নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মুক্তো দানা চোখের জলে

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭



যেতে যেতে পথে
জীবনের ঘুর্নিতে টাল মাটাল
তুমি এক দমকা হওয়া
থমকে দিলে অনন্ত পথ চলা!

মুগ্ধতার আবেশ -
আমি পেয়েছি তাহারে পেয়েছি
অভিকর্ষ মহাকর্ষ ভুলে
দুজনার আপন ভুবনে কক্ষপথ যায় বদলে;

ত্বরণ সরণ মাত্রার অংক ভুলে
আবেগের ষষ্ঠ মাত্রায় সহজিয়া অনুভবে
আত্মার অসীম মাত্রায় তোমাকে খূঁজে পাই
হাজার মাইলের দূরত্ব পেরিয়ে - ছুুঁয়ে আছো।

হেসেই উড়িয়ে দাও
অবিশ্বাসের শেন্য দৃষ্টি বাক্য আর উপহাসে
দৃঢ় অনুভব সত্যতায় আকাশ ছোঁয়
তুমি স্থির ত্রি-মাত্রিকতায়।।

বিশ্বাসের অসমতায় দোলে প্রেম
রাশিচক্র, জীবন চক্র আর জন্মচক্রের ফেরে
অসীম দূরত্বে হারানোর আগেই
তোমাতে মিশে যেতে চাই।

শূন্যতার পর্দা সরিয়ে দিলে
বোধ আর অনুভব যখন দেবে থির
তুমি চেয়ে থাকবে অনিমেষ
তুমি আমি আমি তুমি একে অন্যে বিলীন!

চোখ মেলে খুঁজবে আমায়
পাবেনা খূঁজে আর; হারিয়ে গেছি-
মহাসত্যে খুঁজে নিও নিজের ভেতরেই,
মুক্তো দানা চোখের জলে।


৥ছবি কৃতজ্ঞতা: অর্ন্তজাল

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম। শুভেচ্ছা।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা:)

আশা করি সব কুশলেই

শুভকামনা সব সময়

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯

তারুবীর বলেছেন: আহা ! সুন্দর !

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ তারুবীর :)

শুভেচ্ছা অনেক অনেক

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! প্রথম প্লাস + + :)
অভিকর্ষ মহাকর্ষ ভুলে
দুজনার আপন ভুবনে কক্ষপথ যায় বদলে
- বাহ, বাহ!
বিশ্বাসের অসমতায় দোলে প্রেম
রাশিচক্র, জীবন চক্র আর জন্মচক্রের ফেরে
অসীম দূরত্বে হারানোর আগেই
তোমাতে মিশে যেতে চাই
- এই স্তবকটাতে বিশেষ ভাল লাগা!
মহাসত্যে খুঁজে নিও নিজের ভেতরেই,
মুক্তো দানা চোখের জলে
- এক কথায় অসাধারণ! ছবিটাও অপূর্ব!

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আন্তরিক মন্তব্যে আপ্লুত :)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান :)

মুক্তো দানা গুলো তুলে ধরেছেন...

কৃতজ্ঞতা অনেক অনেক :)

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++++++
অসাধারন লেখনি, দারুন খুব ভালো লাগলো,
বিশ্বাসের অসমতায় দোলে প্রেম
রাশিচক্র, জীবন চক্র আর জন্মচক্রের ফেরে
অসীম দূরত্বে হারানোর আগেই
তোমাতে মিশে যেতে চাই।

শূন্যতার পর্দা সরিয়ে দিলে
বোধ আর অনুভব যখন দেবে থির
তুমি চেয়ে থাকবে অনিমেষ
তুমি আমি আমি তুমি একে অন্যে বিলীন!

-বিশেষ করে এই আট পংক্তি অন্যরকম মাত্রা যোগ করেছে...!

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মুগ্ধতা ভরা মন্তব্যে..

লেখনির প্রাণ হয়ে প্রাণে গতি দেয়ায় আবারো শুভেচ্ছা

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন -হে কবি !
সব সমীকরণ মিলে গিয়েছে B-) B-)

শুভ কামনা রইল।

+++++

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির :)

কোথাও না কোথাও তো মেলারই কথা!
;)

শুভকামনা আপনার জন্যও

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় প্রেম কসমোলজি একাকার করে দিলেন ভাই!:)

প্লাস+

০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ধন্যবাদ ভ্রাতা:)

শুভেচ্ছা অনেক

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সাহসী সন্তান বলেছেন: ইদানিং দুঃখটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে! কবিতা পড়ে আমার নিজের রি-এ্যকশনটাই তো ওভার লোড হয়ে গেল! কবি বলতেই, কি যাতনা বিষে জ্বলিতেছে... কিনা বিষয়টা খতিয়ে দেখা দরকার! ;)

কবিতায় 'সরণ' বলতে কি সমীকরণ/সমীকরণের অংক'কে বুঝানো হয়েছে?

শুভ কামনা ভৃগু ভাই!

০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দু:খ বিনা সূখ লাভ হয় কি মোহিতে ;)

পাঠেকর উপর ছেড়ে দেয়া :)

শুভকামনা অনেক অনেক

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

শুভেচ্ছা অন্তহীন

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারননন হয়েছে! প্রত্যেকটি অক্ষরই মুক্তো দানায় বাঁধানো। কবির হৃদয়চেরা আবেগের বহি:প্রকাশ ছিল কবিতাটি! এজন্যেই পাঠকেরও মন ছুঁয়ে গিয়েছে।

ধন্যবাদ দারুন লেখনীতে।
সখার জন্যে অজস্র শুভকামনা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সখিকে অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা আন্তরিক মন্তব্যে :)

প্রেরণা হয়ে রইল হৃদয়ে

শুভকামনা সখির জন্যেও

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

এডওয়ার্ড মায়া বলেছেন: বেশ লিখেছেন।পড়তেও ভাল ছিল । ভৃগু দা এবার বই বের করার ইচ্ছে আছে নাকি ???
বই বেরুলে জানাইয়েন কিন্তু =p~

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মায়া ভ্রাতা:)

সবসময় পাশে থেকে অনুপ্রেরণা দেয়ায় ধন্যবাদ

নিশ্চয়ই জানাব- ব্লগের আগে কেউ জানবে না:)

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ লাগল। +

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র :)

শুভেচ্ছা অনেক

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




বিদ্রোহী কেউ একজন ইদানীং প্রেমদ্রোহে জর্জর কেন যে হলো , সে হিসেবের অংক মিলছেনা !
মনে হয় গানের এই লাইন ক'টি আপনারই জন্যে গাওয়া হয়েছিলো ---

চোখের জলে যদি
হয় ছোট্ট নদী
ভাসিয়ে দিতেম তরী
তোমায় স্মরণ করি ....

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সকল দ্রোহের পিছনে থাকে বেদনা

বেদনা যখন পাষান হয় দ্রোহের আগুনে তা ঝলসে ওঠে ;)
কে জানে হয়তো নেমে যাব কোন খনে দ্রোহের ঝান্ডা লয়ে-
জীবন বিলিয়ে দিতেই তখন মন হবে আকুল-
ভালবাসায়
কল্যান
মানবতায়

কিংবা হারানোর ব্যাথায় - হা হা হা

দারুন গানে ধন্যবাদ।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৮

জুন বলেছেন: বড্ড বেদনাময় কবিতা ভৃগু :(
+

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেদান ছুঁতে পেরেছে জেনে লেখা সার্থক মনে হল:)

অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

যার জন্যে বেদনা-সেই যে বোঝেনা আপু :P হা হা হা (ফান)

অন্তহীন শুভেচ্ছা

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: বেদনার প্রকাশভঙ্গি দারুণ!! যে বুঝেনা তার জনেই তো তোলা থাকে সকল বেদনা, আর না বুঝাতেই যে সুখ (নাকি অসুখ?)
মনোবেদনা যখন কবিতা হয়ে প্রকাশ পায় তখন তাকে ফান বলা কবির সাজে না
ভাল লাগা আর ভালবাসা রইল ভাই

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা :)

দারুন বলেছেন!
হা হা হা অনেক কিছু সামাজিকতায় বলতে হয় ;)

ভাললাগা আর ভাল বাসা দুটোরজন্যই অশেষ কৃতজ্ঞতা :)

শুভেচ্ছা অনি:মেষ

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: মুগ্ধতা জানিয়ে গেলাম ।
শুভ কামনা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা অফুরান

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

ভ্রমরের ডানা বলেছেন:
যারা ভালবাসে অন্তর থেকে তাদের বেচে থাকতে বেশি কিছু লাগে না। ভালবাসার এটাই রহস্য, এটাই উপহার! যদিওবা মানুষের কাছে তা দরিদ্রতা, তবে সেটা প্রেমিকের নয় বিচারকের!

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
অসাধারন!
----তবে সেটা প্রেমিকের নয় বিচারকের! ;)

যথার্থ বলেছেন।
ভূত-ভবিষ্য বিচারে কি প্রেম হয়!!! প্রেম লাগাম ছাড়া, ছন্ন ছাড়া!

আনন্দকে যদি চিপসের প্যাকেট মোড়া হয় তা আর আনন্দ থাকে না!

শুভেচ্ছা ডানা :)

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

নীলপরি বলেছেন: ত্বরণ সরণ মাত্রার অংক ভুলে
আবেগের ষষ্ঠ মাত্রায় সহজিয়া অনুভবে
আত্মার অসীম মাত্রায় তোমাকে খূঁজে পাই
হাজার মাইলের দূরত্ব পেরিয়ে - ছুুঁয়ে আছো।


অপূর্ব লাগলো । +++++++++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা অফুরান...

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্ন কুহক বলেছেন: রুমি পকলানা ?

১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝিনি!!!

মাওলানা রুমির কিছু বলছিলেন???

স্বাগতম ব্লগে :)

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

জীবন সাগর বলেছেন: খুব সুন্দর কবিতা। নিজেকে চিনতে পারার মাঝেই বুঝি হয়ে যায় সব চেনা। কিন্তু, এটা বড়ই কঠিন, সবাই অপনাকে খুঁজে না। পরের খবর নিতেই ব্যস্ততম হয়ে উঠে।
ভালো লাগলো পড়ে।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

তাইতো লালন গুরু আপন মনে গেয়ে উঠেন-
ও যার আপন খবর আপনার হয়না
আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা ....

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

জীবন সাগর বলেছেন: বর্তমান সমাজ থেকে লালনকে ধ্বংস করার চেষ্টায় মত্ত ভাই!
আজকের সমাজে মানবতার বড়ই অভাব। মানবতা ভেদাভেদের গহ্বরে তলিয়ে আত্মহুতি দিতে চাইছে!
আমাদের জন্য অন্ধকার অপেক্ষমাণ!

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্রাতা হতাশ হেবন না।

এইেতা আপিন আছেন।
আমি আছি- হয়ে গেলাম দুজন- এমন অসংখ্য লালন প্রেমি আছে, মানবতার প্রেমি আছেন..

নিশ্চয়ই আঁধারের পরেই আসে আলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.