নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অনু অনুভব

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩

অনুভব

বেদনা
তীব্র বেদনায় অশ্রুহীন কাঁদে যে চোখ -
হাসির আড়ালের দেখেছি তার শ্রাবন বর্ষন
চিতার দহন দাহন সেথা
সৃষ্টি কর্মে আড়াল সাতকাহন ।

সন্ধান

তুই কি জানিস? তুই আমার কে?
খুঁজে খুঁজে ত্রিভুবনে
দেখি তুই'ই
সে'ই আসনে !

তুই কি জানিস! তুই আমার কি?
তোর মাঝেই আমি, খুঁজি আমার আমি!


সমর্পন

বিষের জ্বালা আমায় দাও- অমৃতের সূখটুকু তুমি নাও
আকাশে অগুনিত নক্ষত্রের ভীরে জানি
ভুলেই যাবে মাটির পিদীমের কথা!

আর জনমের আশে মাটির পিদিম ধিকি ধিকি জ্বলবে
অলখে অমাবশ্যায় আঁধারে নীচে তাকালে
দেখবে মিটিমিটি জ্বলছি - তোমার প্রেমের আশে!

দেবীকে পূজো করা যায়, ভালবাসায় যায়
ধুলির ধরায় নামিয়ে তারে কষ্টের কল্পনাও যে পাপ!
ভক্ত হৃদয়ের অর্ঘ্য দিতে পারে, জীবন দিতে পারে - -

তুমি কি চাও বলো দেবী!
আমি মহাদেব হবো তোমার চরণে।।


উৎসর্গ: দেবীর করকমলে ।

মন্তব্য ৫৭ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে প্রীতি বোধ করছি :)

অনেক অনেক ধন্যবাদ রাজীব নূর

শুভেচ্ছা অফুরান

২| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

কাইকর বলেছেন: চমৎকার ।+++

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাইকর:)

প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা রইল

৩| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবির মন্তব্যে অনুপ্রাণ পেলাম।

অনেক অনেক ধণ্যবাদ কবি
শুভেচ্ছা অন্তহীণ

৪| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সিগন্যাস বলেছেন: কবিতা পড়ে হেসে ফেললাম =p~ =p~ =p~

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার হাসির কথা শুনে আমারো হাসি পেল :)

হৃদয়ের কোন স্মৃতিতে সুরসুরি লাগল ভায়া ;)
কবিতা ছুঁতে পেরেছে অনুভব করে প্রীত বোধ করছি :)

শুভেচ্ছা অফুরান

৫| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কি "অণু" লিখতে গিয়ে "অনু" লিখেছেন; নাকি, "অনু"ই লিখতে চেয়েছেন?

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সূক্ষানুভবে :)

জ্বি, আমি অনুই লিখতে চেয়েছি

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান

৬| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

কাওসার চৌধুরী বলেছেন: কবিতা ভাল লাগা, প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই।

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কাওসার ভায়া যে :)
অনেক অনেক ভাল লাগল আপনার ভাল লেগেছে জেনে :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

৭| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: বাহ......সুন্দর হয়েছে। +

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

অনুপ্রানীত হলাম :)
শুভেচ্ছা আর শুভকমানা অন্তহীন

৮| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নীলপরি বলেছেন: বাহ! খুব সুন্দর শব্দে আঁকা কবিতা ।
শুভকামনা

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই! দারুন শব্দকবির যাদুকর যখন বলেছে-
কৃতজ্ঞতার সাথে কমপ্লিমেন্ট গৃহিত হলো :)

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান

৯| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সোহানী বলেছেন: তো এ দেবীটা কে.........????????

কবিতায় একই মন্তব্য বরাবরের মতো ;)

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

শশশশ... চুপ চুপ চুপ
অমন কথা বুলে না :-B

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

১০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

কানিজ রিনা বলেছেন: অসাধারন,

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে প্রীত হলাম :)

অনেক অনেক ধন্যবাদ কানিজ রিনা :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

করুণাধারা বলেছেন: সবগুলো কবিতাই ভালো লাগলো। তবে এর মাঝে বেশি ভাল লেগেছে দ্বিতীয় কবিতাটা।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

সন্ধানে আত্মসন্ধানের গভীর গূঢ়ার্থ লুকানো :)

কৃতজ্ঞতা অফুরান
শুভেচ্ছা আর শুভকামনা রইল

১২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

ঋতো আহমেদ বলেছেন: বেদনা সন্ধান ও সমর্পণে দারুণ হয়েছে কবিতা। ভালো লাগলো। +++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের মৌলিক তিন অনুভব :)

বেদনার অনুভবে সন্ধানের পথ খোলে আর সমপর্ণের পূর্নতায় প্রশান্তি লাভ হয়। :)

প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা রইল অফুরান

১৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৫

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

শুভেচ্ছা আর শুভকামনা রইল

১৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৮

সূচরিতা সেন বলেছেন: অসাধারন! তৃপ্ত ময় লেখা।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন মন্তব্যে লেখার ইচ্ছা ছুঁয়ে যায় সাত আসমান :)
অনেক অনেক ধন্যবাদ সূচরিতা সেন

শুভেচ্ছা অফূরান

১৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যে প্রীতি বোধ করছি :)

অনেক অনেক ধন্যবাদ রাজীব নূর

শুভেচ্ছা অফুরান


ভালো থাকুন। সুস্থ থাকুন।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পুনরাগমনে :)

আপনিও ভাল থাকুন সুস্থ থাকুন। শুভেচ্ছা

১৬| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

প্লাস দিয়ে অনুপ্রানীত করায় অফুরান শুভেচ্ছা

শুভকমানা নিরন্তর

১৭| ২০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১৬

ডঃ এম এ আলী বলেছেন:
অপুর্ব হয়েছে অনুভব, সন্ধান আর সমর্পন
নিয়ে লেখা ভাবগাম্ভির্যময় কবিতাখানি

গুণী কবির কবিতা পাঠে
পাঠকের মনে কাব্যিক অনুভব
না এসে কি পারে
তাইতো মন্তব্যটি
হলো লেখা অমন করে :-

অনুভব

এই ভরা শ্রাবনে
আমার অনুভবে আসে শুধু
মাথার উপরে জলভরা
একটি আকাশ ।
অনুভবগুলি উঠানে
অঝোর বর্ষন ধারায়
আসরে পরে যার
নাম কবি শুধু তুমি ।
আমার অনুভবের অববাহিকায়
একটি স্বপ্নের প্রিয় নদী
অনুভবের কবিতা নিরবধি ।

সন্ধান

শত কোটি বছর পার হয়ে গেল
দেখিনা তোমায়
একবার তোমার দেখা পাবো
এটা জানালে ব্রজেন দাসের মত
সাতরে পার হবো
ঝর ঝঞ্জাময় উত্তাল সাগর ,
একবার দেখা পাব এই কথাটুকু
শুনতে পেলে পৃথিবীর সব দুরত্ব
অবলীলায় পাড়ি দিব ।

সমর্পন

তুমিই আমার সব
তোমারি ধ্যানে
আমার এই ব্যর্থ জীবনে
আনদ উৎসব ।

কবিতাটির উৎসর্গ জনের প্রতি
অনুভব , সন্ধান আর নিরবধি
সমর্পন চলতে থাকুক :)

ভাল থাকার শুভ কামনা রইল

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! অনন্য!! অপূর্ব!!!

হ্যাটস অফ ব্রো :)
মুগ্ধতা ছড়িয়ে রইল মনে . . .

বাঁধাই করে রাখলাম হৃদয় মন্দিরে
গুনিজনের গুনমুগ্ধতার আবেশ ভরে

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা প্রিয় গুনিজন

১৮| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৫

অক্পটে বলেছেন: কবিতায় মুগ্ধ হলাম প্রিয় কবি। অসাধারণ!

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মুগ্ধতা আমার প্রেরণা হয়ে রইল

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইল

১৯| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয়কবিভাই,

কবিতা পড়ছিলাম শুধু ভাবছিলাম, আপনার কল্পনার জগৎকে। অপূর্ব!!! অপূর্ব সব ভাবনা। আর তাদের মহামিলন শিল্পীর তুলিতে স্কেচ করে উপহার দিলো অনবদ্য এক ছবি। ++++

অনেক অনেক শুভেচ্ছা প্রিয়ভৃগুভাইকে।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনার হৃদয়ের গহন থেকে উচ্চারিত স্বত:স্ফূর্ত আবেগটুকু ছুঁয়ে গেল ভায়া :)

অন্তহীন কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অফুরান

২০| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু ভৃগু ভাইজান।

বেশ চমৎকার কবিতা।

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্রাঞ্জি সে :)

কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

২১| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:






শেষটা বেশ ভিন্নরকমের।

ভাল লেগেছে তিনটাই।

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন :)

ভিন্নতাটুকু অনুভবে ভাললাগল
কৃতজ্ঞতা অশেষ

শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

২২| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! প্রথমে অনুভব তারপর সন্ধান তবেই না সমর্পন !

২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্তই অনুভব করেছেন কবি :)

কবিরাই না বোঝে কবির মনোকথা :)

অনেক অনেক ধন্যবাদ জাহিদ অনিক:)
শুভেচ্ছা অমুভকামনা অফুরান

২৩| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

সামিয়া বলেছেন: চমৎকার, সুন্দর , অসাধারণ।

২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাম সায়মা :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীণ

২৪| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

নীলসাধু বলেছেন: কবিতা ভালো লেগেছে।
শুভেচ্ছা অফুরান
:)

২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ, সাধু দা যে!
অনেক অনেক দিন পর পেলাম আপনায় :)

জেনে প্রীত হলাম। অনুপ্রানীত হলাম ।

অনেক অনেক শুভকামনা আপনার জন্যও।

২৫| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:২১

ভ্রমরের ডানা বলেছেন:




জয়তু কবি, জয়তু দেবী!

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

জায়তু ডানা ভায়া ;)

হা হা হা, অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা শুভকামনা অফূরান

২৬| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

উপপাদ্য বলেছেন: :)

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুশিটুকু ছুঁয়ে গেল :)

অনেক অনেক ধন্যবাদ

২৭| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বলেছেন: অসাধারণ কবিতায় ভাল লাগা

২৮| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৫

খায়রুল আহসান বলেছেন: জীবনের মৌলিক তিনটি অনুভব - বেদনা, সন্ধান ও সমর্পণ কে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এ তিনটি অণু কবিতায়।
বেদনার অনুভবে সন্ধানের পথ খোলে আর সমপর্ণের পূর্নতায় প্রশান্তি লাভ হয় - ১২ নং প্রতিমন্তব্যে আপনার এ ব্যাখ্যাটুকু পেয়ে অণু কবিতাগুলো বুঝতে সুবিধে হলো।
কবিতায় ভাল লাগা + +

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

ভাললগা আর প্লাসে অনুপ্রানীত হলাম।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা বরাবরের মতোই :)

২৯| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: সন্ধান বেশি বেশি মন ছুঁয়ে গেল। মনে হলো মনের ভেতরের আবেগ নিংড়ে এনে সাদা পাতায় এঁকেছেন। আর সমপর্নের সেই লাইনটি,

দেবীকে পূজো করা যায়, ভালোবাসা যায়
ধুলির ধরায় নামিয়ে তারে কষ্টের কল্পনাও যে পাপ!


উফফ! কি কথা! ভালোবাসা এমনই হয়! প্রেম রাজ্যে প্রেমিক ভক্ত, প্রেমিকা দেবী! সমপর্নেরও এক অসীম সুখ আছে! নিজেকে বিলিয়ে, বিকিয়ে দেবার মধ্যেও একপ্রকার শান্তি আছে! সাধারণ মানুষেরা পাগল প্রেমিকের সেই সুখকে কখনো অনুভবে, ধারণ ক্ষমতায় আনতে পারেনা! আপনি অসাধারণ সখা!

সবসময় ভালো থাকুন!

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা দেবী সর্বভূতেসু নম:ম্তৈস্য নম: নম: :)

সমপর্নের এই শ্লোকটাতে গভীর গহনে খুঁজলে সেই একই আকুতি পাওয়া যায়
নম: নম: বা সিজদার গহনেও সেই একই আকুল নিবেদন
পরম প্রশান্তি!
প্রিয়তমা/প্রিয়তার কাছেও মূলত তাই সন্ধান করে আত্মা, কিন্তু মাঝে দেহ, কাম, সামাজিকতা এক একটা বড় বাঁধা, পীড়া হয়ে থমকে দেয়। আত্মার জগতে পৃথক হওয়া রুহেরা পৃথিবীতে বুঝি সেই মিলনাকাঙ্খায়তেই বারবার ঘুরেফিরে আসে!
পূর্ন সমপর্ণের পূর্ণতার সন্ধানে।যখন ঘটে যায় সেই মিলন-তারা হয়ে পড়ে মুক্ত! বন্ধনহীন। জনম জনমের চক্রবুহ্য কেটে যায়!

যারা দেহাতীত সেই সন্ধানে সফল হয়, তারা অনুুভবের সেই গভীরে ডুবে যেতে পারে!
তুলে আনে ভালবাসার মুক্তো মানিক! হয়তো একাই!
হয়তো তার প্রিয়তা/প্রিয়তমাও রয় বহুদূরে, আটপৌড়ে জীবনের টানাপোড়েনে মগ্ন!

কিন্তু প্রেমিকের/প্রিয়ের মগ্ন স্বত্ত্বা অনুভবে, সন্ধানে পূর্নতায় পৌঁছে তাইতো ষাষ্টাঙ্গে সমপর্ণ করে, পূর্ণতায়-

- "আমি মহাদেব হবো তোমার চরণে! "

দারুন না?

হেই! অনেক কথা বলে ফেললাম। সখি। আসলে মন্তব্যটা কবিতাকে অনেক বেশি রিলেট করলোতো,
তাই যেন কাব্যের গহনে ডুবে গেসিলাম! আশা করি বিরক্তি উৎপাদন করিনি ;)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকমানা! জনম জনমের!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.