| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নামে চিনি সবে
ছড়াকার প্রামানিক
শহীদুল ইসলাম ভাই
তার এটা সামু নিক।
চুপচাপ লিখে যান
কত শত ছড়া
নাই কোন ভাব তার
হাম বড়া; ধামা ধরা!
আজ দেখি নিরবে
চলে যায় এই দিন
আজ আমাদেরই
প্রামানিক দার শুভ জন্মদিন!
অনেক অনেক শুভেচ্ছা
প্রামানিক ভাই
দীর্ঘ নিরোগ জীবনের
দোয়া করে যাই।
এই শুভদিনে
সকলেই চাই-
সবাইরে নিয়ে সূখে,
থাকুন সদাই।
লিখে যান অবিরাম
ছড়ায় ছড়ায়
কত শত ভাবনা
অনন্য ভিন্নতায়!
কত তম
জানিনাতো
জানাবেন কি ভাই?
জানোনা -
নারী বয়স- পুরুষ বেতন
জানতে চাইতে নাই।
অকে অকে সরি ভায়া
থাকুন চির কিশোর
আমারও মনে সখ বড়
নাইযে উপায় কারো!!!
মনটা থাকুক এমনি রসিক
ছন্দ ছড়ায় ভরে-
আপনি ছন্দের যাদুকর ভায়া
দেখেছি অনেক ঘুরে।
শুভদিনে শুভক্ষনে
শুভকামনা জানাই
সর্বদাই সুখে থাকুন
আমাদের প্রামানিক ভাই

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভ্রাতা ![]()
শুভকামনায় শুভেচ্ছা
২|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩
সাদা মনের মানুষ বলেছেন: পোষ্ট দাতা এবং প্রামানিক ভাইকে দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
আপনি ফাষ্টো হইছেন!!!
চা আপনের হা হা হা হা হা
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা সামমা ভাই ![]()
৩|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
জন্ম বার্ষিকীর এই শুভক্ষনে প্রামানিককে একমাইল লম্বা শুভেচ্ছা ।
ব্লগে যেমন হেসে হেসে ছড়া লিখে যান তেমনি হেসে খেলে যেন তিনি পার করে দিতে পারেন জীবনের বাকী দিনগুলো ।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আহেমদ জিএস ভাই ![]()
আপনার সম্ভাষন ষ্টাইলটা ভাল লাগছে তাই ফলো করছি-কৃতজ্ঞতা একরাশ ![]()
মাইল আরো কয়েক বাড়াইলে ক্ষতি কি ছিল
হা হা হা
কেউ পয়সা চাইলে অর্ধেক কমায়া বইলা দিতেন
আপনার শুভকামনায় একমত ![]()
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান
৪|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০
কবীর বলেছেন:
শুভ জন্মদিন প্রামাণিক ভাই !
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা
সব থেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে !
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শাহিরয়ার কবির ভাই ![]()
হুম..
ছন্দের যাদুকর প্রামানিক ভায়া ![]()
৫|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
ক্লে ডল বলেছেন: আগামী দিনগুলো সুস্থ ও সুন্দর কাটুক !! শুভ জন্মদিন প্রামাণিক ভাই!
সাথে ধন্যবাদ ভৃগু দা কে।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ক্লে ডল ![]()
শুভকামনা প্রামানিক দার শুভক্ষনে ![]()
৬|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জন্মদিনে অনেক শুভেচছা রইল
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ছবি ![]()
প্রমানিকদার জন্য অনেক শুভকামনা
৭|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮
কালীদাস বলেছেন: হ্যাপি বার্থদে, প্রামাণিক ব্রো ![]()
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাপি বার্থ ডে ![]()
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৮|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
প্রণব দেবনাথ বলেছেন: শুভ জন্মদিনের ফুলেল, ফলেল শুভেচ্ছা প্রামানিক দা' র জন্য ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ফুলেল শুভেচ্ছা ফুলেল হো প্রমানিক দার জীবন. আজীবন..।
শুভেচ্ছা প্রণব দা ![]()
৯|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন এবং প্রামানিক ভাইয়ের প্রতি রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সুমন দা ![]()
প্রামানিক দার জীবন ভরে থাক সূখে সর্বদা
জনম ক্ষনে এই কামনা সদা ![]()
১০|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ জন্মদিন প্রামাণিক ভাই।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ![]()
শুভেচ্ছা
১১|
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৯
ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন প্রামানিক ভাই...
এবং আন্তরিক অভিনন্দন বিদ্রোহী ভৃগু ভাই এতো সুন্দর আয়োজনের জন্য....
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো![]()
প্রমানিক ভাইর জন্মদিনে সামান্য চেষ্টায় অংশনেয়ায় শুভেচ্ছা ![]()
শুভেচ্ছা আপনাকেও
১২|
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল প্রামানিক ভাই এর শুভ জন্ম দিনে ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ড: এম এ আলী ![]()
শুভেচ্ছা আপনাকেও
১৩|
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুজনকেই অনেক শুভেচ্ছা
:
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
শুভেচ্ছা আপনাকেও
১৪|
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৩
মার্কো পোলো বলেছেন:
প্রামানিক ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মার্কোপোলো ![]()
শুভেচ্ছা আপনাকেও
১৫|
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৫
এই আমি রবীন বলেছেন: শুভ জন্মদিন। পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলু সুখে ভরে উঠুক, এই কামনা।
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রবীন ভ্রাতা ![]()
সবার শুভকামনায় প্রামানিক দা’র সর্বমূখি কল্যান হোক
শুভেচ্ছা
১৬|
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
সাহসী সন্তান বলেছেন: প্রামানিক ভাইকে ৫৬ তম জন্মদিনের শুভেচ্ছা! কেক্কুক কই? সেই যার জন্মদিন তারেই তো দেখতাছি না। কেক কাটবো কে? মোমবাতি নিভাইবো কে? নাকি আমিই পিছনদিক থিকা আগে উঠার ফলে কিছুই ঠাহর করতে পারতেছি না!
ছাড়া ভাল হইছে, ভৃগু ভাই! আপনাকেও ধন্যবাদ এবং সাথে শুভেচ্ছা!
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কথাতো সেটাই!!!
৫৬তম
হুম সাদা মনের মানুষ ভাইয়ের ব্লগে ক্লু আছে ![]()
যার জন্মদিন তারেই তো দেখতাছি না। কেক কাটবো কে? মোমবাতি নিভাইবো কে?
প্রামানিক ভঅেই !!!! আপনি কুতায়?????????? ![]()
১৭|
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১২
সাহসী সন্তান বলেছেন: ক্যান ক্লু শুধু সাদা মনের মানুষ ভাইয়ের পোস্টে থাকবে কেন? আমরা কি প্রামানিক ভাইয়ের কিছু হই না? নাকি আপনি আর সাদা মনের মানুষ ভাই তাকে নিয়ে পোস্ট করছেন বলেই আপনারা তার পেয়ারের লোক হয়ে যাবেন?
আমরা কি গাঙ্গের জলে ভাইস্যা আসলাম (হুঙ্কার দিয়ে গর্জন করা ইমু হপে)!
ভুলে যাবেন না চৌধুরি সাহেব, আম্রা গরিব হইতে পারি; তয় আম্রাও কিন্তু এই ব্লগে প্রামানিক ভাইয়ের সহ-ব্লগার!
ইয়ে জনম দিনে প্রামানিক ভাইরে কেউ আবার গুম-টুম করলো নাতো? প্রয়োজনে ব্লগ থিকা গ্রাম পুলিশ (চৌকিদার) পাঠাইয়া তাহাকে বাড়ি হইতে ধইরা নিয়া আসা হোক! বাতি নিভানোর লোক না থাকায় আমরা পরবর্তি কোন কাজই করতে পারতেছি না (ইয়ে মানে খাওয়া-খাওয়ির) ![]()
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা
আরে কি যে বলেন! আপ্নেরাইতো কাছের লুক! মগর সারাদিন অপেক্ষায় থেকে দেখলাম কাছের লুকেরা ভুইলে গেছে
তাই শেষ বেলােত স্মরণ করলাম ভাই...
চৌধুরী সাব বাড়ীত নাইক্যা
আলাই বালাই! দুষমনও যেন গুম না হয়!
শেষের একমত না শতমত
সব আইটকে আছে!! ইটা কি পরাণে সয়!!!
বাংলা ফিলিমের মতো চিক্কুর লাগান-
পারমানিক ভাই----ই ই্ ই ই ই ..তুমি কু তায় য় য় য় য় য় ![]()
১৮|
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১
কাবিল বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই ছড়াকারকে ছড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা, খুব ভাল লাগলো।
পারমানিক ভাই---
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনেক ধন্যবাদ কাবিল ভাই...
শুভেচ্ছা
১৯|
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
এডওয়ার্ড মায়া বলেছেন: জম্মদিনের দারুন আয়োজন ।
শুভেচ্ছা ভৃণ্ড দা এবং প্রামানিক দা
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মায়া ভাই ![]()
শুভেচ্ছা আপনাকেও ..
২০|
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
কাবিল বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই ছড়াকারকে ছড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা, খুব ভাল লাগলো।
পারমানিক ভাই--- এই লন।
বিদ্রোহী ভৃগু ভাই ---- ইয়ে মানে কচ্ছিলাম কি---
খাওন-দাওন কি ফুরাইয়া গ্যাছে নাকি লাইনে খারামু???
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই নিয়েই তো
কাল আর আজ
আমি আর সা.স
করি হাসফাস!!!!
কোথা গেল হোষ্ট
হল নাকি ঘোষ্ট
দিয়ে সবে পোষ্ট
বসে আশে রোষ্ট ![]()
ভয় পেল নাকি??
দিল সবে ফাঁকি!!![]()
২১|
১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
নীলপরি বলেছেন: প্রমানিকদার জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো । যদিও একটু দেরী হয়ে গেলো ।
আর আপনিও খুব সুন্দর ছড়া লিখেছেন ছড়াকারের জন্য । ![]()
১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেটার লেট দেন নেভার ![]()
ধন্যবাদ শুভেচ্ছা আপনার জন্যেও ![]()
২২|
১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
প্রবাসী দেশী বলেছেন: ঈশ্বরীক গুনে গুণান্বিত হউন।
১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রার্থনা পূর্ন হোক ![]()
শুভেচ্ছা আপনাকেও
২৩|
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেচে থাকুন ততদিন
যতদিন ইচ্ছা,
প্রামানিক এর জন্য রইল
অনেক শুভেচ্ছা।
পোস্টটা যিনি দিলেন
ব্লগার তিনি ঘাগু
শুভ কামনা রইল
প্রিয় ব্লগার ভৃগু ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মন্তব্যে করেছেন ভায়া
গিয়াস লিটন
তিনি অতি গুনিজন
সামুর মানিক রতন ![]()
অনকে অনকে ধন্যবাদ লিটন ভায়া: শুভেচ্ছা ![]()
২৪|
১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
অগ্নি সারথি বলেছেন: প্রামাণিক ভাইকে শুভেচ্ছা ফেসবুকেই জানিয়েছি। লগইন করলা শুধু ভৃগু কে ধন্যবাদ জানাবার জন্য।
১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা
শুভেচ্ছা অন্তহীন
২৫|
১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪
অরুনি মায়া অনু বলেছেন: দু:খিত দেরি করে শুভেচ্ছা জানাবার জন্য। শুভ জন্মদিন ছড়া ভাই।
বিদ্রোহী আপনাকেও ধন্যবাদ জন্মদিন উপলক্ষ্যে সুন্দর এই ছান্দিক উপহারের জন্য।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেটার লেট,দেন নেভার!
কিন্তু ছড়াকার ভাই কই????? সুস্থ আছেনতো?
অনু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ![]()
২৬|
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
খায়রুল আহসান বলেছেন:
বিলম্বিত শুভেচ্ছা জানাই
হে ছড়াকার প্রামানিক,
ছড়া লিখেছে ভৃগু মশাই
তাকেও শুভেচ্ছা ততোধিক!
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেটার লেট,দেন নেভার!
শুভেচ্ছা আপনাকেও এভার ![]()
কই গেলো ছড়াকার পাইনা খুঁজে
সকল শুভেচ্ছা সবই বুঝি গেল মিছে ![]()
অনেক ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা ![]()
২৭|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১০
বিলিয়ার রহমান বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: পোষ্ট দাতা এবং প্রামানিক ভাইকে দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা
১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
ধন্যবাদ শুভেচ্ছা আপনাকেও
২৮|
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯
প্রামানিক বলেছেন:
বিদ্রোহী ভৃগুর কাছে ক্ষমা প্রার্থী, আমার নামে পোষ্ট অথচ আমার চোখেই পড়ে নাই। পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: গুনে গুনে ঠিক একমাস পর!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমার ভালবাসায় আমি শুভেচ্ছা জানিয়েছি..
ক্ষমা চাওয়ার কিছু নেই....
কিন্তু উপরে দেখুন কতজন ট্রিটের অপেক্ষায়!!!! তাদের বন্দোবস্ত জলদি করুন ![]()
বোটার লেট দেন নেভার! যাক অবশেষে চোখে তো পড়েছে
ব্লগবাস্টার পোষ্ট থেকেই বোধকরি
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা রলো প্রামাণিকের জন্য; উনি সুখে থাকুক, আনন্দে থাকুক, ভালো থাকুক