নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

দর্পন

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩১

প্রতিবারই আসে বছর ঘুরে আসে মাহে রমজান
খুশি হই সবে পুলকিত রবে- বলি আহলান সাহলান।
রমজান আসে বারতা লয়ে দয়া ক্ষমা আর মুক্তির
বিশ্বাসী সবে অনুগত হৃদে খোঁজে সে পথ প্রশান্তির।


আহবান

রমজান আসে সংযম লয়ে জীবনের সকল কাজে
ভোগ নয় ত্যাগেই মুক্তি - বারতার ডমরু বাজে।
শুধু একবেলা অনাহার নয় এতো চেতনা আত্মার
শুদ্ধ সংযত পরিমিত বোধ, মায়া,মমতা জাগাবার।

নফসের যত ভোগ লিপ্সা মনের যা খূশি তা করা
বিরত করে তারে -শেখায় সুস্থতার অভ্যাস করা।
শুধু একমাস নয় এতো শিক্ষা- মানতে সারা জীবন
প্রশিক্ষন বাধ্যতামূলক যেন মনে রয় তা আজীবন।


বাস্তবতা

আমরা কি রাখি মনে? সে সংযম চেতনা!
বেড়ে যায় ভোগ -বাহারী- যত বিলাসী রসনা!
পূজি আর ভোগ সর্বদা ধায় ধর্মের বিপরীতে
তাই ধর্মের খোলসেই মারে তারে, কি - অনায়াসে!

সংযমের মাসে অপচয়ের পার্টি, কত পদ প্রকরণ
গরীব ভুখা নাঙ্গা দূরেই রয়-সাম্যের বাণী অকারণ!
শ্রেণীভেদ আজো মুছে নাই- আশরাফ আতরাফ
নিম্ন, মধ্য আর উচ্চ বিত্তে আজো সে ব্যবধান কত সাফ।

ইফতারীতে কত বাহারী পদ, সেহরীতে নয়া রেসিপি
হায়- প্রতিবেশি শিশু কাঁদে ক্ষুধায় কখনোকি চেয়ে দেখেছি?



স্বার্থপরতা

ঈদের জন্য রকমারী বাজেট সকল স্বজন-তরে
হাজার-লাখেও হয়না পোষাক আরও দামী চাই সকলের।
সকলের আশা পুরাতে গিয়ে "আমি" খাই হিমশিম
হয়না সময় চেয়ে দেখবার -ঐ পথ শিশুটির বস্ত্রটা কি-মলিন।

ঈদের দিনে পোলাও কোর্মা, পায়েস ফিরনি কত খানা
ঈদগাহে যাই মনে স্ফুর্তি -আহা খাসা হল ঈদখানা?
আসা যাবার পথে কত ভিখিরি দেখে কুচকাই চোখ
যত্তসব বলে দুটো টাকা দিয়ে পাশ কাটিয়েই সূখ!!

সত্য চেতন

হয়েছে কি তোমার সিয়াম সাধন? রমজানেরই শিক্ষা
হায়- নিজেই হয়েছ ভিখিরি! কারে দা্ও দুটাকা ভিক্ষা।

শুধু উপবাসের ছিলনা এ মাস ছিল জাগাতে চেতনা
সাম্য, মৈত্রি আর মানবতার, আল ফিতরের ঘোষনা।
সংযমে তুমি বাঁচাবে যে ধন- তারেই দিতে হবে বিলিয়ে
খুশি হবে সে দানে তবেই হবে ঈদ- ঈদ আল ফিতরের।

মন্তব্য ১০০ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কি সুন্দর ভাবেই না লিখে গেলেন। খুব ভাল লাগল পড়ে।
আমরা যদি রমজানের শিক্ষাটা উপলবদ্ধি করে সে ভাবে চলতে পারতাম কতই না ভাল হত।
আল্লাহ আমাদের সকলকে ভাল পথে চলার তৌফিক দান করুন।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

আমিন।

শুভেচ্ছা অফুরান

২| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: এ কবিতা অনেক কথা বা প্রশ্ন করে গেল কিন্তু আমরা কয়জন তা সঠিকভাবে পালন করি ।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে জন্যেইতো দর্পণে নিজেকে দেখা!

ভাবের মূখোশ ধর্মের ফানুস সূখে উড়ন্ত বেলুনে বাস্তবতার পিন দর্শন ;)

স্বর্গের স্বপ্ন আর লোভে শুধু মুখোশে যে কিছু নেই- কে বোঝাবে?

ধন্যবাদ ও শুভেচ্ছা

৩| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।।
লোক দেখানো সুনাম অর্জনের মধ্যে তো সুখ ও শান্তি কিছু নেই । তারপরেও এটাই তো দুনিয়ার জিডিটাল নিয়ম,গুরু । ;)

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।। লালন গুরুর খাঁটি কথা :)

গুরু শুধু নিয়ম বলে পাশ কাটালে হবে? না নতুন নিয়ম বা নিয়ম বদলের নিয়ম নিয়েও ভাবতে হবে ? ;)

অনেক অনেক শুভেচ্ছা

৪| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীর ইফতারের মেন্যু জোর করে বদলানোর দরকার, এটাকে জাংক-ফুডের স্তরে নিয়ে গেছে বাংগাকলীরা; মানুষ ভালো খাবার থেকে বন্চিত হচ্ছেন।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্দ বলেন নি!

বদলানো দরকার

শুভেচ্ছা

৫| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল কবিতায় +++++

১১ ই জুন, ২০১৭ রাত ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা অনন্ত

৬| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: চমৎকার করে লিখে দিয়েছেন সব বাস্তবতা। +।

১২ ই জুন, ২০১৭ সকাল ১১:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সুমন দা :)

আয়নাতে দেখার সামান্য চেষ্টা করেছি- মৌলিকতা আর চলমানতাকে।

প্লাসে অনুপ্রাণীত হলাম। কৃতজ্ঞতা অন্তহীন।

৭| ১২ ই জুন, ২০১৭ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: অসাধারণ কাব্যিক আরশি তুলে ধরেছেন । +++++++

শুভকামনা ।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীল পরি!

আরশিতে সবাই নিজেকেই খূঁজে পেলেই স্বার্থকতা!

অন্তহীন শুভেচ্ছা

৮| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৭

নতুন নকিব বলেছেন:



''রমজান আসে সংযম লয়ে জীবনের সকল কাজে
ভোগ নয় ত্যাগেই মুক্তি - বারতার ডমরু বাজে।
শুধু একবেলা অনাহার নয় এতো চেতনা আত্মার
শুদ্ধ সংযত পরিমিত বোধ, মায়া,মমতা জাগাবার।

নফসের যত ভোগ লিপ্সা মনের যা খূশি তা করা
বিরত করে তারে -শেখায় সুস্থতার অভ্যাস করা।
শুধু একমাস নয় এতো শিক্ষা- মানতে সারা জীবন
প্রশিক্ষন বাধ্যতামূলক যেন মনে রয় তা আজীবন।''

---রমজান নিয়ে এত এত সুন্দর করে বলা আপনাকেই মানায়। এক কথায় অসাধারন! আপনার কাব্য প্রতিভাকে আল্লাহ পাক বৃদ্ধি করুন।

সেফ হতে না হতেই জেনারেল হয়ে আছি। জানি না, এখানে কত দিন থাকতে পারব। নতুন পোস্ট দিয়েছিলাম দয়া করে যদি দেখে আসেন। লিঙ্ক দিচ্ছি-

সুখিয়া রবিদাস!

প্রিয় কবি,
ভাল থাকুন নিরন্তর।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনার আন্তরিক মন্তব্যে আপ্লুত।
আমিন।

দারুন মর্মস্পর্শী এক অসহায় প্রতিবাদ সূখিয়া! ভাললাগা রেখে এসেছী।

আর জেনারেল! উরিব্বাস... বিশাল পদ। লেফটেনেন্ট হেয় নয়- যাইরেক্ট জেনারেল ;) মিষ্টি খাওয়ান!
চলার পথ কুসুমাস্তীর্ন কমই হয়। তবু চলা থামে না। থামতে নেই!!!
নিরপদ হো ন শীঘ্রই। শুভকামনা

৯| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

নতুন নকিব বলেছেন:



''আর জেনারেল! উরিব্বাস... বিশাল পদ। লেফটেনেন্ট হেয় নয়- যাইরেক্ট জেনারেল ;) মিষ্টি খাওয়ান!
চলার পথ কুসুমাস্তীর্ন কমই হয়। তবু চলা থামে না। থামতে নেই!!!''

---তা মিষ্টি খাওয়াতে রাজি। কখন কোথায় বলুন। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। 'থামতে নেই।' থামলাম না।

শুভকামনা আবারও।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হিন্দিতে একটা প্রবাদ আছৈ - চলতি কা নাম জিন্দেগী! ;)

হবে খন কোন এক শুভক্ষনে মিস্টি মূখ- ততক্ষন অপেক্ষায় :)

শুভকমানা আপনার জণ্যেও

১০| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪০

স্বতু সাঁই বলেছেন: "গরীব ভুখা নাঙ্গা দূরেই রয়-সাম্যের বাণী অকারণ!"

গরীব ভূখা নাঙ্গারা সততই গরীব ভূখা নাঙ্গা তাদের নিজেদের কারণে। ওরা নিজেরাই ওদের ভাগ্য পরিবর্তন করতে চায় না।

১২ ই জুন, ২০১৭ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই কি তাই?
কে চায় ফুটপাতে ঘুমাতে?
কে চায় সারািন পরিশ্রমের পর দুটো ভাল না খেতে?
আছে কি এমন কেউ? পলিথিন ঘরে নেয় স্বেচ্ছাশ্রয়!!!!

আমাদের কর্পোরটে, পূজিবাদী, ভোগবাদী মানসিকতার ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় ক্রম সার্বিক ব্যর্থতার ধারাবাহিক ফল - দারিদ্রতা!
যা নির্মূলের দায়িত্বও আমাদেরই। ণয় কি?

অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর!

১১| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭

rezaul827 বলেছেন: অসাধারণ .......।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ


শুভেচ্ছা অফুরান

১২| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

স্বতু সাঁই বলেছেন: গরীবের মুখে ভাত না উঠুক, শিশ্ন প্রতি রাতে ঠিকই উঠে। গরিবের শিশ্ন তো পুঁজিবাদীরা গিয়া তো নাড়ায়ে উঠায় না।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভাই কি উত্তেজিত?
আগে প্রশান্ত হোন।

আপনি পূজিবাদের পক্ষের সুরে কথা বলছেন কেনো? আপনিও কি পূজিবাদী?

গরীবের জন্মহার :যৗনতা:অজ্ঞার রেশিও নিয়া গবেষনা হতেই পারে। তাদের জন্ম নিয়ন্ত্রনে রাখার দায়টা্ও কিন্তু হক্কলেরই!

ভাল থাকুন।

১৩| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:১১

প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা। ধন্যবাদ

১৫ ই জুন, ২০১৭ সকাল ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রমানিক দা :)

শুভেচ্ছা অফুরান

১৪| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৬

স্বতু সাঁই বলেছেন: শুধু জনে ছাড়া গরীবরা সব কিছুতেই গরীব। আর সত্য কথা কইতে পুঁজিবাদ আর সর্বহারা হওন লাগে না। সত্যকে স্বীকার করে নেওয়া প্রজ্ঞাবানের কর্তব্য। তাতে আত্মোলব্ধি এবং আত্মশুদ্ধি আসে। ভিক্ষুককে ভিক্ষা দিলে দাতা হওয়া যায় না। বরং ভিক্ষাবৃত্তিকে লালন করা হয়। আর একটা কথা বলি দাসত্বকে সমাজে লালন করে সাম্য কখনও আসে না। দান দক্ষিনা সমাজে দাসত্ব লালনের প্রতীক। এটা কোন সমাধান নয়।

১৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: গরীবদের সব কিছূতেই গরিব করে রাখা হয় বলেই গরিব।
তা যেমন রাখে স্বার্থপর পূজিবাদ,
রাজনীতি,
রাষ্ট্র তেমনি বক ধার্মিকের অজ্ঞতা।

ভিক্ষা সর্বাবস্থায় অনুৎসাহিত ইসলামে। আর দানের যে নিয়ম তা পালিতই হয়না চলমান সময়ে। সব কিছূতেই লোক দেখানো আর মনের গোপন গহন স্বার্থ জড়িত বলেই কথিত দানে গরীবি বাড়ে!!
প্রকৃত দানে দারিদ্র নির্মুল হয়। যে দান আল্লাহর ভয়ে হয়, তাঁর সন্তুষ্টির জন্য হয়। দানের শর্ত এক হাতে দাও, যেন আরেক হাতে না জানে...দানের প্রতিদান আল্লাহই দেবেন।

স্রেফ এক রমজানের হিসাব কল্পনা করতে পারবেন? ফিতরাতে কত দান ওঠার কথা। এবং তা সঠিক বন্টন এবং অর্থনীতির নিয়মানুযায়ী বন্টিত হলে দারিদ্র কত সহজে নির্মুল হয়?
এবারের সরকারী ফিতরার হার ৬৫ টাকা। ১৮ কোটির মাঝে সক্ষম মনে করুন তিন ভাগের একভাগ! যদিও প্রকৃত হিসাবে আরো অনেক বেশি। সেই তিন ভাগের এক ভাগ টাকার হিসাবই দেখূন -
তাতে এককালীন টাকার পরিমান ৩৯০ কোটি টাকা!
সঠিক ভাবে ব্যবহার করলে কি তা একটা অঞ্চলের দারিদ্র নির্মূলে যথেষ্ট নয়?

চাই সৎ লৌখ, দক্ষ কর্মী, দূরদর্শী পরিকল্পক, আর চলমান দুষ্ট রাজনীতি আর প্রশাসনের রাহু মুক্ত পরিবেশ!
দানের মাধ্যমেই এক দারুন সুষম সাম্যতার সমাজ নির্মান করে দেখীয়ে গেছেন- বায়তুল মাল ভিত্তিক প্রকৃত সাম্যতার রুপ কি এবং কেমন! যার ধারে কাছৈও আমরা এখনো পৌছতে পারিনি!

১৫| ১৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৮

জুন বলেছেন: সংযমের মাসে অপচয়ের পার্টি, কত পদ প্রকরণ
গরীব ভুখা নাঙ্গা দূরেই রয়-সাম্যের বাণী অকারণ!

যথার্থ লিখেছেন ভৃগু । আমি চার জন সদস্যের এক মধ্যবিত্ত পরিবারের বাসায় গিয়ে দেখেছিলাম ৮ চেয়ারের ডাইনিং টেবলের সাথে আরেকটি মাঝারি মাপের টেবিল জোড়া দেয়া। প্রশ্ন করে জানতে পারি কোনো পার্টির জন্য নয়, তাদের চারজনের জন্য তৈরী বা কিনে আনা ইফতারের আইটেম এর জায়গা না হওয়া :|
বুঝেন আমাদের সংযমের অবস্থা ।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপা

বাস্তবিকই অবাক লাগে তাদের ভোগের বাহারে, তারচেও অবাক লাগে তাতে বৈধতা দেয়া আলেম নামের মূর্খ, লোভী মোল্লাদের ফতোয়ায়- "রোজার মাসে খাবারের কোন হিসাব নাই"- টাইপ ফতোয়া ভোগকে আরো কি পরিমাণ উস্কে দেয় কল্পনা করা যায়???

সংযম তার মৌলিকতায় ফিরে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে রমজানের স্বাদকে উপলদ্ধি করাতে দুনিয়ায়- আখেরে!

শুভেচ্ছা অফুরন্ত

১৬| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:১৪

স্বতু সাঁই বলেছেন: দানের মাধ্যমেই এক দারুন সুষম সাম্যতার সমাজ নির্মান করে দেখীয়ে গেছেন- বায়তুল মাল ভিত্তিক প্রকৃত সাম্যতার রুপ কি এবং কেমন! যার ধারে কাছৈও আমরা এখনো পৌছতে পারিনি!

এটা কোন সময়কালীন ঘটনা বলছেন?

গরীবদের সব কিছূতেই গরিব করে রাখা হয় বলেই গরিব।
তা যেমন রাখে স্বার্থপর পূজিবাদ,
রাজনীতি,
রাষ্ট্র তেমনি বক ধার্মিকের অজ্ঞতা।


মুসলিম নেতৃত্বদানকারী রাষ্ট্রগুলোর হাতে এত অর্থ, তাহলে মুসলিম রাষ্ট্রগুলো গরীদ্রসীমার নিচে কেন? ওরা তো বেধর্মীদেরকে ঋণ দিয়ে রাখছে হাজার হাজার বিলিয়ন ডলার। মুসলিম রাষ্ট্রগুলোর দারিদ্রতা বিমোচনে এগিয়ে আসে না কেন? ইসলাম পুঁজিবাদী ভাবনাকে লালন করে নি তো কি করেছে? ইসলামের নেতৃত্বকারী রাষ্ট্রগুলোই তো তা করছে।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা কোন সময়কালীন ঘটনা বলছেন?

<< রাসূল সা: এর সময় এবং পরবর্তী খিলফতের কিছূ সময়।

মুসলিম রাস্ট্র তো কেবলই পোষাকে! নামে! যেমন আমাদের সমাজের মুসলিমদের দেখছেন-! বাহ্যিকতায়, আচারে, লৌকিকতায়!
ইয়াজিদ ইবনে মুয়াবিয়া থেকেই ইসলামে পূঁজিবাদের প্রবেশ! এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থাকায় তার প্রভাব পরবর্তী প্রজন্মে ভিত্তি হিসেবেই প্রবেশ করে। আর মূল ইসলামের শিক্ষা সূফিবাদে এবং সাধুদের মধ্যে নিভৃতে চর্চা হতে থাকে। তারা যেহেতু প্রশাসনিক ক্ষমতায় ছিলনা বা খুবই কম সময়ে কখনো কখনো আলোতে এসেছেন- তাই তা পশ্চাদপদই রয়ে গেছে।
আর মূলত: ভোগ আর পূজিতে অভ্যস্তদের জন্য সংযমের, ত্যাগের শিক্ষা কঠিনতো হবেই - ফলে তারা তার বিরোধীতা করবে অথবা ম্যানিপুলেট করার চেষ্ট করবে!
যার ফল সমাজে খোলা চোখেই দেখতে পাই। নজরুলের শতবর্ষ আগের কাব্যে যেমন-
তব মসজিদ মন্দিরে প্রভূ নাই মানুষের দাবী
মোল্লু পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি -
তেমনি চলমান বাস্তবতায় মসজিদে টাইসল আর এসি করে সামনে ভিখিরির লাইনে বর্তমানে তেমনি!!

সেই ইয়াজিদি, ওহাবী পূজি এবং ক্ষমতার সিলসিলায় ক্ষমতাসীন সউদ পরিবার ইসলামের আইকন নয়, ব্রান্ডও নয়, মূলও নয়! কিন্তু ক্ষমতা এবং অর্থের জোরে তাই ইসলাম নামে চালানো চেষ্টা করছে শুরু থেকেই।

প্রকৃত ইসলাম কেবলই ইতিহাসে। নবীজির সাহাবায়ে কেরাম গণের জীবনিতে, আর আছে সূফিদের বাস্তবিক জীবন যাপনে, প্রকৃত অলি আউলীয়াদের মাঝে।

১৭| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০১

স্বতু সাঁই বলেছেন: আর মূল ইসলামের শিক্ষা সূফিবাদে এবং সাধুদের মধ্যে নিভৃতে চর্চা হতে থাকে।

এটা কেমন কথা বললেন? এদের মধ্যেই তো বিভদ আরও বেশী। এদের তরিকার শেষ নেই। তাছাড় এদের মধ্যে বাটপারী ঠকবাজী জুয়াচ্চুরী। মাজার ব্যবসা হলো তাদের উত্তম বিকল্প পুঁজিবাদী ভাবনা। আপনি কারে যে কি শিখাতেছেন বুঝলাম না। আর খেলাফতকে আপনি শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থ বলছেন। তাহলে চার খলিফার তিন খলিফা কেন আততায়ীর হাতে মরেছিলেন? চার ফলিফার পরে আর খেলাফতি নিশ্চিহ্ন হলো? প্রকৃত সুস্বাদু খাবারে কি সুস্থ লোকের অরুচি থাকে কখনও?

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃত সূফি সাধুদের মাঝে কোন বিভেদ নেই। বিভেদ আসে স্বার্থ থেকে! তারা স্বার্ত লোভের উদ্র্ধে উঠে বলেই না সূফি/সাধু

আর যাদের মাঝে ঐসব দেখতে পাবেন- তারা কি নিজেই বুঝে নিতে হবে।
গণতন্ত্রের বাংলাদেশ ভার্সনের মতো আরকি ;)

না ভাই আমি কাউরে কিছূ শিখাইতে চাইনা। -আপনি যা বোঝেন -আমি যা বুঝি ইন্টারাকশান হলে একটা মিথ্যস্ক্রিয়ায় উভয়ের গ্রহণযোগ্য একটা মাত্রা হয়তো বেরিয়ে আসবে।

খেলাফতের ৪ খলিফাই আততায়ীর হাতে নিহত হলেন। তার মানে কি খেলাফত ব্যবস্থা খারাপ! যদি অন্তর্গত আলোচনা যান- হ্যা তা খারাপ! কারণ তা নবীজির ওফাতের পর উনার বাক্যকে অস্বীকার করে গৃহিত সিদ্ধান্ত!
আর মুহাম্মদ সা: এর প্রভাবের কারণে যে সব ক্ষমতালিপ্সুরা নিরব ছিল উনার পর্দার পর তারা সরব হয়ে ওঠৈ এবং খিলাফত কাল নিরবি্ছিন্ন শান্তির কেউই কাটাতে পারেন নি!

চার খলিফার পর খেলাফতি নিশ্চিহ্ণ হল -ব্যক্তিক লোভ আর উত্তরাধিকারী রাজতন্ত্রের কু-প্রচলনের ফলে! যার শুরু ইয়াজিদ ইবনে মুয়াবিয়া দিয়ে শুরু! প্রকৃত ন্যায়বান, সৎ যোগ্য নেতা ইমাম হোসাইনের অনুসরনের প্রথম বাত্যয়, বাঁধা! ক্ষমতার লোভে প্রচলিত মৌলিক বিধানের মূলে কুঠারাঘাত। যার প্রতিবাদে মৌলিক সত্য কে প্রতিষ্ঠা করতে গিয়ে ফায়সাল হয়েছিল কারবালায় ইমাম হোসাইনের শাহাদাতের মাধ্যমে।

যখন ভেজালে রসনার তৃপ্তি অধিক হয়- তখন স্বাস্থ্যকর চিরাজলে অরুচি আসে বৈকি!
প্রজাতান্ত্রিক সংবিধান কুচলে যেভাবে নাগরিক অধিকার পদদলিত হয়- কতিপয়ের রাজনীতির কাছে! রুচি- অরুচি তখন প্রশ্নাতীত হয়ে যায়! চেতনার জলে যখন বিষক্রিয়া করে- তখন আইসিইউতে গণতন্ত্রের শ্বাসকষ্ট দেখা ছাড়া কি করতে পারে সুস্থ রুচির আমজনতা!!!!

১৮| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

শেখ মাজহারুল ইসলাম বলেছেন: আমি মুগ্ধ!! কি চমৎকার লেখনি!!! মাশাল্লাহ!

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ শেখ মাজহারুল ইসলাম :)

আপনার মুগ্ধতা অনুপ্রেরণা হয়ে রইল :)

শুভেচ্ছা অফুরন্ত

১৯| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৯

স্বতু সাঁই বলেছেন: প্রকৃত সূফি সাধুদের মাঝে কোন বিভেদ নেই। বিভেদ আসে স্বার্থ থেকে!

প্রকৃত ও অপ্রকৃতর খেলা তো ভাই শেষ হওয়ার নয়। এতো চলতেই থাকবে। প্রকৃত কমরেড ও অপ্রকৃত কমরেড এক নয়, প্রকৃত ইসলাম ও প্রচলিত ইসলাম এক নয়, প্রকৃত মোল্লা ও অপ্রকৃত মোল্লা এক নয়, প্রকৃত গণতন্ত্র ও প্রচলিত গণতন্ত্র এক নয়। সব জায়গাতেই চলছে এক নয় এক নয়। এক হবে কবে? কে করবে? তার কি কোন স্বার্থ নেই? তার পেট নাই? তার পোলাপাইন নাই? নবীর বউদের মতো সোনার পাহাড়ের জোগান দিতে হইবো না? সে কি রিপু দোষে দুষ্ট নয়? তার কি ভগিনা নাই? চামচা নাই? এতো নাই উনি কি করে পাশ কাটাইবেন এইটা আমার জানতে খুব ইচ্ছে করছে। কারণ গুণী মুহাম্মাদ নাই ওয়ালা মানুষ তার চারিপাশে দেখতে পান নাই বলে তিনি ওসিয়ত করে যেতে পারেন নি। তাই তাঁর পিয়ারের সাহবিরা তিনদিন তাঁর লাশ দাফন করায় নাই। ইতিহাস তাই সাক্ষী দেয়।

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
প্রকৃত অপ্রকৃতের সমাধঅন নিজের প্রয়োজনে নিজেবেই করতে হবে। যদি মুক্তি পিয়াসী হয়।

রিপুহীন হতে কাউকে আদেশ করা হয় নাই। বরং অতিরিক্ত, অতি কে নিয়ন্ত্রনে রেখে স্বাভাববিক সুস্থতার বিকাশেই সাধারণ ধর্মের পূর্ণতা।
বিশেষায়ীত ক্লাশ সবসময়ই ছিল আছে থাকবে ভিন্নমাত্রায় কাঠীন্যে ভরা তা সবার জন্য নয়।
যার কাছে দিয়েছিলেন তাকে মান্য করতে পারেনাই ক্ষমতালোভীরা!!! তাই ৩ দিনের এই দু:খজনক ঘটনা!
রাসূলের আদেশের বাইরে নিজে অজ্ঞতায় বুঝার ভাব ধরলে যা হবার তাই হয়েছে।

২০| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৮

স্বতু সাঁই বলেছেন: প্রকৃত সুস্বাদু খাবারে কি সুস্থ লোকের অরুচি থাকে কখনও?

এটা একেবারেই প্রকৃত খালেছিলাম, কোন হাইব্রিড মোল্লার মতো খাদ্য না, ফরমালিন মারা চকচকা হুজুরের মতো খাদ্যের কথা কই নাই। প্রকৃত সুস্বাদু খাবার এখনও বাজারে পাওয়া যায়।

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বুঝতে পেরেছি। না তাতে কারোই অরুচি নাই। যদি সে নিজে সুস্থ এবং সুস্থতার জ্ঞান ও পথ চেনে।
আপনার সাথৈ সেই বাজারে ভ্রমণের আগ্রহ বোধ করছি। :)

ভাল থাকুন । শুভকামনা নিরন্তর।

২১| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ১:২৯

স্বতু সাঁই বলেছেন: বরং অতিরিক্ত, অতি কে নিয়ন্ত্রনে রেখে স্বাভাববিক সুস্থতার বিকাশেই সাধারণ ধর্মের পূর্ণতা।

এফতারী আর সেহেরী খাওয়ার বহর দেখে তো মনে হয় না সেটাও করতে পারে।

প্রকৃত অপ্রকৃতের সমাধঅন নিজের প্রয়োজনে নিজেবেই করতে হবে। যদি মুক্তি পিয়াসী হয়।

তাহলে তো ইসলামিক রাষ্ট্রের তো কোন প্রয়োজন নাই। নিজেই যদি একাই ১০০ হয় হুজুর পীর ফকির কাউরী কোন কোন প্রজন নাই।

ভাই মুখে যতই ধর্মের কথা কই না কেন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কথা ভুলি, বউ বাচ্চা সংসারের কথা ভাবি। এই মনের ঘোড়াটারে লাগাম পরাই কি করি।

১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এতো বর্ণমালার প্রথম পাঠ! এতেই পিছিয়ে থাকলে চলবে কেন?

জেগে উঠুন আত্মার আহবানে, দৃঢ়তায়।
মুক্তি পিয়াসী জেগে উঠবে নিজের আত্মার টানে- কিন্তু শিক্ষা নিজে নিজে পাবে তেমনতো নয়! শিক্ষাগুরুকে সন্ধানের জাগরণের স্পৃহার কথাই বলা হয়েছে। :)

মনের চাবিকাঠি মনের মালিকের কাছেই। মালিক চলে তার বিশ্বাস, চেতনা আর জ্ঞানের আলোকে।
এখন কোডিং করে নিন ;) লাগাম কোন পথে কত সহজে পরানো যায় :)

শুভেচ্ছা অন্তহীন।

২২| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৪

স্বতু সাঁই বলেছেন: আপনার সাথৈ সেই বাজারে ভ্রমণের আগ্রহ বোধ করছি।

পারে কে যাবি নবীর নৌকাতে আয়,
রূপকাঠের এই নৌকাখানি নাই ডুবার ভয়।।

১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম
সেই নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম !

ভাল থাকুন।

২৩| ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্য শুনতে ভালো লাগে না। ক্যামন মিথ্যে মিথ্যে লাগে।

১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

মিথ্যের বসতিতে অভ্যস্ততা বড় বালাই!
অনাচারই যেথা আচার সেথা সুন্দর, সত্য বচন অলিক বোধে বি্সময়ের কিছু নেই।

তবু মিটি মিটি হলেও জ্বলছে কিছু হৃদয়ে। সেই ভরসা :)

শুভেচ্ছা রাজপুত্তুর। অনেক দিন পর এলেন :)

শুভেচ্ছা অফুরান

২৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৮

স্বতু সাঁই বলেছেন: হাসলেন ক্যান? আমি কি হাসির কথা কিছু কইছি? মনটা দেহের কোন জায়গায় থাকে?

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসিতে দু:খ পেয়ে থাকলে সরি-
বাট হাসছি ঐ কথাটুকু পড়ে...
নামাজে দাঁড়াইয়া আল্লাহর কথা ভুলি, বউ বাচ্চা সংসারের কথা ভাবি।
যে এতো খুব প্রাথমিক লেভেলর ভাবনা তাই।

যান, হাসি প্রত্যাহার করে নিলুম :)

শুভকামনা সবসময়।

২৫| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৬

স্বতু সাঁই বলেছেন: ঐডা তো আমার কথা কই নাই। হগ্গলের কথা কইছা। আপনে নামাজ পড়েন কিনা জানি না। পড়লে আপনের যে হয় না, এইডা বুকে হাত দিয়া কইতে পারবেন না।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুজুরী ক্বলবে নামাজীর এত ছৌট বিষয় নিয়ে ভাবলে আল্লাহ মিরাজের সালাত হবে কখন ;)

বিশ্বাস কর এমন দৃঢ়
অটল অবিচল
টলতে পারে হিমালয়
তবু তোমার বিশ্বাস নয় :)

ভাল থাকুন। শুভেচ্ছা

২৬| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:১৪

স্বতু সাঁই বলেছেন: টল অটলের সাধন করে
ক্যামনে থাকে বসে ঘরে?!
বেড়ায় সে ব্রহ্মবিহারে
দমেদমে তার নাম ধরে।।

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধন সেতো জ্ঞানের আধান
কার্তিক ছুটে ময়ূরে
করতে পূরণ চক্র ভব- সাধন
গণেশ করে মাতৃ-চক্র পূরন ;)

গুরু মুর্শিদ যারে যেথায়
সঁপেন যে দায়
তাই নিয়েই তার জীবন
আপনা বয়ে যায়!

যে বোঝে সে বোঝে
না বোঝে যে কান্দে
জ্ঞান করিলে বাঁচে
নয় ফাসে আপনার ফান্দে ;)

ভাল থাকুন ভ্রাতা। শুভেচ্ছা

২৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ১:৩৪

স্বতু সাঁই বলেছেন: গুরু আমার নিরঞ্জন
ভজি আমি তারে সারাক্ষন।
চিনিতে পারিলে মন,
কিবা লাগে আর ভজন সাধন।।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: গুরুধন যে চিনেছে
সেইতো ধনী হয়েছে
জনম চক্র ফেরে
মুক্তির পথ পেয়েছে :)

শুভেচ্ছা ভ্রাতা :)

২৮| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৩

স্বতু সাঁই বলেছেন: দুনিয়া ঘুরে দেখে শুনে
মনের ঘোরে মরি অহংকারে।
গুরু থাকে নিজের সাথে,
কানায় খুঁজে বেড়ায় চারিধারে।।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখনা চেয়ে মনের ঘরে
সেথা কে বসত করে
কোন রুপে সে কোন নাম ধরে
জানগে গুরুর চরণ ধরে।

মুর্শিদ রাসূল খোদা তত্ত্বে
থাকো সদা নিত্য সত্যে
তিনে একে এক হয়ে যায়
ভক্ত সে জ্ঞান পেলে পরে।

ভাল থাকুন ভ্রাত: শুভেচ্ছা

২৯| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

স্বতু সাঁই বলেছেন: আল্লাহই যদি আল্লাহর নাম ধরে ডাকে,
তাহলে গুরু বলি আর কাকে?!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ বলে
কে দেবে, সাড়া বলো- নাম না নিলে?
খোঁজ তাই আপনা নাম- যে নাম ইছমে আজম
দমে দমে তাই জপো- আল্লাহ আল্লাহ বলে।।

৩০| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৫

স্বতু সাঁই বলেছেন: স্বয়ং তুমিই প্রভূ, আমিও তাই!
তাই তো নাম রেখেছি নিজের, স্বতু সাঁই!!

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাঁই নামের ঐ বড় জ্বালা
সাঁইয়ের যেমন জগত ধারা!

নামের ফলটি কামেও চাই
সাঁই নির্দোষ- যেন কালি না রয়। ;)

ভাল থাকুন।

৩১| ১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৫

স্বতু সাঁই বলেছেন: যে নাই কোন তরিকায়।
সে চলে একা একাই।।

১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

যে বোঝে যে পারি দিতে চায়
সেই খোঁজে , চড়ে নৌকায়
বেহুদা তর্কে ঘুরে মরে আর
বোকা -নিজেই গহীন সমুদ্রে সাতরায়!

শুভ কামনা আর শুভেচ্ছা অসীম

৩২| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৯

স্বতু সাঁই বলেছেন: প্রেম করবে প্রেমিক-প্রেমিকা দু'জনে,
ঘটক লাগবে কোন প্রয়োজনে?!
মনেতে মনের মিলন,
মনের মিলনে হয় আপনজন!!

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেমে ঘটক খোঁজে যে জন
মহা বুদ্ধু জেনো সেইজন ;)

প্রেম আসে আপনা হতে
প্রেম-পিয়াসী হৃদয়েতে।।

৩৩| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

স্বতু সাঁই বলেছেন: সাঁই কি তরিকা পন্থী? কোন তরিকার?

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়! সাই কি সুধায়
এত তত্ত্বেও না বুঝিলে
কি হবে উপায়?

বাকী টুকু হোক ইনবক্সে
মিলিয়ে সাই প্রেম রসে ;)

৩৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
খাটি কবিতা!

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডানা ভ্রাতা :)

কৃতজ্ঞতা আর শুভকামানা অশেষ

৩৫| ২১ শে জুন, ২০১৭ সকাল ১০:৩০

স্বতু সাঁই বলেছেন: আমি স্বতু সাঁই,
মানুষেরে খালি গুতায়!
হলে হোক হুঁস,
না হলে পড়ে থাক বেহুঁস।
স্বভাবে পাগল,
বাঁধাই শুধু গণ্ডগোল।
সুবিধা একটা,
তারা একটারে দেখে সাতটা।
সাত সমুদ্র সাঁতায়,
আর হাপুর হুপুর জল খায়(পান করে)।
এতেই যদি হয় হুঁস,
কেটে যাবে সকল দুষ(দোষ)।

বাকী টুকু হোক ইনবক্সে
মিলিয়ে সাই প্রেম রসে


ইনবক্সের নাই ঠিকানা,
কেমনে যাই, আমি কানা।

২১ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় দু,দিন ধরে ছিল ঠিকানা
তাও সাই দেখেও দেখলনা!!!!

আবার দিলাম নীচে
যদি সাই আসে কাছে ;)

৩৬| ২১ শে জুন, ২০১৭ সকাল ১১:০০

স্বতু সাঁই বলেছেন: এ কদিন একটু ব্যস্ত ছিলাম, নোটিফকেশনেও গণ্ডগোল, তাই দেখা হয় নি.

সাঁই আছেন কেমন?

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ তেমন কিছূ নয়
ব্লগে এমন প্রায়ই হয় ;)
সাই জানে কেমন আছে সাই
সাইকে সাই হায় কেন শুধায় ;) হা হা হা

কাল রাত থেকে জ্বরে আক্রান্ত :(( জ্বর আসার আর সময় পেল না!!ঈদরে সামনে নিয়া আইলো :(

৩৭| ২১ শে জুন, ২০১৭ সকাল ১১:২৩

স্বতু সাঁই বলেছেন: হ! নৌকার বাঁধন হলে নড়বড়,
নৌকা বাওয়া খুবই কষ্টকর!!

জিমেইলে কি বাংলায় লিখলে, তা কি পড়া যায়?

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ইউনিকোড বাংলা পড়া যায়

আর বইলৈন না- চিকনগুনিয়া সবার হয় শুনেই আতংকে ছিলাম, দয়াল দয়া কর...
দয়াল দয়া করেছেন বটে ;) হা হা হা

দেহের যাকাত হিসেবে সইয়ে নেয়া আর কি? :)

৩৮| ২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৫২

স্বতু সাঁই বলেছেন: সাঁই কৃপা করুক, তাড়াতাড়ি আরোগ্য লাভ করুন। ইনবক্সে কথা হবে।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

অপেক্ষায় :)

৩৯| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:১১

স্বতু সাঁই বলেছেন: এখন একটু ফরিদ রে খোঁচাই ওর পোষ্টে

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সাই
লাভ নাই
যদি না হয় দয়া
হেদায়েত তাদের কপালে নাই! ;)

ইব্রাহিম আ: এর পোষ্টে দেখলামতো, সব উপরে ভাসা ভাসা তথ্য লয়ে লাফালাফি!
কোন ফরিদ? আমাগো সনেট ভাই?

৪০| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৬

স্বতু সাঁই বলেছেন: হ্যাঁ। এখানে আসার পর থেকে ওরে নিয়ে একটু মজা করছি। তবে রশিক।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

সাইরে বলতে নাই
তবু বলি -দিলে যেন চোট না পায় ;) হা হা হা

৪১| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫১

স্বতু সাঁই বলেছেন: অন্তর যদি একবার পোড়ানো যায়, তাতে কালো কয়লাও সোনা হয়। তবে পোড়ানির পদ্ধতি জানতে হয়।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সেইই..

আবার পুড়ে কেবলই ছাই শূধু নয় কেবলই ধোঁয়া হয় এমন সংখ্যাও প্রচুর!
জনম জনমের দায় পূরনে যার যেমন ভাগ্য লিখন পূর্বাপর কর্মানুপাতে ;)

সাধূ! সাবধান, হাত যেন না পোড়ে ;)

৪২| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: অগ্রিম ঈদ মোবারক।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
সবার আগে :)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা

৪৩| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৬

স্বতু সাঁই বলেছেন: কাট মোল্লায় কি আর আগুন জ্বালাইতে পারে? নাকি আগুনের আবিস্কার করছিলো কোনদিন?

২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

৪৪| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩২

স্বতু সাঁই বলেছেন: আজকের মত বিদায় নিচ্ছি। ইফতারীর সময় হয়ে এসেছে। একটু প্রস্তুতি নিই গা।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। মেইল কিন্তু পাই নাইক্যা ;)

আজতো আমার দিনভর ইফতারী চলছে। স্যালাইন আর ঔষধ :(

৪৫| ২১ শে জুন, ২০১৭ রাত ৮:৪৮

স্বতু সাঁই বলেছেন: আগামীকাল সকালে মেইল দিবো। ইফতারীর পরে আর নেটে বসি না। দোয়া করি সুস্থ হয়ে উঠুন।

২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আমিন

৪৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ৩:২৪

স্বতু সাঁই বলেছেন: দুঃখিত সাঁই। আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি মেয়ের সাথে। নিরিবিলি না হলে মেলে বসা যাচ্ছে না। আমি একটু হাল্কা হয়ে নিই তখন মেইল করবো। তবে সাঁইয়ের শরীর এখন কেমন?

২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইটস অকে সাঁইজি!

টেক টাইম!

সাঁইয়ে নেক নজরে
সাঁই কি ভাল না হয়ে পারে ;)
দয়ালের অসীম কৃপায়
বেশ ভাল বোধ করছি।

ঈদ মোবারক :)

৪৭| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৮

স্বতু সাঁই বলেছেন: জয় গুরু!!

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় গুরু :)

ঈদ মোবারক

৪৮| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৬

স্বতু সাঁই বলেছেন: ঈদ মুবারক। তবে ঈদ বাঙালী জাতীয় সংস্কৃতি নয়। জয় গুরু!

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

বাঙালী মুসলিম সংষ্কৃতি কি বাঙালীর সংস্কৃতে নয় তবে?
বাঙালীত্ব কেবলই কি সাম্প্রদায়িক এক স্বত্তা? কেবলই কোন এক ধর্মের?
বার মাসে তের পূজা যেমন বাঙালীয়ানা, তেমনি ঈদ উৎসব্ও বাঙালীয়ানা।

এতটুকু উদার না হলে কি জাতি স্বত্তার বিকাশ ঘটবে? সাঁই!

৪৯| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: ছন্দের দিক দিয়ে প্রথমটা সবচেয়ে ভাল হয়েছে। তবে, অন্তর্নিহিত ভাব এবং বোধেও দিক থেকে সত্য চেতন ভাল লেগেছে।
খুশি হবে সে দানে তবেই হবে ঈদ- ঈদ আল ফিতরের -- এখানে শেষের 'র' টা বাদ দেয়া যায় কিনা ভেবে দেখতে পারেনঃ
খুশি হবে সে দানে তবেই হবে ঈদ- ঈদ আল ফিতরে

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

আপনার প্রস্তাবে ছান্দিক নন্দনের ছৌঁয়া রয়েছে...ভাবা যেতেই পারে। :)
অনেক অনেক কৃতজ্ঞতা অভিনিবেশ পাঠ এবং মূল্যায়নে:)

+++

৫০| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কাব্যিক আরশি তুলে ধরেছেন -- নীলপরি এর এ মন্তব্যটার সাথে (৭ নং) আমিও একমত।
৩২ নং মন্তব্য ও প্রতিমন্তব্য, দুটোই ভাল লেগেছে।
এ ছাড়াও, আপনার অনেকগুলো প্রতিমন্তব্যও ভাল লেগেছে।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন কৃতজ্ঞতা আবারও

মন্তব্য প্রতিমন্তব্য আমিও বেশ মনোযোগ দিয়ে পড়ি... অনেক মুক্তো মানিক মেলে সেথাো :)

আপনার ভাললাগা আমার অনুপ্রাণ হয়ে রইল:)
অন্তহীন শুভেচ্ছা অনন্ত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.