নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অচল ঢাকা! সচল ঢাকা

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

স্বপ্ন আর বাস্তবতার মাঝে যদি আকাশ সমান ব্যবধান হয় তা অসমই বলতে হবে। অথবা দিবা স্বপ্ন বা আকাশ কুসুম!
আমরা স্বপ্ন দেখছি উন্নয়নের মহাসড়কের!
মধ্যম আয়ের দেশের।
স্বপ্নগুলো ভাল। কোন সন্দেহ নেই। এরচে উত্তম স্বপ্ন দেখাতেও কোন বাঁধা নেই।

কিন্তু বাস্তবতা! অথবা আমাদের চলমান নীতি, পলিসি, পথ চলায় তা কি এচিভ করতে পারব?
স্বপ্ন আর বাস্তবতার সমন্বয়ে গৃহিত পদক্ষেপগুলো কি? কেমন?

উন্নয়নের মূল বলা যেতে পারে গতি। আপনার চলার নূন্যতম বাঁধাহীন গতি। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার নিশ্চয়তা। তা ব্যক্তিক অফিস হোক বা আমদানী রফতানির পণ্য হোক বা জরুরী মুমুর্ষ রোগী।
অথচ ঢাকায় যা কল্পনাও করা যায় না। মিরপুর/ উত্তরা থেকে মতিঝিলের দূরত্ব মাত্র ২০-২৫ কিলো। ঈদের ছুটি বা অন্য মুক্ত সময়ে যে দূরত্ব মাত্র ২০-২৫ মিনিটে পেরুনো যায়! অথচ ওয়ার্কিং ডেতে সেই একই দূরত্ব পার হতে সময় নেয় দেড় থেকে ২ ঘন্ট!!!

একজন ব্যবসায়ী কোন কাজে যদি ২ বারও আসা যাওয়া করতে হয় তার কর্ম দিবসের অর্ধেকেরও বেশী সময় পথেই নষ্ট হয়ে যায় পথে! যে বাস্তবতার ভূক্তভোগী আমরা সবাই সেই চিত্রই তুলে ধরল বিশ্বব্যাংক।

যানজটে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে জানাল বিশ্বব্যাংক।
সংবাদ সূত্র যানজটে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট: বিশ্বব্যাংক

এর অর্থ মূল্য ধারনা করুন-
চলুন একটু নজর বুলিয়ে নিই। একেবারে নূন্যতম মজুরী হিসাবে
প্রতিঘন্টা শ্রমমূল্য নূন্যতম ১০০ টাকা ধরে
দিনে ৮ ঘন্টা, মাসে ২৬ কর্মদিবস হিসেবে তা টাকার পরিমানে দাড়ায় বাৎসরিক ৯৯৮৪ কোটি টাকা!!
সাথে যুক্ত করুন বাড়তি জ্বালানী ব্যায়-

" the government has a record of another 964,500 registered motor vehicles. It is estimated that another 400,000 unregistered motor vehicles are also operating on the roads of Dhaka."

গড়ে ২ লাখ গাড়িও যদি জ্যামে অনদা ওয়ে থাকে এবং সারাদিনে গড়ে নূন্য ৩ লিটার (বাস্তবে আরো বেশী) জ্বলানী অপচয় হয়
তার আর্থিক মূল্য গড়ে প্রতি লিটার ৭০ টাকা ধরে বছের অপচয় হচ্ছে ১২৬০ কোটি টাকা!


গণপরিবহনকে উপেক্ষা করে প্রাইভেট কারের যে রেশীও যে কোন সুস্থ লোক থমকে যাবে!! কি করে সম্ভব!

আমাদের মন্ত্রী মহোদয়রা এত এত উন্নত দেশ সরকারী টাকা ঘুরে আসেন- ঐ সব দেশের ট্রাফিক, নিয়ম, ভাল সুন্দর পরিকল্পনা গুলো কি তাঁদের নজরে পরে না? এইসব শুভংকরের ফাঁকি না বুঝীয়ে শুধু স্বপ্ন দেখলে তা কখনোই পূরণ হবার নয়।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, আমাদের দশা হয়েছে সেই বোকার মতো যে হাড়ির তলে ফূটা রেখে জল ভরতে চাইছে!!!


আমাদের এত্ত এত্ত বিভাগ এত্ত এত্ত পরিকল্পনা কমিশন এইসব শ্বেতহস্তি প্রতিষ্ঠানের পিছনে বাৎসরিক ব্যায়তো কম নয়! তারা করছে টা কি?
দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা করতে না পরালে জনতার কাছে উন্মুক্ত পরিকল্পনা আহবান করুক। সেরা ৫টি পরিকল্পনা বাছাই করে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করুক। এতে লজ্জ্বার কিছূ নেই। সবাই সবরকম ভাবতে পারে না। আবার সবাই সব স্থানে নেইও। এরও সমন্বয় করতে হবে দেশের স্বার্থে জনগনের স্বার্থে।

একট বাসযোগ্য ঢাকা, গতিশীল ঢাকা সময়ের প্রয়োজন। বাসঅযোগ্য শহরের তালিকায় ১-৫ এর মধ্যে থেকে আর যাই হোক অর্বচীন স্বপ্ন দেখা যাবে বটে-বাস্তবতা অসম্ভব অধরাই রয়ে যাবে।
সময়ের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেয়াই দূরদর্শীতা, প্রজ্ঞা।

আমাদের রাজনীতিবিদ, নগর পরিকল্পনাবিদ, সুশীল সমাজ প্রকৃত প্রয়োজনের বিষয়ে লোক দেখানো কর্মসূচি বা বক্তৃতা বাদ দিয়ে প্রকৃত কাজের শুভারম্ব করবেন কি? দূমদর্শীতা আর প্রজ্ঞার সমন্বয়ে বাঁচিয়ে রাখূন ঢাকা। বাঁচিয়ে রাখূন নাগরিকদের। বাঁচিয়ে রাখূন স্বপ্ন।

সত্যিকারের কাজ করলে কোন প্রচারণা লাগে না। মানুষ হৃদয় থেকেই তাঁকে আসনে বসিয়ে রাখে।
দোহাই লাগে -
অচল ঢাকাকে সচল করুন!

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

বিজন রয় বলেছেন: সবই অচল।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

সচল না হলে সামনে অন্ধকার!

২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
রাস্তায় কারের সংখা অন্যান্ন গাড়ীর চেয়ে অনেক বেশী
ব্যক্তিগত কার চলাচল নিরুৎসাহিত করতে হবে।

এই জন্য ব্যক্তিগত কারে সাশ্রয়ী দামে গ্যাস নিষিদ্ধ করতে হবে। নিলে অকটেনের সমান দাম দিতে হবে।
এতে ১২০ টাকার গ্যাস নিয়ে সারাদিন টোটো করা বন্ধ হবে।

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত।
সাথে ব্যাংকগুলোকেও কারলোনে নিরুৎসাহিত করতে হবে। ভ্যাংকগুলোই এই বাড়তি কারের পিছনে বেশী দায়ী।
উৎপাদনশীল খাতের বদলে বা গণপরিবজনে বিনিয়োগ না করে তারা ব্যক্তি খাতে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ করছে বেশী...

ধন্যবাদ ভাল থাকুন

৩| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

ঢাকাবাসী বলেছেন: গনপরিবহন ব্যাবস্হাটা সরকার ইচ্ছে করেই ভাল করছেনা, কারন তাতে করে বাসমারিক নেতা এমপি মন্ত্রীদের লাভ কমে যাবে, যার জন্য আবার প্রাইভেট গাড়ি চলাটাও বন্ধ করছেনা কারন সাংসদরা, মন্ত্রীরা নেতারা সবাই খান পাচেক গাড়ির মালিক। নেতারা সবাই বাসে ওঠবেননা, বৃটেনের প্রধানমন্ত্রীও বাসে ট্রেনে চড়েন। ট্রেনটাকে সরকার ভাল করবেনা কারণ তাতে ট্রাক মালিক সরকারী নেতারা মন্ত্রীরা ক্ষতিতে পড়েতে পারেন! সুতরাং যে যাই বলুক এটাই চলবে। মায় বিআরটিসিকেই ঠিকমত চলতে দিচ্ছেনা!! জনগন জাহান্নামে যাক।

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ঘৃন্য বাস্তবতা যেখানে মুষ্টিমেয়র জন্য জনগনই সবচে বেশি ভুক্তভোগি!

অথচ সবই হচ্ছে সেই জনতার নামেই!!!!!

৪| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


"আমাদের মন্ত্রী মহোদয়রা এত এত উন্নত দেশ সরকারী টাকা ঘুরে আসেন- ঐ সব দেশের ট্রাফিক, নিয়ম, ভাল সুন্দর পরিকল্পনা গুলো কি তাঁদের নজরে পরে না? এইসব শুভংকরের ফাঁকি না বুঝীয়ে শুধু স্বপ্ন দেখলে তা কখনোই পূরণ হবার নয়। "

-সব মন্ত্রীর ছেলেমেয়ে, বউ, শালারা আমেরিকা, কানাডা, ইউরোপে থাকে; এরা নিয়মিত আসে, গাড়ীতে নায়াগ্রা যায়, ভায়াগ্রা কিনতে দোকানে যায়, সব দেখে।

একটা ছোট সমস্যা আছে, ট্রাফিক, রাস্তা, যানবাহন সম্পর্কিত প্ল্যানিং ও টেকনোলোজী এদের মাথায় তো দুরের কথা, এদের শিক্ষকদের মাথায়ও ঢুকবে না।

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের মাথায় ঢুকছে কিন্তু ঐ যে লাভের গুড় পিপড়ায় খায়, ব্যাক্তি পরিবার আর দলের স্বার্থের কাছে আমজনতার স্বার্থ বলি হয়ে যাচ্ছে!!! এই আর কি!
নইলে আপনার বলা নায়াগ্রা আর ভায়াগ্রা এনজয় করবে কি দিয়ে??????;)

ধন্যবাদ ।

৫| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মহিউদ্দিন হায়দার বলেছেন: সিণ্ডিকেটের রাজনীতিতে জনগণের স্বার্থের চেয়ে ব্যবসায়ী নামক মাফিয়াদের স্বার্থটাই মুখ্য বিষয় আমাদের দেশের নীতি নির্ধারকদের কাছে। উন্নয়নের মহাসড়ক কিংবা মহা সাগর সব মুখ ভরা বুলি ছাড়া আর কিছুই না। ধন্যবাদ।

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে দিনে দিনে

পশ্চিমা ২২ পরিবারের শোষনের বিরুদ্ধে জাতির পিতা রুখে দাড়িয়েছিলেন- এনেছেন স্বাধীনতা!

আজ ২২ হাজার পরিবারের সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাড়াবে কে? ??

দেশপ্রেমিক জনতার স্বার্থে দেশের স্বার্থে ভাবুক একজন রাজনীতিবিদই পারে আমুল বদলে দিতে দেশটাকে।
সেই অচেনা নেতার অপেক্ষায়...

৬| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৮

ধ্রুবক আলো বলেছেন: অচল ঢাকাকে সচল করুন। এটা এখন আর সম্ভব না, এটা যখন করার দরকার, মানে আরও ২০/২৫ বছর আগেই পরিকল্পনা করার দরকার ছিলো। শুধু মাত্র রাজনৈতিক কারণে ঢাকা এই অবস্থা। আর দুই বছর পর ঢাকায় নিশ্চিত চলা ফেরা করা যাবে না। কিভাবে চলা ফেরা করবে বলেন। জায়গা থাকতে হবে তো। পরিকল্পনা হীন একটা নগরী।

২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছুই অসম্ভব নয়!
হাতির ঝিল তার প্রমাণ!
সবচে নোংরা অবহেলিত দুর্গন্ধযুক্ত স্থানটি আজ পর্যটনপ্রিয়দের আখড়া!

শুধু চাই সঠিক পরিকল্পনা, নি:স্বার্থ বাস্তবায়কন, কমিশনবাজি আর ধান্ধ প্রকল্প ধারনা বাদ দিয়ে
শহরটিকে দারুন বাসযোগ্য করা যায়!

সে্ই অচলাবস্থার আগেই জাগুন, জাগান, বাঁচুন, বাঁচান।
অস্তিত্বের প্রয়োজন হয়ে দাড়িয়েছে নাগরিকদেরই!

ধন্যবাদ । ভাল থাকুন

৭| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,





আমাদের এত্ত এত্ত বিভাগ এত্ত এত্ত পরিকল্পনা কমিশন এইসব শ্বেতহস্তি প্রতিষ্ঠানের পিছনে বাৎসরিক ব্যায়তো কম নয়! তারা করছে টা কি?
তারা উন্নয়নের মহাসড়কে চলার উপযোগী গাড়ী কেনার আশায় কমিশন ও ঘুষ বানিজ্যে লিপ্ত ! :||

২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহেমদ জিএস

দু:খজনক, তেতো সত্যটাই বলেছেন।

বদলাতে হবে নইলে যে উত্তর প্রজন্মের কাছে আমরা ব্যার্থ বলেই চিহ্নত হবো!

৮| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৭

আমি তুমি আমরা বলেছেন: আগামীতে ঢাকা শহরে নিজের দুই পা আর সাইকেল ছাড়া চলাচল অসম্ভব হয়ে পড়বে :(

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবস্থাদৃষ্টে তাইতো মনে হচ্ছে!!!!!

দ্রুত সঠিক সিদ্ধান্ত না নিলে ভয়াবহ ভবিষ্যত অপেক্ষমান

৯| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০৫

প্রাইমারি স্কুল বলেছেন: একট বাসযোগ্য ঢাকা, গতিশীল ঢাকা সময়ের প্রয়োজনের দরকার কি যার যার স্বার্থ হাসিল করে নিক আগে ??

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৬দফা নিয়ে ২২ পরিবারের স্বার্থের বিরুদ্ধে জেগেছিলেন বঙ্গবন্ধু।

দেশবন্ধু কেউ কি জাগবে মুষ্টিমেয় পারিবারিক স্বার্থবাজীর বিরুদ্ধে গণমানুষের কল্যানে!??

১০| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: জ্যামের কথা কি আর বলবো ভাই । জীবনে অধেক অংশ কেটে গেল এই ঢাকা জ্যামে.......

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিকারহীন ফাটাকেষ্টরা নির্লজ্জ্ব মিথ্যায়
নিত্য বাহবা কুড়ায়
নিজের পিঠটা নিজেই চাপড়ে নেয়
আহা কি উন্নয়ন, উহু কি উন্নয়ন............

সামন্তবাদী চেতনায়
আমজনতার লক্স কোটি ঘন্টা
জীবন মৃত্যু, চাকুরী অফিস
অযুত নিযুত আশঅর মৃত্যু ঘটিয়ে
সাইরেন বাজিয়ে চলে সাই সাই

কই? ঢাকার যানজটে?
করে ট্যাগিংবাজি! মিডিয়ায় পোজ দেয়
হাসিমূখ!!!!!!!!!!!!!
আলোর আঁধারে রয়েই যায় আমজনতার দু:খ।

১১| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: সুচিন্তিত পোষ্ট , ভালো লাগলো ।

শুভকামনা ।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪০

ধ্রুবক আলো বলেছেন: ৬নং মন্তব্যের প্রতি মন্তব্য ভালো লেগেছে।

তবে কি সম্ভব কি সম্ভব নয় তা নিয়ে লেখার চেষ্টা করছি। আশা করি শেষ করে লেখাটা পোষ্ট করবো।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আপনার মূল্যবান পোষ্টের অপেক্ষায়
অর্তনৈতিক, কারিগরি এবং সার্বিক বিবেচনা রেখেও বহু সমস্যার সমাধান
দৃশ্যমান সত্যতায় অনেকেই ভাবতে পারেন। কিন্তু তারা যে ক্ষমতায় নেই!!!

যারা চেয়ারে বসে- তারা অন্ধ হাতির মতো! নিজেতো পথ চেনেই না- কেউ সন্ধান নিয়ে গেলে তাকেও কুচলে দেয়!
পরিচ্ছন্নতার উপর আমাদের ইয়াং গ্রুপ মাস তিনেক নগর ভবনে দৌড়াদৌড়ি করে শৈষৈ ফাইল ডাষ্টবিনে ছুড়ে চলে এসেছি!!

তারপরও আশা মরে না। স্বপ্নরা জ্বালায়- আপন নগর, আপনা বসবাস এবং উত্তর প্রজন্মের ভাবনায় !

১৩| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩০

সনেট কবি বলেছেন: ঢাকার আশার আকাশ মেঘে ঢাকা।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়ে যাক একটা সনেট!
নগর বাস্তবতা, জনতার কষ্ট নিয়ে :)

ধন্যবাদ অনেক অনেক..

১৪| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩

ওমেরা বলেছেন: যতযাই বলেন অতল ঢাকা কখনো আর সচল হবে না মনে হয় !

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। যেভাবে চলছে, চলছি এভাবে থাকলেতো হবেই না।
জাগরণ চাই। ব্যাপক নাগরিক জাগরণ!
শুধু টকশোর কচকচানিতে কি নাগরিক জাগে... চাই ব্যাপত তথ্য
চাই সাংস্কৃতিক অংশগ্রহন... জীবন যাপনের নিত্য কষ্টকে মানবিক, শৈল্পিক, হৃদয়গ্রাহী উপস্থাপনায়
পথটাক, নাটিকা, গান, ট্রেইলার, চলচিত্রে, তুলে ধরা... দুর্নীতির ফলেই যে এ অচলাবস্থা,
পরিকল্পনাহীনতার জন্য যে নিজেদের কবর নিজেরাই খুড়ছি
বন্ধ চোথে অন্ধ বেঁচে থেকে যে উত্তর প্রজন্মের জন্য এক অচল বিষাক্ত নগর রেকৈ যাচ্ছি
বিষয়গুলোকে নিত্য হাইলাইটসে রাখলেই না টনক নড়বে-
সকলের।
তখরই আসবে মুক্তির ভোর- সমাধানের ভাবনা!

১৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: উনারা এসব নিয়ে ভাববেন না !! কারণ তারা ভিআইপি !! তারা রাস্তা বন্ধ করে, সাই করে উড়ে যায়। আর ওদিকে সাধারণ জনগণ মরে যায়, যানজটে।

কালকে রাতে ৩০ মিনিটের পথ এলাম, প্রায় ১ঘণ্টা ৪৫ মিনিটে !! কে আমার সময়গুলো আর এনার্জি ফিরিয়ে দেবে !!

ভালো লিখেছেন।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে আমার সময়গুলো আর এনার্জি ফিরিয়ে দেবে !!

জ্বলন্ত প্রশ্ন!

কত মৃত্যু, কত শত সহস্র যাতনা, শোকজ এই সামন্তবাদী মানসিকতার কারণে! আধা ঘন্টা আগে থেকে শ্যানুয়অল পারাপরটাও বন্ধ করে রাখে!!!!!!!!!!!!!!!!!!!
কি অত্যচার??? কি অন্যায়???

নারী, শিশু, মানসিক, বিপর্যয় তো গণ্যই নয়- আমজনতা আবার মানুষ হল কবে!!!!!!

এর অবসানে ষ্টান্টবাজি ডায়ালগই শুনেছে জনতা- বাস্তবায়ন হয়নি! এর অবসান হোয়া দরকার।

ধন্যবাদ সুমন দা

১৬| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩২

ঠ্যঠা মফিজ বলেছেন: গাড়ি বাড়ছে কিন্ত রাস্তা বাড়ছে না, সব ভুক্তভুগি সাধারন মানুষ। প্রতিদিন টাইম লস ।
সময় মত কাজ হচ্ছে না অথচ সময় ঠিকি ব্যায় হচ্ছে বাড়তি শ্রম দিতে হচ্ছে গাড়িতে বসে।
দেশের যেন কারো এসব নিয়ে ভাবনার সময় নাই । সবাই লুটেরা ।নিজেদের সার্থ বোঝে শুধু ।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিদিন টাইম লস ।
সময় মত কাজ হচ্ছে না অথচ সময় ঠিকি ব্যায় হচ্ছে বাড়তি শ্রম দিতে হচ্ছে গাড়িতে বসে।
দেশের যেন কারো এসব নিয়ে ভাবনার সময় নাই । সবাই লুটেরা ।নিজেদের সার্থ বোঝে শুধু
দারুন বলেছেন।

বদলাতে হলে চাই নাগরিক আন্দোলন। তার আগে চাই জাগরন- নিজের অধিকার আর বাস্তবতার সমন্বয়।
নিজের ভাল নাকি পাগলেও বোঝে! আমরাতো সুস্থ বলেই দাবী করি। আমাদের নাগরিক অধিকার, তাদের দায় স্পষ্ট হোয়া দরকার!
সামন্তবাদী সরকার নয়- সেবামূখি সরকার চাই।

১৭| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


একটি অভিশাপগ্রস্ত ঢাকার জন্মদাত্রী যানজট!

২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ! অথচ নিরাময়ে উদৌগহীন ...

দূর্নীতি, যানজট আর পরিবারপ্রথা মুছে দিতে পারলে- খুব বেশি সময় কি লাগবে বাংলাদেশের ঘুরে দাড়াতে?

১৮| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


এটা কি সম্ভব? বিশেষ করে পারিবারিক ব্যবসাদারী।কতিপয় পরিবারেরর হাতে দেশের সম্পদ।

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ২২ পরিবারের স্বার্থের বিরুদ্ধে ৬দফা নিয়ে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু।

দেশবন্ধু কেউ কি জাগবে মুষ্টিমেয় (২২ হাজার +) পারিবারিক স্বার্থবাজীর বিরুদ্ধে ১৮ কোটি গণমানুষের কল্যানে!??

১৯| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ভুয়া মফিজ বলেছেন: আমাদের সবকিছুই ঢাকাকেন্দ্রিক, বিকেন্দ্রিকরণ একটা ভালো সমাধান হতে পারতো। ঢাকাকে অচল করার দায় সরকারের, তবে নাগরিকদের মানসিকতাও কম দায়ী না। এই অবস্হার জন্য অনেক কারনই দায়ী, দূর্ণীতি এক নাম্বারে। যাই হোক, কুম্ভকর্ণের ঘুম ভাংগাবে কে? অত্যন্ত তথ্যবহুল পোষ্ট। শুভেচ্ছা জানবেন।

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
বিকেন্দ্রীকরণ কাগজে কলমে আর বক্তৃতাতেই যতটা আছে।

সাতটা বিভাগীয় শহরকে প্রাধান্য দিয়ে খূব সহজেই ঢাকার চাপ কমানো যায়। আর কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য তো তথ্য প্রযুক্তির সুবিধা রয়েছেই। তা খোদ প্রধানমন্ত্রীর সাথে করতে হলেও। ভিডিও কনফারেন্সিং, অনলাইন গ্রুপ চ্যাট/মিটিং করে সহজেই সকল সিদ্ধান্তের দীর্ঘসূত্রিতা, ভ্রমণ এবং ভ্যায় সবই কমানো সম্ভব।
নাগরিকদের মানসিকতা বদল সরকারের জন্য খুবই সিম্পল! বিভিন্ন সুবিধা এড করে দিলে কর্মকর্তারাই বদলি হতে দৌড়াবে বিভাগীয় শহরগুলোতে! কিছু বেনিফিট যার জণ্য নগদ অর্থ লাগবে না- কেবলই কিছু ছাড়, কর রেয়াত, শিক্ষায় বেতন ফ্রি করে দেয়া, মেডিক্যাল সাপোর্ট এবং সবচে বড় প্রমোশনের জন্য বিভাগীয় শহরে ১০ বছর থাকলে ক্যারিয়ারে ভাল স্কোরিং এড!
তখন কেউ আর ঢাকায় ট্রান্সফার নিতে চাইবে না- উল্টোটাই হবে ;)

আর বিভাগীয় শহরগুলোতে ইনফা ষ্ট্রাকচার নির্মানে নির্মান কোম্পানীগুলোকে হালকা পাতলা ছাড় দিলে তারাও আগ্রহী হবে।
এরকম অনেক অপশন আছে তা প্রয়োগযোগ্য। কিন্তু আগে চাই পরিকল্পনা আর বাস্তবায়নের আন্তরিক ইচ্ছা!

অনেক ধন্যবাদ ভ্রাতা

২০| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: একটা নাতিদীর্ঘ পোস্ট, কিন্তু অনেকগুলো মূল্যবান বক্তব্য/পর্যবেক্ষণ/প্রস্তাব এসেছেঃ
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, আমাদের দশা হয়েছে সেই বোকার মতো যে হাড়ির তলে ফূটা রেখে জল ভরতে চাইছে!!! - :)
দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা করতে না পরালে জনতার কাছে উন্মুক্ত পরিকল্পনা আহবান করুক। সেরা ৫টি পরিকল্পনা বাছাই করে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করুক -- আসলে পরিকল্পনা তো কাগজে কলমে জনপ্রতিনিধিদের নিয়েই করার কথা, কিন্তু সেসব প্রতিনিধি তো জনগণের দুর্দশার কথা ভাবেন না, ভাবলেও তারা নেতা নেত্রীর অসন্তুষ্টি অর্জনের ব্যাপারে এতটাই শঙ্কিত থাকেন যে তারা যা ভাবেন, তা সাহস করে বলতে পারেন না।
সময়ের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেয়াই দূরদর্শীতা, প্রজ্ঞা - সঠিক!
সত্যিকারের কাজ করলে কোন প্রচারণা লাগে না। মানুষ হৃদয় থেকেই তাঁকে আসনে বসিয়ে রাখে - বাংলার ইতিহাসে এমন দৃষ্টান্তের অভাব নেই।
দোহাই লাগে - অচল ঢাকাকে সচল করুন! - এটা সময়ের দাবী, আপামোর জনগণের দাবী।
সমাজ সচেতনতামূলক এই পোস্টে ভাল লাগা + +

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র :)

পোষ্টের মুক্তো গুলো তুলে মালায় গেথেছেন বলে :)

রাজনীতির বাইরে সমাজ সংষ্কারে এখন চাই একজন সাহসী উদ্যোক্তা। রাজনীতি নির্বাচনের লেনাদেনার বাইরে সমাজ এবং দেশকে ভালবেসে কাজ করবে প্রতিদানের আশাহীন।
এমন কোন উদ্যোগ কি নেয়া যায়? এলাকা ভিত্তিক সামাজিক সংঘ, যারা সরকারের মূখ চেয়ে বসে থাকবে না বরং ক্রিয়েটিভ ভাবনা এবং উদ্যোগে সামাজিক উন্নয়নের গতি বৃদ্ধিতে শক্তি যুগিয়ে যাবে-কর্মের মাধ্যমে, সেবার মাধ্যমে। সচেতনতা বৃদ্ধির জন্য চলমান সকল মাধ্যমকে ব্যবহার করে জনসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে।
মাঝে মাঝে খুব অসহায় বোধ করি- নিজের অক্ষমতায়!

২১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:৩২

আবু মুছা আল আজাদ বলেছেন: ৩২ লক্ষ কর্মঘন্টা নষ্ট হচ্ছে এজন্য বিশ্ব ব্যাংক চিন্তিত।
আমাদের জন্য অনেক কষ্টের কথা।

অথচ বিশ্বব্যাংকের কাছ থেকে নেয়া বাংলাদেশসর সকল ঋণের সুদের টাকা মাফ করে দিলেইতো বাংলাদেশ নিজেই কিছু করতে পারত।



২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বিশ্বব্যাংকতো ব্যবসায়ী। লাভের জন্য দুনিয়া ভরে টাকা বিনিয়োগ করে!
আপনি নেন কেন? আর নিলেন তো প্রকৃত ব্যবহার করছেন কি?
নাকি সুবিধাবাদী নেতাদের সুইস ভ্যাংকে পাচার করে- সুদ মাফ করে দিতে বলেন???

ঋন খেলাপীর কাছে ব্যাংক যেমন অসহায় হয়ে রিকভারীর জন্য লেগে থাকে- বিশ্বব্যাংক তেমনি লেগে আছে মনে করে নিন।
;)

২২| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৪

প্রোলার্ড বলেছেন: উন্নয়নের মহাসড়কে দেশ । সবাই আসতেছে , আপনিও যোগ দিন।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হা ভাই যোগ দিতে রওনা দিয়াইতো জ্যামে পড়লাম ;)

জ্যাম ছুটুকতো আগে- হা হা হা

অনেক ধন্যবাদ

২৩| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১১

প্রামানিক বলেছেন: ঢাকার যানজট সমস্যা দিনদিন বেড়েই চলেছে। কবে যে এর সমাধান হবে- - - -

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রামানিক দা!!!!!!
অনেক দিন পর পেলাম... সব খবর ভলো আশা করি।

হুমম.. যানজট যেন অভিমুন্যের চক্রবুহ্য হয়ে ক্রমশ গ্রাস করছে....

অবতার ছাড়া বুঝি আর আশা নেই...

২৪| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩০

জুন বলেছেন: প্রশাসনিক বিকেন্দ্রীকরনই আমার প্রিয় ঢাকাকে মুক্তির নিঃশ্বাস ফেলতে দেবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি ।

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দৃঢ়ভাবে একমত।

কিন্তু তাদের আচরনে মনে হয় তারা বোঝেই না বিষয়টা কি কেমন?
অথবা সামন্তবাদী মানসিকতায় হাতের মুঠো খূলতে চায় না!!!!!

আর ভোগান্তি আমজনতার, দেশের....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.