নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্র পতন : নিপাতন

২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৭


দারুন এক আবেশী রাত্তির..
স্বপ্ন গাঁথার, স্বপ্ন দেখার, স্বপ্নে ভাসার
হঠাৎ নক্ষত্র পতন!
কেউ কেউ কেউ বললো দেখ দেখ
উল্কা ছুটছে-
চোখ বন্ধ করে প্রিয়র জন্য শুভকামনায়
বন্ধ চোখ গুলো আলো জ্বেলে গেল - - -

আলোর পেছনের দহন জ্বালায় আমি দেখেছি
নক্ষত্রের কষ্ট! ভেঙ্গে চূরে একাকার দু. মিনিট আগে পরে
খুশির ঝর্নায় ব্যাথাবাণ-

এ যে বড় কষ্ট! আমি জানিরে- কাউকে বোঝানো যায় না!
চিনচিন করে চোরা স্রোতের মতোন! হুহু করে ওঠে মন শূন্যতায়
কি ভীষম অভিমান দমকে দমকে উথলে ওঠে
স্মৃতিরা অগ্নি জ্বালায় মন কুঠুরে- সেই জ্বালায় জ্বলে চোখ
সে অনল নেভাতে দু:খরা হুরমুড় করে মেঘ হয়ে নামে
ভেজে দুই চোখ- উপচে পড়ে টপ টপ..

ইশশশ...
যদি পাখি হতে পারতাম। উড়ে গিয়ে
পাশে বসে চুপটি করে শুধু হাত ধরে থাকতাম!
কাঁদতে দিতাম মন খুলে।
মন খুলে কান্না করলে নাকি কষ্টরা কমে যায়!

সিজদাবনত হৃদয়ে কায়মনোবাক্যে প্রার্থনা
নক্ষত্র তুমি অটল অবিচল রও দৃঢ়তায়
তোমাকে যে সবার প্রয়োজন
তোমার আলোয় আকর্ষনে গ্যালাক্সির কত কোটি প্রাণ
স্বার্থাবর্তনেই তোমার মঙ্গল কামনা ভাইস ভার্সায়
জানোতো-ভালবাসাকে পাল্লায় তুলেনি কেউ ভালবেসেই!

মন্তব্য ৭২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: অন্যরকম কবিতা । ++++++

২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা অফুরন্ত

২| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ

পতন-নিপাতন থেকে সুরক্ষিত থাকুন- এই শুভকামনা :)

৩| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:১০

ওমেরা বলেছেন: জী কবিতা সুন্দর হয়েছে তার জন্য ধন্যবাদ ।

২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ওমেরা :)

শুভকামনা নিরন্তর :)

৪| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা শক্তি কত কবিতা পড়ে অনেকটাই বুঝা যায় অনুমানে। কেবল ভালোবাসাই পারে ডুবিয়েও বাঁচিয়ে রাখতে। আপনার কবিতার গভীরতায় তলিয়ে যাচ্ছিলাম, আবার টেনে তুলেছেন। শেষ লাইনটি চিরন্তন, ভালোবাসে যে সে ভালোবাসার মূল্য খুঁজে না কোথাও, সে কেবল ভালোইবাসে, নিশিদিন একাকীত্বে পুড়েও ভালোবাসার স্বপ্নই বুনে যায় আপন মনে। ভালোবাসা!!!


অনেক মুগ্ধতা কবিতা পড়ে।
শুভকামনা রইল প্রিয় কবি'র জন্য।

২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাঈম নয়ন :)

নামটা ছোট করে ফেল্লাম-আশাকরি কিছু মনে করেন নি ;)

নাঈম নয়নে কেমন একটা সুন্দর ভাব আসে না? :)

আপনার মুগ্ধতা মেশানো দারুন মন্তব্যে আপ্লুত :) দারুন অনুভবে কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর

৫| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:০৩

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর একটা অনুভূতির আবহের ভেতর দিয়ে নিয়ে গেলেন। দারুণ লিখেছেন। তবে, পরের ছবিটার প্রয়োজন কি ছিল বুঝতে পারিনি।

২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ঋতো আহমেদ

দারুন লাগাটুকু প্রেরণা হয়ে রইল :)
ছবির ব্যার্থতাটুকু দায় হয়েই তবে থাক :)

শুভেচ্ছা অফুরন্ত

৬| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না ভাই, কিছু মনে করার মতো কিছু বলেন নি ভাই। আমাকে সবাই ডাকনামেই ডাকে ছোট করে নয়ন।


আপনার প্রতিউত্তরে কৃতজ্ঞতা না জানিয়ে যেতেই পারলাম না।
কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানিয়ে গেলাম ভাই।
শুভ হোক আপনার আগামী।

২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনার বিনয় ছুঁয়ে গেল। নো মেনশন ব্রো...
আপনার জন্যেও অশেষ শুভকামনা
ভাল থাকুন..

৭| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাঁদতে দিতাম মন খুলে।
মন খুলে কান্না করলে নাকি কষ্টরা কমে যায়!
সুন্দর!!!
পুরো কাব্যেই ভাল লাগা রইল।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গিয়াস ভাই!!...

দারুন ঈদ করেছেন :) অভিনন্দন..

কাব্যে ভাললাগা অনুপ্রাণ হয়ে রইল সবসময়ের মতো..

শুভেচ্ছা অফুরান

৮| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৬

শায়মা বলেছেন: বাহ ভাইয়া! :)

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শায়মাপু :)

শুভেচ্ছা অফুরান

৯| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৭

আমিই মিসির আলী বলেছেন:

কেউ কেউ কেউ বললো দেখ দেখ
উল্কা ছুটছে-
চোখ বন্ধ করে প্রিয়র জন্য শুভকামনায়
বন্ধ চোখ গুলো আলো জ্বেলে গেল ..

বেশ ভালো লাগলো।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগা টুকু অনুপ্রাণ হয়ে রইল

অনেক অনেক শুভকামনা :)

১০| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩১

ব্লগ মাস্টার বলেছেন: নির্ভুল খুব সুন্দর কবিতা ।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্নরকম মূল্যায়নে মুগ্ধতা :)

শুভেচ্ছা অনেক অনেক

১১| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে অনুপ্রাণ নক্ষত্রালোকের মতোই...

অনেক অনেক ধণ্যবাদ ধ্রুবক আলো :)

শুভেচ্ছা অন্তহীন

১২| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

দুর্দান্ত!

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ টু ইউর কমেন্ট ব্রো :)

অনেক অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা

শুভেচ্ছা অফুরান

১৩| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: স্মৃতিরা অগ্নি জ্বালায় মন কুঠুরে- সেই জ্বালায় জ্বলে চোখ
সে অনল নেভাতে দু:খরা হুরমুড় করে মেঘ হয়ে নামে
ভেজে দুই চোখ- উপচে পড়ে টপ টপ.." স্মৃতি শুধু কাঁদায়, ভৃগুদা!

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। স্মৃতি শুধূ কাঁদায়!

মন্তব্যে কৃতজ্ঞতা অনেক অনেক
সাধুদা অনেক দিন মিস করছি আপনার সমৃদ্ধ লেখনি...

শুভেচ্ছা অন্তহিন

১৪| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৫

রাতু০১ বলেছেন: ভালোবাসে যে সে ভালোবাসার মূল্য খুঁজে না কোথাও, সে কেবল ভালোইবাসে, নিশিদিন একাকীত্বে পুড়েও ভালোবাসার স্বপ্নই বুনে যায় আপন মনে। অনেক শুভকামনায়।

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাতু০১

অনুভব করা কৃতজ্ঞতা। শুভেচ্ছা অন্তহিন

১৫| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা ভালো লেগেছে +++ ;)

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ভাল লাগাটুকু অনুপ্রাণ হয়ে রইল :)

শুভেচ্ছা অফুরান

১৬| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



সিজদাবনত হৃদয়ে কায়মনোবাক্যে প্রার্থনা
এ জগতের সবচেয়ে বড় কথা এটা
এমন সুন্দর কথামালায় কবিতা
রচনার জন্য কবি প্ররতি রইল বিনম্র শ্রদ্ধা

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় ডঃ এম এ আলী....
বরাবরের মতো তীক্ষ অনুভবে অনন্য দৃষ্টিতে বৈশিষ্ট্য অনুভব করলেন ভিন্নচোখে :)

আপনার দারুন মন্তব্যে টুপি খৌলা অভিবাদন :)

শুভেচ্ছা ও শুভকামনা অন্তহীন

১৭| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: স্মৃতিরা অগ্নি জ্বালায় মন কুঠুরে- সেই জ্বালায় জ্বলে চোখ
সে অনল নেভাতে দু:খরা হুরমুড় করে মেঘ হয়ে নামে
ভেজে দুই চোখ- উপচে পড়ে টপ টপ..
--- চমৎকার।

দু'টোই সুন্দর। +।

২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা :)

ভাললাগাটুকুই প্রশান্তি, অনুপ্রেরণা। কৃতজ্ঞতা আর শুভকামনা অশেষ।

১৮| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: স্মৃতিরা অগ্নি জ্বালায় মন কুঠুরে- সেই জ্বালায় জ্বলে চোখ
সে অনল নেভাতে দু:খরা হুরমুড় করে মেঘ হয়ে নামে
ভেজে দুই চোখ- উপচে পড়ে টপ টপ..
--

অপূর্ব । +++++++++++

৩০ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অণেক ধন্যবাদ নীলপরি :)

শুভেচ্ছা অন্তহীন

১৯| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৩১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
জানোতো-ভালবাসাকে পাল্লায় তুলেনি কেউ ভালবেসেই!

সুন্দর অভিব্যাক্তি।

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এস,এম,মনিরুজ্জামান মিন্টু :)

শুভেচ্ছা অন্তহীন

২০| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর কবিতা

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ফরিদ ভাই :)

শুভেচ্ছা অনন্ত :)

২১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




নক্ষত্রের পতন হয়না । অনেক অনেক কষ্ট পেলেই তবে নক্ষত্রেরা ভেঙ্গে চূরে একাকার হয়ে কৃষ্ণগহ্বরে পরিনত হয় । কি ভীষন অভিমানে সে মুখ ঢাকে অন্ধকারে । চোরা স্রোতের মতোন সে তখন সকল আলোকে টেনে নেয় বুকের মাঝে, লুকিয়ে রাখে । যেমনটা রেখেছে কবিও ।

ভালোই লিখেছিলেন তবে গোটা কয়েক ইংরেজী শব্দ ব্যবহার নিপাতনে সিদ্ধ হয়নি ।

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহেমদ জী এস
অসাধারন গভীর অনুভবের বিশ্লেষনী মন্তব্যে আপ্লুত।

ভবিষ্য নিপাতনে সতর্কতার প্রতিশ্রুতি রইল :)

অনেক অনেক শুভেচ্ছা :)

২২| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে একটু অন্য রকম মনে হলো ; ;)


খুব সুন্দর লিখেছেন +++
শুভ কামনা ।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অন্যরকমটাই কবিতার স্বার্থকতা ;) নাকি বলেন :P

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত:

শুভেচ্ছা অফুরান

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা... জগতে পাগলামো ছাড়া আর আছে কি ....... সবকিছুুতে এতো সিরিয়াস হলে হয়!! B-) আমিও কবিতা লিখতে চাই কিন্তু ছন্দ মেলাতে পারিনা।।। আর, আমার ব্লগে একটা কবিতা লিখেছেন পোষ্ট দিয়েছি ; মন্তব্য দরকার নেই । তাইলে পড়তে পারেন । ;)

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভালই বলেছেন। দেখে চিহ্ণ রেখে এসেছি।

শুভেচ্ছা

২৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ আগেই পড়েছিলাম। কমেন্ট করা হয়ে ওঠেনি। এখন করছি। অসাধারণ একটি কবিতা! মনে হলো, অন্তরের ভেতরের আবেগ থেকে আপনজনের কষ্টে ব্যথিত হয়ে তার সুখ ভাবনায় লেখা হয়েছে! সত্যিই অসাধারণ!

আমার সকল শুভেচ্ছা রইল।
ভালো থাকুন।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেটার লেট, দেন নেভার :)

অনেক অনেক ধন্যবাদ আন্তরিক মতামতে। সত্যিই কবিতাকে ধারন করেছেন হৃদয় দিয়ে :)
কৃতজ্ঞতা অশেষ।

ভাল থাকুন সবসময়।

২৫| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:২২

স্বতু সাঁই বলেছেন: মন্তব্য করতে কোন ভণিতা করবো না। আসলে কিছুই বুঝলাম না।

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হতেই পারে ;)

ধন্যবাদ

২৬| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৮

স্বতু সাঁই বলেছেন: কি হতে পারে?

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ যে বল্লেন বুঝলাম না! তা হতেই পারে।

কবিতাটি অন্তরের ভেতরের আবেগ থেকে আপনজনের কষ্টে ব্যথিত হয়ে তার সুখ ভাবনায় লেখা হয়েছে।
নক্ষত্রের দহন যাতনায় প্রিয় কারো কষ্টকে ভালবাসার দৃষ্টিতে অনুভব করা।
সকল আলোর পেছনের দহন যাতনার মতো, জীবনের গভীর বোধেও তেমনি যাতনার সন্ধান পলে পলে!
তার জন্য সহমর্মিতা, শুভকামনা আর সৃষ্টির ভেদানুভব! এই নিয়েই আবর্তন।

ভাল থাকুন সাঁই


২৭| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২০

কানিজ ফাতেমা বলেছেন: শেষ লাইনটি ছোট গল্পের মত একটা রেশ রেখে গেল ।

শুভ কামনা নিরন্তর ।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে মুগ্ধতা :)

শুভেচ্ছা অন্তহীন

২৮| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০

স্বতু সাঁই বলেছেন: উপরে উপরে ভেসে বেড়াই তো, গভীরেে ঢুকতে পারি না।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হাসালেন সাইঁজি!

স্ব- তু যদি উপরে ভেসে বেড়ায় তো ভেতরে গিয়েছে কে? ;)

শুভ কামনা সবসময়।

২৯| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪

স্বতু সাঁই বলেছেন: অযোগ্য বলেই তো সামু কর্তৃপক্ষ এক মাস চারদিনেও প্রথম পাতায় লিখার অনুমতি দিলো না। এতো যোগ্য যোগ্য ব্লগারের মাঝে কি উপরে ভাষা অযোগ্য ব্লগারের জায়গা আছে?!

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত ছোট্ট ইন্ডিকেটর দিয়ে কি আর বিশালতার মূল্যায়ন করলে চলে।!!!

এটা নানান কারণে ডিলে হয়.. আমারতো মেন হয় এক মাসের উপর লেগেছিল ;)
হিন্দিতে মজা করি- লাগে রাহো মুন্না ভাই ;) (ফান)

যোগ্যতা বড়ই আপেক্ষিক ভ্রাতা সাঁই....আপনি স্বতু সাঁই.. :)

৩০| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১৩

স্বতু সাঁই বলেছেন: মজা করতে ভালো লাগে তাই মজা করি। মানুষ মজা বুঝে না। আসলে সব মানুষ কষ্টে থাকে তো, তাই মজা করতে বা মজা নিতে জানে না।

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা সইত্য!!!
সুবোধ যেখানে পালীযে বেড়ায় সেখানে মজাও মজা লাগে না ;)

সুবোধ ফিরুক নীড়ে :)

৩১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৭

স্বতু সাঁই বলেছেন: সন্তান জন্মের সময় কীর্তনের আসর করা উচিত। তাহলে সন্তানের মন মানসিকতা কৃষ্ণের মতই হবে এবং সে কৃষ্ণলীলা বুঝবে। কৃষ্ণলীলা ছাড়া কী এই জগতলীলা চলে?!

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কীর্তন আর কৃষ্ণ লীলার হাকীকত জানেনা অধিকাংশ ! বাংলা সংস্কৃত আর আরবী ইংরেজীর আক্ষরিক প্রকাশে যেখানে মাথা ফাটাফাটি হয় - অথচ জল বল বা আব বল বা ওয়াটার অর্থতো একই - কাজটাই মূখ্য তৃষ্ণা নিবারন! এই বোধের বাইরে যখন বিরাজ করে চেতনা তখন সচেতনতাই অধিক কাম্য :)
তাই আপনার সরলীকরণ বলা কেবলই বিভ্রান্তি ছড়াবে বই নয়!
পুথিগত, অন্তর্গত আর ভাবগত জ্ঞান পৃথক পৃথক বাস্তবতা প্রকাশ করে। তাই পর্যায়ক্রমিক জ্ঞান বিতরণই জ্ঞানীর লক্ষ্য হোয়া উচিত!
:)
ভাল থাকুন সাঁই

৩২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

নিশাত১২৩ বলেছেন: আলোর পেছনের দহন জ্বালায় আমি দেখেছি
নক্ষত্রের কষ্ট!

বাহ কি চমৎকার কথাগুলো । মুগ্ধপাঠ । প্লাস দিয়ে গেলাম বিদ্রোহী ভৃগু ।

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ নিশাত১২৩ :)

মুগ্ধতাটুকু অনুপ্রাণ হয়ে রইল :)

++++

৩৩| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৫

স্বতু সাঁই বলেছেন: বিভ্রান্তি থেকেই বিপ্লব শুরু হয়। আপোষকামীতা দাসত্ব স্বরূপ। গুণী মুহাম্মদ তৎকালীন সময় তার জাতি বা গোষ্ঠির কাছে যা বলতেন তা ছিল তাঁর জাতি বা গোষ্ঠির প্রথা বিরোধী বিভ্রান্ত ছড়ানো স্বরূপ। তিনি তাঁর জাতি বা গোষ্ঠির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে থেমে যান নি, বরং তিনি বিপ্লব ঘটিয়েছিলেন সত্যকে তুলে ধরবার জন্যে। এটা তাঁর সরলীকরণ ভাবনা ছিল না, এটা ছিলো তাঁর প্রতি আল্লাহর নির্দেশনা ছিলো। এ নির্দেশনা সকল গুণীজনের প্রতি দিয়ে রেখেছেন আল্লাহ সর্বকালে সকল সময়ের জন্য। তাই সত্য প্রকাশে সত্যের পূজারীগণ এসেছেন যুগে যুগে। এ দায়িত্য আপনার আমার সকলের। যে সত্যের পূজারী সে সত্য প্রকাশে কাপুরুষোচিত চারিত্রিক বৈশিষ্ট বহন করে না। যারা সেরূপ চরিত্র বহন করে, আমার মতে তারা সাধুরভেকধারী বদমাইশ(যদি কথাটা শুনতে কটু লাগলো, কিন্তু এটাই সত্য। যা আমার নিকট সরলীকরণ নয় বরং বাস্তবতার প্রকাশ)।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

মুগ্ধতা! তো শুরু হোক সত্যের বিপ্লব। বিপ্লব দীর্ঘজীবি হোক।

++++

৩৪| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৩

জুন বলেছেন: জানোতো-ভালবাসাকে পাল্লায় তুলেনি কেউ ভালবেসেই!
এটাই চরম সত্য । ভালোবাসার জন্য বিস্কিট দৌড় বড় লজ্জাজনক ।
অনেক ভালোলাগা রইলো ।
+

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালোবাসার জন্য বিস্কিট দৌড় বড় লজ্জাজনক ।
দারুন বলেছেন।

ভাললাগাটুকু হৃদয়ে তুলে রাখলাম- পথ চলব বলে :)

অনেক অনেক শুভকামনা :)

৩৫| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২

আখেনাটেন বলেছেন: দহনেই ভালোবাসার প্রকৃত প্রকাশ। তবে দহনকাল যত সংক্ষিপ্ত হয় ততই মঙ্গল।

'জানোতো-ভালবাসাকে পাল্লায় তুলেনি কেউ ভালবেসেই!'- অাপনার এই লাইন পড়ে মধ্যযুগের কবির উচ্চারণ মনে পড়ল, 'ভালোবাসিবে বলে ভালোবাসিনে'। এ কবির দহনকাল চিরস্থায়ী। আপনার...

চমৎকার কবিতা, যদিও কবিতা বুঝি না তেমন।

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দহনকাল যত সংক্ষিপ্ত হয় ততই মঙ্গল। হা হা হা
কিন্তু সচরাচর দীর্ঢ়ই হতে দেখা যায় ;)

দারুন তুলনামলক উদ্ধৃতিতে মুগ্ধতা :)

অনেক অনেক শুভেচ্ছা :)

৩৬| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: স্মৃতিরা অগ্নি জ্বালায় মন কুঠুরে- সেই জ্বালায় জ্বলে চোখ
সে অনল নেভাতে দু:খরা হুরমুড় করে মেঘ হয়ে নামে
ভেজে দুই চোখ- উপচে পড়ে টপ টপ..
- পুঞ্জীভূত আবেগ ও বেদনার অসাধারণ বর্ণনা!
জানোতো-ভালবাসাকে পাল্লায় তুলেনি কেউ ভালবেসেই! - খুবই তাৎপর্যপূর্ণ একটি কথা। ভালবাসার অন্য কোন পরিমাপক নেই, শুধুমাত্র হৃদয় ছাড়া।
পোস্টে ভাল লাগা + +

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ প্রিয় খায়রুল আহসান, দ্যা সিনিয়র :)

পাঞ্চ লাইনগুলো নজরে পড়েছে দেখৈ ভাল লাগল।
ভালবাসার অন্য কোন পরিমাপক নেই, শুধুমাত্র হৃদয় ছাড়া।সিত্যই বলেছেন।

শুভেচ্ছা অফুরান :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.