নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

চেতনাব্রতে: শুভারম্ভ

০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৪

জ্বলে চেতনার উজ্জ্বল শিখা
সৎ, সত্য, সুন্দর
মানবতা, মুক্তি আর স্বাধীনতার
উন্নয়ন আর আত্মমর্যাদার : হেরার পবিত্র বাক্যে ।

ধারায় সতত: দুর্বল ইনসান
যুগে যুগে কালে কালে-ভুলে গেলে পথ,
দিশারী মানব এসেছে বারবার
চেতনার দিশা লয়ে।

মৌলিক বিধানে মুক্তির বারতা:
বিশ্বাস, ধ্যান, সংযম
আত্ম বিকাশের মোক্ষম সাধন
অর্থমোহত্যাগ আর পূর্ণতায় সত্য দর্শন।

বাহ্যিকতা আর মোড়কে আবৃত সত্য
আচার আর পোষাকে ঢেকেছে চেতনা
উপবাস-সংযমে অঢেল ভোগ!অপচয়ের উৎসব!!
ব্যাক্তিকতায় আড়াল-সামগ্রিকতার চেতন!

অথচ রবের কি দৃঢ় উচ্চারন:

"তুমি কি জান সত্য ত্যাগী কে?
যে ইয়াতিমকে দেয় গলা ধাক্কা
নিরন্ন-নিরাশ্রয়কে দেয়না অন্ন-অাশ্রয়;
দুর্ভোগ সেইসব ধার্মিকের-
যারা তার ধর্ম সম্পর্কে উদাসীন
নিরর্থ লোক দেখানো সব কর্মসূচী
অথচ পরিবার-প্রতিবেশির দায়ে উদাসীন। *

জাগরণে শুভারম্ভ হোক
নিজের বিশ্বাস আর কর্মের সংশোধনীতে।

##

*(সূরা মাউনের ভাবানুবাদ)

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: জাগরণে শুভারম্ভ হোক
নিজের বিশ্বাস আর কর্মের সংশোধনীতে। আমিন।

০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা অন্তহীন

২| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৯

আমিই সত্য বলেছেন: Dear Brother Many thanks to your always wonderful Blog
My name is Jaker live in Japan about 25 years i am a student to hungry known about me
i always search about me Who I, Why I, Where I etc
I always read your blog i love your Nice Opinion & think ( please forgive my language power)
i am interested to meet with you for discuss about Soul & Jonmantorbad & me
if possible, i want to make communication with you if you agree please send me a little response
kind regards
Jaker

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক আগ্রহে অসংখ্য ধন্যবাদ ।

আপনার নিজেকে জানার চেনার আগ্রহে অভিনন্দন।

আপনার জণ্য শুভকামনা যাতে আপনি সে চরম, পরম সত্যকে লাভ করতে সক্ষম হোন।

আর অবশ্যই আছি আপনার এবং সবার সাথে - সামুতে, সবসময় ;) :)
আর আপনি রেসপন্স পাঠানোর কোন ক্লু দেন নি!!!- কোন ইমেইল বা কোন কিছু?

ভাল থাকুন

৩| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৪

অতৃপ্তচোখ বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই।
আমরা ধর্মকে সামনে খাড়া করে মানুষ আড়ালে রাখি!! এরও হিসাব দিতেই হবে মহান সৃষ্টিকর্তার কাছে।

কবিতায় +++++

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়!

প্লাসের জণ্য অনেক অনেক শুভেচ্ছা
শুভকামনা সব সময়।

৪| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: নিরর্থ লোক দেখানো সব কর্মসূচী
অথচ পরিবার-প্রতিবেশির দায়ে উদাসীন। *
জাগরণে শুভারম্ভ হোক
নিজের বিশ্বাস আর কর্মের সংশোধনীতে।
-- ভালো লিখেছেন।

০৮ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

শুভেচ্ছা অফুরান

৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




অসংযমী চেতনায় ভরপুর মানুষেরা আচার আর পোষাকেই তো ঢাকে ভোগের সব উৎসব । এ তো যুগ যুগের কেচ্ছা । পথের দিশারীদের দেখানো পথে মানুষ হেটেছে কি কখনও, কোনও দিন ? নিজের ভোগ-বিলাস আর অসংযমের আত্ম প্রতিষ্ঠিত বোঝার ভার বয়েই তো গেলো মানুষের সারাটা জীবন । সে মানুষ কি করো জাগবে ?

বক্তব্য সুন্দর, শুধু পড়তেই ; জীবন যাপনের প্রতিফলনে নয় ।

০৮ ই জুন, ২০১৭ রাত ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনকে ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস :)

পড়া যেদিন জীবন যাপনে প্রতিফলিত হবে সেদিনই আসবে কাংখিত সমাজ।
কোরআন আজো আছৈ অথচ জীবন যাপনে প্রভাবহীন। তাইতো আজো বিশ্বাসীরা পশ্চাদপদে!
পাঠ যেদিন অনুভবের খিড়কি বেয়ে জীবন যাপনকে নিয়ন্ত্রন করবে তখনই তা পাঠ বলে গণ্য হবে।

শুভকামনা অন্তহীন।

৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া!

০৮ ই জুন, ২০১৭ রাত ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :)

শুভেচ্ছা অনন্ত .....

৭| ০৯ ই জুন, ২০১৭ সকাল ৭:৫৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর।
+++++
শুভ কামনা।

০৯ ই জুন, ২০১৭ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি :)

প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অসীম

৮| ০৯ ই জুন, ২০১৭ রাত ৯:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মান উত্তীর্ণ কবিতা। অসাধারণ লিখেছেন। অনেক ভাল লাগল।

০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সনেট কবি :)

কৃতজ্ঞতা অফুরান

৯| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া !
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মনিরাপু :)

আমিন।

কৃতজ্ঞতা শুভকামনায়।
শুভেচ্ছা অফুরান :)

১০| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা :)

অনেক দিন পর পেলাম

ভাল থাকুন শুভেচ্ছা নিরন্তর

১১| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১:২৩

ওমেরা বলেছেন: সত্যি বলছি ,অসাধারন হয়েছে ।অনেক ধন্যবাদ

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি! অনুপ্রানীত হলুম।

অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা

১২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাবানুবাদ ভালো লাগলো। শুভেচ্ছা।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

অনেক দিন পর পেলাম। এখন কেমন আছেন???

শুভেচ্ছা আর শুভকমনা অন্তহীন

১৩| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: চেতনার উজ্জ্বল শিখা,
জ্বলে সেতো এ বক্ষে,
ঈমানের শার্দূল পরিখা,
লুকিয়ে হেরার বাক্যে!

দুর্বল কেন হবে ইনসান
খলিফা বানিয়েছেন যারে,
যিনি দিয়েছেন তাকে প্রাণ
জিজ্ঞাসা করি তারে।

দুর্বল কি সবল তা আগে
লিখে রাখা হয় খাতায়,
ইনসানের কি দোষ তাতে
আসে না তা মাথায়।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক ধন্যবাদ।

ইনসান ভুলে যায় মানসুরকে?
একই প্রশ্ন তাই বারবার জাগে
অথবা লুকাতে নিজের দায়
জেনেও শূন্যে কারো উপর চাপায় ;) হা হা হা

শুভেচ্ছা

১৪| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

কবিতায় ভালো লাগা।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ :)

১৫| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:
অপূর্ব!

২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে আপ্লুত :)

শুভেচ্ছা ভ্রাতা

১৬| ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: একটি চমৎকার শিরোনামে খুব সুন্দর কবিতা, দৃপ্ত উচ্চারণে! অনেকগুলো ভাবনা-উদ্রেককারী কথা লুকিয়ে আছে কবিতার চরণে চরণে, যেমনঃ
*আত্মবিকাশের মোক্ষম সাধন
অর্থমোহ ত্যাগ আর পূর্ণতায় সত্য দর্শন।
*ব্যক্তিকতায় আড়াল-সামগ্রিকতার চেতনা।
সুরাহ আল-মাউনের ভাবানুবাদটিও ভাল হয়েছে। আর ভাবানুবাদের পরের কথাগুলো তো আরও সুন্দর বলেছেনঃ
*"জাগরণে শুভারম্ভ হোক
নিজের বিশ্বাস আর কর্মের সংশোধনীতে"
- এ দৃপ্ত আহবানে আমিও কন্ঠ মিলাচ্ছি!

চমৎকার এ কবিতাটিতে প্রায় সোয়া তিন বছর পরে এসে নবম ভাল লাগাটি রেখে গেলাম! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.