নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এবার ক্ষান্ত দাও প্রভু- মহাত্মন!

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১

প্রতিদিনের উদয়াস্তে এগিয়ে যাই
অনিশ্চিত নিশ্চিত গন্তব্যে
বেখেয়াল-
ভোগ আর মোহের পর্দা ভুলিয়ে দেয়!
জন্মের আজানের নামাজের সময়ের
ঘনিয়েছে কাল -

এক আজানে এক নামাজ মানব জন্ম
জন্মে আজান মরণে জানাযার নামাজ!

কত ক্ষুদ্র মধ্যবর্তী সময়
অথচ কর্ম কেবলই ক্ষয়িষ্ণু জীবনের তরে
পূর্বাপর স্মৃতিহীন ভাবনাহীন
হারানো অতীত অনাগত ভবিষ্যত!

বর্তমান পলকে মিলায়
কল্যান আর শুভ কর্ম স্বপ্ন আর আশায়
অথচ হিসাব নিকাশ কেবলই কর্মের!

নাগিনী কামসুরে অবশ মন বিবশ দেহ
শিঙ্গাধ্বনীর সনিক বুম কাটাবে মোহ
পাবেনা সময় আর!

শেষ প্রহরের আগেই হে মন
কুড়িয়ে নাও ধন কল্যান আর শুভ কাজে
প্রশান্ত মন প্রশান্ত ক্ষন চিরন্তনের।

সুরা সাকীর বিভ্রম কাটাও মন
জনম দিনের শুভ ক্ষনে ডাকছে প্রকৃতি
কান পেতে শোন!

আর কত চক্রাবর্তন আর কত ভ্রমন
এবার ক্ষান্ত দাও প্রভু- মহাত্মন
মুক্তির কর প্রত্যায়ন।।

মন্তব্য ৯২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০

কানিজ রিনা বলেছেন: নাগীনি কামসুরে অবস মন বিবশ দেহ।
সুরা সাকীর বিভ্রম কাটাও মন।
আরকত ভ্রমন মুক্তির পতন।
খুব ভাল লিখেছেন। ধন্যবাদ

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কানিজ রিনা :)

জনম ক্ষনে খানিকটা আত্ম সন্ধান বলতে পারেন ;)

শুভেচ্ছা অফুরান

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: দারুন লিখেছেন কবি!:)

ভালোলাগা++

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কবি। :)

শুভেচ্ছা অফুরান

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা :)

ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরন্ত ....

৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০

সাহসী সন্তান বলেছেন: জন্মের পর থেকে আজ অবধি সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। কখনো ভাল আবার কখনো মন্দ এই করেই দিন পার করছি, অথচ কাজের কাজ কিচ্ছু করতে পারছি না...... :(

আপনার কবিতা পড়ে একটা চুটকি গল্পের কথা মনে পড়ল ভৃগু ভাই! গল্পটা পড়ার পরে বুঝবেন পোস্টের সাথে এটার কোন সংশ্লিষ্টতা আছে কিনাঃ-

সন্ধ্যার পর এক বৃদ্ধ লোক কাছাকাছি একটা দোকানে গেলেন কেরসিন আনতে। আমরা সাধারনত জানি, সব জিনিস রাখা পাত্রের মুখে ঢাকনা/ছিপি থাকলেও মেজরিটি পার্সেন্ট কেরসিনের পাত্রে ছিপি থাকে না। কেন থাকে না এটা নিয়ে রিসার্চ চলছে, সুতরাং এই মূহুর্ত্বে ও ব্যাপারে কোন মন্তব্য করা নিষেধ আছে! ;)

তো তিনি দোকান থেকে যখন কেরসিন নিয়ে ফিরছিলেন মোটামুটি তখন সন্ধ্যা শেষ হয়ে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। গ্রাম্য পথ, স্বাভাবিক ভাবেই একটু বেশি নিস্তব্ধ এবং অনেকটাই এ্যাবড়ো থেবড়ো থাকে। তো হঠাৎ তিনি একটা শিকড়ের সাথে বেঁধে মাটিতে পড়ে গেলেন। :(

আর স্বাভাবিক ভাবেই তার হাত থেকে কেরসিনের পাত্রটা ছিটকে গিয়ে পড়লো। তো তিনি মাটিতে পড়ে ঐ অন্ধকারেই পাত্রটি পাওয়ার জন্য হাতড়াতে লাগলেন। কেননা দ্রুত পাত্রটা না পেলে ছিপি বিহীন পাত্রে আর এক ফোঁটাও তেল থাকবে না। কিন্তু অনেক খোঁজা খুঁজির পরেও যখন তিনি আর পাত্রটা না পেলেন, তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে মন্তব্য করলেন-

'পাত্র, তোরে আমি ঠিকই খুঁজে পাবো! তবে তেল থাকতে পাবো না এই যা!'

এখন কথা হল, আপাতত আমাদের হাটুতে তেল (শক্তি) জমে আছে তো সেজন্য সৃষ্টি কর্তাকে চিনি না। কিন্তু ঠিকই তাকে আমরা চিনবো, যখন হাটুর তেল শেষ হবে তখন! তবে তখন হয়তো আর সময় থাকবে না!

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভাল লাগল

আপনার সব কথাকে এক কথায় দেখুন কেমন গাইছে ফরিদি
https://www.youtube.com/watch?v=JStJBJYTp-4

তেল গেলে ফুরাইয়া
বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া ....

অনেক ধন্যবাদ সা.স ভাই :)

৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৭

অন্তু নীল বলেছেন: "কত ক্ষুদ্র মধ্যবর্তী সময়
অথচ কর্ম কেবলই ক্ষয়িষ্ণু জীবনের তরে
পূর্বাপর স্মৃতিহীন ভাবনাহীন
হারানো অতীত অনাগত ভবিষ্যত!"

চমৎকার। ভালো লাগল।

১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অন্তুনীল :)

ভাল লাগাটুকু অনেক ভাল লাগল :)

শুভেচ্ছা.....

৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৭

পথহারা মানব বলেছেন: কবিতাটা বুঝার জন্য একাধিকবার পড়তে হয়েছে!!! এতে অবশ্য লাভ হয়েছে..আপন বৃত্তের পরিসীমাটা বেশ ভালভাবেই চিহ্নিত করতে পেরেছি। কবিতার বেশ কিছু কথা হৃদয় স্পর্শক ছিল আর পুরো কবিতার জন্য অনেক অনেক ভালোলাগা+++। আপনার পাশাপাশি সাহসী সন্তানকেও ধন্যবাদ না দিয়ে পারছি না চুটকির আড়ালে অনেক বড় একটা সত্যকে উনি তুলে ধরেছেন।
ধন্যবাদ সাহসী সন্তান!!! প্রার্থনা করি তেল ফুরিয়ে যাবার আগেই যেন আমরা সৃষ্টিকর্তাকে চিনতে পারি।

১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্য টাও দুবার পড়তে হল :)

ভাললাগল হৃদয় দিয়ে ধারন করেছেন জেনে।

হুম সাস ভাইয়ের সত্য সময় থাকতেই যেন সকলে বুঝতে পারি-তবেই তা হবে কল্যানকর :)

জনমের আরেক প্রহর পেরুতে গিয়ে নিজেকে জীবনকে খু*জে ফেরা বলতে পারেন।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

করুণাধারা বলেছেন: ভাল লেগেছে। এ ধরণের কবিতা আরো লিখার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিন।

১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

আমিন।

আপনার ভাললাগা ছুঁয়ে গেল :)

৮| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: এক আজানে এক নামাজ মানব জন্ম
জন্মে আজান মরণে জানাযার নামাজ!


সাহসী সন্তানের সাথে আমিও বলছি---- পাত্র, তোরে আমি ঠিকই খুঁজে পাবো! তবে তেল থাকতে পাবো না এই যা!'

এখন কথা হল, আপাতত আমাদের হাটুতে তেল (শক্তি) জমে আছে তো সেজন্য সৃষ্টি কর্তাকে চিনি না। কিন্তু ঠিকই তাকে আমরা চিনবো, যখন হাটুর তেল শেষ হবে তখন! তবে তখন হয়তো আর সময় থাকবে না!


প্রার্থনা সময় থাকতে যেন আমরা আল্লাহর দেখানো সরল সঠিক পথ খুজে পাই।

কবিতা অনেক ভাল লাগা।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বুবু :)

ভাললাগায় কৃতজ্ঞতা :)

৯| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: এক আজানে এক নামাজ মানব জন্ম
জন্মে আজান মরণে জানাযার নামাজ!


সাহসী সন্তানের সাথে আমিও বলছি---- পাত্র, তোরে আমি ঠিকই খুঁজে পাবো! তবে তেল থাকতে পাবো না এই যা!'

এখন কথা হল, আপাতত আমাদের হাটুতে তেল (শক্তি) জমে আছে তো সেজন্য সৃষ্টি কর্তাকে চিনি না। কিন্তু ঠিকই তাকে আমরা চিনবো, যখন হাটুর তেল শেষ হবে তখন! তবে তখন হয়তো আর সময় থাকবে না!


প্রার্থনা সময় থাকতে যেন আমরা আল্লাহর দেখানো সরল সঠিক পথ খুজে পাই।

কবিতা অনেক ভাল লাগা।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কমেন্ট ডাবল হইল কেনু????

ডাবল কেমেন্টে- ডাবল ধন্যবাদ ;)

১০| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর মরমী কবিতা। আযান আর নামাযের মধ্যে সময়ের ব্যবধান যতই হোক, কালের তুলনায় তা খুবই ক্ষীণ।
এখন কথা হল, আপাতত আমাদের হাটুতে তেল (শক্তি) জমে আছে তো সেজন্য সৃষ্টি কর্তাকে চিনি না। কিন্তু ঠিকই তাকে আমরা চিনবো, যখন হাটুর তেল শেষ হবে তখন! তবে তখন হয়তো আর সময় থাকবে না! ৪ নং মন্তব্যে সাহসী সন্তান এর মন্তব্যটা খুব ভাল লেগেছে।
কবিতায় + +

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান :)

হুম! সেই ক্ষীনতাকেই সন্ধান করা লেখিন!

সাস ভাইয়ের দারুন সহজিয়া বলায় আমিও মুগ্ধ!

অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা :)

১১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাহসী সন্তান বলেছেন: আজ আপনার জন্মদিন, জানতাম না তো? হ্যাপি বার্থ ডে ভৃগু ভাই & মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্যা ডে..... :)

ইয়ে মানে কেক্কুক দেওয়ার ভয়ে কন্নাই বোধ হয়? পার্টি-পূর্টি কি কিছু হবে, না মেহমানরা খালি মুখে ফিরে যাবে? বান্ধভী-টান্ধবি কেউ নাই নাকি? মানে একটা ব্রেক ড্যান্সের আয়োজন করতাম আরকি..... ;)

জন্মদিনের অনেক অনেক শুভ কামনা রইলো!

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

থ্যাংকু ভায়া!!!

কে বলল বিল নাই?
কবিতায় এত্ত সুন্দর কইলা কইলাম ...

সুরা সাকীর বিভ্রম কাটাও মন
জনম দিনের শুভ ক্ষনে ডাকছে প্রকৃতি
কান পেতে শোন!

আফেনইেতা খাওয়ার ভয়েই বুইঝাও বুঝেন নাই!! ;)
এই নেন আপাতত ফটুক ;)




১২| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিদারুণ ক্ষুদ্রতায় জর্জরিত।
চমৎকার। +

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজপুত্তুর :)

শুভেচ্ছা অনি:শেষ

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিদারুণ ক্ষুদ্রতায় জর্জরিত।
চমৎকার। +

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডাবল ডাবল ধন্যবাদ ডাবল কমেন্টে ;)

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




প্রতিদিনের উদয়াস্তে এগিয়ে যাই
অনিশ্চিত নিশ্চিত গন্তব্যে
বেখেয়াল-


এতো কপালের লিখন ! খন্ডাবে কে ? শুধু ভাগ্যবিধাতাকেই বলা যায় --- এবার ক্ষান্ত দাও প্রভু- মহাত্বন ।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

যথার্থই ধরেছেন...

তাইতো এ নিবেদন- :)

অনেক অনেক ধন্যবাদ আহমদ জি এস ভাই। উইশের জন্য অশেষ কৃতজ্ঞতা :)

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: সখাআআআ!!! আমি ব্লগে একটা পোষ্টে দেখলাম যে আজ আপনার জন্মদিন!!!! কামঅন ম্যান! আমার কোন পোষ্ট ফার্স্ট, সেকেন্ড হয়েছে সেই অগুরুত্বপূর্ণ খবর দিতে আপনি আমার ব্লগবাড়িতে ছুটে ছুটে আসেন, আর এত বেশি স্পেশাল একটা দিনের কথাই জানাননি? সখীকে তো পরই করে দিয়েছেন। :( থ্যানক্স টু কি করি আজ ভেবে না পাই, নাহলে তো উইশই করা হতো না!

শুভ শুভ শুভ জন্মদিন!!!
সখা, ইউ আর ব্লেসড উইথ ইনফিনিট এমাউন্ট অফ নলেজ, উইজডম এন্ড ক্রিয়েটিভিটি! তবে সবচেয়ে ভালো লাগার গুন হচ্ছে আমার সখাটি বড্ড ভালো মানুষ! সামনের বছরগুলো আপনাকে এমনই ভালো রাখবে সেই কামনা মন থেকে করি!!! আল্লাহ এই দিনটি আপনার জীবনে বারেবারে আনুক, এবং অকল্পনীয় সুখ, সমৃদ্ধিতে সামনের দিনগুলো ভরিয়ে দিক।

(অফটপিকে মন্তব্যের জন্যে সরি, কিন্তু আপনার জন্মদিনের শুভেচ্ছা আপনার ব্লগবাড়িতে এসেই দিতে চেয়েছিলাম)।

আবারো জন্মদিনের অফুরন্ত শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি! :)

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সখি এতো সাধারন কথা - নিজের কথা নিজে বলতে নেই
সখির সকল খবরই গুরুত্বপুর্ন! একি বলে দিতে হয়!
সখি কখনো পর হয়না... জনম জনম
সত্যি কি করি ভাইর ভালবাসার ঋন অপুরনীয়!

উইশ আর প্রশংসায় ভাসিয়ে দিওনা সখি... অত প্রাণে সইবে না বুঝি... ভয় হয়...
অনেক অনেক অনেক ধন্যবাদ******

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: সকালবেলা একটু জলদিতে ছিলাম। শুভ জন্মদিন উইশ করেই চলে গিয়েছি। এবারে এসে কবিতাটি পড়লাম। অসাধারন!!!

প্রতিদিনের উদয়াস্তে এগিয়ে যাই
অনিশ্চিত নিশ্চিত গন্তব্যে
বেখেয়াল-
ভোগ আর মোহের পর্দা ভুলিয়ে দেয়!
জন্মের আজানের নামাজের সময়ের
ঘনিয়েছে কাল -


শুরুটাই সিক্সার, তারপরে তো মুগ্ধতায় বয়ে চলা। আজকাল ব্লগে কম আসা হয়। তাও আপনার জন্মদিনের উছিলায় জন্মদিনের উপলক্ষ্যে লেখা আপনার সুন্দর কবিতাটি পড়া হয়ে গেল।

ধন্যবাদ অনেক।
শুভকামনা আবারো। :)

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: উপরের রিপ্লাইটা মোবাইলে দেয়া ! শািন্তমত লেখা যায় নি!!

শুভ শুভ শুভ জন্মদিন!!!
সখা, ইউ আর ব্লেসড উইথ ইনফিনিট এমাউন্ট অফ নলেজ, উইজডম এন্ড ক্রিয়েটিভিটি! তবে সবচেয়ে ভালো লাগার গুন হচ্ছে আমার সখাটি বড্ড ভালো মানুষ! সামনের বছরগুলো আপনাকে এমনই ভালো রাখবে সেই কামনা মন থেকে করি!!! আল্লাহ এই দিনটি আপনার জীবনে বারেবারে আনুক, এবং অকল্পনীয় সুখ, সমৃদ্ধিতে সামনের দিনগুলো ভরিয়ে দিক।

আহ! বাধিঁয়ে রাখার মতো উইশ! সখি মনটা একেবারে ভরে গেল!
আহারে আমার পাগলি সখি- এটা কি হয় নিজের খবর নিজে দৌড়ে দিয়ে আসব! এবার উল্টোটা বলি- আহা কেমন সখি? সখার জন্ম দিনের খবরও রাখে না ;) হা হা হা (কিডিং)

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা। আবারো এসে সিক্সার বলে আনন্দকে বহুগুনে বাড়িয়ে দেবার জন্য।

অনেক অনেক শুভেচ্ছা :)

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৫

ক্লে ডল বলেছেন: সুন্দর কবিতা! সাহসী ভাইয়ের মন্তব্যে প্লাস!

শুধু জন্মদিন না আপনার জীবনের অনাগত দিন গুলোও শুভ হোক! ভালো থাকুন!

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ক্লে ডল:)

শুভকামনায় অনেক অনেক কৃতজ্ঞতা:)

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩১

বিলুনী বলেছেন: শুভ জন্মদিনে একটি ভাল কবিতা সকলের তরে উপস্থাপনের জন্য রইল শুভেচ্ছা ।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিলুনী অনকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

সামান্য চেষ্টা দিনটিকে স্মরণে রাখার :)

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২

টমাটু খান বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ খান ;)

ভাল লাগা টুকু আনন্দ হয়ে রইল :)

শুভেচ্ছা অনেক

২০| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩২

ডঃ এম এ আলী বলেছেন:




অভিভুত হলাম এই শুভ জন্মদিনে পেয়ে এমন কবিতা ,
কবিতাটি পাঠে এনে দিল চিত্ত মাঝে অনেক সুচিতা।

এই দিনে পৃথিবীতে এসেছেন শুভেচ্ছা আপনায়,
অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আপনার জন্য প্রতিদিন আসুক রোদেলা স্বপ্ন সকাল,
আপনার জন্য অপেক্ষায় থাকুক স্নিগ্ধ বিকাল।
আপনার জন্য ফুটুক পৃথিবীর সব গোলাপ,
আপনার লিখা কবিতা হোক আমাদের সংলাপ ।
আলোকিত হয়ে নিজে আলোকিত করুন পৃথিবীকে
কামনা করি যুগ যুগ ধরে বেচে থাকুন নিয়ে সকলকে।

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ:)

দারুন কাব্যময় শুভেচ্ছা আর লাল শিশির সিক্ত গোলাপে সকাল বেলায় মনটা উৎফুল্ল হয়ে গেল ;)

এই যে ভালবাসা
এই যে হৃদেয়র টান
অমলিন, থাকুক চিরদিন
পাশাপাশি থাকি যেন সকলেই
হয়ে একে অন্যের চির আপন :)

অফুরান শুভেচ্ছা ড. এম আলী ভ্রাতা :)

২১| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২০

সামু পাগলা০০৭ বলেছেন: সখি এতো সাধারন কথা - নিজের কথা নিজে বলতে নেই
সখির সকল খবরই গুরুত্বপুর্ন! একি বলে দিতে হয়!

সাধারন কথা এটা না, সাধারন কথা হচ্ছে নিজের সব কথা আপনজনদের বলতে আছে।
আরেহ! অাপনার সখীর সকল খবর গুরুত্বপূ্র্ণ, আর আমার সখাটি কি বানের জলে ভেসে এসেছে? তার জন্মদিন অতীব গুরুত্বপূর্ণ!

আহারে আমার পাগলি সখি- এটা কি হয় নিজের খবর নিজে দৌড়ে দিয়ে আসব! এবার উল্টোটা বলি- আহা কেমন সখি? সখার জন্ম দিনের খবরও রাখে না
পাগলি! বড্ড আদরের ডাক!
আহারে আমার জ্ঞানি সখা- নিজের খবর নিজে দেবেন না কেন? সখীর সাথে ফরমালিটির কি আছে? ছ্যামড়া বলে কি? একবার তো বলবেন, পরে আমি মনে রাখতে পারি। একবারও না বললে আমি খবর কিভাবে রাখব? না না আপনার ব্লগবাড়িতে এসে বলে আসা উচিৎ ছিল। এন্ড নাও আই রেস্ট মাই কেইস!

উইশ আর প্রশংসায় ভাসিয়ে দিওনা সখি... অত প্রাণে সইবে না বুঝি... ভয় হয়...
সখা, ও সখা, নায়ক যেভাবে নায়িকাকে সংলাপ দেয়, আপনি সেভাবে কেন বলছেন আমাকে? আপনার কি হয়েছে? সখির উইশ বোধহয় মনটাকে একটু বেশিই ভরিয়ে দিয়েছে! :D ;)

দেখুন তো! কত কথা বলে ফেললাম, কিন্তু যেটা বলার জন্যে এসেছি সেটাই বলিনি। সখাকে তার সুন্দর ও আন্তরিক প্রতিমন্তব্যে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, সুখে থাকুন সর্বদা!

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম :)

অনেক অনেক অনেক ভাললাগা আন্তরিক, সহৃদয় বিশ্লেষনে :)

অকে সখি
থাক এ বেলা খুনসুটি
অভিমান আর অভিযোগ
রেখে চলো খুঁজি সূখ ;)

এই যে শুভেচ্ছা এই যে ভালবাসা
নেই কোন লেনাদেনা
আত্মার আহবান, হৃদয়ের কোনে টান
সবচে দামী পাওয়া -ক্ষন ভুবনে!

মনতো ভরেছে বেশিই
অনেক অনেক...
চারিদিকে রংধনু স্বপ্ন আবেশ!
কত সাধনায় মেলে এমন সখি
ভাবি তারে হৃদেয়র কোথা যে রাখি ;) ?

নির্মল বন্ধুতা দুর্লভ রতন
তার কাছে মিছে বুঝি সাত রাজা ধন!

প্রভু তরে প্রার্থনা হৃদয় সপে
সখি যেন ভালথাকে সর্বদা সূখে :)

২২| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৪

রক্তিম দিগন্ত বলেছেন:
নিজের জন্মদিনে নিজেই এক চমৎকার উপহার দিলেন।

শুভ জন্মদিন।

কবিতা অতটা বুঝি না আমি। হালকা-পাতলা যা বুঝছি সামুতে এসেই। কবিতা নিয়ে দীর্ঘ কোন মন্তব্য আমি করতে পারিনা। গল্প লিখলে তা অবশ্য পারি ভালভাবেই।

যাই হোক, কবিতাটা অস্থির মাপের সুন্দর। +

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রিক্ত দিগন্ত ভায়া :)

শুভকামানায় কৃতজ্ঞতা :)

আপনার কাছে লাগা চমৎকারীত্ব আর অস্থির মাপের সুন্দরতাটাই আমার জন্মদিনের বড় পাওয়া :)
অনেক শুভেচ্ছা :)

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কত ক্ষুদ্র মধ্যবর্তী সময়
অথচ কর্ম কেবলই ক্ষয়িষ্ণু জীবনের তরে
পূর্বাপর স্মৃতিহীন ভাবনাহীন
হারানো অতীত অনাগত ভবিষ্যত!" সুন্দর ।

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধু দা :)

এই সুন্দর লাগাটুকুই সৃষ্টির সার্থকতা :)

অনেক অনেক শুভেচ্ছা

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪২

জুন বলেছেন: শুভ জন্মদিন বিদ্রোহী। অনেক অনেক বার ঘুরে আসুক এই দিনটি আপনার জীবনে। সাথে একটি চমৎকার কবিতাও পড়া হলো।

১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জুনাপু:)

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৬

রমজান আহমেদ সিয়াম বলেছেন: কবিতাটা অসাধারণ হয়েছে ৷

আর

শুভ জন্মদিন বিদ্রোহী ভৃগু ভাই ৷
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ৷

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক :ধন্যবাদ :)

শুভেচ্ছায় কৃত্জ্ঞতা :)

ভাল থাকুন নিরন্তর

২৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

তবু্ও কেমন জানি বিষাদময় লাগে :( চলে যেতেই হবে তবে

শুভেচ্ছা কবিকে

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ছবি :)

বিষাদময় হলেও এটাইযে চরম সত্য......

শুভেচ্ছা অনেক অনেক :)

২৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: সখা!!!
খুঁজতে যাব কোথা আর সুখ?
এ খুনসুটি, অভিমান ই তো
সখা সখির পরম আপন
সুখের আশ্বাস, আস্বাদন!

বেশি ভাবাভাবির নেই প্রয়োজন
ও মোর সখা, প্রানবন্ধু
হদয়ের বাম পাশ
যেথা শেষ নায়িকার আবাস
ব্যতীত যেকোন স্থানে
ফেলে রাখুন সখিকে
পরে থাকব পরম নিশ্চিন্তে! :)

নির্মল বন্ধুতা দুর্লভ রতন
তার কাছে মিছে বুঝি সাত রাজা ধন!

সখার লাইনদুটো করলাম ধার
শতভাগ এ যে মনের কথা আমার!

এত ভক্তি, ভালোবাসা সখার মনের
দিয়ে যায় আনন্দ অনাবিল
তবে ভয়ও নাড়ে কড়া
মনের কোনে চুপিচুপি, গুটিগুটি
বলে যায় অতিভক্তি লক্ষন যে চোরের। ;) ;)

আচ্ছা যান
ভীত মনকে না দিয়ে প্রশ্রয়
ভেবে নিলাম এ
হৃদয়ের টান, আত্মার আহবান
নেই কোন স্বার্থ, হিসেবনিকেশ
ব্যাস বয়ে চলা নিরন্তন নিশ্চয়তায়
চিরন্তন ভালোবাসায়!

সখা একটা জিনিস খেয়াল করেছেন, আপনি এখন কবিতা বা নরমাল কথা সবখানেই আমাকে তুমি বলেন??? আমি কবিতায় সব মাফ বলেছিলাম, আপনিতো সবকিছুতেই মাফ নিয়ে নিয়েছেন!!! হাহা। না বেশ আপন লাগে, আপনি তুমিই বলবেন নাহয় সর্বদা!

আপনার প্রতিমন্তব্যগুলো এত সুন্দর হয় যে না এসে আর পারা যায় না! অবশ্য সখাটি কার দেখতে হবেনা? :)
শুভকামনা অফুরান!

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
চোখ কচলে নিনু
বেশ ক’বার
দেখছিনাতো ভুল
পড়ছিনাতো লেখা অন্য কার! ;)

সখি বেশ চিনেছে সূখের ঘর
সহমত, একবার নয় শতবার
ভাবনা টুকু ছুড়ে ফেলে -
দিলে যখন হৃদয় খুলে..
ভাবছি আমি আছিকি আমাতে আমার!!!! (অজ্ঞান হবার ইমু কই ;) )

ও মোর সখা, প্রানবন্ধু --আহবান
হৃদয়ে জাগে সূখের প্লাবন
শেষটুকুতো শেষের তরেই
সখির আবাস হৃদয় ভরে !

এই ভরসায় হয় ভরসা
সখা নয়রে জলে ভাসা
পরম আপন হয়যে জনা
তার কোন ভয় থাকে না।

ভয় যা হয়, নয় তা কারও অন্যের
লুকিয়ে থাকা বাসনাকি তা’ নিজের ;) :P
সাবধানে থেকো সাধু এ চোরা ভীষন চোরা
ধন-জন সে নেয়না কেড়ে- এ যে মনচোরা =p~ =p~ =p~

হৃদয়ের টান, আত্মার আহবান
নেই কোন স্বার্থ,
হিসেবনিকেশ
ব্যাস বয়ে চলা নিরন্তর নিশ্চয়তায়
সখা সখি -চিরন্তন ভালোবাসায়!

হ্যাটস অফ সখি:)

জন্মদিনের সব সব সবচে সেরা পাওয়া হয়ে রইল :)
আসলে কবিতার ছন্দেই তুমি এসে যায়। সবকিছুতে মাফ দিয়ে সখিতো আমাকে ঋনে জর্জর করে দিল!!!! ;)

অনেক অনেক অনেক শুভেচ্ছা :) প্রতিমন্তব্যগুলো এত সুন্দর হয়!!! অবশ্য সখিটি কার দেখতে হবেনা? :)
শুভকামনা অন্তহীন :) :) :)



২৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৯

কানিজ রিনা বলেছেন: পতি ভক্তি চোরের লক্ষন, সখিটি কার
দেখতে হবে অপরের কিনা। না নিজের
পয়সা দিয়ে কিনা। সরি কিসে কি বলি
ভয়ে লাজে মরি। খালি হাতের শুভেচ্ছান্তে
জন্মদিন।

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা :) হুম পয়েন্ট গুরুত্বপূর্ন ;)

লাজ মরার কিছু নেই :)

খালি হাতের শুভচ্ছোয় মনটাতো খালি ছিলনা ! তাইনা ;) তাতেই অনেক অনেক শুভেচ্ছা :)

২৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০২

সামু পাগলা০০৭ বলেছেন: সখা! একি বলিলেন?
দিলেন ব্যাথা মনে!
এতদিনেও চিনলেন না সখিকে আপনার!!!
গুলিয়ে ফেললেন সাথে অন্য কার?
চোখ কচলে নয় চোখ বন্ধ করে
চিনিতে পারে
এমন নয় কি সখা আমার???

ভাবছি আমি আছিকি আমাতে আমার!!!! (অজ্ঞান হবার ইমু কই ;) )
ফাজলামিটা বড্ড বেড়েছে সখার!
ভাবছি সময় এসেছে
মেরে মেরে চোখে সর্ষে ফুল দেখাবার!

হায় হায় সখা বলেন কি?
হৃদয় ভরে যদি হয় সখির আবাস
জ্বলতে থাকা শেষ নায়িকা এসে
করবে মোরে নাজেহাল!
না না যাহার যোগ্যতা যতটা
ততটাই দিন মনের কোনে স্থান
অযোগ্যরে দিয়ে বেশি ঠাঁই
করবেন না ভুল এটুকুই চাই!

ধন সম্পদ চুরির নেই রে ভয়
এমন কি আর আছে মোর?
যা নিয়ে ভয়
সবচেয়ে বড় সম্পদ
হায় একি!
সখা তো সেটিরই চোর!

কাব্য, ঠাট্টা হলো অনেক
এবারে যাইরে
শুভকামনার ফুল ছড়িয়ে
সখার ব্লগবাড়ির কোনে কোনে!

আমার হ্যাট নেই বিধায়, সখাকে হ্যাটস অফ করা গেল না! এমনিও আপনি কবি, ভালো কবিতা লিখবেনই, কমপ্লিমেন্ট দেবার কি আছে? হাহা।
জন্মদিনের সব সব সবচে সেরা পাওয়া হয়ে রইল
ওওও! দ্যাটস সো সুইট অফ ইউ!!!

আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুখে রাখুক সদা সর্বদা!

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আহা সরল সখি আমার
কেন মনে ব্যাথা? একথা নয় ব্যাথার
এতো খুশি আর বিস্ময়ের!
প্রকাশ হৃদয়ে যত অানন্দ অপার।।

এই না হলে সখি
ভয়ে এখনই সর্ষে ফুল দেখি ;)
এমন করেই সকল সময়
সখি থাকবে পাশে আশা রাখি :)

হৃদয় কি আর ক্ষুদ্র নাকি
ভবের বস্তু মত
এতো বিশাল - আকাশটা্ও
নয় বড় তত।।

সকল শুভকামনার ফুল দিয়ে সাজিয়ে নিলাম বাড়ী :)
সখির জন্যও সকল শুভ কামনা সবসময় :)




৩০| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৯

আনু মোল্লাহ বলেছেন: প্রিয় বিদ্রোহী, গদ্যের মত আপনার কবিতাও আমার ভাললাগে।
অজস্র শুভকামনা রইল। ভাল থাকবেন :)

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আনু মোল্লাহ! :)

অনেক দিন পর এলেন :)

শুভেচ্ছা অগণন:)

৩১| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৮

জেন রসি বলেছেন: লৌকিক অর্থহীনতা। অলৌলিক স্বপ্ন।

কেমন আছেন?

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম...

আপনাদের শুভ কামনায় ভাল। :)

অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা :)

৩২| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩১

নীলপরি বলেছেন: এক আজানে এক নামাজ মানব জন্ম
জন্মে আজান মরণে জানাযার নামাজ!

কত ক্ষুদ্র মধ্যবর্তী সময়
অথচ কর্ম কেবলই ক্ষয়িষ্ণু জীবনের তরে
পূর্বাপর স্মৃতিহীন ভাবনাহীন
হারানো অতীত অনাগত ভবিষ্যত!


বস্তুময় এই পৃথিবী ব্রহ্মময় হয়ে ওঠে আপনার কবিতার ভাষায় । অসাধারণ লাগলো । ++++++++++++++++++++++++++++++্

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশেষে এলেন!!!!

ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক অনেক :)

আপনার অসাধারন কমেন্ট অসাধারন লাগল :) এত্ত এত্ত প্লাসে কৃতজ্ঞতা :)

৩৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৪

নীলপরি বলেছেন: আপনার জন্মদিনের কথাটা আমিও জানতাম না । তবে এবারে মনে থাকবে ।

আপনার জন্মদিনের কথাটা আমিও জানতাম না । তবে এবারে মনে থাকবে ।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা শুভেচ্ছায়

মনে রাখার প্রতিশ্রুিতে আপ্লুত :)

দারুন কেকের জন্য আবারও শুভেচ্ছা

৩৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮

আলোরিকা বলেছেন: আপনার ব্লগ বাড়িতেও দেখছি ---- চক্রাবর্তন !!! বিলম্বিত শুভ জন্মদিন । সার্থক হোক মানবজীবন :)

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এর বাইরে কেউ যাবে সাধ্যি কার ;)

ইচ্ছা বা অনিচ্ছায় চক্র অিবরত :)

শুভেচ্ছার আবার বিলম্ব কি? যখন জেনেছেন তনইেতা পেলাম-এেকবাের টাটকা :)

অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্যও

৩৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ এক মরমী কবিতা !

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিটন ভায়া :)

অনুভবই সৃষ্টিকে মহত করে। আপনারা অনুভবে পুলকিত :)

শুভচ্ছো অফুরান

৩৬| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: অবশেষ বলে কিছু আছে নাকি ? শেষের থেকেই শুরু ! :)

আবারো পড়লাম । আবারো খুব ভালো লাগলো ।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ঠিক বলেছেন- সকল শেষই আবার শুরুর ক্ষণ!

চক্রাবর্তনে ইনিফিনট লুপে কাল-পরকাল-মহাকালে ঘুরছি লাট্টুর মতো ;)

পুনরাগমেন শুভেচ্ছা


৩৭| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

অরুনি মায়া অনু বলেছেন: চমৎকার কবিতা | জীবনের একমাত্র কঠিন সত্য তুলে ধরেছেন | কিভাবে আমরা ভুলে থাকি এই নির্মম পরিণতিকে | সময় ঘনিয়ে আসছে দ্রুত | ফিরে যেতে হবে আপন ঠিকানায় |

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অরুনি...

নিজের জনম ক্ষনে একটু পেছন ফিরে দেখার চেষ্টা...

যদি সত্যটা সকলেই মনে রাখত প্রথিবীটা কত সুন্দর হতো !

শুভেচ্ছা অনেক অনেক

৩৮| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন...

২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শাহিরয়ার কবীর ভ্রাতা :)

শুভেচ্ছা অনেক অনেক

৩৯| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হে কবি বিদ্রেহী ভৃগু আনন্দ দিলেন
কবিতা মোহের মায়া নিরন্ত সুন্দর
এপদ্য হৃদয় কাড়ে একাড়ে অন্তর
এ যেন আকুল মনে অনেক প্রশান্তি।
- আরো দশ লাইন লিখতে হবে।

২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আরো দশলাইন ;)
আপনার মুগ্ধতার প্রকাশ ছুঁয়ে গেল :)

অনেক অনেক ধন্যবাদ

৪০| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হে কবি বিদ্রোহী ভৃগু দ্রোহের অনলে
পুড়িয়ে করুন ছাঁই সকল অন্যায়
কবিতা খঞ্জরে করে পশুত্বে বিদায়
সকলে জানিয়ে দিন সঠিক কি কাজ।
নিজের দোষের কথা মানুষ জানলে
ছাড়বে বিপথ নিজ বিবেক ঘেন্নায়
ফিরবে সুপথে সবে আলোর বন্যায়
আনন্দে গড়বে শেষে শান্তির সমাজ।
আপনি সকলে জানি আপন ভাবেন
বুঝিকি কবির মনে কিআছে সবি তা’
সুচিন্তে অনেক পূণ্য, আপনি পাবেন
তাইতো সবার জন্য লিখেন কবিতা।
এপড়ে মোহীত সব পাঠক অন্তর
আমিও দেখেছি সেই শোভীত সুন্দর।

২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগায় অভিভুত!

এখন মাৎসানায় সময়!
ব্রিটিশেরও নূন্যতম বোধ ছিল-
এখন কেবল। টিকে থাকার পাশবিক তত্ত্ব!
এখন কবিতায়্ও ঘুমের ভয়!

ক্লেডলের কাব্য থেকে -
(৩) রাণী মা এর দেশ
রাণী মা এর বিরুদ্ধে গেলে,
ডান হাতে ভাত খাওয়ার অপরাধেও মামলা দু,তিনটা মেলে!
কথা যদি বল, হেসে খেলে,
মরবা পচে জেলে!

মাৎসানয় দূর হোক-মঙ্গলকামনায় সকলেই অপক্ষোয়----

৪১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৮

মুসাফির নামা বলেছেন: অসাধারণ!

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুসাফির ভ্রাতা :)

শুভেচছা অফুরান :)

৪২| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৬

কালীদাস বলেছেন: ইদানিং কবিতার দিকে ঝোঁক দেখা যাচ্ছে আপনার, ক্যাঁচাল এড়ানোর চেষ্টায় নাকি? হা হা =p~
আছেন কেমন?

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আকলমন্দকে লিয়ে ইশারাই কাফি!

বুঝলে কথা জানতে চাইতে হয়না!

খালি ক্যাচাল? মাৎসানায় সময়ে জেল খুন গুম থেকে বাঁচতে হলেও চাই শীতনিদ্রা ;)

উজান স্রোতে যতটুকু ভাল থাকা যায় আরকি- আপনাদের দোয়া/আর্শীবাদে তাই আছি।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

৪৩| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

জিসান অাহমেদ বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন।
++++++++++++++++

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ জিসান :)

অফুরন্ত শুভকামনা :)

৪৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

মানবী বলেছেন: ‌এটা জন্মদিনে লেখা কবিতা ছিলো? :-)

আপনি লিখেন তা জানা ছিলোনা মনে হয়! ভালো লাগলো সুন্দর কবিতা পড়ে।
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।

০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

আমার পঁচাভাগ্য - আমার লেখা এতদিন আপনার নজরে পড়েনি ;)

ভাল লাগাটুকু অনেক বড় প্রাপ্তি হয়ে রইল :) শুভকামনা অফুরান

৪৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭

মানবী বলেছেন: "লেখক বলেছেন: হুমম

আমার পঁচাভাগ্য - আমার লেখা এতদিন আপনার নজরে পড়েনি"

- অবশ্যই নজরে পড়েছে, আপনার লেখা নিশ্চয় আরো পড়েছি তবে কবিতা সেভাবে পড়া হয়নি মনে হয়।
আমি যেহেতু দীর্ঘ বিরতি দিয়ে ব্লগে আসা যাওয়া করি অনেক সময় পড়লে ভুলে যাই :-(

ভালো থাকুন বিদ্রোহী ভৃগু।

০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক ধন্যবাদ পুনরাগমনে :)

হুম অনেক বিরতির পর এসেছেন, তা সত্যি। ইটস ওকে। আপনিও অনেক অনেক ভাল থাকুন। :)

শুভকামনা নিরন্তর ..

৪৬| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৪

এক নিরুদ্দেশ পথিক বলেছেন:
উচ্চমান ভাবের সাথে একটু একটু করে দার্শনিক স্পেইস তৈরির চেষ্টা করলে আপনার কবিতা একটা ভালো উচ্চতায় উঠবে।
শব্দ নির্বাচন এবং ভাবের প্রয়োগ এমনিতেই খুব ভাল আপনার।

আপনি কাব্য গ্রন্থ তৈরিতে মন দিন।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক মুগ্ধতা!

অনুেপ্ররণা এবং সাহস হেয় রইল আপনার অনন্য পরামর্শটুকু।

অন্তহীন শুভকামনা সবসময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.