নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এনিমেল ব্রীজ, ওয়াইল্ড লাইফ ক্রসিং আর সুন্দরবন ভাবনা!!!!!!!!!!!!!!!!

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮

আমরা প্রকৃতির সন্তান।
প্রকৃতির সাথে আমাদেরজীবন চক্র ওতেপ্রাত ভাবে জড়িত।

যতই উচু ভবন আর মহাশূন্য জয় করি আখেরে প্রকৃতির কোলেই ফিরে আসি...

এই প্রকৃতির অন্যতম সম্পদ বন্যপ্রাণী কূল। তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিয়ত: ক্রিয়াশীল যার যার ভূমিকায়। তাই বিশ্ব জুড়ে বন্য প্রাণী সংরক্ষন, তাদের প্রতি দায়িত্ব, তাদের প্রতি ভালবাসাও চোখে পড়ার মতো।

সেই প্রকৃতি আর বন্যপ্রাণীর প্রতি ভালবাসার কিছু দারুন ছবি নিয়ে আজকের ছবি ব্লগ এনিমেল ব্রীজ ওয়াইল্ড লাইফ ক্রসিং


12. Banff National Park, Alberta, Canada


Unknown


10. Near Keechelus Lake, Washington, USA (rendering, target 2014)


9. Interstate 78, Wachtung Reservation, New Jersey, USA


8. The Borkeld, The Netherlands


7. Flathead Indian Reservation, Montana, USA



6. Highway A50 in The Netherlands


5. E314 in Belgium


4. Scotch Plains, New Jersey, USA


3. B38 – Birkenau, Germany


2. The Netherlands


1. Banff National Park, Alberta, Canada

আমাদের নিকট প্রতিবেশি সিঙ্গাপুরও পিছিয়ে নেই..


সারা বিশ্ব যখন প্রকৃতি আর বন্যপ্রাণীর প্রতি এতটাই দায়িত্ববান
আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দর বন এবং সুন্দরবনের দুর্লভ বন্যপ্রাণীদের কতটা সচেতন?????
ভাবনাটুকু আপনার জন্য .....................

মন্তব্য ৫২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

জ্ঞান ক্ষুধা বলেছেন:



অনেক দিন ধরেই তো ভাবা হচ্ছিল কোন লাভ হলো কি?? সরকার ঠিকই চূড়ান্ত চুক্তি করে ফেলল। এখন প্রাকটিক্যাললি মাঠে নামতে হবে না হলে সুন্দরবন একসময় হবে ইতিহাস।

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম কথা সত্যি।

প্রতিবাদও শুরু থেকেই চলছে।

আনু মোহাম্মদ স্যার সহ পরিবেশবাদী সকলেই যার যার মতো করে আন্দোলন করছে। তবে গনমূখি রুপটা ব্যাপক হয়ে উঠছে না। মিডিয়ার নিলির্প্ততা একটা বড় কারণ!

তারপরও বিবেকবান, দেশপ্রেমিক, প্রকৃতিপ্রেমিক সকলেই যারযার আত্মার আহবানে এর প্রতিবাদ করতেই থাকবেন।..

২| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

অশ্রুকারিগর বলেছেন: যেকোন মূল্যে রামপালে বিদ্যুকেন্দ্রের প্রতিষ্টা বন্ধ করতে হবে। আমাদের দূর্ভাগ্য 'সরকারী' বিরোধীদল জাতীয় পার্টি আর আসল বিরোধীদল বিএনপি এই ব্যপারে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না। সরকারী দল আওয়ামীলীগের সবাই কি অন্ধ ? ক্ষতির শিকার যে সবাই হবে এটা আর কত চোখে আংগুল দিয়ে দেখাতে হবে।

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন -
একটা দুর্বল বিরোধি দলও যে দেশের জন্য ক্ষতিকর জাতি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে!

বিএনপির অনেকে বলে- কি করব? জেল জুলুম গুম খুন... আমি তাদের বলি- ভাই আপনাদের কথা হচ্ছে এমন রেসলিং রিংয়ে ঢুকে বরছেন এমনে মারো কেন? অমনে মারো কেন? ব্যাথা পাইতো... টাইপ!

রাজনীতির খেলায় যখন নেমেছো রাজণীতি দিয়েই মোকাবেলা করতে হবে। যেখানে মৌলিক ইস্যুগুলোতে আমজনকা বিনাবাক্যে একমত.. সেখানে তাদের নিরবতা ব্যার্থতা জাতির জন্য ভয়াবহ!

মিডিয়ার দায় ক্ষমার অযোগ্য। তারা এমন মেশিন অপ্রয়োজনীয় বিষয়কেও ইষ্যু বানাতে পারে- অথচ এতবড় জাতীয় স্বার্থে কেমন গা-ছাড়া তাদের ট্রিটমেন্ট!!!!

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের ভাবনার তো কোন মূল্য নেই সরকারের কাছে। দেশের অর্ধেকের মানুষই চাইনা সুন্দরবনে রামপাল চুক্তি বাস্তবায়ন হোক কিন্তু সরকারের তো এদিকে কোন মনোযোগ নাই।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে...

আমজনতার চেষ্টাই সম্বল...............

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:২৮

সুমন কর বলেছেন: সময় উপযোগী পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই ।

নূন্যতম বিবেকের দায় থেকে সামান্যতম চেষ্টা............

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৭

বিপ্লব06 বলেছেন: ছবিগুলা পরিবেশের ক্ষতিটা পোষাইয়া নেয়াড় চেষ্টা আরকি। নাইলে একই জঙ্গলকে দুইভাগ কইরা দেওয়া হইত। এরা প্লান কইরা এই ডিজাইনগুলা করে যাতে এক সাইডের প্রাণীআরেক সাইডে যাইতে পারে। ওদের এক বর্গকিলোমিটারে লোক থাকে ২০-৩০ জন, ওরা ওইটা করতেই পারে।

আর আমাদের ব্যাটারা পারলে পরিবেশের দিকে খেয়াল রাখা তো দূরের কথা, পারলে সব প্রাণী শিকার কইরা পিকনিক খায়।

আমাদের সরকারপ্রধান (মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক) নাকি বিভিন্ন জলবায়ু সম্মেলনে ভাষণ দিয়া রাজা উজির মাইরা ালের পুরুস্কার নিয়া আসে। আবার ঢোল বাজাইয়া সেই কথা প্রচার করে। আর দেশে আইসা দেশের একমাত্র, বিশের সর্ববৃহৎ ম্যানগ্রোভের উপর বুলডোজার চালায়।

হিপোক্রেসি কি গাছে ধরে?

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর আমাদের ব্যাটারা পারলে পরিবেশের দিকে খেয়াল রাখা তো দূরের কথা, পারলে সব প্রাণী শিকার কইরা পিকনিক খায়।

আমাদের সরকারপ্রধান (মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক) নাকি বিভিন্ন জলবায়ু সম্মেলনে ভাষণ দিয়া রাজা উজির মাইরা ালের পুরুস্কার নিয়া আসে। আবার ঢোল বাজাইয়া সেই কথা প্রচার করে। আর দেশে আইসা দেশের একমাত্র, বিশের সর্ববৃহৎ ম্যানগ্রোভের উপর বুলডোজার চালায়।

হিপোক্রেসি কি গাছে ধরে?

শতভাগ সহমত :)

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৯

নীলপরি বলেছেন: আপনার সুন্দর পৃথিবীর ভাবনা ভালো লাগলো । অন্যের জন্য ভাবনার খোরাক দিল ।

শুভকামনা । :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

শুভেচ্ছা

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬

সাহসী সন্তান বলেছেন: ভৃগু ভাই, ভাবতে তখনই ভাল লাগে যখন কেউ সেই ভাবনাটাকে গুরুত্ব দিয়ে দেখে। আমি তো ভাবতে বাদই দিয়ে দিয়েছি, সেই কবেই তো 'ফি আমানিল্লাহ' বলে বসে আছি। কি করতে, আর দশ জনের যদি সুন্দরবন ছাড়া চলতে কষ্ট না হয়, তাইলে আমারও হবে না!

সারা পৃথিবী যেখানে প্রকৃতিকে রক্ষা করার জন্য ব্যস্ত, সেখানে আমরা ব্যস্ত প্রকৃতিকে ধ্বংস করতে! আর এখানেই বাঙালি জাতির সাথে অন্য জাতির সব থেকে বড় তফাৎ!

পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফি আমানিল্লাহ অতি উত্তম স্তর!

সাথে চাই দুনিয়ার ফিকর ;)

কোন বান্দা/জাতি যদি চেষ্টা না করে আমি তার/তাদের ভাগ্য বদলাই না। বলা আছে না?

শুভেচ্ছা রইল আপনার জন্যেও

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সাধারণ বোধ থাকলে এই কাজের চিন্তা মাথায়ও আসে না।
ওরা অসাধারণ বোধ নিয়ে জন্মাইছে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাতে কুনু সন্দেহ নােইক্যা ;)

আহা ওরা যদি সাধারন হইত! জাতি মুক্তি পাইত

ধন্যবাদ অংশগ্রহনে

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এ বিষয়ে পোস্ট দেখলে
বুকটা কেঁপে উঠে :(

সুন্দর পোস্ট ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কল দেশপ্রেমিকের প্রকৃতি প্রেমিকের একই হাল!

বকিারহীন কমিশনভোগী আর দলান্ধ দলকানা ব্যতিত ..................

ধন্যবাদ

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

অদৃশ্য বলেছেন:



ক'দিন আগেই গুগলে কি জানি ঘাটতে ঘাটতে এমন একটি ছবি পাইছিলাম তারপর এরকম বেশ কিছু... অসাধারণ ভাবনা ও তার বাস্তবায়ন... সম্ভবত এমন কিছুকেই বলে ভালোবাসা... আপনার পোষ্টে আবারো ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো...

শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ

হুমম আমাদেরতো আছে শুধূ একরাশ ভালবাসাই :)

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৬

জেন রসি বলেছেন: আর্টিফিসিয়াল কমফোর্ট ক্রিয়েট করার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তারাই ক্ষমতা উপভোগ করে। কিন্তু সাধারন মানুষদের কাছে প্রাকৃতিক ভারসাম্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের অধিকার আমরা আদায় করতে না পারলে ওরা আমাদের হাতে তুলে দেবেনা। এটা নিশ্চিত।

চমৎকার পোস্ট।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের অধিকার আমরা আদায় করতে না পারলে ওরা আমাদের হাতে তুলে দেবেনা। এটা নিশ্চিত।

সহমত।
অধিকার আদায় করে নিতে হয়।

ধন্যবাদ :)

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

কাঙ্গাল মুরশিদ বলেছেন: এটা যদি বাংলাদেশের সরকার হত তহালে এই ধ্বংসাত্মক কাজ কিছুতেই করতে পারত না।
দুর্ভাগ্য যে এত কিছুর পরও আমরা বুঝতেই পারছি না দেশ এখন কাদের হাতে পরিচালিত হচ্ছে।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম...

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১

শেয়াল বলেছেন: সুন্দবরন দেশের অমুল্য সম্পদ। এটা না বাঁচাইলে কপালে ভুত খারাপি আছে কইলাম ! !

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: খাঁটি পন্ডিতের কথাই বলেছেন!

কিন্তু শুনবে কে? স্বার্থবাজ আর কমিশন খোরেরা যখন পরিকল্পনা করে তখন জ্ঞান আড়ালে পড়ে রয়!!!!!!!!!!!

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪১

বাংলার জামিনদার বলেছেন: আপনার পোষ্টও দেখলাম, সবার মতামত দেখলাম। কিন্তু সবারই যে একই চিন্তা, তা বোঝা যাচ্ছে। এবার আমার কথা শোনেন:

১। বাংলাদেশে সবচেয়ে রিমোট জায়গাতেও যে মানুষ থাকে, তা অনেক দেশের প্রতি বর্গমাইলে লোক বাসের চেয়ে অনেক বেশি, তাইলে ফাকা জায়গা আপনি কই পাইবেন। কারোর না কারোর বাড়ির সামনে পড়বেই।

২। যদি আপনার বাড়ির সামনে না পড়ে, তাইলে পড়বে বাড়ির পিছে, সেখানে হয়তো একটা বিল বা ডোবা আছে। সেখানে কিছু বক, মাছরাংগা চড়ে বেড়ায়। সেখানে করতে গেলে বলবেন পাখির ডিষ্টার্ব, মাছের সমস্যা।

৩। আর যে ছবিগুলো দিছেন, তাতে এটা পরিস্কার যা সবচেয়ে সুবিধাজনক জায়গা দিয়ে যাওয়ার যায়গায় জন্যই রাস্তা বানাইছে, বনের ভিতর দিয়া গেছে, তাতেই সই। পুরা বন ঘুইরা কিন্তু বানায়নাই। আর ঐ রাস্তা দিয়া গাড়ি ধোয়া ছাইড়া, লাইট জ্বালাইয়া যায়, বনের প্রানীদের তো ডিষ্টার্ব হয়, কিন্তু সে জন্য কিন্তু রাস্তা বানানো বন্ধ করে নাই। তারা কিছুই বোঝেনা, খালি বোঝেন আপনে। নাকি তাদের বন জংগল লাগেনা।

৪। মনে করেন আমার বাপের ৫ কাঠা জমির উপরে বাড়ি ছিলো, আমরা ৪ ভাই উত্তরাধীকার সুত্রে ঐ জায়গা পাইলাম। সবাই বাড়ি বানালাম। তো আমাদের বাড়ি তো গায়ে গা লাগিয়ে হবে, এখন যদি আপনে আইসা বয়ান করেন, ছি:, এভাবে কেউ ঘর তোলে, বাতাস চলাচলের একটু জায়গা রাখবেনা, উঠান রাখবেনা, বাচ্চাদের খেলার জায়গা রাখবেনা, আপনেরে তখন কে বাচাবে মাইর থেকে।

৫। মহেশখালিতে আরেকটা হচ্ছে, তা ওখানকার মাছ, গাছ, মানুষের ক্ষতি হয়ে যাবেনা??? মাছ পানিতে ডুইবা মরবেনা?

৬। আড়িয়াল বিলের লোকদের পাম পট্টি মাইরা, পাখিদের ডিষ্টার্বের কথা কইয়া এয়ারপোর্ট বানানো ঠেকাইয়া দিছিলেন, এখন যাইয়া ঐখানে এই কথা আবার বলেন, দেখেন জামাকাপড় নিয়া ফেরৎ আসতে পারেন কিনা।

মজা লন। কারেন্ট কি এমনি এমনি আসে। মজা লন মিয়ারা।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একমন দুধে এক ফোট চোনাই পুরা দুধ নষ্ট করতে যথেষ্ট!

আবার লাখো দেশপ্রেমিকের মাঝে এক মীরজাফরই কিন্তু স্বাধীনতার সূর্য ডুবাতে যথেষ্ট ছিল!

আর সোনার বাংলায়তো সুবিধাবাদী আর জ্ঞানপাপীদের অভাবই নাই। ঠেকাইব কে???

<<কারোর বাড়ীর সামনে পড়া আর ওয়ার্ল্ড হেরিটেজ পৃথিবীর অনন্য ম্যানগ্রোভ ফরেষ্ট আপনার চোখে এক????

<< তাদরে রাস্তা বাবানোটা দেখলেন তার জন্য পরিবেশ সচেতনতাটুকু দেখলেন না!!! তাদরে বনের অনুপাত আর আমাদরে বনের অনুপাত টা গুগল করে জনে পরে কথা বলতে আসেন! কারণ না জানা অজ্ঞতার চয়ে েবড় পাপা আর কিছু নাই!

<<বাপরে ৫ কাঠায় আপনার মতো বুদ্ধির লোকেরা অবশ্যই ঘিঞ্জি বাড়ী বানাবে! বুদ্ধির অভাবে। আর জ্ঞানী লোক মাল্টি ষ্টোরেড বানিয়ে খেলার জায়গা পুকুর একটা বাগান্ও রাখতে পারবে। আবার সবাই একাধিক ফ্লাটের্ও মালিক হতে পারবে। অন্ধ্ব আর দলকানারা যেমন কিছু দেখেনো বুঝেওে মাননা - বোকারা তেমনি সব খানেই সে যে কমবুদ্ধির তার চিহ্ণ রেখে যায়!!!

মজা লন! সরকারী কেন্দ্র বন্ধ কইরা কুইক রেন্টালে কুইক লুটপাট কইরা এখণ দেশ জাত িআর প্রকৃত িধ্ভংস কইরা কমিশনবাজরি মজা লন ময়িা!!!
গত ৭ বছরে ৩৫ লাখ কোটি টাকা পাচার হইয়া গেছে! কথা কন্না কেলা!
কারেন্ট সহ জ্বালানী খাত, প্রকাশনা সব বিদেশীদের হাতে কেন?
মিনিমাম বিবেটুকু বাচাইয়া রাইখেন! নইলে মইরা গেলে পোকা-মাকড়ও পুছব না!

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

কল্লোল পথিক বলেছেন:



সারা বিশ্ব যখন প্রকৃতি আর বন্যপ্রাণীর প্রতি এতটাই দায়িত্ববান
আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দর বন এবং সুন্দরবনের দুর্লভ বন্যপ্রাণীদের কতটা সচেতন?

সুন্দর বন এবং সুন্দরবনের বন্যপ্রাণীরা তোমরা আমাদের ক্ষমা কর।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

সুন্দর বন এবং সুন্দরবনের বন্যপ্রাণীরা তোমরা আমাদের ক্ষমা কর।

আমাদের অক্ষমতায় এ ছাড়া আর কি বলার আছে!
!!!!

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: আমরা দুর্ভাগা জাতি!!!! :(

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কার্যকলাপ, নীতি নির্ধারন আর সময়তো তাই ইংগিত করছে!!!!!!!!

বদলে যাক এ দু:সময়! ভাগ্যবান হোক জাতি আগের মতো

১৭| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৬

জুন বলেছেন: এখন দোয়া দরুদ পড়েন যেন ইন্ডিয়া নিজেই এসে এটা বন্ধ করে। আমাদের পরিবেশ ধ্বংসকারী এই কয়লার ধুয়া যদি শত শত মাইল পাড়ি দিয়ে তাদের পরিবেশের সামান্য কোন ক্ষতি করে তবেই যদি এটা বন্ধ হয়।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন যে অবস্থা তাতে এমন ভাবনা ছাড়া গতি কি?

শূকনায় পানি পাব না! বন্ধূত্ব দোহাই কিছূ বলা যাবে না!

বর্ষায় বাড়তি পানি ছেড়ে দেবে - বিনা বৃষ্টিতেই বানে ভাসব!!!! বন্ধূত্ব দোহাই কিছূ বলা যাবে না!

ট্রানজিট দিলে সিঙ্গাপুর হয়ে যাব স্বপ্ন ভেঙ্গে যখন বিনা পয়সায় পুরা দেশের বুক চীড়ে এপার ওপার হয়= .বন্ধূত্ব দোহাই কিছূ বলা যাবে না!

অথচ সীমান্তে সামান্য রেখা পার হলেই ঠূস!! বন্ধূত্ব দোহাই কিছূ বলা যাবে না!

হায় চতেনা! হায় রাজনীতরি নামে মিথ্যাচারীতা! হায় ক্ষমতার লোভ!!!

এই জন্যেই কোরআনে ভ্রমন তাগিদ বিশেষত ঐতিহাসিক স্থাপনা ভ্রমেনর তাগিদ দেয়া হয়ে-ে
তোমার যাও দেখ অথবা চলার পথে তা পাশে পড়ে- তোমরা কি দেখনা তাদের পরিণতি কি হয়েছে!!! তবুও কি হুশ হবে না! শিক্ষা নেবে না!
আর মানুষ সত্যি তেমনই- ইতহিাস থেকে শিক্ষা নেয় না!

১৮| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

সোহাগ সকাল বলেছেন: আপনার ছবিগুলো দেখছিলাম আর বিদেশীদের প্রকৃপ্রেম দেখে মুগ্ধ হচ্ছিলাম। অথচ মন খারাপ লাগছে যখন আমাদের সুন্দরবনের কথা মনে পড়লো।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: নীতি নির্ধারক কারো যদি এইরকম নূন্যতম অনুভূতিটুকুও থাকত!!!!!!!!!!!!!!!!

হায় আইজুদ্দিন! হিরকরাজার দেশের বাস্তবরুপ যেন চিত্রায়িত হচ্ছে!!!!!!!!!!!!

১৯| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

ইছামতির তী্রে বলেছেন: আমি বাকরুদ্ধ! যারা এই প্রজেক্টের সাথে জড়িত তারা কোনক্রমেই বাংলাদেশের মানুষ হতে পারে না। এরা ইতরের চেয়েও ইতর। দেশের ৯০% মানুষ এই প্রজেক্টের তীব্র প্রতিবাদ করছে। অথচ 'দেশপ্রেম' ও চেতনা'র ব্যবসায়ীরা কোন কিছুই ভ্রুক্ষেপ করছে না!
সত্যিই আমাদের এই অঞ্চলে মীরজাফরের অভাব কোন কালেই ছিল না, থাকবেও না।

আর কথা বাড়াতে চাচ্ছি না। কারণ মুখ সামলে রাখতে পারব না হয়ত। শুধু তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম।

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিটা কথাই সত্য

আর আম জনতা সকলেই একই ভাবনা -কথা বাড়াতে চাচ্ছি না। কারণ মুখ সামলে রাখতে পারব না হয়ত।

ধন্যবাদ

২০| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: প্রকৃতি ও পরিবেশ তথা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর জন্য আমাদের আহাজারি আল্লাহর দরবারে পৌঁছলেও সরকারের কানে পৌঁছাবেনা এটা এখন শতভাগ নিশ্চিত। সুতরাং দেশের অন্যান্য বিষয়ের যে দশা হয়েছে প্রিয় সুন্দরবনের সেই করুণ অবস্থা আমরা হাত পা গুটিয়ে বসে থেকেই দেখব। যেদিন আকাশ থেকে ফায়সালা আসবে সেদিন হয়তো আমরা থাকবনা কিন্তু কেউ না কেউতো থাকবে। আশায় থাকলাম প্রকৃতির সাথে এইরকম খুনে আচরণের জবাব যেন খোদায়ী পদ্ধতিতেই আসে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ আর হিদায়েত দিন।আমিন।
আপনার ছবি ব্লগটি অসাধারণ।ধন্যবাদ। পশ্চিমারা শুধু ভোগ করে না কিছু প্রদান ও করে। পশু পাখি আর বুনো অবলা প্রাণিদের চলাচলের জন্য এরকম ব্রীজ নিঃসন্দেহে অভাবনীয় এবং চরম দৃষ্টান্ত আমাদের বাঙ্গালীদের জন্য।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত!

আমরা আসলৈই কি এতটাই অসহায়!!!
নাকি আমাদের আত্মপ্রেম আমাদের এমন ভাবায়! আমাদের স্বার্থপরতায় কি আমরা সব দোষ নন্দঘোষের ঘাড়ে তুেল দিচ্ছি?
নন্দঘৌষ করবে দোষ! আমাদের প্রতিবাদ প্রতিরোধ তো থাকেত হবে- প্রতিবাদের মতো!!
সবচে দায় কর্পোরেট মিডিয়া হাউজ গুলো! তােদর প্রাতিষ্ঠানিক বা বিজ্ঞাপনের ক্ষুদ্র স্বার্থের তলে দেশের স্বার্থ, আমজনতার আকাঙ্খা, পরিবেশ সব কোরবান হয়ে যাচ্ছে!
অথচ পত্রিকায় অনলাইন টিভিতে সবই হচ্ছে- যেন দেশে কোন সমস্যাই নেই! সুন্দরবন নিয়ে তাদের েকান দায় নেই!

আর তাই আপনার ঐ কথায় ঘুরেফিরে অসহায় আত্মসমপর্ণ করেত হয়-
যেদিন আকাশ থেকে ফায়সালা আসবে সেদিন হয়তো আমরা থাকবনা কিন্তু কেউ না কেউতো থাকবে। আশায় থাকলাম প্রকৃতির সাথে এইরকম খুনে আচরণের জবাব যেন খোদায়ী পদ্ধতিতেই আসে।

২১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৯

শান্তির দেবদূত বলেছেন: অসাধারন কিছু ছবি দেখলাম! ধন্যবাদ।
আমাদের সমস্যা হলো সরকার ও জনগনের পারস্পরিক আস্থার অভাব। বিনা ভোটে নির্বাচিত সরকার সবসময় আতঙ্কে থাকে এই বুছি পাশার দান উলটে গেল, সে কারণে তাদের রজ্জুতে সর্পভয় হয়। আবার জনসাধারণের বড় একটি অংশ সবকিছুতেই মনে করে সরকারের দেশ বিক্রি করে দিচ্ছে, অন্য দেশের স্বার্থ উদ্ধার করছে নিজেরটা জলাঞ্জলি দিয়ে। সেকারণে সরকারের ভালো উদ্যোগও অনেক সময় সমালোচিত হয়। সরকারকে অবশ্যই সবদিক দেখতে হয়, কখনো আন্তর্জাতিক চাপ, নিজ দেশের জনগণের প্রত্যাশা, বিরুধীদলের কুটচাল ও চক্রান্ত সব মিলিয়ে সরকার সবসময়ই দৌড়ের উপর থাকে;

আমাদের একদিকে যেমন উন্নয়ন দরকার তেমনি দরকার পরিবেশ রক্ষা করা; এদুটা একটা আরেকটার ইনভার্সলি প্রপোর্শনান। এখন উচিত হবে নিরপেক্ষভাবে স্টার্ডি করে বের করা যে কোনটার বিনিময়ে কোনটা আমাদের বেশি দরকার; কোনটায় আমাদের অপেক্ষাকৃত কম ক্ষতি। এখন এই কাজটা কে করবে? বুদ্ধিজীবি সম্প্রদায়, তাই না?

এখানে এসেই আমাদের যত সমস্যা জটপাকিয়ে যায়। শুধুই আমাদের দেশের স্বার্থ দেখবে, জনগণের লাভ দেখবে, আন্তর্জাতিক ও সরকারের চাপের বিপরীতে গিয়ে সত্য কথা বলবে এমন বুদ্ধিজীবি কৈ আমাদের?

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন।

আত্মমর্যাদা আর বিবেক বোধ সম্পন্ন বুদ্ধিজীবি, সুমীল সমাজ বা রাস্ট্রীয় প্রতিনিধ্ব করতে পারে অভিবাবক পরিষদ কোনটাই নেই! সকলেই মূখাপেক্ষী হয়ে থাকে সরকারের করুনা লাভের। সেক্ষেত্র সমালোচনা বা সত্য কথন দূরে থাকে তোষামুদি আর চামচামী ছাড়া আর কিছূ মেলার আশা বৃথা!

সরকারের চেয়ে বেশী দোষ বিরোধী দলের! তাদের দুর্বলতা সরকারকে আরো স্বৈরাচারী করছে। তাদের ব্যর্থথা পুরা জাতির আমজনতার ভাগ্যকে নষ্ট করছে। দুর্বল বিরোধী দলও যে দেশের ক্ষতির জন্য ভয়ানক- তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে!

২২| ০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: আমি ভাবছি আমাদর ভাগের সুন্দরবনটাও যদি চুক্তি করে দিয়ে দেই।। তাহলে বনটাতো অন্ততঃ তার জীব-বৈচিত্র নিয়ে টিকে থাকতে পারবে।। ( কারন ওদের প্রতিবাদ ও আইন দুটোই আমাদের চেয়ে অনেক এগিয়ে)।।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত অসহায়ত্ব এই বলায়!
জাতীর আমজনতার এই আক্ষেপ টুকু যদি যারা বোঝার তারা বুঝতো!

২৩| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ওনারা আমাদের মতো এতো জ্ঞানী নন, তাই এসব করছে। আমরা বন্য প্রাণীদের জন্য গাছ কেটে বিদ্যুতের আলো পৌছে দেওয়ার ব্যবস্থা করছি, অন্ধকার জঙ্গলে কষ্ট করে কতো আর থাকা যায়!!!

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই যদি সাদা মনের মানুষ হতো- আমাদের কষ্ট বদলে আনন্দে ভাসতাম!

এত অন্ধকার যাদের মনে তারা আর কি আলো জ্বালবে!

ধ্বংস এনে বনে
চায় আলো গেহ কোনে! হায়

ফেবুর ছবিটা যেন সবার মেনর কথা

২৪| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ++++

এই দেশে যেখানে সৃষ্টির সেরা জীব "মানুষ" এর মৌলিক অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে, নিরাপত্তা নেই মানব প্রাণের, তখন আর বন্যপ্রাণী!!!

ছবিগুলো দেখে ভাল লাগলো।

ভাল থাকুন সবসময়।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম..

সত্য ভয়ংকর! বলা আরো ভয়ংকর ;)

সত্য কথনে ধন্যবাদ। ধন্যবাদ ভাল লেগেছে জেনেও।

কি করে যায় ভাল থাকা
যখন অর্হনিশি দগ্ধ করে পীড়িত বিবেক
অসহায়ত্বে আর ব্যর্থতার জ্বালায়
কিছু করতে না পারার- !!!!!!!!


২৫| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ওয়েব সাইট থেকে পাওয়া সরকারের বিষেষজ্ঞপ্রনীত ৬৪৮ পৃষ্ঠার "এনভায়রনমেনটাল ইমপেক্ট এসেসমেন্ট " প্রতিবেদনটি দিন কয়েক লাগিয়ে পড়লাম । মনে হল এক তরফা গীত গাওয়া হয়েছে । প্রকল্পটি নিরাপদ এ কথা সব জায়গায় জোড় দিয়ে বলা হয়েছে । কিন্তু কোথাও বিকল্প কোন স্থান বিবেচনা করে দেখা হয়েছে কিনা বলা হয়নি । বিকল্প স্থানগুলির কি কি সুবিধা অসুবিধা ছিল বা থাকতে পারে সে সমস্ত বিষয় চুলচেরা বিশ্লেষনের পরে যেটা সবদিক দিয়ে ভাল হয় সেটাই গ্রহণ করার কথা । কিন্তু তা করা হয়নি । এটা কোন বৃহত প্রকল্পের প্রাক বিনিয়োগ কারিগরী সম্ভাব্যতা স্টাডির মধ্যে পরেনা বিশেষ করে এ ধরণের পরিবেশ বিনসসষ্টকারী প্রকল্পের বেলায় । এটা একটা অপরাধ বলে গন্য । তারা কারো কথা শুনবেনা তা বুঝাই যাচ্ছে । শক্তের ভক্ত হয়ে যাবে অনেকেই , তবে জনতা বলে কথা , জনতার হাত এড়াবে কিভাবে সেটাই এখন দেখার বিষয় ।
ধন্যবাদ সময় উপযোগী লিখা ও সুন্দর সুন্দর ছবি উপস্থাপন করার জন্য ।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার ষ্টািডেত যেমন সত্য ধরা পেড়েছে -তেমনি অধিকাংশই এই সত্যটাই চিৎকার করে বলছে- কিন্তু তাদের কানে তুলো চোখৈ কূলো! কমিশনের কিনা কে জানে? সুইস ব্যাংকের যে হিসাব বা পানামা পেপার্সে তাদের বহু রথির নাম আসাই সেই দিেক ইংগিত করে!
সেই ক্ষেত্রে তারা হয়তো ভীনদেশে গিয়ে বনের আক্ষেপ মেটাবে। আমজনতার কি হবে? তাই আমজনতাকেই জাগতে হবে নিজের অধিকার আদায়ে।

২৬| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৬

মহা সমন্বয় বলেছেন: অন্যান্য দেশগুলু যেখানে প্রকৃতি রক্ষায় সদা তৎপর আর সেখানে আমরা তা ধ্বংসের চেষ্টায় ব্যস্ত। |-)
সুন্দর সময়োপোযোগী পোস্ট।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এবং ভয়াবহ নির্লজ্জ্বাতায় আবার সেই ধ্বংসের পক্ষপাতিত্বের লোকও মজুদ!!! ভাবতেও অবাক লাগে!

বাঁচাও সুন্দরবন, বাঁচাও প্রকৃতি।

অনেক ধন্যবাদ আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.