুমঘোরে এলে মনোহর.
নমো নম, নমো নম, নমো নম।
শ্রাবণ মেঘে নাচে নটবর,.
রমোঝম রমোঝম রমোঝম" ------
নজরুল সংগীত নাকি দুর্বোধ্য !!!!!  ----ডি মুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতি-বিজড়িত কাজীর শিমলা ভ্রমণ----বোকা মানুষ বলতে চায়
দু-চারটা ইসলামী কবিতা আর হামদ্ পড়েই যারা কবি কাজী নজরুল ইসলামের বিরাট ফ্যান হয়ে আছেন তাদের কাছে অনুরোধ, সময় সুযোগ পেলে নজরুলের বাকি সাহিত্যগুলোও পড়ে দেখবেন। ---তোরাশ
কাজী নজরুল ইসলামের একটি মজার ঘটনা  ---আমি তুমি আমরা
 ---আমি তুমি আমরা 
" সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই "
একজন মানুষ হিসেবে নজরুল জন্মালেন ,এবং মারা ও গেলেন ।কিন্তু জন্ম মৃত্যুর মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে আমাদের মাঝে অমর হয়ে রইলেন
"সেইজন্য একজন কাজী নজরুল ইসলাম একজন কাজী নজরুল ইসলাম ই । "
মানবতার কবি , মানুষের কবি তার সাহিত্যর বজ্র বিদ্যুৎ নিয়ে উড়ে বাংলা সাহিত্যের আকাশ জুড়ে বসলেন ------
আমাদের চেতনায় বড় বেশী প্রয়োজন নজরুল কে আজ । জাতীয় কবির স্মরণে , শ্রদ্ধা , ভালোবাসা  -মনিরা সুলতানা
চেনা-অচেনা কবি নজরুল-১ ---আসিফ আহমেদ মামুন
আজন্ম বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে লড়াই করে আসা নজরুলের চেতনা এবং তার সাহিত্যকর্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা হয়েছিল । কি বিষ্ময়কর উচ্চারণ
কারার ওই লৌহ কপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত জমাট, শীতল পুজোর
পাষাণ বেদি ।
কি অসম সাহসী কণ্ঠ । কি প্রবল হুঙকার । রক্তে জাগে প্রলয় এ নির্ভীক উচ্চারণে । সংগ্রামে আদর্শে আমাদের চেতনায় চির ভাস্বর কবিকে আমাদের নিরন্তর শ্রদ্ধা এবং ভালবাসা ।----------------------
চেতনায় নজরুল : প্রেম, দ্রোহ এবং নজরুল সাহিত্য ---রেজওয়ান মাহবুব তানিম
“আমি হিন্দু-মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী। তাই তাদের কুসংস্কারে আঘাত হানার জন্যই মুসলমানী শব্দ ব্যবহার করি, হিন্দু দেব-দেবীর নাম নিই। অবশ্য এরজন্য অনেক জায়গায় আমার সৌন্দর্যের হানি হয়েছে। তবু আমি জেনে শুনেই তা করেছি।” (শব্দ ধানুকী নজরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমদ) 
“গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান।
যেখানে মিশেছে হিন্দু-মুসলিম-বুদ্ধ-খ্রিশ্চান।”
গাহি সাম্যের গান! ----------------------
অসাম্প্রদায়িক নজরুল। মাঈনউদ্দিন মইনুল।
ষড়যন্ত্রের কবলে- জাতীয় কবি নজরুল ইসলাম। (নজরুলের ইসলাম যদি সাম্প্রদায়িক হয় তাহলে রবীন্দ্র’র ইন্দ্র সাম্প্রদায়িক নয় কেন) Part-01-----এন.এ.আনসারী
প্রিয় মতিহার - কাজী নজরুল ইসলাম --------বইপাগল
কাজী নজরুল ইসলামের ২০টি বই ডাউনলোড করুন---বই পাগল
মানুষ কবিতার পুরোটা যারা খুঁজছেন-------
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!-------------------
কবিতা, মানুষ-কাজী নজরুল ইসলাম ---------সত্যের পূজ়ারী
নীলসিয়া আস্মান লালে লাল দুনিয়া,-
‘আম্মা! লা’ল তেরি খুন কিয়া খুনিয়া।’
কাঁদে কোন্ ক্রন্দসী কারবালা ফোরাতে,
সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোরাতে। -----------------
মহরম : কাজী নজরুল ইসলাম ---আজাদ আল্-আমীন
অসামপ্রদায়িক নজরুল; আকাশের মত বিশাল যার হৃদয়-------আনিসুর রহমান এরশাদ
নজরুল সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা --(প্রথম খণ্ড)--Zeon Amanza
নজরুল সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা -(দ্বিতীয় খণ্ড)----- Zeon Amanza
কাব্য-আমপারাঃ কাজী নজরুল ইসলাম.....মাধবী
'সাম্যের গান গাই 
আমার চক্ষে পুরুষ রমণী
কোন ভেদাভেদ নাই'
'অর্ধেক তার করিয়াছে নারী' নজরুল কাব্যে নারী -----মুনমুন
প্রিয় কবিতা - কাজী নজরুল ইসলাম সিরিজ -১ ------অনিন্দিতা_একা
কাজী নজরুল ইসলাম: সাম্যচিন্তা ও কিছুুুু বিতর্ক ----আহমেদ ফয়েজ
কারার ঐ লৌহ কপাট - নজরুল গীতি ---লিরিকস
আল্লাহতে যার পূর্ণ ঈমান - (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল) - নজরুল গীতি --লিরিকস
আলগা করো গো খোঁপার বাঁধন - নজরুল গীতি ----লিরিকস
আমি হব সকাল বেলার পাখি-------কাজী নজরুল ইসলামের একটি কবিতা---মোঃ মামুনুর রশিদ
কবি নজরুল, বাঙ্গালি রোম্যান্টিক মুসলিম সমাজ ও বিদ্রোহী ভৃগু উপাখ্যান---সাদী ফেরদৌস 
:: কবি নজরুল ইসলামের আরেক প্রেম : মিস ফজিলাতুন্নেসা ---শীতল
অভিশাপ- কাজী নজরুল ইসলাম ---মৃদু হাওয়া
সাম্যবাদী --- কাজী নজরুল ইসলাম---কালের সাক্ষী
কাজী নজরুল ইসলাম এর ১৭ টি কবিতা  ---Kawsar Siddiqui
 ---Kawsar Siddiqui
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় (কণক চাঁপা)--
প্রিয় এমন রাত যেন যায় না বৃথায় (অনুরাধা পাডোয়াল)--
মোর ঘুমঘোরে এলো মনোহর (অনুরাধা পাডোয়াল) --
এখনও ভালোলাগায় আচ্ছন্ন করে রাখা কিছু নজরুল সঙ্গীত...! ---জাহিদুল ইসলাম জুয়েল
কাজী নজরুল ইসলাম পরিচালিত ও অভিনীত বাংলা সিনেমা!!! ----মানব সন্তান
বৃত্তবন্দি নজরুল ও কিছু প্রশ্ন -----সফেদ ফরাজী
অবাক হওয়ার মত তথ্য হল, ইসলামী গান-গজলের ব্যাপক চাহিদা এবং জনপ্রিয়তায় গ্রামোফোন কোম্পানী বিস্মিত এবং মুগ্ধ। বাজারের চাহিদা সামাল দিতে তখন কয়েকজন হিন্দু শিল্পীও মুসলমানী নাম ধারণ করে গজল গাইতে শুরু করলেন। ধীরেন দাস গাইলেন গনি মিঞা নামে, চিত্তরায়ের নাম হল দেলোয়ার হোসেন, আশ্চর্যময়ীর নাম সকিনা বেগম, আরেক নারী শিল্পী হরিমতির নাম রাখা হল আমেনা বেগম, গিরিশ চক্রবর্তী হয়ে গেলেন সোনা মিঞা। এভাবেই কাজী নজরুল ইসলামের হাতে সূচনা হল বাংলা ভাষায় ইসলামী গজলের স্বর্ণযুগের------------
জাতীয় কবি নজরুল ইসলাম এবং তার গজলশিল্পীরা ---মানব ও মানবতা
চরম সাম্প্রদায়িকতার মাঝে কাজী নজরুল ইসলামের পারিবারিক জীবন: কিছু অজানা তথ্য----বায়েজিদ আলম
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম---ঢাকার বাতাস
“আবার যখন এমনি আশ্বিন মাস আসবে- এমনি সন্ধ্যা আসবে- তখন কি করব বলতে পার?
শিউলি তার দু’চোখ ভরা কথা নিয়ে আমার চখের উপর যেন উজাড় ক’রে দিল। তারপর ধীরে ধীরে বলল,-- “শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিও!” ----------
কাজী নজরুল ইসলাম বিরচিত শিউলিমালা-র শেষাংশ---------রাইস
আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে-------------
আজ সৃষ্টি-সুখের উল্লাসে ---নজরুল ইসলাম--কবিতা পোস্ট
"কাজী নজরুল ইসলাম" চেতনায় প্রিয় নবী ।-----রাসেল সরকার
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী-------পরিবেশ বন্ধু
কাজী নজরুল ইসলাম এর ১০ টি কবিতা ।----কাওসার সিদ্দিকী
নজরুল গীতিঃ মানবেন্দ্র মুখার্জী-----গানচিল
নীরবে চলে গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৯তম জন্মবার্ষিকী---আওরঙ্গজেব
কাজী নজরুল ইসলাম সম্পর্কে বাংলা ভাষা ও সাহিত্য গবেষক ডঃ গোলাম মুরশিদের আপত্তিকর মন্তব্য---আরাফাত শাহরিয়র
নজরুল সমালোচনা---শুভ12
খোঁপায় তারার ফুল ........কবি নজরুল ইসলাম ও তার গানের পিছনের কিছু গল্প---শায়মা
ফাইরুজের গান ও নজরুল গীতির কিছু গানের সুরের মিলের ব্যাপারে আমার একটি হাইপোথিসিস ! --আনোয়ারুল আলম
ছবি ব্লগ (স্বরণে কাজি নজরুল ইসলাম)----মঈনউদ্দিন
নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া----অপ্সরা
কাজী নজরুল ইসলামের নাস্তিকতার প্রমান।---ইচ্ছামানুষ রনি
ময়মনসিংহের ত্রিশালে নজরুল----রূপক বিধৌত সাধু
যদি আর বাশীঁ না বাজে : কাজী নজরুল ইসলাম---মোঃ কামাল হোসেন
ছোটদের নজরুল- দুখু মিয়া--মিতামারিয়া
কাজী নজরুল ইসলামের লেখা থেকে আমাদের সকলের ভালো লাগা কিছু বাণী।--সুফিয়া
যারে হাত দিয়ে মালা ----- (নজরুল গীতি)----বিষাক্ত মানুষ
জাতীয় কবি কাজী নজরুল- ভদ্রতা দেখাতে গিয়ে ফেঁসে গেলেন কবি---মানব ও মানবতা
(আজ বেদনাময় ১০ ই জুলাই, যেদিন কাজী নজরুল প্রথম..) আত্মভোলা নজরুলের ঢাকা ভ্রমণ ও বাবাজী জীবন- মানব ও মানবতা
ও মোন রমজানের ওই রোজার ঈদের শেষে এলো খুশির ঈদ-কজী নজরুল ইসলাম---এম,জাকির হোসাইন
‘দুখু মিয়া’র দুঃখের কাহিনীঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী। ---ইছামতির তী্রে
কাজি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ইতিহাস ও এর চিরন্তন প্রাসঙ্গিকতা----সময়ের ডানায়
নজরুল জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী---আমারে তুমি অশেষ করেছ
বিদ্রোহী (কাজী নজরুল ইসলাম) --সমুদ্রের উত্তাল তরঙ্গ
কাজী নজরুল ইসলামের সাংবাদিক জীবন ও বিয়ে।---কাওছার আহমদ
কাজী নজরুল ইসলাম : রক্তে যার আগুন---দূরন্ত
খেলিছ এ বিশ্ব লয়ে - নজরুল গীতি--লিরিকস
চল চল চল - নজরুল গীতি-লিরিকস
বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ----স্ট্যানলি কুবরিক
[link|http://www.somewhereinblog.net/blog/Nayeem76/28962548|প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব---আবু নাঈম
আমাদের চেতনায় বড় বেশী প্রয়োজন নজরুল কে আজ । জাতীয় কবির স্মরণে , শ্রদ্ধা , ভালোবাসা --মনিরা সুলতানা 
নজরুল জীবনে নার্গিস উপাখ্যান //---রোদেলা 
শুভ জন্মদিন দুখু মিয়া ।---***মহারাজ*** 
নজরুলের একটি চমৎকার কবিতা--নাসিফ ওমর
সাম্য, দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তীতে শুভেচ্ছা---নূর মোহাম্মদ নূরু 
লিমেরিক: ভুলতে তোমারে দাওনি ---সোহেল আহমেদ পরান 
আমার চির বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম ----শ্যামল সোম 
আর জন্মাবে না নজরুল ---ফিদাতো আলী সরকার
আমি নজরুলকে দেখিনি...---শফিক আলম 
কাজী নজরুল ইসলামের কিছু লেখা প্রথম পর্ব ।---ব্লগার মাসুদ 
আমরা যদি না জাগি মা ...মুর্তজা হাসান খালিদ
বিদ্রোহী নজরুল---প্রামািনক
পড়ে নিতে পারেন নার্গিসকে দেয়া নজরুলের শেষ চিঠি!!---ব্যার্থ দার্শনিক 
কবি নজরুলের সাথে আমার পরিচয়---Pelob Chakraborti
চলচ্চিত্রে কাজী নজরুল ইসলামের অবদান !!!---রেজা ঘটক 
প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে কবির প্রতি গভীর শ্রদ্ধা।---ভিন গ্রহের এলিয়েন 
দিল অহি মেরা ফাস গেয়ি-দুষ্টু ছেলেটি 
বঙ্গবন্ধু ও কবি নজরুল। --মেহেদী হাসান+ 
বরাবর দুখু মিয়া --এস আবেদীন আরমান 
কাজী নজরুল ইসলামের মর্তে একদিন---মহাপ্রলয়ের নটরাজ 
অবহেলিত কবিঃ কাজী নজরুল ইসলাম-মোঃ শিলন রেজা
নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া- অপ্সরা
মানুষের মধ্যে প্রচারিত নজরুল সম্বন্ধে কিছু ভুল ধারণার অপনোদন এবং তার কিছু কবিতার অংশ নিয়ে ডকুমেন্টারি ব্লগ
এক সঙ্গে যতগুলো পেয়েছি নজরুল সামুপিডিয়া হিসেবে সংকলিত করেছি। কেউ নজরুল নিযে যেন একটা সম্যক ধারনা পেতে একত্রেই প্রয়োজনীয সকল তথ্য খুজে পেতে পারে। আরও বিশেষায়িত লিংক থাকলে মন্তব্যে দিলে আপডেট করে দেয়া হবে।
 ৬২ টি
    	৬২ টি    	 +২০/-০
    	+২০/-০  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩০
২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। 
নজরুল আমাদের জাগ্রত করুন- সাম্যের চেতনায়..
২|  ২৫ শে মে, ২০১৬  দুপুর ১:৫০
২৫ শে মে, ২০১৬  দুপুর ১:৫০
বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।
  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩২
২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শ্রদ্ধাঞ্জলী হৃদয়ের গভির হতে
আমাদের যেটুকু পরিচয়
নজরুল তাতে সবটাই তোমারই মনে হয়
সাম্যে মৈত্রী, প্রেমে দ্রোহে
তুমিই অনন্য অতুলণীয়।
ধন্যবাদ বিজন দা
৩|  ২৫ শে মে, ২০১৬  দুপুর ২:৫৩
২৫ শে মে, ২০১৬  দুপুর ২:৫৩
সাহসী সন্তান বলেছেন: ভৃগুভাই, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে নজরুল পিডিয়াটি তৈরি করার জন্য! নজরুল নিয়ে আমার আগ্রহের কোন কমতি নেই! বিরল প্রতিভার অধিকারী এই মানুষটার প্রেমে পড়েছি সেই শিশুকাল থেকেই! আমি তো মাঝে-মাঝে অবাকই হয়ে যাই উনার এই মেধা আর প্রতিভা দেখে! 
আমরা সত্যিই গর্বিত যে এই সোনার বাংলা কাজী নজরুল ইসলামের মত একজন মহান কবিকে পেয়েছিলেন। ভাই, শুধু যুদ্ধ করলে হয়তো দেশ জয় করা যায়! কিন্তু একটি দেশ আর সেই দেশের মানুষের মনকে জয় করতে হলে কবি হওয়ার বিকল্প কিছু নেই! যেটা নজরুল পেরেছিলেন শতভাগ!
অঃ টঃ- ভৃগুভাই আপনার কাছে অনুরোধ থাকবে, পোস্টের উল্লেখিত লিংক গুলো ঘেটে পোস্টটাকে আরো একটু তথ্য সমৃদ্ধ করা যায় কিনা ভেবে দেখবেন! তাহলে হয়তো কর্তৃপক্ষ আপনার পোস্টটাকেও স্টিকি হিসাবে ঝুলাইয়া দিতে পারেন (এটা আমার ব্যক্তিগত অভিমত)! 
জাতীয় কবির স্মরণে পোস্টটিকে স্টিকি করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি!
  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩৫
২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সত্যিই গর্বিত যে এই সোনার বাংলা কাজী নজরুল ইসলামের মত একজন মহান কবিকে পেয়েছিলেন। ভাই, শুধু যুদ্ধ করলে হয়তো দেশ জয় করা যায়! কিন্তু একটি দেশ আর সেই দেশের মানুষের মনকে জয় করতে হলে কবি হওয়ার বিকল্প কিছু নেই! যেটা নজরুল পেরেছিলেন শতভাগ! 
শতভাগ সহমত।
আপনার ভাবনা ভাল। দেখি সময় করার চেষ্টায় আছি।
৪|  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:০৩
২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:০৩
অগ্নি সারথি বলেছেন: ভৃগু ভাই এতো দেখি পুরো নজরুল সমগ্র!! বেশ খাটুনি করে পোস্টটা শেয়ার করবার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩৯
২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরো কি কারও দ্বারা সম্ভব??? একজীবনেতো নয়ই!!
ভালবেসে টুকরো টুকরো মনি-মুক্তা টুকিয়ে নেয়ার চেষ্টা শতজনার ডালি থেকে 
অনেক অনেক ধন্যবাদ। নজরুল চেতনায় জেগে উঠুক ঘুমন্ত জাতি!
৫|  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:১২
২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:১২
পুলহ বলেছেন: নজরুল সামুপিডিয়া প্রিয়তে।
আপনার এফোর্ট এর প্রতি শ্রদ্ধা ।
  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৪২
২৫ শে মে, ২০১৬  বিকাল ৫:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। 
নজরুলকে ভালবেসে সামান্য চেষ্টা্ নজরুল চর্চা খুবই সীমিত আমাদের সাংস্কৃতিক অঙ্গনে। যা দু:খজনক। আশা করি আমরা নিজেদের জাতিগত উন্নয়নের স্বার্থেই নজরুলকে ধারন করবো হৃদয়ে।
৬|  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:৫২
২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:৫২
জে.এস. সাব্বির বলেছেন: একজন বিদ্রোহীর সামুপিডিয়া তৈরী করলেন আরেকজন বিদ্রোহী!
কৃতঞ্জতা দুজনের কাছেই ।
  ২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:১০
২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আকাশের সাথে যদি জমিনের তুলনা হয় তবে তা হতে পারে!
মহান সেই হাস্তির অনুপ্রাণেই নাম নিয়েছি তার চরণ থেকে। আমাদের হৃদয়ে নজরুল যত বেশি চর্চিত হবে আমরা তত বড় মহৎ উদার আর মানুষ হতে পারব।
ধন্যবাদ আপনাকে।
৭|  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:৫৮
২৫ শে মে, ২০১৬  বিকাল ৩:৫৮
শামছুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিলাম।
ভাল থাকুন। সবসময়।
  ২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:১১
২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
নজরুল সবসময়ই প্রিয়তে থাকার মতোই। আমরাই ধন্য হই যদি সামান্যটুকুও ধারন করতে পারি। 
নজরুলের প্রতি হৃদয়ের গভির থেকে শ্রদ্ধাঞ্জলি
৮|  ২৫ শে মে, ২০১৬  বিকাল ৪:৩৪
২৫ শে মে, ২০১৬  বিকাল ৪:৩৪
গেম চেঞ্জার বলেছেন: বিদ্রোহি ভৃগু নজরুলকে নিয়ে লিখবে না তো কে লিখবে?? সাবাশ!!!!!!!!! 
(+)
  ২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:১৩
২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ গেমু ভাই।
নজরুল আমাদের জাগিয়েছেন চরম পরাধিনতার মাঝেও। আজ স্বাধীন দেশেও আমাদের নিত্য জেগে থাকায় নজরুল বড় বেশী প্রয়োজন।
শির নেহারী আমারি নত শির ওই শিখর হিমাদ্রির!
নজরুল ছাড়া আর কে কবে বলতে পেরেছে এমন করে!
৯|  ২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৩
২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৩
জে.এস. সাব্বির বলেছেন: লেখক বলেছেন:
আকাশের সাথে যদি জমিনের তুলনা হয় তবে তা হতে পারে!
আকাশের সাথে জমিনের তুলনা হয়ত সম্ভব না ।কিন্তু একজন বিদ্রোহী ভৃগু সেই আকাশের যে সংকলন প্রকাশ করলেন তাতে তার প্রতিও কৃতঞ্জতা প্রকাশ করতে বাধ্য হইলাম ।
  ২৫ শে মে, ২০১৬  রাত ৮:২৯
২৫ শে মে, ২০১৬  রাত ৮:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বদান্যতা মাথা পেতে নিনু!
আকাশের সাধনা করে যদি সামান্য ধুলোও হতে পারি তবেই জীবন সার্থক।
আপনাকে অনেক অণকে শুভেচ্ছা
১০|  ২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৪
২৫ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ এ দিনে পোষ্ট দেবেনা
তাইকি কভু হয় ?
তুমি দুখুর হও কি কেউ
জাগছে যে সংশয়।
নজরুলেরে ধারন করা
নয় অধমের কম্মো;
একপা দিয়ে দুইপা পিছাই
হয়না বোধগম্য।
আসানসোলের দুখুমিয়ার
দুই দশকের কীর্তি;
নাই কি তাতে?ভেবেই মরি
সব শাখাতেই ভর্তি !!!
খুব ছিলো সাধ,আজ এই দিনে
লিখবো তারে নিয়া;
আটকে গেলো কলম যে মোর
স্মরিব কি সুর দিয়া?
অসুর আমি ছন্দ হারা
নেই কলমের জোর;
তারচে' বরং তারেই পড়ি
নজরুলে হই ঘোর।
আজ এদিনে এই অধমের
কবির তরে শ্রদ্ধা;
বিদ্রোহ মোর শিরায় শিরায়
আমিও এক যোদ্ধা।
আজকের যত পোষ্ট
এইখানা সেরা;
তোমাকে ধন্যবাদ
ভালোবাসা ঘেরা।
  ২৫ শে মে, ২০১৬  রাত ৮:৪৬
২৫ শে মে, ২০১৬  রাত ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
নামখানা যে তাঁরই উপহার
বিশ্বাসে, চেতনায় শিক্ষা তার
তারে স্মরণ না করলে
হবেনা অপমান সে শেখার!!!
হোক না ছোট তবুও স্মরণ
করার ক্ষুদ্র চেষ্টা
যদি জাগে একজনের
মন -স্বার্থক প্রচেষ্টা।
যেন বিদ্যুৎ ঝলক
জ্বলসে দিয়ে পলক
চলে গেলেন অলখ
সবেই হতবাক।
যে বিষয়ে হাত দিয়েছেন
তাতেই ঝরেছে সোনা
গান, কবিতা গল্প, নাটক
যে শাখাই হোকনা!
আকাশের সূর্য থেকে
পায় সকলে আলো
তারেকি কেউ বুঝতে পারে
ভোগে- রয় সকলে ভালো।
আমার গেছি ভুলে
অবহেলে ফেলে
নিজেরাই আছি পিছে
জাগব কি অবশেষে?
আজকের এই দিনে
দোয়া মাঙি খোদায়
নজরুলেরই চেতনায়
যেন জাতিরে জাগায়।।
১১|  ২৫ শে মে, ২০১৬  রাত ৯:৫৪
২৫ শে মে, ২০১৬  রাত ৯:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাই!
  ২৫ শে মে, ২০১৬  রাত ১০:০০
২৫ শে মে, ২০১৬  রাত ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মনিরাপু।
নজরুলের জন্মদিনের শুভেচ্ছা 
১২|  ২৫ শে মে, ২০১৬  রাত ১০:০১
২৫ শে মে, ২০১৬  রাত ১০:০১
কল্লোল পথিক বলেছেন: 
সুন্দর পোস্ট।
এক বিদ্রোহীর জন্য আরেক বিদ্রোহীর ভালোবাসা।
উভয় বিদ্রোহীকে স্যালুট।
  ২৬ শে মে, ২০১৬  সকাল ১০:০৭
২৬ শে মে, ২০১৬  সকাল ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার দাস হতে পারলেও জনম ধন্য।
উনার লেখা এক নাম নিয়েই আমার পরিচয়। 
সকল স্যালুট সম্মান কেবল তাঁরই
ধন্যবাদ পথিক ভাই
১৩|  ২৫ শে মে, ২০১৬  রাত ১০:৪৭
২৫ শে মে, ২০১৬  রাত ১০:৪৭
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও প্রিয়কবির জন্মদিনের শুভেচ্ছা 
  ২৬ শে মে, ২০১৬  সকাল ১০:০৮
২৬ শে মে, ২০১৬  সকাল ১০:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু। 
ভাল থাকুন নিরন্তর নজরুলের ভালবাসায় 
১৪|  ২৫ শে মে, ২০১৬  রাত ১১:২১
২৫ শে মে, ২০১৬  রাত ১১:২১
মুসাফির নামা বলেছেন: প্রিয় ভাই,অনেক কষ্ট করেছেন।আমাকে সুযোগ দেওয়ায় অসংখ্য ধন্যবাদ।
তবে নজরুলও নেই,তাই তারুণ্যও নেই।আমরা নিরব ঘুমিয়ে,নিশ্চুপ!
  ২৬ শে মে, ২০১৬  সকাল ১০:১২
২৬ শে মে, ২০১৬  সকাল ১০:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ যে নজলুর লিখে গেছেন না- অনেক যুবকের দেহে বার্ধক্য নিয়ে ঘোরে আবার অনেক বৃদ্ধও মনে তরুন আমরা যেন তাই বাস্তবে দেখাচ্ছি! 
যৌবনে বৃদ্ধের বার্ধক্যতায় আক্রান্ত ডি-জুস যুব সমাজ। আবার তারুন্যের প্রাণ বলতেই বোঝে স্রেফ তথাকথিত পার্টি ফার্টি!
জীবন বোধের জীবনের জাগরনের, আত্মার, সমাজের, বিপ্লবের প্রাণ ঘুমন্ত! 
জেগে উঠুক শীতনিদ্রায় নিদ্রিত প্রাণ- মহান হাস্তির জন্মদিনে এই কামনা
১৫|  ২৬ শে মে, ২০১৬  রাত ১২:৪৯
২৬ শে মে, ২০১৬  রাত ১২:৪৯
জনমদাসী রিটার্ণ বলেছেন: 
  ২৬ শে মে, ২০১৬  সকাল ১০:২০
২৬ শে মে, ২০১৬  সকাল ১০:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়েলকাম ব্যাক।
দারুন ব্লগিং করে সকল অতীত মুছে ফেলুন। 
নজরুলকে ভালবাসতেই হবে। তিনি যে অনন্য। অতুলনীয়।  অনেক ধন্যবাদ।
১৬|  ২৬ শে মে, ২০১৬  সকাল ১১:৫৬
২৬ শে মে, ২০১৬  সকাল ১১:৫৬
জনমদাসী রিটার্ণ বলেছেন: 
  ২৬ শে মে, ২০১৬  দুপুর ১২:০৪
২৬ শে মে, ২০১৬  দুপুর ১২:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে আনন্দিত হলাম। কারও পছন্দের হওয়া ভাগ্যের ব্যাপার। ভার্চুয়াল জগতে তো আরও বেশী। কেউ কাউকে চিনিনা , জানিনা, পরিচয়ও আবরিত। এর মাঝে লেখালেখি , ভাব প্রকাশ থেকেই একজন অন্যজন সম্পর্কে ধারনা করি মাত্র। বাস্তব হয়তো উল।টাও হতে পারে। তারপরও আমরা একসাথে চলি। ভুল বোঝাবুঝি হয়, মনোমালিন্য হয়.. আবার মিলে মিশেও যায়- কখনো তা চলতেও থাকে..
এর মাঝৈই জীবন আপনা নিয়মে বয়ে যায়!
ভালটুকু তার ভালত্ব নিয়েই বিরাজ করে । মন্দটুকু মন্দ হয়েই রয়ে যায়।
ভাল থাকুন। শুভকামনা সব সময়।
১৭|  ২৬ শে মে, ২০১৬  দুপুর ১:০৯
২৬ শে মে, ২০১৬  দুপুর ১:০৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাই, মনিরা আপুর মতো বলতে হয়, "আমাদের চেতনায় নজরুলকে বড় বেশী প্রয়োজন আজ"
কষ্ট করে হলেও সামুতে নজরুল সংকলনগুলো এক পৃষ্ঠায় বন্দী করায় অজস্র ভাল লাগা আর ভালবাসা।
ভাল থাকুন। আপনার জন্যও শুভকামনা সব সময়।
  ২৬ শে মে, ২০১৬  দুপুর ১:১৭
২৬ শে মে, ২০১৬  দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: "আমাদের চেতনায় নজরুলকে বড় বেশী প্রয়োজন আজ" এরচে বড় সত্যি বুঝি আর নেই।
অনেক অণেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্যেও।
১৮|  ২৬ শে মে, ২০১৬  দুপুর ১:৫০
২৬ শে মে, ২০১৬  দুপুর ১:৫০
মিজানুর রহমান মিরান বলেছেন: খুব ভালো পোষ্ট। ধন্যবাদ আপনাকে।
  ২৬ শে মে, ২০১৬  দুপুর ২:০৫
২৬ শে মে, ২০১৬  দুপুর ২:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মিরান ভাই।
কবির জন্মদিনের শুভেচ্ছা
১৯|  ২৬ শে মে, ২০১৬  বিকাল ৪:১০
২৬ শে মে, ২০১৬  বিকাল ৪:১০
মার্কোপলো বলেছেন: 
সময় বদলে গেছে, না হয় হয়তো কবির ফাঁসী চাইতেন আপনি।
  ২৬ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
২৬ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছুই বদলায় নি।
কবি কি  সাধ করে জেলে গেছিলেন? কারার ঐ লৌহ কপাট ভাঙার গান গেয়েছিলেন?
তখনো এমনই ছিল। কবিকে কাফের ফতোয়া দেয়া হয়েছিল! 
এখনো বৃত্তাবদ্ধরা ওখানেই দাড়িয়ে।
ধন্যবাদ।
২০|  ২৭ শে মে, ২০১৬  ভোর ৬:৪৩
২৭ শে মে, ২০১৬  ভোর ৬:৪৩
নাইক্যডিয়া বলেছেন: ভালো লাগা 
++++++++++
  ২৭ শে মে, ২০১৬  সকাল ১১:১২
২৭ শে মে, ২০১৬  সকাল ১১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নাইক্যডিয়া 
ভাললাগা সাদরে গৃহিত হলো 
২১|  ২৭ শে মে, ২০১৬  সকাল ৯:৪২
২৭ শে মে, ২০১৬  সকাল ৯:৪২
বিপ্লব06 বলেছেন: ম্যান!!! কি কালেকশন(কোন রূপক অর্থে বলি নাই কিন্তু)!!!! 
সেভ কইরা রাখলাম!!! 
আর সাথে অগণিত পিলাচ ++......।
  ২৭ শে মে, ২০১৬  সকাল ১১:১৪
২৭ শে মে, ২০১৬  সকাল ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ম্যান!!! 
আন্তরিকতা ছূঁয়ে গেল। শুভেচ্ছা অনেক অনেক।
২২|  ২৭ শে মে, ২০১৬  সকাল ১১:১৩
২৭ শে মে, ২০১৬  সকাল ১১:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভৃগু। চমৎকার একটি কাজ করেছেন। খুব ভালো লাগল।
  ২৭ শে মে, ২০১৬  সকাল ১১:২৪
২৭ শে মে, ২০১৬  সকাল ১১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক ভাই। আমাদের প্রিয় ছড়াকার।
শুভেচ্ছা অনেক
২৩|  ২৭ শে মে, ২০১৬  বিকাল ৩:৫২
২৭ শে মে, ২০১৬  বিকাল ৩:৫২
লক্ষ্মীছেলে বলেছেন: বল বীর-
আমি চির-উন্নত শির !
 আজকের এই দিনে
দোয়া মাঙি খোদায়
নজরুলেরই চেতনায়
যেন জাতিরে জাগায়।।
কবিকে নিয়ে লেখা, মন্তব্য দুটোই অতুলনীয়... 
জাগিতে চাহিয়াও জাগিতে যে পারেনা
এ পথে বিছানো রয়েছে হাজার চোরকাঁটা;
যতবার মাটির নিভু কুপি জ্বালাতে সে চায়
ততবার, বার বার উম্মাদ ঝড় আসিয়া নিভাইয়া যায়, হায়;
বল বীর, বলো
আমি চির-উন্নত শির ! ভালো লাগা রেখে গেলুম।
  ২৭ শে মে, ২০১৬  রাত ১০:২৪
২৭ শে মে, ২০১৬  রাত ১০:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকের এই দিনে
দোয়া মাঙি খোদায়
নজরুলেরই চেতনায়
যেন জাতিরে জাগায়।। 
শতভাগ সহমত আর ভাললাগা।
অনেক অণেক শুভেচ্ছা
২৪|  ২৭ শে মে, ২০১৬  রাত ১০:৩২
২৭ শে মে, ২০১৬  রাত ১০:৩২
লক্ষ্মীছেলে বলেছেন: শুভেচ্ছা গ্রহন করলাম, আর দোয়া আমিও চেয়ে গেলাম, ভালো থাকুন কবি ঝড়ের বেগে চলুক কলম।
  ২৭ শে মে, ২০১৬  রাত ১০:৪৭
২৭ শে মে, ২০১৬  রাত ১০:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়ের গভির থেকে অণ্তহীন শুভ আর কল্যানের দোয়া রইল 
দোয়া করবেন আজীবন যেন চলতে পারি একই গতিতে  
 
আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা 
২৫|  ২৭ শে মে, ২০১৬  রাত ১০:৫৩
২৭ শে মে, ২০১৬  রাত ১০:৫৩
লক্ষ্মীছেলে বলেছেন: আজ মানুষ কোথায় অন্ধের মত শব্দ খরচ করে, দেখি আর ভাবি এই তো জগত, এইতো নিয়তি__'' ভালো থাকুন ভাই।
  ২৭ শে মে, ২০১৬  রাত ১১:০৩
২৭ শে মে, ২০১৬  রাত ১১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম গভীর ভাববার মতো কথা বলেছেন্
কিন্তু ভাবনার লোকটিউ নাই। আর যে আছে তারে গ্রহণ করার মানসিকতা নাই।
যেখানে মিথ্যায় জয়জয়কার, যেখানে সাফল্যের মাপকাঠি নীতিহীনতা, যেখানে দায়িত্ব হীনরা অগ্রাধিকার পায়, এরকম অন্তহীন অসামঞ্জস্যের সমাজে শব্দের খরচা নিয়া ভাবতেও রাজী নয় কেউ..
ভাল থাকুন। কেউ মানুক না মানুক ভাবনা ছাড়বেন না। আছি ভাবনার মহাজগতে 
২৬|  ২৮ শে মে, ২০১৬  বিকাল ৪:৫৮
২৮ শে মে, ২০১৬  বিকাল ৪:৫৮
রমিত বলেছেন: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার প্রাণের কবি।
আর আপনার লেখার আমি বরাবরই ভক্ত।
প্রাণের কবিকে নিয়ে লেখা এই অসাধারণ আর্টিকেলটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 
ভালো থাকবেন ভৃগু ভাই।
  ২৮ শে মে, ২০১৬  রাত ৯:১৮
২৮ শে মে, ২০১৬  রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রমিত ভাই। 
আপনার লেখার ভক্ত আমিও। আপনার সিরিজ গুলোর অপূর্নতায় এখনো কোথায় যেন শূন্যতা বেজে ওঠে 
নজরুল আপনার প্রাণের কবি জেনে এত্ত ভাল লাগল-ভাষা নেই প্রকাশের।
শুধূ সংকলিত করা যদি কারও কাজে লাগে। তাতে আপনার উৎসাহ আমার পাথেয় হয়ে রইল।অনেক অনেক শুভেচ্ছা 
২৭|  ২৮ শে মে, ২০১৬  রাত ৮:০৫
২৮ শে মে, ২০১৬  রাত ৮:০৫
সুপান্থ সুরাহী বলেছেন: কবিকে শ্রদ্ধাঞ্জলি।
আপনাকে শুকরিয়া।
প্রিয়তে রাখলাম।
  ২৮ শে মে, ২০১৬  রাত ৯:২০
২৮ শে মে, ২০১৬  রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপান্থ সুরাহী ভ্রাত
আমার পরিশ্রম সার্থক। আপনাদের ভাললাগা আর ভালবাসায়ই পথ চলা। 
শুভেচ্ছা অন্তহীন।
২৮|  ২৯ শে মে, ২০১৬  দুপুর ১২:৩৪
২৯ শে মে, ২০১৬  দুপুর ১২:৩৪
মহা সমন্বয় বলেছেন: এ এক নজরুল পিডিয়া। 
কবিকে শ্রদ্ধাঞ্জলি। 
 
  ২৯ শে মে, ২০১৬  দুপুর ১:০২
২৯ শে মে, ২০১৬  দুপুর ১:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী ..
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২৯|  ৩১ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৯
৩১ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৯
বিজন রয় বলেছেন: গত কয়েকদিনে আপনার এখান থেকে অনেক পোস্ট পড়েছি। সেটা জানিয়ে গেলাম।
শুভকামনা।
  ৩১ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:১৯
৩১ শে মে, ২০১৬  সন্ধ্যা  ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। চিহ্ণ না পেলে মনটা কেমন যেন করে। মনে হয় আমি ভুলে গেছি না আমারে ভূলে গেছে  হা হা হা
 হা হা হা
অনেক অণকে শুভেচ্ছা।
ভাল থাকুন সবসময় 
৩০|  ০১ লা জুন, ২০১৬  ভোর ৬:৫২
০১ লা জুন, ২০১৬  ভোর ৬:৫২
নীলপরি বলেছেন: তথ্যপূর্ণ পোষ্ট । খুব ভালো লাগলো । ++
  ০১ লা জুন, ২০১৬  দুপুর ১২:২২
০১ লা জুন, ২০১৬  দুপুর ১২:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি!
৩১|  ০১ লা জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:০৩
০১ লা জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: 
  ০১ লা জুন, ২০১৬  রাত ৯:২০
০১ লা জুন, ২০১৬  রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধূ দা
ওয়া সালাম
 
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৬  দুপুর ১:৩৮
২৫ শে মে, ২০১৬  দুপুর ১:৩৮
সবুজ আমস্ট্রং বলেছেন:
-
ভাল।