নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

জনমত : ফটোব্লগ মেয়র দ্বয়কে জনতার লাল কার্ড

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯

মশা...
চিকনগুনিয়া...
মাহামারী আকারে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে...
প্রায় প্রতি ঘরে ঘরে প্রায় অচল হয়ে যাওয়া রোগীদের দুর্ভোগে লাঘব দূরে থাক, সান্ত্বনা বা ব্যার্থতার দায় স্বীকার দূরে থাক
শুক্রবার মেয়র যা বলেন তা অত্যন্ত দু:খজনক!

সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, চিকুনগুনিয়া মহামারি হোক আর যা-ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা সম্ভব না।

তার ওই বক্তব্যের পর মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে।



ক্রিয়ার প্রতিক্রিয়ায় জনতার ঘুমন্ত ক্ষোভ যেন নেমে এল রাজপথে মানব বন্ধনে:

লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক সাংবাদিক ও নাগরিক বৃন্দের ব্যানারে ঢাকা সিটির দুই মেয়র মহোদয়কে একত্রে লাল কার্ড দেখানোর উদ্যোগ নেয়। সমবেত সকল সাধারন মানুষের মধ্যে ব্যাপক উৎফুল্লতা লক্ষ্য করা যায়।
যারা পাশ দিয়ে যাচ্ছিলেন বা গাড়ী বাসে পাশ কাটিয়ে যাচ্ছিলেন তারাও ভি চিহ্ণ বা থাম্বস আপ করে ঐক্যমত প্রকাশ করে যাচ্ছিল!

মানব বন্ধনের খন্ডিচত্র




ফটো কার্টসি : এস, নূর

মন্তব্য ৭৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুরু হয়েছে লাল কার্ড দেখানো । ;)

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাল কার্ডের মানে যদি বুঝতো!

মান সম্মানও কি প্লাষ্টিকের হয়ে গেল নাকি! সহজে যায় টায় না কারো কারো ;)

সোশ্যাল সাইটে ধবল ধৌলাই খেয়ে সন্দ্যায় দেখলাম দু:খ প্রকাশ করেছে ইনিয়ে বিনিয়ে...

২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩২

আমি চির-দুরন্ত বলেছেন: ক্রিকেট(সম্প্রতি চালু হয়েছে) কিংবা ফুটবলের মত যদি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করে দেওয়া যেত তাহলে খুশি হইতাম।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানীলৌক মান থাকতেই বিদায় নেয়!

উন্নত বিশ্বে হলে বোধ করি পদত্যাগ আগে করে পরে দু:খ প্রকাশ করতো!
আর এখানে উল্টো দম্ভ ভরে ব্যার্থতায় একে অন্যে দোষ চাপায়!!!!

৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩২

আমি চির-দুরন্ত বলেছেন: ক্রিকেট(সম্প্রতি চালু হয়েছে) কিংবা ফুটবলের মত যদি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করে দেওয়া যেত তাহলে খুশি হইতাম।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জনতার প্রকৃত খুশির দিন কবে আসবে????

৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সুমন দা :)

৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাদের মজ্জাবতী নেই তাদের জেড পাউডার ও হুইল হোয়াইট দিয়ে ধোলাই করলেউ লজ্জা হবেক না বড় ভাই । ;)

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
তাইতো দেখে আসছি গত যুগ যুগান্ত!

হায়! কতটা নির্লজ্জ্ব হলে মানুষ এমন হতে পারে ভাবতেও অবাক লাগে!

৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

কল্লোল পথিক বলেছেন:


ওনাদের অনেক আগেই লালকার্ড দেখানো উচিৎ ছিলো।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাস্তার অবস্থা, জল নিষ্কাশনে চরম ব্যার্থতা, তার পর সারা ঢাকার মানুষ য়খন মাহামরী আকারের এই রোগে ভুগে বিপর্যস্ত এমন সময় উনার আত্ম্ভরী কথা যেন ঘৃতাহুতি দিয়েছে!

কতটা অর্বাচীন হলে এমন বলা যায়!!???

৭| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মশা মারার ব্যর্থতা!! তা করতে গেলে নগর পরিষ্কার তো রাখতেই হবে সঙ্গে কোন ডোবা নালা বা বদ্ধ জায়গায় পানি যেন না জমে থাকে তারও ব্যবস্থা করতে হবে। তারপর মশা মারার ব্যবস্থা করলে মশার উৎপাত কমতে পারে। নয়তো সম্ভব হবে না মনে হয়।

মানব বন্ধন কতটা উপকারে আসবে ভাবছি! হ্যা, মশা মারার জন্য মেয়র দ্বয় ভাববে নিশ্চয়।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
উপকারের প্রসংগ নয় বিষয়টা দায়বোধের!

আপনার ঘরে কি চিকগুনিয়ার রোগি আছে? জ্বর সারার পর আফটার ইফেক্ট যে কি ভয়াবহ
নিজে না ভুগলে বা ঘরে না থকলে বুঝবেন না!

মেয়র তো পুতুল খেলা পোষ্ট নয়! বা ৯-৫টা চাকুরী নয়!

জনগণের জন্য নির্বাচনের আগে যেভাবে ঝাড়ু দিয়েছিলেন- পরে তো ১৮০ ডিগ্রি উল্টা!!!!
আবার ফাপড়- আমি পরব না????

আপনি যখন বলেছেন ;) হা হা হা নিশ্চয়ই ভাববে।
কিন্তু আমরা খালি ভাবনা চাইনা। টেক্স পেয়ির এটা অধিকার তার নূন্যতম সুবিধাটুকু নিশ্চিত করা।

৮| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, চিকুনগুনিয়া মহামারি হোক আর যা-ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা সম্ভব না - আমি আরেকটা কাগজে দেখলাম, তিনি বলেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে মশারী টানিয়ে আসা সম্ভব না
মাননীয় উচ্চশিক্ষিত, নির্বাচিত মেয়র এর মুখে এমন বালখিল্য মন্তব্য আশা করিনি।
আশাকরি জনতার লাল কার্ড প্রদর্শন এর বিষয়টির প্রতি উভয় মেয়র মহোদয় মনযোগ দিবেন এবং সমস্যা সমাধানে যত্নবান হবেন।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশাকরি জনতার লাল কার্ড প্রদর্শন এর বিষয়টির প্রতি উভয় মেয়র মহোদয় মনযোগ দিবেন এবং সমস্যা সমাধানে যত্নবান হবেন।

এই বোধোদয় হলেতো আমরা আমজনতা বর্তে যাই!

আমরা কত অল্পে তুষ্ট তা যদি এরা বুঝতেন!!!! সহজর সরল বাঙালীদের কখনো ঠকাতেন না!

অনেক ধণ্যবাদ সিনিয়র :)

৯| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, শুধু ভাবনা চাই না, এবার কাজ দেখতে চাই।

জ্বর এখন খুব একটা আতঙ্ক হয়ে দেখা দিয়েছে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দোয়া করি শত্রুরও যেন এ জ্বর না হয়!

আমার ঘরে আমি সহ ৩জন ভুক্তভুগি! কি অবর্ণনীয় যাতনা পলে পলে টের পেয়েছি!

হ্যা যা আমরা কথা নয় কাজ দেখতে চাই

১০| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪২

শূন্যনীড় বলেছেন: ভালো কাম করেছে মানব বন্ধন করে,
আপনাকে ধন্যবাদ

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

প্রতিবাদের পথটা ভালই লাগল! তারা যদি এমনি প্রতিবাদের মানেটা বুঝে মানে মানে সিদ্ধান্ত নিত!!!!

১১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকাতে যে সমস্যা সৃস্টি করেছে সরকার ও ঢাকাবাসী, উহার সমাধান করার ক্ষমতা কারো নেই; এভাবেই জোড়াতালি দিয়ে বাস করতে হবে।

সামান্য লিলিপুটিয়ান ইজারাদার মেয়রেরা কিছুদিন ম্যাও প্যাও করে, পকেট ভরে টাকা নিয়ে উদাও হবে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢাকার সমস্যা জটিল বটে তবে অসাধ্য নয়!
চাই যোগ্য লোকের সমন্বয় আর অনৈতিক হস্তেক্ষেপ বন্ধ!
ঢাকাও হতে পারে তিলোত্তমা!

নির্বাচনের আগে দেখূন কি সুন্দর প্রতিশ্রুতি -

আর পরে দিব্যি উল্টা সুর!!!!!!!!!

ছবি-মোস্তফা কামাল ভাইয়ের সৌজন্যে

১২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


যানজট সমাধানে ৮/১০ বিলিয়ন ডলার, পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা ১০ বিলিয়ন (খাল খনন, নদী খনন); সুয়েরেজ বিশুদ্ধ-কারণ ৪/৫ বিলিয়ন; মশা নিয়ন্ত্রণ ১/২ বিলিয়ন ডলার ।

ঢাকা শহরে, ৩০ বিলিয়ন খরচ করার মতো বাংগালী ঢাকায় নেই।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে রাখে কার হিসাব!!

সুইস ব্যাংকে কারো কারো একাউন্ট ফুলে ফেঁপে যায়
সুইস ব্যাংকে ৫৬০০ কোটি টাকা পাচার হয় এই গরীব দেশ থেকে!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: প্রাচীন বাংলার একটা প্রবাদ, আগের হাল যেদিকে যায়, পিছনের হাললও সেদিকেই।।
তবুও প্রতিবাদ শুরু হয়েছে।। ভেবেছিলাম অন্যসব "সদম্ভ" বক্তব্যের মত এটাও শুধু শুধুই বেরিয়ে যাবে।।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগের হালের দোষ দেয়ার দিন শেষ!
বৈধ অবৈধ সাকুল্যে যা সব তার তারাই!!!!

আর ইটস টাইম টু ব্রেক! আগের দিনের কিসসা আর শুনেনা মানুষ!
তুমি কি করেছে? পেরেছো? পারোনি? তো বিদায় হও!

১৪| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২১

মোস্তফা সোহেল বলেছেন: লাল কার্ডের মানে মেয়র সাহেবকে বুঝাইতে যাইবে কে ভাই?

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা বটে তা বটে! লালকে যদি মার্শালে ব্লাকের মতো দামী ভেবে বসে তবেতো বিপদ!!!!! ;)

১৫| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫১

পদ্মপুকুর বলেছেন: ২০১৫ সালের ২১ ডিসেম্বরে সোনারগাঁও হোটেলে আমার অফিসের এক প্রোগ্রামে মেয়র সাহেব আসিয়া বলিলেন, আপোনাদের যাহাদের ক্যামেরা ফোন আছে, তাহারা যেখানে ডাস্টবিন দেখিবেন, সঙ্গে সঙ্গে ফটুক তুলিয়া রাখিবেন। কারণ, আর একবছর পর থেকে এই সব ডাস্টবিন ঢাকা শহরে দেখিতে পারিবেন না.... ইতং বিতং বহু কিছু...

এখন দেখছি বনশ্রী মেরাদিয়ায় একটা ডাস্টবিন ছিল, এখন আরেকটু সামনে এসে আরেকটা হইছে...
সব শালা খালি বড় বড় কথা। গুলশান বনানী ছাড়া ঢাকায় যে আরো যাগয়া আছে সেইটা এই ব্যাটার পশ্চাৎদেশ দিয়ে বুঝায়ে দেয়া উচিৎ।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবই ইতং বিতংএর বাজার!

আমজনতা হইল বিয়ের আগের বউ বিয়ার পরে ....

পরিবর্তন হোক জনতার ভেতর থেকেই। আমজনতাই পারে বাধ্য করতে তাদের বদলাতে!
শুধু চাই ঐক্য। নিজের মৌলিক বিষয়গুলোতে অন্তত:

১৬| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: মজার ব্যাপার।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

বদলের শুরুটা হোক মজায় মজায় ;)

ধন্যবাদ

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

খেলার ফলাফল যদি আগেই নির্ধারিত হয়ে থাকে তবে সেই খেলায় রেফারি লাল বা হলুদ যে কার্ডই দেখাক না কেন তাতে প্লেয়ারের কিছু কি যায় আসে?

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো ;)
ক্রিকেট বিশ্বকাপে যেমন দেখেছি ;) হা হা হা

তারপরও প্রতীকি প্রতিবাদে অভ্যস্ত হোক - বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদীনি'র পথে

১৮| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দায়িত্বশীল ব্যক্তিদের উপর ক্ষোভ জানানো এ এক ব্যতিক্রম পদ্ধতি।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আধুনিক প্রতিবাদ।

সময়ের সাথে ভাবনার এগিয়ে যাওয়া -ভাবতে ভালই লাগে ;) (বিজ্ঞাপনের থীমে ) ;)

১৯| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

মামুন ইসলাম বলেছেন: কিছু বলেও লাভ হবে না ।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোট বারুকার কণা বিন্দু বিন্দু জল.... মনে আছে না...

ছোট ছোট প্রতিবাদই বড় পরিবর্তনের ভিত

২০| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

বারিধারা বলেছেন: আনিসুল হকের চেহারা দেখলে একজন বিশুদ্ধ প্রতারক ছাড়া আর কিছু মনে হয়না। আর সাইদ খোকনের কর্মকাণ্ড তাকে একটা অপদার্থ ছাড়া আর কিছু প্রমাণ করেনা।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বৃক্ষ তোমার নাম কি?

ফলে পরিচয়।

মেয়র মহোদয় মনে হয় ভুলে গেছিলেন? উনাদের কর্ম দিয়েই উনাদের পরিচয়!

২১| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩১

মিঃ মটু বলেছেন: ভালো লাগলো মানব বন্ধন

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অহিংস শক্তিশালী প্রতিকী প্রতিবাদ

২২| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬

ডঃ এম এ আলী বলেছেন: মেয়রের এমন বালখিল্য কথা বার্তা কোন মতেই ক্ষমার যোগ্য নয় । একে শুধু লাল কার্ড দেখালেই হবেনা , একে যতসব কঠীন ভাষা আছে তা প্রয়োগ করতে হবে । অর্বাচীন মেয়রের নীজের মুখের কোন কথা যেন সংবাদ মাধ্যমে না আসে তার ব্যবস্থা করতে হবে , তবে তাকে নিয়ে মানুষজনদের বলা কথা ফলাও করে সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে । মেয়রের দু:খ প্রকাশ গ্রহন যোগ্য নয় ।
ধন্যবাদ মুল্যবান পোষ্ট টির জন্য ।

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মন্তব্যে সহমত।

অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যে সাথে থাকায় । :)

২৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

মিঃ পাতলু বলেছেন: আমরা কাজ দেখতে চাই সাচ্চা

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক কথা আমরা কাজ দেখতে চাই সাচ্চা

বলবো তবে আচ্ছা :)

২৪| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: অতিকায় মেয়র একে একে সবাই নিপাত গেল ।ছোট্ট মশা টিকে রইলো । =p~

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এই মশা :-&

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: অতিকায় মেয়র একে একে সবাই নিপাত গেল ।ছোট্ট মশা টিকে রইলো । =p~

হা হা হা

২৫| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

ড.ঝঁটকা বলেছেন: উপায় নাই, মিছে কথা আর শুনবার চাই না, কাজ চাই এবার।
অভিনন্দন মানব বন্ধন

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: উপায় নাই, মিছে কথা আর শুনবার চাই না, কাজ চাই এবার।

ধন্যবাদ

২৬| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''বাড়ি বাড়ি গিয়া আমি
খাটাবো কি মশারি?''
পারলিনে নেতা হতে
আসলেই তুই ব্যাপারি।

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভোটের আগে পায় পড়ি
ঝাড়ু দেয় ঘরবাড়ী
চেয়ারে বসে কয়
খাটাবো নি মশারি?''

শেইম শেইম ম্যান
তুমিও পারলেনা লুকাতে লেজটা
অল্পতেই ধরা খেলে
চিনে নিল আসলে কি জাতটা!!!

২৭| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যপারী সে ব্যপারীই
হয়না নেতা আনী চুল;
হাড়ে হাড়ে বুঝলো ঢাকা
রূপ দেখালো আনিসুল।

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখাল রুপ বটে
খেল কি ঝামাটা
জনতার মতামতে
বেজে গেল বারটা!

পেল শেষে লাল কার্ড
মানে যদি বুঝতো
লজ্জ্বায় নত মূখে
কবেই বিদায় নিত!!!

২৮| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

জেকলেট বলেছেন: ভাই জনগনকে কেউ রেফারী মানলে তো?এই সকল লাল কর্ড হলুদ কার্ড এ কি আর আমাদের মাননীয় মেয়রদের মানের কিছু হয়?? আফটার অল মানির মান বলে কথা। আর আনসুল হক তো সার্টিফাইড মানি লোক। বাংলাদেশের সকল মিডিয়া উনাকে যেভাবে মানি লোকের সম্মান দেয়ে এবং যেভাবে তোয়ায করে, মনে হয় ঢাকা তার মত একজন মানি লোক কে মেয়র হিসেবে পেয়ে ধন্য। আপনারা আবার উনার মত একজন মাননীয় মানি লোক কে মশা মারার দাবি করেন, খাল-বিল সোয়ারেজ পরিষ্কার করার কথা বলেন?? যত্তসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অশিক্ষিত, নোংরা জনগন!!!! X((

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন।

কিন্তু হেতে কি ভুইলে যায়, হেতেও অই তৃতীয় বিশ্বেরই নেতা!
হায় সার্টিফাইড মান ইজ্জত!!!!! পুরাই প্লাষ্টিকের!!

একি সহজে যায় ;) =p~ =p~ =p~ =p~

২৯| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সিঙ্গাম স্যার বলেছেন: ভালো লাগলো দাবী আদায়ের ধরণ, অভিনন্দন

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই। বিষয়টা আমার কাছেও বেশ অভিনব লেগেছে

৩০| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

কাছের-মানুষ বলেছেন: চিকুনগুনিয়া দেশে মহামারি আকার ধারন করেছে অথচ প্রশাসনের কার্যকরি কোন প্রদক্ষেপ দেখা যাচ্ছে না। মেয়র সাহেবের ভুমিকায় হতাশ হয়েছি। লাল কার্ড ব্যাবহার করে প্রতিবাদ অভিনব মনে হল।

ধন্যবাদ শেয়ারের জন্য।

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজে ভূগে উঠেছি!
কি ভয়াবহ কষ্ট অনুভব করেছি পলে পলে!

প্রতিটা ঘরে ঘরে আজ সেই যন্ত্রনা!
অথচ কি নির্মম মস্করা সেই অসহায় জনতার সাথে!!!

প্রতিবাদের ধরনটা প্রথম বিশ্ব তুল্য :)

ধন্যবাদ আপনাকেও

৩১| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ভ্রমরের ডানা বলেছেন:

মশা মারতে কামান দাগানোর ব্যাপার মনে হচ্ছে। দুটো কলা গাছ লাগিয়ে এর থেকে ভাল ফল পাওয়া যেত!

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন ভ্রাত!

৩২| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জুতা পেটা করলেও এদের মান যায় না, এতো সামান্য লাল কার্ড !!!

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি বলতে চাইছেন তিনারা ঐ গল্পের মানী লোক!!!! ;)

লাল কার্ডে লজ্জ্বা আসুক!
মান আর হুশ দুটো থাকলেই না মানুষ....

বোধের এটুকুন না থাকলে মানুষ বলে কোন মূখে




৩৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই ধরেন কোন এক সময় মশা নিজে নিজেই ঢাকা ছেড়ে পালাল যে ঢাকা বায় দূষিত এখানে আর থাকা যাবেন না তখন জনগন কিন্তু আবার সবুজ কার্ড নিয়ে দাঁড়িয়ে যাবে।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপাতত এইরকম আকাশ কুসুম কল্পনাতেই স্বস্তি ;)

স-ক-ল ব্যার্থদের দায় কাঁধে নূজ্ব্য নগরবাসী দিবা স্বপ্ন ব্যতিত কি করিতে পারে?

৩৪| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: উপস্থাপনের জন্য ধন্যবাদ ।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
মন্তব্যে সাথে থাকায় ধন্যবাদ :)

৩৫| ১৭ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪৭

সোহানী বলেছেন: মান সম্মানও কি প্লাষ্টিকের হয়ে গেল নাকি! সহজে যায় টায় না কারো কারো ;) ...............হাহাহাহাহা

এইটাই কিন্তু আসল কথা..... লাল নীল কার্ড কোন বিষয়ই না.............

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্তমানের হাল দেখে শুনেতো তাই মনে হচ্ছে ;)

নিজের মাঝে দায়বোধ থাকলে নিজ উদ্যোগেই তো সব করার কথা! অথবা জনগণকে অবহিত করা- এই কারণে পারছি না।
উল্টা ফাপড় দেয় X((

ধন্যবাদ আপনাকে।

৩৬| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মুল্যবান এই পোষ্টটি দেয়ার জন্য।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩৭| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অদ্ভুত এক রোগ
যারে ধরছে তারে খেয়ে ছেড়ে দিছে
েআল্লাহ জানে ব্যথা কবে কমবে :(

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে...

অবস্থা তেমনই দাড়িয়েছে। আশু মুক্তির দোয়া রইল

৩৮| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮

সামিয়া বলেছেন: এই রোগের উৎপত্তি হওয়ার পর থেকে দেখে আসছি সবাই সবাইকে শুধু দোষারোপ করেই চলেছে। সবাইকেই এই মহামারি রোধ করতে এগিয়ে আসতে হবে, সিটি মেয়র থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাইকে।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দোষারুপের কোন কিছূই কল্যানকর নয়। বদলাতে হবে সবাইকে।

আর জনতাতো ভূক্তভূগিই।
তারা দায় স্বীকারতো করছেইনা উল্টো- ফাপড় মারাতেই তো জনরোষ!

সরকারের অংশিদারিত্বটা সবদিক থেকেই বড় বলেই এত কথা।
আমার হয়েছে -আমি আল্লাহর রহমতে নিজের তাগিদে্ সুস্থ হয়েছি আছি। সরকার কি করবে তার আশঅয় কেউ বসে নেই।
কিন্তু তারাই একে অন্যে যেভাবে স্বাস্থ্য মন্ত্রনালয় সিটি কর্পোরেশনকে . অমুক তমুককে. দোষারুপ করছে তা হাস্যকর পর্যায়ে গেছে।

আর আমজনতা সরল সত্যটা বুঝে গেছে সবাই লুটপাটেই ব্যাস্ত! কেউ কার্ও দায়িত্ব পালন করেনি।
তাদের অপারগতা, ব্যার্থতার দায় মোচন করছে আমজনতা পলে পলে কষ্ট ভোগ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.