নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য ১ ২ ৩

২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩


১.
অধরা স্বপ্নের ধাওয়ায়
কর্পোরেট নেকটাই উড়িয়ে
ছুটছি সবাই ছুটছি - - -
শেষ কোথায় কেউ জানি না!
জীবনের সব সূখ আহলাদ জলাঞ্জলি
কবে দেখেছি শেষ সূর্যাস্ত ?
মনে পরে না- জন্ডিসাক্রান্ত নিয়ন আলোয়
ঘোলাটে জীবন!!!!!!!!!!!!
#


২.
পদ্ম’রা বড় বদল গেছে
ভোমরায় নয় ক্রেডিট কার্ডে খোঁজে সূখ
মধুসঞ্জীবনী চেনে না
চায় রঙিন জলের অচেতন অনুভব!
ভরা পূর্ণিমার জোছনায় বড় অনীহা
খোঁজে লিটনের ফ্লাটে- দিনের আলোয় কৃত্রিম আঁধার!!!!
##




৩.
হৃদ সিকস্তি এ হৃদয়-
বোঝে নদী সিকস্তি মনের বেদন
শেকড় ছাড়া মানুষ, এ টান বুঝবেনা!
মাটির সোঁদা গন্ধে যে নেশা
মাটির বুকে বুক রেখে যে শোয়নি; বুজবে না...
###

মন্তব্য ৭৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

ওমেরা বলেছেন: এখন ফাষ্ট হলাম পরে কমেন্ট করব । ইনশা আল্লাহ

২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অপেক্ষায় রইলাম।

২| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

আমি চির-দুরন্ত বলেছেন: খোঁজে লিটনের ফ্লাটে- দিনের আলোয় কৃত্রিম আঁধার! এই উসিলায় লিটনদের পেট চলুক।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সকল অন্ধকারেও আলো থাকে বৈকি!!! ;)

ধন্যবাদ অনেক অনেক

৩| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

তারেক ফাহিম বলেছেন: প্রথমটিতে পুরুষের জীবন ভর বোঝা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আমার মতে, ভালো লাগলো। ২য়টির প্রশংসা না করলেই নয়।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ তারেক ফাহিম :)

শুভে কামনা অন্তহীন

৪| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


"অধরা স্বপ্নের ধাওয়ায়
কর্পোরেট নেকটাই উড়িয়ে
ছুটছি সবাই ছুটছি - - -
শেষ কোথায় কেউ জানি না! "

-মানুষ জানে না, এমন কিছু নেই; হয়তো বাংগালীদের বেলায় সময় লাগছে, তবে অজানা থাকবে না।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরের ছবিতেই গন্তব্য আছে ;) ইচ্ছে বা অনিচ্ছের :P

মানুষ যে হতে পারে সে বেশ জানে বৈকি...

ধন্যবাদ অনেক অনেক। ভাল থাকবেন।

৫| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ওমেরা বলেছেন: আসলে কি বলব , এই ছুটাছুটি ভাবনাটা আমি এত বেশি ভাবি মাঝে মাঝে মাথাটা কেমন যেন করে না ।না এখন আবার আমার মাথা ঘুরাচ্ছে ।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
দু:খিত মাথা ঘুরিয়ে দেবার জন্য।

জীবনের গন্তব্য ঠিক থাকলে ছোটাছুটি কমে যায়। অল্পতে সূখের বাস্তবতায় থামতে পারলে!
নয়তো কর্পোরেট ইদূর দৌড় শেষ গন্তব্যের আগে কাউকে থামতে দেয় না!
জীবনের লক্ষ্য, জীবন বোধই ঠিক করে দেয় -কে কতটা দৌড়াবে!

ভাল থাকুন। শুভকামনা সবসময়।

৬| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

মৌমুমু বলেছেন: প্রতিটি অনকাব্যই পৃথক পৃথক ভাবে সুন্দর।
সুন্দর লিখেছেন ভাইয়া।
ভালো থাকবেন।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মৌমুমু :)

আপনিও ভাল থাকবেন। শুভ কামনা সবসময়

৭| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

গেম চেঞ্জার বলেছেন: এই তাহলে অবস্থা!

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আর বলব ;)

হালপে হাল মিলা.....
জমানা চলছে যেমন তারে একটু পর্যবেক্ষন আর কি?

অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা:)
ভাল থাকুন সবসময়

৮| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথমটা বুঝেছি
দ্বিতীয়টা বুঝতে চেষ্টা করেছি
তৃতীয়টা মাথার উপর দিয়ে গিয়েছে...

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নদী ভাঙ্গা, মাটি আর মানুষের কষ্ট, হৃদয়ে কষ্ট পাওয়া মানুষই উপলদ্ধি করতে পারে..
শেকড় হীন শহুরে বা নাগরিক মন তা অনুভব করতে পারে না,.....
সোঁদা মাটির গন্ধে সেই শেকড়েরই ইশারা.. মাটির বুকে বুক রেখে শোয়া মানে মাটিকে আপনার চেয়ে আপন ভাবা...

তৃতীয়টা এখন বোধকরি সহজতম মনে হবে। :)

অনেক ধন্যবাদ ভ্রাতা :)

৯| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: বাস্তব নিরীক্ষণ সার্থক । ভাল লেগেছে ।

শেষের চরণে 'মাটির বুকে বুক' রেখে হবে ।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :P
তাইতো হবার কথা কবি!
উপস....

ওয়ার্ড থেকে কপি পেষ্টে আর কারেকশনে কখন যে ফসকে গেলে চোখেই পড়েনি।
নজরে আনায় কৃতজ্ঞতা :)

অনেক অনেক ধন্যবাদ :)

১০| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৯

সনেট কবি বলেছেন: অনুকাব্য এবং ছবি অনেক অনেক ভাল লেগেছে++++++

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি :)

ভাললাগায় অনুপ্রানীত হলাম.. শুভেচ্ছা অফুরান

১১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




সুন্দর কবিতা । বক্তব্য সমৃদ্ধ ।
সব কবিতার ভাবটুকু নিংড়ে যা মনে হলো তা এই ------ আমরা শুধু মধুই চুরি করে খেতে জানি , কেবল মৌচাক বানানোটা শিখে উঠতে পারিনি ।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সমৃদ্ধ একেকটা মন্তব্য যেন একেক অনন্য অনু কাব্য :)

মুগ্ধতা প্রিয় আহেমদ জিএস ভ্রাতা

মৌচাক বানিয়ে মধু না খাবার মাহাত্ব্যটা যে শেখানো হয়না আশৈশব,
ফলে ভালুক নেশায় আক্রান্ত .....হা হাহা

অনেক ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

১২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: চাচা ঢাকা কত দূর ........ :P

অনুকাব্য খুব সুন্দর হয়ছে, গুরু !!

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এই তো বাছা আরেকটু- ঐ যে শহর দেখা যায় ;)

অনেক অনেক ধণ্যবাদ :) এখনো হলনােতা শুরু :P

১৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:৪২

কাছের-মানুষ বলেছেন: চমৎকার সুস্বাদু সব কবিতা!
ছবিগুলোও মানানসই । প্রথম ছবিটা জটিল হয়েছে !

+++++

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার স্বাদাস্বাদনের স্বাদ মন্তব্যে অনুভব করলাম :)

অনেক অনেক ধন্যবাদ

গুগল থাকতে চিন্তা নাই- :) খািল খুঁজে নিতে হয়....

১৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা অফুরান। ভাল থাকুন

১৫| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫২

সামিয়া বলেছেন: হৃদ সিকস্তি এ হৃদয়-
বোঝে নদী সিকস্তি মনের বেদন
শেকড় ছাড়া মানুষ, এ টান বুঝবেনা!
মাটির সোঁদা গন্ধে যে নেশা।।

অসাধারণ!!! অসাধারণ!!!!!

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ
একেবারে গহন বোধটুকুই কোট করলেন:) দারুন

অনেক অনেক শুভকামনা... শান্ত স্নিগ্ধ কোমল মেজাজের ...
সেতারের লহরির টুং টাং জলতরঙ্গের মধুময়তায় অলখে হেসে উঠূক মন..
ব্যাস- শান্তি অনুক্ষন :)

১৬| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০০

নীলপরি বলেছেন: তিনটে কবিতাই আলাদা ভাবে অনবদ্য । অসাধারণ ।

++++++++++++++

শুভকামনা ।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

ভাললাগা টুকু অনুভবে গেথে রইল :)

শুভকামনা অন্তহীন.....

১৭| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো সবগুলো +++++

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ শূন্যনীড় :)

প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অন্তহীন

১৮| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল প্রিয় কবি। কথামালার সাথে ছবি গুলোও চমৎকার সাজিয়েছেন।
কাব্যগুলোতে মুগ্ধতা। ++++++

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন :)

মুগ্ধতাটুকু ছুঁয়ে রইল হৃদয়ে

শুভেচ্ছা অফুরন্ত

১৯| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: নদী সিকস্তির কথায় মনে পড়ে আমার স্বামীর কথা । নদী ভাংগা মানুষ যখনই মেঘনা পাড়ি দেয় বলে ওঠে, "জানো এখানে, ঠিক এইখানেই আমাদের গ্রাম ছিল"। চোখ খুজে ফেরে ঘোলা জলের অন্দরে তার না দেখা দাদা বাড়ি তার শিকড়।
অনেক ভালোলাগা রইলো ভৃগু ,
+
এত সুন্দর কবিতাগুচ্ছে ১৩ নং প্লাসটা দিতে ইচ্ছে করেনি :)

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার দারুন আবেগী মন্তব্যে আপ্লুত...

আসলিই সেই ঘোলা জলে অস্তিত্বের সন্ধানে যে আকুলতা তা অন্য কারো পক্ষে অনুভব করা অসাধ্য!

প্রথমেই কি সব সূখ! কখনো কখনো পরেও তা মেলে ;) হা হা হা

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২০| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ধুতরার ফুল বলেছেন: চাচা ঢাকা কত দুর্?
ওই দেখা যায় সদরঘাট
সামনে নবাব পুর।

নবাব পুর থেকে গাজীপুরে চলে আসলুম তাও ঢাকা খুঁজি পেলাম না। :-P

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অই ভাতিজা
তোয়ারে ঢাকার ভিসা দিছে ক্যাডায় ;)
তারে নিয়া আয় কানডা মলি দিই :P =p~ =p~ =p~

থাক আপাতত বাইত যাওগা ভাতিজা- সামনের বার ঢাকা দেখামুনে :) হা হা হা

২১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

উম্মে সায়মা বলেছেন: মাটির সোঁদা গন্ধে যে নেশা
মাটির বুকে বুক রেখে যে শোয়নি; বুজবে না...

সবগুলো অনুকাব্যই ভালো লেগেছে। এ লাইনদুটো একটু বেশি ভালো লেগেছে....

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল লাগাটুকু প্রেরণা হয়ে রইল :)

হুম এদুটো লাইন যে প্রাণের গহনে প্রাণের, মাটির, জীবনের কথা কয়.....

২২| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫

ধ্রুবক আলো বলেছেন: এই কর্পোরেট জীবন মানুষকে জড়ো করে ফেলছে!!

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রাণহীন, আবেগ অনুভূতি শর্ত সাপেক্ষ...!!

স্বপ্নকেও ডমিনেট করছে-তাদের স্বপ্ন মতো!

ধন্যবাদ ভ্রাতা :)

শুভকামনা সবসময়

২৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৪

জুন বলেছেন: আপনার ভুল বোঝার কারনে আরেকবার আসতে হলো আমায় ভৃগু :)
আমি মিন করেছি তেরো নং নাকি আনলাকি তাই ঐ নম্বরটা দিতে চাইনি।
থাইল্যান্ডে কোন বাড়ির হোল্ডি নং তের নাই । এমনকি এয়ারপোর্টে লাগেজ বেল্ট বারোর পরেই চৌদ্দ পনেরো । কোনো আনলাকি তেরোর কারবার নেই। কত কুসংস্কার চিন্তা করেন ;)

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
না ভূল বুঝিনিতো! আমি সত্যিই বুঝেই হ্যাপি..

১৩টা আবার আমার কেন জানি লাকি নম্বর :-/ =p~ =p~

প্রথম বিদেশী কোম্পানীর দেশীয় অফিসে জব ১৩ তারিখ, প্রথম প্রেমে পড়া ১৩ তারিখ
৩টা বড় জব জয়েন ডেট ১৩, বর্তমান যেটা করছি তারও শুরু ২৩ জুলাই!!!!!!!!!
হা হা হা

সো আপনার ১৩ নং লাইক এ বিশাল বড় পাওয়া হিসেবেই নিলুম :)

২৪| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

শুভেচ্ছা শুভকামনা অফুরান

২৫| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

মনিরা সুলতানা বলেছেন: তিন সব চাইতে ভালো লেগেছে ।
ভালো লেগেছে বক্তব্য ও ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)

বক্তব্যটা ছুঁতে পেরেছে তাতে প্রীত বোধ করছি।

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২৬| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪

নীলপরি বলেছেন: আমার পোষ্টে লাইক দেওয়ার জন্য এখানে ধন্যবাদ জানিয়ে গেলাম । :)

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
কৃতজ্ঞতা অন্তহীন

শুভেচ্ছা শুভকামনা অফুরান ......

২৭| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫

আনু মোল্লাহ বলেছেন: অণুকাব্য গুলো বেশ ভাল লেগেছে। তবে তিন নম্বর বেশি পছন্দ হইছে।
শুভেচ্ছা নিবেন প্রিয় বিদ্রোহী।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ প্রিয় আনু :)

তিন নম্বরে প্রকৃতির নিত্যতার গভীরতা ধারন করেছে বলেই হয়তো :)

শুভেচ্ছা অন্তহীন

২৮| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটিই চমৎকার!
ইয়ে আমার ফ্ল্যাটের কথা কি জানি কইলেন? :P :P

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তাইতো ভুলেই গেছিলাম। লিটন ভাইরেইতো খুঁজেতছিলাম বাত্তি দিয়া :P
কেন- জি্জ্ঞাসা করিয়া বিব্রত করিবেন না ;) :P হা হা হা

২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯

অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার লিখা বরাবরই
অসাধারণ...!!

আপনার লিখাগুলো আমার ভিষণ পছন্দ.....
------
ভাল আছেন.... অনেকদিন যাবত অফলাইন আপনার
লিখা গুলো পড়লেও পাসওয়ার্ড সমাস্যায় কোন
মন্তব্য করতে পারছিলাম না...
অনেক চেস্টার পর আজ ঠিক হল....

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

আপনার ভঅললাগা এবং মন্তব্যে আপ্লুত।

শুভেচ্ছা ও শুভকামনা অন্তহীন :) ভাল আছি। আপনিও ভাল থাকুন সবসময়।

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: জন্ডিসাক্রান্ত নিয়ন আলোয়
ঘোলাটে জীবন!!!!!!!!!!!!
- ঠিক তাই।
ভরা পূর্ণিমার জোছনায় বড় অনীহা
খোঁজে লিটনের ফ্লাটে- দিনের আলোয় কৃত্রিম আঁধার!!!!
-- ভরা পূর্ণিমার জোছনা প্রেমের আলো, অন্যটা অন্য কিছুর আঁধার।
মাটির সোঁদা গন্ধে যে নেশা
মাটির বুকে বুক রেখে যে শোয়নি; বুজবে না...
-- মাটির বুকে বুক রেখে যে শোয়নি, সে ছাড়া অন্য কেউ এমন কথা লিখতে পারেনা।
শেষের ছবিটা চমৎকার!

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

গভীর বোধের সুগভীর মন্তব্যে মুগ্ধ।
মাটির বুকে বুক রেখে যে শোয়নি, সে ছাড়া অন্য কেউ এমন কথা লিখতে পারেনা :)
আর যে অনুভব করেছে সেও তার বাইরে নয়তো বটেই ;) হা হা হা -তা হিমু হয়ে হোক বা দায়িত্বের প্রয়োজনে :)

অন্তহীন শুভকামনা আর শুভেচ্ছা :)

৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: তিনটাই ভালো লাগল। ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রমানিক দা :)

অনেক দিন পর পেলাম আপনায়.. ব্যাস্ততা কমেছে কি?

ভাল থাকুন সবসময়।

৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগায় ভরপুর পোস্ট

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ অন্তহীন কবি :)

শুভেচ্ছা অফুরান

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: জুন এর ২৩ নং মন্তব্যের প্রেক্ষিতে বলছি- আমার জন্মটাই তেরতে। আল্লাহ'র রহমতে ভালই তো কাটিয়ে গেলাম এটুকু জীবন!

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অসাধারন! আর আমারটাতো দেখেছেনই- তেরতে ভরপুর জীবন ;)
লাকী থারটিনে অভিনন্দন :)

৩৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০২

জাহিদ অনিক বলেছেন: হুম্মম্ম !! ঠিক কয়েছেন কবি, জীবন ঘোলাটে ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! পথ ভুলে নাতো?

হা হা হা

অনেক অনেক ধন্যবাদ কবি।

শুভেচ্ছা অন্তহীন।

৩৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:১২

জাহিদ অনিক বলেছেন: কি যে বলেন কবি ! পথ ভুলে না !
নিভৃতে দেখি সব কিছুই B-)

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: B-)

সরবে- নিভৃতে আছেন পাশে....
আছেন - এইতো আনন্দ :)

৩৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: বড়ই সৌন্দর্য্য +

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিমু অনুভবে প্রীত হলাম :)

অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা

৩৭| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৭

একলা ফড়িং বলেছেন: অনুকাব্য বরাবরই ভালো লাগে আমার :)

দ্বিতীয় ছবিটা! :( জীবন আজকাল এমনই হয়ে গেছে! হায় কর্পোরেট জীবন!

শুধু পদ্মরা বদলায়নি, পদ্মদের প্রেমিকরাও বদলেছে কিন্তু!

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

হুম...েকউ থামেত চায় না....

না বদলে কি পারে? সময় বদলে দেয় কত কিছু

শুভেচ্ছা অন্তহীন। ভাল থাকুন

৩৮| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

পলষ্টার বলেছেন: হ্যাঁ ভাই, ছুটতে ছুটতে আমিও এসে গেছি। আপনাকে দিয়েই শুরু করলাম। কি লিখব বুঝতেছিনা। কবিতাগুলো ভালো লেগেছে।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাত্র ৪৯ মিনিট আগে জন্ম!!!!!!!!!!!! হা হা হা

কবিতা ভাল লাগায় ধন্যবাদ।

ফেসবুক চোরদের দৌরাত্ব থেকে সাবধান! ;)
নজিরো পারেনা পরের ধনে পোদ্দারী করে কপি-পেষ্ট করে!

তাদের নজরে পেলে আমার হয়ে দুটো গদাম দিয়ে দেবেন ;)

৩৯| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

পলষ্টার বলেছেন: প্রতি উত্তরে খুশি হলাম। উপদেশ মনে থাকবে।
লিখে ফেলেছি একখান। সুযোগ পেলে দেখে আসবেন।
ছোট বেলায় লিখেছিলাম ১২ লাইন, এখন সেটাই মনে করে করে আটলাইন তুলে দিলাম।

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর হয়েছে।


লিখতে থাকুন :)

ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.