নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞান বক্সে বিজ্ঞান চর্চায় নতুন ধারা এবং শিশুদের স্বত:স্ফুর্ততা

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

রিং বেজেই চলছে। দ্রুত এসে ফোনটা ধরলাম। অচেনা নাম্বার । কে বলছেন জানতে চাইব, তার আগেই ওপাশ থেকে বলল- স্যার, আপনি কি অমুক!
জ্বি বলছি।
আপনার জন্য বিজ্ঞান বক্সের একটা উপহার আছে স্যার। কিভাবে পাঠাতে পারি!
বিস্মিত হলাম। চমকে গেলাম। সবশেষে আনন্দিত হলাম। ঠিকানা নিয়ে ধন্যবাদ জানিয়ে রেখে দিল।

একদিন, দুদিন । কোন খবর নেই। তৃতীয় দিন অফিসে এসেই দেখি পার্সেল! অবশ্যই বিজ্ঞান বক্সের! আর বিষয়টা নিয়ে অনেক বেশি আগ্রহ থাকায় খুশিও বহুগুনে বেড়ে গেল। বিজ্ঞান বক্স বিষয়ক গুরু হামা ভাইকে ফোন করলে জানালেন এটা কন্টেন্ট রাইটিং এর পুরষ্কার! ওয়াও! গ্রেট। জীবনে প্রথম পত্রিকায় ফিচার লিখে চেক পাবার আনন্দের মতো নতুন প্রাপ্তির আনন্দে ঝলমল করে উঠলো মন বহুদিন পর। খুশিটা ছড়িয়ে গেল মন থেকে ঠোটে। ঘরে ফিরতেই তা বহুগুনে বেড়ে খূশির চিৎকারে বদলে গেল। রীতিমতো কাড়াকাড়ি! কে আগে ধরবে! দেখবে! খুলবে!



অবশেষে আলোর ঝলকের আলো সবার চোখে মূখে ছড়িয়ে পড়ল! একটা একটা আইটেম দেখে আর এক এক রকম খুশির প্রকাশ করে। ছিদ্রযুক্ত কাগজ, মোমবাতি, কার্ডবোর্ড, পিনহোল ক্যামেরা বক্স, বাউন্সিং বল, আয়না,
পেরিস্কোপ বক্স, ক্যালাইডোস্কোপ বক্স, ফ্ল্যাশ লাইট, স্ট্রোবোস্কোপ, মোটর, উত্তল লেন্স,
ব্যাটারি এবং কেসিং, বর্ণ চাকতি এবং মজার চশমা।

আরো আছে গাইড বুক আর সিডি। সাথে সাথেই শুরু হয়ে গেল গাইড দেখে দেখে প্রকল্পের কাজ! ঘরের বাতি নিভিয়ে দিয়ে প্রথম ২-৩ টি করল। এবং ফলাফল দেখে অভিভুত। যদিও কিছু তাদের পূথিগত মূখস্ত জানা ছিল তবু নতুন ভাবে তা অনুভব করে যেন বেশি আপ্লুত।

আলোর সরল পথে চলা, আলোর তরঙ্গ নিয়ে মাতামাতি, সূর্যালোক থেকে আগুন জ্বালানো –সবগুলো যেন পারলে একবারেই করে ফেলতে চায়। তাদের চোখে মূখে জানার এবং তার প্রমান পেয়ে জ্ঞানের যে দীপ্তিময় দুত্যি দেখতে পেলাম সত্যিই বিস্ময়কর।

শিশুদের মনো জগতে এরকম আনন্দিত জ্ঞান চর্চারইতো দরকার। জ্ঞানকে ভয় পেয়ে নয়, বা জিপিএ ৫এর চাপে পূথিগত বিদ্যা গলাধকরণ করানো নয়- জ্ঞান চর্চা হতে হবে এমন উৎফুল্লতায়। স্বত:স্ফুর্ততায়। জিগিষায়। নিজের আগ্রহে উৎসাহে চর্চা করবে জ্ঞানের বিজ্ঞানের। তবেই না হবে প্রকৃত জ্ঞানার্জন। সৃজনশীলতার প্রকৃত বিকাশ হবে তো এভাবেই। নোট বাই গাইড বই বা সাজেশনের চাপে দিশেহারা করে নয়। হাসি খুশি এবং আনন্দের মধ্য দিয়ে জ্ঞানের পথকে চিনিয়ে দেয়া শুধূ। বাকীটা তারা অর্জন করে নেবে, সন্ধান করে নেবে যার যার যোগ্যতায়।

ধন্যবাদ বিজ্ঞান বক্সের উদ্যোক্তাদের। পরিকল্পকদের এবং বাস্তবায়নে যারা সংশ্লিষ্ট সকলকে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: মেয়ে বড় হলে অবশ্যই কিনবো.....

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

নেটে পড়ে যতটুকু বোঝা যায় সত্যি হাতে পাবার পর দেখলাম সত্যি অনেক ক্রিয়েটিভ আয়োজন!
আর শিশুতোষ প্রতিক্রিয়াতো দেখার মতো!

জ্ঞান বিকশিত হোক আনন্দে :)

অনেক অনেক ধন্যবাদ সুমন দা

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

আটলান্টিক বলেছেন: আমাকে জলদি চা দেন।শীতে জমে যাচ্ছি....

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশ কি কান্ড বলেন দেখি!



এই নিন গরমাগরম দুই কাপ চা :)

শুভ কামনা অফুরান । ভালো থাকুন সবসময়।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সত্যিই সুন্দর পুরস্কার ।বাচ্চাদের এমন একটা বক্স থাকা উচিৎ।
আমারও একটা চাই, আমার ছেলের জন্য।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাচ্চাদের এমন একটা বক্স থাকা উচিৎ। - ভালো বলেছেন!

চোখে না দেখলে বিশ্বাস করতে মন চাইবে না কি পরিমান খুশি হয় ওরা
আর জ্ঞান চর্চায় ব্যবহারিক জ্ঞান যে সবচে কার্যকরি কে না জানে।।

অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৬

সোহানী বলেছেন: বিজ্ঞান বক্স অবশ্যই বাচ্চাদের জন্য দারুন কিছু..... বিগু, প্রথম ফিচারের পুরস্কারের মিস্টি কই?

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভৃগু খালি বিগু হয়ে যায় কেনু গো ;)

হুম মিষ্টি তো দোকানে! :P
আপনি দেশে আসুন; তোলা রইল । চাহিবা মাত্র ভোক্তাকে পরিবেশন করা হইবেক ;)

আপাতত ফুটুক মিষ্টিতে সান্তনা :)

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

বেশ ভাল লেগেছে লেখাটি ভিগু ভাই!

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ডানা ভায়া :)

সত্যি এত্ত খুশি দেখে- দু:খ হয়েছে কথিত নীতি নির্ধারকদের প্রতি! তারা শিক্ষা নিয়ে গালরা কথা বলে অথচ শিশোতোষ মানসিকতা নিয়ে আছে আছৈ চিন্তা গবেষনা! না আছে জাতীয় প্রকৃত উন্নয়নে ভবিষ্যত নাগরিকদের তৈরির সুচিন্তা!
অথচ সত্য কত ভিন্ন রকম।

শুভেচ্ছা অফুরান ভায়া। ভালথাকুন সবসময়।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৮

জাহিদ অনিক বলেছেন:

দেশে স্কুল পর্যায়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিজ্ঞানে আগ্রহী করতে তাদের জন্য সরকারী পর্যায় থেকে নানা প্রকার উপকরন তৈরী করে তা স্কুলে পাঠানো হলে বেশ ভাল হয় বলে করি।

রকমারির বিজ্ঞান বক্স বেশ সাড়া ফেলেছিল। আমি নিজেও একটা কিনব কিনব করেও কেনা হয় নাই।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আপনার ধারনা উদ্যোক্তারা ভেবে দেখতে পারেন।

আর আপনার বিচ্ছু বাহিনীদেরও এটা দিয়ে দেখতে পারেন। দেখবেন সেকি উচ্ছাস! আর জ্ঞানের জানার প্রতি তাদের আগ্রহ!
এত বছর পরিয়ে যে প্রতিক্রিয়া কোনদিনও পাননি- তা পাবেন শতভাগ নিশ্চিত!

অনেক অনেক ধন্যবাদ কবি, শিক্ষক, ভাবুক - - - :)

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর ভাবনা তাহাদের :)

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

:)

অনেক ধন্যবাদ মামা ;) :(:হাসু মামা
হা হাহ া

ধন্যবাদ ভায়া । শুভেচ্ছা আর শুভকামনা রইল

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর উদ্যোগ । সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি ।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! আসেলই দারুন আয়োজন

উেদৌক্তাদের উৎসাহিত করতে জাতীয় সম্মাননা দেয়া উচিত! এবং পাঠক্রমে এমন সহজলব্য বিজ্ঞাচর্চা নিয়ে ভাবা যেতে পারে!
পুথিগত কেতাবি বিদ্যা নয় ব্যবহারিক আনন্দময় জ্ঞান চহোক শেখার মাধ্যম

শুভেচ্ছা ভায়া

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর মহৎ উদ্যোগের কথাটি জানানোর জন্য অনেক ধন্যবাদ।

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আগ্রহ করে জানায় এবং অংশ নেয়ায় :)

আমাদের শিক্ষানীতিতে প্রথম বিশ্বের জ্ঞানুসরন অতীব জরুরী। মান্ধাত্মা আমলের কেরানী তৈরীর সিলেবাসে আর যাই হোক মেধা বিকশিত হবে না।

শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

সামিয়া বলেছেন: বাহ!!!!
চমৎকার!

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ

সত্যিই বিজ্ঞান শেখার প্রাথমিক উৎসাহ হিসেবে দারুন এক আয়োজন! জ্ঞানের প্রতি আগ্রহ না জাগালে সে শিক্ষা কাজে আসে কি?
বড়জোর কেরানী হওয়া যায়!

বাচ্চাদের উৎসাহ দেখে নিজেও বাচ্চা হতে মন চায় -আবার যদি শুরু করতে পারতাম এমন আয়োজনে ;)

শুভেচ্ছা আর শুভকামনা সবসময়!

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

ওমেরা বলেছেন: খুশীর সংবাদ! আমি এখনো বাচ্চাই আছি, আমার একটা দরকার, দিতে পারেন ভাইয়া ? ধন্যবাদ ভাইয়া।

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বড় বাচ্চা ;)

নিশ্চয়ই। আপনার ঠিকানা দিন কুরিয়ার করে দেব খন! ১টা না ৫টার পূর্ন প‌্যােকজ ! তবে পোষ্ট পেইড কুরিয়ার :P
হা হা হা

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

আনু মোল্লাহ বলেছেন: আপনার পোস্ট দেখে আমিও বিজ্ঞান বক্স কেনার জন্য উৎসাহিত :)

১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

জেনে খুশি লাগল। আর কেনার পর বাচ্চাদের খুশি দেখে, জিগিষা দেখে তাদের আনন্দ, আবেগটুকু, ভাবনা আর ভাললাগা প্রকাশ করতে :) আপনারও পোষ্ট দিতে মন চাইবে।
হামা ভাই ( হাসান মাহবুব ) এর সাথে যোগাযোগ করতে পারেন। উনি এ বিষয়ে এক্সপার্ট :)

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা সতত:

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

পার্থ তালুকদার বলেছেন: বিজ্ঞান বক্স সম্পর্কে আগে শুনেছি এখন বিস্তারিত জানলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া!

আসলে আমি মাত্র একটা আলোর ঝলক পেয়েছি। আরো ৪-৫টা আছে!
সবচে অবকা লেগেছে পিচ্চিদের আগ্রহ! যাদের ধমকে মোবাইল গেম বা টিভির সামনে থেকে সরানো যায়না
তন্ময় হয়ে ডুবে থাকে এক্সপেরিমেন্টে!!! দ্রুত লেখায় সব বেশি বিস্তারিত দিতে পারিনি।

শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

তারেক ফাহিম বলেছেন: জাহিদ ভাইর মত আমিও বলতে চাই।

দেশে স্কুল পর্যায়ে পড়ুয়া বাচ্চাদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহ করে তুলার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

সহমত

শুভেচ্ছা আর শুভকামনা রইল

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর পোষ্ট !!!


বিজ্ঞান বক্সে তাদের কাযক্রম সমন্ধে শুরু থেকে জানি।


শেয়ার করা জন্য ধন্যবাদ ভাই।


১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ্তাই! হামা ভাইর মতো আপনিও তাহলে অভিজ্ঞ :)

জেনে ভালো লাগলো!
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩

জাহিদ অনিক বলেছেন:

আপনার বিচ্ছু বাহিনীদেরও এটা দিয়ে দেখতে পারেন। দেখবেন সেকি উচ্ছাস! আর জ্ঞানের জানার প্রতি তাদের আগ্রহ!
এত বছর পরিয়ে যে প্রতিক্রিয়া কোনদিনও পাননি- তা পাবেন শতভাগ নিশ্চিত!


মনে করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ওদের দেখাবো বিজ্ঞান বাক্স।

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

জেনে ভাল লাগল। আর দেবার পর তাদের প্রতিক্রিয়াটা আমাদের শৈয়ার করতে ভূলবেন না কিন্তু :)

অনেক অনেক শুভেচ্ছা

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: বিজ্ঞান বক্স এর উদ্যোক্তারা যেমন ধন্যবাদার্হ, এ পোস্ট লিখে তার ইতিবাচক দিকগুলো তুলে ধরার জন্য আপনিও তেমনি।
"জ্ঞানচর্চা তে হবে এমন উৎফুল্লতায়। স্বতঃস্ফূর্ততায়। জিগীষায়।" - অত্যন্ত চমৎকার এই তিনটে ছোট ছোট বাক্যই আপনার এ পোস্টের নির্যাস।
পোস্টে ভাল লাগা + +

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র :)

নির্যাস সন্ধানে আপনি অতুল :)

শুভেচ্ছা আর শুভকামনা সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.