নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

রাইট বাটন ইজ অন B-) উইদ কপি প্রটেকশান =p~

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

ইয়া হু..................

আহ সারাদিন পর নিজের ব্লগে নিজে কপি করতে পারলাম!

এবং পোষ্টের কপি প্রটেকশানও যথাযথ ভাবেই কাজ করছে! সাধারন ইউজারদের জন্য ;)
পাকনু আর টেকনুদের বাদে ;)

কি শান্তি!!!!!!!!!!!!!!!! রাইট বাটনের ব্যাটন থেকে মুক্তি!

ধন্যবাদ জানা’পু, ধন্যবাদ সংশ্লিষ্ট সকল পরামর্শদাতা, সকল আইটি এক্সপার্ট
এবং যারা জড়িত।

থ্যাংকস সামু :)
-
-
-
-
-
- ফিলিং ....

মন্তব্য ৯৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:





এই মাত্র পাওয়া খবর ! আমি পাইলাম, ইহাকে পাইলাম !!

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আমি পাইলাম, ইহাকে পাইলাম !!

যথার্থ প্রকাশ :)

২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




শান্তিইইইইইইইইই শান্তি ........................

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: চৈত্র মাসে সারাদিন কঠোর রোজার পর সন্ধ্যায় ঠান্ডা শরবতের প্রশান্তি :)

হা হা হা

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: ছিঃ এসব বলে না !!

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা বটে তা বটে ;)

কিতা করুম ভায়া, কয়েকবার পোষ্টু লিখিতে যাইয়া দাত মূখ ভাংগিবার উপক্রম হইয়াছিল
মন্তব্য লিখিতে যাইয়া মনে হইয়াছিল- ছাড়িয়া দাও মা কাঁদিয়া বাঁচি!

তাইতো আবেগকে আর লুকাইতে পারছিনা কেউই ;)

হা হা হা
.. শশশশ ...না কাউকে বলবনা, আপন্ওি বইলেন না ;)

অনেক অনেক ধন্যবাদ

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা বেশ অস্হিরতায় আছেন; এখন লেখা চুরি গেলেও আর কিছু বলবেন না

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

চোরের ভয়ে বুঝি কেউ দরজা আটকায়া জানালা দিয়া বাইরায়?

অক্ষনে দরজা খোলা তাই অত আনন্দ! তাই বইলা চোরের মাফ নাই!
খালি সামনে পড়লেই হইছে!

ইরাম কপি পেষ্ট বন করা ব্লগে বসায়া সারাদিন কমু-নে কপি কর!
১ ঘন্টা পরই কান ধইরা কইব আমারে মারেন, কাটেন- কিন্তুক এই শাস্তি দিয়েন না ;)
হা হা হা

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:




এবং কপি পেস্টের কাজটাও সমাধান হয়েছে । এক ঢিলে দুই পাখি । সামু কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ তড়িত কাজটা সমাধান করার জন্য ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই!

লেটস চেক ইয়া হু...

ইয়েস ইটস ওয়াকিং।

পোষ্টে এড করে দিচ্ছি তথ্যটা। ধণ্যবাদ নজরে আনায়

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

অপু তানভীর বলেছেন: শান্তি আর শান্তি :D

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পূর্ণ শান্তি!

রাইট বাটনের সাথে কপি প্রটেকশান ফ্রি ;)

হা হা হা হা

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

তারেক ফাহিম বলেছেন: আহ্ শান্তি........

ভাবলাম লগইন করবো না যতক্ষন কপি পেষ্ট ঠিক না হয়।

অবশ্য জাহিদ ভাই’র পরামর্শে এনাবেল করতে পারছি।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অভিমান বুঝেই সামু তাড়াতাড়ি ঠিক করেছে!

এটলিষ্ট অল সামুরিয়ান ইজ সামুর প্রাণ :)

শুধূ রাইট বাটন নয়- প্রটেকশন ও কাজ করছে। আমি কয়েকজনের ব্লগে চেক করলাম
আপনারাও চেক করে মতামত জানান।

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:


জয় বাবা রাইট বাটন ~! =p~ :-B =p~

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় বাবা রাইট বাটন ~! =p~ :-B =p~

হা হা হা

প্রটেকশানও অন পাচ্ছি। আপনারা পাচ্ছেন কি?

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২

মলাসইলমুইনা বলেছেন: দ্যা ঝামেলা মুক্তি !

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বি-শা-ল

মুক্তির কি আনন্দ! আহ

:)

১০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:




ব্লগার বিলিয়ার রহমানের 'রাইট ক্লিক ডিজাবল: অাহূত সমস্যা ও তার সমাধান(সাময়িক পোস্ট)' এই পোস্টে ব্লগ মাতা 'জানা' বলে দিয়েছেন । ওখান থেকে স্ক্রিনশর্ট এনে দিয়ে দিতে পারেন ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম দেখেছি। ওটা কালকের আশ্বাস। আর আজতো আমরা মুক্ত হয়েই গেছি :)

ধন্যবাদ শেয়ারে :)

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি বোধকরি এটার কথা বলেছিলেন



অনেক অনেক ধন্যবাদ। আজ পেলাম। ওখান থেকেই কপি ডাউনলোড সবই করলাম ;)
বিশেষ উপায়ে । এক্সপার্টদের কাছে ফাঁকটুকু রয়েই গেল!!!!!!!!!!!!!

১১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: যাক অবশেষে সবাই স্বস্তি পাবে ।আর এই আলোচনা বন্ধ করে সবাই নতুন কিছু লিখবে

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই..............

লেখাতো দূর মন্তব্য করতেও যা কষ্ট হচ্ছিল- অন্য কবিতা ব্লগে সারাদিন কাটিয়েছি!!!!!!!!!মনের দু:খে
একটু আগে টেষ্ট করতে গিয়ে দেখি- অমা! এতো কাজ করছে!
আবার অন্যের পোষ্টে গিয়ে কপি করতে চাইলাম - দেখি নাহ! রাইট বাটনই কাজ করে না!
এখনা এটা একটা পূর্ন সমাধান ;) হা হা হা

ফিলিং কুল :)

১২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মোবাইলে কেউ চেক করেছেন?

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি করিনি। কেউ চেক করলে জানাতে পারেন আপডেট :)

ধণ্যবাদ ভ্রাতা

১৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামহোয়্যার ইন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধণ্যবাদ :)

হা হা হা

১৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

আখেনাটেন বলেছেন: চমৎকার।

ধন্যবাদ কর্তৃপক্ষকে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

সত্যিই তাই। অগণণ ধন্যবাদ।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সামুকে অনেক অনেক থ্যাংকস!!!:)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সত্যি ভায়া... প্রথম যখন রাইট বাটন কাজ করলো মনে হল অন্য সাইটে আছি। ;)

আবার দেখলাম। নিজের ব্লগে কপি করলাম পেষ্ট নিল.. ওয়াও
গেলাম অন্য ব্লগে- সিলেক্ট হয় ঠিকই- মাগার রাইট বাটস অফ

ইয়েস.. দলিাম চিক্কুর :) হা হা হা

ধন্যবাদ সামু।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

কুঁড়ের_বাদশা বলেছেন:
=p~ =p~ :-B =p~

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ :-B =p~

হা হা হা

কি আনন্দ আকাশে বাতাসে ;)

১৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা প্ররাণটা প্রাণ পাইল। সামু কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই!

যেন খা খা খরার পর এক পশলা মুষল বৃষ্টি :)

১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: সমাধান কি পুরোপুরি হলো?
না অর্ধেক?

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভায়া পুরোপুরিই হয়েছে ।

বেশ কয়েকজনের ব্লগে গিয়ে টেষ্ট করলাম। কারো কন্টেন্ট কপি করা যাচ্ছে না।

কিন্তু নিজের ব্লগে সবই আগের মতোই করা যাচ্ছে :)

ধন্যবাদ সামু টিমকে দ্রুত সমাধান করায় :)

১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

মস্টার মাইন্ড বলেছেন: ইয়া হু..................

আহ সারাদিন পর কপি করতে পারলাম!

এবং পোষ্টের কপি প্রটেকশানও যথাযথ ভাবেই কাজ করছে!

কি শান্তি!!!!!!!!!!!!!!!!

ধন্যবাদ জানা’পু, ধন্যবাদ সংশ্লিষ্ট সকল পরামর্শদাতা, সকল আইটি এক্সপার্ট
এবং যারা জড়িত।

থ্যাংকস সামু :)
-
-
-
-
-
-

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সত্যিই মাত্র একটা দিনের বিরহে আমাদের সবার কি অবস্থা!

সামু না থাকলে কি হপে ভাবতেই মন শিউরে ওঠে ;)
হা হা হা

২০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ জানা আপু। ধন্যবাদ ভৃগু ভাই।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

জানাপু ঠিকাছে, আমারে আবার কিল্লাই ;)

আমিতো খালি মুড়ি ভাজা হইছে তাই জানাইলাম ;) হা হা হা

অনেক অনেক শুভকামনা

২১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: ইয়া হু..................
আহ সারাদিন পর কপি করতে পারলাম!
এবং পোষ্টের কপি প্রটেকশানও যথাযথ ভাবেই কাজ করছে!
কি শান্তি!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ জানা’পু, ধন্যবাদ সংশ্লিষ্ট সকল পরামর্শদাতা, সকল আইটি এক্সপার্ট
এবং যারা জড়িত।
থ্যাংকস সামু
-
-
-
-
-
- ফিলিং ....
আর কিছু কবো না

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ফিলিং কিউট হাসি :)

২২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: দেখে ভালোই লাগছে বেশ । :)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
দারুন এক সূখানুভব :)

২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

কালীদাস বলেছেন: ভাবতেছিলাম আপনার কোন কবিতা কপিপেস্ট করে নিজের নামে পোস্ট করব, সেই আশায় গুড়ে বালি :((

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যা বললেন ভায়া ;)

আপনে খালি আওয়াজ দিয়েন কবিতা লরি ভরে পাঠীয়ে দেব ;) হা হাহা
চোরদের হালত ভাবতেই হাসি পাচ্ছে!!!!!!
বারবার রাইট বাটন টিপবে- ভাববে মাউস নষ্ট হেয় গেল নাকি ;) হা হাহা

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

জাহিদ অনিক বলেছেন: তাজা খবর ! তাজা খবর ! তাজা খবর ! তাজা খবর !

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক্কেবারে তরতাজা! :)

২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , ভাল একটি খবর জানানোর জন্য ।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

কি যে শান্তি লেগেছে ভ্রাতা- বলে বোঝাতে পারব না!
সারাদিন মন্তব্য করতেই ঘাম ছুটে যাচ্ছিল...
অবশেষে - দুষ্টু মিষ্ট হাসি ছবিটার মতো

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

নূর আলম হিরণ বলেছেন: ইয়া হু..................

আহ সারাদিন পর কপি করতে পারলাম!

এবং পোষ্টের কপি প্রটেকশানও যথাযথ ভাবেই কাজ করছে!

কি শান্তি!!!!!!!!!!!!!!!!

ধন্যবাদ জানা’পু, ধন্যবাদ সংশ্লিষ্ট সকল পরামর্শদাতা, সকল আইটি এক্সপার্ট
এবং যারা জড়িত।

থ্যাংকস সামু
-
-
-
-
-
- ফিলিং ....

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পুরাই কপি ছবিটা বাদ কেনু ভায়া...

দুষ্টু মিষ্টি হাসিটা দারুন না?

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮

নূর আলম হিরণ বলেছেন: এখনো কপি-পেস্ট দুটোই করা যাচ্ছে!

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আবার অন্য ব্লগে নো কপি :)

একেবারে স্বপ্ন পূরণ যাকে বলে :)

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগছে ব্যাপারটা।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম :)

হা হা হা

২৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: দুইদিন ব্যস্ত ছিলাম তাই ঘটনা কি বুঝতে পারছিনা।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখাচুরি ঠেকাতে গিয়ে রাইট বাটন অফ করেছিল সামু! ফলৈ নিজের পোষ্টেও নিজে কপি পেষ্ট করা যািচ্ছল না! সারাদিন এক দু:সহ অবস্থা পোষ্ট লিখতে গিয়ে!
জানাপু অতিদ্রুত বিষয়টা হ্যান্ডল করেন এবং সন্ধ্যা নাগাদ সব স্বাভাবিক হয় এবং লেখ চুরির মূল প্রটেকশনটাও এক্টিভ!
চাইলেই কােরা ব্লগ থৈকে কেউ লেখা কপি করতে পারবে না আর!
চোরদের সব্বনাশ হল আরকি ;) হা হা হা

তাই আমরা সব্বাই হ্যাপি :)
আপনিও নিশ্চয়ই

৩০| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: আগের বার আপনার এই ফেবুয়ী পোস্টটার ফিংলটা লক্ষ্য করিনি!!(হয়তো প্যাড়ায় ছিলাম তাই!!)


তবে এবার খেয়াল করলাম!!:)


সেই একটা ফিংলিং!!:)

আমিন না বলে তাই যেতে পারলাম নাহ!!;)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ইনস্ট্যান্ট ফিলিং, ক্যাশ লেস :P ডিজিটাল হ্যাপিনেস :-B

=p~ =p~ =p~ =p~

৩১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

নতুন বলেছেন: রাইট বাটন ইজ অন B-) :) =p~ উইদ কপি প্রটেকশান B-) :) =p~
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Tweet
ইয়া হু..................

আহ সারাদিন পর কপি করতে পারলাম!

এবং পোষ্টের কপি প্রটেকশানও যথাযথ ভাবেই কাজ করছে!

কি শান্তি!!!!!!!!!!!!!!!!

ধন্যবাদ জানা’পু, ধন্যবাদ সংশ্লিষ্ট সকল পরামর্শদাতা, সকল আইটি এক্সপার্ট
এবং যারা জড়িত।

থ্যাংকস সামু :)
-
-
-
-
-
- ফিলিং ....


B-))

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাল সন্ধ্যার অনুভব!

অসাম!

পুচকির হাসিটার মেতাই মিক্সড টাফ এক্সপ্রেশন ;)

হা হা হা

৩২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: ইনস্ট্যান্ট ফিলিং, ক্যাশ লেস :P ডিজিটাল হ্যাপিনেস :-B

:P

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

:P

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

সত্যিই তাই।
দ্রুত পদক্ষেপে সবাই হ্যাপি :)

৩৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

নাগরিক কবি বলেছেন: ইয়া হু..................

আহ সারাদিন পর কপি করতে পারলাম!

এবং পোষ্টের কপি প্রটেকশানও যথাযথ ভাবেই কাজ করছে!

কি শান্তি!!!!!!!!!!!!!!!!

ধন্যবাদ জানা’পু, ধন্যবাদ সংশ্লিষ্ট সকল পরামর্শদাতা, সকল আইটি এক্সপার্ট
এবং যারা জড়িত।

থ্যাংকস সামু :)
-
-
-
-
-
- ফিলিং ....




আমি পুরাই কপি করে দিলাম :)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পুরাই পুরা- খালি ফটোক বাদে ;)

পুচকির অসাধারন হাসিটা কি পছন্দ হয় নাইক্যা ;) হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা ভায়া :)

৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নাগরিক কবি বলেছেন: তাহলে কপি পেস্ট বন্ধ হলো কিভাব্র আগে তা বলেন কবি!! |-)

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধারন ব্যবহারকারীদের জন্যে বন্ধ বটে ;)
যারা ইট্টু পাকনা তাদের জন্যে নয়। :P

কাল ট্রাই করিনি। আজ ফোকর খুঁজতে গিয়ে বেরিয়ে গেল! এই যা
কর্তৃপক্ষ আশা করি জাভাস্ক্রীপ্টের বিষয়টি নজরে রাখবেন।

বাংলা কবিতা ডট কমে লেখার কারণেই ওখানে এই পদ্ধতি ট্রাই করেছি- এই ফাঁকটা ওখানে নেই।
মজবুত ভাবেই ওরা কপি বন্ধ করতে পেরেছে। আমাদের সামুও নিশ্চয়ই পারবে।
বজ্র আটুনিতে না হয় শুরু হলো। ;)

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার জিজ্ঞাসায় টনক নড়ায় পোষ্টে এড করে দিলাম ক’টি বাক্য

পোষ্টের কপি প্রটেকশানও যথাযথ ভাবেই কাজ করছে! সাধারন ইউজারদের জন্য ;)
পাকনু আর টেকনুদের বাদে ;)

হা হা হা। আশা করি যথাযথ উত্তর পেয়েছেন।

৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নাগরিক কবি বলেছেন: আর বইলেন না, ফেসবুক জুড়ে আমার সব কবিতা অমুক কবি তমুক কবির নামে। এখন থেকে ব্লগে আর কবিতা লিখবো না। কেউ কবিতা পড়তে চাইলে তারে কমেন্টে এক লাইন এক লাইন করে কবিতা শোনাবো |-)

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন বল্লেন!
আর ওদিকে বেচারা শুনতে শুনতে লগাউট হয়ে যাবে ;)

চোরের বন্যায় ফেবু ভেসে যায়!!!
কি নিলর্জ্জ বেহায়াপনায়
কপি পেষ্ট করে নিজেরে কবি বানায়! |-)

ধরা চোরদের মধ্যে একজন সাধূ পেয়েছি। ভুল স্বীকার করেছে । তাকে লিস্টে এড করে নিয়েছি।
বাকী সব তথৈবচ!

সামুতে প্রথম ধাপ যখন হয়েছে আশা করি পূর্ণতা্ও একদিন আসবে- যখন নিশ্চিন্তে কবিতা পোষ্ট দিয়ে ঘূমাতে পারব!


৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

নাগরিক কবি বলেছেন: যাই হোক, আমাকে তো ভুইলা গেছেন। আপনি কেমন আছেন সেইটা কন :)

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই কথা ;) !!

২৬ সেপ্টেম্বরের পর আইজকা পোষ্ট দিয়া কন আমি ভুইলা গেছি! ভালা ভালা! অতিশয় উত্তম ;)

মাঝখানে খূব ব্যস্ত ছিলেন বুঝি?
আমি আছি, পরমের কৃপায় বেশ :)
আপনার কি হাল?
জানালে কৃতার্থ হবো অশেষ।

৩৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

নাগরিক কবি বলেছেন: আমি কিন্ত লগিন না করেও মাঝে মাঝে এসে দেখে গিয়েছি। কার কি হালচাল ;) আমি আছি - এককথায় বেঁচে আছি।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
স্মরণে রেখেছেন জেনে আপ্লুত

স্মরণেইতো স্মারক! আপন,
স্মরণে নাই মরণ-
বলেন মুর্শিদ জন
স্মরণে মিলে সন্দর্শন । :)



৩৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩১

কামরুন নাহার বীথি বলেছেন:
ভালো খবর, ভালো খবর, ভালো খবর!!! :)

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম। আগের সারািদন যেই প‌্যারা গেছে বলার নয়! তাই উচ্ছাস টাও বেশি :)

৪০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

ভুয়া মফিজ বলেছেন: চেক করলাম। শুধু কনটেন্ট কপি করা যাচ্ছে না ঠিকই, কিন্তু হেডলাইনসহ কনটেন্ট (পুরা বা আংশিক) কপি/পেস্ট করা যাচ্ছে, এমনকি ফেবুতেও। কাজেই সমস্যার সমাধান হয়নি..... :(

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

ইনিশিয়ািল আপাতত ঠিকাছে। কিন্তু আরো শক্তিশালী করতে হবে।
পুরা কন্টেন্টো আরামসে নেয়া যায় ;) খািল ইট্টু পাকনু আর টেকনু হইলে ;) হা হাহা

নাই মামার চেয়ে কানা মামা ভালু :P

৪১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

মানিজার বলেছেন:
ইয়া হু..................

আহ সারাদিন পর নিজের ব্লগে নিজে কপি করতে পারলাম!

এবং পোষ্টের কপি প্রটেকশানও যথাযথ ভাবেই কাজ করছে! সাধারন ইউজারদের জন্য ;)
পাকনু আর টেকনুদের বাদে ;)

কি শান্তি!!!!!!!!!!!!!!!! রাইট বাটনের ব্যাটন থেকে মুক্তি!


ধন্যবাদ জানা’পু, ধন্যবাদ সংশ্লিষ্ট সকল পরামর্শদাতা, সকল আইটি এক্সপার্ট
এবং যারা জড়িত।

থ্যাংকস সামু :)
-
-
-
-
-
- ফিলিং ....

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সব্বাই দেখী পাকনু আর টেকনু ;) হা হা হা

কাউরে বইলেন না কিন্তু কেম্তে করছেন ;)
ব্লগার শকৃন দৃষ্টির পোষ্ট দেখতে পারেন। ভাল পরামর্শ আছে। মতামত শেয়ার করুন।

শুভকামনা অনেক

৪২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

মানিজার বলেছেন: ছবিগুলাও কপি করতে পারছে আমার ভাগিনা । =p~

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আর বইলেন না। পুচিক গুলা আরো ট্যালেন্ট ;) =p~=p~

ধীরে ধীরেই এগিয়ে যাক পূর্নতার দিকে। একটা শুরুতো হয়েছে।

৪৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সামু যে আমাদের সবার প্রতি আন্তরিক তার প্রমাণ পেয়ে গেলাম।
কৃতজ্ঞতা সামুর প্রতি।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভকামনা

৪৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কপি প্রটেকটেড? ঠিক বলছেন কি?

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগেই বলেছি টেকনু আর পাকনু বাদে আমজনতার জন্য কপি প্রটেক্টেড ;)

নাই মামার চেয়ে কানা মামা চলুক। ধারাবাহিক চেষ্টা অব্যহত আছে ট্রু কপি প্রটেকটেড করার জন্য।

অনেক অনেক শুভকামনা

৪৫| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯

সৈয়দ ইসলাম বলেছেন: আমি এটা নিয়ে সংশিত!

এই ব্লগারের এই লেখা সম্পর্কে আপনার মতামত কী?

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সন্দেহজনক! উষ্কানিমূলক! বিভ্রন্তিমূলক!

কোন ছুপা পুপা মনে হচ্ছে!!!

আর আগের লেখা গুলোও খেয়াল করুন! সবই খুঁচানো লেখা!
ইগনোর করলেো ওয়াচে আছে!

৪৬| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সৈয়দ ইসলাম বলেছেন: কর্তৃপক্ষ এদের বিরোদ্ধে কিছু করছে না কেন?

এরা তো ব্লগের মধ্যে মুর্খতা ছড়িয়ে দিচ্ছে।

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্তৃপক্ষ ভাল বলতে পারবেন।

আজকের পোস্ট রিপোর্ট করেছি। দেখি নজরে পড়ে কিনা!
মূর্খতার আড়ালে ধর্ম বিরোধী বিষবাস্প ছড়াচ্ছে!

না জানা পাপ নয়। কিন্তু না জেনে জ্ঞানীর বড়াই পাপ!
কে কারে বোঝায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.