নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এক পল: চেতনার মহা-সড়কে

০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৫৪


শেকড় থেকে ফুল-ফল-বীজ
আরোহ অবরোহের নিত্য চক্র
ছুটছি সবাই জ্ঞাতে-অজ্ঞাতে
মনি থেকে ধুলো-ছাই-জল..ব্যাকুল ছুটে চলা।

হাইওয়েতে জীবনের দার্শনিক অনুভব
সাঁঝ বেলায় হঠাৎ কাল বৈশাখী
দিগন্ত ছোঁয়া শূণ্যতায়
ভয় ঝেঁকে বসে আরোহী অনুভবে অসহায়ত্ব
উচ্চস্বরে, মনে মনে আজান, দোয়া, দরুদ।

একটু আগের চটুল হিন্দী গানের দোল
সম্পত্তি, ক্ষমতা, দেশ-জাতি, যাবতীয় অসংগতি-
অহম আর আমিত্বের ঝাঁজালো খই
সব পলকে মিইয়ে যায়!

বাঁচার আকুলতা বজ্র ঝলকের তীব্রতায়
খাঁমচে ধরে কলজেয়। দমকা হাওয়ার তোড়
উড়িয়ে নিতে চায় সব-যেতে চায় কে?
মুচকি হাসিতে বাইরে অন্ধকারে দৃষ্টি মেলে দেই!

প্রকৃতির ব্যকুলতা ছুঁয়ে যায় গহনে
জানালার কাঁচে জলের দূরন্ত ব্যাকুল গতি-
সাগরে ফেরার আকুলতায়। জলের মেঘ,
বৃষ্টির জল হয়ে ছুটছে আবার শেকড়ে ফিরবে বলে !

জল, মেঘ, বৃষ্টির মিলন সূখে
বজ্র নির্ঘোষে উচ্ছাসে চমকায় বিজলী
সেই পরম ঘোষনায়- দাখিলার প্রথম বাক্য
প্রকাশ্য ব্যাতিত কোন অপ্রকাশ্য নেই-

মুচকি হাসি বিস্তৃত হয়।
লজ্জ্বাবতী কিশোরীর মতো জল হটাৎই
ঘোমটা টেনে থেমে যায়! নিজেকেই ধিক্কারী
যাহ! আরেকটু বয়ে যেতে দিলে কি হত!!

সব সময় খোলা চোখে দেখতে নেই।।


মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: লিখে গেছেন নিজের মনে তবে পড়ে আমি মূর্খ খুব বেশি বুঝিনি। মনে মনে কি পন করেছেন আমার কবিতা পড়ে যেন কেউ কিছু না বোঝে।
খোলা চোখে মনে হয় সব কিছু দেখা যায় তবে মুখ খুলতে নেই। ধন্যবাদ।

০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

লিখতেতো হয় আপন মনেই ;) আরেকবার একটু ভাবনার গভীরে ডুবে পড়ে দেখুনতো!
মনে হয় অবোধ্য কিছূই থাকবেনা।

জীবনের চলমানতায় আমরা যেমন থাকি -সব ভুলে..ফুর্তিতে ..কিন্তু বিপদ- ঝড় এলে সেই আমরাই বদলে যাই ভয়ে! সকলে!

কিন্তু কবি স্বত্ত্বা তার তৃতীয় নয়নে দেখে যে এ ভয়ের কিছূই নয়- বরং প্রকৃতির নিত্যতা মাত্র!
বাকী টুকুই এ ভাবেরই অনুসঙ্গ মাত্র

শুভেচ্ছা আপনাকে।

২| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:২৯

রাফিন জয় বলেছেন: কথার ফিলোসফি গুলো চমৎকার লাগলো। নিত্যদিনের কোলাহল, সুখ, দুঃখ, মূগ্ধতা ‍সবটাই ফুটে উঠেছে!

০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

৩| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১:০২

আমিই মিসির আলী বলেছেন: ভাবনাগুলোকে কেম্নে যে কবিতায় বন্দি করেন বুঝি না।

++

০৩ রা মে, ২০১৭ দুপুর ১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মিসির আলী :)

আপনার রম্য ভাবনাগুলো নিয়ে আমিও এমনই ভাবি ;) হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা

৪| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:১৭

সুমন কর বলেছেন: সব সময় খোলা চোখে দেখতে নেই -- ভালো বলেছেন।

কবিতা ভালো লাগল।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

অনেক অণেক ধন্যবাদ সুমন দা :)

অন্তহীন শুভেচ্ছা

৫| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:০৭

ব্রতশুদ্ধ বলেছেন: +++++

০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধ্যবাদ ও শুভেচ্ছা

৬| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, আজ আমি আমি হয়ে আপনার কবিতা পড়েছি।
আমার অভিযোগ আছে। আপনি কবি। কবিতায় দক্ষতা আছে। তবে পাকাপোক্ত হয়নি। কেন? প্রশ্নের উত্তরে জন্য আমরা দুজনকে আড্ডা দিতে হবে। সময় করে বলবেন। এই কবিতা শতভাগ হয়নি। শতভাহ করতে হবে।

আমার লেখা কি আপনি পড়েছেন? মানে উপন্যাস। পড়া না হলে পড়ে মতামত দিতে হবে। এটা আমার অধিকার।

আপনার এই কবিতা আমাকে সেই অধিকার দিয়েছে। আমি আমার কর্তব্য আদায় করেছি। এখন আপনার পালা।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! আমি আমি হওয়া অনেক বেশী ভালবাসা আর গভীরতা বহন করে।
আমি কৃতার্থ।
হুম আমিতো কাচ্চাই বটে- এমন করে পাঁকা করার আহবান উপেক্ষার সাধ্য কই? হয়ে যাক আড্ডা- অনলাইন, অফলাইন, কিংবা মূখোমূখি!!!

না আপনার উপন্যাস পড়া হয়নি। দু:খিত। তবে ব্লগে যতটুকু পেয়েছি!

আপনার অধিকার বোধের মতো আমিো যেন কতর্ব্যবোধে জাগ্রত হতে পারি দোয়া করবেন। :)

অনেক অনেক শুভেচ্ছা

৭| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছু সময় মনের চোখে অনুভাবী হতে হয় ....

অনেক সুন্দর একটা কবিতা পড়লাম। ভালো লাগলো চিন্তা ধারা।

শুভকামনা রইল ভাই।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ।

বাহিরের চোখ তো সসীম- মনের চোখ অসীম তার সীমা!!!

শুভকামনা আপনার জন্যেও ।

৮| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৮

ধ্রুবক আলো বলেছেন: অসাধারন কাব্যে মুগ্ধতা ++++

০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অণেক ধন্যবাদ ধ্রুবক আলো ভ্রাত :)

প্লাসে কৃতজ্ঞতা ও
অনেক অনেক শুভেচ্ছা

৯| ০৪ ঠা মে, ২০১৭ ভোর ৬:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: অপুর্ব ব্যঞ্জনাময় গনমুখী , পাঠে হৃদয় মন ভরে যায় ।
এমন কবিতার মন্তব্য কি দুএক কথায় দেয়া যায় !!! কবিতার একটি ছত্রই যেন ভাবের মহা সমুদ্র ।
কবিতায় যখন হয় বলা হাইওয়েতে জীবনের দার্শনিক অনুভব
তখনতো এটা নিয়েই লিখা যায় কয়েক ছত্র , জ্ঞানের পরিধি কম বলে এখান হতেই জ্ঞান আহরণ করা যায় অনায়াসে ।
জীবনের দার্শনিক অনুভব সত্য ও সুন্দরের ধারক-বাহক হয়ে কৌতূহলী মনকে যুক্তির কষ্ঠিপাথরে যাচাই করতে শিখায় । দার্শনিক অনুভব জীবনকে ঘিরে যে সমস্ত অলঙ্ঘনীয় প্রশ্ন তার সন্তোষজনক উত্তর দানেরই চেষ্টা করে বলে জানা যায় । জীবনের দর্শন আকাশের দিকে তাকিয়ে বলে- আকাশ কেন নীল? সেটা কত উঁচুতে ? এটা কিভাবে এলো? নিজের দিকে তাকিয়ে বলে আমি যে কথা বলি, লিখি, চলাফেরা করি এই শক্তির উৎস কি? এটা কি ব্রেনের কাজ না আমার ভিতরে কোন শক্তি? প্রভৃতি প্রশ্নের উত্তর দানের চেষ্টাটাই জীবনের দর্শন । হরি হরি বলে মারি মারি এবং আল্লা আল্লা বলে কল্লা কল্লা নয় বরং প্রত্যেক ধর্মের মূল শিক্ষা মানবতা। যত্র জীব তত্র শিব। আল্লাহকে ভালোবাসতে হলে প্রথমে মানুষকে ভালোবাসতে শেখ। একই মানুষ থেকে দুনিয়ার সকল মানুষ সৃষ্টি। একদিকে যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। সামুদ্রিক জলোচ্ছ্বাস, খরা, বন্যা, মহামারী প্রভৃতি আরো কত না প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে খুন, রাহাজানি, লুণ্ঠন প্রভৃতি মানব সৃষ্ট পাপ-হিংস্র বীভৎস পীড়িত দৃশ্য। এই যে জগৎ সংসার এবং মানব জীবন সুন্দর কুৎসিতে ইষ্টানিষ্টে আনন্দ বেদনায় মিথুনীকৃত। জীবনের দর্শন বলে নিষ্কণ্টক দুঃখ লেশহীন জীবনের চেয়ে সুখ-দুঃখ, শুভ-অশুভের জীবন অনেক বেশি প্রেরণাদায়ক ও রোমাঞ্চকর। তাইতো দেখা যায় জগতের সীমাতিরিক্ত অশুভ তৎপরতা এবং দুঃখের করুণ স্তর গুলিকে কবিতাটি করেছে চিহ্নিত । আমাদের এই পরিস্থিতিতে ভাঙা হাল আর ছেঁড়া পাল নিয়েই ক্রমে উন্নতি এবং সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে। নানাবিধ অরাজক পরিস্থিতির ভিতর থেকেও মানুষকে সাহসী এবং আশাবাদের গান শুনাতে হবে এমনিতর কবিতায় প্রকাশ্য কিংবা অপ্রকাশ্যে । মানবতার উন্নয়নের জন্য কবিতার এ মিশন ছড়িয়ে পড়োক বিশ্বব্যাপী। মানুষের শান্তিতে আমরা সকলেই শান্তি পাই এই হোক এক পল: চেতনার মহা-সড়কের মর্মবানী ।

ভাই , কবিতার বাকি ছত্রগুলির ভাবার্থ অনেক বেশী, সেগুলিকে নিয়ে বস্তুনিষ্ট আলোচনা করার সাধ্য এ ক্ষুদ্র জ্ঞানে নাহি সম্ভবে ।
মাঝে মাঝে এসে দেখে যাব বিজ্ঞজনেরা যা কিছু বলেন ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপার মুগ্ধতা !!!

মাত্র এক লাইনের যে দারুন ব্যাখ্যা আর বিশ্লেষন করলেন- মুগ্ধতায় নিরব হয়ে গেছি!

হ্যাটস অফস ভ্রাতা :)

আপনার জ্ঞান ক্ষুদ্র হলে আমাদেরতো জ্ঞানই নাই :P হা হা হা
আপনার বিনয়ী উপস্থাপনা আমাদের শেখায় অনেক কিছূ!

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য

১০| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫৮

নীলপরি বলেছেন: জল, মেঘ, বৃষ্টির মিলন সূখে
বজ্র নির্ঘোষে উচ্ছাসে চমকায় বিজলী
সেই পরম ঘোষনায়- দাখিলার প্রথম বাক্য
প্রকাশ্য ব্যাতিত কোন অপ্রকাশ্য নেই-


অপূর্ব লাগলো ।

+++++++++

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল পরি :)

অন্তহীন শুভচ্ছো ও শুভকামনা

১১| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: লং ড্রাইভে বেরিয়ে বৃষ্টি আসলেই আপনার এই কবিতাটার কথা মনে আসবে ।

আবারো বলি - দারুন লাগলো ।

শুভকামনা । :)

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই! জেনে ভাল লাগল। তবে সাথে লাগবে ঝড় জল আর সাঁঝের লগ্ন ;)
হা হা হা

অনেক অনেক কৃতজ্ঞতা

একরাশ শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্যেও....

১২| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি যা জেনেছি তা হলো আপনি পাকপোক্ত কবি। তবে শব্দের আকাল অথবা খরা আছে।

বাঁচার আকুলতা বজ্র ঝলকের তীব্রতায় খাঁমচে ধরে কলিজা,
দমকা হাওয়ার তোড় উড়িয়ে নিতে চায় সব-যেতে চায় কে?

ভাব এবং আবেগ দিয়ে বাক্য বানানো কিবদের (আপনাদের) নেশা।
আপনি হলেন কবি। বেজুত হলেও জুতসই শব্দ ব্যবহার করতে হবে। আমিতো রাতের পার রাত অভিধানের দিকে তাকিয়ে থাকি।

(কলজে [ kalajē ] দ্র কলিজা।)

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যে।

হুম শব্দ নিয়ে কবিরা খেলে বটে... তবে আমি এখনো শিক্ষার্থী!

অভিধান আসলেই অনেক ঋদ্ধ করে। জেনে ভাল লাগল আপনার জিগীষার কথা।
শুভেচ্ছা অনেক অনেক

১৩| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়ে যাক আড্ডা- অনলাইন, অফলাইন, কিংবা মূখোমূখি!!!

আমি সত্যি জানতে চাই মুখোমুখি কেমনে হবো, আপনি লন্ডন হলে আমি সত্যি বগল বাজাব।

কোথায় আড্ডা দিতে চান? সত্যি আনন্দোত্তেজিত হয়েছি।

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আমিও বগল বাজাতাম আপনার আন্তরিকতায়।
হা হতোম্মি! তা বুঝি হবার নয়!

লন্ডন বা ঢাকা অনলাইনে ব্যাপার না! টাইমিংটা মিলে গেলেই হল। যেহেতু আমি ঢাকায়
আপাতত অনলাইনই ভরসা !!!!

১৪| ০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফেইসবুকে কি আছেন?

আপনি আসলে কবি। ৩১ বছরে যা জেনেছি তা হলো, লেখক কবিরা অভিধান এবং শব্দকোষ ব্যবহার করেন না।
আমি কি মিথ্যা বললাম?

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম আছি।

সকলেই তো একরকম নয়। কেউ কেউ দেখেছি করে! কেউ কেউ শতবার কাটাকুটি করে!
আমার কেন যেন হাসি আসে তখন!
এবং প্রায়শই তাদের শুরুটা শেষে পুরোই বদলে যায়!

আর যারা অন্তানুভবে আপন মনে লিখে তারা এক টানেই শেষ করে ফেলে!
তখন অভিধান দেখার সময় কই? ;)
না আপনি মিথ্যে বলেননি :)

১৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, আপনার পিছে পড়ার কারণ আপনি কবি। এখন বলবেন না ভাই আমি কবি নয়। শখে লেখি। তা ঠিক, লেখালেখি শখ, কিন্তু আপনিতো কবিতা লিখছেন। ষোলআনা ঠিক হলে ষোলোকলা হয়।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এভাবে বলে লজ্জ্বিত করবেন না। যা কিছু লেখালেখি সব হৃদয়ের টান। আপনাদের ভাললাগাতেই কবি-অকবি সব!
আর আপনার মতো বিদগ্ধ জনের জ্ঞানতো অবশ্যই বিশাল পাওনা ।

১৬| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মুছে ফেলুন।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষায় রইলাম :)

১৭| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা চলিতেছে :P

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

১৮| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই তো জীবন।

০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অনেক ধন্যবাদ প্রিয় সু-হৃদ :)

১৯| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০৪

বিলিয়ার রহমান বলেছেন: কখনো কেউ কি ভূমিকম্পের আগে
হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে?



আমাদের বিবেক বোধটাও এখন ভূমিকম্পের মতো হয়েগেছে! বিপদে পরলে জেগে ওঠে নতুবা ঠন ঠন!

সুন্দর থিমের উপর লেখা কবিতা প্লাস!:)

০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ


চেতনা, বোধ সবই আপেক্ষিক হয়ে গেছে!!! কর্পোরেট টানাপোড়েনে!!! ;)

বর্ষপূর্তির অভিনন্দন :)

২০| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৬

সিনবাদ জাহাজি বলেছেন: মুচকি হাসি বিস্তৃত হয়।
লজ্জ্বাবতী কিশোরীর মতো জল হটাৎই
ঘোমটা টেনে থেমে যায়! নিজেকেই ধিক্কারী
যাহ! আরেকটু বয়ে যেতে দিলে কি হত!!


দারুন
+++

০৫ ই মে, ২০১৭ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ জাহাজী ভাই :)

শুভেচ্ছা অন্তহীন

২১| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




দিগন্ত ছোঁয়া শূণ্যতায় কবির কেবল ছুটে চলা, সুন্দর কিছু দেখার আশায় । কিন্তু কবি জানেনা , যা নেই তা ছাড়া আর কিছুই সুন্দর নয় ।

০৫ ই মে, ২০১৭ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জিএস ভ্রাতা :)

হুম।
আবার শূন্যতা ছাড়া কিন্তু গতিও থেমে যায়!!! তাইতো দেখুন- পরম শূন্যের জন্য কত পরম সাধন ;)

অনেক শুভেচ্ছা

২২| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৪৪

জুন বলেছেন: ১০ নম্বর দিয়ে গেলাম ভৃগু । কবিতা পড়ে ভালোলাগলো অনেক ।
+

০৫ ই মে, ২০১৭ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপ্লুত! আপনাদের ভাললাগাই অনুপ্রাণ !!

অনেক অনেক শুভেচ্ছা

২৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন কিছু পড়তে দেবেন না?


(আজ একজন বললেন আমি নাকি মন্তব্য ফেরি করি)

০৫ ই মে, ২০১৭ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই!!!!

আপনার আন্তরিকতায় মুগ্ধ!

কতজনায় কত রকম বলবে-যার যার জ্ঞান আর দৃষ্টিভঙ্গিতে দাড়িয়ে!!!


২৪| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৪

জেন রসি বলেছেন: দেখুন, অনুভব করুন, উপভোগ করুন! যা নেই তাকে কল্পলোকে ভাসিয়ে দেওয়ার এত প্রয়োজন কিসের কবির! ;)

স্পিরিচুয়াল কবিতা ভালো লেগেছে। :)

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এটাও স্রেফ দেখা অনুভব করা আর উপভোগেরই কাব্য- তবে দৃষ্টির ভেতরের দৃষ্টিতে ;)

ধন্যবাদ ভাললাগায়! শুভেচ্ছা অফুরান :)

২৫| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৫:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: আমার মেইল কি যাচ্ছে আপনার মেইলে?

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরি ফর ডিলেইড রিপ্লাই! প্লিজ চেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.