নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

একজন সিদ্দিকুর, একটা চোখের মূল্য ! ন্যায় বিচারের ইউটোপিয়ান স্বপ্ন!!!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

একটা খবর
সরকারি চাকরি পেলেন দৃষ্টি হারানো সিদ্দিকুর -যুগান্তর
ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে দৃষ্টি হারানো সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে সরকারি চাকরি দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীন সরকারি এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে 'টেলিফোন অপারেটর' পদে তাকে চাকরি দেয়া হয়।
আগামী ১৪ সেপ্টেম্বর সিদ্দিকুর রহমান তার কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।

খবরের পেছনের খবর:
পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে।
এক পর্যায়ে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের আঘাতে গুরুতর আহত হন সিদ্দিকুর। এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়।

এক জোড়া চোখের মূল্য কত?
এমন কেউ কি আছে অন্ধত্বকে কিনে নেবে? যদি কোটি টাকাও দেয়া হয়? মনে হয়না কাউকে পাওয়া যাবে।
দৃষ্টি শক্তি আল্লাহর দেয়া এক অসীম নেয়ামত। যার মূল্য অসীম। অমুল্য।

বিনা অপরাধে সরকারের একটা বাহিনী বিনা উস্কানীতে শান্তিপূর্ণ মানব বন্ধনে এতটা অগ্রাসী হল যে একজন শিক্ষার্থীর চোখের আলো জীবনের তরে নিভে গেল! তার বিনিময়ে স্রেফ একটা সরকারী চাকুরী???
গরু মেরে জুতো দান প্রবাদ পড়েছিলাম- এ যেন তারচে বড় প্রহসন!

যে মানুষটা ছাত্রত্বই শেষ হয়নি। সামনে বিশাল জীবন- প্রেম, ভালবাসা, বিবাহ, সংসার, সন্তান!
নাহ! সে আর কারো মূখ দেখতে পাবেনা। বাবা- মাকে দেখতে পাবে না। ভাই বোনকে দেখতে পাবে না।
প্রিয়তমা স্ত্রী কেমন কখনোই অনুভব করা হবে না।
আপন সন্তান কেমন হাতড়ে হাতড়ে অনুভব করতে হবে।
এ যন্ত্রনা কি অনুভব করতে পারেন ক্ষমতার চেয়ারে বসে???

ঠিক আছে বাদ দিন আবেগের কথা। বাস্তবতায়ই আসেন মূল্যায়ন করি। আইন এবং আদালতে ন্যায় বিচার করি।
একটি চোখের মূল্য কত?
অমুল্য আগেই বলা হয়েছে । কিন্তু যেহেতু ন্যায় বিচার করতে হবে তার প্রচলিত দুনিয়ায় হিসেবেই তার মূল্যায়ন দেখি।
মানুষের মতো দৃশ্যমানতা ধরে রাখে ক্যামেরা। ক্যামেরার মূল্য নির্ধারিত হয় তার লেন্সের পিক্সেল রেশিও দিয়ে।
মানুষের চোখের পিক্সেল কত? এ নিয়ে একটা চমৎকার ব্লগ থেকে তথ্য হুবহু তুলে দিচ্ছি :

চলুন ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই আপনার চোখের মান।

মনে করুন,আপনার ক্যামেরা ৯০ডিগ্রি পর্যন্ত সকল দৃশ্য স্পষ্ট ধারন করতে পারে।
সে অনুযায়ী আপনার ক্যামেরার পিক্সেল=
৯০*৯০*৬০*৬০/(০.৩*০.৩)পিক্সেল
=৩২৪০০০০০০পিক্সেল
=৩২৪মেগাপিক্সেল।
এখানে ০.৩হচ্ছে arc minute (এক ডিগ্রির ৬০ভাগের এক ভাগকে আর্ক মিনিট বলে)।
৯০হচ্ছে peripheral vision যার অর্থ আপনার লেন্স কতটুকু জায়গা ফোকাস করতে পারে তার ক্ষমতা।
৬০কে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হিসেবে ধরা হয়েছে।
এবার আসুন আপনার চোখের মেগাপিক্সেল নির্ণয় করি।
একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার সামনে ঘটে যাওয়া ১২০ডিগ্রি পর্যন্ত যেকোন কিছু সম্পুর্ণ স্পষ্ট দেখতে পায়।
সুতরাং,একজন সুস্থ মানুষের চোখের পিক্সেল =
১২০*১২০*৬০*৬০/(০.৩*০.৩)পিক্সেল
=৫৭৬০০০০০০পিক্সেল
=৫৭৬মেগাপিক্সেল
অর্থ্যাৎ আপনার চোখ ৫৭৬মেগাপিক্সেল ক্যামেরার সমান। কল্পনা করতে পারেন???বাজারে যেকোন ক্যামেরার চাইতে কয়েকগুণ বেশি।
শুধু তাই নয়,মানুষের চোখ উপরনিচে প্রায় ১৩৫-১৪০ডিগ্রি এবং দুই পাশে প্রায় ২০০ডিগ্রি পর্যন্ত দেখতে পারে।
সুতরাং এবার যদি কোন "ব্যাটারি পাবলিক"(চোখে সমস্যা আছে)এমন কেউ তার ক্যামেরা নিয়ে বড়াই করে আপনি,আপনার চোখ নিয়ে বড়াই করুন।
এবার আসুন,আপনার চোখের সম্ভাব্য দাম জেনে নিই।
যেকোন কিছুর মান নির্ণয় করা হয়,উক্ত বস্তুর ফিচারের উপর ভিত্তি করে।মান যত ভালো তার দামও তত ভালো।
সুতরাং,দেখে নিন এক নজরে আপনার চোখের ফিচার:
resolution:576megapixel
bit depth:7.5 bits per second.
frames per second:1000
shutter speed:1/100-1/200
dymaic range:10-14stops
crop factor:X.05
focal length:17mm
angel of view:180degree
ISO:=1000 camera.
একমাত্র ক্যামেরা পাগলা ছাড়া আর বেশিরভাগ মানুষেরই তথ্যগুচ্ছ মাথার উপ্রে দিয়া গেছে।(এমনকি আমারোও)। উক্ত ফিচারের উপর নির্ভর করে বিভিন্ন ক্যামেরা কোম্পানি এবং কিছু বিজ্ঞানী মানুষের চোখের যে দাম নির্ধারণ করেছে তা শুনার পর নিশ্চিত আপনি আপনার এক চোখকত অমূল্য।কত দামী নেয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন।
কারণ বিজ্ঞানীরা আপনার চোখের দাম নির্ণয় করেছে : (35,268,799)$ dollar
বাংলাদেশি টাকায় যার মুল্য প্রায় (২৮২,১৫,০৩৯২০)টাকা মাত্র। (এক ডলার=৮০টাকা ধরে)

এইবার মাননীয় আদালত, ন্যায় বিচার করুন। সিদ্দিকুর রহমান টেলিফোন অপারেটরের যে চাকুরী পেয়েছেন তাতে তার বেতন কত?
সারা জীবনে তিনি কত টাকা আয় করতে পারবেন। বাকী কষ্টমূল্য বাদ দিলেও কেবল আর্থিক মূল্যেই তা কত?
হিসাবের জন্য ধরে নিই শুরুতে বেতন ৩০,০০০ টাকা। যদি উনি পূর্ণ চাকুরী জীবন (২৫ বছর ধরে) পার করেন তিনি পাবেন, বৎসরান্তে ইনক্রিমেন্ট, বোনাস সব সহ্ও সাকুল্যে দুই থেকে আড়াই কোটি টাকা মাত্র! ! !

অথচ আমরা সাধারন বাজার মূল্যে দেখলাম একটা চোখের সাধারন মূল্যমান্ও কত অমূল্য! কত বিশাল। সেই ক্ষেত্রে দুই চোখের মূল্য তার ডাবল অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকার উপরে।

আমরা কি জনাব সিদ্দীকুরের চাকুরী প্রাপ্তিতে আনন্দ করব? কৃতজ্ঞতায় গদগদ হবো? নাকি সত্যকে অনুধাবনের চেষ্টা করব!!!
ন্যায় বিচার পাবার জন্য আইন, আদালত, বিবেকের কাঠগড়ায় নিজেদেরে দাড় করাব!!
ভাবনা পাঠকের হাতে।

কৃতজ্ঞতা:
কালের কন্ঠ, যুগান্তর
সাইন্সলেস সাইন্টিষ্ট: ব্লগার,
বেতন স্কেলের হিসাব


মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

জাহিদ অনিক বলেছেন: আমি তো জানতাম মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেলের সমান।
যাইহোক, এটা গুরুত্বপূর্ণ না তেমন।

টপিক ভালো। গরু মেরে জুতা দানের মতই।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৫৭৬ইতো বলা আছে।


সরকারী চাকুরী দেয়াকে এত প্রমিনেন্টলি শো অফ করছে দেখে ভাবনা এল.

সারাজীবন অন্ধত্বের বিনিময়ে কি খুব বেশি হয়ে গেল! না তাতে অপরাধ ক্ষমার যোগ হয়ে গেল????

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

জাহিদ অনিক বলেছেন: দুঃখিত , দুঃখিত

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দু:ক্ষ জনক ঘটনাই বটে।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

প্রতিভাবান অলস বলেছেন: এইসব দেখার কেউ নেই!
যে যার প্রাপ্তি নিয়ে ভাবে

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
এই স্বার্থপরতাই আমাদের দৃষ্টি ভঙ্গি বদলে দেয়।

নিজের টুকু পেলেই সামগ্রীকতাকে ভুলে যাই বা যেতে চাই।

ধন্যবাদ

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আহারে---

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভেবে দেখুন গভীর অন্তরে.................

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

আবদুল মমিন বলেছেন: এর এই জন্যই বলেছিলাম সেই পুলিশের একটা চোখ সিদ্দিকুর কে দেয়ার জন্য ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোখের বদলে চোখ নয়, বরং এরকম অবস্থা যেন সৃষ্টি না হয় রাষ্ট্রের তাই নিশ্চিত করা দরকার আগে।

আর ঘটে গেলে- তার ন্যায্য মিনিমাম ক্ষতিপূরণ দেযা্ও রাষ্ট্রেরই দায়িত্ব।

নয় কি?

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২

সুমন কর বলেছেন: দুঃখজনক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ দাদা।

ভাবলেও কেঁপে ওঠে মন। একজন সুস্থ সুন্দর দৃষ্টিমান মানুষ এক পলকে অন্ধ হয়ে গেল!!!!!

ন্যায় বিচারের প্রত্যাশা্ও নাগরিকের মৌলিক অধিকার বটে।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: X((



চোখ আছে যার সে দেখেনা
ভাল কিংবা মন্দ,
থাকতে সময় মূল্য বুঝেনা
নিজের সাথে ধন্দ।
যার গেছে সব সেই বুঝেই
হারানোর কষ্ট,
লাফাচ্ছি মোরা অল্প সুখে
সময় বড় নষ্ট।
কে দেবে হায়! নেবে দায়!
চারপাশে দুষ্ট,
যা পেয়েছে তাতেই খুশি
হচ্ছি মোরা তুষ্ট।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল ছড়া লিখেছেন ভ্রাতা.

মিনিমাম মৌলিক অধিকার আদায়ের জন্যেও লড়তে হয়.... আর বলি হয় আমজনতার জীবন, সম্ভ্রম, দৃষ্টি ও !!!!!!!!!!!!!!!

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


যে কারণে সিদ্দিক রাস্তায় নেমেছিল, কারণটা রাস্তায় নামার মতো ছিলো না।

চাকুরীটা দিয়েছে শেখ হাসিনা; রাস্তায় নামার সময় কি শেখ হাসিনার সাথে আলাপ করে নেমেছিল? যে কারণে সিদ্দিক রাস্তায় নেমেছিল, সেই কারণটার জন্য রাস্তায় নামার দরকার ছিলো না।

শেখ হাসিনারটা শেখ হাসিনা করেছে, আপনারটা আপনি করুন, সিদ্দিককে সাহায্য করেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়!
সবসময় নীতি কথা আউরানো আপনি কি বল্লেন??????

সেশনজটে ভুগেছেন? আপনিই না শিক্ষার জন্য কত কথা লেখেন? তবেকি সে সব হিপোক্রেসি!!!!

ছাত্র কখন অসহায় হয়ে রাস্তায় নেমেছিল আপনি কি জানেন না? না জানলে জেনে মন্তব্য করুন।
শেখ হাসিনার সাথে আলাপ করে নামবে কেন? এটাতো তাঁর মন্ত্রনালয়েরই দায়িত্ব যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত করে ছাত্র জীবনে সেশন জটে যাতে জীবনের একটা দিন্ও নষ্ট না হয় সে ব্যবস্থা নিশ্চিত করা।

আপনি যোগ্যতার সাথে চালাত্ওে পারবেন না? আবার অধিকারে নূন্যতম অধিকার নিয়ে মানব বন্ধন করলেও বলেন আলঅপ করে নামতে!!! বর্বরের মতো সরাসরি চোখে গুলি করে অন্ধ করে দেন! আবার কত বাহানার গীত গান কত সময়!
এখনতো মনে হচ্ছে সিদ্দিকুর নয় আপনি এবং আপনাদের মতো চেতনা ধারীরাই প্রকৃত অন্ধ!

একটা চাকুরী দিয়েছে। ব্যাস! আপনি তুষ্ট! তার সারাজীবনের কষ্ট, অন্ধত্বের মূল্য আদায় হয়ে গেল????

হুম। সিদ্দিককে সাহায্য করতেই তো ভাবনাটা উপস্থাপন।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৭

এম আর তালুকদার বলেছেন: মন্ত৾ী, সকল প৾তিবাদী যুবকদের চোখ উপরে ফেলে চাকুরী দাও যাতে ওরা আমার বিরুদ্ধে চোখ রাঙাতে না পারে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বিষ চেতনাই মনে হয় ছিল পুলিশের মাঝে!

নইলে যেখানে চরম অপরাধীক্ওে পায় গুলি করতে হয়, সুট এট সাইটের অর্ডার ছাড়া সকল অপরাধীকে এমন স্থানে গুলি করতে হয় যাতে পালাতে না পারে কিন্তু তেমন বেশি ক্ষতিও না হয়!

কিন্তু কি দেখলাম! সরাসরি যুদ্ধ ক্ষেত্রের চর্চা সাধারন নিনরিহ মানব বন্ধনে!!!!!!!!!!!

ইতিহাস কাউকে ক্ষমা করে না।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

সোহানী বলেছেন: ভাইরে তা ও তো ভালো যে কিছু পেয়েছে সিদ্দিকুর... বাকিরা তো সজ হারিয়ে উল্টো ভিটেমাটি ছাড়া হয়েছে...............

কিছু যদি না ও দিতো কিছু কি করার ছিল তার.............. আর আইন শৃংখলা বাহিনী না বলে আইন অশৃংখলা বলাটাই ভালো কারন দেশের মোট অপরাধের সবচেয়ে অংশতো মনে হয় তারাই করে................

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেন কতোটা অসহায় অবস্থায় আমরা!!
নূন্যতম মৌলিক মানবাধিকারের কথা ভাবতেও সন্ত্রস্ত!
ভিক্ষা চাইনা কুত্তা সামলাও তেই শান্তি!!!

এ অবস্থার অবসান হোক!

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

কাজল ইসলাম বলেছেন: বিদ্রোহী ভৃগু,
সিদ্দিকুর কে নিয়া অনেক গুরুত্বপূর্ণ ব্লগ লিখেছেন। খুব ভাল হয়ছে। সিদ্দিকুর এর যে অপূরণীয় ক্ষতি হয়ছে তা সকলের প্রাণ এ আঘাত দিয়েছে।

আমার একটা প্রশ্ন আছে,
সরকার কি করলে সিদ্দিকুর ৫০০ কোটি টাকা পাবে? কোন ভাবে কি তার চোখ এর আলো ফেরত আনা সম্ভব? সরকার তাকে একটা চাকরি দিয়াছে। করুনা বা ভিক্ষা নই।

আমার মনে হয়,
সিদ্দিকুর ক সরকার একটা চাকরি দিয়াছে তার বেঁচে থাকার জন্য। ক্ষতিপূরণ নয়। দুর্ঘটনা হথাত করেই হয়। কিন্তু তার ফল থাকে সারাজীবন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ

করুনা বা রাজৈনিতক ষ্টান্ট নয়তো কি বলা যায় একে?

আর দূর্ঘটনা? এটা কখনোই দূর্ঘটনা নয়। সরকারের চলমান দমন নীতিরই একটা খন্ডিত অংশ মাত্র।

স্রেফ বেঁচে থাকার জন্য অন্যায় আঘাতের পর এরকম করুনা গ্রহণ একজন আত্মমর্যাদাবান মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়!
এবং অন্য হিসেবে এই চাকুরী গ্রহণ মূলত তার সহপাঠী এবং যারা জেল জুলুমের স্বীকার এবং তাদের মৌলিক যে দাবী তার প্রতি ছুরিকাঘাতই বলা যায়।

ভেবে দেখুন।


১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই খুব ভালো লাগল সিদ্দিকুরকে নিয়ে আপনার কথাগুলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

চাকুরীর খবরের প্রমিনেন্সি দেখেই মনটা বিষন্ন হল। আমরা জাতিগত ভাবেই কি এত নীচে নেমে যাচ্ছি?
ইচ্ছেমত জুলুমের পর সামান্য লোভেই নিজের এথিকস ভুলে যাচ্ছি।
এটাতো জুলুমেকই প্রকারান্তরে প্রশ্রয় দেয়া হল।

মার, পিটাও, নির্যাতন কর - পর লাগলে একটা চাকুরী নয় এককালীন অনুদান দিয়ে দিব! টাইপ হয়ে গেল নাকি?
হ্যা আন্তরিকতার সাথে যদি ভুল স্বীকার করে-তখনকার জন্যই এই ন্যায় বিচারের ইউটোপিয়ান স্বপ্ন।
অমূল্য চোখ আর অমূল্য দৃষ্টিশক্তির ক্ষতিপূরন -ন্যায়ত কতটুকু হতে পারে তারই একটু ভাবনা।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: গরু মেরে জুতা দান। তার চোখ ফিরিয়ে দেয়া আবশ্যক । যে পুলিশ তার চোখে র এ অবস্থা করেছে তার চোখ নিয়ে ভিক্টিমকে দিলে উপযুক্ত হয় । আর চাকরি ও দেয়া উচিত।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু চাকুরী কি দু'চোখের ক্ষতিপূরর্ণ হতে পারে????

আজ এই অন্যায়ের দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দিলে ভবিষ্যতে আমজনতার নিরাপত্তা নিশ্চিত হবে। পুলীশ গুলি করার আগে দশবার ভাববে !! এ নূন্যতম নাগরিক ন্যায়বিচারের দাবী।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০

মলাসইলমুইনা বলেছেন: মাননীয় সরকার মহোদয় গরু মেরে জুতো দানের ক্লাসিকতম উধাহরন সৃষ্টি করলেন ! এই উদাহরণের ফারাওয়ের মমির মতো অমর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাবি কালে !

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালই বলেছেন। মমি হবে ঘৃনার সাথে। কলংকের সাথে। অনির্বাচিত স্বৈরাচারিতায় জুলুমের সাথে ক্ষমতা ধরে রাখাকে যারা বাহুদুরি ভাবছে তারা কতটা বোকা তাই ভাবি।
যুগে যুগে এটাইতো প্রথম্বা শেষ ৈস্বরাচার নয়। আেগো এেসিছল ভবিষ্যতেও আসবে- সকলের পরিণতি একই
ঘৃনা ঘৃনা আর ঘৃনায় স্মরিত হবে নাম!!!

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখজনক। যার গে‌ছে সেই জা‌নে। লিমন‌কে সরকার কত দি‌য়ে‌ছে? লিম‌নের কথা কা‌রো ম‌নে আ‌ছে? সরকারগু‌লোর এসব কা‌জে আর খারাপ লা‌গেনা। খারা‌পের লে‌ভেল অ‌নেক আ‌গেই শী‌র্ষে পৌঁ‌ছে গি‌য়ে‌ছে। আল্লাহর কা‌ছে প্রার্থনা এসব বিপদ থে‌কে যেন আমা‌দের রক্ষা ক‌রে...

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: যার গে‌ছে সেই জা‌নে। এটাই সত্য।

আল্লাহর কা‌ছে প্রার্থনা এসব বিপদ থে‌কে যেন আমা‌দের রক্ষা ক‌রে...আমজনতার শৈষ ভরসাতো ওখানেই।

ধন্যবাদ

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

নীলপরি বলেছেন: খুবই দুঃখজনক । পোষ্টের জন্য ধন্যবাদ ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। এ অপূরনীয় ক্ষতি টাকার অংকে পূরণ হবার নয়। তারপরও দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ যদি আদালতের মাধ্যেম নিশ্চত করা যায় তখন পুনরাবৃিত্তর সম্ভাবনা কেম যায়্

নিরাপদে থাকুন সকলে

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


যেখানে বিএনপি'র লোকজন পালায়ে নিউইয়র্ক, লন্ডন দুবাই, মালয়েশিয়ায় বাস করছে, সেখানে ছেলেরা সেশন জটের সমাধানের জন্য রাস্তায় নামার পক্ষে আপনি আছেন?

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি নিজে আগে নিরপেক্ষ হোন। ভাবনায় চেতনায় পরে ন্যায় অন্যায়ের পক্ষে বলেন প্লীজ মানান সই হয়!

বিএনপি ফোবিয়া আপনার গেল না!
১০ বছর ক্ষমতার বাইরে তবু উদাহরণ টানেন বিএনিপর!
১০ বছর ধরে লুটের মচ্ছব চালাচ্ছে আপনার কলমের কালী শুকায়া যায়!!!! না জেনর ভয় করেন!!
তবে চুপই থাকেন। তাও মানায়
৫৬গগ কোটি টাকা সুইস ব্যাংকে !!! জয়ের আমেরিকার ফ্লাটের অর্ত উৎস খুঁজেছেন??? পানামা পেপার্সে আওয়ামী নেতাদের নামের তালীকা ধরে প্রশ্ন করেন না কেন- এই অর্থের সোর্স কি?

হিপোক্রেসি ছাড়ুন। ন্যায় হলে প্রকৃত ন্যায়ের কথা বলুন । এক চোখা দৈত্যের মতো বিএনপি জুজু নিয়ে আর কত কচলাবেন।!

সত্য বলতে শিখুন নয়তো চুপ থাকুন।

ছাত্রলীগ তো মাষ্টারগো ধইরা পিটায়! তাও কোন বিচার নাই!!! তাদের পরীক্ষা না দিলেও ধর্ষনে সঞ্চুরী করলেও সরকারী চাকুরী নিশ্চিত!
তো আমছাত্ররা কি বসে আঙুল চুষবে? সেশনজটের পর সরকারী চাকুরীর বয়সসীমা বাঁধা ৩০ ! পাশ করতে করেতই ২৪-২৬!!
একটা যুবক করবে কি? বাধ্য হয়েই নেমেছিল। তাও সহিংস ছিল না। মানব বন্ধনের মতো নিরীহ প্রতিবাদ!
সেখানে বর্বতার প্রতিবাদ না করে সাফাই গাইছেন! ছিঃ

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চক্ষের নজর এমনই কইরা একদিন ক্ষইয়া যা'বে,
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যা'বে;
পোড়াচোখে যা দেখিলাম তাই রইয়া যা'বে।"

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পোড়াচোখে যা দেখিলাম তাই রইয়া যা'বে।"

আহ সাধু দা কি গান মনে করায়া দিলেন!!!

আমজনতা সেই অভাগার দলেই যে... যুগে যুগে .. কালে কালে.. মহাকালে।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

মলাসইলমুইনা বলেছেন: পুরোপুরি একমত হলাম | ভবিষ্যতে দেশের মানুষ যদি বাগধারা ব্যবহার চালু করে গরু মেরে জুতা দানের অর্থে "চোখ নিয়ে চাকুরী দান" অবাক হবার কিছু থাকবে না !

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন...."চোখ নিয়ে চাকুরী দান"

কানা কইরা ধন দেখাও!!! বা ভিলেনের অট্ট্রহাসির সাথে- এই ও চোখ দুইটা তুইলা ফালা- পরে একটা চাকুরী দিয়া দিবানে!!
বা কমেডিয়ানের মূখে...
ওস্তাদ চক্ষু গেছে দু:খ কইর না... তোমার চাকুরী হইছে!!!!!

প্রহসন আর প্রহসনে ভেসে যাচ্ছি!
মিডিয়া চুপ! সুশীল সমাজ চুপ! মানবতাবাদীরা চুপ!

অথচ বিএনপির ১০ বছর ক্ষমতার বাইরে তারপরও পান থেকে চুন খসলে রে রে করে তেড়ে আসে! এই দলকান্তব, এই বিবেকে অন্ধত্বে ভোগা সুশীল আর মিডিয়ার মূখে কুক্কুরীয় চপেটাঘাত!

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

মলাসইলমুইনা বলেছেন: বাংলা সিনেমা দেখার অভিজ্ঞতা খুব কম | তাই ওই লাইনে চিন্তা করতে পারিনি | কিন্তু আপনাকে পরামর্শ দেই | আপনার নিচের ডায়ালগ দুটো পেটেন্ট করেন এখনই |
"ভিলেনের অট্ট্রহাসির সাথে- এই ও চোখ দুইটা তুইলা ফালা- পরে একটা চাকুরী দিয়া দিবানে!!
বা কমেডিয়ানের মূখে...ওস্তাদ চক্ষু গেছে দু:খ কইর না... তোমার চাকুরী হইছে!!!!!"

আমি শিওর এগুলো ঢাকার সিনেমায় অচিরেই শোনা যাবে | দেশের অরাজকতায় এই ডায়ালগ ছাড়া সিনেমাই হবে না |

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা যা বলেছেন। আমাদের ফিল্ম ডিরেক্টররা যদি সময়ের সাথে চলতে পারত.. তবেতো ভালই হতো।

ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক অনেক

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সোহানী বলেছেন: এ অবস্থার অবসান হোক! এ অবস্থার অবসান হোক!এ অবস্থার অবসান হোক!এ অবস্থার অবসান হোক!এ অবস্থার অবসান হোক!

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ অবস্থার অবসান হোক! এ অবস্থার অবসান হোক!এ অবস্থার অবসান হোক!

শত, সহস্র, অযুত, নিযুত, কোটি বার সহমত

ধন্যবাদ ও শুভেচ্ছা

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

মনিরা সুলতানা বলেছেন: কি নিদারুণ অসহায় অবস্থায় আছি আমারা ! সরকারী চাকুরী পেয়ে ই সন্তুষ্ট থাকতে হচ্ছে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ভিক্ষা চাইনা কুত্তা সামলাও অবস্থানে আমজনতা!!!

মৌলিক দাবী দূরে থাক- গুম, খুন না হলেই সন্তুষ্ট এমনি আতংকে চাকুরীতেই বুঝি পূর্ণ!তা!!! এই অরাজকতার অবসান হোক।
সাম্য, ন্যায় বিচার এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

বিলিয়ার রহমান বলেছেন: সরকার গরু মেরে জুতো দান করেছে ভাই!!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারচে বড় প্রহসন!!!!

দু চোখের অমূল্য দৃষ্টি শক্তি কেড়ে ষ্টান্টবাজি সামান্য একটা চাকুরী কোন ক্ষতিপূরণ হতে পারে না। পারে কি?
প্রহসনের মাঝেই অসহায় বসবাস!


২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪১

আবু মুছা আল আজাদ বলেছেন: সবই আজ নষ্ঠদের অধিকারে। কি করার? দু:খ আর কত করব ভাই। সব জায়গায়ই দৃ:খ। একটি কথার দিকে মনে হয় ছুটা উচিৎ । তা হল- ওয়া আরদুল্লাহে ওয়াসিয়া।

কারণ যেখানে আপরাধ করা হয় ইচ্ছা করে। ভূল করে না সেখানে কি থাকতে পারে? আবার যেখানে সকল অপরাধকে মনে হয় জাতির বা জাতীয়তাবাদের স্বার্থে । অথাৎ অপরাধকেও জাস্টিফা্ি করা হয় সেখানে ভাল এমন কী থাকতে পারে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা

সে ছোটার শক্তি যাদের আছে তারা পদলেহী!
আজব্দি আরবের বাদশাহ একটা বিবৃতি দিয়েছে??? মুসলিম উম্মাহকে খালি প্রয়োজন হজ্বের রেমিটেন্সের জন্য!

শান্তির জন্য যুদ্ধ কে করার কথা কে করে? প্রহসনেই ভরা এ ভুবন।

যাদের প্রতিনিধিত্বর ঘোষনা দেয়া হল তারা ভুল পথে! কাকে কি বলবেন???

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আল ইফরান বলেছেন: যেই রাস্ট্রে লঞ্চডুবিতে মারা যাওয়া মানুষের মূল্য নির্ধারিত হয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের সমমানে, নির্বিচারে নিখোজ মানুষের তালিকা দীর্ঘায়িত হতে থাকে দিনের পর দিন; সেখানে চোখের বদলে চাকুরী পাওয়া তো হারিয়ে যাওয়া রাজ্যলাভের মত।
সেইটাকে গরু মেরে জুতাদান আর যাই বলেন না কেন :( :||
এই দেশে এর চাইতে ভালো কিছু প্রত্যাশা করাটাও অনেকটাই ট্যাবু।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অভিজ্ঞতা দু:জনক হলেও বদলের স্বপ্নতো দেখা যেতেই পারে।

আমাদের জাতিগত মিশন ভিশন দলীয় আর্বতে ঘুরপাক খায় বলেই দুরবস্থা!
কেটে যাক দুর্দিন। ন্যায় বিচারের স্বপ্ন ফিনিক্স পাখির ছাই হয়েও বেঁচে থাকুক।

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: ন্যায় বিচার না করে শুধু চাকুরী প্রদান একরকম গরু মেরে জুতো দান!
কই- পুলিশ প্রশাসন? আজ যদি তিনি পুলিশেই চাকুরী পেতেন-তাহলেও কিছুটা খুশী হতাম- হোক তা সিভিল প্রশাসন!
অন্যায়কারী মাথা নিচু করে তার সামনে যেতো আর উদাহরণ হতো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ন্যায় বিচারের বাণী নভিৃতে কাঁদে

ধন্যবাদ ভ্রাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.