নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন কথকতায় মিলনানুভব

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:১১

মিলন স্বপন:

নিবিড় স্তব্ধতা; নিশ্চল লোকারন্য
সমুদ্র স্রোত থমকে, গতিহীন
বৃক্ষপত্র স্থির, অনড় সকল অরন্য
নিশ্চল, নির্বাক মহাকাল সখা সখির পরম মিলনে বিলীন।

দীর্ঘ বিরহ দিবস রজনী ফুরোল তীব্র প্রেম সাধনায়
দুজনেই মুখোমুখি, দূরত্ব কয়েক কদমে
কত গল্প গাঁথা জমিয়ে এনে নির্বাক দুজনে
অসহায় কণ্ঠে দলা পাকিয়ে হাজার শব্দ
সখার চেহারা ঝাপসা হয়ে যায় বেহায়া অশ্রুজলে
মানুষটার চোখও তো ছলছল করছে, আহা!
চুপচাপ নির্বাক দুটি প্রান, তাকিয়ে একে অপরের তরে
কত যুগ গেল কেটে পলকেই, চোখে চোখে হলো শত কথা
সে এক কদম এগিয়ে নিঃশ্বাসে নিঃশ্বাস দিল মিলিয়ে।

পলকের পর পলক কেটে যায় আড়ষ্টতায়
আচমকা দুজনের ধৈর্য্যের বাঁধ ভেংঙে যায়
আবিষ্কারি নিজেকে তার বাহুডোরে
পাজড়ে পাজড় ভেদে হাড় গুড়িয়ে দেওয়া আলিংগনে
অস্তিত্বে অস্তিত্ব মিলিয়ে যায় এমন মিলনে

শার্ট ভিজে যায় অশ্রুকনায়, সুখ বাঁধ ভেংঙেছে
সে মুখটাকে আলতো হাতে ওঠায়, অশ্রু মোছার ব্যর্থ্য চেষ্টায়
ধুর ধ্যাত, ক্লান্ত প্রনয়ীনির আর এক মুহূর্তও হয়না সহ্য বিরহ
আবারো সখি মুখ লুকিয়ে সখার বুকে, আশ্রয় পরম
শক্ত করে জড়িয়ে রাখে, আর যেন না হারায় কোন জনম!




স্বপ্নের কথকতা :

কানের কাছে নি:শ্বাসের উষ্ণতা নিবিড় হতে হতে
আবশে বন্ধ হয়ে আসে চোখ...
একাকার হয়ে যায় ...আত্মায় স্বত্তায়
হৃদয়ের সমস্ত না বলা কথারা বাঙময় হয়ে উঠে~~~~

এলিয়ে পড় আমার বুকে
থুতনি ধরে মূখ তুলতেই আবার নামিয়ে নাও
যেন বুকের গভীরেই সকল প্রশান্তি!
তোমার চুলে নাক রেখে লম্বা শ্বাসে
হারিয়ে যাই কোন অজানায়---

অপার্থিব আবিষ্টতায় হারায় দুটি আত্মা
মৌতাতে মেতে ওঠে ঘর
যেন স্বর্গোদ্যান! মৌ মৌ সৌরভে মৌতাত
অপ্সরীরা পাপড়ি ছড়ায় সুরভিত স্বর্গ ফুলের

তোমার কোলে মাথা রেখে
অনুভব করি স্বর্গের সূখ
থেমে যাক পৃথিবী, থেমে যাক আহ্নিক গতি
থেমে যাক সময়- পেরিয়ে যাক অনন্ত কাল.... অন্তহীন....



স্বপ্নীল-মিলনানুভব :

ভোরের নীলাভায় স্বপ্নের রং
সৃষ্টির কতকথায় ভাবনায় উদাস মন
ক্ষনে ক্ষনে রূপ বদলে মুগ্ধতায়
তোমার চোখে দেখেছি আমি অবাক সূর্যোদয়।

সে জনমেরই ভোরে
বাসন্তি ইতিকথা
আমি ভোর -তুমি ভোরের হাওয়া
অনুভবে উন্মাতাল হারিয়ে যাওয়!

বুনো উন্মাদনায় মাতাল
মুগ্ধ আবেশে আমি বিহ্ববল-
দুষ্টু হাওয়া খেলে লয়ে তোমার আঁচল
প্রকৃতি হাসে আপন প্রকাশে বিকাশে!

অধরে অমৃতাস্বাদন-রোমে রোমে শিহরণ
স্বর্গ নেমে আসে পৃথ্বিপর- মিলন সূখে, ভোর দেয় থির!



ছবি কৃতজ্ঞতা: গুগল
@ মিলন স্বপ্ন অংশটুকু সেই স্বাপ্নিকের- যার জবাবে বাকী কাব্যের জনম :)

মন্তব্য ৭১ টি রেটিং +২১/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:২৪

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!


:)

১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :)

:)

শুভেচ্ছা অফুরান

২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:০২

নাগরিক কবি বলেছেন: আই জাস্ট ওয়ান্ট টু সে, ইটস এমেইজিং

১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও! :)

থ্যাংকস ব্রো! মন্তব্যে মুগ্ধাপ্লুত :)

শুভেচ্ছা অনেক অনেক

৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো এবারের কবিতা গুলিও।

তবে আমার কাছে মাঝখানেরটাই বেশি ভালো লাগলো, স্বপ্নের কথকতা'য় যেন বাস্তবতা ভরে রেখেছেন।
মুগ্ধতা জানিয়ে গেলাম ভাই।

শুভকামনা জানবেন।

১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা

মুগ্ধতাটুকু অনুপ্রানীত করলো :)

শুভকামনা অফুরান

৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:২২

জাহিদ অনিক বলেছেন: আহ ! মধু মধু । এই রকম তিন স্তরের স্বপ্নে ঘুমিয়েই কাটবে আমার আজীবন

১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হাহা

অনেক অনেক ধন্যবাদ।

স্বপ্ন যদি মধুময় হয়, যাকনা কেটে জনম জনম...
কারো অপেক্ষায় -কারো ভুলে যাওয়া স্মৃতি ফেরার অপেক্ষায় ;)

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:৩৮

জেন রসি বলেছেন: এই কবিতা পড়েই পৃথিবী, আহ্নিক গতি, সময় প্রায় থেমে যাচ্ছিল! :P

+++

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মন্তব্যে মুগ্ধ :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভ্রাত:

৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:৫৮

কল্লোল পথিক বলেছেন:





বাহ!চমৎকার হয়েছে।

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ পথিক ভায়া :)

অনেক দিন পর পেলাম। আছেন কেমন?

ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

৭| ১৭ ই জুন, ২০১৭ ভোর ৫:১২

সামু পাগলা০০৭ বলেছেন: লাইক দিয়েছি, আর কিছু বললাম না। আজকাল পরিচিত মানুষজন লাইক দিয়ে চুপচাপ চলে যায়, কিছুই বলেনা। আমিও তাই করি। ;) :)

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। তার কারণটা লাইক পাতায় চোখ বুলালেই পেয়ে যাবেন ;)

মিলনের আহাজারি মিলন কাব্যের আকঙ্খা
হায়! ইতিউতি খুঁজে মরে -দেবতা ভুলে
দেবীর অর্ঘ্যার্পনে ব্যকুলতায়
ভক্তের শির করে আপনানত;
:)

হায় দেবী
তুমিও যদি ভক্তের রুপে দাও প্রতিক্রিয়া
আরাধনা, পূজা তবে সবই বৃথা
ইশ্বরতায় থাকতে নেই নিউটন সূত্র
ইশ্বর তাইতে সে পূত:পবিত্র :) হা হা হা হা






৮| ১৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: এত্ত কথা মাথায় আসে কিভাবে!আমার কাছে শেষের দুটি বেশি ভাল লেগেছে।

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভালই বলেছেন! এত্ত কথা মাথায় আসে কিভাবে??? হা হা হা মজা পলোম।

শষের দুটও ভাল লাগায় কৃতজ্ঞতা। কিন্তু শেষের দুটোর যে জন্মই হতনা প্রথম টুকু না হলে ;)

শুভকামনা সবসময়!

৯| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৯

নীলপরি বলেছেন: তিনটেই অসাধারণ। পড়ার পরেও মন কবিতার আবেশে আবদ্ধ হয়ে আছে । :)
+++++++++++
শুভকামনা।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

আবেশ টুকুই লেখার স্বার্থকতা :)

শুভেচ্ছা অন্তহীন

১০| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: এই তিন স্তর ই তো জীবন
ক্যামনে লিখেন এত ডিটেইলস ; দারুন ।

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ আপু :)

অনুভবের ভাড়ার ঘরে একটু উঁকি দিয়েছিলাম স্বপ্ন সখিরে সাথে করে ;)
হা হা হা

অনুপ্রানীত হলাম। শুভেচ্ছা আর শুভকামনা নিরন্তর :)


১১| ১৭ ই জুন, ২০১৭ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: ১নং কঠিন। বাদ বাকি সব সুন্দর।
+।

১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১ নং এর উত্তরেই যে ২, ৩ এর জন্ম ;)

তাই আমি না হয় কঠিনেরেই ভালবাসিলাম :P
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

শুভকামনা এবং শুভেচ্ছা

১২| ১৭ ই জুন, ২০১৭ রাত ৮:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: দেবী যদি নাই দেয় ভক্ত রূপ প্রতিক্রিয়া
ভক্ত মিশবে কেমনে দেবীতে হয়ে লীন? ;)
এ নিউটন সূত্র নয়, দেবী সূত্র বৎস
মানব ক্ষমতায় নেই বোঝা এ জ্ঞানের উৎস!
পবিত্র শুধু ইশ্বরই নয়! ভক্তের আরাধনাও বটে
তাই তো ভক্তিতে আসে দেবী ভক্ত সন্নিকটে! ;) :D

হাহাহা। জোকস আসাইড, কবিতাগুলো সখা সখির কথা মনে করিয়ে দিল! অসাধারণ! মনের ভেতরের আবেগ দিয়ে লিখেছেন। এজন্যে পাঠকের মন ছুঁয়ে যাবার মতো লেখা হয়েছে। এমন লেখা পড়ার সৌভাগ্য করে দেওয়ায় কৃতজ্ঞতা।

অনেক ভালো থাকুন।

১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

তথাস্তু। দর্শনেই ভক্ত তুষ্ট! বর পেলেতো পোয়াবারো :)

স্মরণেই মুক্তি। বিস্মৃতিতেই যাতনা।

অনেক অনেক কৃতজ্ঞতা দারুন মন্তব্যে। গত কদিনের মিলন কাব্যের হাহাকার টুকু ছঁয়ে গেলতো - তাই সখা-সখি থেকে রিমিক্স আয়োজন :D
ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।

ভাল থাকুন সবসময়। শুভকামনা আর শুভেচ্ছায়

১৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

ভাল থাকুন।

শুভেচ্ছা অফুরান :)

১৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অসাধারণ পংক্তিগুলোর জন্যে ঈর্ষাবৃত ভালো লাগা।

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে সেরেছে!!!

আপনার মুগ্ধতার প্রকাশ ছুঁয়ে গেল :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা
শুভেচ্ছা ও শুভকামনা সবসময় :)

১৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতায় অনবদ্য প্রবাহ বিদ্যমান। ভাবছি কি করে সেটি আমার কবিতায় নিয়ে আসা যায়!

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে বলেন ভায়া !

হ্যটাস অফ টু ইউর ফিলিংস :)

অনুভবের গহনে ডুবে কেবলিই সাতরে বেড়ানো- এই আর কি :)

আপনাদরে ভাললাগা, মুগ্ধতা অনুপ্রাণ হয়ে রয়।

শুভেচ্ছা শুভকামনা অন্তহীন। ভাল থাকুন।

১৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: সবগুলোই অসাধারণ লাগলো ।

তবে,
তোমার কোলে মাথা রেখে
অনুভব করি স্বর্গের সূখ
থেমে যাক পৃথিবী, থেমে যাক আহ্নিক গতি
থেমে যাক সময়- পেরিয়ে যাক অনন্ত কাল.... অন্তহীন....
এই লাইন গুলি আহ, মুগ্ধকর।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো :)

মুগ্ধতা টুকু ছুঁয়ে গেল হৃদয় অলিন্দ :)

শুভেচ্ছা ভ্রাতা, শুভকামনা অনি:শেষ

১৭| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু প্রথমটাই বেশি ভালো লেগেছে :)

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অনেক অনেক ধন্যবাদ। আলিঙ্গনের তৃষ্ণা ফুটেছৈ বেশি প্রথমটায়।
তৃষিত হিয়ার তৃষার তুষার গলে যায়..... :)

শুভেচ্ছা শুভকামনা সবসময়।


১৮| ২০ শে জুন, ২০১৭ রাত ২:৫৫

নীল মনি বলেছেন: কত সুন্দর করে মানুষ প্রকাশ করে মনের কথা, আমার যে বড় ইচ্ছে করে :)। ভালো লাগা রেখে গেলাম, ও সাথে মুগ্ধতাও কিন্তু,হুম :)

২০ শে জুন, ২০১৭ সকাল ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যের আন্তরিকতায় কৃতজ্ঞতা।

আপনিও কিন্তু অনেক ভাল লেখেন। :)

ভাললাগা আর মুগ্ধতাটুকু তোলা রইল সযতনে :)

শুভেচ্ছা

১৯| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:২৯

চানাচুর বলেছেন: স্বপ্নীল-মিলনানুভব

এই কবিতাটা পছন্দ হয়েছে টাইটেল্টা কারণ আমার নাম স্বপ্নীল :`>

২০ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে প্রীত হলাম :)

নামের জন্যে হলেও পছন্দ হয়েছে ;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা
ভাল থাকুন সবসময়।

২০| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

ত্র য়ী কাব্যে মাত্র একটি লাইক যথেষ্ট নয়। প্রতিটি কবিতার বুকে ডিব ডিব শুনেছি!

২১ শে জুন, ২০১৭ রাত ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আনন্দে আমার বুকেও ডিব ডিব শুরু হয়ে গেছে ;) হা হা হা

অনেক অনেক ধণ্যবাদ ডানা :)

শুভেচ্ছা অফুরান....

২১| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ,
রমজানে সংযম , কথা কম বলে তাই
আপাতত প্রিয়তে নিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: উনা ভাতে দুগুনা বল তত্ত্বে কম কথার গভীর ভালবাসা টুকু তুলে রাখলাম হৃদয়ে :)

মুগ্ধতায় আর প্রিয়তে নিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন।

শুভেচ্ছা অন্তহীন প্রিয় ডঃ এম এ আলী :)

২২| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৬

হাতুড়ে লেখক বলেছেন: ভয়ংকর রকমের সুন্দর।

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সুন্দর সেও ভয়ংকর!!!! ;)

তবে, আমি ভয়ংকরকেই ভালবাসিলাম :)

অনেক অনেক শুভেচ্ছা হাতুড়ে ভায়া

২৩| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৯

বিজন রয় বলেছেন: অহ! আহ! শান্তি।

কবিতায়ই প্রকৃত শান্তি।

২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওম! শান্তি!

আপনার শান্তিটুকু যেন ছুঁয়ে গেল :)

অনেক অনেক ধন্যবাদ ও অফুরন্ত শুভেচ্ছা বিজন দা :)

২৪| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:৩২

ওমেরা বলেছেন: ভাইয়া আপনার নামটাও কঠিন কবিতা গুলো ও কঠিন এগুলো কঠিন তবে পড়ে ভাল লেগেছে । অনেক ধন্যবাদ ।

২২ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মানুষটা ঠিক উল্টো!

কঠিন কবিতায়ও ভাল লাগায় কৃতজ্ঞতা। :)

অনেক অনেক শুভেচ্ছা

২৫| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৫

ওমেরা বলেছেন: তাই ভাইয়া হি হি হি ------ মানুষটাকে তো দেখি না শুধু নামটাই দেখি। তবে কিছুটা হলেও বুঝা যায় ।

২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
যাক! না দেখেও কিছূটা হলেও বুঝেছেন জেনে আপ্লুত বোধ করছি। :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভাল থাকুন সবসময়।

২৬| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:২১

নাগরিক কবি বলেছেন: আমি ভাবতেছি আপনার নামে ফৌজদারী একটা মামলা করে দিবো। !:#P

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম-ভালবাসা, মিলন আবার কবে থেকে ফৌজদারী অপরাধ হল, মাইরি ;)
তায় এতো স্বপ্ন!

মিলনের স্বপ্ন মামলায় এজাহারে কি কি লিখা হবে ভেবেই মরি! :)
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ নাগরিক কবি। আপনার আবেগটুকু ছুঁয়ে গেল :)
অন্তহীন শুভেচ্ছা ও শুভকামনা

২৭| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

নাগরিক কবি বলেছেন: ভোরের আকাশে ঝিমিয়ে বাতাস
আমরা ক'জন অলস যুবা !
নবজন্মের পবিত্র প্রার্থনা - জুয়াড়ি
মত্ত, নিদ্রাহীন রজনীর অবসর.
8-|

২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাত কড়ি পড়ানো হাত-
আর শেকলে বাঁধা কলম
থেমেছে কি কখনো বিপ্লব?
আগুন লুকালেও ধোঁয়া কখনোই নয়!
নবজন্মের পবিত্র প্রার্থনা-পূর্ন হবেই।

২৮| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একটু কঠিন কঠিন লাগলেও মুগ্ধতা শুধু কবিতায় না ছবিগুলাতেও--------

২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ

ঈদ মোবারক :)

২৯| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৯

বর্ষন হোমস বলেছেন:
সুন্দর কবিতাগুলো।ভাল লেগেছে।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

ঈদ মোবারক :)

৩০| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




সকল অরন্য অনড় হোক , বৃক্ষপত্র স্থির.................. তবুও ঈদের মৌতাতে মেতে উঠুক সব ঘর !!!!!

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনন্য শুভেচ্ছায় কৃতজ্ঞতা!

একই শুভকামনা আপনার জন্যেও ;)

ঈদ মোবারক :)

৩১| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: শুরুর চারটে চরণ পড়েই পাঠক কিছুক্ষণের জন্য থমকে যেতে বাধ্য। আর চতুর্থ চরণটিঃ নিশ্চল, নির্বাক মহাকাল সখা সখির পরম মিলনে বিলীন -- পড়ে পাঠক তন্ময় হবে।
অসহায় কণ্ঠে দলা পাকিয়ে হাজার শব্দ
সখার চেহারা ঝাপসা হয়ে যায় বেহায়া অশ্রুজলে
-- অনুভূতির চমৎকার চিত্রায়ন।
আবারো সখি মুখ লুকিয়ে সখার বুকে, আশ্রয় পরম
শক্ত করে জড়িয়ে রাখে, আর যেন না হারায় কোন জনম!
-- এখানে কবির মুন্সীয়ানা প্রকাশ পেয়েছে।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

আপনার মন্তব্যে আপ্লুত :)

ঈদের শুভেচ্ছঅ অফুরান

ঈদ মোবারক :)

৩২| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: স্বপ্নের কথকতা - এবং স্বপ্নীল-মিলনানুভব - এর প্রতিটি চরণ খুব সুন্দর হয়েছে।
মিলন স্বপ্ন অংশটুকু সেই স্বাপ্নিকের- যার জবাবে বাকী কাব্যের জনম -- সেই স্বাপ্নিক এবং কবিকে অভিনন্দন, এমন একটা অসাধারণ কবিতা সৃষ্টির জন্য।
কোন পোস্টের অধিকাংশ মন্তব্য এবং প্রতিমন্তব্য ভাল লেগেছে, এমন পোস্ট খুব বেশী চোখে পড়েনা। আপনার এ কবিতার উপর পাঠকদের মন্তব্যগুলো থেকে বুঝা যায়, আপনি কতটা তাদের মনযোগ এবং নিবিড় পাঠ আকর্ষণ করতে পেরেছেন। অনেকগুলো মন্তব্য এবং প্রতিমন্তব্যে 'লাইক' দিয়ে গেলাম। তবে শায়মা এর প্রথম মন্তব্যটাই বোধকরি সকল মন্তব্যের সারাংশ!

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাপ্নিককে পৌছে দিলাম আপনার অভিনন্দন!

স্বচ্ছ দর্পনে সবকুচ দিখতাহে ;) হা হা হা

আপনার অনুভবের স্বচ্ছতা মন্তব্যে পরিষ্ফুট :)
কৃতজ্ঞতা আবারো লাইকগুলো অনেক অনেক ভাল লাগল :)

আবারো ঈদের শুভেচ্ছা

৩৩| ২৮ শে জুন, ২০১৭ রাত ৩:১০

স্বতু সাঁই বলেছেন: এসেছিনু মুক্তির আশে।
চারিদিকে চেয়ে দেখি, কেউ নেই আশেপাশে।

২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:

মুক্তির বাজারে চলতে হয় একা
বহু ভাগ্যেযে মেলে এ পথের দেখা
দৈবাৎ মিলে গেলে চলার সাথী
ভাগ্যে মেলে সে পরমে অভিযাত্রী :)

৩৪| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:০১

স্বতু সাঁই বলেছেন: কে তোমার আর যাবে সাথে,
কোথায় রবে এ ভাই বন্ধু
পড়বি যেদিন কালের হাতে.. #লালন

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

কালের হাতে পড়লেই সবাই সিধা (সোজা) হয় ;)

লালন গুরুর প্রতি শ্রদ্ধা অসীম

৩৫| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:০৮

স্বতু সাঁই বলেছেন: সাঁই আমার ব্লগে ঢু টু মারেন?

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢু মেরে হাজিরা দিয়েছি :)

৩৬| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:২০

স্বতু সাঁই বলেছেন: হা হা হা.. দেখলাম তাই

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.