নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের এপিটাফ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

এখন সময় কই?
এত প্রশ্নোত্তরের! রোবোটিক জীবনের
এলগরিদম মেলাতে
কেবলই ছুটে চলা!

অনুভবগুলো বড় বেশি কর্পোরেট
এখন স্পন্দন বাড়ে কমে- শেয়ার বাজারের দরে,
টিআরপির সাথে সাথে,
কিংবা পার্টনারের নতুনত্বে!

স্বপ্ন এখন রেসের ঘোড়া! স্বপ্ন ছাড়া কেউ নেই- কিন্তু
তুমি যে স্বপ্ন খোঁজ-তা
বাণিজ্যিক ফুটপাতে হাঁটা
বেকারের মতো-অবলম্বনহীন!

ভালবাসা? এখন কেবলই 'ভাল' বাসা,
সহজে মেলে না- মেলে তো মূল্যটাও চড়া,
তাতেই ভার মাসভর বুক!
সকল তৃষ্ণা টাকার শরীর জড়িয়ে রয়।

কান্না তো পরাজয়ের!
চলমানতা কেবলই বিজয়ের, যে কোনো উপায়ে হোক
স্বৈরাচারের সাথে উন্নয়নের ককটেল মিশিয়ে কিংবা
অঝোর ধারায় গণতন্ত্রের গড়িয়ে রক্ত.. টিকে থাকার লড়াই

এখন বড় বেশি পাষাণ নাগরিকতা
চোখের জলে খোঁজে অভিনয়! কিংবা ন্যাকামো
হৃদয় তো কবেই হারিয়েছে টু-লেট বিজ্ঞাপনের ভীড়ে-
অনুভুতির গভীরতা ত্রেডিট কার্ডে!

বড্ড সেকেলে রয়ে গেলে! এখনো! ফাইভ স্টার সেভেন স্টারে
তৃষ্ণাপূরণের অন্তহীন আয়োজন
স্বাদের কত রকম ইনগ্রেডিয়েন্ট -
যা সহজলভ্য তার জন্য আকুলতার সময় কই?

সানি যখন আইডল, সবকিছূই উলোটপালট
বড্ড বেশি প্রফেশনালিজম এখন মিলনেও!
নিউরনে অদৃশ্য কম্পিটিশন স্টাইলের ~~~
সুখেরা মাথা কুটে মরে!

কৃষ্ণ প্রেম এখন কেবলই কাব্য গাঁথা,
রাধা এখন বড্ড বেশি প্রফেশনাল
দেহের বাইরে দেহাতীত সত্যে আগ্রহ নেই কারো,
স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, ফ্লাটে পায় মুক্তি.....

হৃদয় তো কবেই মৃত
আরাধ্য পৃথিবী কেবলই বস্তুনির্ভর!
যাতনা কারে বলছো?

এখন যারা হৃদপিন্ডের শব্দ শুনতে পায়;
হারিয়ে যেতে হয় অন্ধকারে
ব্যর্থতার তিলক তকমা কপোলে এঁকে...

চলমান গল্প সীসা লাউঞ্জে, কত অযুত নিযুত চুমুক
শরীরটাই আর নিজের দখলে নেই
হৃদয় তো নেই-ই! ওরা- আর কী লিখবে তাতে!!!!

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

রাবেয়া রাহীম বলেছেন: এইটা তো রিদয় ও তার কথা তার উপর লিখছিলা। এইটা অনেকবার পরে ফেলছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
এইটা কেম্নে হইল ;)

:)

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১১

ধ্রুবক আলো বলেছেন: অনুভবগুলো বড় বেশি কর্পোরেট
এখন স্পন্দন বাড়ে কমে- শেয়ার বাজারের দরে,
টিআরপির সাথে সাথে,
কিংবা পার্টনারের নতুনত্বে!
++++++
সবটুকুই অসাধারন হইছে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

অফুরান শুভেচ্ছা ধ্রুবক আলো :)

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

মুহাম্মাদ শাথিল বলেছেন: অনেকগুলো সত্যকথার সমষ্টিরূপ।

ভালো লেগেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অনেক অনেক

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬

বিলিয়ার রহমান বলেছেন: দারুন+++++++++

টুপি খোলা অভিবাদন প্রিয় বিদ্রোহী ভৃগু ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ঈদ মোবারক :)

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

কানিজ রিনা বলেছেন: খুব সত্য লিখার জন্য অসংখ্য ধন্যবাদ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা।

ঈদ মোবারক :)

ধন্যবাদ কানিজ রিনা।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

জেন রসি বলেছেন: ক্লান্ত প্রানহীন নাগরিক জীবন। তবুও লড়াই চলুক......


+++


১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম...

এতো নিত্যতার লড়াই অন্তহীন

ঈদের শুভেচ্ছা :)

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

মেহেদী রবিন বলেছেন: হৃদয় পিষে গেছে তরুণীর তার বান্ধবীর স্বামীর ব্যাংক ব্যালান্সে,
লাখপতি যে হতেই হবে তারও হবু ফিয়ন্সে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরকমই হরহামেশা চোখের দেখা ;)

অনেক ধন্যবাদ

ঈদ মোবারক :)

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫

অরুনি মায়া অনু বলেছেন: কবিতায় কঠিন বাস্তবতা, ভাল লেগেছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অরুনি মায়া :)

ভাল লাগা টুকু অনুপ্রেরণা হয়ে রইল

ঈদের শুভেচ্ছা :)

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১১

সুমন কর বলেছেন: সত্য কথন, শুরু আর শেষ বেশি ভালো লেগেছে।
প্লাস।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথায় বলে শেষ ভাল যার সব ভাল তার ;)

সুমন দা ভাল আছেন?

অনেক ধন্যবাদ । ঈদের শুভেচ্ছা

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

জনৈক অচম ভুত বলেছেন: কিছুই করার নাই। :(
কবিতা চমৎকার লাগল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই তাই ;)

ধন্যবাদ অনেক অনেক।

প্রীতির সাথে ঈদ মোবারক :)

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
খুব বেশি ব্যস্ততা।
শরীরটাই ইটের হতে বাকি আছে।

কবিতায় নিরেট কথারাই উঠে এসেছে। সুন্দর। +

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবেই হয়ে গেছে-
অনুভূতিরা ফেরত আসে ইটের পাষানে মাথা কুটে.....

অনেক অনেক ধন্যবাদ রাজপুত্তুর :)

ঈদ মোবারক :)

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

নীলপরি বলেছেন: হৃদয় তো নেই-ই! ওরা- আর কী লিখবে তাতে!!!!

প্রতিটা লাইনই অসাধারণ । আর এই লাইনটার জন্য সঠিক বিশেষণ পাচ্ছি না ! মুগ্ধ হলাম কবিতা পড়ে । ++++++++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মুগ্ধতাটুকু হৃদয়ে তুলে রাখলাম :)

প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

ঈদ মোবারক :)

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

দরবেশমুসাফির বলেছেন: এখন যারা হৃদপিন্ডের শব্দ শুনতে পায়
হারিয়ে যেতে হয় অন্ধকারে
ব্যর্থতার তিলক তকমা কপোলে এঁকে


এত নিরাশ হোলে কি চলে বিদ্রোহী ভাই। বিদ্রোহীরা নিরাশ হয় না কখনো।

অসাধারন কবিতা!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আমি নিরাশ নই :)

চলমান হালতটা ধরতে চেষ্টা করছি ;)

ধন্যবাদ অনেক অনেক। ঈদ মোবারক :)

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
হৃদয় তো কবেই মৃত
আরাধ্য পৃথিবী কেবলই বস্তুনির্ভর!


আছে, আছে এখনো কিছু হৃদয় আছে
তাদের দেখেছি আমি-
সন্ধ্যা হলেই রিক্সায় বসে শহর ঘুরে,
প্রেমিকের কাধে খুঁজে পৃথিবীর স্তম্ভ!
এখনো কিছু বিরল প্রেমিক আছে
যারা চিঠি লেখে-
নিয়মিত-
প্রেমিকার ঠিকানায়।

এখনো কিছু জুটি ক্যাফেতে বসে
চোখে চোখ রেখে খুঁজে
পৃথিবীর বিস্ময়!

এখনো কিছু ঝর্ণা আছে
যারা নিয়ম করে আছড়ে পড়ে
প্রেমিকের সবুজ নরম বুকে!

এখনো কিছু হৃদপিন্ড আছে
যার প্রতিটি কম্পনে
প্রেমের অনুনাদ!

ভাল লেখেছেন ভিগু ভাই!

কবিতায় প্লাস!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাল লাগা সবাইকে ছুঁয়ে গেল ;)

এত সুন্দর একটা প্রতিকাব্য পেলাম:)

স্বপ্নতো আছেই। ছিল, থাকবেও। তবে আধিক্য প্রশ্ন হয়ে আসে সামনে।
সামাজিক বোধ যখন অধিকাংশের স্বার্থ রঙা হয়ে যায়-তখন অসঙগতি গুলো
ছাপ ফেলতে শুরু করে ব্যাপক সামাজিকতায়।

প্রেম না থাকলেতো সৃষ্টিই অচল হয়ে যাবে

অনেক ধন্যবাদ সুন্দর কাব্যোত্তরে :)

ঈদ মোবারক :)

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: সবখানেই ভেজাল!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধু ভাই আছৈ না ;)

অনেক ধন্যবাদ

ঈদের শুভেচ্ছা :)

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

দিনাজপুরিয়া বলেছেন: সহব্লগার "নীলপরি" আপুর সাথে সহমত। অসাধারণ শব্দ চয়ন+++

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

হুম নীলপরির অনুভব খুব স্পর্শকাতর :)
লেখেনও খুব গবীর অনুভব দিয়ে ...

আপনাকেও শুভেচ্ছা ঈদ সহ ;)

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: কৃষ্ণ প্রেম এখন কেবলই কাব্য গাঁথা,
রাধা এখন বড্ড বেশি প্রফেশনাল
দেহের বাইরে দেহাতীত সত্যে আগ্রহ নেই কারো,
স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, ফ্লাটে পায় মুক্তি.....


...........বাহঃ সমকালিন বাস্তবতা চমৎকার ফুটিয়ে তুলেছেন আপনার কবিতায়, ভালোলাগা জানিয়ে গেলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সা.মমা ভাই :)

আপনার ভালোলাগহা টুকু হৃদয়ে তুলে রাখলাম গহীনে :)

অনেক অনেক ধন্যবাদ।

ঈদ মোবারক :)

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন:

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা ও কৃতজ্ঞতা অন্তহীন :)

উমমমম.... লাইক কফি ফ্লেভার ....;)

অনেক ধন্যবাদ

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২১

নীলপরি বলেছেন: আপনি কি ব্যস্ত আছেন ? মানে এতো দেরী করে উত্তর তো দেন না ! তাই জানতে চাইলাম ! ভালো আছেন তো ?

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত ছোট্ট বিষয়ে গভির নজরে কৃতজ্ঞতা :)

আসলেই আউট অব নেট ছিলাম। আমার বিজনেস সেন্টার শিফট করেিছ এ মাসে। তা স্বাভািবক করেত গতকাল অব্দি লেগে গেছে!
সরি ফর আন কনভেনিয়েন্ট ডিলে :)

এখন! ভাল আছি পরি। আপনি?

ঈদের শুভেচ্ছা আরেকবার :)

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ঈদ শুভেচ্ছায় আপ্লুত!!!

ঈদ মোবারক :)

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

প্রামানিক বলেছেন: কৃষ্ণ প্রেম এখন কেবলই কাব্য গাঁথা,
রাধা এখন বড্ড বেশি প্রফেশনাল
দেহের বাইরে দেহাতীত সত্যে আগ্রহ নেই কারো,
স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, ফ্লাটে পায় মুক্তি.....


কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে। ধন্যবাদ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক ভাই :)

এই বাস্তবতা নিয়েই ভালবাসা, স্বপ্ন দেখা, কাঁদা-হাসা, বেঁচে থাকা :)

ঈদ মোবারক :)

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুভবগুলো বড় বেশি কর্পোরেট
এখন স্পন্দন বাড়ে কমে- শেয়ার বাজারের দরে,
টিআরপির সাথে সাথে,
কিংবা পার্টনারের নতুনত্বে!

এক কথায় অসাধারণ !!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ লিটন ভায়া!!!!

ঈদ মোবারক!

অনেক অনেক ধন্যবাদ । আপ্লুত হলাম :)

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




এইখানে নীরবে স্বপ্ন কিছু ঘুমিয়ে আছে
অযুত মানুষের দীর্ঘশ্বাস তার কাছে
যোজন বছর ধরে পড়ে আছে জমা ।
অধরা সেই কিছু স্বপ্নের জাল
বেছানো পথেই মানুষের চলা চিরকাল
তাই শুয়ে থাকা স্বপ্নকে নেই ক্ষমা ।

স্বপ্নের কবরে এপিটাফটি এমন করেই মানুষ লিখে যাবে একদিন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন কথামালা আহমেদ জিএস ভাই :)
মুগ্ধতা


ঈদ মোবারক।

আমরা সে পথেই যেন হাটছি আত্মভোলার মতো ......

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

রমজান আহমেদ সিয়াম বলেছেন: স্বপ্ন এখন রেসের ঘোড়া!
স্বপ্ন ছাড়া কেউ নেই- কিন্তু
তুমি যে স্বপ্ন খোঁজ-তা
বাণিজ্যিক ফুটপাতে হাঁটা
বেকারের মতো-অবলম্বনহীন!


দারুন পুরোটাই অসাধারন হয়েছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

রমিত বলেছেন: অনুভবগুলো বড় বেশি কর্পোরেট
এখন স্পন্দন বাড়ে কমে- শেয়ার বাজারের দরে


ঠিক বলেছেন। ভালো লাগেনা এই জীবন। এর চাইতে অথৈ নদীর উপর ভেলায় ভেসে বেড়ালেই ভালো হতো।

সুন্দর লিখেছেন কবিতা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রমিত দা:)

সেই অথৈ জলে ভেলা ভাসানো লাষ্ট কবে স্বপ্নে পেয়েছেন! মনে পড়ে???

স্বপ্নে আর ধরা দিতে চায়না যেন প্রকৃতি! আমরা এমনই পাষান নাগরিক হয়ে গেছি ;)

শুভেচ্ছা অফুরান:)

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: সকল তৃষ্ণা টাকার শরীর জড়িয়ে রয় -- এটাই হওয়া উচিত স্বপ্নের এপিটাফ।
অনুভুতির গভীরতা ত্রেডিট কার্ডে! -- হ্যাঁ, ডিজিটাল অনুভূতি এবং তার ম্যাগনেটিক প্রবলতা।
দেহের বাইরে দেহাতীত সত্যে আগ্রহ নেই কারো -- দেহাতীত সত্য অনুসন্ধানের এই প্রসঙ্গ উল্থাপনের জন্য ধন্যবাদ।
শরীরটাই আর নিজের দখলে নেই
হৃদয় তো নেই-ই! ওরা- আর কী লিখবে তাতে!!!!
-- চমৎকার!
ভ্রমরের ডানা এর চমৎকার মন্তব্যটার জন্য থ্রী চীয়ার্স, এবং 'লাইক'!!! এবং আরও কয়েকটা মন্তব্য ভাল লাগলো, সেগুলোতেও 'লাইক'!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

এতদিন পর এত খুঁজে গভীর দৃষ্টিতে বিশ্লেষনে আপ্লুত :)

প্রীত, কৃতার্থ ও কৃতজ্ঞ হলাম :)

শুভচ্ছো অফুরান

২৭| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯

সামিয়া বলেছেন: হৃদয় তো কবেই মৃত
আরাধ্য পৃথিবী কেবলই বস্তুনির্ভর!
যাতনা কারে বলছো

এই লাইন কয়টি বেশি বেশি ভাললাগলো।
পুরো কবিতাটা অসাধারণ ।

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগায় প্রীত হলাম :)

ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.