নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

তোমার জায়নামাজে আমার প্রভুর স্মরণ

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ভোরের নীলাভায় স্বপ্নের রং
সৃষ্টির কথকতায় ভাবনায় উদাস মন
ক্ষণে ক্ষণে রূপ বদলে মুগ্ধতায়
তোমার চোখে দেখেছি আমি অবাক সূর্যোদয়।

সে জনমেরই ভোরে
বাসন্তি ইতিকথা
আমি ভোর -তুমি ভোরের হাওয়া
অনুভবে উন্মাতাল হারিয়ে যাওয়া!

বুনো উন্মাদনায় মাতাল
মুগ্ধ আবেশে আমি বিহ্ববল-
দুষ্টু হাওয়া খেলে লয়ে তোমার আঁচল
প্রকৃতি হাসে আপন প্রকাশে-বিকাশে!

অধরে অমৃতাস্বাদন
রোমে রোমে শিহরণ
স্বর্গ নেমে আসে পৃথ্বিপর
মিলন সূখে, ভোর দেয় থির!

ভোরের আজান, শঙ্খধ্বনি, গির্জার ঘন্টা ঢং ঢং
আমার হৃদয়ে ভোর হয় তোমার ছোঁয়ায়
মন মন্দিরে বাজে মিলন বাদন
তোমার জায়নামাজে আমার প্রভুর স্মরণ।

মন্তব্য ৬৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ধ্রুবক আলো বলেছেন: ব্যস্ততার ভিড় ঠেলে লেখাটা পড়লাম এবং স্বার্থক এই পড়া, কবিতা অসাধারন
+++++++++++

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা :)

মন্তব্যে প্রীত অনুভব করছি।

শুভেচ্ছা অফুরান

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

ধ্রুবক আলো বলেছেন: কবিতার প্রত্যেকটা পংক্তি খুবই অর্থপূর্ন.,, খুব ভালো লাগলো পড়ে....!
কবিতায় ভালো লাগা রেখে গেলাম ভাই

শুভ কামনা জানবেন, ভালো থাকবেন..,,,,

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্লুত!

আপনার ভাললাগা টুকু প্রেরণা হয়ে রইল। আবারও শুভেচ্ছা অফুরান!!!

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সুমন দা :)

নবসময় পাশে থেকে সাহস আর অনুপ্রেরণায় দিয়ে ঋনি করে রাখছেন।
অশেষ কৃতজ্ঞতা

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

শূণ্য পুরাণ বলেছেন: প্রভু আমার চিরকাল স্মরণীয়

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
নিত্যতায় বসত যার - নিত্যতায় তারই স্মরণ :)

অনেক অনেক শুভেচ্ছা

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: কবিতার ব্যাপারে আমি চিরটাকাল মুর্খই থেকে গেলাম, ষোল আনা বুঝতে বরাবরের অক্ষম আমি......শুভেচ্ছা জানবেন ভাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবুও যে ভালবেসে পাশে থাকেন তার জন্যে অফুরান কৃতজ্ঞতা :)

ভ্রমনের পিয়াসী পর্যটকের চোখে ঝর্ণা যেমন, তেমনি এক তৃষিত আত্মার চোখে চেয়ে পড়ুন!
কবিতা -হামহাম র্ঝণার মতো আপনার হৃদয় বেয়ে গড়িয়ে পড়বে :) :)

অনেক অনেক শুভেচ্ছা

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

রাবেয়া রাহীম বলেছেন: প্রেয়সী প্রভু ইবাদত প্রেম মিলে মিশে একাকার !!
এই তো কবিতা নিখাদ ভালোবাসার।
অপুর্ব

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মন আপ্লুত করে দেয়া মন্তব্যে কৃতজ্ঞতা বুবু :)

অন্তহীন শুভেচ্ছা :)

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, অনেক পাঠক আগে কমেন্ট লিখেন, পরে সময় পেলে কবিতা পড়ে দেখেন!

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কোন্দলে ? ;)

আপনি পড়েছেন তো :) হ্যা না দুটোতেই ধন্যবাদ :)

ভাল থাকুন

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

অরুনি মায়া অনু বলেছেন: প্রিয়ার মাঝে প্রকৃতি, প্রকৃতির মাঝে প্রভু।
একই ভাবনায় এই তিনের বসবাস। বিধাতার অপূর্ব সৃষ্টি প্রিয়া ও প্রকৃতি। যাদের মাঝে বেঁচে রয় একটি জীবন। ভাল লিখেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন বিশ্লেষনে মুগ্ধ!

অনেক ধন্যবাদ অনু :)

শুভেচ্ছা অফূরান

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

আহলান বলেছেন: চরম ...।

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আহলান ভ্রাতা :)

শুভেচ্ছা অনেক অনেক

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

আলোরিকা বলেছেন: বলা হয়ে থাকে রাধা - কৃষ্ণের প্রেমকাহিনী মানবাত্মার সাথে পরমাত্মার মিলনকাহিনী । আপনার কবিতাটি পড়ে সে রকমই উপলব্ধি হলো । ভাল থাকুন :)

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয়তমা - প্রকৃতি পরমাত্মা যখন এক হয়ে যায় প্রেমে আসে পরিপূর্ন পুর্নতা। প্রেমের স্বার্থরকতা।
অনুভবে তা কতটুকু ধারন করতে পেরেছি জানিনা।
আপনার মন্তব্যে ধরে জান এলো :)

অনেক অনেক শুভেচ্ছা আলোরিকা :)

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভাল থাকুন কবি

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সােহল :)

শুভকামনায় কৃতজ্ঞতা।

অন্তহীন শুভেচ্ছা আপনার জন্যেও

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

বিমূর্ত নীল বলেছেন: নিচের লাইনগুলো হৃদয় ছুঁয়ে গেলো। ধর্মের প্রতি সম্মানবোধ ফুটে উঠেছে। ভালো থাকুন কবি

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ বিমূর্ত নীল :)

শুভকামনায় কৃতজ্ঞতা

ভাল থাকুন আপনিও

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: আমি ভোর -তুমি ভোরের হাওয়া
অনুভবে উন্মাতাল হারিয়ে যাওয়া!
- বাহ! খুব সুন্দর বলেছেন এ কথাগুলো।
অধরে অমৃতাস্বাদন
রোমে রোমে শিহরণ
স্বর্গ নেমে আসে পৃথ্বিপর
মিলন সূখে, ভোর দেয় থির!
-- চমৎকার!
মন মন্দিরে বাজে মিলন বাদন
তোমার জায়নামাজে আমার প্রভুর স্মরণ।
- অপূর্ব, অসাধারণ, অতুলনীয়!
টাইপোঃ কতকথায়<কথকতায়
একটা সুখানুভূতি নিয়ে ব্যতিক্রমী ভাবনার কবিতা। + +

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে নির্যাসগুলো তুলে দারুন মন্তব্যে পুলকিত:)

ধন্যবাদ টাইপোতে নজর আনায় :)

অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: @অরুনি মায়া অনু,
আপনার এ চমৎকার বিশ্লেষণটি (৮ নং মন্তব্য) ভাল লাগলো। ভাবছি, এবারে বইমেলায় প্রেম, প্রকৃতি আর প্রার্থনার পংক্তিমালা নামে আমার একটা কবিতার বই প্রকাশ করবো। ভাল প্রকাশক খুঁজছি।

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও..
অগ্রিম অভিনন্দন!

খুঁজে না পেলে জানাবেন। নামটা অনন্য হয়েছে :)

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



ত্রিনয়নে দেখা -
কন্যা - জায়া - জননী ।
প্রেম - প্রকৃতি - ঈশ্বর ।
শিহরন - স্মরণ - বন্দনা ।

কন্যার এগিয়ে দেয়া অজুর পানিতে পবিত্র ঈশ্বরের বন্দনায় জায়ার পেতে রাখা আঁচলের জায়নামাজেই স্মরণ করি তাকেই , জননীর পায়ে মাথা ঠেকানোর মতোই যার প্রেমে শিহরিত হওয়া যায় ।

কবিতাটি মন্দিরের ঘন্টাধ্বনি , গীর্জার সারমন এর মতোই পবিত্র ।

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অনুভব, বিশ্লেষন কবিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে!
দৃষ্টিভঙ্গি কত আমুল বদলে দেয় সকল অনুভবকে!

আপনার ত্রিমাত্রিক সুন্দরতম মন্তব্যে আপ্লুত :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা ভ্রাতা :)

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

ডার্ক ম্যান বলেছেন: চমত্কার

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ডার্ক ম্যান :)

শুভেচ্ছা

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

অগ্নি সারথি বলেছেন: ভোরের আজান, শঙ্খধ্বনি, গির্জার ঘন্টা ঢং ঢং
আমার হৃদয়ে ভোর হয় তোমার ছোঁয়ায়
মন মন্দিরে বাজে মিলন বাদন
তোমার জায়নামাজে আমার প্রভুর স্মরণ।- ভালোলাগা জানবেন কবি!

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! সারথি ভায়া যে!!

ভাললাগা টুকু রইল হৃদয়ে! শুভেচ্ছা সারথী ভায়া ....

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: বিদ্রোহী ভৃগু,

আপনি সিত্যিই একজন জাত কবি!

কবিতায় লাইক!:)

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিলিয়ার রহমান।

আপনার আন্তরিক অনুভবে আপ্লুত! আপনার ভালবাসার চোখে দেখেছেন বলেই বোধকরি এত বড় করে ভেবেছেন।
আপনাদের মতোই সামান্য চেষ্টা করে যাচ্ছি মাত্র :)

ভাল থাকুন। অন্তহীন শুভেচ্ছা

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: কবিতার ব্যাপারে আমি চিরটাকাল মুর্খই থেকে গেলাম, ষোল আনা বুঝতে বরাবরের অক্ষম আমি......শুভেচ্ছা জানবেন ভাই।

আমারো সে একি কথা
বরাবরি বুঝি কম;
পাঠকি আলাপে বুঝি
কবিতায় আছে দম।

মনে প্রায় জাগে সাধ
তোমা যথা হবো কবি;
দৌড় শেষ ভাবনায়
বুঝি বৃথা আশা সবি।

একলাইন লিখতেই
মাথা করে টনটন;
হলোনা সাধ সে পুরা
কবি হয়া অভাজন।

ছোট ছিনু,ছোট আছি
র'বো সদা চুনোপুটি;
কূয়োতেই লাফঝাপ
ধরা ভেবে হুটোপুটি।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা :)

কবি কি ছাই বাপু তুমি হলে ছড়াকার
এমন ছড়ার মাথা আছে বল ক’জনার?
সুকুমার সবে কি চাইলেই হতে পারে
কবি মিলে যথা তথা ছড়াকার মেলেনারে!!!

ধন্যবাদ ও শুভচ্ছো অফুরান

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯

আহা রুবন বলেছেন: চেষ্টা করলাম দেখি দু-একটি শব্দ কবিতা থেকে বাদ দেয়া যায় কি না । ফেল মারলাম! (যারা খেলতে পারে না, তারা খেলোয়ারের ভুল ধরে মজা পায়। তাই একটু মজা নিতে গিয়েছিলাম।) একটু বাহুল্য নেই, আবার কিছু কমও নেই। আমারও পরাণও যাহা চায়/ তুমি তাই , তুমি তাই গো... মু-গ্ধ!!!!!!!!!

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনিতে গদ্যের নায়ক! পদ্যে না আমাদের একটু ছাড়ই দিলেন ;)
আপনার খেলায় মজা পেলাম- ফলেতো বটেই :) হা হা হা

আপনার মুগ্ধতাটুকুই শক্তি আর প্রেরণা।
আন্তরিক শুভকামনা।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

খোলা মনের কথা বলেছেন: অধরে অমৃতাস্বাদন
রোমে রোমে শিহরণ
স্বর্গ নেমে আসে পৃথ্বিপর
মিলন সূখে, ভোর দেয় থির!


কবিতার প্রতি লাইনের কথা গুলো সুন্দর।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ খোলা মনের কথা :)

শুভেচ্ছা অন্তহীন

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮

নীলপরি বলেছেন: ভোরের আজান, শঙ্খধ্বনি, গির্জার ঘন্টা ঢং ঢং
আমার হৃদয়ে ভোর হয় তোমার ছোঁয়ায়
মন মন্দিরে বাজে মিলন বাদন
তোমার জায়নামাজে আমার প্রভুর স্মরণ।


অপূর্ব শব্দমালা । আমারই পড়তে দেরী হয়ে গেলো ।

শুভকামনা ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ নীলপরি :)

মুগ্ধ হলাম।

শুভেচ্ছা অনিমেষ

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেম যখন খোদা পর্যন্ত পৌঁছে যায়, তখন তা এবাদত হয়ে যায় ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

এক কথায় শত হাজার কথা বলে দিলেন সাধূ দা :)

এই না হলে সাধূ ;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

আমিই মিসির আলী বলেছেন: ভোরের নীলাভায় স্বপ্নের রং
সৃষ্টির কথকতায় ভাবনায় উদাস মন
ক্ষণে ক্ষণে রূপ বদলে মুগ্ধতায়
তোমার চোখে দেখেছি আমি অবাক সূর্যোদয়।



বলি এই সূর্যোদয় হরহামেশাই দেখেন নাকি কাভি কাভি? !:#P

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ইয়ে খোশনসিবী হরেরাজ হোনেকাতো নেহী! ফিরভি আপকা উইশ ক্যা লিয়ে শুকরিয়া ;)

হা হা হা

অনেক ধন্যবাদ মিসির আলী ভ্রাতা :)

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: দারুণ লিখেন আপনি।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছোঁয়া :)


শুভেচ্ছা অফুরান

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: ভোরের আজান, শঙ্খধ্বনি, গির্জার ঘন্টা ঢং ঢং
আমার হৃদয়ে ভোর হয় তোমার ছোঁয়ায়
মন মন্দিরে বাজে মিলন বাদন
তোমার জায়নামাজে আমার প্রভুর স্মরণ।

এমনটি হয় না: আমার জায়নামাজে তোমার প্রভুর স্মরণ।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার সরল প্রকাশে মুগ্ধ!

আরেকটু গভীরে ভাবুন। :)
শুভেচ্ছা অন্তহীন

২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: উল্টিয়ে ভাবলে কবিতার স্পিরিট আর থাকে না। তোমার কাছে চাই, কেন ? তুমি আমার কাছে চাইতে পার না ? আমাদের আবেগে দায়িত্ব প্রকাশ পেতে পারে তো !

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: উল্টিয়ে ভাবলে কবিতার স্পিরিট আর থাকে না। - হা হা হা
এইেতা বুঝেছেন!

হুম দায়িত্ব প্রকাশিতইতো! শুধু বুঝে নেবার পালা ;)

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় অন্য রকমের সমাপ্তি.... ভালো লেগেছে।



গরম গরম পোস্টগুলো কই গেলো... শীতের দিনে এর চেয়ে ভালো কীই বা লাগতে পারে...

বিদ্রোহীকে নতুন বছরের শুভেচ্ছা........

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক ধন্যবাদ- মনে রেখেছেন বলে! :)

হা হা হা গরমে মীত কাটানোর চেয়ে যখন জীবনে শংকার শীতলতায় ফেলে দেয়- তখন আর কি কাব্যাওমে ওম শান্তি! হা হা হা

মইনুল ভাইকেও শুভেচ্ছা
হ্যাপি নিউ ইয়ার ২০১৭ :)

ভাল যাক সারাটি বছর।

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

নতুন বছরের শুভেচ্ছা :)

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

নীলপরি বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো ।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নীলপরি :)

হ্যাপি নিউ ইয়ার :)

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ড. এম আলী ভ্রাতা :)

দারুন ফুলেল শুভেচ্ছায় প্রীত

নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও :)

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: নো মেনশন :)
ধন্যবাদ আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.