নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অলিক নামানুভব

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৯



একটা নাম! শূন্য, শূন্য...
মনকে কতটা উচাটন করত করতে পারে? কতটা?
নিজেই চমকে গেলাম!
আরাধনার মগ্নতা কি একেই বলে?

ইবাদাহ-পূজ্যতা প্রচলন কি এমন মগ্নতায়ই হয়েছিল
হাজরে আসওয়াদের চুম্বনের ইতিহাস আপ্লুত করে!
ফিরে যাই হাজার বছর পেছনে---প্রেমানুভবে নিত্যতা
একটা নাম। একটা মাধ্যম। একটা অনুভব!

অলগোছে হাতটা বুলিয়ে নিল মন
দু’চোখের পাতায় বুলিয়ে নাম ছোঁয়া সে পরশ
আহ! স্বর্গীয় সূখ কি এরচে বেশি কিছু?
অত:পর চুম্বন! আবিষ্টতা!
অনু-পরমানুতে একি সূখ প্রবাহ!

একটা নাম। একটা ছবি।
অনুভবের আরশ কুরশী পেরিয়ে নিয়ে যায়
গহন স্বপ্নের আঙিনায়-অনুভবে তোমার সবচে কাছে!
ছুঁয়ে থাকি আলগোছে -যেন ছুঁয়ে তোমাকেই
চুম্বকীয় শক্তি কনায় কনায়।

তৃতীয় নয়ন হৃদয়ের গহনে উঁকি দিয়ে
পুলকিত হলেও বাস্তবতার নিরেট পাষানে
রক্তাক্ত বর্তমান; বিরহের ছুরিতে
হেমলক নীল হৃদয়
অপেক্ষায়-মর কিংবা মর!

মন্তব্য ৫৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসা, অনেক বিরহানল। ভালো লাগলো ভাই।

শুভেচ্ছা রইল বিরহের বাজারে।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন :)

শুভেচ্ছা অফুরান....

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


ভীত হওয়ার কিছু নেই, মহাশুন্যে সবই পরিবর্তনশীল।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হেমলক পেয়ালা হাতে পেলে অনুভব করবেন- সত্য অনুভব ;)

ধন্যবাদ শুভেচ্ছা সহ :)

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মারত্মক প্যাঁচে লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ইহা কি বলিলেন ভ্রাত:

অনুভবের প‌্যাচ ছুটাইতে না চাইলাম ;)

বুঝে নেয় মন আপেক্ষিকতায়! কবির কি দুষ ;) হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার কবিতার সাথে এ দু'টো লাইনের কথা যেন মিল খুঁজে পাচ্ছি!

স্ত্রী'র কায়া, খোদার প্রতিচ্ছায়া, তারে করতে হয় সম্মান,
আকর্ষণীয় সে নয়, খোদারে করো ভয়, জীবন যে তাঁর দান।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

অনুভবের আপেক্ষিকতায় একই সত্য অগণন মাত্রিক! ইনফিনিট!

মা'আরেফে আরো গভীর, আরো ষ্পষ্ট করেই অনেক সত্য বলা হয়! যা প্রকােশ্য বলা মানা!
গভীর অণুভবে খুঁজে নিন সত্যাসত্য জ্ঞানে, ধ্যানে, মনের গহনে।

শুভেচ্ছা

৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছবির মত কয়েক বিষয় কবিতাতেও।

ডাকের কথা আছে, সকল মজা আড়াই প্যাঁচে। :)

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কথা সত্য।
স্যুরিয়ালিজমের ছবিকে মনের স্যুরিয়াল অনুভবে ইচ্ছেমত প‌্যাচগি লাগাইছি ;)

জিলিপি আমার খুব প্রিয় :) হা হা হা
বাকী আড়াইর হিসাবে আর গেলুম না- সুশীল সমাজ (শরিয়াত) বলে কথা!!!!

৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অসাধারণ। সুন্দর কিছু নির্মল শব্দের উপস্থাপন এক অপূর্ব পরম প্রেম এর কথায় বলে।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন :)

নির্মল হৃদয়ই তা নির্মলতায় অনুভব করে। :)

অনেক অনেক শুভেচ্ছা

৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

কানিজ রিনা বলেছেন: হাজরে আসওয়াদ অনুভব যদি হয় তৃতীয়
নয়নে। নারী কি জাত আদম জানে।
হাজরে আসওয়াদ কোলে নিয়ে আদম পৃথিবী
গমন। যার রুপ ছিল আলোক উজ্জল তা
এখন তামার বরন। ধন্যবাদ,

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাজরে আসওয়াদ অনুভব যদি হয় তৃতীয়
নয়নে। নারী কি জাত আদম জানে।

অসাম !

হাতের কাছে থাকতে রতন
সাত সমুদ্র পারি দেয় কত বোকামন
হৃদয়ের মাঝে আপনা সাজে
চিনে নে আপনার চেয়ে আপন!

অনেক অনেক শুভেচ্ছা


৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর কবিতাই+

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সামিউল ইসলাম বাবু :)

শুভেচ্ছা।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: হাজরে আসওয়াদের চুম্বনের ইতিহাস আপ্লুত করে! -- ইতিহাসটা জানার জন্য গুগল সার্চ দিয়ে অনেক তথ্য জানলাম। তবে আপনি কী ভেবে কথাটা লিখেছেন, তা একটু সংক্ষেপে বলবেন কি?
কবিতায় কি হাজরে আসওয়াদের চুম্বন পরবর্তী অনুভূতি ব্যক্ত হয়েছে, নাকি অন্য কিছু?
একটা নাম। একটা চশমা ।একটা ছবি -- কার, সেটাও অবোধ্য রয়ে গেল!

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কঠিন প্রশ্ন :)

অনুভবের সূক্ষ্ণতা, হৃদয়ের গভির বিশ্বাস, আর অন্তরিক চাওয়া যখন একে বিলিন হয় তখনকার অনুভব অনুভবের চেষ্টা!
তা যেমন ধর্মের তেমনি ব্যক্তির জন্যেও হতে পারে! যে জন্যে আমরা গান শুনতে পাই-
তুজমে রব দিখতা হ্যায় ইয়ারা ম্যায় ক্যায়া করু!!
অনুভবে প্রেমাষ্পদ যখন সকল কিছুর উপরে স্থান পায় তখন সব তাতে বিলিন হয়ে যায়!

আর হাজরে আসওয়াদের প্রকৃত কাহিনী কিন্তু এর নামেই লুকানো আছে! "হাজেরার কালো পাথর!" আরো বিস্তারিত জানতে চাইলে অফলাইনে বা ইনবক্সে দাওয়াত রইল :)
কারণ সবকথা সবখানে বলা যায় না উচিতও নয়।

একটা নাম। একটা চশমা ।একটা ছবি।
অনুভবের আরশ কুরশী পেরিয়ে নিয়ে যায়
গহন স্বপ্নের আঙিনায়-অনুভবে তোমার সবচে কাছে!
ছুঁয়ে থাকি আলগোছে -যেন ছুঁয়ে তোমাকেই

একজন প্রেমাষ্পদের সকল কিছূই আশিকের কাছে সকল কিছূর চেয়ে প্রিয়!
সূক্ষতর সে অনুভবে আমাদের প্রচলিত অনেক অনুভবকে ছুঁয়ে দেখা আরকি! অথবা উল্টোটা ;)

অনেক ধন্যবাদ।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: খুবই উচ্চ ভাবনার কবিতা। যতটুকু ব্যাখ্যা দিলেন, ধন্য হ'লাম, তাই ধন্যবাদ!
ছবিটা পেলেন কোথায়?
কবিতায় প্লাস + +

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র খায়রুল আহসান :)

স্যুরিয়ালিক ছবিটা দুটো গুগল থেকে নেয়া একটি সংগ্রহের ফটোশপে মিক্সড কম্পোজিশন :)

অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা :)

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


"হেমলক পেয়ালা হাতে পেলে অনুভব করবেন- সত্য অনুভব "

-সক্রেট যখন ভয় পায়নি হেমলক হাতে নেয়ার পর, তার লোকজনও ভয় পাওয়ার কথা নয়

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দাবীতো করে অনেকেই! প্রয়োগিক বাস্তবতায় যিশু একাই থাকে ;) হা হা হা

যাইহোক চেতনাটুকু আছে জেনে ভাল লাগল। ধণ্যবাদ ।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

সুমন কর বলেছেন: আরে, কঠিন তো !! ..........হাহাহাহা

৯ নং প্রতি উত্তরে লাইক, ব্যাখ্যার জন্য। কবিতায় ভালো লাগা।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হা হা হা। আপনার ভাললাগা টুকু আমারো অনেক ভাল লাগল।

শুভেচ্ছা সুমন দা :)

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক সুন্দর কবিতা এবং কঠিনও বটে +++

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ!!!!

:)

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: তৃতীয় নয়ন হৃদয়ের গহনে উঁকি দিয়ে
পুলকিত হলেও বাস্তবতার নিরেট পাষানে
রক্তাক্ত বর্তমান; বিরহের ছুরিতে
হেমলক নীল হৃদয়
অপেক্ষায়-মর কিংবা মর!


টাইম ট্রাভেল বা কল্পনায় অতীতে যাওয়া, আপনার উপলব্ধি পড়ে মন্দ লাগেনি...। চুম্বকের ধর্ম উত্তর ও দক্ষিণ ! এখন কথা হচ্ছে,আপনার মনের এ দু মেরু কি কখনো, এক মেরু পরিনিত হবে ? শেষে অবশ্য কথা শেষ করেছেন ,তারপরেও কোন কিছুর সম্ভবনা থেকে যায় । এ কারণে প্রশ্ন করা। B-)

ভালো লাগলো ++++

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে যে সৃষ্টির লয় হয়ে যাবে ভ্রাত ;) হা হা হা

থাকুক দু'জনে দুপ্রান্তে হৃদয়ে ভালবাসার গভীর অনুভব লয়ে-চৌম্বকীয় আবেশে
মহাকর্ষ কিংবা অভিকর্ষের মতো ';) একটা টান,চাপ, আকর্ষণ বিকর্ষনেই তো সময়ের গতি!!জীবনের প্রীতি!!!

ভাললাগায় ভালো লাগা :) শুভেচ্ছা

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । আদিমের ভাবনায় বর্তমান যদিও তা ছিলো সুন্দর, বারে বারে ভুলে যাই আমরা ।

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ :)

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১

ক্লে ডল বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে। সাথে ৯ নম্বর প্রতিউত্তর।

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ অনেক অনেক
শুভেচ্ছা রইল অফুরান

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৮

নায়না নাসরিন বলেছেন: অনেক সুন্দর কবিতায় ভালোলাগা ভাইয়া ++++

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নায়না নাসরিন :)

শুভেচ্ছা অন্তহীন

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭

মানবী বলেছেন: "মনকে কতটা উচাটন করত করতে পারে?"
- এটা টাইপো না শব্দটির বিশেষ কোন অর্থ আছে বুঝতে পারছিনা! আর সব কিছুর মতো আমার ভাষাজ্ঞানও যেহেতু সীমিত তাই সংকোচ না করে জানতে চাইছি!

ওহ্! এবার হাজরে আসওয়াত নিয়ে টানাটানি!! B-)
হাজরে আসওয়াতে চুম্বন, আরশকুরশি শব্দগুলো কেমন ইসলামিক কবিতার আবহ সৃষ্টি করেছে :-)
সম্প্রতি আমার একটি পোস্ট পড়ে পরিচিত একজন জানিয়েছে সেটা নাকি "ইসলামিক প্রেমের গল্প" হয়েছে /:)

কবিতার শেষ "বিরহের ছুরিতে
হেমলক নীল হৃদয়
অপেক্ষায়-মর কিংবা মর!"

- সবচেয়ে সুন্দর হয়েছে।

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা টাইপো ’করত’ নজরে আনায়
ঠিক করে দিয়েছি।
আমাদের অনুভবে সাম্প্রদায়িকতা কত গভীরে চলে গেছে!!!!! যে জন্য এমন উক্তি আসে!
আমাদের আত্ম পরিচয়ের সংকোচ এ জন্যে বেশ দায়ী!
প্রতিটি হিন্দি মুভি সিরিয়াল দেখুন ওদের সব কিছূতে ওরা ওদের বিশ্বাস দেব দেবী পূজা অর্চনা দিয়ে শুরু করে এবং তাতে প্রাউড ফিল করে। আত্ম পরিচয়ে দৃঢ়তায় তাদের বিশ্বাসকে ধারন করে। খ্রীষ্ট্রীয় আমেরিকা বাইবেলে হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতার অভিষেক করে!
আমরা যদি কোরআন হাতে একই কাজ করতে যাই- হয়ে যাই সাম্প্রদায়িক!!!! এই আংশিক সংজ্ঞায়নের প্রোপাগান্ডা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই ধরনের কথা চলবে বোধ করি।

শেষটুকু সুন্দর লেগেছে জেনে ভঅল লাগল! :)

শুভচ্ছো

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭

জুন বলেছেন: ইদানীং আপনি কঠিন কবিতা লেখা শুরু করেছেন ভৃগু :(
+

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়! একি কহিলেন জুনাপু!!!!

ইহাও কাঠিন্য তো দুষ্ট হইল!!! মরি মরি! বুঝেছি আরো চেষ্টা বাকী ;)

আচ্ছা সহজ ভাবনায় ভেবে দেখুনতো-
আপনার একটা অতি প্রিয় নাম। যা দেখলেই আপনার সূখ অনুভব হয়। যার উপস্থিতি আপনার ঠোটে হাসির ছোঁয়া এনে দেয়!
তার দীর্ঘ অনুপস্থিতির পর তার উপস্থিতি আপনাকে কতটা আপ্লুত করবে!
তুজমে রব দিখতা হ্যায় অনুভবে থেকে ভাবুন!
হাজরে আসওয়াদের প্রেমানুভবের কাহিনী জানা থাকলে অনুভবে আরো তীব্রতা অনুভব করবেন!

তারপর মনের কল্পনাকে লাগাম ছেড়ে দিন অসীমে- দেখুন কত সহজতায় ঠোটে মুচকি হাসি নিয়ে পড়ছেন
আর ভাবছেন- তাইতো- বাহ! ওয়াহ! ;)
হা হা হা

প্লাসে অনেক অনেক কৃতজ্ঞতা! :)

২০| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে খুব কঠিন মনে হল।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

অনেক ধন্যবাদ পাঠে!

২১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন কবিতা ।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবনার বিষয় বটে!!! মাথায় রইল !

ধন্যবাদ সেলিম আনোয়ার ভ্রাতা :)

শুভেচ্ছা অনেক অনেক

২২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



ইবাদাত-পূজা হলো নিঃশর্ত নিবেদন , দু'হাতের অঞ্জলী ভরে হৃদয়ের অর্ঘ্য সমর্পণ । প্রেম-ভালোবাসাও তাই, ছুঁয়ে থাকা আলগোছে ।
একটি ঐশ্বরিক, অন্যটি জাগতিক । দু'য়ের লক্ষ্য কিন্তু এক , কাছে পাওয়া । কারো কাছে নিমগ্ন হওয়া ।

বক্তব্য ভারী হলেও কবিতাটি তেমন দোল খেয়ে যায়নি ।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জি এস ভ্রাতা :)
দারুন বলেছেন।

দোল না খাওয়াতে পারার দায় মাথা পেতে নিনু! ভবিষ্যতে দোলাবার আশ্বাসে ;)

অনেক অনেক শুভেচ্ছা :)

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১০

জুন বলেছেন: হজরে আসওয়াদ সম্পর্কে ছোটবেলা থেকে যতটুকু জ্ঞ্যান লাভ করেছি তা হলো পাথরটি মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র। কাবা শরীফ নির্মানের পর তাকে স্থানান্তর নিয়ে গোত্র প্রধানদের মধ্যে বিবাদ মিটিয়েছিলেন রাসুল সা: নিজের গায়ের চাদর বিছিয়ে তার চার কোনা চার গোত্র প্রধানকে ধরতে দিয়ে। আর মুসলিমদের বিশ্বাস আদম আ: আর বিবি হাওয়া পৃথিবীতে আসার পর মহান আল্লাহ একে কাবা শরীফ কোথায় হবে তা চিনহিত করার জন্য পঠিয়েছেন। অমুসলিম বিজ্ঞানীদের মতে এটি উল্কা পিন্ড।
আপনি এর ভেতর কি রহস্য পেলেন তা জানতে খুব কৌতূহল বোধ করছি ভৃগু।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ধন্যবাদ।

না আমি নতুন করে কোন রহস্য পাইনি বা আবিস্কার করিনি! আপনি যেটুকু জেনেছেন ছোট বেলা থেকে আমিও তাই জানতাম!
এখন এর আরো গভীরটুকু জানার চেষ্টার একটু ভিন্ন রকম জেনেছি যা গভীর প্রেমময়তায় পূর্ণ!
এর নামের মাঝেই এর ইতিহাসের বড় অংশ পেয়ে যাবেন। নেটে মোটামুটি প্রচলিত ধারনা সমূহও পেয়ে যাবেন। উইকিতেও বেশ বিস্তারিত তথ্য আছে।

আর হাজরে আসওয়াদ= হাজেরার ’কলো পাথর’ নাম তত্ত্বে অনেক বেশি বাস্তবানুগ তথ্য পাওয়া যায়! যা এই কাব্যে প্রেমানুভতির প্রতীক হিসাবে উল্লেখ হয়েছে। ইব্রাহিম আ: বিবি হাজেরা এবং বিবি সারাহ এর মধ্যেকার ত্রিভুজ প্রেমের এক অনিন্দ্য অংশে কালো পাথরের উল্লেখ যোগ্য ভুমিকা আছে!

আর এসব তথ্য সেনসিটিভ বিধায় সাধারনের ধর্মানুভুতি আহত হবার সম্ভাবনা রয়ে যায়! যেমন হজ্বের কমন সবার জানা রিচুয়াল সাফা মারওয়া সাঈ করা! আমরা বিশ্বাস এবং ভক্তি ভরেই তাই করি।
এখন এর মূল কারণ কেবলই বিবি হাজেরার সেই জলানুসন্ধানের স্মৃতি- যখন ইসমাইল আ: সহ নির্বাসিত হলেন মক্কার জনশূন্য প্রান্তরে- পানির জন্যিএকবার সাফা আরেকবার মারওয়া পাহাড়ে দৌড়েছিলেন। সেই সাতবার দৌড়ানোর স্মৃতিকেই সম্মান করতে আমরাও তাই করি- এই সত্য কজনে ধারন করতে পারবে বলুন!
তাই এগুলো জানা ভাল- প্রচার নয় ;) হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা :)

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা নাম। একটা ছবি !!!!! জেসোন কৈরে????????? =p~ =p~

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মাইরালছে!!! আপনি কিসেরে কই লইয়া গেলেন!!!

এ ছবি মানে ফটো, পিক;)

ধন্যবাদ ও শুভেচ্ছা

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: প্রথাগত ছন্দ নেই!


তবুও একটা ছন্দ ছন্দ গন্ধ পেলাম!!:)


কবিতা জুড়ে ভালোলাগা!:)


প্লাস!:)

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বিলি ভ্রাতা:)

প্লােস অনুপ্রাণ :)

শুভেচ্ছা অনেক

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৯

সিনবাদ জাহাজি বলেছেন: তৃতীয় নয়ন হৃদয়ের গহনে উঁকি দিয়ে
পুলকিত হলেও বাস্তবতার নিরেট পাষান


:)
সত্যিই মুগ্ধ।

+++

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ;)

অনেক ধন্যবাদ সিনবাদ ভ্রাতা

শুভেচ্ছা

২৭| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লেগেছে জনাব :)

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জনাবা :)

২৮| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: তৃতীয় নয়ন হৃদয়ের গহনে উঁকি দিয়ে
পুলকিত হলেও বাস্তবতার নিরেট পাষানে
রক্তাক্ত বর্তমান; বিরহের ছুরিতে
হেমলক নীল হৃদয়
অপেক্ষায়-মর কিংবা মর!


অসাধারণ অভিব্যক্তি । খুব ভালো লাগলো । ++++++

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা অন্তহীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.