নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

খোলা উত্তর - কি করি আজ ভেবে না পাই!

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৮



সালাম শুভেচ্ছায়
তোমাকে জানাই
আমি আছি ভাল, তুমি?
জানতে তা চাই।

পেয়েছি তোমার চিঠি
হলো বহুদিন
ক্ষমো; হল দেরী-
নানা টানা-পোড়েন!

চলছে জীবন
থামা যাবনো বলে
হট হট গাড়িয়াল
যেমনি চলে।।

ঘরে বাহিরে ভয়
জঙ্গী আতংক
ঘুমেও কেঁপে উঠি
যেন জলাতংক!


পথে ঘাটে দূর্ঘটনা
চলছে ঘটে নিত্যি
কখন কে টসে যায়
নাই ভরসা রত্তি।

বাজারে গেলে মূখ
হয়ে যায় কাল
তবে কি এত শীঘ্র
সেই দিন এল?

পকেট ভরা টাকায়
হয় মিন্তি ভরা বাজার
ব্যাগ ভরা টাকায় পাবে!
পকেট ভরা বাজার!!

আইজুদ্দির সাথে দেখা
হল পথে সেইদিন
কিছু বলার আগেই বলে
কষ্টে আছি আইজুদ্দিন!

হলি আর্টিজানে হায়
শোকে মাতম দেশ
কেঁপে ওঠে শোলাকিয়া
না ফুরাতে রেশ।।

আউল বাউলের
এই লালনের দেশ
সুফি সন্ত তায়
শান্তি অশেষ।।

পলি মাটির এই
সোঁদা বাংলায়
জঙ্গিদের হেথা
কোন ঠাই নাই।।

ভালবাসা আর প্রেম
বাংলার প্রাণ
আতিথেয়তায় খুশি
মূখে দিয়ে পান।।

একতারা বাজে
উদাস দুপুরে
সলাজ গাঁয়ের বধূ
ডুব দেয় পুকুরে।।

মোটা ভাত নুন ডাল
তাতেই সবে খুশি
কর্পোরেট দৈত্য
নিল কেড়ে সবই।

আমজনতার কথা
বোঝ নিজ মতে
চোখ খুলে পাবে
সবে চলার পথে ।

বলার আছে অনেক কথা
মনে বড় দু:খ ব্যাথা;
দেশটা হল মা-জননী জান
মার কষ্টে রয়কি সূখে সন্তান?

সূখে থেকো ভাল থেকো
এই কামনা সদাই
ব্লগার গণের শুভ
কামনায় বিদায়।।



মন্তব্য ৯৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ছড়া। শুভেচ্ছা জানবেন প্রিয়।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র বিকেল

শুভেচ্ছা অফুরান

২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

জুন বলেছেন: কি করি কে নিয়ে লিখলেও দেশের ভালো মন্দের প্রতি আপনার অনুরাগ, ভালোবাসা কষ্ট প্রতিটি ছত্রে ফুটে উঠেছে বিদ্রোহী ভৃগু।
ভালোলাগলো।
+

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু :)

কি করি ভাইর খোলা চিঠির খোলা উত্তর :)

আপনার গভীরানুভবে অনেক অনেক শুভেচ্ছা

৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: লিখেছেন ভাই বেশ,
ছড়া পড়া শেষ তবু
রয়ে গেলো রেশ।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আরে আরে কেরে
ছড়াকার ভাই
খুশি হনু পেয়ে
কি বলে বোঝাই?

দারুন লেখনির পাশে
এতো অতি নগন্য
তাতেই খুশির রেশ
জেনে হনু ধন্য :)

অনেক শুভেচ্ছা
দোয়া শুভকামনা
এভাবেই চাই পাশে
কভু ভুলে যেওনা :)

৪| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: দুইজনকেই ধন্যবাদ দিয়ে গেলাম ভাই
পরস্পরের ছড়াগুলো তুলনাবিহীন পাই।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

গরীবের বাড়ী হাতির পা
তাক ধিনা ধিন তা
প্রামানিক ভাই এসে গেছে
নাই কোন চিন্তা :)

ছড়ার কিছু যা আছে তা
ভাইয়ের হাতটি ধরে
কি করি ভাই রংটি দিল
মনের ভেতর ভরে...

আপনাদেরই পথটি ধরে
হাটি হাটি পা পা
যা মনে হয়তাই লিখে যাই
পাঠক ভরসা ;)

ধন্যবাদে ধন্য হলুম
রইল মনে গেথে
থাকুন ভাল সারাজীবন
চলারই পথে। :)

৫| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখেছিনু সেই কবে
গিয়েছিনু ভুলে প্রায়;
গরীবে জবাব দেয়া
কার বাপু অত দায়? /:)

ভুল ভুল সবি ভুল
মানুষটা ভৃগু;
এমন সোনায় গড়া
লোক হয় কিগো?

বিজি ছিলে বলে হলো
উত্তরে দেরী;
কি ছাই ভেবেছি ভেবে
রাগে চুল ছিড়ি। X(( X(

যা কয়েছ ভায়া তুমি
সবি আজ ইতিহাস;
সোনার দেশেতে আজ
জঙ্গীর চাষবাস। |-)

কি করে হলো,কেনো হলো
নেই তাতে কারো হুশ;
বাণী দিয়ে দায় সারা
এ ওরে দিচ্ছে দোষ।

কত ত্যাগে স্বাধীনতা
কত ত্যাগে গণতন্ত্র;
সব করে দিলো শেষ
বুবুর রাষ্ট্রিয় যন্ত্র।

মুখে মুখে যত হ্যাগো
নীতি আর চেতনা;
অন্তরে রাজসুখ
মনে লোভী দ্যোতনা।

দেশ আজ লুটে খায়
প্রতিবেশি হায়েনা;
তা-ও তাগো ঘাটাতে
রাণীমাতা চাহেনা।

অন্ধ ভক্ত হয়ে
নেয় তাগো পক্ষ;
দেশফেশ খিছুনা
ক্ষমতাই মুখ্য।

এত কিছু দেখে কিগো
থাকা যায় ভালো?
আমিতো তাতিয়ে আছি
তুমিও আগ জ্বালো।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমার অনুযোগ
শতভাগ ঠিক
তাই চেয়েছি ক্ষমা
পেয়েছিতো ঠিক?



মুখে মুখে যত হ্যাগো
নীতি আর চেতনা;
অন্তরে রাজসুখ
মনে লোভী দ্যোতনা।

দেশ আজ লুটে খায়
প্রতিবেশি হায়েনা;
তা-ও তাগো ঘাটাতে
রাণীমাতা চাহেনা।

অন্ধ ভক্ত হয়ে
নেয় তাগো পক্ষ;
দেশফেশ খিছুনা
ক্ষমতাই মুখ্য।


সার কথা বলেছ
নাই কোন তুলনা
রাজা তুই ন্যাংটো
সাচ কেউ বলে না!

হিরক রাজার দেশে
ভেবেছিনু-যাঃ এমন কি হয়
যত সব উদ্ভট কল্পনা!
আজ নিজ দেশেই দেখতে তা পাই!

সুশীল হয়েছে সবে
কানে তুলো মূখে কুলো
একাত্তরে এরাই কি
ছিল কলকাত্তার ভুলো!

শহীদান আজো বুঝি
কাঁদে শুয়ে কবরে
আত্মদানের ব্যর্থতায়
সবে গুমরে মরে!

গণতন্ত্র হারিয়ে গেছে
স্বৈরাচারের আঁচলে
ডাক দিয়ে আজ জাগাবে সবে
কোথা সে নেতা লুকালে???

একপেশে ভালবাসা
যেমন টিকে না
এ দেশের দুর্দিনো
তেমনি রবে না।

আমজনতার চাই
মিনিমাম সূখ
নিজের মতের প্রকাশ
স্বাধীনতায় উন্মুখ।।

৬| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এখানে তিন কবি (বিদ্রোহী ভৃগু, মোঃ সাইফুল্লাহ শামীম ও কি করি আজ ভেবে না পাই)-র কবিতা পড়ে আমি মুগ্ধ।
সকলের প্রতি সুভেচ্ছা রহিল।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

সেরাদের পাশে
অধমের নাম দিয়েছেন
সূর্যের পাশে যের ধার করা
চাঁদের গুন গেয়েছন :)

৭| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এখানে তিন কবি (বিদ্রোহী ভৃগু, মোঃ সাইফুল্লাহ শামীম ও কি করি আজ ভেবে না পাই)-র কবিতা পড়ে আমি মুগ্ধ।
সকলের প্রতি সুভেচ্ছা রহিল।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রিপিট ধন্যবাদ ঐকিকের ঐ ঐ :)

৮| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুশীল হয়েছে সবে
কানে তুলো মূখে কুলো
একাত্তরে এরাই কি
ছিল কলকাত্তার ভুলো!


কারে বা বুঝাই বলো
এরা সর্বত্র;
প্রভাবটা প্রাসাদেও
পুরো একচ্ছত্র।

সোনায় মুড়িয়ে তাগো
দ্যাও যত টাকশাল;
কৌশলে তোমা দিয়ে
গড়িয়েছে সে বাকশাল।

পরিনাম ভয়াবহ
সকলেরি জানা;
তাও কি শিখেছে কেউ
ইতিহাসখানা?

হারিয়েছ পরিবার
জাতি খোয় পিতা;
যাচ্ছে কি সে পথেই
লাগছেনা কি তা?

নমরুদ ফেরাউনও
এইভাবে টিকেনি;
কিতাবে তা পষ্ট
রাণীমাতা দেখেনি?

বলে আর লাভ কিগো
চোখ জলে ভাসি;
গরীবের কথা জেনো
ফলে হলে বাসি।

হতাশ হয়োনা কভু
রাত দেখে কালো;
এর মানে খুব কাছে
সে ভোরের আলো।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নমরুদ ফেরাউনও
এইভাবে টিকেনি;
কিতাবে তা পষ্ট
রাণীমাতা দেখেনি?

বলে আর লাভ কিগো
চোখ জলে ভাসি;
গরীবের কথা জেনো
ফলে হলে বাসি।

হতাশ হয়োনা কভু
রাত দেখে কালো;
এর মানে খুব কাছে
সে ভোরের আলো।


ইতিহাসের এই শিক্ষা
ইতিহাস থেকে কেউ শিখেনা
কাঙালের কথা বাসী হলে ফলে
জেনেও কেউ মানেনা।

যার যার পরিণতি
তার একান্ত ভাগ্য অতি
দুর্ভোগ জনতার
সেটাই মর্মক্ষতি।

হতার মাঝে আলো
আশা টুকু হৃদয়ে
সত্য স্বত: উদ্ভাসীত
যুগান্ত সময়ে।

কোথা সে বঙ্গবন্ধু
করবে এক জাতিরে
উদাত্ত আহবানে
গাঁথবে এক সুতোয়রে!

কোথা সে কালুরঘাট
কোথা সে ঘোষনা
হতাশ জনতারে
দিয়েছিল প্রেরণা-

কোথা সে বীর শ্রেষ্ঠ
কোথা সাতজন
জাতি আজ গুমরে
কাঁদে সারাক্ষণ!

৯| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

তবে টাইপো চোখে লাগল।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ

আবার চোখ বুলাচ্ছি.. কৃতজ্ঞতা নজরে আনায় :)

১০| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমা যেথা বুকে পাটা
নেই মোর অতটা;
স্মৃতিয় আজো জ্বলজ্বলে
দগদগে ক্ষতটা।

অতশত বুঝিনেকো
জয় রাণীমাতা;
রাজদলে খুললুম
আজ মোর খাতা।

যেই ভূম দেয়নিকো
বীরদের সম্মান;
সেই ভূমে নয়া বীর
কি করে কও জন্মান?

লাভ কিবা দেখিয়ে
হুদাহুদি মর্দানি;
সময়ের প্রতিকূলে
কেড়ে নেবে জানখানি।

তারচেয়ে হাওয়া দেখে
দ্যাও তুলে নাও পাল;
সাক্ষী হয়েই দেখি
কি করে শোধে মহাকাল।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের অনুপাতে
বলেছ যা সত্য
এটা বলো ভায়া চাও
ন্যায় হোক বিলুপ্ত?

সময়ের হাওয়ায়
তুলে দিয়ে পাল
সকলেই যদি পালাই
হবে কি হাল!

হাওয়াটাকে ঘোরানোর
মন্ত্রটা কর সাধন
ইচ্ছের ঘরে বসে
কর শাসন,নীতি পালন!

জোয়ারের জলে জানি
বাঁধা দিয়ে লাভ নেই
তাই বলে হাল ছেড়ে
দেবারওতো জো নেই।।

মহাকালে ক্ষনিকের
বেঁচে থাকা নয় বিন্দু
বিবেকের দায় র'লে
রবে ভার মহাসিন্ধু!

লড়াই মানে শুধু
হাতাহাতি নয়
জ্ঞানের লড়াই হোক
প্রতিকুল সময়!

মহাকাল নেবে শোধ
নেই দ্বিধা দ্বন্ধ
বিবেকের দায় ছেড়ে
হয়োনা কেউ অন্ধ।

১১| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬

নীলপরি বলেছেন: আপনার ছড়া তো ভালো লেগেছেই । সাথে মন্তব্য আর উত্তরগুলোও । ++++
দেখছি বার বার আসতে হবে এগুলো পড়তে ।
শুভকামনা ।:)

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুনে হনু প্রীত
ভাল লেগেছে
বারবার আশার কথায়
মনে আশা জেগেছে ;)

পাব কথা মনের যত
বলে যাবে অবিরত
শুধু নয় প্রশংসায়
থেকো সমােলাচনায় :)

শুভকামনা রইল
নীলপরি তরে
ভাল থেকো সূখে থেকো
সারা জীবন ভরে :)

১২| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মহাকাল নেবে শোধ
নেই দ্বিধা দ্বন্ধ
বিবেকের দায় ছেড়ে
হয়োনা কেউ অন্ধ।


তা যা কয়েছ ভায়া
কথা পুরো সত্য;
জাগালে বিবেকখানি
দিনু ঝাড়া গাত্র।

আর কিছু না পারি
মনে আছে ঘৃনা;
ঈমানের ছিটে আছে আজো
টেনে কবো সিনা।

আর প্রাণে সয়নাকো
ভাসি চোখ জলে;
সিন্দাবাদের ভুত
সরাবে কি ছলে?

ভিটেমাটি সব কেঁড়ে
দ্বীন ধরে মারে টান;
এও কি যায় বা সয়া
দেব প্রাণ,নয় মান।

ফিসফাস যা যা বলি
এই মোর ক্ষমতা,
জানি নই একা মুই
একি হালে সব জনতা।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বলেছ অতি সত্য
আমজনতার চীরে চিত্ত
বহে এই দীর্ঘশ্বাস (হবে)
কবে মুক্তি থেকে এই ত্রাস।

দোয়া মাঙ্গি বিধাতায়
তিনি যদি ফিরে চায়
এছড়া আর আশা নাই
নিদানের এ সময়!

১৩| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮

ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারন হয়েছে প্রিয়কে নিয়ে কবিতা ।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

বলে অসাধারন!
দিলে ফেলে লজ্জ্বায়
রথিদের পাশে আমি আর
কিইবা লিখি ছাই ;)

রাখনু তুলে হৃদয়ে
তোমার ভাললাগা
পথ চলায় থাকুক
হয়ে প্রেরণার দিশা।। :)

১৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:২৬

জেন রসি বলেছেন: আপনাদের দুজনের জন্যই শুভকামনা রইলো। :)

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
জেন রসি ভাই
শুভ কামনায়
মন ভরে রয় :)

১৫| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৩

মানসী বলেছেন: এ কে এম রেজাউ করিম বলেছেন:
এখানে তিন কবি (বিদ্রোহী ভৃগু, মোঃ সাইফুল্লাহ শামীম ও কি করি আজ ভেবে না পাই)-র কবিতা পড়ে আমি মুগ্ধ।
সকলের প্রতি সুভেচ্ছা রহিল।


১০০ ভাগ সহমত।

৩১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেরাদের পাশে
অধমের নাম দিয়েছেন
সূর্যের পাশে যেন
চাঁদের গুন গেয়েছন :)

১৬| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কটা দিন বিজি ছিনু
তাই আসা হয়নি;
তা-ই বলে জেনো সদা
তোমা ভুলে যায়নি।

আছি মহা ফাঁপরেগো
ঝামেলার নাই শেষ;
মোর লাগি খোদাতরে
দোয়া করো বেশ বেশ।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরবতায় বেশ বুঝেছি
কাজের চাপে ভাই ফেসেছে
নিজেরে নিজে যায় কি ভোলা
তা মনে রেখেই বন্ধু হয়েছি।।

কেটে যাক সব ফাপড়
ঝামেলার হোক শেষ
খোদা তরে এই কামনা
থাকো খোশ মেজাজ।।

১৭| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যপারটা কিহে ভায়া
মোর ব্লগে আসনা?
যদিওবা জানি ঠিকি
মোর লিখা খাসও না। |-)

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গেল মাসে গেল অডিট
বোঝই কি ঠেলা দেয়ালে পিঠ ;)
তারপরও মনে সদা
ভেবোনা অন্যকিছু দাদা :)

তোমার লেখা খাসনা হলে
আমরাতো ভাসি জলে
অগাবগা তোমার ভাষায়
আমরা আর কি লেখি ছাই ;)

বীর পুরুষ বেশ লিখেছ
খোকার জ্ঞান হলো অবশেষ
বড় বেশী দাম দিয়ে
সারা জীবন ব্যাথা বুকে লয়ে।

এভাবেই চলে জীবন
হারালে হয় হুশ
যে দেয় সারাটি জীবন
তার তরে সকলেই বেহুশ।।

করি দোয়া স্রষ্টায়
যেন ভাল রাখেন সদাই
মুক্তির পথে
যেন নাম লিখেন দয়ায় ।।

১৮| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭

নীলপরি বলেছেন: কাব্যিক উত্তর পেয়ে ভীষণ ভালো লাগলো ।

আর লেখা পড়ে আমার সীমাব্দ্ধতার মধ্যে থেকে সরাসরি মন্তব্য করি । একই ভাবে সরাসরি মন্তব্য শুনতে ভালোবাসি ।

আমার কবিতার কোনো কারাখানা নেই । এখন সামুতে যেমন রোজ রোজ কয়েকজন একসাথে একাধিক কবিতা পোষ্ট করে ট্যালেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন , আমার কাছে তেমন ট্যালেন্টের ছিঁটে ফোঁটাও নেই । ভান্ডার দরিদ্র । তবু সেখানে আপনার মতো লেখকের উপস্থিতি উৎসাহ দিত । এখন সেটার অভাব বোধ করছি । কেনো ?ভালো লিখতে পারি না । কিন্তু এখন কি আমার লেখা আরও নিম্নমানের হয়ে গেছে ? জানার ইচ্ছা থাকল ।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আবেগ টুকু নিংড়ে প্রকাশ করায়!

আসলে গত কটা দিন গেছে প্রচন্ড চাপে! অফিসের অডিট শেষের পাচে চীড়ে চ্যাপ্টা ;)

তাই হাজার মন চআিলেও নিয়মিত হাজিরা দিতে পারিনি!
বৃষ্টিতে ভিজবো বলে -তে আবেগ টুকু রেখে এসেছি :)

আপনার ভান্ডার যদি দরিদ্র হয় তবে আমরাতো শূন্য .....
আশা করি শূন্যতাটুকু উবে গেছে। এই অধমের প্রতি আপনার ভরসায় কৃতজ্ঞতা!

১৯| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

নীলপরি বলেছেন: হুম ।

আপনাকেও অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

আপনার ভান্ডার মোটেই শূন্য নয় । সেটা পূর্ণ আছে বলেই অন্যেরা সেখান থেকে পেতে পারে । :)

শুভকামনা ।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বৃষ্টিতে ভিজবো বলে আর হারিয়ে ফেলেছি জীবনে দারুন লিখেছেন।

ঘুরে এলুম আর মুগ্ধ হলুম। :)

আমিই মিস করছি দারুন সব আবেগ আর তার নান্দনিক প্রকাশে অংশ নিতে :)

অনেক অনেক শুভ কামনা অঝোর বৃষ্টির মতো :)

২০| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:২১

নীলপরি বলেছেন: হুম দেখলাম ।

খুব ভালো লাগলো । আর আমার লেখা ? সেটা আপনি বললেন সুন্দর হোলো । আমার সাধারণ লেখাকে এতো সম্মান দেওয়ার জন্য আবারো অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

হ্যাঁ , সব শুভ কামনা দুহাত ভরে নিলাম । :)
শুভেচ্ছা রইল ।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগাটুকু হৃদয়ে তোলা রইল ...

শুভকামনায় ভরেছে দু'হাত
ভরুক হৃদয়
অন্তহীনের অননন্ততায়
শুভ হোক সমকল সময় :)

২১| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩২

রমিত বলেছেন: দেশটা হল মা-জননী জান
মার কষ্টে রয়কি সূখে সন্তান


খুব সুন্দর কবিতাটি। শুভ কামন রইলো।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

কি করি ভাই দারুন একটা ছড়ার ট্রেন্ড চালূ করেছেন। খোলা চিঠি তার অন্যতম! তার উত্তর ছড়া এটি।

দেশ-প্রেমিক মাত্রই কষ্টটুকু টের পায়। দলকানা আর স্বার্থকানারা বাদে ;)

২২| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: হাত থেকে তো তা হৃদয়ই পরিপূর্ণ করেছে ।

আবারো কাব্যিক উত্তর পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
একজীবনে এক হৃদেয়র পূর্নতায়
মন ভরে যায়
কত দুর্লভ এ আনন্দ
শুধু হৃদয়ই বোঝে অন্যে করে হায় হায় :)

বৃষ্টি ভেজার কবিতায় উত্তরের অপেক্ষায়----

২৩| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার
ভাল লাগা রেখে গেলাম :) +

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

ভাললেগেছে জেনেছে অানন্দ পেলাম :)

শুভেচ্ছা অনেক অনেক

২৪| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো । হুম ঐ কবিতার উত্তরগুলো এখন লিখছি । :)

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবেগী হৃদয়ই বোঝৈ আবেগে মূল্য :) ভাল লাগল জেনে ভাল লাগল :)

অপেক্ষায়....

২৫| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৫

নীলপরি বলেছেন: উত্তর দিয়েছি । সময় হলে দেখে নেবেন ।

অপেক্ষায়.. শব্দটা অন্যের কন্ঠ থেকে শুনলে খুব শ্রুতিমধুর লাগে ।

শুভকামনা । :)

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

দারুন হয়েছে উত্তর :)

এ সখি যে অনন্তের সখি ; সে পাশে থেকেও হারায়, আবার হারিয়েও চিরকালে পাশে পাশেই রয় ;)

দারুন ধাঁধা নয়? তাকে তো মিডিয়ায় খূঁজে পাওয়া যাবেনা। কি করি? তাকে খুঁজতে হয় হৃদয় দিয়ে হৃদয়ে হৃদয়ে :)
এখন কার হৃদয়ে খূঁজব বলুন? কে দেবে আমায়?
তাই আপাত বিরতিই সই...

এ সখি তো এমন সখি
আসলেই হৃদয়ে বাজে সানাই
ভোর যেমন দিনকে আলৌকিত করে
চাঁদ যেমন রাতকে জোছনা দেয়
বর্ষা যেমন মাটিকে ভেজায়
এ সখি তেমনি- প্রকৃতির নিত্যতায়
সাড়া দেয় আনমনে....

ইন্টাভ্যু, ষ্ট্যাটাস, পার্লার, সিরিয়াল প্রতিযোগীতায় এ সখি নেই!
এ যেন লালনের অধরা চাঁদ কেবলই মনাকাশে উদিত হয় :)

শ্রুতিমধুরতায় ধন্যবাদ :)



২৬| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:০০

নীলপরি বলেছেন: গহীন মনের সিংহাসনে আসীন সেই সখিকে আমার হাজারো কূর্ণিশ ।

থাকল কিছু --

আবির গুলাল
রাধাস্পর্শ
কৃষ্ণপদাবলীর রাত
আর শুভকামনা
এবং শুভকামনা । :)

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও! অনন্য! অসাধারন!

অনবদ্য সব উপহার :)

মোগাম্বু খুশ হুয়া ;) থুরি সখি আপ্লুত :)

অধরা সে সখি দেয়না ধরা
চির আকাঙ্খী সে চির পলাতকা
চির মোহিনী, চির মমতাময়ী
অনন্ত ফল্গুধারা
সম্পর্কের বাঁধন হীন
হৃদয়ে শুধু হৃদয় ভরা :)

২৭| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেথা আর টানেনাগো
প্রায় ভাবি পালাবো;
অন্য কোথাও গিয়ে
লেখনিটা ঝালাবো।

তোমাদেরি মায়াজালে
হলো মোর সব নাশ;
ঘুচে যায় অভিলাষা
সামুতেই বারো মাস।

বুকে আছে অভিমান
মনে জমা কষ্ট;
ভালোবেসে মেলে সদা
অবহেলা পষ্ট।

বলবোনা বলবোনা
শত যদি সাধো;
মন মোর ভেঙ্গে গেছে
প্রায় মরা আধো।

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হঠাৎ কি হল
পালাবার কথা এলো
মায়াজালেইতো সবে
আছি সব ভূলে, থাকি চল।।

ঝেড়ে ফেলে সব কষ্ট
সৃস্টি আনন্দে
নিয়তির খেলা ভেবে
চলো মাতি ছন্দে :)

ভাঙ্গা মন কখনো লাগেনা
জোড়া জানি
তবু দাগ লাগা ঐ মন নিয়েই
জীবন ঘানি টানি!!!!

২৮| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫

সোহাগ সকাল বলেছেন: আইজুদ্দির সাথে দেখা
হল পথে সেইদিন
কিছু বলার আগেই বলে
কষ্টে আছি আইজুদ্দিন!

হাসতেই আছি! :D

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আপনার হাসি টুকু সর্বদা ছূঁয়ে থাকুক আপনার ঠোটে :)

২৯| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন: সূখে থেকো ভাল থেকো
এই কামনা সদাই
ব্লগার গণের শুভ
কামনায় বিদায়

বিদায় দিতে পারছি না বলে দু:খিত

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ দু:খেয আনন্দের!

বিদায় না পেলেও মন ভরে থাকে খূশিতে :)

অনেক অনেক ধণ্যবাদ।শুভেচ্ছা অন্তহীন..

৩০| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাঙ্গা মন কখনো লাগেনা
জোড়া জানি
তবু দাগ লাগা ঐ মন নিয়েই
জীবন ঘানি টানি!!!!


কয়েই দিয়েছ সবি
জোড়া কভু লাগেনা;
তাহলেই বুঝে দেখ
মায়াও আর জাগেনা।

তাও আসি ছোঁচা হয়ে
তোমাদেরি টানে;
মন হলো উড়ো উড়ো
কদিন কে জানে?

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত অভিমান
মোটে নয় ভাল
হাসিখূিশ আছো,
থাকো সেই ভাল।।

প্রাণখালা হাসি
ক'জন পারে দিতে
তুমি অনন্য এক
সাথে ছড়ায় মেতে।।

যাও সব ভূলে
এসো লাগ গলে
সামুর অঙ্গনে
থাকি সকলে মিলে ।। :)



৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব দিলে উপদেশ
কয়া ভারি সোজা;
কেউ খায় বিরিয়ানি
কেউ অনাহারে রোজা।

শিডিউল কাস্টের
নেই বুঝি শেষ;
বৈষম্যেরি জালে
কত প্রাণ নিঃশেষ!!!

খুব ত্বরা তোমারেই
খুলে কবো সবি;
অপমান বঞ্চনা
প্রাণে লাগে খুবি। /:)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায় কি হল ভাই
আমি দেখী আঁধারে
খূলে বলো শুনি আগে
কি হল কি এবারে?

বৈষ্যমের কথা
বলে হবেনা শেষ
সারা ভবে চলছে তা
জাতি বর্ণ নির্বীশেষ

৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব দিলে উপদেশ
কয়া ভারি সোজা;
কেউ খায় বিরিয়ানি
কেউ অনাহারে রোজা।

শিডিউল কাস্টের
নেই বুঝি শেষ;
বৈষম্যেরি জালে
কত প্রাণ নিঃশেষ!!!

খুব ত্বরা তোমারেই
খুলে কবো সবি;
অপমান বঞ্চনা
প্রাণে লাগে খুবি। /:)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ :)

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার পোষ্টের হেডিং দেখেই আমি চমৎকৃত, সারা জীবন দেখে এসেছি খোলা চিঠি, আজ পেলাম খোলা উত্তর :D

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ সাদা মনের মানুষ ভাই :)

আপনার চমৎকৃত হওয়া আমার সেরা পাওয়া :)

৩৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন:
পলি মাটির এই
সোঁদা বাংলায়
জঙ্গিদের হেথা
কোন ঠাই নাই।।


..........আমরা সদা সর্বদা সজাগ থাকলে এমনটি হতে বাধ্য, শুভেচ্ছা

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ....আমরা সদা সর্বদা সজাগ থাকলে এমনটি হতে বাধ্য, শুভেচ্ছা

সহমত।

সাথে রাজণীতির নোংরামো টুকু বন্ধ হওয়া অতি জরুরী।

৩৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন:

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাটি আর মানুষের প্রিয় খাবার :)

ইলিশেয যে আকাল পড়ছে বেশ বোঝা গেল ;) ছবিতেও দিতে টান পড়ছে =p~ =p~ =p~ =p~ =p~

৩৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: view this link
এই দিনু লিংক
আই কর ব্লিন্ক

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাই জম্পেস ফাইট
কেউ কারে নাহি ছাড়ে
দেয় ভারী কষে টাইট
ছড়ায় লড়াই হচ্ছে হট!!!

৩৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @সাদা মনের মানুষঃ

শুকনো মরিচ সনে
দিলে স্রেফ পান্তা;
ঝালে মুখ গেলো জ্বলে
দ্যাও চিলড্‌ ফানটা।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া তুমি চাও ফান্টা
ইলিশ নেই পাতে
কাঁদে তাই প্রাণটা ;)

৩৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৬

নীলপরি বলেছেন: আবার একটা সখিময় মন্তব্য খুব ভালো লাগলো ।

শুভকামনা । :)

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

এই ভাললাগাটুকুই জীবেনর বড় পাওয়া:)

শুভকামনা অন্তহীন



৩৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ছাড়া আছে কেগো
কবো খুব শিঘ্রী;
ছন্দের রিমান্ডে
দ্যামু থার্ড ডিগ্রী।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে ওরে একি কান্ড
ছন্দেরও রিমান্ড
হয় সব লন্ডভন্ড!

তায় আবার থার্ড ডিগ্রি
বলি হলে কবে থানেদার
কোথাকার বলো শীগ্রি ;)


৪০| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেম্নে আমার নজর এড়ালো
এই ব্লক বাসটার পোস্ট
আমায় বুঝি ধরেছিল
তাল গাছের ওই গোস্ট ?

ভৃগু ভাই বসিয়েছে
যেন ছড়ার হাট ,
সময় মত না আসায়
মানছি বিরাট ঘাঁট । =p~ =p~

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাঠিয়েছিনু মস্ত ওঝা
সেইতো হুশ ফিরালে
ভালবাসার টানে
দৌড়ে ছুটে এলে ;)

সব তোমাদের মতো
কিছূ হবার অপচেষ্টা
তোমরা এলেই হয় পূরণ
মনে খুশির আশ-টা।

:):)

অনেক ধণ্যবাদ। বেটার লেট দেন নেভার ;)

৪১| ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

হাতুড়ে লেখক বলেছেন: ছড়ার এত ছড়াছড়ি
মাথাটা ভনভন
বলে দেই কড়াকড়ি
ভাল লাগছে ভিশন! :P

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

ধন্যবাদ অনেক
হলেও দেরী পড়েছে চোখ
লেগেছে ভাল
জেনে মন খুশী হল :)

৪২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

রুবিনা পাহলান বলেছেন: সালাম শুভেচ্ছায়
তোমাকে জানাই
আমি আছি ভাল, তুমি?




একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, একটু তেতো, একটু লবন-----সব মিলিয়ে বেশ আছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা বলেছ বেশ
এই টুকু থাকাতেই
আছে জীবনের রেশ:)

সর্বদাই ভাল থেকো
এই কামনা সদাই
কে জানে কখন কেযে
বিলীন হয়ে যাই!!!

শুভেচ্ছা অনেক অনেক

৪৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

গেম চেঞ্জার বলেছেন: এককথায় মুগ্ধ!! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ.. গেমু ভাই
অত্তদিন পরে !!



মুগ্ধতা টুকু হৃদয়ে তুলে রাখলাম :)

শুভেচ্ছা

৪৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

গেম চেঞ্জার বলেছেন: কই অত্তদিন!!! কাল না পরশুও আসছিলাম!! :|


আপনার ফেবুর কি হইলো??

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝতেছিনা! ব্লক কইরা রাখছে!

ঈমানে কইতাছি কিছু করি নাইক্যা ;)

বেশি ভালা পাইলে পল মুহুর্তও কত দিনের/বছরের মনে হয় - হুনেন নাই গান কবিতায় ;) :):):)

৪৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩

গেম চেঞ্জার বলেছেন: নয়া আইডি নিয়া আসেন!! কতোদিন পাইনা!! :|

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি বহুত লাকি :)

আপনারে উত্তর দিয়া মনের দু:খে খুচা দিলাম..
অমা আইডি ভেরিফাইড!!!!! :):):)

আসেন ভাইডি- বুক মিলাই :)

৪৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

গেম চেঞ্জার বলেছেন: :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু সব ফ্রেন্ড লিস্ট গায়েব!!!!!!!!!

গেমু অন সামুতে ম্যাসেজ রেখে এসেছি :)
এডান! ;)

৪৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘেটে ঘেটে হঠাৎই এ
পড়ে গেলো চোখেতে;
আরি বাহ ছিলো কি দিন
জাগে শ্লাঘা বুকেতে।

৪৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বছর গেল দুই
দিন বদলালো কই?
যায় দিন ভালো
গুনিজনে কলো

মিছে কেমনে হয়?

স্বৈরাচারের স্বভাব এই
নিজের কথাই পুরা সই
অন্য কোন কথা নাই
হিংসায় থাকে পেট বোঝাই!!!

গণতন্ত্র হারিয়ে যায়!

নেট কেটে দেয়
গ্যাস কেটে দেয়
ছী: ছী: একি মানসিকতা
তার পক্ষেও সাফাই পাবে

আহা! অন্ধের কি উন্নাসিকতা!

আল্লাহ সনে এই দুআ
আমজনতায় কর দয়া
ভাল একজন নেতা দাও
গণতন্ত্রের মুক্তি দাও।





আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.