নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

চক্রবূহ্যের নিয়ত পরিক্রমা

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

সেই গ্রীক উপাখ্যান থেকে বাংলার পল্লীর সাঁঝে
ইতিহাসের গলি ঘুপচি
হৃদয়ের অলিন্দে স্মৃতির ফিনিক্স ডানা ঝাপটায়
কখনো মিলন কখনো বিরহ
কখনো ক্রুশিফাইড কখনো বনবাস
কখনো আর জনমের পথ চেয়ে মনভোলানো
সখা-সখির এইতো ইতিহাস :)

এতো চিরন্তন এক সম্পর্ক কালে কালে
ছুঁয়েছে অগণন হৃদয়
কত আবেগ কত আঁখিজল
কত সুখ কত রোমান্স
কত ঘাত কত প্রতিঘাত - তবু অটুট

স্মৃতি জাগরনে বাড়ে জ্বালা-
বিরহের পুলিসরাত আর কত পার হবো?
আর কত হাশরের ময়দানে তড়পানি
এবার সমাপনি দাও প্রভু
অন্তহীন মিলনের সমুদ্রাবগাহন !

প্রভু হাসেন অন্তরালে
অস্তিত্বের প্রতিকণা তত্ত্বে সবইতো তাঁর
প্রেম-সূখ, বিরহ-কষ্ট
অনুভবে তীব্রতায় আর্তনাদে লুটিয়ে পড়ি আভূমি
সিজদাবনত হৃদয় কাঁদে ঝরঝর অবোধ প্রার্থনায়।

মহাকালের অসীমত্বে
পাইনা খূঁজে নিজেরে
সৌরজগতটাই বিন্দু হয়ে গেলে
মিল্কিওয়ে এক পলকের ভ্রমন পথ -

খুঁজে পাই খুঁজে না পাবার এক সুবিশাল বৃত্তান্ত
শুরু নাই শেষ নাই -চক্রবুহ্যের নিয়ত পরিক্রমা
বাহ্য শুরু শেষ এক চমক-ঝলক সেই নিত্যতার
অধ: উর্দ্ধের বহু মূখি ভ্রমনের এক সময় দরজা-গত্যন্ত ।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
প্রভু হাসেন অন্তরালে


প্রভু, দেখা দাও প্রভু! পাপ জমিয়েছি কতশত,
দাও ক্ষমা আমায়!

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা

জীবনের গন্তব্য বদলে গিয়ে ভুলে যাই নিজেকে-এইতো চলমানতা!

আপনার প্রার্থনা গৃহিত হোক। সাথে সকলেরে লয়ে :)

অন্তহীন শুভেচ্ছা

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

নীলপরি বলেছেন: খুঁজে পাই খুঁজে না পাবার এক সুবিশাল বৃত্তান্ত -- এই লাইনটা বিশেষ করে ভালো লাগলো । আর পুরো কবিতাটা তো অনবদ্য ।
একটু টাইপো দেখে নিলে ভালো হয় । সূখ < সুখ হবে ।

+++++++++++++

শুভকামনা । :)

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

গভীরতাকেই খুঁজে নিয়েছেন পলকে :)

ধন্যবাদ টাইপোতে নজর রাখায় -কৃতজ্ঞতা

অনেক অনেক শুভকামনা নিরন্তর

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

ডার্ক ম্যান বলেছেন: আর কত হাশরের ময়দানে তড়পানি
এবার সমাপনী দাও প্রভু।

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ডার্কম্যান :)

শুভেচ্ছা অন্তহীন

৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




ইতিহাসের কতো গলি ঘুপচি
ঘুরিয়ে আমায় হেসেছো অন্তরালে
লিখেছো খাতায়, পাপ কতো জমা ।
চক্রবুহ্যের এই নিঠুর খেলায়
খেলাইয়াছো শুধু পুলিসরাতের খেলা ,
প্রভু ! তবুও তোমাকেই করি ক্ষমা ..............


২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনন্য, অসাধারন!

হ্যাটস অফ আহমেদ জিএস ভাই :)

অনেক অনেক শুভেচ্ছা !

৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

আখেনাটেন বলেছেন: 'মহাকালে দৃষ্টি জুম আউট করে
পাইনা খূঁজে নিজেরে
সৌরজগতটাই বিন্দু হয়ে গেলে
মিল্কিওয়ে এক পলকের ভ্রমন পথ '---দারূন।

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! অনেক অনেক ধন্যবাদ আখেনাটেন :)

অনুভবটুকু ছুঁয়ে গেল! হৃদয় হোক আরো প্রশস্থ :)

শুভেচ্ছা অনেক অনেক

৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

রাবেয়া রাহীম বলেছেন: সকালে আবারো একবার পরবো। এখন হাজিরা দিয়ে গেলাম

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

ঠিকাছে অপেক্ষায় রইলাম

৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার অস্তিত্ব আমি। আমার চারপাশ। আবার আমি।

বেশ চিন্তার খোরাক জোগায় কবিতা। +++

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র :)

কে বলে দিশেহারা;) নাকি এমনই গভীর ভাবনায় ;) হা হা হা

শুভেচ্ছা সতত---

৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমনদা

শুভকামনা সতত....

৯| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

কাবিল বলেছেন: ভাল লাগল। কবিতায় +++++

২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাবিল ভ্রাতা :)

শুভেচ্ছা রইল অফুরান

১০| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:





=====================
মহাকালে দৃষ্টি জুম আউট করে
পাইনা খূঁজে নিজেরে
সৌরজগতটাই বিন্দু হয়ে গেলে
মিল্কিওয়ে এক পলকের ভ্রমন পথ -
=====================

অনেক অনেক ভালোলাগা কবিতায়। +++++

২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই....

ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা:)

ভাল থাকবেন সবসময়....

১১| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৪

সুপান্থ সুরাহী বলেছেন: কবিতা ভালো লেগেছে।
শুভকামনা।

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপান্থ সুরাহী :)

ভাললাগা টুকু হৃদেয় তুলে রাখলাম সযতনে ....

অনেক অনেক শুভকামনা

১২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭

উল্টা দূরবীন বলেছেন: স্মৃতি জাগরনে বাড়ে জ্বালা-
বিরহের পুলিসরাত আর কত পার হবো?
আর কত হাশরের ময়দানে তড়পানি
এবার সমাপনি দাও প্রভু
অন্তহীন মিলনের সমুদ্রাবগাহন


বেশ ভালো লেগেছে। শুভকামনা।

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে মাখন টুকু তুলে ধরলেন ;)

ভাললাগা টুকু প্রেরণা হয়ে রইল অন্তরে :)

শুভকামনা অন্তহীন

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

অন্তু নীল বলেছেন:
আসাধারণ.....।
+++

তবে আমিও বলব, "এবার সমাপনি দাও প্রভু"।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অন্তুনীল:)
শুভেচ্ছা অনেক অনেক

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রামানিক ভাই ভাললাগা টুকুই সেরা পাওয়া

শুভেচ্ছা অগণন

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: সেই গ্রীক উপাখ্যান থেকে বাংলার পল্লীর সাঁঝে
ইতিহাসের গলি ঘুপচি
হৃদয়ের অলিন্দে স্মৃতির ফিনিক্স ডানা ঝাপটায়
কখনো মিলন কখনো বিরহ
কখনো ক্রুশিফাইড কখনো বনবাস
কখনো আর জনমের পথ চেয়ে মনভোলানো
সখা-সখির এইতো ইতিহাস :)


সময়ের পরিক্রমায় নীজ অবস্থান
নিয়ে দারুন কবিতা বিদ্রোহী ভাই
কবিতাটি পাঠে মনে বাজে তাই
বছর বছর ধরে সময় যায় ক্ষয়ে ক্ষয়ে
কত আশা নিয়ে গড়েছিলাম তিল তিল করে
পেরিয়ে সময় যখন জীবন হলো শুরু
জীবনের যতটুকু পাওয়া মনে হয় এ শুধু
ইতিহাসের পাতায় ক্ষয়ে যাওয়া
টুকরো টুকরো কালেরই অবদান।

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!
মন্তব্যে দারুন কাব্যে ভাললাগা :)

অনেক বেশি পাওয়া হল কবিতার আর আমার :)

শুভেচ্ছা নিরন্তর

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০

ডাঃ নাসির বলেছেন: খুব ভালো লাগল।

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ড: নাসির :)

ভাললাগাটুকু আমার সেরা পাওনা হয়ে রইল :) শুভেচ্ছা সবসময়রে

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: ভালো লাগা জানিয়ে রাখলাম।

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদের সাথে জেনে নিলুম :)

আমার প্রেরণা আর সাহসের শক্তি বাড়িয়ে দেয়ায় কৃতজ্ঞতা :)

শুভকামনা জানবেন।

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



গ্রীকেরা নিজেদের উপখ্যান নিয়ে নিজেরাই হাসাসাসি করলো; মুক্তি পেলো মাউন্ট অলিম্পিয়াসের মোথোলোজীর ভগবানেরা; কিন্তু আরব্য উপন্যাসের গল্প বিনা করাণেই বেঁচে থাকে এভাবে কিংবা ওভাবে।

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্রীকরা নিজেদেরে চিনে নিল আত্মপরিচয়ে উদ্ভাসীত হয়ে- কিন্তু কেউ কেউ এমনও রয়ে গেল আত্মপরিচয় লুকাতে ব্যাস্ত থেকে কেবলই সমাচোলনার নামে ক-যুক্তির তীর ছুড়তেই থাকল ছুড়তেই থাকল!

না হল নিজেরে চেনা! না সত্য!

ভাল থাকুন।

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: বেশ ভাল

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনকে ধন্যবাদ দেবজ্যেতিকাজল :)

শুভেচ্ছা

২০| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্মৃতি জাগরনে বাড়ে জ্বালা-
বিরহের পুলিসরাত আর কত পার হবো?


অসাধারণ কাব্য!!!

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস ভাই :)

হুম.. আর কত

মন্তব্যে অনুপ্রাণীত :) শুভেচ্ছা অফুরান

২১| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল । ভাল থাকুন সব সময় ।

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা

ভাল থাকুন :)

২২| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

সাহসী সন্তান বলেছেন: পোস্টের উৎপত্তি স্থল আমি কিন্তু কইতে পারি! তয় কমু না, ভাল পুলা কিনা..... ;)

চমৎকার কবিতা! খুব ভাল লাগলো!

শুভ কামনা ভৃগু ভাই!

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

একখান গপ মনে পড়ল। দুই বোকার গপ। একজেনর মাথায় ডিম------ জানেন বোধকরি!!! ;) আর কলাম না- হা হা হা
কারণ আফনে ভালা পুলাতো ;)

অনেক ধন্যবাদ সা. স ভাই । আপনাদের ভাললাগাই অনুেপ্ররণা হয়ে চালিত করে।

শুভকামনা অফুরান!!!!!!

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

সাহসী সন্তান বলেছেন: একজনের মাথায় ডিম------

- আমিও এইটাই আশা করছিলাম! আন্ডা ইজ ভেরি ডিফিকাল্ট টু পরিবহন! উহা কেবল বোকারাই বহন করতারে..... =p~ ;)

কারণ আফনে ভালা পুলাতো

- উঁহু, ঊঁহু, এ ব্যাপারে সন্দেহ থাকা মোটেই উছিথ কথা নহে! :P

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অবশ্য ঘটনা দুইটা ঘটে! একজনে পেয়ে কয় - আহা! আরেকজন না পেয়ে! ;)
দিল্লিকা লাড্ডুর মতন ;) হা হা হা

না কুন সন্দেহ নাই! =p~ ;)

ভাল থাকুন।

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কঠিন কিন্তু সহজ সমাধান।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নুরুন নাহার লিলিয়ান :)

শুভেচ্ছা :)

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩২

রাবেয়া রাহীম বলেছেন: হৃদয়ে কঠিন আলোরন তুলে আবেগের সমুদ্রে অবগাহন করিয়ে প্রভু হাসে আনতরালে !!
খুব বেশী হৃদয় নিয়ে খেলে অনতরযামী!!!

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..

ওখানেই যে তাঁর বসত..... :)

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৩

অরুনি মায়া অনু বলেছেন: প্রভু ক্ষমাশীল, দয়ালু, নিশ্চই ডাক শুনবেন।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অনেক অনেক ধন্যবাদ অনু :)

শুভেচ্ছা সতত....

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান কবিতা আসরে আলোচনা বিভাগে ইটটু আসো

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুবুজান, ঘুরে এসেছি..

ধন্যবাদ নিমন্ত্রনে :)

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: চক্রবুহ্যের নিয়ত পরিক্রমা -- চমৎকার শিরোনামে একটি চমৎকার কবিতা। তবে শিরোনামের বানানটা ভুল, শুদ্ধ বানান চক্রব্যূহ, চক্রবুহ্য নয়।
কবিতার অন্তর্দর্শন মনটাকে ভাবিয়ে রাখলো কিছুক্ষণ। আসলেই তো আমরা নিয়ত এক চক্রব্যূহ পরিক্রমায় রত। বিশ্ববহ্মাণ্ডের সবকিছুই তো দিবানিশি প্রতিনিয়ত এক চক্রব্যূহ পরিক্রমায় রত। পবিত্র হজ্জ্ব পালনের সময় আমাদের ধর্মীয় আচার "তাওয়াফ" তো সে কথাটাই স্মরণ করিয়ে দেয়।
কবিতায় কিছু অসাধারণ পংক্তিমালা ফুটে উঠেছে, যেমনঃ হৃদয়ের অলিন্দে স্মৃতির ফিনিক্স ডানা ঝাপটায় --
প্রভু হাসেন অন্তরালে
অস্তিত্বের প্রতিকণা তত্ত্বে সবইতো তাঁর
--
খুঁজে পাই খুঁজে না পাবার এক সুবিশাল বৃত্তান্ত
শুরু নাই শেষ নাই -চক্রবুহ্যের নিয়ত পরিক্রমা
-- ইত্যাদি।
আগেও উল্লেখিত টাইপোঃ সূখ<সুখ


২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । বানানটা ঠিক করেছি। কৃতজ্ঞতা একরাশ।

তাওয়াফে নিত্য পরক্রিমার উপমা সত্যানুভবের গভীর ভাবনারই স্বাক্ষর :)

সারাংশগুলো উদ্ধৃত করে কবিতার ভেতরে ডুবে যাবার চিহ্ণ রাখায় আপ্লুত।

শুভচ্ছো নিরন্তর চক্রবূহ্যের নিত্যতায় :)

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় তেজ আছে বেশ । যেখানে চক্রবূহ্যের নিয়ত পরিক্রমা বলে দেয়া হয়েছে সেখানে আর বলার কী আছে আগলে রাখা কিঞ্চিৎ অস্তিত্বের প্রধান্য দেয়া ছাড়া !

কবিতা ভাল লেগেছে । ভিন্ন আঙ্গিকের হয়তো বলে ।

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তেজদীপ্ত মন্তব্যে আপ্লুত :)

ভাললাগাটুকু হৃদয়ে রেখে দিনু চক্রাবর্তনের ঋণী হয়ে :)

অনেক অনেক শুভেচ্ছা কথাকথিকেথিকথন :)

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
স্মৃতি জাগরনে বাড়ে জ্বালা-
বিরহের পুলিসরাত আর কত পার হবো?


কবিতায় ++++

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির :)

প্লাসে সাহসী হই :)

শুভচ্ছো অন্তহীন

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

ধ্রুবক আলো বলেছেন: খুঁজে পাই খুঁজে না পাবার এক সুবিশাল বৃত্তান্ত
শুরু নাই শেষ নাই -চক্রবুহ্যের নিয়ত পরিক্রমা
+++++
মনমুগ্ধোকর কবিতা, খুব ভালো পড়ে.,,,,

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ধ্রুবক আলো :)

মুগ্ধতাটুকু তুলে রাখলাম হৃদয়ে :)

শুভেচ্ছা অফুরান

৩২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

জেন রসি বলেছেন: মহাকাল আমার অস্তিত্ব
আমি হারালেই সেটা
মহাশূন্যে পতিত হবে....

+++


২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ জেন রসি ভাই :)


শুভেচ্ছা অন্তহীন

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

কানিজ ফাতেমা বলেছেন: হৃদয়ের অলিন্দে স্মৃতির ফিনিক্স ডানা ঝাপটায়- অনিন্দ লেখনী । পড়ে খুব ভাল লাগলো ।
কবিতায় +++++++++

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ফাতিমা জান্নাত :)

ভাল লাগাটুকু ফিনিক্স পাখি হয়ে স্মৃতিতে রয়ে গেল :)

শুভেচ্ছা অসীম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.