নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সখি, ভালবাসা কারে কয়

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯



সেই ফাগুনে তুমি ছিলে, ছিল রং প্রকৃতিতে,
ছিল মনে, উতল হাওয়ায় মন কেমন করা ফাগুন
এসেছে আবার, ঝড়াপাতার মর্মরে আজ
কেবলই একলা প্রকৃতির সাঝে যেন লেগেছে আগুন!

বাউল হৃদয় শূন্যতায় তড়পায়
যোগীনিও যদি খোলে হিসেবের খাতা,
মেলেনা মেলেনা মন, বাড়ে শুধূ জ্বালা
শুন্য জীবন তড়পায় বাড়ে আরও শুন্যতা ।

ফাগুনের আগুনে সেঁকে হৃদয়
বুঝে গেছি সখি, ভালবাসা কারে কয়,
দেহ হারিয়ে দেহাতীত সত্যে, মিলেছে
হিরন্ময় প্রেম সন্ধান! বনফুলের অমুখাপেক্ষীতায়।

আসছে ফাগুনে যদি মনে পড়ে
খোঁজ আমায়- কৃষ্ণচূড়ার পাতায় পাতায়
খোঁপার গাজরায়, কোকিলের বিরহী কান্নায়
পিউ কাহা পিউ কাহায় বুঝে নিও ডাকছি তোমায়!



সবাইকে বাসন্তী শুভেচ্ছা :)



ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৭৩ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



এই পৃথিবীতে হায়,
ভালোবাসা শুধু কাতরায় !

বসন্তের দোলা লাগুক আপনার গায়েও ...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ভাললাগা জানবেন প্রিয় আহমেদ জী এস :)

আপনার জনেও রইল অফুরান বাসন্তি শুভেচ্ছা

শুভকামনায় কৃতজ্ঞতা

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতি ও ঋতুরাজ মানুষের মনে প্রশান্তির ছোয়া দিয়ে যাক। কবিতায় কষ্টের অনুভুতি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকমানায় :)

হুম। হৃদসিকস্তি কাব্য বটে ;)
ফাগুনের আগুনতো সবাই সুখি হয়না- কেউ কেউ কাঁদেও, হয়তো অলখে, নিভৃতে।

আপনার জন্য্ওে রইল বাসন্তী শুভকামনা

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন কবি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিটন ভায়া :)

মেলায় কি এবার আসবেন?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

সৈয়দ ইসলাম বলেছেন:


জব্বর এক কবিতা। এ বসন্তের সেরা কবিতা বলা যেতে পারে।
বসন্তের হাওয়া ফুরফুরে করে তুলুক আমাদের ভালবাসার ডানা,
প্রিয় হে, আপনার জন্য থাকলো শুভকামনা।।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সৈয়দ ইসলাম :)

বাসন্তী শুভেচ্ছা রইল অফুরান

শুভকামনায় অন্তহীন কৃতজ্ঞতা

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

ওমেরা বলেছেন: সেই ফাগুনে ছিল, যেই করুন সুরে ডাকতেছেন এই ফাগুনে চলে আসবে নিশ্চয় । কবিতাটা আমার পছন্দ হয়েছে ধন্যবাদ ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার শুভকামনা সত্যি হোক ;) হা হা হা

পছন্দ হয়েছে জেনে ভাল লাগছে।:)

অনেক অনেক বাসন্তী শুভকামনা রইল

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: তোমাকেও বসন্তের শুভেচ্ছা ভাইয়া!!!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:

শুভেচ্ছা তোমাকেও :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:
ভালবাসার দিনে সব কবিরে পার করিতে নিব আনায় আনায়
তোমার বেলায় চাওকি কি তুমি, একটিবার আমায় বল না
চাওবা না চাও, ভালবাসার দিনে দিতে পার করতে কোন কড়ি নিবনা ।

শুভেচ্ছা রইল


১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন গানা, আর কিছু চাইনা!

প্রেমের ঘাটের পারাপারে দরাদরি নাই
মনের বদল মন দিতে হয় ;)


অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ডঃ এম এ আলী :)

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বসন্তের শুভেচ্ছা আপনাকে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনকে ধন্যবাদ ভায়া :)

অফুরান শুভেচ্ছা রইল আপনার জন্যেও ে

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

মলাসইলমুইনা বলেছেন: এই ফাল্গুনে, আসছে ফাল্গুনে দ্বিগুন হোক !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ্যাঁ, কোনটা ভায়া?

বিরহ না হিরন্ময় প্রেম :P হা হা হা

শুভকামনা শুভটাই ধরে নিলাম ;) আপনার জন্যে রইল অফুরান বাসন্তী শুভকামনা



১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

ভাইরাস-69 বলেছেন:

সাধনা ছাড়া যেমন, সাধক হওয়া যায় না, তেমনি শুদ্ধ প্রেমিক না হলে প্রেম কখনো হয় না।
মানুষের জীবনে আরাম্ভ আছে সমাপ্তি আছে; তবু তা সমগ্র হয় না কখনো।
আপনার কল্পনা প্রতিভা দিয়ে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা প্রেমের রহস্য উন্মোচন করা চেষ্টা করেছেন।
কবিতায় প্রেমিকের হৃদয়ের প্রতিক্ষার ছবি ফুটে ওঠেছে।পড়ে ভাল লেগেছে ।


আপনাকেও বসন্তের শুভেচ্ছা ভাইয়া।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ভাল লাগল আপনার বিশ্লেষন । গভীর অনুভবে পাঠ করেছেন ভেবে আপ্লুত হলাম।

পাঠ, ভাললাগা আর শুভেচ্ছায় কৃতজ্ঞতা

আপনাকেও অফুরান বাসন্তী শুভেচ্ছা

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ লাগল বসন্তের কবিতা। বসন্তের শুভেচ্ছা রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ছড়ার বেতাব বাদশা প্রমানিক ভায়া ভাললেগেছে জেনে অেনেক ভাল লাগছে :)

অনেক অনেক বসন্তি শুভেচ্ছা ভায়া

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো ভৃগু ভাই। অদ্ভুত এক সরলতায় আবেশিত হলো মন! শুভেচ্ছা নিরবচ্ছিন্ন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

একরাশ বাসন্তী শুভেচ্ছা আপনার জন্যে :)

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষ চার চরণ তো একেবারে ভালোবাসা উস্কে দিল!! আজকে সবার মনে বসন্তের রং লেগেছে খালেদা বাদে মনে হয়! :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোহেবুল্লাহ অয়ন :)

কে জানে? দাদী নানীদের কি আর রংয়ের বয়েস আছে :P

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

আখেনাটেন বলেছেন: কোকিলের বিরহ কান্নায় ফাগুন খুঁজতে পেলে মন্দ হত না। :D

চমৎকার কথামালা। ফাগুনীয় ভালোলাগা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই সুরেইতো আসো ফাগুন :)

শ্রোতার মনে ছায়া ফেলে তার অনুভব দিয়ে -সূখি কাপল সূখানুভবে, বিরহী কাপল বিচ্ছেদানুভবে :D

অনেক অনেক ধন্যবাদ আর বাসন্তী শুভেচ্ছা ভায়া :)

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৬

তপোবণ বলেছেন: ফাগুনের গানে বিমোহিত হলাম কবি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক বাসন্তী শুভেচ্ছা আপনার জন্যে :)

মোহন চেতনই বাঁচিয়ে রাখে নতুন সৃষ্টি আশে :) অনেক অনেক ধন্যবাদ

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫২

জাহিদ অনিক বলেছেন:



এবার তবে প্রিয়া আসুক-------------
আর কত বসন্ত কেটে যাবে এক হসন্তের আশায়------

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আসুক বা না আসুক
মিলেছে হিরন্ময় প্রেমানুভব
তাইতো কবি ব্যাথা ভুলে মিশে যায় সামগ্রীকতায় ;) কৃষ্ণচূড়ায়, গাজরায়, কোকিরেল সুরে

ব্যক্তিক থৈকে সার্বজনীনতায় উতরে গেলে- ব্যাথা আর ব্যাথা থাকেনা। সৃষ্টির উৎসে পরিণত হয় :)

অনেক অনেক বাসন্তী শুভৈচ্ছা ভায়া:) আপনার বর্ণিত বসন্তের শুভকামনায়

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: বসন্ত এসেছে কিন্তু হৃদয়ে বড় বিরহ, /তবে কোন সে বসন্তে হবে সে উজ্বলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যাক্তিক থেকে যখন সামষ্টিকতায় যাত্রা হবে শুরু তখনই না আসবে প্রকৃত বসন্ত সবার দুয়ারে দুয়ারে :)

শুভচিন্তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর বাসন্তি শুভেচ্ছা রইল :)

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: গুনগুন ফাল্গুন শুভেচ্ছা বিদ্রোহী ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: গুনগুন ফাল্গুন, সাথে আছে ভ্যালেন্টাইন
শুভেচ্ছা ভালবাসাই রইল অফুরান :)

অনেক অনেক ভাল থাকুন মনিরাপু :)

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
আপনাকে বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা ভাইয়া।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল :)

বাসন্তি আর ভ্যালেন্টাইন প‌্যাকেজ শুভেচ্ছা ;) হা হা হা

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা দিলাম।

নিবেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি শুধালে আমায়
একি শোনালে আময়
একি মধু জ্বালায় ডোবালে আমায় ;)

বাসন্তি আর ভ্যালেন্টাইন প‌্যাকেজ শুভেচ্ছা ;) দাদা
শুভেচ্ছা হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে নিলাম :)


২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: এসো ভালোবাসি নীল আকাশের রঙে, মিতালী আঁকি মুক্ত প্রিয়জনের সঙ্গে...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন আহবান :)

বাসন্তি আর ভ্যালেন্টাইন প‌্যাকেজ শুভেচ্ছা ;)

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানবেন ভাই, খুব সুন্দর কথামালা।

বাসন্তী শুভেচ্ছা ও নিরামিষ ভালোবাসা রইল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন :)

শুভেচ্ছায় কৃতজ্ঞতা আর ভালবাসায় দ্রুত আমিষের প্রার্থনা রইল ;)

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার কবিতা !!

বসন্তের শুভেচ্ছা জানবেন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা পার্থ দা’ :)

বাসন্তি আর ভ্যালেন্টাইন প্যাকেজ শুভেচ্ছা রইল

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

সাহসী সন্তান বলেছেন: আগামী ফাল্গুনে আপনার কি ভাই গাছ পালা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? লতায় পাতায় খুঁজতে বলতেছেন দেখি? ;) কবিতা পড়ে আমারও মনে প্রশ্ন জাগতেছে, 'সখী, ভালবাসা কারে কয়?' :|

কবিতায় ভাললাগা! শুভ কামনা ভৃগু'দা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বাবা আদম নিষেধ অমান্য করে বৃক্ষারোহন করল বলেই না আমাদের কত কত কিচ্ছা!

ব্যাক্তিক থেকে সামগ্রিকতায় মিশে গেলে ভালবাসা সার্বজনীন হয়ে যায়। তখন ব্যাক্তি একার থাকে না সমগ্রতায় হারিয়ে যায় ;)
যেভাবেই হোক- প্রশ্নতো জাগছে;) ব্যাস এইবার ঝটপট উত্তর খুঁজে নিন :)
পেলে জানাবেন কিন্তু

বাসন্তি আর ভ্যালেন্টােইন প্যাকেজ শুভেচ্ছা :)

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফাগুন নিয়ে সুন্দর কবিতা, সুন্দর লেখা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) :)

নিন বাসন্তি আর ভ্যালেন্টােইন প্যাকেজ শুভেচ্ছা :)

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

শিখা রহমান বলেছেন: সুন্দর কবিতা। ফাগুনের কবিতায় বিরহের ছোঁয়া। বাসন্তী শুভেচ্ছা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা শিখা রহমান :)

হুম। বিরহের পথ বেয়ে সামগ্রিকতায় পৌছার চেষ্টা মুখ মুখোশের রাহাতের বুকের স্পর্শের মতো বাস্তবতায় ;)

বাসন্তি আর ভ্যালেন্টােইন প্যাকেজ শুভেচ্ছা রইল :)

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

সোহানী বলেছেন: ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে.... (পড়তে হবে আগুন এবং দেশে)........হাহাহাহা

ফাগুন/আগুন+ভালোবাসা/খারাপবাসা দিবসের শুভেচ্ছা....................

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনকে ধন্যবাদ সোহানী :)

ফাগুন এসেছে বনে বনে
আগুন লেগেছে মনে মনে
সারা বিশ্ব ঘুমিয়ে রইলেও
বাংলা দেখো জেগেছে চেতনে :)

ফাগুন থাকুক, আগুন নিভে যাক ;)
ভালবাসা বেঁচে থাক, খারাপ বাসা মুছে যাক
সকল শুভ, ভাল আর কল্যানের শুভকমানায়
বাসন্তি আর ভ্যালেন্টােইন প্যাকেজ শুভেচ্ছা রইল :)

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ।
বেশ ভালো লাগলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ভাল লাগল :)

বাসন্তি আর ভ্যালেন্টােইন প্যাকেজ শুভেচ্ছা রইল :)
ভাল থাকুন সবসময়

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা। আমার হয়ে ভাবীকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে দিবেন।। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

বাসন্তি আর ভ্যালেন্টােইন প্যাকেজ শুভেচ্ছা রইল :)
ভাল থাকুন সবসময়

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

জেন রসি বলেছেন:
নো চিন্তা.... প্রকৃতি শূন্যতা পছন্দ করেনা। ;)

শুভেচ্ছা। :)








১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
হুম নো চিন্তা ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: বাউল হৃদয় শূন্যতায় তড়পায় ... শূন্য জীবন তড়পায় বাড়ে আরও শূন্যতা - কবিতার এই স্তবকটিতে হৃদয় তড়পানির শব্দটা যেন স্পষ্ট শুনতে পাচ্ছি!
২৭ নং মন্তব্যে সোহানী এর দেয়া ছবিটা দারুণ হয়েছে!! :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

এমন এক দুলাইনের জন্য সারা জীবন লিখে কাটিয়ে দেয়া যায়!
:)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

সুমন কর বলেছেন: বসন্তের কবিতা ভালো লাগল। +।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা' :)

ভাললাগা আর প্লাসে অনুপ্রানীত হলাম। শুভেচ্ছা শুভকামনা সবসময়।

৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: বসন্তের শুভেচ্ছা কবি। ভালো থাকবেন সবসময়।

বসন্ত !! তার উপস্থিতি অল্পদিনের কিন্তু বসন্ত আমাদের রাঙিয়ে দিয়ে যায় ফুলে রঙে পাখির কলতানে আম্রকাননে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

আপনা জন্যেও বাসন্তি আর ভ্যালেন্টাইন লেইট শুভেচ্ছা ;)
সময় আসে সময় চলে যায়, অনুভব রয়ে যায় স্মৃতিতে!
বসন্ত চির জাগ্রত থাকুক সময়ের সীমা পেরিয়ে -চেতনায় চিরন্তনীতে :)

৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: আগের মতই ভালো লাগা । :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
ভালবাসা নিয়েই আগের মতোই বেঁচে থাকা ;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভায়া

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালবাসার গবীরতা মাপা যন্ত্র আবিষ্কার করা লাগবে! :) এছাড়া বুদ্ধি নাই গুরু !


ফাগুনের শুছেচ্ছা রইল বড় ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার অনুভবেই সেট করা আছে সে গভীরতা মাপার যন্ত্র ;) খালি ব্যবহার বিধি বুঝে নিলেই হবে :P

জয় গুরু :)
আপনাকেও ফাগুনের লেট শুভেচ্ছা সমভাই ;)
(সকল আত্মা একদিনে সৃজিত তত্বে) হা হা হা

৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: বাহ ,এককথায় দারুণ ।

আর বিলেটেড ফাগুন শুভেচ্ছা রইলো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
অনেক অনেক ধন্যবাদ

আপনার জন্যেও তেমনি শুভেচ্ছা :)

৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

স্রাঞ্জি সে বলেছেন: ভৃগু ভাইয়া বাসন্তীর শুভেচ্ছা নিবেন। ______ তবে আজ কোকিলের বিরহ কান্না আসেনা কানের গোড়ায়। কৃষ্ণচূড়া পাতার ভাজে ভাজে নিদেন শুষ্ক রোদের মিশ্রণে ফ্যাকাসে হয়ে থাকে। ধুলোয় জর্জরিত হয়ে থাকে সবুজ পাতা।


কাব্যে +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.