নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

কি করি আজ ভেবে না পাই, কাঁচা ছন্দে শুভেচ্ছা জানাই :)

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫


ছন্দের যাদুকর
সবে তারে চেনো
সদা থাকে হাসিমূখে
সাধূ সন্ত যেন!

ফু দিয়ে দেয় উড়িয়ে
যত দু:খ ব্যাথা
ছড়ায় ছড়ায় ভরা
সূখি জীবন গাথা!

সামনে বা ফোনে
যখনি কবে কথা
ছন্দের ফুলঝুড়ি
রবেই তাতে গাথা!

প্রাণ খোলা হাসি তার
দরজা সে কন্ঠ
ঠা ঠা হাসিতে যায়
ভেসে, ফেক অবগুন্ঠ!

ভেতরে বাহিরে তার
শুভ্রতা একই রুপ
না বোঝে যে ভুল বোঝে
তাতে নেই আক্ষেপ!

অধমের সাধ্য কি
করি তার গুন বয়ান
খাটো মানুষ কি পারে
দেখতে উঁচা আসমান!

বুঝে নিও সকলেই
আপনা গুনে
জ্ঞানে তার গুনপনা
ধরেনা এ বে-গুনে!

শুভ জন্মদিনে তার
ভাসে শুভকামনায়
অধম কি কব ভাবি
ধীরে দিন বয়ে যায়!

সবশেষে ভাবি হেসে
যা আছে দেব তাই
ছন্দের যাদুকরে
ছন্দে শুভেচ্ছা জানাই :)

বাজে ঢাক বাজে বীন
ভায়া শুভ জন্মদিন
কি করি আজ ভেবে না পাই
কাঁচা ছন্দে শুভেচ্ছা জানাই :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকলের প্রিয় কি করি আজ ভেবে নাই ভায়া :)
মহার আল্লাহর কাছে প্রার্থনা- সকল শুভ, ক্যলান আর ভাল সর্বদা বির্ষত হোক আপনার জীবনে।

(১ মে আমাদের প্রিয় ব্লগার কি করি আজ ভেবে না পাই ভায়ার জন্মদিন । ব্যস্ততায় লেট লতিফের লেট শুভেচ্ছা ) ;)

মন্তব্য ৯৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

শাহিন-৯৯ বলেছেন: কি করি আজ ভেবে না পাই নিক নামের কবি জেসনের প্রতি সত্যি এখন বড্ড হিংসে হচ্ছে, তিন তিন খানা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট!!!! B:-)

তাও কি যেমন তেমন ব্লগাররা পোস্ট দিয়েছে, বাঘা বাঘা তিন ব্লগার।

ইস! আমি যদি এমন একজন হতে পারতাম। আমার জন্মদিনে পোস্ট হত স্যামুতে, কি যে মজা হত। :( ( ( ( (

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভালবাসার মানুষের ভালবাসার অভাব হয়।
সবাইকে হৃদয় খুলে ভালবাসুন :) জেন্ডার ব্যালেন্স আপনার কাজ;) প্রবলেম হলে আবার আমায় ধইরেন না ;) হা হা হা

নিশ্চয়ই ্হবেন। হয়তো এরচে বড় কিছূ । শুভকামনা সবসময়।

২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ছন্দে চমৎকার উইশ।
ভৃগু, কি করি দুজনের জন্য শুভ কামনা।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাগো ছবির ওই বদটা গেছে কই??? তাদের ধইরে আনেন!

আমাগো জন্মদিনের পার্টি ফার্টি কত কিছূর বায়না!
এখন নিজেই পলাইছে :P

অনেক অনেক ধন্যবাদ লিটন ভায়া :)
শুভেচ্ছা সবসময়

৩| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




শুভেচ্ছা দেরীতে হলেও ক্ষতি নেই । অন্তর থেকে করা শুভেচ্ছা ।
আপনার প্রার্থনা কি করির ( জেসনের ) জীবনে কল্যান আর ছড়ার সমৃদ্ধি বয়ে আনুক । সাথে আমাদের সবার প্রার্থনার শক্তি তো রইলোই !

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দারুন বলেছেন প্রিয় আহমেদ জী এস ভায়া

আপনাদের সকলের দোয়ার শক্তিতে ভরসা অনেক অনেক বেড়ে গেল

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা

৪| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সোহানী বলেছেন: হায় হায় আমি তে দেখি আরো লেইট লতিফ :(( :((

মেনি থ্যাংস বিগু, স্মরণের জন্য...........

আর হ্যাপি বার্থডে সদা হাস্যোজ্জল প্রাণোজ্জল ব্লগের সুকুমার রায়কে.................

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বেটার লেট দেন নেভার... সুমস্যা নাইক্যা সুহনী ;) :P

হ্যাপি বাড্ড পৌছে গেল ব্লগের সুকুমার রায়ের কাছে - - - - -

৫| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ছন্দে কি করি আজ ভেবে না পাই কে
জন্মদিনের শুভেচ্ছা জানানার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ ভৃগু’দা। ইস আমার জন্মদিনে
যদি কেউ এমন করে লিখতো !!

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নূরু ভায়া :)

সেকি সেকি আফসোস কেন? আগে জন্মদিনটাতো জানান!
দেখবেন
নূরু ভায়ার জন্মদিন
হয়ে উঠবে রঙিন :)

৬| ০২ রা মে, ২০১৮ রাত ৮:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: সামুর ছন্দের যাদুকরে জন্মদিনের শুভেচ্ছা অবিরত।। !:#P

০২ রা মে, ২০১৮ রাত ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা যাদুকরের কাছে পৌছে যাক যাদুর ছোঁযায় ;)

অনেক অনেক ধন্যবাদ কবি।

৭| ০২ রা মে, ২০১৮ রাত ৮:১৮

মিথী_মারজান বলেছেন: সুন্দর শুভেচ্ছা ছন্দ।
আর কি করি আজ ভেবে না পাই ভাইয়ার জন্য শুভেচ্ছা।:)

০২ রা মে, ২০১৮ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি করি ভায়ার কাছে আপনার শুভেচ্ছা পৌছে যাক - - -

অনেক অনেক ধন্যবাদ
যাদুকরের কাছে এতো অতি তুচ্ছ
পথ চেয়ে আছি করে যদি শিষ্য ;)

৮| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: আপনিই তো ছন্দের যাদুকর।

০২ রা মে, ২০১৮ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে বললে ভায়া
দিলে বড় লজ্জা
আর কারে বলোনা
খাওয়াবো পিজ্জা ;)

তার ছন্দ যদি
একবার দেখতে
বলতে ধূর ছাই
আসে কিবা লিখতে!

ভয়ে থাকি জড়োসরো
ছন্দে সে সুকুমার
তার পুছ ধরে থোড়া
ধরি ভাব ছড়াকার!

আরো আছে প্রামানিক
দাদাও ছড়ায় সেরা
আমরাতো মাঝে সাঝে
মখসো করি পড়া ;)

অনেক অনেক ধণ্যবাদ ভায়া। :)

৯| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


উনাকে জন্মদিনের শুভেচ্ছা।

আসলে, উনার সম্পর্কে কিছু লেখার দরকার ছিলো

০২ রা মে, ২০১৮ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

ছড়ায় ছড়ায় যেটুকু সম্ভব জানিয়েছি। বাকীটুকু প্রাইভেসির আওতাভূক্ত ;)

শুভেচ্ছা রইল

১০| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: কি করি ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ছেয়ে যাচ্ছে সামু,আমি আর কি করি? আমিও জানাই শুভেচ্ছা।

০২ রা মে, ২০১৮ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার শুভেচ্ছায় ভেসে যাওয়ার স্রোতে আরেকটু ধাক্কা যুক্ত হোক ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা রইল

১১| ০২ রা মে, ২০১৮ রাত ১০:১০

সুমন কর বলেছেন: ছন্দও বেশ হয়েছে। +।

আবারও উনার প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা...........

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা'

শুভেচ্ছা পৌছে যাক ভায়ার কাছে ভালবাসার তরী বেয়ে :)

শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

১২| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৩০

শামচুল হক বলেছেন: ছন্দ কবিতা ভালোই হয়েছে। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কথা শিল্পী :)

শুভেচ্ছা অফুরান

১৩| ০৩ রা মে, ২০১৮ সকাল ৭:২১

সৈয়দ তাজুল বলেছেন: ছন্দের কারিগর 'কি করি আজ ভেবে না পাই'র জন্মদিনে এমন সুন্দর ছন্দের দ্বারা উইশ করা অসম্ভব ভাল লেগেছে।

শুভকামনা উভয়ের জন্য

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধণ্যবাদ সৈয়দ তাজুল :)

ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে
অনেক অনেক শুভেচ্ছা

১৪| ০৩ রা মে, ২০১৮ সকাল ৭:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি ভায়া করলে কি
রচি মনি সজ্জায়;
মুখ দেখানো হে দায়
মরি হেথা লজ্জায়।

গেঁথে সে নিপুণ হাতে
গড়েছ যে ভান্ড;
নই মোটে সেই মানী
ছি ছি সেকি কান্ড।

সামুগণে ভেবে মরে
নহে বোধগম্য;
আমিও মানুষ এক
তার আবার জন্ম !!

না জানি কি ক্ষনে কভু
করেছিনু পূণ্যি;
সখা মেলে তোমা যথা
জনম হলো ধন্যি।

আমি অতি অভাজন
নিরেট এক অজ্ঞ;
নই নই মোটে নই
এ মালার যোগ্য।

এই ভালোবাসা ঋণ
কি করেগো শোধি হায়;
জান চাই?কলজেটা?
কও শখা অভিপ্রায়।

তোমার ছন্দ ত্রাসে
আমি অতি নস্যি;
দেওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা সখা একি বকা
এতো অতি তুচ্ছ
তোমা ছন্দ কাছে
যেন কাক ময়ুর পুচ্ছ ;)

পারিনিতো বলতে
পরিমানে অনু
তাও তুমি বিনয়ে
লাজে রাঙা ধেনু :)

ঋন ফিন কিছূ নয়
দাও দেখী পার্টি
ছবি শায়মা বুবু
সকলেরই আর্জি!

সবে মিলে ফুর্তিতে
কাটুক না একদিন
শোধবোধ হয়ে যাবে
যত মনে কর ঋণ ;)

তুমি মোরে করেছ
যতটা ঋনি
এ নস্যি নিবেদনে
শোধেনা একটু খানি!

করি দোয়া সষ্ট্রায়
বেঁচে রও বহু দিন
দিনে দিনে হয় যদি
কিঞ্চিত শোধ ঋণ । :)

১৫| ০৩ রা মে, ২০১৮ সকাল ৭:৫২

নীলপরি বলেছেন: ওনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । আপনার ছড়াও খুব সুন্দর হয়েছে।
দুজনকেই শুভকামনা।

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

শুভেচ্ছা অন্তহীন

১৬| ০৩ রা মে, ২০১৮ সকাল ৭:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শাহিন-৯৯ বলেছেন: কি করি আজ ভেবে না পাই নিক নামের কবি জেসনের প্রতি সত্যি এখন বড্ড হিংসে হচ্ছে, তিন তিন খানা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট!!!! B:-)
তাও কি যেমন তেমন ব্লগাররা পোস্ট দিয়েছে, বাঘা বাঘা তিন ব্লগার।


আজ তিনদিন হলো আমারি মাটিতে পা পড়েনা, পানি এসে পা টুম্বা............. :P

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আকাশেতে ভাসছো
জানি আজ ক'দিন
দেখো উড়ে যেওনাকো
আছি মোরা অভাজন ;)

১৭| ০৩ রা মে, ২০১৮ সকাল ৭:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ছন্দে চমৎকার উইশ।
ভৃগু, কি করি দুজনের জন্য শুভ কামনা।


বড় খায়েস ছিলো আপনিও একখানা লিখিবেন। দিলের মকসুদ কি আর অত্ত সোজা? :P :-B :P

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সবকি লিখে আর হয়গো প্রকাশ
বুঝে নিতে হয় কভু দিলের আভাস
না বলেও ভালবাসা যায় বুঝী বেশী
যদিও আমরা সবে প্রকাশেই হই খুশি ;)

১৮| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
শুভেচ্ছা দেরীতে হলেও ক্ষতি নেই । অন্তর থেকে করা শুভেচ্ছা ।
আপনার প্রার্থনা কি করির ( জেসনের ) জীবনে কল্যান আর ছড়ার সমৃদ্ধি বয়ে আনুক । সাথে আমাদের সবার প্রার্থনার শক্তি তো রইলোই !


আশকারা দিয়ে দিয়ে আমায় মাথায় তুলে ছাড়লেন। পুলাপান আদরে বাঁদর হয়, আরি আমি হয়েছি গডজিলা :P

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যাক বিলুপ্ত হওয়া থেতে পুনরুদ্ধার হল একটি প্রজাতি অন্তত - - - ;) :P:P

১৯| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: হায় হায় আমি তে দেখি আরো লেইট লতিফ :(( :((
মেনি থ্যাংস বিগু, স্মরণের জন্য...........
আর হ্যাপি বার্থডে সদা হাস্যোজ্জল প্রাণোজ্জল ব্লগের সুকুমার রায়কে.................


সেই গ্রেটেস্ট আর্থ শো দেখে সময় মিললেতো ছাই বরফজাদি আসবেন.............থুড়ি জোয়ান অব আর্ক
('কবা' 'হাকা'র পিত্তি জ্বালানোয় সুখও মাইরি) =p~ :D =p~

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ :D =p~

বরফজাদি ওরফে জোয়ান অব আর্ক নিকে 'কবা', 'হাকা' দেখি কি বলেন???

পিত্তি জ্বালানোর সূখে এত্ত খূশি =p~ :D =p~ আহা কতদিন কেউ জ্বালায় না

২০| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ছন্দে কি করি আজ ভেবে না পাই কে
জন্মদিনের শুভেচ্ছা জানানার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ ভৃগু’দা। ইস আমার জন্মদিনে
যদি কেউ এমন করে লিখতো !!


তারিখ বলেন...........

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

নুরু ভাই তারিখ বলেন।

সামুর সুকুমার
দেবে ছড়া ধুন্দুমার
পাবো মজা সামু ব্লগার
জন্মদিন হবে চমৎকার :)

২১| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: সামুর ছন্দের যাদুকরে জন্মদিনের শুভেচ্ছা অবিরত।। !:#P

এ্যাই লুক্টারে আমার ইয়াত্ত ভালা লাগে ক্যান...............

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ইয়াত্ত ভাললাগা কখনো কখনো কারণহীনই হয় ;)

আফনেরে সবতে এত ভালা পায় কেন - - - - - -

রহস্যটা কি
ফেয়ার এন্ড লাভলী :P

২২| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিথী_মারজান বলেছেন: সুন্দর শুভেচ্ছা ছন্দ।
আর কি করি আজ ভেবে না পাই ভাইয়ার জন্য শুভেচ্ছা।:)


'বৃতিমনি' 'ইতিমনি' আর 'মিথীমনি' এই তিন ঋদ্ধ প্রিটিকে নিয়ে সামু মহা সমৃদ্ধ..............

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তথাস্তু :)

সহমত

২৩| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজীব নুর বলেছেন: আপনিই তো ছন্দের যাদুকর।

অতি অবশ্যি............

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত করে বল্লাম
দিও নাকো লজ্জ্বা
খাওয়াবো গুপনে
পেট ভরে পিজ্জা

তবু দেখ গেল
হাটে হাড়ি ভেঙ্গে
তুমিও তাল দাও
বাক বাকুম ঢঙে ;)

তোমার ছন্দ ত্রাসে
আমি অতি নস্যি;
দেওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি। (ধারকৃত) ;)

২৪| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
উনাকে জন্মদিনের শুভেচ্ছা।আসলে, উনার সম্পর্কে কিছু লেখার দরকার ছিলো


'ম্যাঁওপ্যাঁও' আর 'জোকার' কয়ে বহু আগেই আপনি আমায় মোক্ষম সঠিকরূপে চিত্রিত করেছেন ;)

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাঝে মাঝে শুভতা
দেখে অতি চমকাই
তিনি অসুস্থ কিনা
ভেবে কুল নাহি পাই!

ম্যাও প‌্যও ছেড়ে যদি
বলে ভাল কথা
মনে হয় আইডিটা
হ্যাক! নাকি? মাথা!

এভাবেই সামু ব্লগে
তিনি মহিয়ান
চেঙ্গস হিটলার মজনু
যথা ভবে গরিয়ান।। ;)

২৫| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তারেক_মাহমুদ বলেছেন: কি করি ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ছেয়ে যাচ্ছে সামু,আমি আর কি করি? আমিও জানাই শুভেচ্ছা।

আমিও লজ্জায় ভয়ে কুঁকড়ে গেছি প্রায়

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
লজ্জ্বা নারীর ভুষন
তুমি কেন পাচ্ছ এমন?
ভালবাসা বেশি র'লে
এমন কচিৎ হয় প্লাবন!

:)

২৬| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমন কর বলেছেন: ছন্দও বেশ হয়েছে। +।
আবারও উনার প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা...........


ধন্যবাদ হে সুহৃদ,
বহুদিন হয়ে গেলো একজনকে খেপিয়ে 'পামরাজ' বলা হয়না................. :P

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আবার মনে করিয়ে দেয়া -সাকো নাড়াইস না ;)

২৭| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শামচুল হক বলেছেন: ছন্দ কবিতা ভালোই হয়েছে। ধন্যবাদ

তিনি তার মসির ছিটে আঁচড় দিয়েছেন মাত্র

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আমাদের আচড়ে
কত শত চেষ্টা
ভাবনার ট্রেন ছোটে
কাঁপে পুরো দেশটা!

মহারথি যাদুকর
দমে দমে বুনে ছড়া
শত জনমেও বুঝি
হবেনা এমন পারা!

বুঝে নেয় স্বজ্জনে
অতি সহজেই
সামুর সুকুমার
বলেনা এমনিতেই ;)

২৮| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সৈয়দ তাজুল বলেছেন: ছন্দের কারিগর 'কি করি আজ ভেবে না পাই'র জন্মদিনে এমন সুন্দর ছন্দের দ্বারা উইশ করা অসম্ভব ভাল লেগেছে।
শুভকামনা উভয়ের জন্য


আর আপনার কমেন্টে আমি বাকবাকুম :)

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আমরাও বাকবাকুম :)

২৯| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নীলপরি বলেছেন: ওনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । আপনার ছড়াও খুব সুন্দর হয়েছে।
দুজনকেই শুভকামনা।


নীলপরীর স্নিগ্ধ নীলাভ মন্তব্যে আমি লালাভ হইয়া পড়িয়াছি.................

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে

নবম শ্রেনীর প্রথম বিজ্ঞান ল্যাবে প্রবেশ করাইলেন ভায়া ;)

লার লীটমাস নীল হয়ে যায় কেনু?

খুক খুক খুক

নীল লিটমাস লাল হবার রাসায়নিক সমীকরণটি যেন কি??? ;)

৩০| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৩০

ধ্রুবক আলো বলেছেন: ছন্দের জাদুকরকে শুভ জন্মদিন।

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা পৌছে যাক জাদুকরের কাছে যাদুই পাটিতে করে ;)

অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো
শুভেচ্ছা শুভকামনা অফুরান

৩১| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: তাহলে পিজা খাওয়ার অপেক্ষায়ই থাকলাম।

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

নিশ্চয়ই! অপেক্ষা বড় মধুময় ;)
কিন্তু ভায়া তো জেনেই গেল! এখন কি হপি ;)

চিন্তা নেই প্রমিজ ইজ প্রমিজ। একদিন দেখা হয়ে গেলে- পিজ্জা ফার্ষ্ট :)

শুভেচ্ছা

৩২| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:০৮

তারেক ফাহিম বলেছেন: ব্লগার কি করি আজ ভেবে না পাইকে জন্মদিনের শুভ্ছো জানাতে লেট করবেন না। ভৃণ্ড ভাইয়া।
এমনিতেই লেট হয়ে গেলো।

ভৃন্ড ভাইয়াও ছন্দেতে এগিয়ে যাচ্ছে, শুভ কামনা উভয়ের জন্য।

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা লেট তো হয়েই গেল।

যাক শূভেচ্ছা লয়ে সাথে আছৈন তাতেই ভাললাগা :)
অনেক অনেক শুভেচ্ছা

৩৩| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও কিকরি ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা।

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি করি ভায়ার কাছে পৌছে যাক শুভেচ্ছা -- -

অনেক অনেক ধণ্যবাদ আর অফুরান শুভেচ্ছা

৩৪| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৫৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় ছড়াকার 'কি করি' -কে মনে করায় শুভকামনা আপনাকে। তাকেও।

০৩ রা মে, ২০১৮ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

না মনে করে কি উপায় আছে ছন্দের যাদুকরকে!!!

কথায় কথায় ছন্দ
নেই মনো কোন দ্বন্ধ
নয় মনের দুয়ার বন্ধ
সদা দেয় বন্ধুতায় স্কন্ধ ;)

৩৫| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১০

প্রামানিক বলেছেন: কি করি আজ ভেজে না পাই
জন্ম দিনের তরে
কত সুন্দর ছন্দ কথা
রাখছে থরে থরে।

আমি তো ভাই গরীব মানুষ
দিবার কিছু নাই
খালি হাতেই মুখের কথায়
শুভেচ্ছা জানাই।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আয় বাভুল বুকে আয়
একই বৃন্তে দৃটি ভাই
একই রকম ভাবনায়
ছন্দে ছন্দে শুভেচ্ছা ;) :)

=p~ :D =p~

৩৬| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:২৮

আখেনাটেন বলেছেন: ছড়ার প্রতিযোগিতায় 'কি করি' ভাইজান আপনাকে ১৩-১ গোলে পরাজিত করবে। :P ও পথ না মাড়ানোয় ভালো। :D


জন্মদিনের শুভেচ্ছা রইল এই গুণী মানুষটির জন্য। আর আপনাদের অান্তরিকতাটুকুও বেশ লাগে। ভালো থাকুন দুজনেই।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সেকি আর জানিনে
ভুলেও তাই হাটিনে
ওপথ তারই জানি
তারেই গুরু মানি ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া আন্তরিকতাটুকুর রেশ বেশ লাগে জেনে :)
শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

৩৭| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:০৩

সনেট কবি বলেছেন:





কি করির জন্মে শুভেচ্ছা-

কি করির শুভ জন্মে আপ্লুত আমরা
তবে প্রামানিকে স্মরি কি করির সাথে
ছড়াকাব্যে তারা দুই দিকপাল হয়
সুকুমার রায় সাথে দু’জনার মিল।
সত্যেন্দ্র নাথ ছিলেন একদা এ রাজ্যে
সে রাজ্যের এরা যোগ্য উত্তরসুরির
আসনে আসিন হয়ে বিস্তারে আনন্দ
এদের ছড়া ছড়ায়, ছড়ায় ছড়ায়।

আঙ্গুরের ছড়া আর খেজুরের ছড়া
রত্নের ছড়ায় যেন মনটা জুড়ায়
পড়ে প্রীত অনুভবে আত্মার প্রশান্তি
ভৃগু যথার্থ বলেন, কি করির প্রাপ্য
সম্মান সবাই দিয়ে ঋণমুক্ত করে
আমাদের তারা ধন্য করেছেন খুব।

বিঃদ্রঃ ভুল থাকায় আগের মন্তব্য মুছে দিয়েন।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ সনেট কবি ভায়া যে

স্বাগতম

কি করুর জন্য আস্ত একখানা সনেট!!!! বাহ বাহ বাহ
গ্রেট গিফট কবি :)

অনেক অনেক ধণ্যবাদ আমার তরফ থেকে :) কি করি ভায়া উনার টুকু দিয়ে যাবে খন ;)

৩৮| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:০৪

করুণাধারা বলেছেন: শুভেচ্ছা নিয়ে লেখা কবিতা কাঁচা পাকা ছন্দ যাই হোক, তাতে কিছু যায় আসে না, ফরমালিন মেশানো না থাকলেই হলো। শুভেচ্ছা একেবারে খাঁটি- তাই আমিও আমার শুভেচ্ছাটুকু যোগ করে দিলাম।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সেই ভাল অন্তরের খাঁটি শুভেচ্ছায় আপনার শুভেচ্ছা যোগে পূর্ণযোগ হল :)


অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনার জন্যেও

৩৯| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দ কিন্তু ভালো হয়েছে। আপনাকেও ধন্যবাদ দারুন একটি ছন্দময় সৃষ্টির জন্য।

ইমরান হাসান জেসন তাকেও অভিনন্দন। শুভজন্মদিন নব্য ছন্দের যাদুকর। তার উদ্যম,তার উপস্থিতি সত্যি বেশ আনন্দদায়ক। তিনি সবার জন্মদিনে দারুন সব ছড়া লিখেছেন।

আপনারটাও ভালো হয়েছে । :)

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ কবি :)

জেশন ভায়া সবাইকেই দারুন ছড়ায় উইশ করে জন্মদিনে
তাই উনার জন্মদিনে অধমের ক্ষুদ্র প্রচেষ্টা
আপনাদের ভাল লাগায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা

শুভেচ্ছা অন্তহীন

৪০| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন কিকআভেনাপা।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপারে জিগায়া আহি ;)

মুনে অয় কেক্কুক তো জেশন ভায়া একলাই সাবার করবার নাগছে X((

আমরা আপাতত ছন্দে ছড়ায়ই খুশী :-B

৪১| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কাছের-মানুষ বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা রইল ওনার প্রতি।

আপনার ছন্দটা কিন্তু দারুন হয়েছে। আপনাকেও ধন্যবাদ।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাছের মানুষ

:)

অনেক অনেক শুভেচ্ছা

৪২| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সনেট কবি বলেছেন:




কি করির শুভজন্মে
সব সুনসান,
ভৃগু ভাইয়ের ছড়া মনে
মুশকিলে আসান।

তৈল ঝাল লবনেতে
কি যে মহা সাধ
ছড়াতে ডুবেই মন
সব দেয় বাদ।

এ কালের ছড়াও যে
এত্ত সুন্দর
কাড়ে মন কাড়ে প্রাণ
কাড়ে অন্তর।

কি করির সাথে চলে
ছড়াকার ঝাঁক
তাই দেখে মন বলে
আর সব থাক।

ছড়াকার জড়ো হয়ে
ছড়াবান মারে
সেই বানে পাঠকের
মন শুধু টানে।

মন চায় ছেড়ে দেই
সনেটের রাশ
উফুল্লে বলে মন
সাবাস সাবাস!

০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহবা বাহবা বেশ
ছড়াতেও জম্পেশ!
ভায়া তুমি কই - -
আমি আর নেই!!!!

ছড়াতে যে ধার
করে আরপাড়
খবর আছে জেশনের
আর প্রামনিক দার ;)

আমরাতো নস্যি
মাঝে সাঝে সখে
ছড়া মখশো করি
মনের আয়েশে!

ছড়ার রাজার বুঝি
টলে সিংহাসন
ভায়া বুকে ফু দিয়ে
কর যোগাসন ;)

সনেটের রাজা এল
ছড়ার ভুবনে
স্বাগত জানাই তারে
কম্পিত মনে

যাও কিছু এলেবেলে
লিখতাম মন ভুলে
তাও বুঝি শেষ হল
তৃতীয় রাজার ছলে ;)

হোক তবে তাই
চলুক ছড়ার লড়াই
সনেটের কবি হোক
নব্য সুকুমার রায় ;)


৪৩| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

অর্থনীতিবিদ বলেছেন: সুন্দর তো কবিতাটা।

০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত

শুভেচ্ছা অফুরান

৪৪| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি, প্রিয় আপনার জন্যেও।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো :)

অন্তহীণ শুভেচ্ছা আর শুভকামনা রইল

৪৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৯

মিরোরডডল বলেছেন: বিদ্রোহী ভৃগু you are genius

late is better than never
কি করি আজ ভেবে না পাই - আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ MirroredDoll:)

late is better than never ঠিক।

শুভেচ্ছা অফুরান

৪৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:১৬

রাকু হাসান বলেছেন: ছন্দের খেল ভাল লাগলো .. আপনাকে বেশ কয়েকদিন ধরে দেখছি কিন্ত পড়া হচ্ছিল না ,পড়লাম :-B

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাকু হাসান

ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগল।

শুভেচ্ছা অন্তহীন

৪৭| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দের জাদুকর আর আসলেন না ।

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই! সেই যে গায়েব হল ভায়া আর উঁকি দিলেন না। কত শুভেচ্ছা কত শুভকামনা জমে আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.