নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আমি গণতন্ত্র খুঁজছি

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

আমি গণতন্ত্র খুঁজছি

বারন্ধায়, ওয়ারড্রোবে, আলমারিতে
শো-কেসে থরে থরে সাজানো এত্ত কিছুর ভীরে-
স্ট্যাচু অব লিবার্টি থেকে শহীদ স্মৃতি সৌধে

আমি গণতন্ত্র খুঁজছি

বুক শেলফে সাজানো ইতিহাস গ্রন্থ
পলাশী থেকে একাত্তর, নব্বই বেয়ে আজব্দি
প্র-পিতামহ, পিতামহ, পিতার কাটানো কালে!


আমি গণতন্ত্র খুঁজছি

বিজয়ী অত্যচারীর ইতিহাসে সত্য কই?
একজন মানুষের স্বপ্ন, অধিকার আর যাপিতক্ষণ
উপেক্ষিত মহাকালের অনন্তে, শেকলহীন ক্রীতদাস জীবনে!

আমি গণতন্ত্র খুঁজছি

কোথায় সিরাজ শিকদার? দম্ভোক্তির পথ বেয়ে
রক্ষি থেকে বিশেষায়িত বাহিনী গুম, খুন,
পুলিশি রাষ্ট্রের হুংকারে কেঁপে কেঁপে ওঠা রক্তাক্ত রাজপথে!


আমি গণতন্ত্র খুঁজছি

বিদ্যাপিঠে, শিশুতোষ পাঠক্রমে, বিশ্ববিদ্যালয়ে
সহপাঠির হাতুড়ি ঘাতে, গুরুজনের অবমাননায়
সুশিলসমাজের দলান্ধ নির্লিপ্ততায়!

আমি গণতন্ত্র খুঁজছি

মসজিদে, মন্দিরে, ধর্মে, অধর্মে, নিধর্মে
পোষাকি অজ্ঞানতার ভীরে, অন্ধত্বে
ত্রাহি আর্ত চীৎকারে শুন্যতা ঢাকার নিনাদে!


আমি গণতন্ত্র খুঁজছি

আমার ক্লীবতায়, বেঁচে থাকার নামে আপোষকামীতায়
নিত্য মৃত্যুর প্রতিটি পলে, উদ্বায়ী স্বপ্নে নি:সঙ্গ
বিপ্লবী আত্মরতি মগ্নতায় স্ব-মেহিত যৌবনে!

আমি গণতন্ত্র খুঁজছি

মুক্তি পিয়াসী সংগ্রামী জনতার মুষ্ঠিতে
অক্লান্ত নিরলস কর্ম স্পৃহায়, চোখের তারায়
মুক্তিযুদ্ধের নিত্যতায় স্বপ্নালোকের মুক্তি বিভোরতায় -

আমি গণতন্ত্র খুঁজছি
আমি গণতন্ত্র খুঁজছি।।


ছবি ঋণ: গুগল

মন্তব্য ৭৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ভৃগুদা এদেশে গনতন্ত্র না খোঁজাই ভাল।তার চেয়ে অন্য কিছু খুঁজে বেড়ান সহজেই পেয়ে যাবেন ;)

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো তাই!
কিন্তু চির স্বাদীন আত্মা যে গুমরে মরে!
তারই অবদমিত চিৎকার - - -

অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল
শুভেচছা অন্তহীন

২| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



সমসাময়িক সামাজিক ব্যবস্হা ও অবস্হার উপর খুবই সুন্দর আধুনিক কবিতা; সাধারণ মানুষের ভাবনার অংশ!

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
চোখ রগড়ে নিলাম ;) হা হা হা
ঠিক দেখছিতো?

অনেক অনেক ধন্যবাদ চাঁদগাজী
হাজারো ভিন্নমতের মাঝেও এভাবেই সাদাকে সাদা বলাতেই স্বস্তি, শান্তি, সুস্থতার চর্চা বিকশিত হয়।
গণতন্ত্রের শুরু এখানেই :)

শুভেচ্ছা রইল

৩| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

এখওয়ানআখী বলেছেন: বর্তমানের চলায়িত চিত্র। খুব ভাল লাগল।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এখওয়ানআখী

অনুপ্রানীত হলাম।
আপনার বাড়ী ঘুরে এলাম। দারুন সব লিখনি দেখা হয়নি ভেবে আফসোস হল।
পদচিহ্ণ রেখে এসেছি। বাকী গুলো জণ্য আবার আসব :)

শুভেচ্ছা অফুরান

৪| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সাইন বোর্ড বলেছেন: গণতন্ত্রকে খুঁজতে গিয়ে নিজেকে যেন অাবার হারিয়ে না ফেলেন....কাব্যিকতা কম হলেও বর্তমান অবস্থাকে তুলে ধরার প্রয়াস মন্দ না ।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাকালে কে কবে বেঁচে রয়েছে ? হারিয়ে যেতে যেতে যদি আত্মায় মেলে স্বস্তি ;) মন্দ কি? হা হা হা

অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা রইল

৫| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিকে অন্তরের কুর্নিশ !!! সত্যিই মনে হল যেন, আমি গনতন্ত্র খুঁজে ক্লান্ত শ্রান্ত এক পথিক, পথ হারিয়ে দাঁড়িয়েছি এক অনির্দিষ্ট ঠিকানায়। ++++

শুভ কামনা প্রিয় কবি ভাইকে।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ কৃতজ্ঞতা :)
এমন মন্তব্য লেখার ইচ্ছেকে ফিনিক্সের মতো বারবার প্রাণ দেয়

ভাললাগার আন্তরিক প্রকাশে মুগ্ধতা।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

৬| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সিগন্যাস বলেছেন: প্রিয় বিদ্রোহী ভাই,
গনতন্ত্র হচ্ছে শিক্ষিতদের জন্য।বাংলাদেশের সকল মানুষ(৯৫%) হচ্ছে অশিক্ষিত(ডিগ্রি আছে কিন্ত জ্ঞান নাই) ।তাই আমাদের জন্য গনতন্ত্র কাজ করবেনা।আমাদের অন্যকিছু দরকার

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম ।
এই কাজ না করার মােঝও যেটুকু টিমটিম বাতি জ্বলছিল- তাও এবার এক ফুতে নিভে গেছে!
এখন গণতন্ত্রের সংগা -এক বড় ভা্ইয়ের মতে-যা সত্যিই মনে হয়
Democracy means:
'buy' the people,
'off' the people,
'far' the people ;)

হা হা হা

আপনার কোন প্রস্তাবনা থাকেল বলে ফেলুন।

অনেক অনেক শুভেচ্ছা

৭| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

করুণাধারা বলেছেন: হায়! দেশে থেকে, এত কষ্ট করে গণতন্ত্র খুঁজে বেড়ালে কোথাও তো গণতন্ত্র পাবেন না!!

কবিতা খুব ভালো হয়েছে, সেই সাথে ছবিগুলোও- একেবারে মানানসই।

+++++

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। তা যথার্থই বলেছেন!

কবিতা ছবিতা দুটোই ভাললেগেছে জেনে ভাল লাগছে :)
এত্তগুলান প্লাসে কৃতজ্ঞতা

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

৮| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

নতুন নকিব বলেছেন: Excellent poem, dear poet! Thanks for this good writing.

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নতুন নকিব ভায়া :)

ভাললাগাই লেখার অনুপ্রাণ
শুভেচ্ছা আর শুভকামনা রইল

৯| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নীলপরি বলেছেন: গনতন্ত্র খোঁজাটাই আশাবাদ । কিছু আছে বিশ্বাস করলে তবেই মানুষ খোঁজে ।

কবিতা ভালো লাগলো ।
শুভকামনা

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আশাই ভরসা জানি জীবন পথে
আশায়ই গাথি মালা স্বপ্ন সাথে

যখন কিছু হারিয়ে যায় তখনই মানুষ তারে খোঁজে! গণতন্ত্র আজ নিখোঁজ!
সুবোধ পালিয়ে বেড়ায়! আইজদ্দিন যাতনায় কাৎরায়
আর খোঁজে মুক্তির পথ - - -

ভাললাগায় অনুপ্রাণ পেলাম। শুভেচ্ছা রইল অন্তহীন

১০| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

লায়নহার্ট বলেছেন: {১ম এ ওটা যদি ঈগল পাখি হয়, তাহলে সমস্যা আছে। এটা রোমান প্রতীক, গ্রহণ করেছে আমেরিকা}

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যেই দেশেরই হোক প্রতীকি বোধটুকুন জাগাতে পেরেছেতো? ;)
স্বাধীনতা শেকলবদ্ধ করার যাতনা! আকাশের পাখিকে মাটিতে আটকে রাখার বৈষম্য!

অনেক অনেক ধন্যবাদ লায়ন হার্ট :)
শুভেচ্ছা অফুরান

১১| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

জুন বলেছেন: দেশে গনতন্ত্র থাকলে না খুজে পাবেন ভৃগু ।
তবে কবিতা ভালোলাগলো
+

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা সত্য জুনাপু

নাই বলেইতো খুঁজছি
একটু স্বস্তিতে বাঁচার স্বপ্নে
উত্তর প্রজন্মের জন্য একটা
প্রত্যাশার সুন্দর ভবিষ্যতের স্বপ্নে!

জুনাপুর ভাললাগা অনুপ্রাণে ময়ূর পালক শিরস্ত্রাণ :)

অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা শুভকামনা সতত - - -

১২| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩

ঢাবিয়ান বলেছেন: গনতন্ত্র এখন কবরে।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

মুক্তিযুদ্ধের নিত্যতায় জাগতে হবে বারবার
স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে যতবার

অনেক অনেক শুভেচ্ছা ঢাবিয়ান

১৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭

পবন সরকার বলেছেন: ভালো লাগল কবিতা।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পবন সরকার :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি কি বোকা নাকি?
আরে আমাদের দেশটাই গনতন্ত্র।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম বটেই!

স্বৈরাচারের দেশে গণতন্ত্র খোঁজা বোকামি বৈকি!
নাম বাদশা মিয়া যেমন বাদশা হয়না, নাম উকিল মিয়া যেমন আদালত কি জানেনা
আমাদের নাম তেমনি ভারী আরকি?

১৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২

হযবরলঃ বলেছেন: উদ্দেশ্য প্রনদিত ভাবে একদল গণতন্ত্র খুঁজছে, আরেক দল খুঁজছে উন্নয়ন। জনগণ সবার কাছ থেকেই পাচ্ছে মুলা। প্রকৃত পক্ষে উভয়েই স্বেচ্ছা প্রতিবন্দ্ধী। একদল কানা, আরেকদল খোঁড়া।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবকিছুকে উদ্দেশ্য খোঁজাও একধরনের প্রতিবন্ধীত্ব!

কানা, খোঁড়া ছাড়াও একদল আছে- মূল দল আম জনতা!
যাদের জন্যই সব। যাদের নাম ভাঙ্গিয়ে চলে কানা-খোঁড়ারা! তাদের স্বপ্ন চাওয়া কে কবে ভেবেছে?
আমজনতার একজন হয়েই নূন্যতম টুকু চাই।
স্বাধীনতা সার্বভৌমত্বের মৌলিক নূন্যতম নাগরিক অধিকার টুকু।
আপনি কি চান না?

অনেক অনেক ধন্যবাদ হযরবল। শুভেচ্ছা রইল।

১৬| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

সনেট কবি বলেছেন: আমি গণতন্ত্র খুঁজে ক্লান্ত হয়ে এখন রেষ্ট নিচ্ছি।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি কবি?

কবিরা ক্লান্ত হলে স্বপ্ন দেখাবে কে? লিখবে কে? ;)
ক্লান্তি ঝেড়ে উঠৈ পড়ুন!
স্বপ্নের সিড়ি বেয়ে লিখে ফেলুন গণতন্ত্রের উপর একখানা সলিড সনেট :)

অনেক অনেক ধন্যবাদ কবি :)
শুভেচ্ছা অন্তহীন

১৭| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫২

চঞ্চল হরিণী বলেছেন: "তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি" - গানটা মনে পড়ে গেলো। প্রতিটা সাধারণ মানুষ, আমজনতা সবাই গণতন্ত্রকে খুঁজছে, স্বাধীনতা চাইছে। চিৎকার করেও বলছে কেউ কেউ, বহুল আলোচনা হচ্ছে তবু কেন কেউ গণতন্ত্র পাচ্ছে না ?
গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেয়ে রক্ষা করা যে কঠিন, সেই কঠিন দায়িত্ব নেয়ার মত যোগ্য এবং সাহসী কেউ হচ্ছে না। সবাই নিরাপদ দূরত্বে থাকতে চাইছে। এমন বিষয় বস্তুর কবিতা পড়লে ভালো লাগে।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন বলেছেন -সেই কঠিন দায়িত্ব নেয়ার মত যোগ্য এবং সাহসী কেউ হচ্ছে না। সবাই নিরাপদ দূরত্বে থাকতে চাইছে।

আশা করি আল্লাহ নিশ্চয়ই দয়াপরবশ হয়ে তেমন একজন সাহসী এবং যোগ্যকে আমাদের জণ্য নির্বাচিত করবেন।

অনেক অনেক ধন্যবাদ আর শুভৈচ্ছা অফুরান

১৮| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:






চমৎকার কনসেপ্ট। হয়তো কোথাও গণতন্ত্র নেই। গণতন্ত্র রয়েছে নিপীড়িত হৃদয়ে ক্ষতে, দীর্ঘশ্বাসে, বাস্তুহীনদের চোখে, মৃত্যু পথযাত্রীর গোঙানিতে....

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ মন্তব্য প্রিয় কথাকথিকেথিকথন

গণতন্ত্র রয়েছে নিপীড়িত হৃদয়ে ক্ষতে,
দীর্ঘশ্বাসে,
বাস্তুহীনদের চোখে,
মৃত্যু পথযাত্রীর গোঙানিতে....
মন্তব্যে কবিতা অলংকৃত হলো :)

দারুন বলেছেন।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীণ

১৯| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

হযবরলঃ বলেছেন:
সবকিছুকে উদ্দেশ্য খোঁজাও একধরনের প্রতিবন্ধীত্ব!
ঠিকই বলেছেন। ব্লগার হিসাবে নতুন হলেও পাঠক হিসাবে আমি পুরাতন। তাই এই ব্লগে কে কে গণতন্ত্র খোঁজেন, আর কারা কারা উন্নয়ন খোঁজেন তা কিন্তু মুখস্ত।

কানা, খোঁড়া ছাড়াও একদল আছে- মূল দল আম জনতা!
আমজনতার মধ্যেও একদল কানা, আরেকদল খোঁড়া। একদল বামে চলতে পছন্দ করে, আরেকদল ডানে চলতে পছন্দ করে। সোজা চলার আমজনতাও খুব কম। রাষ্ট্র এবং সামাজিক জীবনে অনেক অসঙ্গতি অনেক সমস্যা রয়েছে সেটা তুলে ধরা উচিত, তাও সমর্থন করি । এসব কিছু বিবেচনার পরও আপনার নিজেকে সরল রৈখিক ম্যাংগো পিউপল দাবী করলে আমার কাছে একটু ভুল মনে হবে। হা হা হা

আপনার প্রতিও শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা রইল বিদ্রোহী ভৃগু।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

প্রতিমন্তব্যের রেশ ধরে পুনরাগমনে ধন্যবাদ।
সকল রেখায়ই কোন না কোন পয়েন্টে একত্রিত হয়, পরষ্পরকে ছেদ করে।
জাতীয়তাবাদী সকলেই যেমন অন্ধ না, জয় বাংলারো সবাই স্বৈরাচার না! এখন তাই বলে জাতীয়তাবাদীরা গণতন্ত্রের কথা বলতে পারবে না। বা জয়বাংলাই একমাত্র চেতনার হোলসেলার- এই অন্ধত্বের পরণতিই কিন্তু ভোগ করছি। সবার প্রতি সম্মান এবং সবার মতকে গুরুত্বের সাথে ভাবনার মাঝৈই গণতন্ত্রের বীজ অংকুরিত হয়। অনলি মি চেতনাই স্বৈরাচারীতার অন্ধত্বের শুরু

আর ঠিক এই অন্ধত্ব থেকে বেরিয়ে সার্বজনীন ভিন্নমত, সবার মৌলিক সাম্যতার, সকলের অধিকারকে সমুন্নত রেখে একসাথৈ চলাই নূন্যতম চাহিদা গণতন্ত্রের।

আপনার প্রতিও শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা রইল

২০| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: গনতন্ত্র মরে গেছে কবেই ।
কবিতার কথাগুলো দারুণ সুন্দর ।
খুব ভালো লেগেছে।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা :)

অনুপ্রানীত হলাম।

শুভেচ্ছা আর শুভকামনা রইল অন্তহীন

২১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চমৎকার। তবে বেশী খোঁজাখুঁজি করলে আবার আপনাকেই খুঁজতে হবে আমাদের...

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়!
এই ভয়ই হলো স্বৈরাচারিতার প্রধান অবলম্বন!
ছোটকালে ঐ গল্পটা আপনারা পেয়েছিলেন কি পাঠ্য বইয়ে-
নামটা মনে নেই থিমটা মনে আছে! মাহবুবু নামে একজনকে অবদমিত করে রাখা ছেলের জেগে ওঠার কাহিনী
ছড়াটা ছিল এমন
সবাই অবাক সবাই ভাবে
ভ্যপারখানা কি
ভয় কাতুরে মাহবুব আজ
এমন সাহসী!

স্বৈরাচারের অস্ত্র ভয়
বিপ্লবীর অস্ত্র সাহস :)

অনেক অনেক ধন্যবাদ বি.মা.তা.আ ভায়া :P
শুভেচ্ছা অফূরান

২২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১:০১

অর্থনীতিবিদ বলেছেন: এরশাদের শাসনামলে মানুষ গণতন্ত্রকে খুঁজে বেড়িয়েছে। নব্বইয়ের পর মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। কিন্তু জনগণের বুঝতে সময় লাগলো না যে তারা আসলে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনের মধ্যে পড়েছে। জনগণ এখন উনুনের মধ্যে দগ্ধ হচ্ছে। গনতন্ত্রের নামে চলছে এখন একনায়কতন্ত্র তথা স্বৈরতন্ত্র। জনগণ যাঁতাকলে পিষ্ট হচ্ছে শুধু। ভবিষ্যতেও হবে। শেখ হাসিনা গেলে আসবে খালেদা জিয়া। তারা না থাকলে জয় অথবা তারেক। বাংলাদেশে চলতেই থাকবে একনায়কতন্ত্র। চলতেই থাকবে শোষণ, দুর্নীতি আর দমন-পীড়ন নীতি। এর মধ্যে থেকেই মানুষ মরিয়া হয়ে খুঁজতে থাকবে গণতন্ত্র। আপনি গণতন্ত্র খুঁজছেন। আমি খুঁজছি। আমরা সবাই খুঁজছি। আমরা সবাই খুঁজতে থাকবো।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অনেকটা অভিমুন্যের চক্রবুহ্যের মতো ফেসে আছে আমজনতার ভাগ্য!
একটা পূর্ন বিপ্লবই পারে এ অবস্থার বদল ঘটাতে।
একজন চে বা মাহাথির
শুন্যে অপেক্ষার কুহক আশাতেই চলছে মরিয়া হয়ে খুঁজতে থাকা - - -
শেষ কোথায় কেউ জানিনা

অনেক অনেক ধন্যবাদ অর্থনীতিবিদ :)
শুভেচ্ছা অফূরান

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১১

সোহানী বলেছেন: গনতন্ত্র!!!!!!!!!! সেটা আবার কি জিনিস!!!!!!! মিউজিয়ামে খুঁজতে হবে, অন্য কোথাও পাবে না.............. তারচেয়ে বরং সৈরাচার বা একনায়কতন্ত্র জাতীয় কোন কিছু খোঁজ, সহজেই পাবে।...........

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
স্বৈরাচারিতা সেতো না খুঁজতেই ঝেকে বসে!
কি দেশ কি বিশ্ব রাজনীতি!

কিন্তু স্বাধীনত আত্মাতো তড়পায়! যাতনায়! তাইতো এ নিত্য খোঁজ - - -

অনেক অনেক ধন্যবাদ সোহানী :)
শুভেচ্ছা অন্তহীন

২৪| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম বটেই!

স্বৈরাচারের দেশে গণতন্ত্র খোঁজা বোকামি বৈকি!
নাম বাদশা মিয়া যেমন বাদশা হয়না, নাম উকিল মিয়া যেমন আদালত কি জানেনা
আমাদের নাম তেমনি ভারী আরকি?

ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ পুনরাগমনে
শুভেচ্ছা

২৫| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: তীব্র চাওয়ার কাছে একদিন হার মানবে স্বৈরাচারীরা।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে অপেক্ষাতেই আমজনতা

একাত্তরে মুক্তির স্বপ্নে লড়েছিল জানবাজি রেখে
সাতচল্লিশ বছর পর আবারো ঝেকে বসেছে স্বৈরাচারিতা!
মুক্তির আকাঙ্খা দুর্মর তাই আরেক সোনালী প্রভাতে আশে

অনেক অনেক ধন্যবাদ তাজেরুল ইসলাম স্বাধীন
শুভেচ্ছা অন্তহীন

২৬| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২২

তারেক ফাহিম বলেছেন: গণতন্ত্র গভীর ঘুমে আচ্ছন্ন।

কবিতায় মধ্যে মধ্যে ছবি কবিতাকে আরও সুন্দর ফুটিয়ে তুলছে।

কবিতায়ে ভালোলাগা ভৃণ্ড ভাইয়া।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তারকে ফাহিম :) ভায়া

কষ্ট করে বিষয়ের সাথে মিল রেখে ছবি খোঁজার কষ্ট তবে স্বার্থক :)
অনুপ্রাণীত হলাম।
শুভেচ্ছা আর শুভকামনা রইল

২৭| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

কানিজ ফাতেমা বলেছেন: গণতন্ত্রের লেবাসে এখন স্বৈরতন্ত্র বাস করে । কবিতায়একরাশ ভালোলাগা ।

শুভ কামনা রইলো

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ কানিজ ফাতেমা :)

একরাশ অনুপ্রেরণা সঞ্চিত র’ল :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

২৮| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদেশে গনতন্ত্র না খুঁজে ডুমুরের ফুল খুঁজেন ।
ডুমুরের ফুল পেলেও পেতে পারেন মাগার গনতন্ত্র নয়।
কবিতায় এ প্লাস।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভায়া যে!
কেমন আছেন?

হতাশা নয়, ছড়িয়ে দিন আশার বাণী
জাগুক ভীত প্রাণে স্বপ্নের হাতছানী
ঘুম ভেঙ্গে ভয় ভুলে মুক্তির সেনানী
একাত্তরের চেতনায় ঝলসে উঠুক এখুনি। :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অন্তহীন

২৯| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গণতন্ত্র সে আবার কি ভাই?!? এদেশ স্বৈরাচারীদের !!

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

কখনো ভিনদেশী
কখনো স্ব-দেশী!

মুক্ত হোক স্ব-দেশ- মুক্তিপাক আমজনতা।
গণতন্ত্রের সুস্থ চর্চায় উচ্চে থাকুক মানবিকতা।

৩০| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সমসাময়িক চমৎকার কবিতা।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী :)

শুভেচ্ছা অবিরল

৩১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত

স্বাধীনতার চেতনাতো এই শেখায় আমাদের

অনেক অনেক ধন্যবাদ কবি :)

৩২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: গণতন্ত্র খুঁজতে একবার গুগুলে সার্চ দিয়ে দেখতে পারেন। =p~

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অসাধারন রসেবােধ মুগ্ধ ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৩৩| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: পরিবারতন্ত্র চলছে চলবে
পরিবারতন্ত্র চলতে হবে মানতে হবে
দেশ গোল্লায় যাক রসাতলে যাক
পরিবারতন্ত্র চলছে চলবে !!!

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
যতক্ষননা কোন যোগ্যতর নিজেকে প্রতিষ্ঠিত করবে
বিপ্লবের মহামন্ত্রে-
যাদুগ্রস্থ করবে আমজনতায়,
স্বপ্ন আর প্রতিশ্রুতির সমন্বয়ে
জেগে উঠবে বাংলাদেশ

৬ কোটি পরিবার হবে সম্মানীত, তন্ত্রকে দাফন করে।
সারা বাংলাদেশ হবে একটি পরিবার।

অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মাহমুদ
শুভেচ্ছা অফুরান

৩৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: খুঁজে পাবেন বলে, মনে হয় না !!! এখন চোখ-কান-মুখ বন্ধ করে থাকার যুগ........

অসাধারণ লিখেছেন। +।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
সব বন্ধ করার যাতনাইতো প্রকাশীত সুমনদা'

অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা অন্তহীণ

৩৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১:১৯

তামান্না তাবাসসুম বলেছেন: বুলেটের মত কবিতা হয়েছে। ব্রাভো !

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মন্তব্যের ধার
করে মন এফৌর ওফোর ;)

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা আর মুভকামনা অন্তহীন

৩৬| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: একা একা খুঁজে কোন লাভ হবেনা। সবাই মিলে একযোগে খুঁজলে হয়তো একদিন তার সন্ধান পাওয়াও যেতে পারে। তবে ব্যক্তিকে নিয়েই যে সমষ্টি। আপনার এ খোঁজা দেখে হয়তো অন্যেরাও সন্ধানে যোগ দিতে পারে!
কবিতা ভাল হয়েছে, ছবিগুলোও যথোপযুক্ত হয়েছে। + +
চাঁদগাজী এবং তামান্না তাবাসসুম এর মন্তব্যদুটো ভাল লেগেছে।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)
দেরিতে হলেও আপনাকে পেয়ে আনন্দিত

হুম সে জন্যেই খোঁজের চেষ্টা! যদি সামষ্টিকতায় ঢেউ ওঠে ;)

শুভেচ্ছা শুভকমানা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.