| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক তৃষ্ণার্ত হৃদয়
জনম জনমের মরুতৃষা বুকে
আছড়ে পড়ে মহাকালে ঘাটে ঘাটান্তরে
চাতক মাথা নোয়ায়- তৃষ্ণা ভুলে!
শ্রাবন আসে
স্বপ্ন আসে, অনন্ত উচ্ছাসে বর্ণিল
জীবন গাঁথে জীবনের স্বপ্ন-নতুন পৃথিবীর
সময়ের আগে পিছে টানা-পোড়েন
দূরত্বের কাঁচ দেয়াল-পেয়েও না পাবার যাতনা!
স্বপ্নরা আবার স্বপ্ন হয়ে যায়!
আশা লয়ে
মন গুমড়ে মরে-অসহায়ত্বে
দূরত্বের মহাদেয়াল অনতিক্রম্য নয়
অনুভবে দ্বিধা, সামাজিকতার বোধ মূঢ়তায়
গড়ে চীনের প্রাচীর - দুটি আত্মায়!
যে সূখের আশে-
চলে যেতে চাও-যা্ও
বাঁধা দেবনা। অনুভবের শপথ
এ যে জনমের বন্ধন! মানো বা না মানো -্ এই সত্য ।
সে সুখ পাবেনা কোথাও এ হৃদয় ছেড়ে-
ভেঙে যায় বুক
সৃষ্টির প্রথম ভাঙনের শব্দে
প্রথম ব্যাথার তীব্রতায়-নীল বিষে
লীন হতে হতে সুতীব্র প্রার্থনায় বাড়াই হাত
তুমি সুখি হও।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
তীব্রভাবে ভালবাসলেই শুধু এমন প্রার্থনা করা যায় । আপনার মন্তব্য ছুঁয়ে গেল
শুভেচ্ছা অন্তহীন
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
বিশুদ্ধ প্রেম! মেঘেরঘটায় ছড়িয়েছে প্রেমের নিনাদ! অশ্রুকণার ফোটা ফোটা জলে গহীন সূচিত প্রেম, বিশুদ্ধ সফেদ, ভালবাসা বটে!! জয় হোক!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াহ!
বিশুদ্ধ প্রেম!
মেঘেরঘটায় ছড়িয়েছে প্রেমের নিনাদ!
অশ্রুকণার ফোটা ফোটা জলে
গহীন সূচিত প্রেম,
বিশুদ্ধ সফেদ,
ভালবাসা বটে!!
জয় হোক!!!
কবিতাকে পূর্নতা দেয়া অনুভবে মুগ্ধতা ![]()
শুভেচ্ছা অনেক অনেক
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯
শায়মা বলেছেন: এত দুঃখের কবিতা আর ছবিতা কেনো ভাইয়ামনি!!!!!!
আশায় বাঁধো বুক। জয় হবেই !!!!!!! ![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপুনির ছোট বইনে দু:খু দিছে গো! ইট্টু বকে দিয়েন- হা হা হা (ফান)
হুম আশাই ভরসা জীবন পথে
অনেক অনেক শুভেচ্ছা
৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
জাহিদ অনিক বলেছেন: একদম ভেঙেচূড়ে দিয়েছেন মশায় ।
তুমি সুখি হও
সবার শেষ প্রার্থনাই কেন একই রকম হবে ?
আমি সুখি হব না কেন ? ![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কাব্যের ভক্ত হয়ে গেছিতো ![]()
সবাই যে ভালবাসে তাই প্রার্থনা এক ![]()
ত্যাগেই সূখ ভোগে নয়- তাই আমি সূখি হই না- হা হা হা
অনেক ধন্যবাদ আন্তরিক অংশগ্রহণে ![]()
শুভেচ্ছা অফুরান
৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১
Dead Amant বলেছেন: কবিতার সাথে এ যে জনমের বন্ধন! মানো বা না মানো -্ এই সত্য ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মন্দ বলেন নি ![]()
শুভেচ্ছা অনেক অনেক
৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০০
শায়মা বলেছেন: ছুট বইনের নাম বলো ধরে আনি!!!!!!!!!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা হা আপুনি বলেন কি?
সবার সামনেতো বলা যাবেনা!
এটা একান্ত......
অথবা বিজ্ঞাপনের ভাষায় - ইয়ে অন্ধর কি বাত হ্যায়
হা হা হা
কানে মূখে বলি- কবিতায় বলা আছে
হা হা হা
আন্তরিকতায় আবারো মুগ্ধ। দোয়া করবেন!
৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১২
আহলান বলেছেন: মনোমুগ্ধকর ...!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আহলান ভ্রাতা![]()
শুভেচ্ছা জানবেন।
৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫
বিজন রয় বলেছেন: মানুষের আশার খেয়ার মাঝেই পিপসা, তৃষ্ণা।
এক মেটাতেই হবে।
গোপন কথাটি থাক গোপনে।
+++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম দারুন বলেছেন...
এই অনন্ত তৃষ্ণাই চালিত করে আত্মাকে নিভৃতে গোপনে....
থাকুক
ধন্যবাদ অনেক অনেক ![]()
৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১
সাহসী সন্তান বলেছেন: উপর নিচ একই ছবি দুইটা কেন? নিচেরটা কেটে দিলে ভাল হতো! হাহাকারময় কবিতা ভাল লাগলো! তবে ব্লগ না হয়ে যদি ককিতাটা হার্ডকপিতে হতো, তাহলে এটা আমি কস্মিণকালেও পড়তাম না! একচুয়ালি এত দুঃখের কবিতা পইড়া আমি আবার চোখের জল আটকাইয়া রাখতে পারি না!
আশাহত মন শান্তনা খুঁজে পাক, আপাতত সেটাই কামনা করছি! শুভ কামনা ভৃগু ভাই!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
বেদনার ডাবল ইম্প্রেসন
আপনার কঠ্ঠিন হালত জাইনা তো আমারো বেহাল অবস্থা! যান আপনার জইন্যে না হয় সূখের কবিতা লিখুম ![]()
শুভকামনায় ধণ্যবাদ ও শুভেচ্ছা
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার পরামর্শে বদলে দিলাম ![]()
এখন বলুন চলে???
১০|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০
শায়মা বলেছেন: বুঝছি ছুট বইনের নাম আশা!!!!!!
ইয়ে অন্ধর কি বাত হ্যায়
তুমি অন্ধ হয়ে গেছো নাকি!!!!!!!!!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয় নাই!
আপুিন গেস করেত পাের নাই - হা হা
ওহ অন্দর কি বাত... খালি শিফট প্রেস পড়লে আমার কে দুষ ![]()
হা হা হা
১১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১
কথাকথিকেথিকথন বলেছেন: বুকের দুঃখ, সুখ মেলে প্রিয়জনের সুখে ।
কবিতা ভাল লেগেছে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কথাকথি!!!!
শুভেচ্ছা অফুরান
১২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮
কবীর বলেছেন:
স্বপ্ন আসে, অনন্ত উচ্ছাসে বর্ণিল
জীবন গাথে জীবনের স্বপ্ন-নতুন পৃথিবীর
সময়ের আগে পিছে টানা-পোড়েন
দূরত্বের কাঁচ দেয়াল-পেয়েও না পাবার যাতনা!
স্বপ্নরা আবার স্বপ্ন হয়ে যায়!
কবিতা ভালো লেগেছে
কবিতায় ++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা অনেক অনেক
ভাললেগেছে জেনে ভাল লাগল ![]()
ধন্যবাদ ও শুভেচ্ছা আবারো
১৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাল লাগল কবিতা। শুভেচ্ছা রইল কবি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর পেলাম
ভাল লাগল।
আপনার কি খবর? অন্তর থেকে অনেক অনেক দোয়া আপনার জন্য।
ভাল থাকুন
১৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি মানসম্পন্ন কাব্য। প্লাস নং- ৭
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সনদে আপ্লুত ![]()
থ্যাংকু গিয়াস ভাই.................
শুভেচ্ছা
১৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
অশ্রুত প্রহর বলেছেন: শ্রাবন আসে
স্বপ্ন আসে, অনন্ত উচ্ছাসে বর্ণিল
জীবন গাথে জীবনের স্বপ্ন-নতুন পৃথিবীর লাগল
সময়ের আগে পিছে টানা-পোড়েন
দূরত্বের কাঁচ দেয়াল-পেয়েও না পাবার যাতনা!
স্বপ্নরা আবার স্বপ্ন হয়ে যায়!!
খুব ভাল লাগল। অনেক সুন্দর কবিতা। ![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান ![]()
১৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
অতৃপ্তচোখ বলেছেন: আমার কাছে ভালোই লাগলো। ভাঙনের কষ্ট বুঝি এমনই হয়! নিঃশব্দে ভেঙে যায় সবকিছু!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কােছ ভাল লেগেছে জেনে খুশি হলাম।
হুম --ভাঙনের কষ্ট বুঝি এমনই হয়! নিঃশব্দে ভেঙে যায় সবকিছু!
অনেক ধন্যবাদ
১৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২০
সামু পাগলা০০৭ বলেছেন: কবিতা পড়ে মনে হচ্ছিল কবির বাস্তবজীবনের আবেগ অনুভূতি দিয়ে গাঁথা মালা! কল্পনা নয়! মন্তব্যগুলো পড়ে শিওর হলাম। আপনার "সে" ও নিশ্চই একই কামনা করে আপনার জন্যে! সুখী হও! কামনা করি তার প্রার্থনা ঈশ্বর রাখবেন। আপনি সুখ খুঁজে পাবেন জীবনে।
অন্তরের গহীনে থাকা ভেংঙেচূড়ে পরা আবেগগুলোকে গুছিয়ে পাতায় এনেছেন দক্ষতার সাথে। মুগ্ধতায় আবিষ্ট হয়েছি।
অনেক শুভকামনা জানবেন সখির পক্ষ থেকে!
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
আপনার ধারনা তো নষ্ট্রাডামসের কাছাকাছি- হা হাহা (ফান)
সখির মুগ্ধতা আমার প্রেরণা। অন্তহীন শুভেচ্ছা সখির জন্যেও ![]()
ভাল থাকুন
১৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
চিন্তক মাস্টারদা বলেছেন: পেঠ ভর্তি ভালবাসা সাথে কিছুটা আবেগ, সবমিলিয়ে অসম্ভব রকম সুন্দর হয়েছে।
রইলো শুভ কামনা! তুমি সুখি হও উভয় জন।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায় মাষ্টারদা কি কইলেন!!
বুক না ভইরা পে ভরলেন? হা হা হা
উভয়ের জন্য শুভকামনা আপনার মহত হৃদয়েরই পরিচয়। ![]()
শুভেচ্ছা
১৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
সিগনেচার নসিব বলেছেন:
দারুন লেখনি। হৃদয় ছুঁয়েছে তাই
ভালোলাগা জানিয়ে দিলাম অনিঃশেষ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে আপ্লুত
হৃদয় ছোঁয়া ভাললাগায় কৃতজ্ঞতা!
শুভেচ্ছা
২০|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
" লীন" টাকে লিখেছেন "লিন" । এটা তো ভুল হবার কথা নয় ?
"আ'কারটা না হয় বাদ দিলুম ।
নীল বিষে লীন হতে হতে কি এমনটা হলো ?
যাক ভেঙে যাক বুক
তবুও তোমার হোক সুখ ।
বিদ্রোহী হলে এমনটাই হতে হয় ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক ভেঙে যাক বুক
তবুও তোমার হোক সুখ ।
বিদ্রোহী হলে এমনটাই হতে হয় হা হা হা
ধন্যবাদ আহমেদ জিএস ভাই ![]()
বিষক্রিয়ার কথা কি আর বলা যায়! এখন ঠিকাছে
ধন্যবাদ নান্দনকি শুদ্ধকরনে ![]()
২১|
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: ১০ম +।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুমনদা শুভেচ্ছা
অফুরান ![]()
২২|
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৭
আখেনাটেন বলেছেন: শ্রাবন আসে
স্বপ্ন আসে, অনন্ত উচ্ছাসে বর্ণিল
জীবন গাঁথে জীবনের স্বপ্ন-নতুন পৃথিবীর
সময়ের আগে পিছে টানা-পোড়েন
দূরত্বের কাঁচ দেয়াল-পেয়েও না পাবার যাতনা!
স্বপ্নরা আবার স্বপ্ন হয়ে যায়!------চারিদিকে এত এত হাহাকারের মধ্যে স্বপ্ন স্বপ্নতে থাকলেই ভাল---যদিও কবিতা কম বুঝি। তারপরও ভালোলাগা সীমানাহীন।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কে বলে কম বুঝেন!
প্রাণ টুকেুইতো কোট করেছেন ![]()
হুম। কিছু স্বপ্ন না থাকলে যে বাঁচাই কঠিন হয়ে পড়ে। ভাললাগায় কৃতজ্ঞতা।
শুভেচ্ছা অসীম
২৩|
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৭
রাবেয়া রাহীম বলেছেন: চাতক মাথা নোয়ায়- তৃষ্ণা ভুলে!
ভুল পথে ভুল আশা চাতক কে করে আশাহত !!
শ্রাবন নব জীবনের স্বপ্ন নিয়ে এলেও ---শ্রাবনের ধর্ম ভাসিয়ে ডুবিয়ে বিপর্যস্ত করা!
অনন্য কাব্যে মুগ্ধ । হ্যাটস অফ
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম
কঠিন বাস্তব কথা বুবু
শ্রাবন কি এমনই! তৃষ্ণা মেটায় আবার ভারী বর্ষনে ভাসিয়েও নেয়!!!! হুম এমনইতো। তবে সঠিক নগর পরিকল্পনা, নদী শাসন আর বাঁধ দিতে পারলে সেই ডুবে যাওয়াকেও মন কাড়া সৌ্ন্দর্যে বদলে দেয়া যায়!
ওয়াও- বুবুর হ্যাটস অফ মুগ্ধতায় বিগ বো ![]()
২৪|
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৭
রাবেয়া রাহীম বলেছেন: ওহ বলতে ভুলে গিছেলাম । ছবিটা কিন্তু দারুন ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ... ছবিগুলো না ছবিটা ![]()
থ্যাংকস! বুবু ![]()
২৫|
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: এখন তবে যায়
মন ভরেছে আপনার কবিতায়।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আবার আসবেন আশায়
দিলাম তবে বিদায়![]()
শুভেচ্ছা
২৬|
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪
রাবেয়া রাহীম বলেছেন: ছবিটাই ---ছাতা মাথা দিয়ে চোখ মুছার ছবিটা খুব চেনা চেনা ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই!!!!
মনে পড়লে জানিও বুবু ![]()
২৭|
০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
সামিয়া বলেছেন: প্রার্থনার হাত বারিয়ে যদি মন ভোরে গালি আর অভিশাপ দেয়া যেত আহা ![]()
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি কথা????
গালি কখনো প্রার্থনায় হয়???? প্রার্থনাতো কেবলই শুভ আর কল্যানের! গালি হলো অভিশাপের! হা হাহা
শুভেচ্ছা
২৮|
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫
অগ্নি সারথি বলেছেন: সুন্দর!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সারথী ভায়া
শুভেচ্ছা
২৯|
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুনসসসসসসসসসসসসসসসস
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ![]()
শুভেচ্ছা এত্তগুলানননননননননননননন ![]()
৩০|
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
তারুবীর বলেছেন: 'তুমি সুখি হও'
খুব সাধারন কথাগুলো অসাধারন হয়ে গেছে।
খুবই ভালো ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন জিনিষটা চোখে পড়েছে আপনার দারুন অনুভবের কারণেই ![]()
ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক অনেক
৩১|
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
নীলপরি বলেছেন: আশা লয়ে
মন গুমড়ে মরে-অসহায়ত্বে
দূরত্বের মহাদেয়াল অনতিক্রম্য নয়
অনুভবে দ্বিধা, সামাজিকতার বোধ মূঢ়তায়
গড়ে চীনের প্রাচীর - দুটি আত্মায়!
এই কবিতার আবেগ এককথায় অসাধারণ লাগলো । ++++++++++++++
শুভকামনা ।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি
আপনাদের অসাধারন লাগা লেখার প্রেরণা যোগায়..।
শুভেচ্ছা অফুরান
৩২|
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৬
জাহাজী বলেছেন: আপনার সাথে একবার দেখা করার ইচ্ছে আছে। এক বিশেষ কারণে ✌
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে প্রীত হলাম।
নিশ্চয়ই একদিন দেখা হয়ে যাবে।
শুভচ্ছো অফুরান
৩৩|
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫০
সামু পাগলা০০৭ বলেছেন: প্রেম পেয়ালার নীল বিষে শক্তি এত!
সখির নীল মনিহারে ভোলায় টান জনমে শত
আপনার স্রোতে যায় ভেসে আপন টান যত!
আপনার জন্যে অজস্র শুভকামনা রইল!
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম
আরেহ সখি যে- নিজের বাড়ী চিনতে ভুল হয়নিতো
(জাস্ট কিডিং)
এতো অনলি ট্রেইলার ফিলিম আভিতক বাকী হ্যায় ---- হা হা হা হা
নীল মনিহার হয়ই যে এমন। তায় যদি হয় সখির- তবেতো আনমোল!!! অমূল্য!
শুভকামনায় কৃতজ্ঞতা! সখির জন্য্ও অনেক অনেক শুভকামনা
৩৪|
০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পিলাচ ১৫..............
দুঃখ ছাড়া কাব্য হয় না...
দুঃখ পেলে কবি হয় না...
কথা ঠিক কিনা?
০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনাকে পেয়ে ভাল লাগল ![]()
এতো অনন্ত কালরে রীতি ![]()
শুভেচ্ছা
৩৫|
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ । ভাল লাগল পাঠে ।
শুভ কামনা রইল ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: নেক ধন্যবাদ প্রিয় ড: এম এ আলী ভাই ![]()
শুভেচ্ছা অফুরান
৩৬|
০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: কষ্টের কবিতা। দারুণ হয়েছে।
০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
ধন্যবাদ
শুভেচ্ছা রইল অফুরান
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫
আলোরিকা বলেছেন: 'আশা লয়ে
মন গুমড়ে মরে-অসহায়ত্বে
দূরত্বের মহাদেয়াল অনতিক্রম্য নয়
অনুভবে দ্বিধা, সামাজিকতার বোধ মূঢ়তায়
গড়ে চীনের প্রাচীর - দুটি আত্মায়! ' --------তুমি সুখী হও ! তীব্রভাবে ভালবাসলেই শুধু এমন প্রার্থনা করা যায় । কবিতায় ভাল লাগা