নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত উপাখ্যান

০৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৬


দর্শন:
আকাশ- মনে ঋতুর চেয়েও বেশি বৈচিত্র বাহার
জীবন চলমান রেলগাড়ী ছুটছে অবিরাম
সময়, স্মৃতি, অনুভবকে নিত্য অতীত করে
কালের স্রোতে হারিয়ে যায় –আবেগহীন।

নিশুতি ভ্রমনে জীবনের বোধগুলো
ধারালো হয়ে কেটে কেটে বসে হৃদয়ে
দুর আকাশে অগুনিত তারা, চলমান মিটিমিটি আলো জ্বলা গ্রাম
ধূসর আঁধার চিরে চলমান জীবন - - -

হালকা সুরাবেশ, ঢুলু ঢুলু সহযাত্রী যেন জীবনেরই বহুমূখি বাস্তবতা
চালক, একলা জেগে সকল প্রাণের দায় কাঁধে নিয়ে
আবেগ, অভিমান, কান্না প্রশ্রয়হীন
রাতের নিস্তব্ধতা ভাঙ্গে ইঞ্জিনের টানা গর্জন---

গন্তব্যে পৌঁছে চালকের খবর কে কবে রেখেছে????


সন্ধান:
দেহাতীত তোমাকে খোঁজার নিরন্তর চেষ্টায়
অনুভব গুলোকে খুঁড়ে চলেছি- এফোড় ওফোড়..
ভেজা বর্ষার আগলে রাখা_ তোমার চোখের জল
প্রচন্ড শীতে কবুতরের মতো বুকে ওম খোঁজা তৃপ্ততা

অথচ তুমি কত সহজেই অন্যের হয়ে গেলে?
দেহ হারিয়েও স্মৃতিরা মোছেনা কেন?
আজো কেন বর্ষারা বারেবারে ভেজায়
মন আকুপাকু করে- শীত স্মৃতি ওমে!

চাওয়া আর পাওয়ার ভেতর ব্যবধান আজন্ম হয় কেনো !


স্মৃতি:
স্মৃতির ঝাঁপি বন্ধ করেই রাখি! হাসির আভরনে
খুললেই যে জ্বালা, কষ্ট, যাতনা,
অথচ না চাইতেই তোমার কথা মনে হলেই
হুড়মুড় করে স্মৃতিরা সব নেমে আসে-বৃষ্টি ফোটার মতো..

সহস্র মাইল দুরের শহরে তুমি---
কিন্তু হৃদয়ের জানালাটা খুলে দিলেই
তোমার সেই চেনা হাসি- সেই ঘ্রান, সেই কোমলোষ্ণতা!
মনে আছে কি ভীষন অসুস্থ হলে একবার!
জ্বরের ঘোরে প্রলাপ বকা- অথচ আমাকে পেয়েই
যেন পুরো সুস্থ তুমি! যেন কখনো অসুখই হয়নি! স্বপনের মতো
প্রতি অঙ্গে অঙ্গ সখি যেন শুষে নেয় তোমার সকল উত্তাপ
টপটপ করে ছেড়ে দিলে জল-
এতভাল কেউ বাসে????

কী দ্রুত দিন বদলে যায় -মৃত্যুর গহবর থেকে ফিরে এসে
চেয়ে দেখি কেউ নেই কিছু নেই
নি:সীম শূন্যতায়, দিগন্তে একা...
আজো দূর হল কই?

বিসর্জন:
সখি! তুমি রাণী হলে! তোমার সূখেই আমি সূখী
আমার নিরন্ন সংসারে তোমার আটকাতে হয়নি ভেবে
শুধু ভালবাসায় কি জীবন চলে বলো? চাল, ডাল, নুন
বিলাস, ব্যাসন, প্রতিযোগীতা, ষ্ট্যাটাসে
আমি যে অচল সখি!
আর কিছু জানিনে যে,-- ভালবাসা ছাড়া!

সেই ভাল হলো! তুমি স্বর্ন চূড়া খোঁপা বেধে
রানীর মতো গ্রীবা উঁচু করে যখন হেটে যাবে
তোমার ভরাট স্বাস্থ্য, রুপের জেল্লা সূখের হাসি
একটুও কষ্ট দেবেনা জানো! বরং মনে হয়-যদি ভূল করেও
ভালবাসায় ফেসে যেতে-তখন হয়তো আমিই বেশি কষ্ট পেতাম!

গানের মতো বলতে হয়-
চারিদিকে রাখবি খবর সে না যেন দেখতে আসে
আমারে জাগিতেই হবে যদিগো তার নয়ন ভাসে..


আপ্তবোধ

হয়তো তোমার কিছূই মনে নেই। হয়তো যেভাবে ভাবছি
কেবলই আত্মার জন্মান্তরের স্মৃতি মন্থন! সেই ভাল।
কবিদের ভালবাসতে নেই
বুক ভরা কেবল আবেগের বন্যা। জীবনতো শুধু আবেগে চলেনা তাইনা
কর্পোরেট জমানায় কবিতায়ও চাই হিসেব-নিকেশ
আচ্ছা তুমি বলোতো- প্রেমিক কি কখনো ব্যবসায়ী হয়?
কাকে বোঝাবো! তাইতো নিভৃতে আত্মমগ্নতায় ডুবে থাকা।

তোমার অনুভবের অনুভূতিতে বুদ হয়ে
কেবলই ভালোবেসে যাই তোমায়,
হৃদয়ের জমে থাকা কত শত স্মৃতি কথা
রোমন্থনের মাঝেই মুছে যায় সব হতাশা
নেশা নেশা ভালবাসা কি একেই বলে !

আজকাল মনে হয়
তোমাকে ভালোবেসে যাওয়া ছাড়া
অন্য কোনও পথ আর নেই,
সখি -একটা শেষ না হওয়া উপাখ্যানের নায়িকা
যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় ---



@ছবি কৃতজ্ঞতা:
১। সৈয়দ লুৎফুল হক
২। গুগল

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি পড়তে ‍শুরু করেছি।

০৬ ই মে, ২০১৭ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইটস মাই প্লেজার :)

:)

২| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আশ্চর্যের বিষয় হলো, আপনিতো পর্বে কবিতা লিখেছেন।
কবিতায় গল্প। দারুণ হবে।

(সম্পাদনা করতে হবে। তা পরে করবেন)

০৬ ই মে, ২০১৭ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এর আগেও একটা পরীক্ষামূলক লিখেছিলাম। রাধা সিরিজ!

ভাল লগেছিল অনেকের। তােই আরেকটা ছোট্ট প্রচেষ্টা!

সম্পাদনার মতামত জানাবেন।

শুভেচ্ছা অন্তহীন

৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক গল্প পড়তে পছন্দ করে, তারচে বেশি পছন্দ করি কবিতা। কবিতায় গল্প থাকলে কত খুশি হবে চিন্তা করলে শ্রম সফল হবে।


বানান এবং ব্যাকরণে সমস্যা আছে। এটা আপনাকেই করতে হবে।

অভিধান, তুমি নতুন বন্ধু পেয়েছ।

০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হুম এটা হয়ে যায়। একে টাইপো প্রব, দ্বিতীয়ত ভাব আর গতির দৌড়ে মিসিং;)

নিজের ভুল নিজের চোখে পড়েনা। ধরিয়ে দিলে বািধত হবো :)

৪| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:১৬

সিনবাদ জাহাজি বলেছেন: পড়লাম ।
সবগুলোই সুন্দর।
তারমধ্যে স্মৃতিটা বেশি ভালো লেগেছে।
+++

০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জাহাজী ভ্রাতা :)

হুম।

সবগুলোই আলাদা ভাবতে পারেন- আবার সবগুলো মিলে একের বন্ধনো আছে ;)

অনেক অনেক শুভেচ্ছা

৫| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




অনেক সন্ধান করে করে যখন এই লেখাটির দর্শন লাভ হলো , দেখি আপনার আগের কবিতাগুলোই বেশি জেগে আছে স্মৃতিতে । একটা আপ্তবোধ জেগে রইলো, কবিতার জন্মান্তরের স্মৃতি মন্থন করেই কি তবে বিসর্জনের ঘন্টা বাজাবো !!!!!!

০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অসাধারন মন্তব্যে মুগ্ধ।

বিসর্জিতের ইচ্ছার কি মূল্য -প্রার্থনা ছাড়া :)

অনেক শুভেচ্ছা

৬| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আকাশের"

০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি? দয়া করে বুঝিয়ে বলুন :)

৭| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫২

ধ্রুবক আলো বলেছেন: মন মুগ্ধকর ++++++++++ একদম অসাধারণ সবগুলোই

কবিদের ভালোবাসতে নেই, কথাটা খুব ধরেছে। ভালো লেগেছে। দারুন

০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ ভ্রাতা

আসলেই কবিদের ভালবাসতে নেই ;)
হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা

৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: "আকাশের মনে ঋতুর চেয়েও বেশি বৈচিত্র বাহার"

০৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

কিন্তু এখানে মনটাকে আকাশের মতো বৃহদার্থে আকাশ মন বলা হয়েছে!
বিশাল আকাশ যেমন বহু বৈচিত্রে ভরা মন আকাশ বা আকাশ মন তেমনি-

আশা করি বোঝাতে পেরেছি

৯| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: সবগুলো ভালো লেগেছে।

০৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কবি!

শুভেচ্ছা

১০| ০৭ ই মে, ২০১৭ রাত ১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো +++

০৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির!!!

প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা অফুরান

১১| ০৭ ই মে, ২০১৭ রাত ৩:২১

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতার দর্শনে আকাশ মনে ঋতুর চেয়েও বেশি বৈচিত্র বাহার, জীবন চলমান রেলগাড়ী ছুটছে অবিরাম, নিশুতি ভ্রমনে জীবনের বোধগুলো ধারালো হয়ে কেটে কেটে বসে হৃদয়ে, গন্তব্যে পৌঁছে চালকের খবর কে কবে রেখেছে কোথায় , তাইতো পরক্ষনেই দেখা যায় সন্ধান ,যেখানে দেহাতীত সত্তাকে খোঁজার নিরন্তর চেষ্টা, মন আকুপাকু করে চাওয়া আর পাওয়ার ভেতর ব্যবধান জানতে চায় । এসময় কবিতা গুচ্ছের পাদপিঠে চলে আসে স্মৃতি যাকে ঝাঁপি বন্ধ করে রেখে হাসির আভরনে ঢেকে রাখা হয় সব জ্বালা, কষ্ট, যাতনা, আর অনুভবে আসে নি:সীম শূন্যতার দিগন্তে একা । এ পর্যায়ে উপলব্দিতে দেখা যায় বিসর্জন প্রিয়তমের স্বর্ন চূড়া খোঁপা , রানীর মতো গ্রীবা উঁচু করে হেটে চলা , ভরাট স্বাস্থ্য, রুপের জেল্লা সূখের হাসিএকটুও কষ্ট দেবেনা হতে বিসর্জন । বিসর্জন উপলব্দির পরক্ষনেই দেখা মিলে আপ্তবোধ যেখানে কেবলই আত্মার জন্মান্তরের স্মৃতি মন্থন আর নিভৃতে আত্মমগ্নতায় ডুবে থাকা। এই তো কবিতার দর্শন , অসমাপ্ত উপাখ্যান ।

বুঝাই যাচ্ছে খুবই গভীর নিষ্ঠার সঙ্গে লিখেছেন কবিতা ,কবিসুলভ ভাবালুতা দিয়ে নয়, পরতে পরতে যুক্তিপুর্ণ কথামালার পসরা সাজিয়ে দাঁড় করিয়েছেন নিজের এই কবিতা দর্শন। নির্মিত হয়ে গেছে যেন এক অনিন্দ সুন্দর কাব্যের ভুবন । এ প্রসঙ্গে বলতে পারি আমার মত এমন একজনের যার মন কবিতা সৃষ্টির জন্যে উপযুক্ত নয়, কাব্য আলোচনায় তার পরিচ্ছন্নতা, ভাল অন্তঃপ্রবেশ দেখাতে পারলেও কবিতা সম্বন্ধে নিজস্ব বোধ, আর গভীরতা বুঝাতে একদিকে ব্যর্থ আর দিকে হয় বিশৃংখল । এই কবিতাগুচ্ছ নিয়ে কিছু কথা বলতে গিয়ে আমার যে এ দশাই হয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত । আসলে আমি কবিতা তেমন ভাল করে বুঝিনা কিছুই । তাই মন হয় বড় কবিদের কবিতাও নষ্ট হয়ে যেতে পারে তাদের কবিতা নিয়ে যথাযথভাবে আলোচনা করার অপারগতায় কিংবা এমনো হতে হতে পারে যাতে করে কবিতার সুধী ও বিবেকি পাঠককেও কিছুটা ফাঁপড়ে পড়ে যেতে হতে পারে কবিতার উপরে আমার মন্তব্যের এমন সব অন্তসারশুন্য কথায় ।

এ পোষ্টের কবিতাগুচ্ছ নিয়ে কথা বলার জন্য গভীরতাস্পর্শী ও যুক্তি আলোকিত মননের অধিকারী হওয়া যেখানে জরুরি, সেখানে সাধারন একজন পাঠক হিসাবে মনে যা আসে বলে যাই সে সব কথা । প্রসঙ্গক্রমে বলা যায় জীবনানন্দ দাস ইংরেজি সাহিত্যের উদাহরণ দিয়ে বলেছেন বড় কবিরাই ধারাবাহিকভাবে সেখানে আলোচনা সমালোচনা করেছেন নীজেদের লেখার । ড্রাইডেন, জনসন, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, কীটস, শেলী, আর্নল্ড, ইয়েটস, পাউন্ড, এলিয়ট- প্রত্যেকে কবিতা লেখার পাশাপাশি আলোচনা সমালোচনা একে অপরের । রবিন্দ্রনাথ ও জীবনানন্দ দাসেরাও কাব্য সমালোচনা করেছেন। কবিদের কাব্য সমালোচনা যে প্রকৃত অর্থেই কবিতাবান্ধব ও শ্রেষ্ঠতর তার প্রমাণ রবিন্দ্রনাথ জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে একালের নামকরা করা কবিগন পর্যন্ত প্রসারিত। এখানেও তার অভাব নাই , খুব অল্প কথায় কবিতাগুচ্ছের বিষয়ে সুন্দরভাবে অনেকেই কথা বলেছেন , যেমন শ্রদ্ধেয় আহমেদ জী এস অতি সংক্ষেপে বলে গেছেন কবিতা গুচ্ছের মর্মকথা ।

কবিতা গুচ্ছ পাঠে মনে হল কবিতাটি খোলাখুলিভাবে নিজের স্বচ্ছন্দ সমগ্রতার উৎকর্ষে যাপিত মানবজীবনের কবিতা, কবির ভাবনা সূক্ষ্ম, হৃদয় আন্তরিক অভিজ্ঞতায় সজাগ, চেতনা ও অবচেতনা ঐকান্তিকভাবে সক্রিয় থাকার দরুণ কবি জীবনের উন্নতশীল ভাঙাগড়ার কাজে শুভ ও সার্থক আত্মনিয়োগ সম্পর্কিত দর্শন তুলে ধরেছেন সুন্দরভাবে ।

কবিতায় থাকা বিষয়াবলীর অবতারনা শুধু দর্শনই নয় কবির সৃষ্টিশীল উদ্ঘাটন, যা আবির্ভূত হয় সৌন্দর্যের অবয়বে, কল্পনাকে তৃপ্ত করে। কবিতার কাছে কাব্যরস ছাড়া অতিরিক্ত কিছুই যেখানে আমরা দাবি করতে পারি না সেখানে কবিতা যে দর্শনও দিতে পারে, তা দেখে অনুভবে আসে কবিতায় কবির স্বকীয় সিদ্ধির আর কোনো প্রয়োজন পড়েনা না। কবিতা দর্শন নিয়ে বলতে গেলে এটা মেনে নিতেই হয় কবির রয়েছে হৃদয়বৃত্তি , রয়েছে তার হৃদয়ে কল্পনা এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা এবং এর সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্য-বিকীরণ যা দিয়ে পাঠককে করা হয়েছে অআপ্লুত, অভিভুত ।

নানারকম ভা্বাদর্শ এই পোষ্টের কবিতা সম্ভারকে বৈচিত্র্যময় পরিসর দিয়েছে। দেখা যায় কবি ভৃগু অতি সচেতন তার কবিতা রচনার পশ্চাতে ক্রিয়াশীল অন্তঃপ্রেরণা সম্পর্কেও। অন্তঃপ্রেরণা তাঁর কাছে কল্পনাশক্তি ও আত্মপোলব্দির সমন্বয়। কবি তাঁর অসমাপ্ত উপাক্ষানে এ সমন্বয়ের চূড়া স্পর্শ করতে পেরেছেন বলেই মনে হয়েছে ।

অভিনন্দন রইল কবিতা গুচ্ছের জন্য

নিরন্তর ভাল থাকার শুভ কামনা রইল ।

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ প্রিয় ড. এম আলী।

অসাধারন গভীর অনুভবে প্রথমাংকেই এঁকে দিয়েছেন পূর্ণ কবিতার নির্যাস রুপ!

মুগ্ধ অভিভূত, আপ্লুত।

এত গভীরতাস্পর্শী ও যুক্তি আলোকিত মননের বিশ্লেষন বি্তাকে করেছে পূর্ন। নিরাভরণে যেন অনিন্দ্য অলংকারে পূর্ণতর করেছে এই ক্রিটিক। আপনার ক্রিটিক আয়নায় যেন নিজেকে নতুন করে পেলাম! অনুভবে বুদ মাটির প্রতিমাকে যেন রং দিয়ে প্রাণবন্ত করে তুললেন আপনার গভীর অন্তঅনুভভের প্রকাশে।

আপনার চমৎকার ক্রিটিকের জবাব এত চমৎকার শব্দা ভাষা আর বিশ্লেষনে দেবার ক্ষমতা নেই!
আছে কেবলই হৃদয়ভরা একরাশ শুভেচ্ছা

তাই গ্রহণ করুন। :)

নিরন্তর শুভকামনা আর অফুরান শুভেচ্ছা আপনার জন্য।

১২| ০৭ ই মে, ২০১৭ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: গন্তব্যে পৌঁছে চালকের খবর কে কবে রেখেছে???? -

চিরকালীন প্রশ্ন ।

চাওয়া আর পাওয়ার ভেতর ব্যবধান আজন্ম হয় কেনো ! -

এই প্রশ্নও চিরদিনের ।

কী দ্রুত দিন বদলে যায় -মৃত্যুর গহবর থেকে ফিরে এসে
চেয়ে দেখি কেউ নেই কিছু নেই
নি:সীম শূন্যতায়, দিগন্তে একা...
আজো দূর হল কই?


অসাধারণ অভিব্যক্তি ।


চারিদিকে রাখবি খবর সে না যেন দেখতে আসে
আমারে জাগিতেই হবে যদিগো তার নয়ন ভাসে.


অপূর্ব ।

তোমাকে ভালোবেসে যাওয়া ছাড়া
অন্য কোনও পথ আর নেই,
সখি -একটা শেষ না হওয়া উপাখ্যানের নায়িকা
যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় ----


অনবদ্য ।
সবকটা কবিতাই খুব ভালো লাগলো । ++++++++++++

.

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি :)

একেবারে জিষ্টটুকু তুলে এনেছেন :)

ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা!!!!!

শুভেচ্ছা অফুরান!

অ.ট . (আপনাকে কমেন্ট করতে গেলেই একজনের কথা মনে হয় খুব!
কেবলই ক্ষেপাত আমায়..... হা হা হা এখন আর কেউ ক্ষেপায় না!!!!

১৩| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০০

শরদিন্দু রূপক বলেছেন: প্রত্যেকটাই সুন্দর।'দর্শন' এর জন্য সিলেক্টেড ছবিটা দারুণ!!

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শরদিন্দু রুপক :)

ছবি ভাললাগায় আরেকবার ধণ্যবাদ :)

শুভেচ্ছা

১৪| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আকাশ-মন"
আমার ভুল হয়েছে। ক্ষমা করবেন।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে বলেন! ক্ষমা চেয়ে আমাকে লজ্জ্বায় ফেলে দিলেন!!!!!

আপনার যতি চিহ্ণানুযায়ী সংশোধিত :)

অনেক অনেক ধন্যবাদ।

১৫| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

০৭ ই মে, ২০১৭ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

কৃতজ্ঞতা টু :)

ভাল থাকুন

১৬| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:১৫

শায়মা বলেছেন: ভাইয়া ছবিতা এবং কবিতা দুই এই মুগ্ধ হলাম!!!!

০৭ ই মে, ২০১৭ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

শায়মাপুনি আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

শুভেচ্ছা অফুরান

১৭| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিদের ভালবাসতে নেই
বুক ভরা কেবল আবেগের বন্যা। জীবনতো শুধু আবেগে চলেনা তাইনা
কর্পোরেট জমানায় কবিতায়ও চাই হিসেব-নিকেশ
আচ্ছা তুমি বলোতো- প্রেমিক কি কখনো ব্যবসায়ী হয়?
কাকে বোঝাবো! তাইতো নিভৃতে আত্মমগ্নতায় ডুবে থাকা।

কবি ইহা কি বলিলেন!! কবিদের কেউ ভালবাসবে না তাই কি হয় ।

প্রতিটি কবিতায় ভাল লেগেছে ।পোস্টে + কবিদের ভালবাসার জন্য দুই একটি কবিতা কি লিখা যায় না?? !:#P

০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো!!!
কবিদের যদি কেউ ভাল না বাসে তবে কাব্য হবে কি করে? ;)

ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা। আর নিশ্চয়ই ভালবাসার জন্যইতো সব কবিতা!
হয়ে যাবে কোন একসময় :)

অনেক অণেক শুভেচ্ছা । ভাল থাকুন।

১৮| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


মনে রাখার মতো কিছু হয়নি, শুধু ব্লগারের নিকটা মনে রয়েছে

০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অতি উত্তম! নিকটা মনে রেখেছেন- তাতেই ধন্যবাদ। ;)

১৯| ০৮ ই মে, ২০১৭ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: কবি ও প্রেমিক কখনো বণিক হতে পারেনা।

০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কথা অতীব সত্য! :)

অনেক ধন্যবাদ ও অন্তহীন শুভেচ্ছা

২০| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৫

কানিজ ফাতেমা বলেছেন: //আকাশ- মনে ঋতুর চেয়েও বেশি বৈচিত্র বাহার// চমৎকার আবিস্কার

শুভ কামনা রইল

০৮ ই মে, ২০১৭ দুপুর ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অফুরান

২১| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: ১। দর্শন:- শিরোনাম উপযোগী কবিতা হয়েছে, অথবা কবিতা উপযোগী শিরোনাম। দুটোই ঠিক। কবিতার শুরুটাই চমৎকার হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় স্তবকেও সুন্দর দার্শনিক ভাবনা পাওয়া গেল, আর এই শেষ চরণটি তো এক কথায় অসাধারণ হয়েছে- গন্তব্যে পৌঁছে চালকের খবর কে কবে রেখেছে????
২। সন্ধান:- দেহাতীত প্রেমের আকুলিবিকুলি দেহজ প্রেমের চেয়ে বেশী ঝঞ্জা বয়ে আনে প্রেমিকের দেহ মনে।
প্রচন্ড শীতে কবুতরের মতো বুকে ওম খোঁজা তৃপ্ততা - আহা, আহা!
চাওয়া আর পাওয়ার ভেতর ব্যবধান আজন্ম হয় কেন! -- চাওয়াকে অব্যাহত রাখার জন্য।
৩। স্মৃতি:- টপটপ করে ছেড়ে দিলে জল-এত ভাল কেউ বাসে???? -- অশ্রু প্রেমময় হৃদয়ের নির্যাস।
৪। বিসর্জন:- আর কিছু জানিনে যে,-- ভালবাসা ছাড়া! - আর কিছু জানিনে বলেই প্রেমিকাকে বিসর্জন? এ কেমন কথা? ওটুকুই বা ক'জনে জানে?
… be happy.. চিত্রটি ভাল লেগেছে। টাইপোঃ ভূল নয়, ভুল। এই ভুলটি আপনার বেশী হয়ে থাকে। তেমনি ভাবে, সূখ নয়, সুখ
৫। আপ্তবোধঃ- না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় --- - চমৎকার! শেষ কথা, সার কথা।

এর আগে এক লাইনের একটি মন্তব্য রেখে গিয়েছিলাম (১৯ নং), এবং তার পর থেকে একটা অতৃপ্তিতে ভুগছিলাম, এত সুন্দর এই কবিতাগুচ্ছের প্রতি সুবিচার করিনি বলে। তাই আবার ফিরে এলাম, এবারে মন্তব্য করে তৃপ্ত হ'লাম।

০৯ ই মে, ২০১৭ সকাল ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

হুম ১৯ নং েএর শূন্যতা আমাকেও ছূঁয়েছিল।

পূর্ন করায় উচ্ছসিত ও কৃতজ্ঞ। ‍হ্রস উ কার দীর্ঘ উ কারের প্যাচ আমার কোন দুষ নাইক্যা!!! সব দোষ শিফট কীর :P
খালি টিপ পড়ে যায় ;) হা হা হা ধন্যবাদ নজরে আনায়। সতর্ক থাকার চেষ্টা করব!

আপনার তৃপ্তিতে আমিও তৃপ্ত :)

শুভেচ্ছা অফুরান

২২| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গন্তব্যে পৌঁছে চালকের খবর কে কবে রেখেছে???? অসাধারণ ! পুরোটাই অসাধারণ !!!

০৯ ই মে, ২০১৭ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গিয়াস লিটন ভায়া :)

শুভেচ্ছা অন্তহীন!

সবসময় শুভকামনায়

২৩| ০৯ ই মে, ২০১৭ সকাল ১০:৪৭

নাগরিক কবি বলেছেন: সন গুলোই অনেক সুন্দর ভৃগু ভাই :)

০৯ ই মে, ২০১৭ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নাগরিক কবি!

:)

২৪| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:৫০

জুন বলেছেন: ভৃগু এবারের কবিতাগুলোর সারমর্ম কিছুটা হলেও বুঝতে পেরেছি বলে খুব ভালোলাগলো :)
সহস্র মাইল দুরের শহরে তুমি---
কিন্তু হৃদয়ের জানালাটা খুলে দিলেই
তোমার সেই চেনা হাসি- সেই ঘ্রান, সেই কোমলোষ্ণতা!
কি অমোঘ মায়া কোন এক বিশেষ জনার জন্য । সত্যি অদ্ভুত সুন্দর ।
+

০৯ ই মে, ২০১৭ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

জুনাপুযে কি বলেন না!!! হা হা হা

হুম। অমোঘ মায়ার মায়া যে বড়ই মায়াময় ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনার জন্যে :)

২৫| ০৯ ই মে, ২০১৭ রাত ১১:১০

জেন রসি বলেছেন: সবকিছু মিলেই একটা উপলব্ধি, একটা বোধের জন্ম! কিছু অধরা ইচ্ছে! কিছু যাপিত জীবন! সেখান থেকেই আবার দুএকটা স্বপ্ন উকি দিয়ে যায়!
++

১০ ই মে, ২০১৭ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন করে বললেনতো!

ধন্যবাদ আর অন্তহীণ শুভেচ্ছা

২৬| ১০ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩

কানিজ রিনা বলেছেন: মন্তব্য গুল হিরে মানিক মুক্তার মত। অনেক
অনেক ভাল লাগা রাখলাম দেখাত লাগবে
বিদ্রোহীর কবিতা। কবিকে ভালবাসতে নেই।
কবি যদি আলগিয়ে দেখত অপরজনও কবি
ছিল তাহলে প্রেমটা মজবুত হত। কবি শুধু
আবেগ তারিত ভালবাসার পিছনে ছুটল।
প্রেমটা পিছনে অবহেলায় দিনাতিপাত কাটাল।
শেষটায় আর পিছন ফিরার ক্ষমতা হাড়াল।
হুমায়ুন স্যারের কবিমন।
অসংখ্য ধন্যবাদ।

১০ ই মে, ২০১৭ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিরে মনিক মুক্তো আরেকটা বাড়ল ;)

হা হা হা
অনেক অনেক ধণ্যবাদ কানিজ রিনা!

হুমায়ুন স্যারের কবিমনের উদ্ধৃতি ভাললাগল।
কবিরা যে অভিমানি হয়গো! তা ভুললে চলবে কেন ?

মন্তব্যে একরাশ শুভেচ্ছা

২৭| ১১ ই মে, ২০১৭ রাত ১২:১০

সুমন কর বলেছেন: প্রতিটি বেশ ভালো লেগেছে। ভালো লাগা রইলো। +।

১১ ই মে, ২০১৭ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সুমন দা!

ভঅললাগা আর প্লােস কৃতজ্ঞতা।

শুভেচ্ছা অফুরান

২৮| ১১ ই মে, ২০১৭ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: অ.ট . (আপনাকে কমেন্ট করতে গেলেই একজনের কথা মনে হয় খুব!
কেবলই ক্ষেপাত আমায়..... হা হা হা এখন আর কেউ ক্ষেপায় না!!!!


আপনি আমায় কৌতুহলী করে দিলেন যে ! এখন কি করি ? এই তিনি কে ? জানার ইচ্ছা জাগছে!

আপনার কবিতা আমার খুব ভালো লাগে । আমি আপনার কবিতা মিস করতে চাই না । অনেক সময় পড়তে হয়ত দেরী হয়ে যায় । তাই আমার সাথে ওনার লিঙ্কটা কি করে হোলো সেটা আরো জানতে ইচ্ছা করছে !

১২ ই মে, ২০১৭ সকাল ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অকপট অনুভবেতো দেখি নিজেরই বিপদ বাড়ায়! :P এখন কি করি!!!! :-/

এই তিনি সকলরে জীবনেই থাকে। আপনার চেয়ে আপন। দূরে থেকেও অনেক কাছের!
যাকে অনুভব করা যায়- অথচ মায়া-ছায়া, রক্তাক্ত মরিচিকার মতো অধরা...;)
চির আকাঙ্থিত, স্বপ্নের মতো, রুপকথার রাজকন্যা! ঘোড়ায় চড়া রাজপুত্র!
জনম জনমের বন্ধনে বাঁধা- অথচ একেক জনমে একেকজনের স্মৃতি বিভ্রমের পরিহাস!!! হা হা হা
আজো খুঁজছে অক্রে অন্যে- একজন পরিচয় দিয়ে ডাকছে তো অন্যজন-শ্রাগ করে এড়িয়ে যাচ্ছে
স্মৃতি উদ্ধারের এই লুপ কবে শেষ হবে??? কে জানে? কোন জনমে?

২৯| ১৫ ই মে, ২০১৭ রাত ১:১০

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারননন হয়েছে কবিসাহেব!

প্রত্যেকটাই সুন্দর তবে পড়তে পড়তে মনে হলো, যত সামনে এগুচ্ছি আরো বেশি আবেগ ঢেলে দেওয়া চরণের দিকে যাচ্ছি! অনেক মুগ্ধতা নিয়ে পড়েছি, বেশ কবার পড়েছি।

যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায়

এই লাইনগুলো বিশেষ করে অনেকদিন মনে থাকবে আমার। মন ছুঁয়ে গিয়েছে!

এমনই সুন্দর লিখতে থাকুন, ও ভালো থাকুন।
আমার সকল শুভকামনা রইল!

১৫ ই মে, ২০১৭ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু'বার চোখ কচলে নিলাম! ভুল দেখছিনাতো!

হাইবারনেশন শেষ হলো তবে ;) ???

দীর্ঘ বিরতির পর আন্তরিক মন্তব্যে আপ্লুত :)

হুম। সত্যি আমি ঋনি সখির কাছে :) গভীর অনুভবে ছুঁয়ে অনুভবকে প্রাণবান করেছে বলে!
আপ্তবোধের শেষ লাইনগুলো আমারো খুব ভাল লাগে :)
মনের গহন থেকে উচ্চারণ করি..

আজকাল মনে হয়
তোমাকে ভালোবেসে যাওয়া ছাড়া
অন্য কোনও পথ আর নেই,
সখি -একটা শেষ না হওয়া উপাখ্যানের নায়িকা
যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় :)

শুভেচ্ছা অফুরান

৩০| ১৯ শে মে, ২০১৭ সকাল ৯:১০

আবু মুছা আল আজাদ বলেছেন: অসাধারণ ভাবনা ও কল্পনা আঁকা কবিতা।

"ভেজা বর্ষার আগলে রাখা_ তোমার চোখের জল
প্রচন্ড শীতে কবুতরের মতো বুকে ওম খোঁজা তৃপ্ততা"

অসাধারণ শব্দ চয়ন।

১৯ শে মে, ২০১৭ সকাল ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.